দুঃখজনক হলেও সত্য যে, স্যার যেই সম্মান পাওয়ার যোগ্য ছিলেন তিনি তার জীবদ্দশায় পান নাই এদেশে। এত বিখ্যাত ব্যাক্তিদের স্মরণ করা হয় অথচ ওনার মত একজন বিজ্ঞানি আপামরসাধারণ এর নিকট forgotten personality তে পরিণত হয়েছেন।
ভাই বিষয়টা হচ্ছ ওনি তো রাজনীতিবিদদের পা চাটেন নাই, তাই ওনার কোনো নামই নাই। বাংলাদেশে যোগ্যদের কোনো সম্মান নাই।এ দেশে যে যত পা চাটতে পারে তার সম্মান ততো বেশি।
চতুর্থ বর্ষে কসমোলজি সাবজেক্টের রেফারেন্স বই হিসেবে স্যারের লেখা "An Introduction to Mathematical Cosmology" বইটা পড়েছিলাম। কসমোলজির আনাচে কানাচে তো বুঝলামই, যে টেনসর সেকেন্ড ইয়ারে বুঝি নাই সেটাও একদম ক্লিয়ার হয়ে গিয়েছিলো। এক টুকরা হীরা J.N Islam ❤️💎
আমি মনে প্রাণে বিশ্বাস করি ড.জামাল নজরুল ইসলাম বাংলাদেশের খাঁটি সম্পদ... একজন জাদুকর......... ধন্যবাদ #এনায়েত_স্যার আপনার জন্যই আজ এরকম একজন #মহান_মানবের কথা জানলাম.... 💚💚💖💖💜💜💛💛✅✅
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনার গঠিত রিসার্চ সেন্টারে বেশ অনেকদিন পড়ালেখা করেছিলাম। তবে উনাকে দেখার সৌভাগ্য হয়নি কারণ উনি প্রায়ই থাকতন দেশের বাইরে বিভিন্ন একাডেমিক কাজে। তবে উনার রিসার্চ সেন্টারের লাইব্রেরিয়ান/লেখক শরীফ মাহমুদ সিদ্দিকীর সাথে যিনি জামাল স্যারকে নিয়ে একটি বই লিখেছেন, নক্ষত্র নামে একটি বই লিখেছেন এছাড়া আরো বিভিন্ন লিখা আছে উনার, অসাধারণ মানুষ তিনি। আমরা উনার সাথে জামাল স্যার সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলতাম, বই ধার নিতাম। আমরা ওখানে থাকা অবস্থায়ই কিছুদিন পর শুনলাম জামাল স্যার মারা গেছেন। খুবই ব্যথিত হয়েছিলাম,কারণ আমার ও আমার এক বন্ধুর খুবই ইচ্ছা ছিল উনার সাথে দেখা করার, সামনাসামনি কথা বলার। কিন্তু তা আর হয়ে উঠেনি। উনার মৃত্যুর পর উনার বইগুলো খোঁজা শুরু করি লাইব্রেরিতে। কিন্তু বাংলাদেশে উনার কোন বই ই পাওয়া যায়না। না যাওয়ারই কথা। কারণ উনার বইগুলো বের হয়েছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে। তারপর বাতিঘর লাইব্রেরিতে গিয়ে উনার The Ultimate fate of the Universe বইটি order করে US থেকে নিয়ে এসেছিলাম। Cosmology এর উপর extraordinary একটা বই। এর কোন তুলনা অন্য বইয়ের সাথে দেয়া যাবেনা। Stephen Hawking এর A brief History of time বইটির সমপর্যায়ের এমনকি এর চেয়েও আরো সুন্দর ও সহজ সরল লেখনীর বই এটি। আমি A brief History of time এর চেয়েও জামাল স্যারের The Ultimate fate of the Universe বইটিকে এগিয়ে রাখি। বিজ্ঞানের প্রতি বিশেষ করে cosmology তে যাদের আগ্রহ আছে তাদের জন্য৷ must read একটি বই এটি। সমস্যা একটাই,এটি বাংলাদেশে available না। বাইরে থেকে অর্ডার করে আনতে হবে। এছাড়া উনি আরো বেশ কিছু বই লিখেছেন। তার মধ্যে An Introduction to mathematical cosmology ও Rotating fields in General Relativity বেশ উল্লেখযোগ্য।
তাকে দেশে এত বেশি পরিচিতি দেয়া হয়েছে যে, আজকেই তার নাম প্রথম শুনলাম 😌, আর কিছু বলার নেই🌚 @Enayet Chowdhury স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাকে তুলে ধরার জন্য
আমি গর্বিত আমি ওঁনার পদধূলিমাখা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি স্যারের অমর স্মৃতির উদ্দেশ্যে। ভাই উনি আমাদের গর্বিত নাম চট্টগ্রামের। অনেক ধন্যবাদ স্যারকে নিয়ে ভিডিও বানানোর জন্য। অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল।
প্রফেসর ডা. জামাল নজরুল ইসলাম স্যার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১১ তম সভাপতি (১৯৮৬সাল থেকে ১৯৮৮ সাল পযর্ন্ত) ও এমিরিটাস অধ্যাপক। তার বিভাগের একজন ছাত্র হতে পেরে আমি গর্বিত।
আমার কাছে উনি হচ্ছেন বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ। একটা মানুষ যখন ভুল দেশে জন্মায় তখন তার নাম হয় "জামাল নজরুল ইসলাম।" একটা মানুষের জ্ঞানের মর্যাদা যে আমরা কখনই দিতে পারি না সেইটা ওনার জীবন কাহিনী শুনলেই বুঝা যায়। ওনার কথা প্রথম শুনি আরো পাঁচ বছর আগে। যখন ক্লাস টেনে ছিলাম।আর আমি তখন প্রথমবার ওনার কথা শুনে সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম যে এতো বড় একজন মহান বিজ্ঞানী আমাদের দেশের সন্তান।অথচ পর মূহুর্তেই মন ভেঙ্গে যায় যখন দেখি এই সূর্য সন্তানকে আমাদের দেশের মানুষ চিনেও না। আর তাঁকে নিয়ে কথাও কেউ বলে না বা বলতে চায় না। এই জন্যই হয়তো আমাদের দেশে "জামাল নজরুল ইসলাম" স্যারেরা হয়তো আর জন্মও নিবেন না।বিনম্র শ্রদ্ধা স্যার আপনাকে।আর দুঃখিত আপনার প্রাপ্য সম্মান আপনাকে না দিতে পেরেওপারে ভালো থাকবেন এই আশাই করি।।
আজ আমার ভাইয়ার একটা কথা খুব মনে পড়ে গেলো..তিনি বলেছিলেন - যে দেশপ্রেম হলো একটা 'মোহ'..কিছু মানুষ জীবনের শুরুতেই এই 'মোহ' কাটিয়ে উঠতে পারে আর কিছু মানুষ তা সারাজীবনেও কাটিয়ে উঠতে পারেন না..।🌺 ভালোবাসা নিবেন ভাইয়া..❤️❤️
এই দুইটা টপিক এর এটলিস্ট একটা নিয়া ভিডিও বানান। 1) String Theory 2) stephen hawking এর রিসার্চ আপনার explanation খুব ভালোমতো বুঝতে পারি। অগ্রিম ধন্যবাদ।
অনেক ধন্যবাদ স্যার, এরকম মহৎ ব্যক্তিকে নিয়ে এত সুন্দর ভিডিও বানানোর জন্যে। কিন্তু উনার প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং উনি ৩০০০/- বেতনে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে চাকুরী নিয়ে আমৃত্যু এ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন তা এড়িয়ে গেলেন!
