ভাড়া নয়, ছোট ফ্ল্যাট কেনায় আগ্রহ মধ্যবিত্তের | Real Estate | Bangladesh | Ekhon TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #realestate #home #homedecor #ekhontv #ফারজানা_আলম_লীনা #Farjana_Alam_Lina
    ভাড়া নয়, ছোট ফ্ল্যাট কেনায় আগ্রহ মধ্যবিত্তের | Real Estate | Bangladesh | Ekhon TV
    অনেকের কাছে ঘর কেবলই একটি নিরাপদ আশ্রয় কিংবা মাথা গোঁজার ঠাঁই। আবার অনেকের কাছে এটি দৃষ্টিনন্দন ও বিলাসবহুল অত্যাধুনিক প্রযুক্তির সমাহার। মানুষ এখন কেবল ছাদ বা দশ ফুট বাই দশ ফুট ঘরে সন্তুষ্ট থাকছে না, উপযোগ বাড়ছে আয়েশেরও।
    ঢাকা শহরে প্রতি বছর এক থেকে দেড় লাখ ফ্ল্যাটের চাহিদা বাড়ছে। তার বিপরীতে বেসরকারি খাতে যোগান দেয়া সম্ভব হচ্ছে মাত্র ২৫ হাজার ফ্ল্যাট। সরকারি কর্মচারিদের আবাসন সুবিধা ৮ থেকে ৪০ শতাংশে বাড়াতে চলছে ছয় হাজার ৮৭৯টি ফ্ল্যাটের নির্মানকাজ।
    First-ever Business Television 'EKHON', telling about Bangladesh. Speak up and know what Bangladesh says in EKHON.
    Facebook: / tv.ekhon
    Twitter: / ekhon_tv
    Linkedin: / ekhon-tv
    Instagram: / ekhon_tv

ความคิดเห็น • 54

  • @nacok9681
    @nacok9681 2 ปีที่แล้ว +34

    ভাই বললেন ফ্ল্যাট এর দাম এখন কমেছে, আসলেই কি তাই!!!??? রড সিমেন্ট এর দাম বেড়েছে বলে আমাদের চট্টগ্রামের ফ্ল্যাট এর দাম তো এখন ৫-১০ লক্ষ টাকা বাড়িয়ে দিয়েছে। আর বড় নামকরা কোম্পানি গুলো তো ১৫ লক্ষ টাকা বেশি দাবি করছে!!! ঢাকার অবস্থা জানিনা কিন্তু চট্টগ্রামে দাম বেড়েছে, এটাই সত্যি।

  • @ihpvlogs5990
    @ihpvlogs5990 2 ปีที่แล้ว +40

    গ্রামেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গ্রাম থেকে কখনোই যাবার জন্য মন সাই দেয় না। ঢাকা চিটাগাং শহরে কেমন জানি দমবন্ধ লাগে

