ভার্সিটিতে এক জুনিয়রের মুখে গানটা প্রথম শুনি তারপর থেকে নিয়মিত শোনা হয় আজ হুট করে মনে হলো একটা কমেন্ট রেখে যায়।রুচির দুর্ভিক্ষের সময়কালে রুচিশীল মানুষের তালিকায় আমিও একজন🖤
ওহ! কত দিন পর শুনছি গান টা! হৃদয় টা প্রশান্তি তে ভরে গেলো! গত কাল শপিং করতে গেছিলাম সেখানে এক দোকানে হঠাত এই গান টা বেজে উঠলো, আমি ওম্নি থেমে গেলাম। গানের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম যেন। মনে পড়ল কত দিন হলো এ গান টা শুনিনা! কোথায় সেই গানেরসিডি? ইউটিউব আছে বলেই কত -গত বছরের হারানো গান গুলো আবার ফিরে পাই :) হারানো অর্নব কে কি এভাবে ফিরে পাওয়া যায় না,নতুন গান সহ? please come back.
ফেবুতে army officer আর সেই madam এর বকবক দেখে শুনতে আসলাম। "প্রখর রোদে পোড়া পিঠ আগুনের কুন্ডে শেকা হাত...." অন্তরাটা অপূর্ব হয়েছে। ভালোবাসা রইলো অর্নব দাদা
No matter how many times I listen to this song, it still sounds fresh and still makes me emotional. This is the beauty of this masterpiece. One of Arnob's best songs...❤
কিছুদিন আগে এক সন্ধ্যায় ভার্সিটির অনুষ্ঠানে এক বড় ভাইয়া এই গান টা গাইছিলো,আমার হঠাৎ ঝুম বৃষ্টির মতো এতো কান্না পেলো! খুব কাঁদছিলাম আর জোরে জোরে গান গাইছিলাম। ভাগ্যিস সন্ধ্যা ছিলো তাই সেই কান্না কেউ দেখেনি! এভাবে কতো রাত এই গান শুনে কাঁদবো কিংবা খুব বেশি কষ্ট লাগলে গীটার নিয়ে বসে বেসুরে গলায় এই গান গাইবো কেউ জানবে না!
কষ্টগুলো শিকড় ছড়িয়ে ঐ ভয়ানক একা চাঁদটা সাথে সপ্নের আলোতে যাব বলে যখন চোখ ভিযে যায় রাতে। ভালবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস বহুদিন আগে তারাদের আলো শূন্য আধাঁর আকাশ............... কথা গুলা অসাধারন ছিল
এই গান শুনলে এসএসসি পরীক্ষার জন্য ভীষণ টেনশনে পড়া মুখস্হ করা কিশোরী আমিটার কথা মনে পড়ে যায়। পড়ার ফাকে ফাকে এই গান টা শুনে কোন এক নাম না জানা প্রেমিকের জন্য মন কেমন করতো।
Gaan ta akta medical er picnic a giye shunsilam. Jei vaia gaisilo onar upor o crush khaisi. Onake to r pawa jayna. Gaan tai shuni. Gaan ta oshomvob shundor! Amader asole Arnab er moto aro artist er dorkar ❤
মাঝ রাতে যখন চারিদিকের সব বাসার রুমের লাইট অফ থাকে। মাঝে মাঝে দুই একটা লাইট দেখা যায় ঠিক তখন রুমের লাইট অফ করে বারান্দায় গিয়ে পুরো সাউন্ড দিয়ে এই গানটা শুনতে কী অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে।মনটা যেন সতেজ হয়ে যায়😊😊
কালকে আমার ফ্লাইট, এখন গানটা কম করে হলেও ১০০ বার শুনতেছি,কেনো জানেন হারিয়ে ফেললাম আমি আমার ভালোবাসার মানুষটাকে 😢,পরিশেষে আমিও বিদায় জানিয়ে চলে যাচ্ছি আমার মাতৃভূমি কে, সৃতি হিসেবে রেখে গেলাম।
Arnob....... Eishob gaan er mrittu nai mone hoy,facebook er reels er vedio dekhe mone pore gelo, aha shei somoy gula,Dhonnobad arnob da. Im a big fan of you....