From India Brother! Your way of explanation is appropriate and unbiased unlike other youtubers of your country. Seems you researched a lot before uploading the video. Keep up the good work. Respect, warm wishes and love.
আগে থেকে স্যারকে চিনতাম নাহ,কিন্তু এখন মানুষটার প্রতি অগাধ শ্রদ্ধায় বুকটা ভোরে উঠছে। ধন্যবাদ, এনায়েত ভাই এমন একটা মানুষকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ❤️
এতো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ 😍 অসাধারণ স্ক্রিপ্ট ❤️ অসাধারণ এডিট ❤️ অসাধারণ ভয়েস❤️ সাথে দারুণ উপস্থাপনা💝(যা সব ভিডিওতে পাই)
উনি বাংলাদেশের এত বড় মাপের একজন মানুষ ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমি মাত্র ১ বছর আগেই তার সম্পর্কে জানতে পারলাম।বাংলাদেশের বিভিন্ন মাধ্যমের উচিত এসব জিনিস আরো বেশি হাইলাইট করা এবং অনুপ্রেরণা প্রদান করা। ধন্যবাদ ভাইয়া ভিডিও টার জন্য।আর এখন আমি আপনার কলেজেরই জুনিয়র😊
অনিকেত প্রান্তর শুনতেছি আর এই ভিডিও নোটিফিকেশন আসলো। ইমাজিন করেন কত সুন্দর মুহূর্ত, আমি জামাল নজরুল ইসলাম স্যার সম্পর্কে আগে থেকেই জানতাম মোটামুটি ঐ সব ফুলানো ফাপানো তথ্য সহ। Happy birthday to Sir জীবনে যদি কিছু হইও তাও যেনো স্যার এর মত আদর্শবান মানুষ হইতে পারি। আমি ম্যাথ ফিজিক্স অনেক ভালোবাসি তাই স্যার কেউ অনেক আগে থেকেই ভালোবাসি তাছাড়া কস্মলোজি নিয়ে জানাশুনা শুরু করছি তখন থেকেই যে আমাদের এই মহান মানুষ এই টাতে কাজ করে গেছেন। আল্লাহ্ যেনো স্যার কে অনেক সম্মানে রাখেন জান্নাতে এই দুয়া করি সব সময়। আর এনায়েত চৌধুরী স্যার বা ভাই আপনিও অসাধারণ মানুষ। স্যার কে এত সুন্দর বার্থডে উইশ করার জন্য অন্তর থেকে ধন্যবাদ ও দোয়া।
JN ইসলাম স্যার বিশ্বের এতো গুরুত্তপূর্ণ ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও খুব কম মানুষই উনাকে চিনে এটা দুঃখজনক। ধন্যবাদ এনায়েত স্যার উনাকে কে নিয়ে ভিডিও বানানোর জন্য।
স্যার আপনার প্রায় সব ভিডিও দেখা হয়। ৯/১০ মাস আগে একটি ভিডিও বানিয়ে ছিলেন ড. জামিরুল রেজা চৌধুরী স্যারকে নিয়ে। সেই ভিডিও তে comment এ অনুরোধ করেছিলাম ড. জামাল নজরুল ইসলাম স্যারকে নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। এতো দিন পর সেই অপেক্ষার প্রহর শেষ হলো। যখন প্রথম স্যারের নাম শুনি তখন থেকেই তার সম্পর্কে জানার আগ্রহ বেড়ে গেছে। আমার মনে হয় science students ছাড়া খুব খুব কম মানুষই উনার সম্পর্কে জানেন। (যদিও আমি science background students না তবুও আপনার এই ধরনের ভিডিও গুলো অনেক ভালো লাগে) অনেক অনেক ধন্যবাদ স্যার। lot's of Love 😊❤️
ওঁনার সম্পর্কে কোথায় আর্টিকেল পড়েছিলাম, বইতেও হয়তো পড়েছি, এভাবে টুকরা টুকরা জানতাম। আজ এত বেশি কিছু জানলাম। অনেক কষ্টের বিষয়, আমাদের এত অমূল্য সব সম্পদকে কিভাবে আমরা অবমূল্যায়ন করে হারিয়ে ফেলেছি🥺 আর কি সব গার্বেজ নিয়ে মাতামাতি করি।
আমরা যেসব বিখ্যাত ব্যাক্তিদের চিনি তা মূলত আমাদের পাঠ্য বইয়ের মাধ্যমে, কিন্তু জামাল নজরুল ইসলাম স্যারের মত একজন মানুষকে বইয়ে অন্তর্ভুক্ত করাটা এদেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব ছিলো।
ভাইয়া, পাট দিয়ে তৈরি সোনালি ব্যগ (পলিথিনের বিকল্প)নিয়ে video দিলে ভালো হতো।এত important ও সময়োপযোগী উদ্ভাবনের পর ও কেন এটা বিশ্বব্যাপি সমাদৃত হচ্ছে না। ব্যাখ্যা চাই
আসসালামু আলাইকুম স্যার। সম্ভব হলে এরকম মহৎ অথচ অনেকাংশেই (অপরিচিত) মানুষদের নিয়ে ভিডিও দেওয়াটা অব্যাহত রাইখেন দেয়া করে ... এর আগে অধ্যাপক জামিলুর রেজা স্যার সম্পর্কে আপনার ভিডিও থেকেই প্রথম জানার সৌভাগ্য হয়।
