এক নজ‌রে রুপলাল হাউস এর ইতিহাস||ঢাকার প্রথম ফাইভ স্টার হো‌টেল||History of Ruplal House@Tothefocus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • রুপলাল হাউস|ঢাকার প্রথম ফাইভ স্টার হো‌টেল|Ruplal House @Tothefocus
    রুপলাল হাউস ছিল এক সময়ের জৌলুসপূর্ণ বাড়ি। এই বাড়িতেই বসতো নিয়মিত গানের আসর। সেই আসর মাতিয়ে দিতেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ ওয়ালীউল্লাহ খাঁ কিংবা লক্ষ্মী দেবীরা। এই বাড়ি কবি কাজী নজরুল ইসলামেরও স্মৃতিধন্য। কবি এখানে পা রেখেছেন বেশ কয়েকবার। সেই বাড়ি এখন পরিণত হয়েছে মসলার আড়তে। বাড়ির ভেতরে গড়ে উঠেছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ইংরেজরা এখানে যখন ব্যাবসা করতে আসতেন তখন সেই সময়ে এখানে ২০০ টাকায় রাত্রিযাপন করতেন। তাই অনেকে ঢাকার প্রথম ফাইভ স্টার হোটেলও বলে থাকেন। পুরান ঢাকার ফরাশগঞ্জ রোডের দিকে একটু এগিয়ে গেলেই রাস্তার ডান পাশে দেখা মিলবে ১৮শ’ শতকের আর্মেনীয়দের তৈরি ঢাকা শহরের বিখ্যাত বাড়ি রূপলাল হাউজ। ঢাকার সবচেয়ে বড় বাড়িগুলোর মধ্যে এটি একটি। রূপলাল হাউজ তার রূপ হারিয়ে ফেলেছে অনেক আগেই। এখন এর অস্তিত্ব প্রায় বিলুপ্তির পথে।১৮৮৮ সালে ভারতের ভাইসরয় লর্ড ডাফরিনের ঢাকা সফরকালে রূপলাল হাউজেই অবস্থান নিতেন। কলকাতা ব্রিটিশ ভারতের প্রাথমিক রাজধানী ছিল অনেকদিন। এই সময়টাতে ঢাকা কিছুটা অবহেলিতই ছিল। তবে ধীরে ধীরে ব্রিটিশ শাসনের দ্বিতীয় শতকে মুসলমান সমাজে ‘এলিট’ শ্রেণির প্রভাব বাড়তে থাকায় ঢাকার গুরুত্ব বাড়ে। ঢাকার হিন্দুসমাজও কলকাতার ধনিক শ্রেণির সঙ্গে পাল্লা দেওয়ার মত । ওই সময়কালে ঢাকার দুই বিখ্যাত ব্যবসায়ী ছিলেন রূপলাল দাস ও রঘুনাথ দাস। ঢাকার বণিক সমাজে বেশ নামডাক হয়েছিল দুজনের। ১৮৩৫ সালের দিকে তারা সিদ্ধান্ত নেন নিজেদের সামাজিক মর্যাদার সঙ্গে মানানসই একটা বাড়ি কেনা দরকার তাদের। তারা বেছে নিলেন সে সময়ে ঢাকার সবচেয়ে বড় বাড়িগুলোর একটিকে। আর্মেনিয়ান জমিদার আরাতুন ১৮২৫ সালের কাছাকাছি সময়ে বাড়িটি তৈরি করেছিলেন। ১০ বছর বয়সী বাড়িটি রূপলাল কিনে নেন নেন। বলার অপেক্ষা রাখে না রূপলাল ব্যবসায়ী হিসাবে ধনাঢ্য ছিলেন। তবে প্রায় সব ইতিহাস ঘেঁটেই পাওয়া গেছে তার ব্যবসার উন্নতির পেছনে মেধা, পরিশ্রম ও রুচির প্রশংসা। বাড়ির ব্যাপারেও শুধু বাড়ি কিনেই খুশি হননি তিনি। নিজের পছন্দ, চাহিদা ও রুচির সমন্বয়ে পুনর্নির্মাণ করেন বাড়িটি। এভাবেই রুপলাল হাউজ হয়ে ওঠে ঢাকার বিলাসী ধনাঢ্য ব্যবসায়ীর জৌলুসে ভরা বাসভবন। এই বাড়ি পুনর্নির্মাণ এর কাজ তিনি দেন কলকাতার বিখ্যাত ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কোম্পানি মার্টিন অ্যান্ড কোং এর হাতে। বিশাল নির্মাণযজ্ঞে ব্যবহার করা হয়, স্থানীয়ভাবে পোড়ানো ইট আর প্রচুর লোহা। নির্মাণ কাজ চলেছিল দীর্ঘসময়। ব্রিটিশ শাসনের শেষভাগে ধর্ম হয়ে উঠছিল নতুন ঢাকাই সমাজ এর নিয়ামক। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আমরা এখন মনে করি বাংলার স্বাধীনতার একটি ধাপ হিসাবে। রূপলাল এর মত সম্ভ্রান্ত হিন্দু পরিবারের অধিপতির জন্য ধর্মভিত্তিক দেশভাগের ধারণাটিই ছিল আতংকের। ১৯৪৭ সালের দেশভাগের সময় দাস পরিবার আর যেন সাহসই পেল না ঢাকা শহরে থাকার। বাড়ি বিক্রি করে চলে গেলেন সীমানা পেরিয়ে। তবে ১৯৫৮ সালে মোহাম্মদ সিদ্দিক জামাল রূপলাল হাউজ কিনে নেন। নাম দেন ‘জামাল হাউজ’ পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাড়িটির শরীরে এখনো এই নামটিই রয়েছে।