অর্নব দা কে মিস করি... বাংলা গানে এই ঘরানার প্রবর্তন তার দ্বারাই সম্ভব.... শব্দচয়ন থেকে গায়কী কি আর বলব? এসব গান কোনোদিনও মুছে যাবে না,আমি থাকব না, আমরা থাকব না তারপরেও ভালবাসা এনে দিতে গত বর্ষার সুবাস..
This song reminds me lot of memories which memories kill my happiness ☺️. When we are close that time I never realized the lyrics, when she was my inner side. Now she is leaving me and in this country. She is happy with her lifeline. What's wrong with me I dunno? My Lord loves me a lot. He never disappointed me. This think alive me and this song happiest myself.
প্রথম শুনলাম একটু একটু কিছু লিরিক্স শুনতাম আগে কিন্তু আজকে পুরোটা শুনলাম।।। গানটা অতীতের কথা মনে করিয়ে দেয়। এমন কিছু স্মৃতি মনে করিয়ে দেয় যেগুলো মনে পড়লে চোখের কোনে জল আসে😓😓।কমেন্ট করে গেলাম, কেউ যদি লাইক দেয় নোটিফিকেশন পেলে আবার শুনতে আসবো।।
আমি নতুন জেনারেশন হয়েও পুরোনোর প্রতি অগাত ভালোবাসা আমার। অনেকের কাছে কথা শুনতে হয়েছে পুরানো গান পছন্দ করি বলে। কিন্তু আমি জানি তারাও বুঝবে কোন একদিন। শত বছর পরেও এইসব গান আমার মতো কিছু মানুষের মধ্যে হয়তো বেঁচে থাকার অনুপ্রেরণা পাবে ভাবতেও ভালো লাগে।😊
ধন্যবাদ, এই গানটার জন্য অর্ণব ভাই। এই গানটার জন্যেই বুঝতে পারছি, ভালোবাসা কি তা 💁♀️ যে মানুষটা ছেড়ে গেছে, তার সাথে এ গানটা শুনতাম। ২ জন ২ প্রান্ত হতে ভিডিও কলে ২ জনকে চেয়ে দেখতাম, সে আমার জন্য এটা গাইতো 😅 তাকে কোনদিন সামনে পেলে সেক্ষেত্রে বলতাম: তুমি কি তোমার পিচ্চি সামিয়াকে একটুও ভালোবাসোনি? কেন ছেড়ে গেলে? আমাকে ছাড়া ভালো থাকো কিভাবে? তোমার সাথে যখন কেউ ছিল না, ছিলাম তো আমি 💁♀️ আজ সবকিছু হয়েছে, তাই বুঝি ভালোবাসাকে দরকার নেই? তুমি আমার সাথে নেই এখন আর, কিন্তু একা চাঁদটা আজ ঠিকই আছে 😅 আমার সাথে। তোমার পছন্দের গানটাই রাত ২ টা ৪৫ তে গাচ্ছি, তুমি কি কোনদিন তা জানবে? ভালো থেকো, আমার ভালোবাসা ♥️
You are awesome Arnob.......so many wonderful creations 🍂🍂🍂🍂is there any one..... who can organised this beautiful pices of heavenly touchy-feely songs & made a wonderland for Arnob in a form of sunflower 🌻......of happiness.... the sunflower most commonly means adoration and loyalty. ... people associate sunflowers with long life, good fortune, and vitality. I wish Arnob should engage himself in his world of music....each and every moment of his life becomes meaningful........ "Sunidhi " thanks for your courage to be with him..... Much 💕 love for both of you.