বর্তমানে বুয়েটের ছাত্ররা যারা আগামিতে গবেষণা করার ইচ্ছা আছে,তারা জামাল নজরুল ইসলাম থেকে শিক্ষা নেওয়া উচিত।শুধু বড় কোথাও গেলেই নিজের শিকড়কে ভুলে যেতে হয় না।
এই মহান ব্যক্তি দেশপ্রেমের কারণেই বাংলাদেশে এসেছে। চেয়েছিলেন দেশের জন্য কিছু করবেন। কিন্তু আমার মনে হয় তিনি এদেশে আসা ঠিক হয়নি। উনাকে আমরা যথাযথ মূল্য দিতে পারিনি। আজ উনি UK তে থাকলে অনেক বড় বিজ্ঞানী হতে পারতেন। দুর্ভাগ্যের ব্যপার, উনাকে নিয়ে কখনো বই লেখা হয়নি,পাঠ্য বইয়ে কখনো ওনার জীবনী পড়িনি। এই প্রথম ওনাকে চিনলাম। এই মহান ব্যক্তিকে নিয়ে ভিডিও বানানোর জন্য এনায়েত ভাইয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
আমি বিশ্বাস করি আপনার আজকের এই ভিডিও দেখার পর জামাল নজরুল ইসলাম স্যারকে অনেকে চিনবে। অবাক হই এমন একজন মানুষ নিয়ে দেশে কোনো কথা হয় না!! দেশের মানুষ, মিডিয়া এসব নিয়ে না বলে যতসব অখাদ্য নিয়ে পরে থাকে।🙃 ধন্যবাদ এনায়েত স্যার, আপনাকে।💞
জামাল নজরুল ইসলাম একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি আমাদের ১ম বর্ষে ভর্তি ওরিয়েন্টশনে এসেছিলেন। প্রায় ৪০ মিনিট বক্তব্য দিয়েছিলেন। আমরা তার বক্তব্য না বুঝার কারনে কিছুটা বিরক্ত হয়ে গেলাম কিন্তু আমাদের একজন প্রয়াত অধ্যাপক আবুল কালাম আজাদ স্যার ছিলেন তাঁর খুবই ভক্ত। উনি পুরোটা সময়জুড়ে জামাল নজরুল ইসলাম স্যারের মুখের দিকে তাকিয়ে তাঁর বক্তব্য মুগ্ধতার সাথে শুনেছিলেন। আপনি ওঁনার মেয়ের যে বক্তব্যটা তুলে ধরলেন সেটা ওনি দিয়েছিলেন " জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র" ( RCMPS) কর্তৃক আয়োজিত একটা সেমিনারে ওই সেমিনারে স্যারের সহধর্মিণী ও উপস্থিত ছিলেন। আমি নিজেও সেই সেমিনারে উপস্থিত থাকায় স্যারের সম্পর্কে অনেক তথ্য জেনেছিলাম ওনার মেয়ে ও স্ত্রীর বক্তব্য থেকে।
Sir er desktop er lekha "Ag lawan majboori nu" er porer line hobe "dujiya di dastoori nu"" 😁😁..song ta Pakistani coke studio r season 14 er PASOORI song
She bideshe thakle aro onek upore uthte parto, Bangladeshe eshe tar eto medha use koorte parlo na, oikhane thaklei amader nam shobjagae choriye dite parto
ধন্যবাদ, উনাকে নতুন করে পরিচিত করবার জন্য। বিষয় বিন্যাস ও উপস্থাপন খুবই সুন্দর হয়েছে। তবে, একটা ব্যাপার মনে করি একুশে পদক সম্মানিত হয়েছে প্রঃ ডঃ জামাল নজরুল ইসলামকে স্বীকৃতি দিয়ে।
তার মেধা, পরিশ্রম ও ত্যাগের কোন মূল্য তো আমরা দিতে পারি নাই - তার থেকে বড় লজ্জার বিষয় হচ্ছে এমন মহান ব্যাক্তি সম্পর্কে আমার মতো অনেকেই আছে যাদের এতদিন কিছুই জানা ছিল না। ধন্যবাদ আপনাকে এমন একজন কিংবদন্তি ব্যাক্তির সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়ার জন্য।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের আমার এক প্রিয় ম্যাথ এর স্যারের কাছ থেকে প্রথম ২০১৮ সালে জামাল স্যারের নাম শুনি 💝❤স্যারের মুখে প্রায় জামাল স্যারের কথা শুনতাম অনেক ভালো লাগতো ❤
Sir kivabe je dhonnabad dibo bujhate partesina...thank you so much for the video..over excited hoye gesilam video ta dekhe..erokom manush Bangladesh er jonno ashirbaad..literally dekhte giye gaye kata dise....thank you once again sir...
Goto koek mash dhore tana tomar video dekhchi vaiya.Tomar video theke eto poriman information pawa jay bolar moto na.Keep going forward.We need more creators like you❤️
Ei video te vaiyar kotha bolar dhoron ta besh valo chilo, onek video tei onek kisu mathar upor diya jaito amar 😕. Amader desher ei dhoroner manushder arow recognition pawa dorkar.
জামাল নজরুল ইসলাম স্যারকে কে কে আগে থেকেই চিনতেন?
