আফসোস! এমন এক জাতীয় বীর সম্পর্কে একদমই অন্ধকারে ছিলাম এতদিন। নৈতিক ভাবে যাঁরা আমাদের রোল মডেল হতে পারে , যে সকল মহান মানবদের জীবনাদর্শ আমাদের সৎ হতে উৎসাহিত করে তাঁদের কে সর্বসাধারণের সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত, যেমন টি আজ আপনি করলেন, ধন্যবাদ ভাই। আল্লাহ সুবহানু তায়ালা স্যার কে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন
আমাদের Vice Chancellor ছিলেন স্যার। (UAP) এক মাত্র স্যারের হাত থেকে VC Award নেওয়ার স্বপ্ন থেকে UAP তে ভর্তি হয়েছিলাম। কিন্তু আমার ১ম সেমিস্টারের রেজাল্ট দেওয়ার আগে স্যার মারা যান। স্যারকে যেন আল্লাহ্ ওপারেও ভাল রাখেন। 😔
স্যারকে এইভাবে না চিনলেও স্যারের যে গবেষণার কথা বললেন সেটা কোথায় যেন দেখেছিলাম। এরপর গত বছর আপনার একটা ভিডিওতে স্যারের ব্যাপারে বলায় আমি পরে স্যারকে নিয়ে একটু জানার চেষ্টা করেছিলাম। কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে স্যারের ব্যাপারে আরো অনেক কিছুই জানতে পারলাম। আসলেই স্যার একজন অসাধারন মানুষ ছিলেন। আল্লাহ স্যারকে জান্নাত নসিব করুক। ❤️❤️❤️
সমালোচনা আমাদের হজম হয় না, মতের বিরুদ্ধে গেলেই গালাগালি শুরু করি। এইটা থেকে বের হতে না পারলে, উন্নতি সম্ভব না। স্যারকে আল্লাহ্ তায়ালা জান্নাত বাসী করুক।
খুবই দুঃখ পেলাম জেনে যে এই মহৎ লোকটি আর পৃথিবীতে নেই💔 আপনি অনেক ভাগ্যবান এমন একজন কিংবদন্তির সান্নিধ্য লাভ করার সুযোগ পেয়েছেন😌। আর ভিডিওটা বরাবরের মতই অসাধারণ। মন্ত্রমুগ্ধের মতো পুরোটা সময় জুড়ে শুনছিলাম।
অসাধারণ।।।আমি যদিও ব্যবসায় শিক্ষার ছাত্র।।স্যার সম্পর্কে প্রথম জেনেছিলাম বুয়েটের একটা সম্মেলনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারের বক্তৃতায় বলেছিলেন জামিলুর স্যারের ব্যাপারে।।আমি ইউটিউব থেকে দেখেছিলাম।।
@@EnayetChowdhuryOfficial ওনাকে আমি আপনার ভিডিওর মাধ্যমে চিনলাম। ওনার কথা শুনে বুঝতে পারলাম আসলেই ওনি একজন অসাধারণ মানুষ। ওনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে আমাদের। ধন্যবাদ স্যার।
বেশ কিছুদিন আগে উনার উপর লেখা একটা আর্টিকেল ট্রান্সলেট করেছিলাম। দুই পেজের মাঝে লিখতে হবে এমন একটা বাধ্যবাধকতা ছিল। দুই পেজের মাঝে উনার অর্জন, গবেষণা, উনার এই বর্ণময় জীবন লিখতে যেয়ে হিমশিম খেয়েছিলাম। উনাদের মতো মানুষ নিয়ে অনেক অনেক বেশি আলোচনার প্রয়োজন আছে। আপনাকে অনেক ধন্যবাদ ❤️
I'm a self-taught programmer, when I started learning coding, I didn't even have a computer. So, one thing I learnt that you don't have to be a genius, you don't need a high tech thing. You just need your courage and will to do something. And never think that they have facilities and you don't.
ভাবতেও অবাক লাগে, এই মানুষটা কতোটা অবহেলিত! আজকে আমরা আমাদের আইডল হিসেবে এমন সব মানুষদের মানি, যারা প্রতিনিয়ত দেশকে ছোট করে যাচ্ছে। অথচ যেই মানুষটা দেশের জন্য এতো অবদান রাখলেন, তাঁকে আমরা ভুলেই গেলাম! আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক, স্যার!
আপনি অনেকটা-ই ওনার পথে-ই আছেন। আপনি ও তো বুয়েট থেকে পুরকৌশল বিভাগ থেকে স্নাতক /সম্মান ডিগ্রি অর্জন করেছেন, এখন অবশিষ্ট পথ পাড়ি দেওয়া বাকি। ইনশাআল্লাহ, আপনিও আগামী দিনের প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হবেন।❤️❤️
জামিল স্যার যদি ১ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হইত তাইলে দেশের চেহারাটাই পাল্টাইয়া যাইত। আল্লাহ জামিলুর রেজা স্যারকে জান্নাত এর উচু মাকাম দান করুক। আমিন।
শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ, দুইজনের দুই কাজ। একজন আরেকজনেরটা পারবে নাহ কখনোই। আপনার কথা অনুযায়ী একবার ভাবেন, আইনস্টাইন যদি আমেরিকার প্রেসিডেন্ট হত তাহলে কেমন হতো। দেশের কি অবস্থা হত, বিজ্ঞানেরই বা কি অবস্থা হত?