    -----------------------
    Ruplal house, Ruplal das, save ruplal house, Ruplal house dhaka, dhakar ruplal house, ruplal, ruplal house in old dhaka, rup lal house, the historic background of ruplal house, rup lal house dhaka, rup lal house in old town, ruplal traditional old dhaka, Bangladesh, রূপলাল হাউজ, রূপলাল, রুপলাল হাউজ, রূপলাল হাউস, রূপলাল দাস, ঐতিহ্যবাহী রূপলাল হাউজ, রূপলাল হাউজ চেনেন ! যদি না চেনে থাকেন তবে জেনে নিন !, ঢাকার ইতিহাস, রুপলাল, মসলার আড়ত, হাউজ, রুপলাল হাউস,ruplal house,ruplal house dhaka,ruplal house in old dhaka,the historic background of ruplal house,save ruplal house,dhakar ruplal house,rup lal house,ruplal das,rup lal house dhaka,ruplal,history of ruplal house,rup lal house in old town,ruplal house old dhaka,beauty of ruplal house,ruplal house dance room,ruplal traditional old dhaka,rupllal house,ruplal house plan,past of ruplal house,jamal house,ruplal house in old town,old dhaka in ruplal house, Historical Places, রাজবাড়ি, জমিদার বাড়ি, ঐতিহাসিক স্থাপনা, Travel, old heritage, old Dhaka, রূপলাল হাউজের হালহকিকত, ruplal house, ঢাকার ইতিহাস, the historic background of ruplal house, ruplal house in old dhaka, রুপলাল হাউস,রূপলাল হাউস,রুপলাল হাউজ,রূপলাল হাউজ,রুপলাল,রূপলাল দাস,রূপলাল,ঐতিহ্যবাহী রূপলাল হাউজ,রূপলাল হাউজের ইতিহাস,রূপলাল হাউজের জলসাঘর,রুপলাল হাউজ ঢাকা,রুপলাল হাউজের ইতিহাস,রুপলাল হাউজ এখন মসলার আরৎ,রূপলাল হাউজ চেনেন ! যদি না চেনে থাকেন তবে জেনে নিন !,রুপহীন রুপলাল হাউজের অবস্থা, রুপলাল দাশের ইতিহাস,রূপলাল হাউজের জলসাঘর,পুরান ঢাকা রূপলাল হাউজ,পুরান ঢাকার ইতিহাস, রূপলাল হাউজ, প্রাচীন ঢাকার ইতিহাস, ২০০ বছর আগে ঢাকার এক কোটিপতির প্রাসাদ রূপলাল হাউজ, অতিত জৌলুসের সাক্ষী রূপলাল হাউজ, রূপলাল হাউসের ইতিহাস, পুরান ঢাকা রূপলাল হাউজ,শত বাধা পেরিয়ে পুরান ঢাকার রূপলাল হাউজের জলসাঘরে, Ruplal house old dhaka, Ruplal house, রূপলাল হাউজ, old dhaka, ruplal house dhaka, পুরান ঢাকা, বাইজীঘর, শ্যামবাজার, নাচঘর, ruplal house, ruplal house dance room, jamal house, forashgonj, shambazar, ruplal das, Jamal house,রূপলাল হাউজের ইতিহাস, কলকাতা,Kolkata,history of ruplal house, বাংলাদেশের বিখ্যাত জমিদার বাড়ি, রূপলাল হাউজের জলসাঘর, জামাল হাউস,রুপলাল হাউস, রূপলাল দাস, beauty of ruplal house, ruplal palace‪@ToTheFocus‬
    ---------------------
    #Ruplalhouse
    #রুপলালহাউস
    #Heritage
    #History
    #Culture
    #Kolkata
    #Historyofruplalhouse
    #Jamalhouse
    #রুপলালহাউসেরইতিহাস
    #Beautyofruplalhouse
  • บันเทิง