আজকেই চিনলাম
আজকেই প্রথম জানলাম 😍
অসংখ্য ধন্যবাদ এনায়েত ভাই💝
আমি জানতাম আগে থেকেই ভাইয়া
Ami😁
চিনতাম ৷তবে এতো ভালোভাবে না ৷ বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ ৷
দুঃখজনক হলেও সত্য যে, স্যার যেই সম্মান পাওয়ার যোগ্য ছিলেন তিনি তার জীবদ্দশায় পান নাই এদেশে। এত বিখ্যাত ব্যাক্তিদের স্মরণ করা হয় অথচ ওনার মত একজন বিজ্ঞানি আপামরসাধারণ এর নিকট forgotten personality তে পরিণত হয়েছেন।
ওনার ২ টা ক্লাস করেছিলাম, আমাদের বিদায় বরণ অনুষ্ঠানে অতিথী ছিলেন
ভাই বিষয়টা হচ্ছ ওনি তো রাজনীতিবিদদের পা চাটেন নাই, তাই ওনার কোনো নামই নাই। বাংলাদেশে যোগ্যদের কোনো সম্মান নাই।এ দেশে যে যত পা চাটতে পারে তার সম্মান ততো বেশি।
চতুর্থ বর্ষে কসমোলজি সাবজেক্টের রেফারেন্স বই হিসেবে স্যারের লেখা "An Introduction to Mathematical Cosmology" বইটা পড়েছিলাম। কসমোলজির আনাচে কানাচে তো বুঝলামই, যে টেনসর সেকেন্ড ইয়ারে বুঝি নাই সেটাও একদম ক্লিয়ার হয়ে গিয়েছিলো। এক টুকরা হীরা J.N Islam ❤️💎
বাল
Vai apni kon subject e poren?
জামাল নজরুল ইসলাম স্যারকে অনেক আগে থেকেই চিনি। উনি আমার অনুপ্রেরণা। ধন্যবাদ এনায়েত ভাইয়াকে স্যারকে নিয়ে ভিডিও বানানোর জন্য।
@ROHW Thank you so much for the appreciation 😍😀
@@EnayetChowdhuryOfficialWe have to promote research and creativity from our childhood education
আমার মনে হয় বাংলাদেশের প্রায় ৯০% মানুষই ডঃ জামাল নজরুল ইসলাম স্যার কে হয়তো চিনেই না। (তারও বেশি হতে পারে)
আফসোস!
৬৫ কি ৯৯% ই চিনে না
@@siuu227 সহমত ভাই। এ বাংলার মানুষ স্যারকে বুঝতে পারেনি। হারায়ে ধন সবাই খোঁজে ভাই 😞😞
Uni ki cenanor cesta korce ?
Eto boro maner ek jon biggani hoe
Nije uddegi hoe kichu des k dewar jonno .
বুড়ো বাদে কাকে চিনি আমরা?? আমাদের পড়ানো হয়?
আমি মনে প্রাণে বিশ্বাস করি ড.জামাল নজরুল ইসলাম বাংলাদেশের খাঁটি সম্পদ... একজন জাদুকর......... ধন্যবাদ #এনায়েত_স্যার আপনার জন্যই আজ এরকম একজন #মহান_মানবের কথা জানলাম.... 💚💚💖💖💜💜💛💛✅✅
Dr. Jamal Nazrul lslam sir is one of the most underrated person in our country .
ধন্যবাদ এনায়েত স্যারকে বিষয়টাকে এত সুন্দর করে উপস্থাপন করা জন্য ❤
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনার গঠিত রিসার্চ সেন্টারে বেশ অনেকদিন পড়ালেখা করেছিলাম। তবে উনাকে দেখার সৌভাগ্য হয়নি কারণ উনি প্রায়ই থাকতন দেশের বাইরে বিভিন্ন একাডেমিক কাজে। তবে উনার রিসার্চ সেন্টারের লাইব্রেরিয়ান/লেখক শরীফ মাহমুদ সিদ্দিকীর সাথে যিনি জামাল স্যারকে নিয়ে একটি বই লিখেছেন, নক্ষত্র নামে একটি বই লিখেছেন এছাড়া আরো বিভিন্ন লিখা আছে উনার, অসাধারণ মানুষ তিনি। আমরা উনার সাথে জামাল স্যার সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলতাম, বই ধার নিতাম। আমরা ওখানে থাকা অবস্থায়ই কিছুদিন পর শুনলাম জামাল স্যার মারা গেছেন। খুবই ব্যথিত হয়েছিলাম,কারণ আমার ও আমার এক বন্ধুর খুবই ইচ্ছা ছিল উনার সাথে দেখা করার, সামনাসামনি কথা বলার। কিন্তু তা আর হয়ে উঠেনি।
উনার মৃত্যুর পর উনার বইগুলো খোঁজা শুরু করি লাইব্রেরিতে। কিন্তু বাংলাদেশে উনার কোন বই ই পাওয়া যায়না। না যাওয়ারই কথা। কারণ উনার বইগুলো বের হয়েছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে। তারপর বাতিঘর লাইব্রেরিতে গিয়ে উনার The Ultimate fate of the Universe বইটি order করে US থেকে নিয়ে এসেছিলাম। Cosmology এর উপর extraordinary একটা বই। এর কোন তুলনা অন্য বইয়ের সাথে দেয়া যাবেনা। Stephen Hawking এর A brief History of time বইটির সমপর্যায়ের এমনকি এর চেয়েও আরো সুন্দর ও সহজ সরল লেখনীর বই এটি। আমি A brief History of time এর চেয়েও জামাল স্যারের The Ultimate fate of the Universe বইটিকে এগিয়ে রাখি। বিজ্ঞানের প্রতি বিশেষ করে cosmology তে যাদের আগ্রহ আছে তাদের জন্য৷ must read একটি বই এটি। সমস্যা একটাই,এটি বাংলাদেশে available না। বাইরে থেকে অর্ডার করে আনতে হবে। এছাড়া উনি আরো বেশ কিছু বই লিখেছেন। তার মধ্যে An Introduction to mathematical cosmology ও Rotating fields in General Relativity বেশ উল্লেখযোগ্য।
জামাল নজরুল ইসলাম স্যার একজন ভালোবাসার মানুষ। থ্যাংকিউ স্যারকে নিয়ে ভিডিও বানানোর জন্য।
apnake thanks dekhar jonno
He is true legendary person. May Allah grant him in Jannah.
aasholei
ভাই উনি জান্নাত কিভাবে পাবেন??
উনিতো গান গান বাজনা করতেন, উনার স্ত্রী মেয়েদের পর্দা মেইনটেন করেন নাই।।
জান্নাত কি ছেলেখেলা নাকি??
@@tamgushen9977 Allah apna k ageh toufic dann koruk.
@@tanmoy7616 apnio onno joner janaah pawa niye nijei comment Korte ashchen.. aita ki thik?