এখন বৃষ্টি ভেজা পরিবেশ, গত কিছুদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, হাল্কা মিহি বাতাস,একা বারান্দায় বসে বসে এই গান বেজে চলছে লুপে আর ভাবছি কষ্টেরা আসলে এই গানে আরাম পায়৷ আরাম করে কষ্ট কে হাত বুলাচ্ছি
কষ্টগুলো শিকড় ছড়িয়ে ঐ ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে যাবো বলে যখন চোখ ভিজে যায় রাতে। কষ্টগুলো শিকড় ছড়িয়ে ঐ ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে যাবো বলে যখন চোখ ভিজে যায় রাতে। ভালবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আঁধার আকাশ। ভালবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আঁধার আকাশ। প্রখর রোদে পোড়া পিঠ আগুনের কুন্ডে শেঁকা হাত শিশির ছোঁয়ায় পাবে হাসি অন্ধকারে কেটে যাবে রাত। প্রখর রোদে পোড়া পিঠ আগুনের কুন্ডে শেঁকা হাত শিশির ছোঁয়ায় পাবে হাসি অন্ধকারে কেটে যাবে রাত। ভালবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আঁধার আকাশ। ভালবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আঁধার আকাশ। কষ্টগুলো শিকড় ছড়িয়ে ঐ ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে যাবো বলে যখন চোখ ভিজে যায় রাতে। কষ্টগুলো শিকড় ছড়িয়ে ঐ ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে যাবো বলে যখন চোখ ভিজে যায় রাতে। ভালবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আঁধার আকাশ। ভালবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আঁধার আকাশ। ভালবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আঁধার আকাশ।
পছন্দের লিরিক পেতে নিচে কমেন্ট করে জানান...।
Khela by raz dee....
Albhida by james
Maiya re Maiya! Tor khoma nai re! ;) :D :P
Tsunami by Prachir
GTA 5 POLICE CHASE WITH THIS SONG
th-cam.com/video/zkPZqIArwXE/w-d-xo.html
ভার্সিটিতে এক জুনিয়রের মুখে গানটা প্রথম শুনি
তারপর থেকে নিয়মিত শোনা হয়
আজ হুট করে মনে হলো একটা কমেন্ট রেখে যায়।রুচির দুর্ভিক্ষের সময়কালে রুচিশীল মানুষের তালিকায় আমিও একজন🖤
Amio hoito se talikai thkte pri💕
You are not alone 🥲
Me also😊
Us bhaiya us 🫶🏽
আমিও একজন ❤❤
If there's a Bangladeshi artist I envy it's Arnob,the fusion between Eastern and Western style never fails to mesmerize me.A genius
But why do you envy? You could simply appreciate him
@@bedazzledblue8458 Maybe he is also an artist, that is why.
Envy er meaning hoito janen na @Shams Arifin
yall are asking him the meaning of envy whilst saying "Bangladesh amader Ohongkar". You could simply use "Pride" instead of "Ohongkar"
@@imdadulthedeveloper my man, envy isn't always used in a negative sense for god's sake, know about shit before you speak anything against it
ওহ! কত দিন পর শুনছি গান টা! হৃদয় টা প্রশান্তি তে ভরে গেলো! গত কাল শপিং করতে গেছিলাম সেখানে এক দোকানে হঠাত এই গান টা বেজে উঠলো, আমি ওম্নি থেমে গেলাম। গানের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম যেন। মনে পড়ল কত দিন হলো এ গান টা শুনিনা! কোথায় সেই গানেরসিডি? ইউটিউব আছে বলেই কত -গত বছরের হারানো গান গুলো আবার ফিরে পাই :) হারানো অর্নব কে কি এভাবে ফিরে পাওয়া যায় না,নতুন গান সহ? please come back.
কেনো না..
:")
😔
arnob strongly comeback korbe ... Ekhono haray ni Apu..
Ki kinlen shopping e giye😁
ওরে ভাই বাংলাদেশে এমন গান আছে আগে জানতাম না । ইদানিং বাংলার প্রেমে পরে গেছি ❣️
Check out the recent songs of bands, I'm sure anyone who understands bangla will love them
Same bro
@Your Daddy ভাই গান কম শুনি , হিন্দি গান অল্প কিছু শুনি , যেই গুলার ফিলিং টা অন্য রকম , আন্দাজে কথা না বলাই ভালো !
আবার বইলেন না হিন্দি সব গান একই রকম
@Dark king Rayleigh 😂😂😂😂😂✌️🤘🤟
বাংলাদেশের গান শুনতে থাকুন। পাগল হয়ে যাবেন। পুরানো ব্যান্ড শুননলে নেশা হবে।
অর্নবের গান কখনো পুরোনো হবে না। যতদিন ভালোবাসা আছে, ততদিন থাকবে। 💓
আগে এসব গানগুলো এফএম রেডিওতে শুনে চমকে যেতাম, তারপর থেকে এসব গানগুলো কালেক্ট করে শুনতে লাগলাম।
অরনব ভাই বাংলাদেশের অন্যতম একজন লিজেন্ড সিংগার।
Same....
