আসসালামু আলাইকুম ওয়া- রা'হমাতুল্লাহি ওয়া-বা'রাকাতুহ... শ্রদ্ধেয় শায়েক,আপনার আলোচনাগুলো বেশির ভাগ ই ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক।তাই আপনার প্রতি আল্লাহ রহম করুন।এইসব সব সময় বলছেন বলে যাচ্ছেন।কিন্তু আমরা যতদিন মন থেকে স্ব-জ্ঞানে সব অন্যায়,অনিয়ম উপলব্ধি না করবো,ততদিন কেউ আমাদের বুঝিয়েও হবেনা।ছেলে কিংবা মেয়ে যাই বলেন,ইসলামি আদর্শ,নীতি,নিয়ম এইসব যার মন থেকে আসবেনা,তাকে আসলে কেউ বলেও হয় না।পর্দা আসলে মন থেকে অনুভব করতে হবে।কেউ বলে কয়ে হবার নয়।আল্লাহ সকলকে নেক বুঝ দান করুক।জীবনে যে মেয়ে অল্প বয়স থেকে পর্দাশীল কিংবা নামাজি,ইসলামের ইলম,নিয়ম কানুন মেনে মন থেকে পর্দা করে,সেই মেয়ের যদি পরবর্তীতে একজন কুলাঙ্গার,দুশ্চরিত্র ছেলেএ সাথে বিয়ে হয়,তখন ওই মেয়ের কি করা উচিৎ শায়েক বলবেন..?বার বার ভালো হবার সুযোগ দিয়েও যদি ভালো পথে আনা না যায়,তাহলে তাকে ইসলামি শরিয়াহ মতে ডিভোর্স দিলে কি আল্লাহ নারাজ হবেন??জানতে চাই শ্রদ্ধে শায়েখ আপনার কাছে..
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ্। বোন, প্রথমত ইসলামে মেয়েদের তালাক দেওয়ার কোনো নিয়ম নেই। যদি বাধ্য হয়েই তালাকের পথ স্ত্রী'কে বেছে নিতে হয় তাহলে স্বামী কতৃক তালাক নিতে পারেন দিতে পারবেন না। আর দ্বিতীয়ত, উল্লিখিত প্রশ্ননুযায়ী যদি স্বামীকে কোনো ভাবেই দ্বীনের পথে ফেরানো সম্ভব না হয় আর ঐ স্বামী যদি দ্বীন পালনে বাধা হয়ে দাড়ায় তাহলে ভুক্তভোগী স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নিবেন অথবা নিজের উপর তালাক নিবেন (যদি অর্পিত তালাকের অধিকার দেওয়া হয় স্বামী কতৃক)। আশা করি বুঝতে পেরেছেন..! তবে এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে আপনি আপনার নিকটস্থ ভালো কোনো মুফতির সাথে যোগাযোগ করুন। জাজাকাল্লাহ্।
[আল বাকারাঃ আয়াত নং ২৬২] الَّذِينَ يُنفِقُونَ أَمْوٰلَهُمْ فِى سَبِيلِ اللَّهِ ثُمَّ لَا يُتْبِعُونَ مَآ أَنفَقُوا مَنًّا وَلَآ أَذًى ۙ لَّهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ অর্থঃ যারা স্বীয় ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্টও দেয় না, তাদেরই জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোন আশংকা নেই, তারা চিন্তিতও হবে না।
আসসালামু আলাইকুম প্রিয় শায়খ, আমি সৌদি আরব প্রবাসী, দশ মাস যাবত সৌদি আরব আছি,গত কয়েকদিন আগে আমি মক্কায় গিয়েছিলাম ওমরা করতে, ওমরা শেষ করে মদিনায় রওনা হয়েছিলাম,মদিনায় যাওয়ার পথে রাস্তায় বাসে রাতে আমার সপ্ন দোস হয়, এটা হওয়ার দু এক ঘণ্টা পরে আমরা মদিনায় পৌঁছাই,,এই অবস্থায় অজুখানাতে আমি গোসল সেরে নেই , গোসলের কোন ব্যবস্থা না থাকার কারণে,, তারপরে পর্যাপ্ত কাপড় না থাকার কারণে ওই কাপড় একটু ধুয়ে যে জায়গায় বীর্যটা লেগেছিল সেই জায়গাটা একটু দূয়ে ছিলাম, তারপর বাধ্য হয়ে ফজরের নামাজ ও জুম্মার নামাজ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর রওজা মোবারক দেখেছিলাম এক্ষেত্রে কি কোন গুনাহ হয়েছে আমার প্লিজ দয়া করে জানাবেন
শায়খ বিন বাজ রহিমাউল্লাহ , ব্লাক ম্যাজিক ও ভূত থেকে রক্ষা পাওয়ার জন্য যেসব নিয়ম বলেছেন, তা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। আজকাল দুষ্ট জ্বীন প্রভাব বেশি হয়েছে।
وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ [ আল মুল্ক - ১০ ] তারা আরও বলবেঃ যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না।
হুজুর আমার একটা প্রশ্ন প্লিজ হুজুর একটু উত্তর দিবেন আমরা মাদ্রাসায় পড়ি বলে আমাদের পড়া নাকি অনেক সহজ যারা স্কুলে পড়ে তাদের মা যখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আমরা কিসে পড়ে কোথায় পড়ি যে আমরা মাদ্রাসায় পড়ি মাদ্রাসা পড়লে কোন দামই নাই মাদ্রাসা পড়ুয়া ছেলে-মেয়ে কোন কিছুই জানে না মাদ্রাসা পড়া নাকি অনেক সহজ স্কুলের পড়া নাকি অনেক কঠিন মাদ্রাসায় পড়লে কোন চাকরি বাকরি পাওয়া যায় না কোন সার্টিফিকেট পাওয়া যায় না আমরা মাদ্রাসায় পড়ি বলে তারা আমাদেরকে এত নিচু মনে করে মনে করে মাদ্রাসায় পড়ে এত কোন পড়াই না। যদি বলি যে আমি ইন্টার পাশ করেছি তাইলে বলে মাদ্রাসা থেকে পড়ছে পাস তো করবোই আমার প্রশ্ন হল হুজুর আপনি গোটা বিশ্বের মুসলিম কে জানাইয়া দেন যে মাদ্রাসায় পড়া কতটা গুরুত্ব এবং কতটা সম্মানজনক আমাদেরকে কেন এত কিছু মনে করে তারা মানত তারা স্কুলে পড়ে বলে নিজেকে অনেক কিছু মনে করে মনে করে ইঞ্জিনিয়ার এগুলো হতে পারবে আমরা মাদ্রাসা করে তো এগুলো কিছুই হতে পারব না তারা আমাদেরকে এটাই মনে করে