তাকে দেশে এত বেশি পরিচিতি দেয়া হয়েছে যে, আজকেই তার নাম প্রথম শুনলাম 😌, আর কিছু বলার নেই🌚
@Enayet Chowdhury স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাকে তুলে ধরার জন্য
আমি গর্বিত আমি ওঁনার পদধূলিমাখা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি স্যারের অমর স্মৃতির উদ্দেশ্যে। ভাই উনি আমাদের গর্বিত নাম চট্টগ্রামের। অনেক ধন্যবাদ স্যারকে নিয়ে ভিডিও বানানোর জন্য। অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল।
আগে ধন্যবাদ দিয়ে পরে ভিডিও দেখতে গেলাম । জামাল নজরুল ইসলাম স্যারকে নিয়া ভিডিও বানানোর জন্য
Jahid Hasan আপনাকে আমার তরফ থেকে দেয়া হলো পরিবেশ বন্ধু গাছ ও মহামূল্যবান বই।
প্রফেসর ডা. জামাল নজরুল ইসলাম স্যার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১১ তম সভাপতি (১৯৮৬সাল থেকে ১৯৮৮ সাল পযর্ন্ত) ও এমিরিটাস অধ্যাপক।
তার বিভাগের একজন ছাত্র হতে পেরে আমি গর্বিত।
Proud Buetian Ekbar o Chittagong university er Kotha mention korar dorkar Mone koren nai..😆
আমার কাছে উনি হচ্ছেন বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ। একটা মানুষ যখন ভুল দেশে জন্মায় তখন তার নাম হয় "জামাল নজরুল ইসলাম।" একটা মানুষের জ্ঞানের মর্যাদা যে আমরা কখনই দিতে পারি না সেইটা ওনার জীবন কাহিনী শুনলেই বুঝা যায়।
ওনার কথা প্রথম শুনি আরো পাঁচ বছর আগে। যখন ক্লাস টেনে ছিলাম।আর আমি তখন প্রথমবার ওনার কথা শুনে সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম যে এতো বড় একজন মহান বিজ্ঞানী আমাদের দেশের সন্তান।অথচ পর মূহুর্তেই মন ভেঙ্গে যায় যখন দেখি এই সূর্য সন্তানকে আমাদের দেশের মানুষ চিনেও না।
আর তাঁকে নিয়ে কথাও কেউ বলে না বা বলতে চায় না।
এই জন্যই হয়তো আমাদের দেশে "জামাল নজরুল ইসলাম" স্যারেরা হয়তো আর জন্মও নিবেন না।বিনম্র শ্রদ্ধা স্যার আপনাকে।আর দুঃখিত আপনার প্রাপ্য সম্মান আপনাকে না দিতে পেরেওপারে ভালো থাকবেন এই আশাই করি।।
অবশেষে ৬ মাস অপেক্ষার অবসান। ড. জামিলুর রেজা চৌধুরী স্যার টু ড. জামাল নজরুল স্যার ❣️❣️❣️❣️❣️❣️.......
আজকে স্যারের জন্মদিন।
আমার প্রিয় ব্যক্তিত্ব 🖤
ইনশাআল্লাহ, আমি একদিন বিজ্ঞানী হবো।
দেশের নাম পৃথিবীর বুকে উজ্জ্বল করব
আজ আমার ভাইয়ার একটা কথা খুব মনে পড়ে গেলো..তিনি বলেছিলেন - যে দেশপ্রেম হলো একটা 'মোহ'..কিছু মানুষ জীবনের শুরুতেই এই 'মোহ' কাটিয়ে উঠতে পারে আর কিছু মানুষ তা সারাজীবনেও কাটিয়ে উঠতে পারেন না..।🌺
ভালোবাসা নিবেন ভাইয়া..❤️❤️
এই মোহ আর না কাটুক সবার
এই দুইটা টপিক এর এটলিস্ট একটা নিয়া ভিডিও বানান।
1) String Theory
2) stephen hawking এর রিসার্চ
আপনার explanation খুব ভালোমতো বুঝতে পারি।
অগ্রিম ধন্যবাদ।
আমাদের বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের মেম্বার ছিলেন।
অনেক শান্ত স্বভাবের ভালো মানুষ।
ওনার সাথে কথা বললে বুঝা যাবেনা,উনি কতোটা উচু মাপের মানুষ।
আল্লাহ স্যারকে বেহেশত নসিব করুক।
অনেক ধন্যবাদ স্যার, এরকম মহৎ ব্যক্তিকে নিয়ে এত সুন্দর ভিডিও বানানোর জন্যে।
কিন্তু উনার প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং উনি ৩০০০/- বেতনে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে চাকুরী নিয়ে আমৃত্যু এ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন তা এড়িয়ে গেলেন!
From India Brother! Your way of explanation is appropriate and unbiased unlike other youtubers of your country. Seems you researched a lot before uploading the video. Keep up the good work. Respect, warm wishes and love.