It's been 4 days since the Padma bridge has opened. I've come to know that Dr. Jamilur Reza Chowdhury was the mastermind behind this challenging infrastructure. May Allah reward him.
উনি সত্যিই অনেক রিচার্স করে ভিডিও বানান ........ইন্ডিয়ান অনেক ইউটিউবারও তাদের দেশের মানুষের কাছে সত্য তুলে ধরতে এইরকম কাজ করে যাচ্ছে...........অসংখ্য ধন্যবাদ
স্যারের কাছে আমার পুরো পরিবার ঋণী।আমার বাবার সাথে স্যারের পরিচয় হয় ব্র্যাক ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে। উনি সেখানে VC ছিলেন। আমার বাবার যখন ২০১৩ সালে চাকরির মেয়াদ শেষ হয়ে যায়, আমার বাবা বেকার হয়ে পড়ে। স্যার আমার বাবাকে বেশ স্নেহ করতেন।আমার বাবা স্যারের সাথে দেখা করলে উনি বলেন, ফার্মগেটে একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হবে, ওটার কাজ শেষ হলে তুমি সেখানে জয়েন করো।ক্যাম্পাস নির্মাণ হলে স্যার ঠিকই আমার বাবাকে মনে রেখে সেখানে নিয়ে যান এবং তাকে সেখানে চাকরি দেন। যেটা তিনি না করলেও পারতেন। স্যার একজন মহান মানুষ ছিলেন। আজকে তার মৃত্যু দিবসে মহান আল্লাহ্র কাছে তার গোনাহ মাফের জন্য দোয়া করি এবং আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন সেই কামনা করছি 🖤
গতো বছরের প্রথম দিকে Uap 'র সিভিল ডিপার্টমেন্টে ভর্তি হই। আগে থেকেই স্যারকে চিনতাম, উনি তখন আমাদের ভার্সিটির ভিসি ছিলেন। ভাবলাম নিজ ভার্সিটিতে যেহেতু আছেন অন্তত একবার দেখা কিংবা কথা বলার সুযোগ তো হবে। কোভিডের কারণে ক্যাম্পাস ও খুললোনা, এরই মধ্যে উনি বিদায় নিলেন আমাদের থেকে। আল্লাহ উনাকে জান্নাতে নসিব করুক, আমিন।
I thank your very much for letting me know about sir Jamilur Reza Choudhury.we bangali often forgets the legends who have been serving our country.they deserve to be known to all of the bangali people....I want to know more of these legends(the scientist, the freedom fighters, the social workers) and many more...hope you will bring out something new to society
This man is our brother he and I are Gregorian. He went to St. Gregory's high school. He came at 2019 Science fair that was the last meeting with him I feel sad for our big brother Gregorian Jamilur Raja Chowdhury.(Proud to be a Gregorian)
This piece is wonderfully organized. Great stuff. If it is possible, please do make more episodes like this on Kaykobad sir, Jamal Nazrul Islam sir, Mahbub sir of Brac university(Coach, BD IMO team), Arshad Momen sir, Mamun sir (Jahangirnagar University), and more. Thank you.
I am an Engineer who worked in Houston, Texas. We used two thick slabs one on top of the other. Earthquake causes a sliding motion on sand between the slabs. As such it does allow the two slabs to move on a horizontal plane in case of an earthquake. movements. I had awarded "Cum Laude" in Engineering and Architecture. I graduated in 1974-75, from Texas A&M University in College Station, Texas.
ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ এর সুবাদে ম্যাথ অলিম্পিয়াড কমিটির প্রেসিডেন্ট হিসেবে জামিলুর রেজা স্যারকে সরাসরি দেখা এবং তাঁর কথা শোনার সুযোগ হয়েছে, অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন তিনি।
আমি ছোট বেলায় প্রথম যখন ওনার সাক্ষাৎকার পড়ি তখন উনি ঢাকা এর বন্যা সমস্যা দূরীকরণে উপর ৫ বছরের মাস্টারপ্লান সাবমিট করেছিলেন. কিন্তু তা আজ ঢাকা তে বাস্তবায়ন হয় নি. I am jealous of you.আপনি এতো বড় একজন মানুষ এর সাথে দেখা করছেন এবং কিছু শিখতে পারছেন ইটা অনেক বড় ব্যাপার. উনার আত্মার মাগফেরাত কামনা করি.
আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমিন। স্যার বিবিসির একটি রিপোর্টে দেখেছিলাম যে ভূমিকম্প হলে নাকি ঢাকার 72 হাজার ভবন ভেঙে পড়বে এবং ছোট ছোট ভূমিকম্প হওয়া টা নাকি ভালো, স্যার ভূমিকম্প নিয়ে ভিডিও বানালে ভাল হতো।কারণ কিছুদিন যাবৎ বাংলাদেশে কয়েকবার ভূমিকম্প হয়ে গেল । আবার বছরখানেক আগে শুনছিলাম বাংলাদেশ নাকি বড় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে আছে।
Astoundingly, JRC sir is our pride and stimulated us in numerous ways to build a better, safe and indiscriminate Bangladesh. From this channel, I urge you to make more positive videos particularly about our education, infrastructural development(big projects) and technology-related videos so that the general public can know about the possibility of future Bangladesh and grow awareness among themselves by watching fruitful videos from yours.
