একই জমি একজন দাতা দুই জনের কাছে বিক্রি করেছে,প্রথম ক্রেতাকে ভুল চৌহদ্দি দিয়ে দলিল করে দিয়েছেন, দ্বিতীয় ক্রেতাকে একই জমি সঠিক চৌহদ্দি দিয়ে দলিল করে দিয়েছেন।এখন বিষয়টা ধরা পড়েছে, কার দলিল সঠিক হবে এখন।যদি পরামর্শ দিতেন
একটা বিক্রয় দলিল সম্পাদিত হয় ০১/০৪/১৯৫৫ ইং রেজিস্ট্রেশন তারিখ ২১/০৪/১৯৫৫ ইং। কিন্তু ঐ দলিলের স্ট্যাম্প খরিদ করা হয় ১৫/০৪/১৯৫৫ ইং। অর্থাৎ স্ট্যাম্প খরিদ করার তারিখের ১৪ দিন আগে দলিল কিভাবে সম্পাদিত হয়!! এই দলিলের দাতা ও গ্রহীতা উভয়ে মারা গেছেন। এই দলিল কি টিকবে?
ঠিক বলেছেন।
আস-সালামুআলাইকুম স্যার আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো।।।একটু জানাবেন
দলীলে শুধু উত্তর পুর্ব কর্ণার হতে চৌহাতি লেখা থাকলে এই চৌহাতি সঠিক হবে কি না, জানাবেন প্লিজ
দাগ নম্বর ঠিক আছে সব ঠিক আছে কিন্তু চৌহদ্দি ভূল সে ক্ষেত্রে কি করতে হবে জানালে উপকৃত হতাম
একই জমি একজন দাতা দুই জনের কাছে বিক্রি করেছে,প্রথম ক্রেতাকে ভুল চৌহদ্দি দিয়ে দলিল করে দিয়েছেন, দ্বিতীয় ক্রেতাকে একই জমি সঠিক চৌহদ্দি দিয়ে দলিল করে দিয়েছেন।এখন বিষয়টা ধরা পড়েছে, কার দলিল সঠিক হবে এখন।যদি পরামর্শ দিতেন
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভালো আছেন স্যার
স্যার নাবালগের নামে নাবালগের বাবার ছাবকবলা করছে। যতটুকু পায় ততটুকুই। বাবা বেচে আছেন এই দলিল টা কতটুকু গ্রহনযোগ্য??একটু জানাবেন??
❤❤❤❤❤
স্যার আমার দাদার দাদীর থেকে ফুফুর ওয়ারিশ কয় করে আমার বাবায় এ দলিল বের করার সহজ উপায় কি ❤ আপনার পরিবারের ❤ সবাইকে আল্লাহ ভালো রাখুক❤
সন মনে রেখে সাবরেজিস্ট্রি অফিসে তল্লাশি দিবেন। সেখানে না পেলে ডিসি রেকর্ড রুমে তল্লাশি দিবেন।
ApnR sathe dakha korte chy
একটা বিক্রয় দলিল সম্পাদিত হয় ০১/০৪/১৯৫৫ ইং রেজিস্ট্রেশন তারিখ ২১/০৪/১৯৫৫ ইং। কিন্তু ঐ দলিলের স্ট্যাম্প খরিদ করা হয় ১৫/০৪/১৯৫৫ ইং। অর্থাৎ স্ট্যাম্প খরিদ করার তারিখের ১৪ দিন আগে দলিল কিভাবে সম্পাদিত হয়!! এই দলিলের দাতা ও গ্রহীতা উভয়ে মারা গেছেন। এই দলিল কি টিকবে?
মামলা করলে জাল প্রমাণিত হবে।