    • @saleha1478
      @saleha1478 2 ปีที่แล้ว +2

      [৩:১৯০] আল ইমরান
      إِنَّ في خَلقِ السَّماواتِ وَالأَرضِ وَاختِلافِ اللَّيلِ وَالنَّهارِ لَآياتٍ لِأُولِي الأَلبابِ
      বায়ান ফাউন্ডেশন:
      নিশ্চয় আসমানসমূহ ও যমীনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেকসম্পন্নদের জন্য বহু নির্দশন।[১] অর্থাৎ, যাঁরা আসমান ও যমীনের সৃষ্টি এবং বিশ্ব-জাহানের অন্যান্য রহস্য এবং গুপ্তবিষয় সম্পর্কে চিন্তা-গবেষণা করেন, তাঁরা বিশ্বের স্রষ্টা এবং তার পরিচালকের পরিচয় অর্জন করতে সক্ষম হন এবং তাঁরা জেনে যান যে, বিশাল এই পৃথিবীর সুনিয়ন্ত্রিত শৃঙ্খলা ও সুব্যবস্থা --যাতে সামান্য পরিমাণও কোন বিশৃঙ্খলা দেখা যায় না-- অবশ্যই তার পিছনে এমন কোন সত্তা আছে যে তা সূক্ষ্ণভাবে পরিচালনা করছে এবং তা নিয়ন্ত্রণ করছে। আর সে সত্তা হল আল্লাহর সত্তা। পরের আয়াতে এই জ্ঞানীজনদের গুণাবলী উল্লেখ করে বলা হয়েছে যে, তাঁরা দাঁড়িয়ে-বসে এবং শয়ন অবস্থায় আল্লাহকে স্মরণ করেন।---হাদীসে বর্ণিত যে, ১৯০নং আয়াত থেকে সূরার শেষ পর্যন্ত আয়াতগুলো নবী করীম (সাঃ) যখন রাতে তাহাজ্জুদ নামায পড়ার জন্য উঠতেন, তখন পড়তেন এবং তারপর ওযূ করতেন। (বুখারী ৪৫৬৯-মুসলিম ২৫৬নং)

    • @saleha1478
      @saleha1478 2 ปีที่แล้ว +2

      [৩:১৯৬] আল ইমরান
      لا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذينَ كَفَروا فِي البِلادِ
      বায়ান ফাউন্ডেশন:
      নগরসমূহে সেসব লোকের চলা-ফেরা তোমাকে যেন ধোঁকায় না ফেলে যারা কুফরী করেছে।

    • @samiulhaqshuvo5485
      @samiulhaqshuvo5485 2 ปีที่แล้ว +1

      ঠিক বলসেন

    • @laibanush5431
      @laibanush5431 2 ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন ভাই। বিশ্বের সবচেয়ে দূষিত ও বসবাসের অযোগ্য শহরের তালিকায় রয়েছে ঢাকা! অতিরিক্ত জনসংখ্যার চাপে এই অবস্থা! এখানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়! এর চেয়ে গ্রামে থাকলে অনেক শান্তিতে বসবাস করা যায়!

    • @common_sense_supreme
      @common_sense_supreme 2 ปีที่แล้ว

      গ্রামের মানুষ তো শয়তানকেও হার মানাবে। আমি শহরে বড় হয়েছি। গত 5 বছরের মধ্যে প্রায় তিন বছর গ্রামে কাটাতে হয়েছে। অমানুষ কাকে বলে কত প্রকার ও কি কি তা গ্রামে থেকে বুঝলাম। এখানে কোনো মানুষ বাস করে না। এরা সব দোজখের খড়ি হবে।

  • @basharab7572
    @basharab7572 2 ปีที่แล้ว +11

    বালুকি রাশিয়া ইউক্রেন থেকে আসে

  • @mdmonzur8909
    @mdmonzur8909 2 ปีที่แล้ว +10

    নাগরিক সব সুবিধা গ্রামে কেন ছড়িয়ে দেন। তবে ঢাকা চাপ কমে যাবে।

    • @ellenbiswas6827
      @ellenbiswas6827 2 ปีที่แล้ว +1

      It was a strong suggestion from 2000,

  • @arifmiah712
    @arifmiah712 2 ปีที่แล้ว +22

    স্বপ্ন আছে পূরন করার মালিক আল্লাহ। ইনশাআল্লাহ একদিন পূরন হবে।

    • @sirajiahakim2741
      @sirajiahakim2741 2 ปีที่แล้ว +1

      আল্লাহুতালা পুরণ করবে সেই জন্য সবে থাকেন কিছু করিয়েন না?