আপনি আপনার মত করে পড়ে যান কে কি বলছে সেটা না দেখে যারা আপনাকে এই রকম কথা গুলো বলছে বা দাম দিচ্ছে নাহ তারা নিজেই তো সস্তা স্কুল কলেজে খবর পত্র দেখলে দেখবেন হাজার অসৎ কর্ম বা নষ্টামি চলে আর একটা কথা হচ্ছে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ । আমি আল্লাহর কাছে চাই যে একটা দ্বীনদার এবং মাদ্রাসায় পড়ুয়া মেয়ে আমার জীবনে যেনো দেয় আর ওরা আপনাকে দাম দিচ্ছে না চিন্তা করার দরকার নাই আপনাকে দামী মানুষরাই দাম দিবে ওরকম সস্তা মানুষ গুলো নয়
খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে। অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও। বাংলাদেশের সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসাইড করতে। অনেক ফ্যামিলির উচ্চশিক্ষিত সুন্দরী তরুনীকে দেখেছি বয়স ৪০ এর কোটায় চলে গেলেও পার্টনার না খুঁজে পেতে। আবার অতি কুৎসিত মেয়েটির ও দেখেছি অত্যন্ত ভাল পার্টনার এসেছে জীবনে। একদম ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউজ ওয়াইফ হয়ে থাকার ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে। আবার অতি ব্যাক বেঞ্চার মানুষটিকেও অনেক সময় দেখেছি সাফল্যের চুড়ায় উঠতে। আসলে মানুষ এর জীবনে সুখ,সফলতা,ভাল পার্টনার, এসব কিছু কিন্তু সৌন্দর্য্য,মেধা,ভাল ক্যারিয়ার এসবের উপর নির্ভর করেনা। একসময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে। আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে। বিসিএস হয়ে যাওয়া মানেই এইনা সেই সবচেয়ে সফল ব্যাক্তি, সবচেয়ে সুন্দরী হওয়া মানেই এইনা সেই সবচেয়ে ভাল পার্টনার পাবে। ফার্স্ট স্টুডেন্ট থাকা মানে এইনা সেই সবচেয়ে ভাল চাকরী পাবে। জীবনের এই প্যারামিটারগুলো আমরা ফিক্সড করতে চাই। কিন্তু আমরা জানিনা এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই। কারন আল্লাহপাকই সর্বোত্তম পরিকল্পনাকারী। ✍️সংগৃহীত
@@tulip5star168 সরাসরি এই কথা না বলে, কথাটা সুন্দরভাবে বুজিয়ে বলেন,যাতে মন থেকে হিংসাত্তক আচরন দুর করে, লোভ, হিংসা,অহংকার এসব ভয়ংকর বিষয়। এসব থেকে সকলকে সাবধান করুন
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ্। ভাই এর উত্তর এর আগেও দেওয়া হয়েছে... তারপরও বলছি- জ্বী হ্যাঁ ভাই, ফোন/পিসি/লেপটপে কুরআন পড়া যাবে। তবে ফোনে কুরআন পড়ার সময় যদি অজু না থাকে তাহলে আরবী হরফগুলি স্পর্শ করা থেকে বিরত থাকবেন। আর যদিও এসবে কুরআন পড়া জায়েজ তবে এটার উপরই সবসময় আমল করা নাজায়েজ। জাজাকাল্লাহ্।
Assalamualaikum Hujur amr akta prosno mosjide dukar por 2 rakt salat tahiyatul masjid ba dukulul mosjid porte hoy Ami foroj namazer 5/6 minute age mosjide gelam Akn Ami ki juhorer 4 rakat sunnat porbo naki dukulul masjid porbo?
হজুর দয়াকরে আমার প্রশ্নের উত্তর দিবেন,,আমি একটা রিলেশনে ছিলাম,, হারাম সম্পর্কে জেনে গপনে আমরা বিয়ে করেছি,,,কেউ জানেনা এখনো,,আমি একটা মেয়ে,,,আমার বাবা মা আমাদের সম্পর্ক মানছে না,,এখন কি করা উচিত,,
হুজুর আমার একটা প্রশ্নের উত্তর কথাও পাচ্ছি না প্রশ্ন টা হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া ত গাছের পাতাও নরে না,আমরা কখন কি করব সবই তো আল্লাহ জানে, আমরা কোন পাপ কখন করব তাও তো আল্লাহ জানে আল্লাহর ইচ্ছা ছাড়া তো আমরা কিছু করতে পারি না আমরা যখন যা করি সবই তো আল্লাহর ইচ্ছায় তাহলে কি আমরা পাপপূর্ণ যা করি সবই কি আল্লাহতালার ইচ্ছাই করি যদি তাই হয় তাহলে আমরা পাপ করলে শাস্তির বিধান কেন থাকে যদি আমি এখন আত্মহত্যা করতে যাই তাহলে তো আল্লাহ তায়ালার হুকুম ছাড়া আত্মহত্যা করতে পারবোনা তাই নয় কি যদি আল্লাহতালার হুকুমে আমি আত্মহত্যা করতে পারলাম তাহলে আমার কেন পাপ হবে যারা আত্মহত্যা করে তাদেরকে আল্লাহ তাআলা কেন আত্মহত্যা করার হুকুম দেন এই প্রশ্নের উত্তর আমি কোথাও খুঁজে পাচ্ছি না প্লিজ হুজুর আমার প্রশ্নের উত্তর দিয়েন