ความคิดเห็น • 13

  • @MediaExpertbd
    @MediaExpertbd 9 หลายเดือนก่อน

    Very historical content.

    • @ToTheFocus
      @ToTheFocus  9 หลายเดือนก่อน

      Thanks for your comments.

  • @OmarVlog01611700007
    @OmarVlog01611700007 9 หลายเดือนก่อน +1

    ভিডিওটি অনেক অনেক ভালো লাগলো.... আগামী সপ্তাহে এই বাড়িটিতে যাওয়ার সম্ভাবনা আছে...

    • @ToTheFocus
      @ToTheFocus  9 หลายเดือนก่อน +1

      সা‌থে থাকার জন‌্য ধন‌্যবাদ।

  • @user-bk1pl9kk8v
    @user-bk1pl9kk8v 9 หลายเดือนก่อน +1

    Very informative content.

    • @ToTheFocus
      @ToTheFocus  9 หลายเดือนก่อน

      Thanks for your feedback.

  • @abrarzawad2722
    @abrarzawad2722 9 หลายเดือนก่อน +1

    অ‌নেক তথ‌্যবহুল এক‌টি ভি‌ডিও দে‌খে ভা‌লো লাগ‌লো ।

    • @ToTheFocus
      @ToTheFocus  9 หลายเดือนก่อน

      ধন‌্যবাদ।

  • @shamimreza8929
    @shamimreza8929 6 หลายเดือนก่อน

    Need Renovation

    • @ToTheFocus
      @ToTheFocus  6 หลายเดือนก่อน

      Right.Thanks for your feedback.

  • @infomotionfittv837
    @infomotionfittv837 9 หลายเดือนก่อน +1

    Ami bujhina Bangladeshis shorkar erokom ekta building ke fully renovate kore hotel ba resort +? museum e porinoto kore na? Eto itihash ar oitijjo bohon kore jei jinish sgei jinish er ei obostha kivabe? Nodir pare shundor ekta dorshoniyo tourist attraction hote pare eita. France er shorkar tader purono Shob building ke use kore. Ar Bangladesh er ei obostha. Chih. Dukkhojonok.

    • @ToTheFocus
      @ToTheFocus  9 หลายเดือนก่อน

      Thanks for your feedback.

    • @MediaExpertbd
      @MediaExpertbd 9 หลายเดือนก่อน +1

      আপনার সা‌থে একমত।