@Sandip Thank you so much for the appreciation 😍😄😄
আগে থেকে স্যারকে চিনতাম নাহ,কিন্তু এখন মানুষটার প্রতি অগাধ শ্রদ্ধায় বুকটা ভোরে উঠছে।
ধন্যবাদ, এনায়েত ভাই এমন একটা মানুষকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ❤️
আমাদের একজন গর্ব! আফসোস আমরা উনাকে যথেষ্ট মূল্যায়ন করতে পারিনি
এতো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ 😍
অসাধারণ স্ক্রিপ্ট ❤️
অসাধারণ এডিট ❤️
অসাধারণ ভয়েস❤️
সাথে দারুণ উপস্থাপনা💝(যা সব ভিডিওতে পাই)
@So Much Knowledge Thank you so much for the appreciation 😍😀
যতই জামাল নজরুল ইসলাম স্যার সম্পর্কে জানি ততই মুগ্ধ হই। ধন্যবাদ এনায়েত চৌধুরী আপনাকে।
জামাল নজরুল ইসলাম স্যার ভিষণ অসাধারণ একজন মানুষ।
কসমোলজি বিষয়ে আগ্রহের দরুন স্যারের বইয়ের রিভিউ অনেক ওয়েবসাইটে পড়তাম।
আপনার চ্যানেল স্ক্রলিং করে ঘুরে দেখলে।একটা ভিডিওর কমতি আছে বলে মনে হত। এখন থেকে তৃপ্তি পাচ্ছি। সম্পূর্ণ হলো।
অসাধারণ হয়েছে ভাই।
উনি বাংলাদেশের এত বড় মাপের একজন মানুষ ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমি মাত্র ১ বছর আগেই তার সম্পর্কে জানতে পারলাম।বাংলাদেশের বিভিন্ন মাধ্যমের উচিত এসব জিনিস আরো বেশি হাইলাইট করা এবং অনুপ্রেরণা প্রদান করা।
ধন্যবাদ ভাইয়া ভিডিও টার জন্য।আর এখন আমি আপনার কলেজেরই জুনিয়র😊
ooreh Congratulations Raj
@@EnayetChowdhuryOfficial ভাইয়া Thank you so much❤️
অনিকেত প্রান্তর শুনতেছি আর এই ভিডিও নোটিফিকেশন আসলো। ইমাজিন করেন কত সুন্দর মুহূর্ত, আমি জামাল নজরুল ইসলাম স্যার সম্পর্কে আগে থেকেই জানতাম মোটামুটি ঐ সব ফুলানো ফাপানো তথ্য সহ। Happy birthday to Sir জীবনে যদি কিছু হইও তাও যেনো স্যার এর মত আদর্শবান মানুষ হইতে পারি।
আমি ম্যাথ ফিজিক্স অনেক ভালোবাসি তাই স্যার কেউ অনেক আগে থেকেই ভালোবাসি তাছাড়া কস্মলোজি নিয়ে জানাশুনা শুরু করছি তখন থেকেই যে আমাদের এই মহান মানুষ এই টাতে কাজ করে গেছেন।
আল্লাহ্ যেনো স্যার কে অনেক সম্মানে রাখেন জান্নাতে এই দুয়া করি সব সময়।
আর এনায়েত চৌধুরী স্যার বা ভাই আপনিও অসাধারণ মানুষ। স্যার কে এত সুন্দর বার্থডে উইশ করার জন্য অন্তর থেকে ধন্যবাদ ও দোয়া।
জামিলুর স্যার এর ভিডিও এর পর জামাল নজরুল স্যার এর ভিডিও এর জন্য রিকুয়েষ্ট করছিলাম। আজকে পেলাম... ধন্যবাদ। ❤️
বি.দ্রঃ ট্রাইনোমিয়াল স্টার্ট করেন। 😒
oita Farhan vai jaane :P
দেশের প্রতি এইরকম ভালোবাসা আসলেই বিরল।
স্যারের সম্পর্কে যতই জানি ততই অবাক হই।
ধন্যবাদ এই রকম ব্যাক্তিত্য সবার সামনে তুলে ধরার জন্য ❤❤
JN ইসলাম স্যার বিশ্বের এতো গুরুত্তপূর্ণ ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও খুব কম মানুষই উনাকে চিনে এটা দুঃখজনক। ধন্যবাদ এনায়েত স্যার উনাকে কে নিয়ে ভিডিও বানানোর জন্য।
আল্লাহ যেন স্যারকে জান্নাত নসীব করেন।
আমীন।
স্যার আপনার প্রায় সব ভিডিও দেখা হয়।
৯/১০ মাস আগে একটি ভিডিও বানিয়ে ছিলেন ড. জামিরুল রেজা চৌধুরী স্যারকে নিয়ে।
সেই ভিডিও তে comment এ অনুরোধ করেছিলাম ড. জামাল নজরুল ইসলাম স্যারকে নিয়ে একটি ভিডিও বানানোর জন্য।
এতো দিন পর সেই অপেক্ষার প্রহর শেষ হলো।
যখন প্রথম স্যারের নাম শুনি তখন থেকেই তার সম্পর্কে জানার আগ্রহ বেড়ে গেছে।
আমার মনে হয় science students ছাড়া খুব খুব কম মানুষই উনার সম্পর্কে জানেন।
(যদিও আমি science background students না তবুও আপনার এই ধরনের ভিডিও গুলো অনেক ভালো লাগে)
অনেক অনেক ধন্যবাদ স্যার।
lot's of Love 😊❤️
ওঁনার সম্পর্কে কোথায় আর্টিকেল পড়েছিলাম, বইতেও হয়তো পড়েছি, এভাবে টুকরা টুকরা জানতাম। আজ এত বেশি কিছু জানলাম। অনেক কষ্টের বিষয়, আমাদের এত অমূল্য সব সম্পদকে কিভাবে আমরা অবমূল্যায়ন করে হারিয়ে ফেলেছি🥺 আর কি সব গার্বেজ নিয়ে মাতামাতি করি।
আমি ওনার ২ টা ক্লাস করেছিলাম, আমাদের বিদায় বরন অনুষ্টানে অতিথী এসেছিলেন
আমি চিনতাম। কিন্তু উনার সম্পর্কে এতো বিস্তারিত জানতাম না। ধন্যবাদ আপনাকে উনার মতো একজন মহান মানুষের কথাগুলি আমাদের জানানোর জন্য।
আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন এবং আমি ওই বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্রী এটা ভাবতেই গায়ে কাটা দেয়।স্যারকে নিয়ে ভিডিও করেছেন আপনাকে ধন্যবাদ।
স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলেন।
@@EnayetChowdhuryOfficial জ্বি।
Apni ekjon influential youtuber. Apni manushke etar bepare shocheton krle manush bujhbe.Ami asha kori apni ei bepare manushke shocheton korben.
একজন বাংলাদেশী হিসেবে আমি খুবই গর্বিত।এই মহান বিজ্ঞানীর জন্যে রইল আন্তরিক শ্রদ্ধা ও সম্মান।
একজন কলেজিয়েট হয়ে আমি গর্বিত।উনি আমাদের দেশের অমূল্য সম্পদ🤲🤲🤲
I always admire Dr. Jamal Nazrul Islam Sir. Thanks for enlighten to some unknown facts about this great man.