অনেক ধন্যবাদ ভাইয়া ভিডিওটা বানানোর জন্য।❣️ কখন যে ভিডিওটা শেষ হয়ে গেলো বুঝতেই পারলাম না। ★ যে পয়েন্ট গুলো নোট করেছি-- * বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন * একজীবন শিখে যাওয়ার স্পৃহা * সততা * কোনো স্বার্থ ছাড়াই অন্যের কল্যাণে উদ্দেশ্যে কাজ করা
I didn't know about Jamilur Reza Choudhury ❤ Sir's huge sacrifice and activity in the different sectors but know about the Computer Science sector. I'm really happy to know about him through this video. He was really a superstar in different fields of Bangladesh. Bangladesh lost a gold star through his death. May Allah have mercy upon his soul and grant him the highest rank in Jannah Ameen.
আমি নিজেকে অনেক বড় ভাগ্যবান মনে করি কারন আমি স্যারের ২দিন ব্যাপি একটা ট্রেনিং আমি উপস্থিত ছিলাম এবং স্যারের কাছে একটা দাবি জানিয়ে ছিলাম যে "স্যার আমরা Civil Engineering materials part এ alternative building materials chapter নামে আর একটি চ্যাপ্টার সিলেবাসে যোগ করতে পারি কি না?" স্যার আমার কথা শুনে বলেছিলেন এটা এখন সময়ের দাবি।" স্যার যেখানেই থাকবেন ভাল থাকবেন । "you will live forever by your work".
Sir er kaj niye kichuta janle o sir k niye khub ekta jana chilo nah.Vallaglo jene...Thanks apnake -ekjon VALO MANUSH niye amader jananor jnno.emn aro valo valo video upload korben asha kori.
We have to discuss much more about these types of scholars and intellectuals. It is better late than never. Good initiative. Thank you very much for your good endeavor.
প্রত্যেকটা IOI/NHSPC/ICPC এর আয়োজনের সময় স্যারকে দেখতাম উৎসাহ নিয়ে অংশগ্রহণ করতে। আজকে আপনি মনে করিয়ে না দিলে হয়তো ভুলে যেতাম।আশা করি একদিন এই দেশে অসংখ্য জামিলুর রেজা স্যারের মত বৈজ্ঞানিক প্রজন্মের জন্ম হবে যারা শুধু যেকোন সল্যুশনকে সায়েন্টিফিক্যালি নয় সাথে ইথিক্যালি কতটুকু ইফিশিয়েন্ট সেটা নিয়েও আলোচনা করবে । আপনাকে ধন্যবাদ এরকম মহারথীর কথা মনে করিয়ে আমাদের মতো মানুষের মধ্যে অনুপ্রেরণা জোগানোর জন্যে।
বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং এর এক অন্যতম পথিকৃত হচ্ছেন স্যার। অগাধ জ্ঞান এবং চিন্তা পরিধিতে স্যার অনেক অগ্রগন্য ছিলেন। ছিলেন একজন অমায়িক ও সত্যিকারের দেশপ্রেমিক। আল্লাহ স্যারকে জান্নাত নসিব করুক।
What is the International ranking of BUET? Can you make a researh of the percentage on moral ranking of the engineers' after joining in the goverment job?
স্যারের স্বপ্ন হয়তো একদিন পুরনো হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ, আমাদের তরুণ প্রজন্মের হাত ধরে। ভালবাসা রইলো স্যারের আত্মা জন্য। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। এই ভিডিওটি করার জন্য আপনি প্রশংসনীয় এনায়েত ভাই। 💚
অনেক রহস্যময় মানুষকে চিনতে পারার ক্ষমতা এই তুচ্ছ মানবের নেই। কিন্তু স্যার না থাকলে হয়তো আমার এই কমেন্ট করার সুযোগ হয়তো হইতো না। আবার হলেও একটু দেরিতে হত। স্যার কে আল্লাহ্ তায়ালা জান্নিতুল বাকি দান করুন 🤲🤲
১. জীবনে আপনি যত বড়ই হোন না কেন আপনি যদি সততা আর নিষ্ঠার সাথে কাজ না করেন তাহলে নিজেই নিজের কাছে ছোট হয়ে যাবেন। ২.জীবনে শিখার চেষ্টাটা চালিয়ে রাখতেই হবে যতদিন বেঁচে থাকা যায়। ৩. জীবনের সব কিছুকে টাকার অংকে হিসাব করা যায় না। আর্থিক দিক থেকে বিবেচনা না করেও নিঃসার্থ ভাবে অনেক কিছু করার মানষিকতা থাকা উচিত। এই শিক্ষাগুলো আজকের ভিডিও থেকে শিখতে পারলাম। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে জামিলুর রেজা স্যার এর জীবন নিয়ে এত চমৎকার একটা ভিডিও বানানোর জন্য। স্যারের জন্য হৃদয়ের অন্তস্তল থেকে দোয়া রইল। 😊😊😊
স্যার অসাধারণ ব্যক্তিত্য। ওনার মতো হয়তো অনেকেই আছে দেশে যারা সাধারণ মানুষের কাছে অতটা অলোচিত না, কিন্তু অবাক হই বর্তমানে তরুনদের যারা মোটিভেট করছে তাদের অনেকেই ভুলটাই দিচ্ছে। সুখন ভাই বলে কোনকিছুই ফ্রীতে না করতে 😑 আর জামিলুর রেজা স্যার কতকিছুই করে দিয়ে গেলেন! স্যারের প্রতি গভীর শ্রদ্ধা।