Ami thik ei kajta kortam!
কষ্টের সাগরে ডুব দিলাম।। সবথেকে পছন্দের আর্টিস্টের , অনেক পছন্দের একটা গান।। লিরিক্স, কম্পসিশন, ভোকাল সব মিলিয়ে অদ্ভুত একটা আবেশ তৈরি করে গানটা।। :)
এটা সেই মুহুর্ত যখন পাশে নেই কেউ না-ঘুমানো দুটি চোখ,, আর কানে হেডফোন লাগিয়ে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকা।।ফিলিংস টাই অন্য রকম।।
আমাদের জেনারেশনটাই বোধহয় লাস্ট যারা অগণিত মধ্যরাতে লাইট অফ করে, কানে হেডফোন গুঁজে এসব গান শুনতে শুনতে নস্টালজিক হয়ে যেতো।
2003 te jonmo ni
Ami daily shuni
19's charao oneke shune
Amader generation er oneke shunw
Shune6
Shune*
ও ভাই কি কথা বললেন, চোখ বুজে অতীতে হারিয়ে গেলাম। ধন্যবাদ
হুম ভাই সত্যি বলেছ।
যেহেতু গানটা প্রথমবার শুনছি তাই কমেন্টি রেখে যাচ্ছি, আর গানের ব্যাপারে কি বলবো এক কথায় অসাধারণ 🙂🙂
বাংলাদেশের প্রতিটা বব্ধু বান্ধবের মেসে এই গান সবার প্রিয়। গলা ফাটিয়ে রাতভর এই গান গাওয়া। আহা কি যে দিন গুলো ছিলো। মনে থাকবে।
আহা ,বিয়ের আগেও শুনেছি, বিয়ের পরও শুনছি। পুরোনো স্মৃতি ফিরে আসছে। প্রেমিকাই আজ বৌ, কিন্তু গানে নষ্টালজিয়াই ভুগছি।
apni sharthok vai....
Happy man❤😊
Purnota ....❤❤❤❤
Lucky 😊
You won ❤
এগুলা হলো গান! 😍😍😍😍 মার্ভেলাস! 😍😍
I agree with u...
Hi
Only YOYO honey singh is real
“বর্ষা নামলে শহর ভেজে
ভিজতে পারিনা আমি,
শরীর ভেজানো ভীষণ সহজ
মন ভেজানো দামী।”
Ei Kotha gulo Kon kobitar?
❤
Ahha 😩❤️🩹
ফেবুতে army officer আর সেই madam এর বকবক দেখে শুনতে আসলাম।
"প্রখর রোদে পোড়া পিঠ
আগুনের কুন্ডে শেকা হাত...." অন্তরাটা অপূর্ব হয়েছে।
ভালোবাসা রইলো অর্নব দাদা
Amio vaai😂
Uss
Thik amio , ajj kei
Happy new year ✨✨😊
No matter how many times I listen to this song, it still sounds fresh and still makes me emotional. This is the beauty of this masterpiece. One of Arnob's best songs...❤
সেই ২০১০ এ হারিয়ে গিয়েছিলাম। তখন প্রায় প্রতিদিন গানটি সোনা হতো।। কতোইনা স্মৃতি জড়িয়ে আছে এই গানটির সাথে।
FM radio craze, those waiting moments for the favourite song to come. Pure nostalgia. Miss my teenage years.
কিছুদিন আগে এক সন্ধ্যায় ভার্সিটির অনুষ্ঠানে এক বড় ভাইয়া এই গান টা গাইছিলো,আমার হঠাৎ ঝুম বৃষ্টির মতো এতো কান্না পেলো! খুব কাঁদছিলাম আর জোরে জোরে গান গাইছিলাম। ভাগ্যিস সন্ধ্যা ছিলো তাই সেই কান্না কেউ দেখেনি! এভাবে কতো রাত এই গান শুনে কাঁদবো কিংবা খুব বেশি কষ্ট লাগলে গীটার নিয়ে বসে বেসুরে গলায় এই গান গাইবো কেউ জানবে না!
asob cmnt porlei mone pore valobasha ache akhn o❤️❤️❤️
কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটা সাথে
সপ্নের আলোতে যাব বলে
যখন চোখ ভিযে যায় রাতে।
ভালবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আধাঁর আকাশ...............