  • @rokonhung7387
    @rokonhung7387 2 ปีที่แล้ว +16

    ফ্ল্যাট নয় জমি কিনেন। পরে সভুর করেন কিছু সময় বা কয়েক বছর। এর পরে বাড়ি করেন। নিজে ও থাকেন এবং ভাড়া ও দিবেন। আস্তে আস্তে আপনি ও আর ও একটা বাড়ি করতে পারবেন। পরে সেই বাড়ি টা ও ভাড়া দিয়ে দিন। এভাবে এগিয়ে যান।

    • @mohammadashrafuddinferdous9347
      @mohammadashrafuddinferdous9347 2 ปีที่แล้ว +1

      Bari j korbo j loan nite hobe, vara diye koto bochor e sei loan sodh hobe? Totodin e barir obostha ki hobe! Loan kore bari baniye vara dewa sobche baje investment. Loan nite hobe dekha jabe 40-50 lakh. vara diye oi taka asbe na.

    • @common_sense_supreme
      @common_sense_supreme 2 ปีที่แล้ว

      জীবন যৌবন শেষ করে বুড়ো বয়সে যখন আর জীবন উপভোগ করার ক্ষমতা থাকবে না তখন বাড়ি করে ঘোড়ার ডিম হবে। জমি কিনে রাখা মানে পরবর্তী প্রজন্মের জন্য করে যাওয়া।

  • @savageakash3970
    @savageakash3970 ปีที่แล้ว +2

    ঢাকার আয়তন বাড়াতে হবে।আর যত উচু স্কাইস্ক্রপার তৈরি করতে হবে তাহলে কম জায়গায় বেশি ফ্লাট আর ঢাকার স্কাইলাইন আরো সুন্দর হবে

  • @darkknightTM
    @darkknightTM 2 ปีที่แล้ว +4

    Bilashita na..Bariwalader tamshar jonno shobai flat kince.

  • @রায়হানরাইয়্যু
    @রায়হানরাইয়্যু ปีที่แล้ว +2

    গ্রাম ছাড়া বিকল্প নাই, শহরের মিনিমাম সুবিধা গ্রামে করতে পারলেই চলবে

  • @atikurkhin4305
    @atikurkhin4305 2 ปีที่แล้ว +5

    আমরা মানুষ চিন্তা করছি যে একটা ফ্ল্যাট কিনার পর অনেক সুখে শান্তিতে বাস করতে পারবো হ্যাঁ পারবেন আপনি নিজে পারবেন কিন্তু পরবর্তী জেনারেশন এটা কি পারবে

  • @mohammadhafeez2150
    @mohammadhafeez2150 ปีที่แล้ว +1

    সরকার মধ্যেবিওদের ১০ তলা বিল্ডিং করে একটা করে ফ্ল্যাট ভাড়া দিতে পারে।

  • @Arup365
    @Arup365 ปีที่แล้ว

    এসব কথা বাদ দেন, সব কিছু ঢাকায় কেন?? পরিকল্পনা করে সমগ্র দেশে গুরুত্বপূর্ণ অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কার্যালয় ছড়িয়ে দিতে হবে। নয়তো ঢাকা মুখী মানুষ কমবে না। ফ্লাট বাড়বে চাহিদাও বাড়বে মানুষ বাড়বে জ্যাম বাড়বে। শুধু দিন দিন বড় বড় বিল্ডিং হচ্ছে রাস্তা কোথায় এতো? ফলাফল সারা রাস্তায় জ্যাম।

  • @Shihab_Vlog
    @Shihab_Vlog ปีที่แล้ว

    হেডলাইন ভুল লিখেছেন
    মধ্যবিত্ত না‌ হয়ে উচ্চবিত্ত হবে

  • @shakib856
    @shakib856 2 ปีที่แล้ว +2

    ঢাকায় ফ্লাট না কিনে অন্য এলাকায় গিয়ে বাসা করা ভালো

  • @mmbsaifulislam6285
    @mmbsaifulislam6285 2 ปีที่แล้ว +2

    আমরা তিন ভাই মিলে শহরে জমি কিনব, আর কদিন আমরা নিজেরে একটা পাঁচতলা বিল্ডিং তৈরি করব ইনশাল্লাহ,