আফসোস! এমন এক জাতীয় বীর সম্পর্কে একদমই অন্ধকারে ছিলাম এতদিন। নৈতিক ভাবে যাঁরা আমাদের রোল মডেল হতে পারে , যে সকল মহান মানবদের জীবনাদর্শ আমাদের সৎ হতে উৎসাহিত করে তাঁদের কে সর্বসাধারণের সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত, যেমন টি আজ আপনি করলেন, ধন্যবাদ ভাই। আল্লাহ সুবহানু তায়ালা স্যার কে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন
এখন খালি নাকের পানি আর চোখ এর পানি
Amin
আমাদের Vice Chancellor ছিলেন স্যার। (UAP)
এক মাত্র স্যারের হাত থেকে VC Award নেওয়ার স্বপ্ন থেকে UAP তে ভর্তি হয়েছিলাম। কিন্তু আমার ১ম সেমিস্টারের রেজাল্ট দেওয়ার আগে স্যার মারা যান। স্যারকে যেন আল্লাহ্ ওপারেও ভাল রাখেন। 😔
স্যারকে এইভাবে না চিনলেও স্যারের যে গবেষণার কথা বললেন সেটা কোথায় যেন দেখেছিলাম। এরপর গত বছর আপনার একটা ভিডিওতে স্যারের ব্যাপারে বলায় আমি পরে স্যারকে নিয়ে একটু জানার চেষ্টা করেছিলাম। কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে স্যারের ব্যাপারে আরো অনেক কিছুই জানতে পারলাম। আসলেই স্যার একজন অসাধারন মানুষ ছিলেন। আল্লাহ স্যারকে জান্নাত নসিব করুক। ❤️❤️❤️
Onek thanks Sabbir.
সমালোচনা আমাদের হজম হয় না, মতের বিরুদ্ধে গেলেই গালাগালি শুরু করি। এইটা থেকে বের হতে না পারলে, উন্নতি সম্ভব না।
স্যারকে আল্লাহ্ তায়ালা জান্নাত বাসী করুক।
চলেন একটা ডিল করি , আপনাকে আমরা appreciate করি , আপনি উনাদের মতন লিজেন্ডদেরকে appreciate করেন আপনার ভিডিও এর মাধ্যমে।
Ha ha OK 😍😍
@@EnayetChowdhuryOfficial love u bro
@@tareqahmed7446 why re you Gay?😪
খুবই দুঃখ পেলাম জেনে যে এই মহৎ লোকটি আর পৃথিবীতে নেই💔
আপনি অনেক ভাগ্যবান এমন একজন কিংবদন্তির সান্নিধ্য লাভ করার সুযোগ পেয়েছেন😌।
আর ভিডিওটা বরাবরের মতই অসাধারণ। মন্ত্রমুগ্ধের মতো পুরোটা সময় জুড়ে শুনছিলাম।
১ বছর হয়েও গেলো🥺
স্যার যেখানেই আছেন, ঈশ্বর স্যারকে ভালো রাখুক❤️
You always bring the unsung heroes of Bangladesh. You explain complicated things so easily. Keep it up brother. Long live Bangladesh 🇧🇩
Thank you so much for the appreciation brother
সত্যি ভাই, গর্বে বুকটা ভরে গেল। এইভাবে যদি সবাই এদেশের গুণিদের নিয়ে আলোচনা করত তবে বাংলাদেশ জ্ঞানে বিজ্ঞানে মনস্তত্ত্বে অনেক অনেক উন্নত থাকত।
@Shihab Al Din Thank you so much for the appreciation 😍😄😄
অসাধারণ।।।আমি যদিও ব্যবসায় শিক্ষার ছাত্র।।স্যার সম্পর্কে প্রথম জেনেছিলাম বুয়েটের একটা সম্মেলনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারের বক্তৃতায় বলেছিলেন জামিলুর স্যারের ব্যাপারে।।আমি ইউটিউব থেকে দেখেছিলাম।।
এত অবদান থাকা সত্যও পাঠ্য বইয়ে ওনার সম্পর্কে কোন কিছুই নেই । এই ভিডিও না দেখলে তাও অজানা থেকে যেত । আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক আমিন । 😌
জীবনে আপনি যত বড়ই হোন না কেন আপনি যদি সততার সাথে কাজ না করেন তাহলে নিজের কাছে নিজেই ছোট হবেন।♥️
Ekdom shotto
@@EnayetChowdhuryOfficial ওনাকে আমি আপনার ভিডিওর মাধ্যমে চিনলাম।
ওনার কথা শুনে বুঝতে পারলাম আসলেই ওনি একজন অসাধারণ মানুষ। ওনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে আমাদের।
ধন্যবাদ স্যার।
@@EnayetChowdhuryOfficial kindly Add links of all the sources of information in your videos in comments
বেশ কিছুদিন আগে উনার উপর লেখা একটা আর্টিকেল ট্রান্সলেট করেছিলাম। দুই পেজের মাঝে লিখতে হবে এমন একটা বাধ্যবাধকতা ছিল। দুই পেজের মাঝে উনার অর্জন, গবেষণা, উনার এই বর্ণময় জীবন লিখতে যেয়ে হিমশিম খেয়েছিলাম।
উনাদের মতো মানুষ নিয়ে অনেক অনেক বেশি আলোচনার প্রয়োজন আছে। আপনাকে অনেক ধন্যবাদ ❤️
আসলেই। উনাদের মত মানুষজনকে নিয়ে আলোচনা হওয়া দরকার
আপনি অনেক ভাগ্যবান। এরকম এক জন মানুষের সান্নিধ্যে পেয়েছেন।। আল্লাহ স্যার কে জান্নাতবাসী করুক আমিন!