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ্। ভাই, প্রথমত বলি এটা ঠিক সব কিছুই আল্লাহ্'র হুকুমেই হয়... কিন্তু আল্লাহ্ যে মানুষকে বিবেক বুদ্ধি জ্ঞান দিয়েছেন, হালাল হারাম বলে দিয়েছেন, সব জানা সত্বেও যদি কেউ সে পথে পা বাড়ায় তাহলে এখানে মহান আল্লাহ্'কে দোষ দিয়ে কী লাভ বরং এটা বোকামি বৈকি কিছু না। দ্বিতীয়ত, ভাই দুনিয়ার জীবণটাই হচ্ছে পরিক্ষার জীবণ। এখানে সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা পেরেশানি এগুলো আসবেই তাই বলে যে এর জন্যেও আপনি আল্লাহ্ কে দোষারোপ করবেন এটাতো ঠিক না... আল্লাহ্ তো কুরআনের মধ্যে সব কিছুরই সমাধান দিয়েই দিয়েছেন। তৃতীয়ত, আপনি হয়তো জানেন না... আল্লাহ্ তায়া’লা ভাগ্যকেও পরিবর্তন করে বান্দার দোয়া চেষ্টা ও তাকওয়ার উপর নির্ভর করে... কাজেই নিজে ভুল পথে পাঁ বাড়িয়ে আল্লাহ্'কে দোষারোপ করা স্পষ্ট বোকামি এবং নাজায়েজ-হারাম কাজ। বিঃদ্রঃ- যারা এমন প্রশ্ন করে বা যাদের মনে এরকম প্রশ্ন ঘুরপাক খায় তাদের মূলত দ্বীনি জ্ঞান না থাকার কারণেই এমনটা হয়ে থাকে। আর এজন্যই হয়তো আল্লাহ্ তায়া’লা দ্বীনি জ্ঞান অর্জন করাকে প্রত্যেক মুসলিমের উপর ফরজ করেছে....! জাজাকাল্লাহ্।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ্। বোন, আপনার প্রশ্নটি যদি খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে এখানে করতে পারেন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ্। অথবা শায়েখ প্রতি শুক্রবার রাত ৯টায় তার এই চ্যালেনে এবং তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে লাইভ করে থাকেন আপনি চাইলে তখন সেখানেও আপনার প্রশ্নটি করতে পারেন। জাজাকাল্লাহ্।
আসসালামুয়ালাইকুম হুজুর আমার আম্মা একজন হিন্দু নারী ছিলেন । তিনি মুসলমান হয়েছেন এবং আমার আব্বা তাকে ইসলামের শরীয়ত অনুযায়ী বিয়ে করেছেন। মুসলিম হওয়ার পর আমার মায়ের নতুন নাম রাখা হয় কিন্তু কোন আকিকা দেওয়া হয়নি। তাহলে কি এখন আগে কাঁদিতে হবে ? এছাড়াও আর একটা প্রশ্ন। আমার নানির বাড়ির লোকেরা এখনো তাকে আগের নাম বলে ডাকে এক্ষেত্রে কি আমার মায়ের কোন গুনা হবে। দয়া করে উত্তরটা দিবেন ভাই। আমার মা এর আগের নাম ছিলো নমিতা পরে রাখা হয় হাজরা।
অনেক গুলো কারণ রয়েছে। বিযয় গুলো অনেক বড় তাই এভাবে বোলে বোঝানো যাবো না। তাই বেশি বেশি দ্বীনি ইলম অর্যন করতে থাকুন আসা করা যায় নিজেই তখন বুঝতে পারবেন কেন এমন হয়!
Assalamu Alaikum. Amar ekta prosno jana khub joruri houjur doya kore amake ektu ei bishoye janan cheler poribar raji thakle cheler poribar ke janiye meyer poribar ke na janiye biye korle ki sei biye jayej ache?
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ্। জ্বী হ্যাঁ বোন, বিয়ের সকল শর্ত মেনে এভাবে বিয়ে করলেও তা জায়েজ হবে। তবে এমনটা করা একেবারেই অনুচিত। কারণ, এতে করে পরিবারের হক্ব নষ্ট হয় এছাড়াও আরও অনেক সমস্যা হতে পারে। কাজেই এধরনের বিয়েকে ইসলাম অনুৎসাহিত করে। জাজাকাল্লাহ্।
হুজুর আমার সালাম নিবেন, আসসালামু আলায়কুম ওয়া রাহমতুল্লাহ। হুজুর, you tube একটা খবর ভাইরাল হয়েছে যে, আপনি বেশ অসুস্থ এবং আপনার পরিবার সুস্থ না। আপনি সহ সবাইকে যাদু বা সেহর করা হয়েছে। সত্য জানি না। যদি সত্যিই আপনাকে ও পরিবার কে এই সেহের বা যাদু করে থাকে আর আপনি আমল করে যদি এর পরিপূর্ণ সুস্থতা না এসে থাকে। তবে যদি অনুমতি দেন আমি একজন মুসলমান ভাই আপনার সাথে দেখা করতে চাচ্ছি। আমি প্রথমেই আপনাকে সালাম পেশ করেছি, আপনি জানেন এর অর্থ শুধুই দোয়া পর্যন্ত সীমাবদ্ধ না। আপনি আমার মুখ ও হাত হতেও নিরাপদ। দোয়া শরীক রাখবেন। মো: বেলাল
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ্। বোন, আপনার প্রশ্নটি যদি খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে এখানে করতে পারেন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ্। অথবা শায়েখ প্রতি শুক্রবার রাত ৯টায় তার এই চ্যালেনে এবং তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে লাইভ করে থাকেন আপনি চাইলে তখন সেখানেও আপনার প্রশ্নটি করতে পারেন। জাজাকাল্লাহ্।
আমি একটি প্রশ্ন করতে চাই আশা করি ইনশাআল্লাহ উত্তর পাবো, আচ্ছা আমরা তো সবাই মুসলিম মুসলিম হয়েই জন্ম নিয়েছিলাম, তাই আমরা মুসলিম আল্লাহকে চিনি রাসূলকে চিনি সঠিক পথে চলি, কিন্তু হিন্দু তারা তো জন্মানোর সময় হিন্দু ধর্মে জন্ম নিয়েছিল আল্লাহ তো জানেন হিন্দুধর্মে জন্ম নিলেই তারা হিন্দু হয়ে জুবন জাপন করবে,তাহলে তিনি কেন তাদেরকে হিন্দুধর্মে পাটান, তাহলে কি তারা জন্মের আগে সাওয়াল জবাব করে আসছিল আল্লাহর সাথে, আমি এ কথাটা কোনভাবে বুঝতেছিনা ঘুরপাক খেয়ে গিয়ে যাচ্ছি বুঝতে গেলে, হুজুর আপনি যদি কি কথাটা ক্লিয়ার করে একটু বলতেন তাহলে অনেক উপকৃত হত আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শায়েখ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে, প্রায় বেশির ভাগ ইসলাামিক ইউটিউব চ্যানেলগুলোতে ভিডিও দেখার সময় এ্যাড চলে আসে। তার মানে তারা এডসেন্স চালু করে রেখেছে এবং তা থেকে টাকা নিচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি ইসলামিক কন্টেন্ট তৈরি করে মনিটাইজেশন অন রেখে ইনকাম করি, সেটা কি হালাল হবে? জানালে উপকৃত হবো। ধন্যবাদ