কথা গুলা অসাধারন ছিল
মাস্টারপিস! ২০২১ এ কেউ আছেন? 👍
Ami sunci onk fvrt chilo tokhn thekhei
আছি ❤
Me🙋
Hae
2021 :) still fav
Social mediar একটা ভালো জিনিস যে এর জন্য অনেক অজানা underrated গানের সন্ধান পাওয়া যায়
বখতিয়ার ভাইয়ের বাঁশির কভার শুনেই ভালো লেগেছিল, এখন গানটা শুনতে আসলাম। ভালো লাগলো অনেক 🥰🥰🥰
গানটার কথা একদম নিজের সাথে মিলাতে পারি😢
সত্যি অনেক বেশি সুন্দর অর্নব ভাইয়ের গান❤❤
Awesome matching
Me too
এই গান শুনলে এসএসসি পরীক্ষার জন্য ভীষণ টেনশনে পড়া মুখস্হ করা কিশোরী আমিটার কথা মনে পড়ে যায়। পড়ার ফাকে ফাকে এই গান টা শুনে কোন এক নাম না জানা প্রেমিকের জন্য মন কেমন করতো।
Usss 🥺
Gaan ta akta medical er picnic a giye shunsilam. Jei vaia gaisilo onar upor o crush khaisi. Onake to r pawa jayna. Gaan tai shuni. Gaan ta oshomvob shundor! Amader asole Arnab er moto aro artist er dorkar ❤
Apu Vai ke khuje paichen?
প্রথম শুনলাম গানটা...❤️ প্রেম পড়ে গেছি গানটার...🙂🖤 আহা!🌚✨
Kicudin age akta restaurant ‘a gaan ta suneci...bohu bochor pore...akhn somoy pelei suni...love it...
amon gaan r samner gemeration a pawai jabena
.tara bujhbeii na ai gaan gulor onuvuti...lots of love💓
যতবার শুনি, ততোবার অতীতের স্মৃতিগুলো মনে পড়ে আর পালটে যাওয়া মানুষটার সংগে কাটানো সোনালি সময়গুলোর কথা মনে পড়ে চোখ জলে ভিজে যায়। টাকার লোভ মানুষকে কতোটা অমানুষ বানিয়ে দেয়!
মানুষ প্রেমে পড়লে গান শুনে, আর ছ্যাকা খেলে গানের অর্থ বুঝে 😅❤️🩹
2:11 this part❤
মাঝ রাতে যখন চারিদিকের সব বাসার রুমের লাইট অফ থাকে। মাঝে মাঝে দুই একটা লাইট দেখা যায় ঠিক তখন রুমের লাইট অফ করে বারান্দায় গিয়ে পুরো সাউন্ড দিয়ে এই গানটা শুনতে কী অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে।মনটা যেন সতেজ হয়ে যায়😊😊
কালকে আমার ফ্লাইট, এখন গানটা কম করে হলেও ১০০ বার শুনতেছি,কেনো জানেন হারিয়ে ফেললাম আমি আমার ভালোবাসার মানুষটাকে 😢,পরিশেষে আমিও বিদায় জানিয়ে চলে যাচ্ছি আমার মাতৃভূমি কে, সৃতি হিসেবে রেখে গেলাম।
Ami flight e othar por amar journey chilo 6 hours 6 hours sodo ei gaan ta ei sona hoye chilo ar amar deshe thaka sob sriti mone hocchilo 😊
Arnob.......
Eishob gaan er mrittu nai mone hoy,facebook er reels er vedio dekhe mone pore gelo, aha shei somoy gula,Dhonnobad arnob da. Im a big fan of you....
arnob is magician. love you. he deserve more and more respect
Valobasha tarpor song e ekhono valobasha royei gece..Masterpiece...
কমেন্ট রেখে গেলাম, একদিন হয়তো চির সুন্দর এই পৃথিবীতে থাকবো না। কিন্তু আমার আপনজন থাকবে। যেন জানতে পারে এই গানটা আমারও কত ভালো লাগতো।
তা ভাই আছেন নাকি?