I'm a self-taught programmer, when I started learning coding, I didn't even have a computer. So, one thing I learnt that you don't have to be a genius, you don't need a high tech thing. You just need your courage and will to do something. And never think that they have facilities and you don't.
That is awesome!
আমাদের দেশের রীতিই এটা!
দেশের জিনিস নজরে পরেনা।
ভাবতেও অবাক লাগে, এই মানুষটা কতোটা অবহেলিত! আজকে আমরা আমাদের আইডল হিসেবে এমন সব মানুষদের মানি, যারা প্রতিনিয়ত দেশকে ছোট করে যাচ্ছে। অথচ যেই মানুষটা দেশের জন্য এতো অবদান রাখলেন, তাঁকে আমরা ভুলেই গেলাম!
আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক, স্যার!
স্যার আমাদের Vice Chancellor ছিলেন।UAP
Same here sister.... UAP !!! MS fact....
Akaronei ki uap er civil er eto dam
UAP pharmacy is best. ....
UAP
স্বপ্ন দেখা হয়তো স্যার থেকে শেখা উচিত। আশাকরি এইভাবেই আপনি আমাদের দেশের হারিয়ে যাওয়া বুদ্ধিজীবীদের সামনে নিয়ে আসবেন।
আপনি অনেকটা-ই ওনার পথে-ই আছেন। আপনি ও তো বুয়েট থেকে পুরকৌশল বিভাগ থেকে স্নাতক /সম্মান ডিগ্রি অর্জন করেছেন, এখন অবশিষ্ট পথ পাড়ি দেওয়া বাকি। ইনশাআল্লাহ, আপনিও আগামী দিনের প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হবেন।❤️❤️
অনেক অনেক ধন্যবাদ এই মহান মানুষটিকে নতুন প্রজন্মের কাছে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য। আপনার জন্য ভালোবাসা।
Jamil sir is the true LEGEND!
Love and respect to Sir.
Keep it up brother.
You are doing great.
ধন্যবাদ এতো বড় মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং ইউনিক কন্টেন্ট তৈরির জন্য।❤️
জামিল স্যার যদি ১ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হইত তাইলে দেশের চেহারাটাই পাল্টাইয়া যাইত।
আল্লাহ জামিলুর রেজা স্যারকে জান্নাত এর উচু মাকাম দান করুক।
আমিন।
আপনি প্রধানমন্ত্রী হইলে আরো ভাল করতেন !! প্রসাশন এবং শাসন সমন্ধে আপনার আরো জানার সুযোগ আছে।
শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ, দুইজনের দুই কাজ। একজন আরেকজনেরটা পারবে নাহ কখনোই।
আপনার কথা অনুযায়ী একবার ভাবেন, আইনস্টাইন যদি আমেরিকার প্রেসিডেন্ট হত তাহলে কেমন হতো। দেশের কি অবস্থা হত, বিজ্ঞানেরই বা কি অবস্থা হত?
@@tazwarwali07
It's been 4 days since the Padma bridge has opened. I've come to know that Dr. Jamilur Reza Chowdhury was the mastermind behind this challenging infrastructure. May Allah reward him.
Absolutely
May Allah grant him jhannah …Ameen
UAP তে পড়ার সুবাদে স্যারকে খুব কাছ থেকে দেখেছি। স্যার আসলে অনেক বড় মনের মানুষ ছিলেন।
উনি সত্যিই অনেক রিচার্স করে ভিডিও বানান ........ইন্ডিয়ান অনেক ইউটিউবারও তাদের দেশের মানুষের কাছে সত্য তুলে ধরতে এইরকম কাজ করে যাচ্ছে...........অসংখ্য ধন্যবাদ
Dr. Jamilur Reza Chowdhury our pride. May allah grant him Jannah.
Ameen
স্যারের কাছে আমার পুরো পরিবার ঋণী।আমার বাবার সাথে স্যারের পরিচয় হয় ব্র্যাক ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে। উনি সেখানে VC ছিলেন। আমার বাবার যখন ২০১৩ সালে চাকরির মেয়াদ শেষ হয়ে যায়, আমার বাবা বেকার হয়ে পড়ে। স্যার আমার বাবাকে বেশ স্নেহ করতেন।আমার বাবা স্যারের সাথে দেখা করলে উনি বলেন, ফার্মগেটে একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হবে, ওটার কাজ শেষ হলে তুমি সেখানে জয়েন করো।ক্যাম্পাস নির্মাণ হলে স্যার ঠিকই আমার বাবাকে মনে রেখে সেখানে নিয়ে যান এবং তাকে সেখানে চাকরি দেন। যেটা তিনি না করলেও পারতেন। স্যার একজন মহান মানুষ ছিলেন। আজকে তার মৃত্যু দিবসে মহান আল্লাহ্র কাছে তার গোনাহ মাফের জন্য দোয়া করি এবং আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন সেই কামনা করছি 🖤
Aasholei sir onek boro hridoyer manush
স্যারকে সামনে থেকে দেখার এবং এই কথা, স্বপ্ন, গল্পগুলো সামনে থেকে শুনার সুযোগ পেয়েছিলাম। অসাধারণ একজন মানুষ ছিলেন!