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আমি দেখতে পাচ্ছি এই আইডির নাম হল আহমাদুল্লাহ মানে কি এটাকি হুজুরের আইটি যদি হুজুরের আইডি হয়ে থাকে হুজুরের সাথে কিছু কথা ছিল
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ্। জ্বী হ্যাঁ ভাই, এটি শায়েখের নিজস্ব ইউটিউব চ্যালেন। আর শায়েখ প্রতি শুক্রবার রাত ৯টায় তার এই চ্যালেনে এবং তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে লাইভ করে থাকেন আপনি চাইলে তখন সেখানেও আপনার প্রশ্নটি করতে পারেন। জাজাকাল্লাহ্।
আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শায়েখ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে, প্রায় বেশির ভাগ ইসলাামিক ইউটিউব চ্যানেলগুলোতে ভিডিও দেখার সময় এ্যাড চলে আসে। তার মানে তারা এডসেন্স চালু করে রেখেছে এবং তা থেকে টাকা নিচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি ইসলামিক কন্টেন্ট তৈরি করে মনিটাইজেশন অন রেখে ইনকাম করি, সেটা কি হালাল হবে? জানালে উপকৃত হবো। ধন্যবাদ
“১) দ্বীনদারিতা
২) সহনীয় মাত্রায় মহর
৩) যৌতুককে না
৪) বিয়ের সময় পর্দা নিশ্চিত করা
৫) গান বাজনা মুক্ত বিয়ে
৬) বিয়েকে সহজ করা”
You're a legend
Thanks for the summary 😊
❤❤❤
Legend man ❤❤
আসসালামু আলাইকুম ওয়া- রা'হমাতুল্লাহি ওয়া-বা'রাকাতুহ...
শ্রদ্ধেয় শায়েক,আপনার আলোচনাগুলো বেশির ভাগ ই ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক।তাই আপনার প্রতি আল্লাহ রহম করুন।এইসব সব সময় বলছেন বলে যাচ্ছেন।কিন্তু আমরা যতদিন মন থেকে স্ব-জ্ঞানে সব অন্যায়,অনিয়ম উপলব্ধি না করবো,ততদিন কেউ আমাদের বুঝিয়েও হবেনা।ছেলে কিংবা মেয়ে যাই বলেন,ইসলামি আদর্শ,নীতি,নিয়ম এইসব যার মন থেকে আসবেনা,তাকে আসলে কেউ বলেও হয় না।পর্দা আসলে মন থেকে অনুভব করতে হবে।কেউ বলে কয়ে হবার নয়।আল্লাহ সকলকে নেক বুঝ দান করুক।জীবনে যে মেয়ে অল্প বয়স থেকে পর্দাশীল কিংবা নামাজি,ইসলামের ইলম,নিয়ম কানুন মেনে মন থেকে পর্দা করে,সেই মেয়ের যদি পরবর্তীতে একজন কুলাঙ্গার,দুশ্চরিত্র ছেলেএ সাথে বিয়ে হয়,তখন ওই মেয়ের কি করা উচিৎ শায়েক বলবেন..?বার বার ভালো হবার সুযোগ দিয়েও যদি ভালো পথে আনা না যায়,তাহলে তাকে ইসলামি শরিয়াহ মতে ডিভোর্স দিলে কি আল্লাহ নারাজ হবেন??জানতে চাই শ্রদ্ধে শায়েখ আপনার কাছে..
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ্।
বোন, প্রথমত ইসলামে মেয়েদের তালাক দেওয়ার কোনো নিয়ম নেই। যদি বাধ্য হয়েই তালাকের পথ স্ত্রী'কে বেছে নিতে হয় তাহলে স্বামী কতৃক তালাক নিতে পারেন দিতে পারবেন না।
আর দ্বিতীয়ত, উল্লিখিত প্রশ্ননুযায়ী যদি স্বামীকে কোনো ভাবেই দ্বীনের পথে ফেরানো সম্ভব না হয় আর ঐ স্বামী যদি দ্বীন পালনে বাধা হয়ে দাড়ায় তাহলে ভুক্তভোগী স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নিবেন অথবা নিজের উপর তালাক নিবেন (যদি অর্পিত তালাকের অধিকার দেওয়া হয় স্বামী কতৃক)।
আশা করি বুঝতে পেরেছেন..!
তবে এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে আপনি আপনার নিকটস্থ ভালো কোনো মুফতির সাথে যোগাযোগ করুন।
জাজাকাল্লাহ্।
ভালো বাসার আরেকটি অনন্য নাম,, শায়েখ আহমাদ্দুল্লা সাহেব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, আমরা সত্যিই ভাগ্যবান সবাই বলি --
আলহামদুলিল্লাহ❤❤
[আল বাকারাঃ আয়াত নং ২৬২]
الَّذِينَ يُنفِقُونَ أَمْوٰلَهُمْ فِى سَبِيلِ اللَّهِ ثُمَّ لَا يُتْبِعُونَ مَآ أَنفَقُوا مَنًّا وَلَآ أَذًى ۙ لَّهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
অর্থঃ যারা স্বীয় ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্টও দেয় না, তাদেরই জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোন আশংকা নেই, তারা চিন্তিতও হবে না।
শায়খ খুব অসুস্থ সবাই প্রিয় শায়খের জন্য মন থেকে আল্লাহর কাছে দোয়া করুন ❤
Amin
বিবাহ নিয়ে একটি দীর্ঘ ও বিস্তারিত A-Z আলোচনা দরকার।👍
আল্লাহ তাআলা হুজুরকে হিফাজত করুন আমিন
MashaAllah
Hujur onek sundor kore alochona koren!
Hujur ke Allah tayala dirgo hayat daan koruk, Ameen!