একটা অন্য অনুভূতি কাজ করে যখন গান টা শোনা হয়। আমরা ৯০ এর জেনারেশনেরাই হয়তো বাঁচিয়ে রাখব এই গানের অনুভূতি গুলো ❤️
2024.... keu achen?? korlam ekta comment 😊🫠
Yeap
hum😶
❤
HUMMM💞
সবেমাত্র গ্রাজুয়েশন শেষ করলাম। ভার্সিটি লাইফের প্রান ছিল এসব গান। নিশ্চয় জীবনের সেরা সময় পার করছি।
অতীত অনেক সুন্দর, অতীত অনেক কষ্টের 🙂🖤
হলে ৩ তলায় জানালার পাশে পড়ছিলাম। হঠাৎ অপজিট ব্লকের নিচ তলার কোন রুম থেকে গানটা শুনে সার্চ করতে আসলাম। স্মৃতি হয়ে থাক🎉
Bhalobasa tarpor... Arnob you are and your voice so magnificent..
2:12 অসাধারণ লেখা, দারুন সুর ❤❤
অর্নব দা কে মিস করি... বাংলা গানে এই ঘরানার প্রবর্তন তার দ্বারাই সম্ভব....
শব্দচয়ন থেকে গায়কী কি আর বলব?
এসব গান কোনোদিনও মুছে যাবে না,আমি থাকব না, আমরা থাকব না তারপরেও ভালবাসা এনে দিতে গত বর্ষার সুবাস..
Seii koto bochor agee tokhn mp3 te gaan ta suntam awwh😍
Remember me from this song who was mad for you.
Masterpiece arnob da💓
আহা কতই না শোনা হতো একসময় রেডিওতে ❤️❤️❤️
আগে ভাবতাম, ভালো কোনো বাংলা গান নেই।যখন থেকে লিরিক্স বুঝা শুরু করলাম তখন বুঝলাম বাংলা গানও rocks🤘🤘
যখন স্কুলে পড়তাম, হাতে মোবাইল ছিল না, তখন এফএম রেডিয়োতে এসব গান শুনতাম। আজকে গানটা শুনে নস্টালজিক হয়ে গেলাম।
2024 still hearing people
2024 এ এসে কে কে এই গান শুনছেন ❤❤
আমি আজকে প্রথম শুনলাম এই গান।
@@mdparvez2081 To kmn laglo gan ta sunte😊
Ami
Aci
Asi amio
ইচ্ছে করে মরে যায়, কিন্তু যখন ই অর্নবের গান শুনি মনে চায় হাজার বছর বেঁচে থাকতে 🖤🖤🥀🥀
This song reminds me lot of memories which memories kill my happiness ☺️. When we are close that time I never realized the lyrics, when she was my inner side. Now she is leaving me and in this country. She is happy with her lifeline. What's wrong with me I dunno? My Lord loves me a lot. He never disappointed me. This think alive me and this song happiest myself.
Best song ever...2019 akhono suni...jotobar suni totobar gaan tar valovasay pore jai....