Big Salute for him. আপনাকেও অনেক ধন্যবাদ স্যার এই অসাধারণ একজন লিজেন্ডকে আমাদের সামনে আনার জন্য।
বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা, অনন্তলোকে ভালো থাকুন তিনি।.............💕
BDMO-তে প্রথম দেখেই স্যারকে ভালোবেসে ফেলেছিলাম💞
Thank you sir. Onek valo ekta msg paichi. Ei video theke. ❤️
গতো বছরের প্রথম দিকে Uap 'র সিভিল ডিপার্টমেন্টে ভর্তি হই। আগে থেকেই স্যারকে চিনতাম, উনি তখন আমাদের ভার্সিটির ভিসি ছিলেন। ভাবলাম নিজ ভার্সিটিতে যেহেতু আছেন অন্তত একবার দেখা কিংবা কথা বলার সুযোগ তো হবে। কোভিডের কারণে ক্যাম্পাস ও খুললোনা, এরই মধ্যে উনি বিদায় নিলেন আমাদের থেকে। আল্লাহ উনাকে জান্নাতে নসিব করুক, আমিন।
I thank your very much for letting me know about sir Jamilur Reza Choudhury.we bangali often forgets the legends who have been serving our country.they deserve to be known to all of the bangali people....I want to know more of these legends(the scientist, the freedom fighters, the social workers) and many more...hope you will bring out something new to society
Oshadharon bhai❤ erkmvabe gunijonder tule dhorar onurodh roilo❤
This man is our brother he and I are Gregorian. He went to St. Gregory's high school. He came at 2019 Science fair that was the last meeting with him I feel sad for our big brother Gregorian Jamilur Raja Chowdhury.(Proud to be a Gregorian)
স্কুলে থাকতে শুক্রবারের অপেক্ষায় থাকতাম,আর এখন বুধবার বিকেল ৫ টার অপেক্ষায় থাকি।
লাভিউ এনায়েত ভাই..💙
This piece is wonderfully organized. Great stuff.
If it is possible, please do make more episodes like this on Kaykobad sir, Jamal Nazrul Islam sir, Mahbub sir of Brac university(Coach, BD IMO team), Arshad Momen sir, Mamun sir (Jahangirnagar University), and more. Thank you.
সত্যি ভাই আপনি মানুষ হিসাবেও অসাধারণ, আশা করি ভবিষ্যতে ও এই রকম থাকবেন 🙂🙂
aasha kori In Sha Allah
আমাদের দেশের পাঠ্যবইয়ে এমন মানুষদের বিবরন থাক উচিৎ। এতে করে দেশপ্রেম বাড়বে শিক্ষার্থীদের ভিতর
খুবই সুন্দর একটা কথা বলেছেন।
I am an Engineer who worked in Houston, Texas. We used two thick slabs one on top of the other. Earthquake causes a sliding motion on sand between the slabs. As such it does allow the two slabs to move on a horizontal plane in case of an earthquake. movements. I had awarded "Cum Laude" in Engineering and Architecture. I graduated in 1974-75, from Texas A&M University in College Station, Texas.
অনেক বেশী ধন্যবাদ স্যারকে নিয়ে এত্তো সুন্দর করে বলার জন্য!!
বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন সবাই দেখে কিন্ত পূরন করতে কেনো যেনো সবাই পিছু-পা নেয়।
স্যারের জন্য অনেক শ্রদ্ধা ভালোবাসা
এরকম একজন মানুষ কে আলাদা ভাবে পরিচয় করানোর জন্য অনেক ধন্যবাদ
ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ এর সুবাদে ম্যাথ অলিম্পিয়াড কমিটির প্রেসিডেন্ট হিসেবে জামিলুর রেজা স্যারকে সরাসরি দেখা এবং তাঁর কথা শোনার সুযোগ হয়েছে, অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন তিনি।
জামিলুর রেজা চৌধুরী স্যারের সম্পর্কে এই প্রথম জানলাম,,,
তিনি একজন লিজেন্ড,,💖
ভিডিওতে ক্লিক করার আগে দেখালাম ১৭৭ ভিউ, আর এখন ৯২৫!!
btw,দেখার আগেই লাইক দিলাম, কারণ আপনার কন্টেন্ট নিয়ে কখনো সন্দেহ থাকে না, শেষপর্যন্ত ভালোই হবে।
আমি ছোট বেলায় প্রথম যখন ওনার সাক্ষাৎকার পড়ি তখন উনি ঢাকা এর বন্যা সমস্যা দূরীকরণে উপর ৫ বছরের মাস্টারপ্লান সাবমিট করেছিলেন. কিন্তু তা আজ ঢাকা তে বাস্তবায়ন হয় নি.
I am jealous of you.আপনি এতো বড় একজন মানুষ এর সাথে দেখা করছেন এবং কিছু শিখতে পারছেন ইটা অনেক বড় ব্যাপার. উনার আত্মার মাগফেরাত কামনা করি.