জাযাকাল্লাহু খাইরান প্রিয় শায়খ 💞 আল্লাহ আপনাকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুক। আমিন
ইনশাআল্লাহ, আমি বাড়িতে বলে দিয়েছি যৌতুক ছাড়া বিয়ে করব
আলহামদুলিল্লাহ, বাড়ির সবাই আমার কথা মেনে বিয়ে ঠিক করছে
আল্লাহ আমাদের সকল যুবসমাজ দের কে সহীহ্ সুন্নাহ র সাথে বিয়ের আয়োজন করার তৌফিক দান করুন।।।
আমিন
শায়খ আহমাদুল্লাহ ❤❤
আপনার সকল ভিডিও সব সময় দেখি ।
আলহামদুলিল্লাহ হুজুরের কথা ভালো লাগে
বর্তমান সময় দ্বীনদার, আল্লাহ ভীরু এবং রাসূলের (সা:) এর বলে যাওয়া সুন্নাত অনুযায়ী জীবনযাপন করা এরকম মেয়ে বর্তমান সময় পাওয়া প্রায় অসম্ভব।
ছেলে কি পাওয়া যায়?
যায়। এবং বর্তমান সময় ছেলেদের তুলনায় মেয়েদের নিয়েই সমস্যা বেশি হয়। @@NajmunNaharAkhi
@@NajmunNaharAkhiলাগবে এ রকম ছেলে??
জাযাকাল্লাহ খাইর ❤❤❤
মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর
আল্লাহ আমাদের কবুল করুন, আমিন❤
প্রিয় শায়খ,আমি একজন জেনারেল ছাএ,দীনের ইলম শিখার অনেক ইচ্ছা আমার, আমাদেরকে দীনের ইলম শিখানোর জন্য একটা ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আলহামদুলিল্লাহ ♥️
আল্লাহ তোমাকে সুখ শাম্তি দান করুক আমিন
আসসালামু আলাইকুম প্রিয় শায়খ, আমি সৌদি আরব প্রবাসী, দশ মাস যাবত সৌদি আরব আছি,গত কয়েকদিন আগে আমি মক্কায় গিয়েছিলাম ওমরা করতে, ওমরা শেষ করে মদিনায় রওনা হয়েছিলাম,মদিনায় যাওয়ার পথে রাস্তায় বাসে রাতে আমার সপ্ন দোস হয়, এটা হওয়ার দু এক ঘণ্টা পরে আমরা মদিনায় পৌঁছাই,,এই অবস্থায় অজুখানাতে আমি গোসল সেরে নেই , গোসলের কোন ব্যবস্থা না থাকার কারণে,, তারপরে পর্যাপ্ত কাপড় না থাকার কারণে ওই কাপড় একটু ধুয়ে যে জায়গায় বীর্যটা লেগেছিল সেই জায়গাটা একটু দূয়ে ছিলাম, তারপর বাধ্য হয়ে ফজরের নামাজ ও জুম্মার নামাজ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর রওজা মোবারক দেখেছিলাম এক্ষেত্রে কি কোন গুনাহ হয়েছে আমার প্লিজ দয়া করে জানাবেন
আলহামদুলিল্লাহ, উত্তম নছিহত মূলক বয়ান বেশ ভালো লাগলো।
আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন এবং হুজুরের দীর্ঘ নেক হায়াত দান করুন আমিন।
আল্লাহ আমাদের সবার বিয়ে টাকে সহজ ও উত্তম সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করুক 🖤
Allah apnake diner Jonno Kabul karen, amin,
Mashalla ❤️❤️
শায়খ বিন বাজ রহিমাউল্লাহ , ব্লাক ম্যাজিক ও ভূত থেকে রক্ষা পাওয়ার জন্য যেসব নিয়ম বলেছেন, তা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। আজকাল দুষ্ট জ্বীন প্রভাব বেশি হয়েছে।
Alhamduliah
وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ
[ আল মুল্ক - ১০ ]
তারা আরও বলবেঃ যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না।
হুজুর আমার একটা প্রশ্ন প্লিজ হুজুর একটু উত্তর দিবেন আমরা মাদ্রাসায় পড়ি বলে আমাদের পড়া নাকি অনেক সহজ যারা স্কুলে পড়ে তাদের মা যখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আমরা কিসে পড়ে কোথায় পড়ি যে আমরা মাদ্রাসায় পড়ি মাদ্রাসা পড়লে কোন দামই নাই মাদ্রাসা পড়ুয়া ছেলে-মেয়ে কোন কিছুই জানে না মাদ্রাসা পড়া নাকি অনেক সহজ স্কুলের পড়া নাকি অনেক কঠিন মাদ্রাসায় পড়লে কোন চাকরি বাকরি পাওয়া যায় না কোন সার্টিফিকেট পাওয়া যায় না আমরা মাদ্রাসায় পড়ি বলে তারা আমাদেরকে এত নিচু মনে করে মনে করে মাদ্রাসায় পড়ে এত কোন পড়াই না। যদি বলি যে আমি ইন্টার পাশ করেছি তাইলে বলে মাদ্রাসা থেকে পড়ছে পাস তো করবোই আমার প্রশ্ন হল হুজুর আপনি গোটা বিশ্বের মুসলিম কে জানাইয়া দেন যে মাদ্রাসায় পড়া কতটা গুরুত্ব এবং কতটা সম্মানজনক আমাদেরকে কেন এত কিছু মনে করে তারা মানত তারা স্কুলে পড়ে বলে নিজেকে অনেক কিছু মনে করে মনে করে ইঞ্জিনিয়ার এগুলো হতে পারবে আমরা মাদ্রাসা করে তো এগুলো কিছুই হতে পারব না তারা আমাদেরকে এটাই মনে করে
ঠিক বলেছেন ভাই
রাইট
আলহামদুলিল্লাহ
আপনি মাদ্রাসা পরেন এমন একজন মানুষ পাওয়া কারো জন্য সেটা অনেক ভাগ্যের❤
আপনি আপনার মত করে পড়ে যান কে কি বলছে সেটা না দেখে যারা আপনাকে এই রকম কথা গুলো বলছে বা দাম দিচ্ছে নাহ তারা নিজেই তো সস্তা স্কুল কলেজে খবর পত্র দেখলে দেখবেন হাজার অসৎ কর্ম বা নষ্টামি চলে আর একটা কথা হচ্ছে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ । আমি আল্লাহর কাছে চাই যে একটা দ্বীনদার এবং মাদ্রাসায় পড়ুয়া মেয়ে আমার জীবনে যেনো দেয় আর ওরা আপনাকে দাম দিচ্ছে না চিন্তা করার দরকার নাই আপনাকে দামী মানুষরাই দাম দিবে ওরকম সস্তা মানুষ গুলো নয়
Don't hear anyone Allah is with you
Ma sha Allah.