গানটি আজকেই প্রথম শুনলাম TikTok এ, সাথে সাথে চলে চলে এলাম ইউটিউব এ।
এত সুন্দর একটা গান, যার প্রতিটা লাইন আমার জীবন এর সাথে জড়িত 😅🖤
October 2019 ❤️ Rat 1:22 minute ❤️ old is gold❤️
Fuck love
@@mlwbd6017 what
It’s been a while
You should listen the song again
You might feel gd
Listening it again
0hh,,,,,taii
প্রথম শুনলাম
একটু একটু কিছু লিরিক্স শুনতাম আগে কিন্তু আজকে পুরোটা শুনলাম।।। গানটা অতীতের কথা মনে করিয়ে দেয়। এমন কিছু স্মৃতি মনে করিয়ে দেয় যেগুলো মনে পড়লে চোখের কোনে জল আসে😓😓।কমেন্ট করে গেলাম, কেউ যদি লাইক দেয় নোটিফিকেশন পেলে আবার শুনতে আসবো।।
আসেন ভাই, শুনে জান আবার।
@@KMSH41আবার শুনতে আসলাম ভাই 🙂
His song just going to be deep love where you go there.. Lots of love❤️❤️❤️❤️
গানটি ইচ্ছে করেই বছর তিন-এক পর শুনলাম। প্রতিটি লিরিক্স আমার সাপেক্ষহীন বর্ষা ও প্রেয়সীর কাছে সংকোচ না বলা কথা মনে করিয়ে দিচ্ছে। 🙃
অগনিত অশ্রু ঝড়ে এই গান শুনলে! নেই কোন মোহ মায়া পিছুটান কিংবা কোন অনুভুতি তবুও কেন এমন টা হয়! অবশ হয়ে যায় শরীর
আমি নতুন জেনারেশন হয়েও পুরোনোর প্রতি অগাত ভালোবাসা আমার। অনেকের কাছে কথা শুনতে হয়েছে পুরানো গান পছন্দ করি বলে। কিন্তু আমি জানি তারাও বুঝবে কোন একদিন।
শত বছর পরেও এইসব গান আমার মতো কিছু মানুষের মধ্যে হয়তো বেঁচে থাকার অনুপ্রেরণা পাবে ভাবতেও ভালো লাগে।😊
Masterpiece song.... 🙃❤
এ গান কখনো পুরাতন হওয়ার না😄
হুমমম ঠিক বলেছেন।
CD কিনে প্রথম রিলিজ শুনেছিলাম স্কুল জীবনে। আজ হঠাৎ খোঁজ করলাম পছন্দের মানুষটাকে পছন্দের গানটা শোনানোর জন্য। বেঁচে থাক ভালোবাসাগুলো ইটের শহরে ফ্রেমে বন্দি হয়ে।
বেঁচে থাক পোড়া ইটের প্রেম🤍🤍
এই গানের সাথে কত যে ভালোলাগা ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে
Ai songta amar mon chuye dicee ❤
শরীরের শিরা-উপশিরায় কস্ট ছড়িয়ে গেছে।
Dsddss
হাজারো অন্যসব গানের মধ্যেও এখনো আমি বাংলা গান শুনে তৃপ্তি পায়, আহা গানগুলো 🌼❤️🩹
2024 সালের কেউ কি আছেন 😊🫵
আছি
achi😊
আছি ভাই 😊
হ্যাঁ ভাই, ওর কথা মনে পড়লেই শুনি।
😮
ধন্যবাদ, এই গানটার জন্য অর্ণব ভাই।
এই গানটার জন্যেই বুঝতে পারছি, ভালোবাসা কি তা 💁♀️
যে মানুষটা ছেড়ে গেছে, তার সাথে এ গানটা শুনতাম। ২ জন ২ প্রান্ত হতে ভিডিও কলে ২ জনকে চেয়ে দেখতাম, সে আমার জন্য এটা গাইতো 😅
তাকে কোনদিন সামনে পেলে সেক্ষেত্রে বলতাম: তুমি কি তোমার পিচ্চি সামিয়াকে একটুও ভালোবাসোনি? কেন ছেড়ে গেলে? আমাকে ছাড়া ভালো থাকো কিভাবে? তোমার সাথে যখন কেউ ছিল না, ছিলাম তো আমি 💁♀️
আজ সবকিছু হয়েছে, তাই বুঝি ভালোবাসাকে দরকার নেই?
তুমি আমার সাথে নেই এখন আর, কিন্তু একা চাঁদটা আজ ঠিকই আছে 😅 আমার সাথে।
তোমার পছন্দের গানটাই রাত ২ টা ৪৫ তে গাচ্ছি, তুমি কি কোনদিন তা জানবে?
ভালো থেকো, আমার ভালোবাসা ♥️
Masterpiece bruh 😫🖤
ফেসবুক থেকে আসলাম 😢❤
ফেসবুকে সর্ট ক্লিপ দেখে কে কে দেখতে আসছেন?