  • @ashrafulashik7897
    @ashrafulashik7897 2 ปีที่แล้ว +3

    আপনাদের ভিডিও গুলো অনেক হচ্ছে

  • @hossainshoyeb6118
    @hossainshoyeb6118 2 ปีที่แล้ว

    রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইট, বালি, সিমেন্টের দাম বেড়েছে, একই সাথে বৃষ্টিপাত ও কমেছে।

  • @allfavourite9235
    @allfavourite9235 2 ปีที่แล้ว +1

    এখানে এলাকা ভিত্তি ফ্লাট দাম ভুল তুলে ধরা হয়েছে

  • @daywithme6848
    @daywithme6848 2 ปีที่แล้ว +3

    Oshadharon upasthapona

  • @andyc9902
    @andyc9902 11 หลายเดือนก่อน

    Flats are very depressing. I live in a flat

  • @xnigdhwislam8938
    @xnigdhwislam8938 2 ปีที่แล้ว

    রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আরো যে কত অজুহাত দেখতে পারবো আল্লাই জানেন।

  • @an8244
    @an8244 2 ปีที่แล้ว

    Onk besi dam..ekhon 1,20,00,000.00 er niche valo kono flat nei..

  • @AnindyaBose-i9r
    @AnindyaBose-i9r 11 หลายเดือนก่อน

    buying liability

  • @nahidbinkhaled2304
    @nahidbinkhaled2304 ปีที่แล้ว

    দাম কমেছে, এরকম মিথ্যা তথ্য দিবেন না।

  • @allfavourite9235
    @allfavourite9235 2 ปีที่แล้ว

    তথ্য ভুল আছে

  • @mdziaurrahman9818
    @mdziaurrahman9818 ปีที่แล้ว

    Who one this channel owner i don’t know but i strongly admire that this channel whole of management there creativity eye catching. I watch there video & compare to other most popular Channel in Bangladesh but i watch one of things that are various kinds of report & smartness.. Hopefuly ekon tv will be able to most popular television in Bangladesh very soon.. If they continually keep their responsibility.

    • @pavchoudhury1585
      @pavchoudhury1585 ปีที่แล้ว

      What kind of English is this can you write in bangla next time

    • @mdziaurrahman9818
      @mdziaurrahman9818 ปีที่แล้ว

      @@pavchoudhury1585 why sir?

  • @csnoorbd
    @csnoorbd ปีที่แล้ว

    😂

  • @soniaislam2057
    @soniaislam2057 2 ปีที่แล้ว

    ভালো ভিডিও দেখে ভাল লাগে ❤️❤️❤️

  • @md.asifrazzak6882
    @md.asifrazzak6882 2 ปีที่แล้ว

    Valo laglo.

  • @Laek222
    @Laek222 ปีที่แล้ว

    ❤❤❤

  • @everydayishard1000
    @everydayishard1000 2 ปีที่แล้ว

    ভাই আমার ঘর নেই
    কবে হবে জানিনা।
    দুয়া চাই

  • @nahid2759
    @nahid2759 2 ปีที่แล้ว

    সপ্ন পূরণ করার মালিক একমাত্র আল্লাহ। ইনশাআল্লাহ একদিন আমারো সপ্ন পূরণ হবে।

  • @mdshahazada4306
    @mdshahazada4306 2 ปีที่แล้ว

    সহমত

    • @ekhontv
      @ekhontv  2 ปีที่แล้ว

      এখন’ টেলিভিশনের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। সঙ্গে থাকুন।

  • @RaNa-qu7tr
    @RaNa-qu7tr 2 ปีที่แล้ว

    গরীবকে নিয়ে কি চিন্তা করে। ঢাকা চট্টগ্রামের খাস জায়গাগুলোতে সরকারিভাবে ঘর বেঁধে দিয়ে ঢাকা চট্টগ্রামের সাধারণ ঘর ভাড়া থেকে ৪০% কমিয়ে ঘরভাড়া দিলে হয়ে যেতো।