Jazakallhu khairan.
Masallah
Alhamdulillah
*আমি একজন কাঠমিস্ত্রি আমার কাছে এমন অনেক কাজ আসে যে খাটের নকশায় ছবি আঁকতে হয় যেমন, পাখির, মাছের, হরিণের। এসব কাজ করলে কি পাপ হবে?
দোয়া করবেন৷
AllahuAkbarr
মাশাল্লাহ
Subhanallaah
আমিন
খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে।
অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও।
বাংলাদেশের সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসাইড করতে।
অনেক ফ্যামিলির উচ্চশিক্ষিত সুন্দরী তরুনীকে দেখেছি বয়স ৪০ এর কোটায় চলে গেলেও পার্টনার না খুঁজে পেতে।
আবার অতি কুৎসিত মেয়েটির ও দেখেছি অত্যন্ত ভাল পার্টনার এসেছে জীবনে।
একদম ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউজ ওয়াইফ হয়ে থাকার ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে।
আবার অতি ব্যাক বেঞ্চার মানুষটিকেও অনেক সময় দেখেছি সাফল্যের চুড়ায় উঠতে।
আসলে মানুষ এর জীবনে সুখ,সফলতা,ভাল পার্টনার, এসব কিছু কিন্তু সৌন্দর্য্য,মেধা,ভাল ক্যারিয়ার এসবের উপর নির্ভর করেনা।
একসময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে।
আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে।
বিসিএস হয়ে যাওয়া মানেই এইনা সেই সবচেয়ে সফল ব্যাক্তি,
সবচেয়ে সুন্দরী হওয়া মানেই এইনা সেই সবচেয়ে ভাল পার্টনার পাবে।
ফার্স্ট স্টুডেন্ট থাকা মানে এইনা সেই সবচেয়ে ভাল চাকরী পাবে।
জীবনের এই প্যারামিটারগুলো আমরা ফিক্সড করতে চাই।
কিন্তু আমরা জানিনা এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই।
কারন আল্লাহপাকই সর্বোত্তম পরিকল্পনাকারী।
✍️সংগৃহীত
হুজুর,,সামী যদি বউকে বলে তুমি আমার মায়ের সাথে সতীনের মত আচরন করতেছো,এটা কি বলা সামীর জায়েজ আছে? এমন উদাহরন,দয়া করে এটার উত্তর দেবেন
@@tulip5star168 সরাসরি এই কথা না বলে, কথাটা সুন্দরভাবে বুজিয়ে বলেন,যাতে মন থেকে হিংসাত্তক আচরন দুর করে, লোভ, হিংসা,অহংকার এসব ভয়ংকর বিষয়।
এসব থেকে সকলকে সাবধান করুন
আসসালামু আলাইকুম। আমি একজন ডিভোর্সি নারী। জেনারেল লাইন থেকে ডিগ্রি কমপ্লিট করেছি। হালাল ইনকাম করা, দ্বিনদার ও ঈমানদার একজনকে বিয়ে করতে চাই।
আমি খুব সাধারণ ঘরের মেয়ে।
আল্লাহ কবুল করুন !
চাঁদপুর জেলায় আমার বাড়ি।
@@JannatulFerdous-ln1xmফি-আমানিল্লাহ
ডিভোর্স এর কারণ জানতে পারি? তাহলে বিবেচনা করতে চাই!
Mobile এ কুরআন শরীফ পড়া কতো টা ঠিক?
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ্।
ভাই এর উত্তর এর আগেও দেওয়া হয়েছে... তারপরও বলছি- জ্বী হ্যাঁ ভাই, ফোন/পিসি/লেপটপে কুরআন পড়া যাবে। তবে ফোনে কুরআন পড়ার সময় যদি অজু না থাকে তাহলে আরবী হরফগুলি স্পর্শ করা থেকে বিরত থাকবেন। আর যদিও এসবে কুরআন পড়া জায়েজ তবে এটার উপরই সবসময় আমল করা নাজায়েজ।
জাজাকাল্লাহ্।
Assalamualaikum Hujur amr akta prosno mosjide dukar por 2 rakt salat tahiyatul masjid ba dukulul mosjid porte hoy Ami foroj namazer 5/6 minute age mosjide gelam Akn Ami ki juhorer 4 rakat sunnat porbo naki dukulul masjid porbo?