আমরা যেসব বিখ্যাত ব্যাক্তিদের চিনি তা মূলত আমাদের পাঠ্য বইয়ের মাধ্যমে, কিন্তু জামাল নজরুল ইসলাম স্যারের মত একজন মানুষকে বইয়ে অন্তর্ভুক্ত করাটা এদেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব ছিলো।
ভাইয়া, পাট দিয়ে তৈরি সোনালি ব্যগ (পলিথিনের বিকল্প)নিয়ে video দিলে ভালো হতো।এত important ও সময়োপযোগী উদ্ভাবনের পর ও কেন এটা বিশ্বব্যাপি সমাদৃত হচ্ছে না। ব্যাখ্যা চাই
উনার The Ultimate Fate of Universe বইটি একটু পড়েছিলাম, সেই থেকে উনাকে চেনা।
অনেক বড় মাপের মানুষ।
Hyyy sir i am a iInter first year student.i am very much inspired by your personality and videos.Lots of love sir❤️
ধন্যবাদ স্যার, এমন একজন বিখ্যাত মানুষ সম্পকে জানার সুযোগ করে দেওয়ায়❤
Most thanks for having video about this legend💚
My pleasure 😊
মহান এই ব্যাক্তিকে আগে চিনতাম কিন্তু আপনার মতো বিস্তারিত ভাবে জানতাম নাহ। ধন্যবাদ আপনাকে তার সম্পর্কে আমাদের অবগত করানোর জন্য 😊💚
যথারীতি হাজির😁
নতুন কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ ❤️❤️
দোয়া করবেন আমার জন্যও😍
Special thank you mr. enayet chowdhury for making a video on jamal nazrul sir.
ভাইয়া আপনার চেহারার সাথে পরমব্রত চট্টোপাধ্যায় এর অনেক মিল আছে। আজকে বনি সিনেমার ট্রেইলার দেখতে গিয়ে মনে হলো আপনিও ঐ মুভির মধ্যে আছেন।
হা হা কথা সত্য
স্যারের বিষয়ে জানার অনেক আগ্রহ ছিল। ধন্যবাদ এত সুন্দর তথ্যবহল ভিডিও তৈরি করার জন্য
আসসালামু আলাইকুম স্যার।
সম্ভব হলে এরকম মহৎ অথচ অনেকাংশেই (অপরিচিত) মানুষদের নিয়ে ভিডিও দেওয়াটা অব্যাহত রাইখেন দেয়া করে ...
এর আগে অধ্যাপক জামিলুর রেজা স্যার সম্পর্কে আপনার ভিডিও থেকেই প্রথম জানার সৌভাগ্য হয়।
@Amjad Hosen Jilany Thank you so much for the appreciation 😍😀
Apnake onek thanks vai. Erokom ekjon ROTNO ke manusher samne unmochito kore tule dhorar jonno.
উনি একজন লেজেন্ড ছিলেন, বাংলাদেশের খুব মানুষই তাকে নিয়ে জানেন। আফসোস আমরা তার সঠিক মূল্যয়ন করতে পারি নি
কথা সত্য
অনেক অনেক ধন্যবাদ ভাই, আমি অনেক আগে থেকে আশায় ছিলাম কেউ আপনার মতো ওনাকে নিয়ে প্রতিবেদন করবে।
বর্তমানে বুয়েটের ছাত্ররা যারা আগামিতে গবেষণা করার ইচ্ছা আছে,তারা জামাল নজরুল ইসলাম থেকে শিক্ষা নেওয়া উচিত।শুধু বড় কোথাও গেলেই নিজের শিকড়কে ভুলে যেতে হয় না।
অনেক ধন্যবাদ ড. জামাল নজরুল ইসলামকে নিয়ে এমন তথ্যবহুল একটা ভিডিও তৈরি করার জন্য। 💕
এদেশের ৯৯% মানুষ হিরো আলমকে চিনে কিন্তু ১০% মানুষও হইতো জামাল নজরুল ইসলামকে চিনে না।
হাইরে দেশ😪😪
হায়রে দেশ! 😂
😢😢😢😢😢😢
জামাল নজরুল ইসলাম স্যারকে নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ আছে। আশা করি সামনে তার প্রতিষ্ঠিত রিসার্চ ইন্সটিটিউট ঠিকভাবে কাজে লাগানো হবে সামনে।
Love Dr Jamal Sir,,,❤️❤️❤️
এই মহান ব্যক্তি দেশপ্রেমের কারণেই বাংলাদেশে এসেছে। চেয়েছিলেন দেশের জন্য কিছু করবেন। কিন্তু আমার মনে হয় তিনি এদেশে আসা ঠিক হয়নি। উনাকে আমরা যথাযথ মূল্য দিতে পারিনি। আজ উনি UK তে থাকলে অনেক বড় বিজ্ঞানী হতে পারতেন।
দুর্ভাগ্যের ব্যপার, উনাকে নিয়ে কখনো বই লেখা হয়নি,পাঠ্য বইয়ে কখনো ওনার জীবনী পড়িনি। এই প্রথম ওনাকে চিনলাম। এই মহান ব্যক্তিকে নিয়ে ভিডিও বানানোর জন্য এনায়েত ভাইয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
আমি বিশ্বাস করি আপনার আজকের এই ভিডিও দেখার পর জামাল নজরুল ইসলাম স্যারকে অনেকে চিনবে। অবাক হই এমন একজন মানুষ নিয়ে দেশে কোনো কথা হয় না!! দেশের মানুষ, মিডিয়া এসব নিয়ে না বলে যতসব অখাদ্য নিয়ে পরে থাকে।🙃
ধন্যবাদ এনায়েত স্যার, আপনাকে।💞
জামাল নজরুল ইসলাম একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি আমাদের ১ম বর্ষে ভর্তি ওরিয়েন্টশনে এসেছিলেন। প্রায় ৪০ মিনিট বক্তব্য দিয়েছিলেন। আমরা তার বক্তব্য না বুঝার কারনে কিছুটা বিরক্ত হয়ে গেলাম কিন্তু আমাদের একজন প্রয়াত অধ্যাপক আবুল কালাম আজাদ স্যার ছিলেন তাঁর খুবই ভক্ত। উনি পুরোটা সময়জুড়ে জামাল নজরুল ইসলাম স্যারের মুখের দিকে তাকিয়ে তাঁর বক্তব্য মুগ্ধতার সাথে শুনেছিলেন। আপনি ওঁনার মেয়ের যে বক্তব্যটা তুলে ধরলেন সেটা ওনি দিয়েছিলেন " জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র" ( RCMPS) কর্তৃক আয়োজিত একটা সেমিনারে ওই সেমিনারে স্যারের সহধর্মিণী ও উপস্থিত ছিলেন। আমি নিজেও সেই সেমিনারে উপস্থিত থাকায় স্যারের সম্পর্কে অনেক তথ্য জেনেছিলাম ওনার মেয়ে ও স্ত্রীর বক্তব্য থেকে।
আপনি খুবই সৌভাগ্যবান।
You were lucky Beleive me.
ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলিউশন পরবর্তী জব মার্কেট নিয়ে একটা ভিডিও দ্যান।
ধন্যবাদ ইনায়েত ভাই❤️,জামাল স্যারের মতো বিখ্যাত ব্যাক্তিকে নিয়ে ভিডিও বানানোর জন্য
অনেক অনেক ধন্যবাদ 💜💜💜
তার ultimate fate of the universe বইটি পড়েছি। He is a great man
Sir er desktop er lekha "Ag lawan majboori nu" er porer line hobe "dujiya di dastoori nu"" 😁😁..song ta Pakistani coke studio r season 14 er PASOORI song
thik dhorechen
আজকের ভিডিওটা সেরা,,,,একজন যোগ্য ব্যক্তির যথাযথ মূল্যায়ন তুলে ধরেছেন।
Unbelievable
Great work sir
Thanks a ton
এক জন মহৎ মানুষকে নিয়ে ভিডিও টা বানানোর জন্য আপনাকে ধন্যবাদ।
First
ধন্যবাদ এই বিখ্যাত মানুষ সম্পর্কে জানতে সাহায্য করার জন্য। এমন মানুষ এর সম্পর্কে জানা টাও অনেক impressive
শুভ জন্মদিন স্যার
জামাল নজরুল ইসলাম স্যারকে অনেক ভালবাসি।❤❤❤❤❤
আমাদের মিডিয়াগুলা তো পরিমণির নিউজ করতে করতেই ব্যস্ত,জামাল নজরুল স্যারদের প্রমোট করার সময় কই!!
অজস্র ধন্যবাদ যে জামাল নজরুল ইসলাম স্যারকে নিয়ে ভিডিয়ো আপ দিয়েছেন।
আমার অসম্ভব প্রিয় মানুষ তিনি।
She bideshe thakle aro onek upore uthte parto, Bangladeshe eshe tar eto medha use koorte parlo na, oikhane thaklei amader nam shobjagae choriye dite parto
ধন্যবাদ, উনাকে নতুন করে পরিচিত করবার জন্য। বিষয় বিন্যাস ও উপস্থাপন খুবই সুন্দর হয়েছে। তবে, একটা ব্যাপার মনে করি একুশে পদক সম্মানিত হয়েছে প্রঃ ডঃ জামাল নজরুল ইসলামকে স্বীকৃতি দিয়ে।
অবশ্যই
তবুও জাতি তাকে সঠিক মূল্যায়ন করতে পারে নাই
তার মেধা, পরিশ্রম ও ত্যাগের কোন মূল্য তো আমরা দিতে পারি নাই - তার থেকে বড় লজ্জার বিষয় হচ্ছে এমন মহান ব্যাক্তি সম্পর্কে আমার মতো অনেকেই আছে যাদের এতদিন কিছুই জানা ছিল না।
ধন্যবাদ আপনাকে এমন একজন কিংবদন্তি ব্যাক্তির সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়ার জন্য।
জামাল নজরুল ইসলাম স্যার বাংলাদেশের রত্ন আগে জানতাম না এখন জেনে ভালো লাগলো তাই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলাম
বিজ্ঞানচিন্তা থেকে সর্বপ্রথম স্যারের সম্পর্কে জানলাম❤️🖤❤️
আসসালামু আলাইকুম স্যার। পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনার ভিডিও দেখি।অনেক কিছু শিখি। সময় টা কাজে লাগে। ধন্যবাদ আমাদের এমন ভিডিও গুলো উপহার দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমিন।
ধন্যবাদ ভাই। এমন গুণী একজন আন্ডাররেটেড মানুষকে নিয়ে কন্টেন্ট বানানোর জন্য।❤️❤️❤️
Alhamdulillah
আমাদের গর্ব
উনার লেখা বিখ্যাত বই the ultimate fate of universe
আমার আগে জানা ছিল
আজকের ভিডিওটা আসলে অনেক স্পেশাল হবে
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমার প্রানের একজন বিজ্ঞানী যিনি বাংলাদেশী হিসেবে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ মাফ করুক সবাইকে। আমিন
2015 te first sunechilm
Pore 2017 te tar underrated er kahini sune khub khrp legechilo
I'm very much lucky to meet him several times , he was such an down to earth person. His wife Suriya Islam was my teacher.
You are lucky.
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের আমার এক প্রিয় ম্যাথ এর স্যারের কাছ থেকে প্রথম ২০১৮ সালে জামাল স্যারের নাম শুনি 💝❤স্যারের মুখে প্রায় জামাল স্যারের কথা শুনতাম অনেক ভালো লাগতো ❤
ধন্যবাদ আমাদের একজন প্রিয় শিক্ষককে নিয়ে ভিডিও বানানোর জন্য
আমার বন্ধুর নানা! একজন অতি সাধারণ, অসাধারণ মানুষ
Aasholei sir besh omaayik
Sir kivabe je dhonnabad dibo bujhate partesina...thank you so much for the video..over excited hoye gesilam video ta dekhe..erokom manush Bangladesh er jonno ashirbaad..literally dekhte giye gaye kata dise....thank you once again sir...
You should watch the Jamilur Reza sir's episode also.
আমার জেলার,আগেই জানতাম স্যারের কথা।আপনাকেও অনেক অনেক ধন্যবাদ স্যারকে আবার নতুন করে জানানোর জন্য।অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য।
ভাই ওনার ভিডিওর জন্য ওয়েট করছিলাম🖤🖤🖤❤️❤️❤️❤️
Goto koek mash dhore tana tomar video dekhchi vaiya.Tomar video theke eto poriman information pawa jay bolar moto na.Keep going forward.We need more creators like you❤️
@Afrin Sultana, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সাধারণত প্রতি বুধবার বিকাল ৫ টায় ভিডিও আপলোড করে থাকি। দেখার আমন্ত্রণ রইলো।
Ei video te vaiyar kotha bolar dhoron ta besh valo chilo, onek video tei onek kisu mathar upor diya jaito amar 😕. Amader desher ei dhoroner manushder arow recognition pawa dorkar.
Vai apnk onk thanks, J.N. Islam sir er moto ekjn mohan manush k niye video ta korar jonno, unake niye jai boli na keno setai kom hoye zabe 😍