দাদা Geo fabric grow bag গুলোর জন্য কী আলাদা কোনভাবে মাটি বানাতে হয় ? কারণ আমার সমস্ত টবে যেমন মাটি আছে, এই Geo fabric grow bag গুলো তে ও same মাটি দিয়েছি কিন্তু সব টবের গাছের growth খুব সুন্দর কিন্তু ঐ geo fabric grow bag এর গাছ গুলো মরে গেছে, ঐ টবে আবার একটা গাছ বসিয়েছি তার ও কোন growth নেই কিন্তু বাদ বাকি সব মাটির টবের বা PP grow bag ( কালো plastic grow bag) এর গাছের growth খুব সুন্দর !!
অদ্ভুত তো! এমন হওয়ার কথা নয়, আমি যদিও সব ব্যাগে মাটি ব্যবহার করি না, কিন্তু মাটি গোবর সার মিশিয়ে সম্প্রতি বসানো খুব বড় বড় গাছ (দেব কাঞ্চন, পলাশ), ভালোই আছে। আমার মনে হয় গ্রো ব্যাগে যেহেতু খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যায়, হয়তো সেই জন্য গাছ বেশিদিন থাকছে না।
আমি গত দু বছরে, মোট তিনবার গাছ কিনেছি plant zone থেকে, ভালো প্যাকিং ও গাছের মান ভালো বলেই ওরা যখন আমায় একটা প্রমোশনাল ভিডিও করতে অনুরোধ করলো তখন আমি রাজি হয়ে যাই। ওদের আরেকটি ভালো বিষয় হলো ওরা যে গাছ পাঠায় তার একটা ছবি whatsapp করে পাঠানোর আগে। এমনকি শেষ বারে যে species dendrobium পাঠিয়েছে সেগুলোও বেশ ভালো, নতুন গ্রোথও আসছে। তবে সম্প্রতি অনেকেই আমায় বলছেন ওদের সার্ভিস ভালো নয়, ঠিকমত উত্তর দেয় না। আমি আমার দিক থেকে আপনাকে সবটুকু খুলে বললাম।
@@Inlovewithsoil সায়ন্তন ভাই, আমি ক্যাটেলিয়া অর্কিড করতে চাই। কোন অনলাইন সাইট থেকে ভাল মানের পাবো যদি একটু suggest করেন তো উপকৃত হই। আমি matured কিনতে ইচ্ছুক। সামনের বছর ফেব্রুয়ারীর শেষে কিনলে হবে কিনা please সেটাও জানাবেন। 🙏
আমি বীজ থেকে করছি বেশিরভাগ, আপনি biocarve seeds এই ওয়েবসাইটে যোগাযোগ করুন পেয়ে যাবেন। চারা এখানে খুব কম পাওয়া যায়, সত্যি এটা, বিশেষ করে Lobelia, poppy 😓
I absolutely love your vdos.. Sooo calming... The way you talks about every plants that's really beautiful... I feel sooo inspired.
খুব ভালো লাগলো ভাই তোমার থেকে কিছু নতুন শীতের ফুল গাছের নাম জানতে পেরে।
তোমার ভিডিওগুলো একেকটি গল্পের মত। যেমন দেখতে ভালো লাগে শুনতেও তেমনি। ভালো থেকো। আর হ্যাঁ বীজ থেকে চারা তৈরির একটি ভিডিও বানিও।
ধন্যবাদ, অবশ্যই করব
@@Inlovewithsoil ata Amaro moner kotha,
বেশ
ভাইয়া আপনার ব্যবহৃত মাইক্রোফোনটি এর মডেল কী?☺️
Zoom H1 - ভয়েস রেকর্ডার, মাইক্রোফোনটি খুবই সাধারণ, কোম্পানির নামটা ভুলেই গেছি 😅
@@Inlovewithsoil Thank you dada.
Happy diwali dada ..❤❤❤
তুমিও শুভেচ্ছা নিও ভাই, ভালো থেকো 😊
Apnar Winter garden er view niye ekta video korben..