হজুর দয়াকরে আমার প্রশ্নের উত্তর দিবেন,,আমি একটা রিলেশনে ছিলাম,, হারাম সম্পর্কে জেনে গপনে আমরা বিয়ে করেছি,,,কেউ জানেনা এখনো,,আমি একটা মেয়ে,,,আমার বাবা মা আমাদের সম্পর্ক মানছে না,,এখন কি করা উচিত,,
Huzur please apnake contact korar kono akta maddhom bolen...ami bises vabe apnar sathe jogajog korte chai..onek somossay asi huzur please aktu help koren
আলহামদুলিল্লাহ আমার মা বাবা বলছে যে আমাকে যেন বিয়ে দিবেন সেখান থেকে একটা সুতো আনবে না
হুজুর আমার একটা প্রশ্নের উত্তর কথাও পাচ্ছি না প্রশ্ন টা হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া ত গাছের পাতাও নরে না,আমরা কখন কি করব সবই তো আল্লাহ জানে, আমরা কোন পাপ কখন করব তাও তো আল্লাহ জানে আল্লাহর ইচ্ছা ছাড়া তো আমরা কিছু করতে পারি না আমরা যখন যা করি সবই তো আল্লাহর ইচ্ছায় তাহলে কি আমরা পাপপূর্ণ যা করি সবই কি আল্লাহতালার ইচ্ছাই করি যদি তাই হয় তাহলে আমরা পাপ করলে শাস্তির বিধান কেন থাকে যদি আমি এখন আত্মহত্যা করতে যাই তাহলে তো আল্লাহ তায়ালার হুকুম ছাড়া আত্মহত্যা করতে পারবোনা তাই নয় কি যদি আল্লাহতালার হুকুমে আমি আত্মহত্যা করতে পারলাম তাহলে আমার কেন পাপ হবে যারা আত্মহত্যা করে তাদেরকে আল্লাহ তাআলা কেন আত্মহত্যা করার হুকুম দেন এই প্রশ্নের উত্তর আমি কোথাও খুঁজে পাচ্ছি না প্লিজ হুজুর আমার প্রশ্নের উত্তর দিয়েন
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ্।
ভাই, প্রথমত বলি এটা ঠিক সব কিছুই আল্লাহ্'র হুকুমেই হয়... কিন্তু আল্লাহ্ যে মানুষকে বিবেক বুদ্ধি জ্ঞান দিয়েছেন, হালাল হারাম বলে দিয়েছেন, সব জানা সত্বেও যদি কেউ সে পথে পা বাড়ায় তাহলে এখানে মহান আল্লাহ্'কে দোষ দিয়ে কী লাভ বরং এটা বোকামি বৈকি কিছু না। দ্বিতীয়ত, ভাই দুনিয়ার জীবণটাই হচ্ছে পরিক্ষার জীবণ। এখানে সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা পেরেশানি এগুলো আসবেই তাই বলে যে এর জন্যেও আপনি আল্লাহ্ কে দোষারোপ করবেন এটাতো ঠিক না... আল্লাহ্ তো কুরআনের মধ্যে সব কিছুরই সমাধান দিয়েই দিয়েছেন। তৃতীয়ত, আপনি হয়তো জানেন না... আল্লাহ্ তায়া’লা ভাগ্যকেও পরিবর্তন করে বান্দার দোয়া চেষ্টা ও তাকওয়ার উপর নির্ভর করে... কাজেই নিজে ভুল পথে পাঁ বাড়িয়ে আল্লাহ্'কে দোষারোপ করা স্পষ্ট বোকামি এবং নাজায়েজ-হারাম কাজ।
বিঃদ্রঃ- যারা এমন প্রশ্ন করে বা যাদের মনে এরকম প্রশ্ন ঘুরপাক খায় তাদের মূলত দ্বীনি জ্ঞান না থাকার কারণেই এমনটা হয়ে থাকে। আর এজন্যই হয়তো আল্লাহ্ তায়া’লা দ্বীনি জ্ঞান অর্জন করাকে প্রত্যেক মুসলিমের উপর ফরজ করেছে....!
জাজাকাল্লাহ্।
উত্তর টা আমি জানি
আসসালামু ওয়ালাইকুম
হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল
প্রশ্ন করার উপায় কি?
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ্।
বোন, আপনার প্রশ্নটি যদি খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে এখানে করতে পারেন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ্। অথবা শায়েখ প্রতি শুক্রবার রাত ৯টায় তার এই চ্যালেনে এবং তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে লাইভ করে থাকেন আপনি চাইলে তখন সেখানেও আপনার প্রশ্নটি করতে পারেন।
জাজাকাল্লাহ্।
@@mdmuhib1702 জি
ধন্যবাদ আপনাকে। ইনফরমেশন দেওয়ার জন্য।
আসসালামুয়ালাইকুম হুজুর আমার আম্মা একজন হিন্দু নারী ছিলেন । তিনি মুসলমান হয়েছেন এবং আমার আব্বা তাকে ইসলামের শরীয়ত অনুযায়ী বিয়ে করেছেন। মুসলিম হওয়ার পর আমার মায়ের নতুন নাম রাখা হয় কিন্তু কোন আকিকা দেওয়া হয়নি। তাহলে কি এখন আগে কাঁদিতে হবে ? এছাড়াও আর একটা প্রশ্ন। আমার নানির বাড়ির লোকেরা এখনো তাকে আগের নাম বলে ডাকে এক্ষেত্রে কি আমার মায়ের কোন গুনা হবে। দয়া করে উত্তরটা দিবেন ভাই। আমার মা এর আগের নাম ছিলো নমিতা পরে রাখা হয় হাজরা।
এক্ষেত্রে আকিকার কোনো প্রয়োজনীয়তা নেই আর কোনো গুনাহ্ ও হয় নি আলহামদুলিল্লাহ্।
হুজুর আমি আমার স্বামীর জন্য দু রাকাত নফল নামাজ পড়ে দোয়া করি যখন. তখন দেখি আরও বেশি জগরা হয়৷ এটা কেন?
কারণ যে আল্লাহ কে বেশি ভালোবাসে আল্লাহ তাকে কষ্ট দেন বেশি কারণ এটা তার পরীক্ষা
অনেক গুলো কারণ রয়েছে। বিযয় গুলো অনেক বড় তাই এভাবে বোলে বোঝানো যাবো না। তাই বেশি বেশি দ্বীনি ইলম অর্যন করতে থাকুন আসা করা যায় নিজেই তখন বুঝতে পারবেন কেন এমন হয়!
আসসালামু আলাইকুম।
মাদ্রাসা ছাত্রদের চামড়া পক্রিয়াজাত এর উপর প্রশিক্ষন দেয়া যায় কি?
" তুমি শুধু নামাজকে আকড়ে ধর, নামাজ-ই তোমাকে সকল প্রকার অশ্লীল গুনাহ থেকে বের করে নিয়ে আসবে।
ইনশাআল্লাহ ❤🩹
আসসালামু আলাইকুম ভাইয়া আমি কি হুজুরের কন্টাক্ট নাম্বারটা পেতে পারি
চিরকুমার থাকা কেমন হবে?
কারন কি চিরো কুমার থাকবেন ভাই
@@mdalaminmdalamin2801 অনেক কারণ
জন্মদিন, বিবাহ বার্ষিকি,, ইত্যাদি উপলক্ষে যদি কেক বানিয়ে বিক্রি করা হয় তাহলে এটা কি হালাল রুজি হবে?
Assalamu Alaikum. Amar ekta prosno jana khub joruri houjur doya kore amake ektu ei bishoye janan cheler poribar raji thakle cheler poribar ke janiye meyer poribar ke na janiye biye korle ki sei biye jayej ache?