Aasholei ami vaggoban
আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমিন।
স্যার
বিবিসির একটি রিপোর্টে দেখেছিলাম যে ভূমিকম্প হলে নাকি ঢাকার 72 হাজার ভবন ভেঙে পড়বে এবং ছোট ছোট ভূমিকম্প হওয়া টা নাকি ভালো,
স্যার ভূমিকম্প নিয়ে ভিডিও বানালে ভাল হতো।কারণ কিছুদিন যাবৎ বাংলাদেশে কয়েকবার ভূমিকম্প হয়ে গেল । আবার বছরখানেক আগে শুনছিলাম বাংলাদেশ নাকি বড় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে আছে।
Astoundingly, JRC sir is our pride and stimulated us in numerous ways to build a better, safe and indiscriminate Bangladesh. From this channel, I urge you to make more positive videos particularly about our education, infrastructural development(big projects) and technology-related videos so that the general public can know about the possibility of future Bangladesh and grow awareness among themselves by watching fruitful videos from yours.
খুব ভাল কন্টেন্ট 🌺
আমাদের দেশের রত্নদেরকে আমরা খুব কম চিনি। আপনার এই উদ্দ্যোগের জন্য ধন্যবাদ। 👍👍
অনেক ধন্যবাদ ভাইয়া ভিডিওটা বানানোর জন্য।❣️
কখন যে ভিডিওটা শেষ হয়ে গেলো বুঝতেই পারলাম না।
★ যে পয়েন্ট গুলো নোট করেছি--
* বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন
* একজীবন শিখে যাওয়ার স্পৃহা
* সততা
* কোনো স্বার্থ ছাড়াই অন্যের কল্যাণে উদ্দেশ্যে কাজ করা
Good note down Bornale
নিখুঁত meritorious একটা মানুষ ছিলেন। এদের সাথে কারো তুলনা করা চলেনা❣️
Robbi jidni elma.
May allah subhanu wa taala give all of us baraqah
I didn't know about Jamilur Reza Choudhury ❤ Sir's huge sacrifice and activity in the different sectors but know about the Computer Science sector. I'm really happy to know about him through this video. He was really a superstar in different fields of Bangladesh. Bangladesh lost a gold star through his death. May Allah have mercy upon his soul and grant him the highest rank in Jannah Ameen.
Thank you for introducing him to us. Can you make these kinds of videos of legendary people in Bangladesh of all sector, please?
অথচ আমরা এমন মহান সব মানুষদের সম্পর্কে কিছুই জানি না৷
অনেক ধন্যবাদ ভাইয়া জানানোর জন্য৷
শ্রদ্ধেয় স্যার সম্পর্কে অনেক কিছু জানতাম না। আপনার ভিডিও দেখে তাঁর সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ 🌺
যদিও ওনার সাথে কখনো কাজ করার সুযোগ হয় নি, শুধু ওনার কীর্তি শুনে আমার আন্ডারগ্রাডের থিসিস বুকটা ওনার নামে উৎসর্গ করেছিলাম।
অনেক ভালো লাগলো ভাইয়া আপনি ওনাকে নিয়ে ভিডিও বানালেন দেখে। He is a legend
আমি নিজেকে অনেক বড় ভাগ্যবান মনে করি কারন আমি স্যারের ২দিন ব্যাপি একটা ট্রেনিং আমি উপস্থিত ছিলাম এবং স্যারের কাছে একটা দাবি জানিয়ে ছিলাম যে "স্যার আমরা Civil Engineering materials part এ alternative building materials chapter নামে আর একটি চ্যাপ্টার সিলেবাসে যোগ করতে পারি কি না?" স্যার আমার কথা শুনে বলেছিলেন এটা এখন সময়ের দাবি।" স্যার যেখানেই থাকবেন ভাল থাকবেন । "you will live forever by your work".
বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে স্যারের মত নিরলস পরিশ্রমী মানুষ খুব খুব প্রয়োজন
জামিলুর রেজা স্যারের সম্পর্কে অনেক কিছু জানলাম। অসাধারণ...
Sir er kaj niye kichuta janle o sir k niye khub ekta jana chilo nah.Vallaglo jene...Thanks apnake -ekjon VALO MANUSH niye amader jananor jnno.emn aro valo valo video upload korben asha kori.
We have to discuss much more about these types of scholars and intellectuals. It is better late than never. Good initiative. Thank you very much for your good endeavor.
অসাধারণ। বাংলাদেশী বুদ্ধিজীবীদের নিয়ে এরকম ভিডিও কম আছে। ধন্যবাদ৷
Great job brother! Your contents are really informative!
প্রত্যেকটা IOI/NHSPC/ICPC এর আয়োজনের সময় স্যারকে দেখতাম উৎসাহ নিয়ে অংশগ্রহণ করতে। আজকে আপনি মনে করিয়ে না দিলে হয়তো ভুলে যেতাম।আশা করি একদিন এই দেশে অসংখ্য জামিলুর রেজা স্যারের মত বৈজ্ঞানিক প্রজন্মের জন্ম হবে যারা শুধু যেকোন সল্যুশনকে সায়েন্টিফিক্যালি নয় সাথে ইথিক্যালি কতটুকু ইফিশিয়েন্ট সেটা নিয়েও আলোচনা করবে । আপনাকে ধন্যবাদ এরকম মহারথীর কথা মনে করিয়ে আমাদের মতো মানুষের মধ্যে অনুপ্রেরণা জোগানোর জন্যে।
স্যার তো অনেক বড় মাপের বুদ্ধিজীবি। এমন মানুষদের বেশি বেশি আলোচনায় রাখলে অনেক ভালো হবে।
It will be a regret for the lifetime that I wish I could meet Jamilur Reza Chowdhury sir and could have his blessing once.