অবশ্যই ☺️
সুন্দর ভিডিও
☺️☺️
দাদা Geo fabric grow bag গুলোর জন্য কী আলাদা কোনভাবে মাটি বানাতে হয় ? কারণ আমার সমস্ত টবে যেমন মাটি আছে, এই Geo fabric grow bag গুলো তে ও same মাটি দিয়েছি কিন্তু সব টবের গাছের growth খুব সুন্দর কিন্তু ঐ geo fabric grow bag এর গাছ গুলো মরে গেছে, ঐ টবে আবার একটা গাছ বসিয়েছি তার ও কোন growth নেই কিন্তু বাদ বাকি সব মাটির টবের বা PP grow bag ( কালো plastic grow bag) এর গাছের growth খুব সুন্দর !!
অদ্ভুত তো! এমন হওয়ার কথা নয়, আমি যদিও সব ব্যাগে মাটি ব্যবহার করি না, কিন্তু মাটি গোবর সার মিশিয়ে সম্প্রতি বসানো খুব বড় বড় গাছ (দেব কাঞ্চন, পলাশ), ভালোই আছে।
আমার মনে হয় গ্রো ব্যাগে যেহেতু খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যায়, হয়তো সেই জন্য গাছ বেশিদিন থাকছে না।
@Inlovewithsoil হ্যাঁ দাদা 🥲
Nice sharing sir
😊
Dada good evening. Plant zone nursary thik orchid plant supply kore ki ?
আমি গত দু বছরে, মোট তিনবার গাছ কিনেছি plant zone থেকে, ভালো প্যাকিং ও গাছের মান ভালো বলেই ওরা যখন আমায় একটা প্রমোশনাল ভিডিও করতে অনুরোধ করলো তখন আমি রাজি হয়ে যাই।
ওদের আরেকটি ভালো বিষয় হলো ওরা যে গাছ পাঠায় তার একটা ছবি whatsapp করে পাঠানোর আগে।
এমনকি শেষ বারে যে species dendrobium পাঠিয়েছে সেগুলোও বেশ ভালো, নতুন গ্রোথও আসছে।
তবে সম্প্রতি অনেকেই আমায় বলছেন ওদের সার্ভিস ভালো নয়, ঠিকমত উত্তর দেয় না।
আমি আমার দিক থেকে আপনাকে সবটুকু খুলে বললাম।
@@Inlovewithsoil সায়ন্তন ভাই, আমি ক্যাটেলিয়া অর্কিড করতে চাই। কোন অনলাইন সাইট থেকে ভাল মানের পাবো যদি একটু suggest করেন তো উপকৃত হই। আমি matured কিনতে ইচ্ছুক। সামনের বছর ফেব্রুয়ারীর শেষে কিনলে হবে কিনা please সেটাও জানাবেন। 🙏
@paramadas348 orchid tree সবচেয়ে ভালো।
জানুয়ারি মাসের মাঝামাঝি কিনে নিতে পারলে খুব ভালো হয়। অনেকসময় ফেব্রুয়ারি মাসে গরম পড়ে যায় তো তাই বলছি।
@@Inlovewithsoil আচ্ছা, তাই করবো। আপনার ক্যাটেলিয়ার পরিচর্যা বিষয়ক ভিডিও আছে? মানে এর light requirement, watering etc, বৃষ্টির জলে ক্ষতি হয় কিনা. আপনার অনেক ভিডিও দেখি। একটা রেড ক্যাটেলিয়ার ভিডিও দেখেছিলাম যতদূর মনে পড়ছে। আর কোনও ভিডিও থাকলে জানাবেন প্লিজ। খুব সুন্দর করে বোঝান আপনি। ধন্যবাদ
@paramadas348 আমারও এই মুহূর্তে মনে পড়ছে না, থাকলে আমি লিঙ্ক এখানে দিয়ে দেবো।
কোথাও পাই না এইসব চারা
আমি বীজ থেকে করছি বেশিরভাগ, আপনি biocarve seeds এই ওয়েবসাইটে যোগাযোগ করুন পেয়ে যাবেন।
চারা এখানে খুব কম পাওয়া যায়, সত্যি এটা, বিশেষ করে Lobelia, poppy 😓