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ্।
জ্বী হ্যাঁ বোন, বিয়ের সকল শর্ত মেনে এভাবে বিয়ে করলেও তা জায়েজ হবে। তবে এমনটা করা একেবারেই অনুচিত। কারণ, এতে করে পরিবারের হক্ব নষ্ট হয় এছাড়াও আরও অনেক সমস্যা হতে পারে। কাজেই এধরনের বিয়েকে ইসলাম অনুৎসাহিত করে।
জাজাকাল্লাহ্।
@@mdmuhib1702 ebhabe biye korle sei biye boidho hobe?Allah ki ei biye kobul korbe amader ki kono guna hobe
হুজুর আমার সালাম নিবেন, আসসালামু আলায়কুম ওয়া রাহমতুল্লাহ।
হুজুর, you tube একটা খবর ভাইরাল হয়েছে যে, আপনি বেশ অসুস্থ এবং আপনার পরিবার সুস্থ না। আপনি সহ সবাইকে যাদু বা সেহর করা হয়েছে। সত্য জানি না। যদি সত্যিই আপনাকে ও পরিবার কে এই সেহের বা যাদু করে থাকে আর আপনি আমল করে যদি এর পরিপূর্ণ সুস্থতা না এসে থাকে। তবে যদি অনুমতি দেন আমি একজন মুসলমান ভাই আপনার সাথে দেখা করতে চাচ্ছি। আমি প্রথমেই আপনাকে সালাম পেশ করেছি, আপনি জানেন এর অর্থ শুধুই দোয়া পর্যন্ত সীমাবদ্ধ না। আপনি আমার মুখ ও হাত হতেও নিরাপদ।
দোয়া শরীক রাখবেন।
মো: বেলাল
আমি একটা প্রশ্ন করতে চাই
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ্।
বোন, আপনার প্রশ্নটি যদি খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে এখানে করতে পারেন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ্। অথবা শায়েখ প্রতি শুক্রবার রাত ৯টায় তার এই চ্যালেনে এবং তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে লাইভ করে থাকেন আপনি চাইলে তখন সেখানেও আপনার প্রশ্নটি করতে পারেন।
জাজাকাল্লাহ্।
আমি একটি প্রশ্ন করতে চাই আশা করি ইনশাআল্লাহ উত্তর পাবো, আচ্ছা আমরা তো সবাই মুসলিম মুসলিম হয়েই জন্ম নিয়েছিলাম, তাই আমরা মুসলিম আল্লাহকে চিনি রাসূলকে চিনি সঠিক পথে চলি, কিন্তু হিন্দু তারা তো জন্মানোর সময় হিন্দু ধর্মে জন্ম নিয়েছিল আল্লাহ তো জানেন হিন্দুধর্মে জন্ম নিলেই তারা হিন্দু হয়ে জুবন জাপন করবে,তাহলে তিনি কেন তাদেরকে হিন্দুধর্মে পাটান, তাহলে কি তারা জন্মের আগে সাওয়াল জবাব করে আসছিল আল্লাহর সাথে, আমি এ কথাটা কোনভাবে বুঝতেছিনা ঘুরপাক খেয়ে গিয়ে যাচ্ছি বুঝতে গেলে, হুজুর আপনি যদি কি কথাটা ক্লিয়ার করে একটু বলতেন তাহলে অনেক উপকৃত হত আসসালামু আলাইকুম
th-cam.com/video/ln4DuiSZm80/w-d-xo.html&si=sS55cTC09Cn15M63
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
ভাই প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে মুসলিম হয়ে। তারপর তার বাবা মা তাকে ধর্মের শিক্ষা দেন।
@@MasudRana-cl3nf আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে, 👌👌
@@mddedar5540 jajak Allahu Khairun
❤
আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শায়েখ,
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।
দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে, প্রায় বেশির ভাগ ইসলাামিক ইউটিউব চ্যানেলগুলোতে ভিডিও দেখার সময় এ্যাড চলে আসে। তার মানে তারা এডসেন্স চালু করে রেখেছে এবং তা থেকে টাকা নিচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি ইসলামিক কন্টেন্ট তৈরি করে মনিটাইজেশন অন রেখে ইনকাম করি, সেটা কি হালাল হবে? জানালে উপকৃত হবো।
ধন্যবাদ
উত্তর দেওয়া হয়েছে...!
@@mdmuhib1702 কোথায় উত্তর দিয়েছেন?
0:07 😄
যৌতুক নেইনি আলহামদুলিল্লাহ। আমার এক শিক্ষিত বন্ধু বলেছিল যৌতুক নিবিনা, বউ-ই পাবিনা। আর ঢলাঢলি অনুষ্ঠানটাই করি নি।
মুড়ির মতো ভাজলেও 10হাজার বের হবেনা 😂😂😂
😂😂😂
😂😂😂😂
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আমি দেখতে পাচ্ছি এই আইডির নাম হল আহমাদুল্লাহ মানে কি এটাকি হুজুরের আইটি যদি হুজুরের আইডি হয়ে থাকে হুজুরের সাথে কিছু কথা ছিল
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ্।
জ্বী হ্যাঁ ভাই, এটি শায়েখের নিজস্ব ইউটিউব চ্যালেন। আর শায়েখ প্রতি শুক্রবার রাত ৯টায় তার এই চ্যালেনে এবং তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে লাইভ করে থাকেন আপনি চাইলে তখন সেখানেও আপনার প্রশ্নটি করতে পারেন।
জাজাকাল্লাহ্।
@@mdmuhib1702 ওকে ধন্যবাদ ভাই
@@mdmuhib1702ভাইয়া আমি কি হুজুরের কন্টাক্ট নাম্বারটা পেতে পারি প্লিজ
ভাই আপনার ওয়াটসাফ নাম্বারটা দেন আপনার সাথে কথা আছে
❤️💚🧡🤍💜💙
জীবন মৃত্যু জীবন সিরিজ সকল পর্ব একত্রে ||Bassera Media Jibon Mirtu Jibon Siriz
th-cam.com/video/LSfoyuiZu54/w-d-xo.html
❤
আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শায়েখ,
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।
দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে, প্রায় বেশির ভাগ ইসলাামিক ইউটিউব চ্যানেলগুলোতে ভিডিও দেখার সময় এ্যাড চলে আসে। তার মানে তারা এডসেন্স চালু করে রেখেছে এবং তা থেকে টাকা নিচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি ইসলামিক কন্টেন্ট তৈরি করে মনিটাইজেশন অন রেখে ইনকাম করি, সেটা কি হালাল হবে? জানালে উপকৃত হবো।
ধন্যবাদ
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ্।
জ্বী না ভাই, ইউটিউব বা ফেসবুক মনিটাইজেশন করে ইনকাম করা নাজায়েজ ও হারাম।
জাজাকাল্লাহ্।
❤
❤❤❤
❤❤
❤❤❤