Me
অর্নব ভাইয়ের গান আপনাদের জন্য নাহ।
আমি এসেছি।
আমি❤
Amih❤
Omg..ettu sundor gaan..❤❤
আমার হোস্টেল, আমার রুমের জানাল, তার ওপারে চাঁদ চাদর বিছিয়েছে মাঠে, আহারে
অর্ণব একটা জিনিস
আমরা এমন ভাগ্যবান জেনারেশন যে - আমাদের সময়ে অর্ণবকে পেয়েছি। ❤
You are awesome Arnob.......so many wonderful creations 🍂🍂🍂🍂is there any one..... who can organised this beautiful pices of heavenly touchy-feely songs & made a wonderland for Arnob in a form of sunflower 🌻......of happiness....
the sunflower most commonly means adoration and loyalty. ... people associate sunflowers with long life, good fortune, and vitality.
I wish Arnob should engage himself in his world of music....each and every moment of his life becomes meaningful........ "Sunidhi " thanks for your courage to be with him.....
Much 💕 love for both of you.
Ak kothai Arnob dar Masterpiece❤
Pochondo er gaan.. lyrics gulo tumake dedicated korlam my auro ,my love..ily baccha ❤️
ily too baccha💓
কে কে ২০২৪ সালে এসে শুনতেছো?❤
Amiii
🥺🥺🥺
প্রথমবার গানটা শুনলাম।
চমৎকার একটা গান❤❤
আসলেই ভালোবাসা দিতে পারে গত বর্ষার সুবাস!🤎
অসাধারণ অর্নব ভাই।
কানে হেডফোন লাগিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলে এর ফিলিংস টা বুঝা যায়।😟
One of the best ever 💕
এই গানটা না শুনলে ক্যান যেন ভালোই লাগে না..... কি এক অদ্ভুত মায়া জরিয়ে আছে গানটার সাথে......❤❤
The song I'll never tired of listening ❤
ভালোবাসা তারপর দিতে পারে শত বর্ষের ট্রমা! 💔
একদিন কমেন্ট খুঁজতে আসবো🖤
Khujen akhon
এখন বৃষ্টি ভেজা পরিবেশ, গত কিছুদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, হাল্কা মিহি বাতাস,একা বারান্দায় বসে বসে এই গান বেজে চলছে লুপে আর ভাবছি কষ্টেরা আসলে এই গানে আরাম পায়৷ আরাম করে কষ্ট কে হাত বুলাচ্ছি
এই গানের লিরিক, সুর, ভয়েস অর্নব দাদাকে অন্য লেভেলে নিয়ে গেছে ❤️হাজার হাজার বছর বেচে থাকুক এই গান
i cant explain about your song. from my point of view you are on of the best singer ever i hear.
এই গানগুলো কখনো পুরোনো হবেনা... ভালোবাসার অর্নব 💜
৬ বছর আগে গানটা বাটন ফোনের রেডিও তে শুনেছিলাম। খুব ভালো লেগেছিলো তখন।৬ বছর পরেও এই গানটা প্রায়ই শুনি।
আমাদের রাতের বেলার ব্যর্থতার গল্প। চাঁদকে যারা জীবনের স্বাক্ষী রাখতে পারেনি তারা সবকিছু বুঝবে না।
ভালোবাসা তারপরে দিতে পারে কত বর্ষার সুবাস 💜
২০২১-এ ও গানটা শুনছেন এমন কে কে আছেন?
: আমি 🙋♀️😌
sunchi 🌺
ফেসবুক থেকে গানটা শুনে ইউটিউবে শুনতে এলাম 😊 খুব পছন্দের একটা গান তাই স্মৃতি রেখে গেলাম ❤️
bhai ki shena bahini r vid ta dekhsen?
কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে
যাবো বলে
যখন চোখ ভিজে যায় রাতে।
কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে
যাবো বলে
যখন চোখ ভিজে যায় রাতে।
ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস,
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।
ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস,
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।
প্রখর রোদে পোড়া পিঠ
আগুনের কুন্ডে শেঁকা হাত
শিশির ছোঁয়ায় পাবে হাসি
অন্ধকারে কেটে যাবে রাত।
প্রখর রোদে পোড়া পিঠ
আগুনের কুন্ডে শেঁকা হাত
শিশির ছোঁয়ায় পাবে হাসি
অন্ধকারে কেটে যাবে রাত।
ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস,
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।
ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস,
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।
কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে
যাবো বলে
যখন চোখ ভিজে যায় রাতে।
কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে
যাবো বলে
যখন চোখ ভিজে যায় রাতে।
ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস,
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।
ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস,
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।
ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস,
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।
✌️
🎉