Our University’s sir....University of asis pacific... Love and miss my teacher
Our pride❤️knew as our national professor...
Sir ke math olympiad e sorasori dekhechilam. I am proud eto boro ekjon Researcher ke dekhechilam.
ধন্যবাদ ভাইয়া,এতো গুরুত্বপূর্ণ এবং অজানা তথ্য শেয়ার করার জন্যে।
বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং এর এক অন্যতম পথিকৃত হচ্ছেন স্যার। অগাধ জ্ঞান এবং চিন্তা পরিধিতে স্যার অনেক অগ্রগন্য ছিলেন। ছিলেন একজন অমায়িক ও সত্যিকারের দেশপ্রেমিক। আল্লাহ স্যারকে জান্নাত নসিব করুক।
ধন্যবাদ ভাইয়া, আপনার ভিডিওর মাধ্যমেই এতো গুণি একজন ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারলাম
প্রকৌশল সেক্টরে স্যার একজন জীবন্ত কিংবদন্তি। আমরা গর্ব করে বলতে পারি।
আহা....... ❤️❤️
এই ভিডিওটাই চাচ্ছিলাম অনেএএএক দিইইইইন। 😌😌
ধন্যবাদ। ❤️❤️
What is the International ranking of BUET?
Can you make a researh of the percentage on moral ranking of the engineers' after joining in the goverment job?
স্যারের স্বপ্ন হয়তো একদিন পুরনো হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ, আমাদের তরুণ প্রজন্মের হাত ধরে। ভালবাসা রইলো স্যারের আত্মা জন্য। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক।
এই ভিডিওটি করার জন্য আপনি প্রশংসনীয় এনায়েত ভাই। 💚
অনেক রহস্যময় মানুষকে চিনতে পারার ক্ষমতা এই তুচ্ছ মানবের নেই।
কিন্তু স্যার না থাকলে হয়তো আমার এই কমেন্ট করার সুযোগ হয়তো হইতো না।
আবার হলেও একটু দেরিতে হত।
স্যার কে আল্লাহ্ তায়ালা জান্নিতুল বাকি দান করুন 🤲🤲
স্যারের জন্য সম্মান আরো বেড়ে গেলো। দোয়া রইলো স্যারের জন্য।
Of course
আসলেই জামিউল রেজা স্যার একজন unsung hero. স্যারের ব্যপারে প্রথম পড়ি প্রথম আলোতে।
উনার আত্মার শান্তি কামনা করি
অনেক কিছু জানলাম। অসাধারন। ধন্যবাদ ভাই।
Etodin shudhu Padma Setu te Sir er contribution ta jantam.Videor purota dekhe unar proti respect aro bere gelo...Opar e valo thakben,Sir❤️
আসলেই
Oshadharon Oshadharon mind blowing that i can't type anymore.
So much informative! Keep going on ,sir .
১. জীবনে আপনি যত বড়ই হোন না কেন আপনি যদি সততা আর নিষ্ঠার সাথে কাজ না করেন তাহলে নিজেই নিজের কাছে ছোট হয়ে যাবেন।
২.জীবনে শিখার চেষ্টাটা চালিয়ে রাখতেই হবে যতদিন বেঁচে থাকা যায়।
৩. জীবনের সব কিছুকে টাকার অংকে হিসাব করা যায় না। আর্থিক দিক থেকে বিবেচনা না করেও নিঃসার্থ ভাবে অনেক কিছু করার মানষিকতা থাকা উচিত।
এই শিক্ষাগুলো আজকের ভিডিও থেকে শিখতে পারলাম। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে জামিলুর রেজা স্যার এর জীবন নিয়ে এত চমৎকার একটা ভিডিও বানানোর জন্য। স্যারের জন্য হৃদয়ের অন্তস্তল থেকে দোয়া রইল। 😊😊😊
অনেক ধন্যবাদ আপনাকেও
Thank you brother Karan for bringing such wonderful people to everyone through your videos.
স্যার অসাধারণ ব্যক্তিত্য। ওনার মতো হয়তো অনেকেই আছে দেশে যারা সাধারণ মানুষের কাছে অতটা অলোচিত না, কিন্তু অবাক হই বর্তমানে তরুনদের যারা মোটিভেট করছে তাদের অনেকেই ভুলটাই দিচ্ছে। সুখন ভাই বলে কোনকিছুই ফ্রীতে না করতে 😑 আর জামিলুর রেজা স্যার কতকিছুই করে দিয়ে গেলেন! স্যারের প্রতি গভীর শ্রদ্ধা।
নতুন ভাবে চিনলাম। দোয়াকরি, আল্লাহ উনাকে মাফ করুন।
ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর একটা ভিডিও শেয়ার করার জন্য🌹
একজন মহান মানুষ সম্পর্কে জানলাম। ধন্যবাদ আপনাকে।
ফেসবুকে নিজ টাইমলাইনে শেয়ার দিলাম স্যার❤️
স্যারকে, আল্লাহ জান্নাত দান করুক।
অনেক ইনফরমেটিভ ভিডিও। অনেক ধন্যবাদ ভাইয়া😊স্যারের জন্য রইলো অনেক দোয়া।
সুন্দর একটা আলোচনা
আমাদেরকে উনার সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ
Thanks. What About Ductor Zafor Ikbal?