দেশি মোটরসাইকেলে খুলছে নতুন সম্ভাবনার দুয়ার | Bangladeshi motorcycle | Documentary | ekhon tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 315

  • @ishtiakahmedjeon4761
    @ishtiakahmedjeon4761 2 ปีที่แล้ว +32

    এখন টিভিকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে অসাধারণ সব তথ্যচিত্র নির্মাণের জন্য।

  • @mdeaqubali2013
    @mdeaqubali2013 2 ปีที่แล้ว +29

    ১) চায়নিজ লুক থেকে বেড়িয়ে আসতে হবে।
    ২) দাম কমাতে হবে।
    ৩) স্থায়িত্ব বাড়াতে হবে।

  • @mituarafat8867
    @mituarafat8867 2 ปีที่แล้ว +310

    ভাই, রানার কম্পানিকে বলছি, আপ্নারা আপনাদের মটরসাইকেল্গুলার কোনোটারই মডেল সুন্দর করেননা, বা পারেন না!! খালি বাইক বানালেই হবেনা, দেখতেও স্মার্ট হতে হয়, কিন্তু আপনাদে বাইক গুলা দেখলে মনে হয় আমরা এখনো ৯০ দশকেই পড়ে আছি,

    • @1K-Miles
      @1K-Miles 2 ปีที่แล้ว +19

      আসলেই তাদের এই ব্যাপারে নজর দেয়া উচিৎ।

    • @NSakib103
      @NSakib103 2 ปีที่แล้ว

      তারচেয়েও বড় কথা বাইকের পারফর্মেন্স ভাল না। তেল বেশি খায়। অনেক কিছুই ভাল না

    • @alokkuldeep1022
      @alokkuldeep1022 2 ปีที่แล้ว +12

      ১০০% সত্যি কথা।১৯৫৩ মডেল হিসেবে ব্যবহার করা হইতেছে।

    • @zumbabaura7035
      @zumbabaura7035 2 ปีที่แล้ว +6

      - কিন্তু বাহির দেশে যেগুলো বিক্রি করে!- সেই গুলো কিন্তু সেই!- 😍

    • @Ukbangla996
      @Ukbangla996 2 ปีที่แล้ว

      Ora leuri.....

  • @Khan89Bd
    @Khan89Bd 2 ปีที่แล้ว +30

    রানার এর উচিত কাস্টমার এর চাহিদা অনুযায়ী বাইক তৈরি করা যাতে ইন্ডিয়ান বাইক এর সাথে কোন গ্যাপ না থাকে, তাহলে মার্কেট পাবে। আর দেশি ব্যান্ড হিসেবে দাম নামাইতে হবে,অন্যথায় ২,১ টা মডেল ছাড়া চলবে না।

  • @armanhossainkhandakar
    @armanhossainkhandakar 2 ปีที่แล้ว +21

    দেশে ইলেকট্রিক বাইক এর শিল্প কারখানা গড়ে তোলা উচিত এখন
    কারণ ইলেকট্রিক বাইক এ আগামী দিনের ভবিষ্যৎ
    এর জন্য ইলেকট্রিক বাইক নিয়ে গবেষণা করে দেশে উৎপাদন করা উচিত

  • @moviesonthego4959
    @moviesonthego4959 2 ปีที่แล้ว +43

    রানার মোটরসাইকেলের ইঞ্জিনের প্রতি বিশেষ খেয়াল দেওয়া উচিত কারণ এদের ইঞ্জিনের কোয়ালিটি চাইনিজ মোটরসাইকেলের থেকেও কম। এবং আফটার সেলস সার্ভিসে পার্সের অতিরিক্ত মূল্য নেওয়ার কারণে রানার মোটরসাইকেল থেকে বাংলাদেশের ক্রেতা মুখ ফিরিয়ে নিচ্ছে।

    • @zumbabaura7035
      @zumbabaura7035 2 ปีที่แล้ว

      - ঠিক

    • @Thai__tips
      @Thai__tips 2 ปีที่แล้ว

      হে ভাই এদের গাড়ির বিল্ট কোয়ালিটি অনেক বাজে

  • @গণতন্ত্রমুক্তিপাক-ভ১ছ

    দেশের পণ্য দেশের মানুষের ব্যাবহার করা উচিৎ আর ডিজাইন সুন্দর হওয়া উচিৎ

  • @entertainmentvlog913
    @entertainmentvlog913 2 ปีที่แล้ว +13

    মানে কমে, দামে বেশি এটাই বাংলাদেশের কোম্পানি।

  • @gcmedia88
    @gcmedia88 2 ปีที่แล้ว +36

    রানারের দাম বেশি, বিল্ড কোয়ালিটি খারাপ, দাম ভারত থেকে আমদানিকৃত মোটরসাইকেল এর কাছাকাছি। তাহলে দেশে তৈরি করে লাভ কি?

    • @infatuation8490
      @infatuation8490 2 ปีที่แล้ว +1

      দাম কেনো বেশি সেটা ভিডিওতে বলা হয়েছে, ভিডিও পুরাপুরি মনোযোগ দিয়ে দেখলে এই কমেন্ট করার প্রয়োজন পড়তোনা।

    • @SportsArena0123
      @SportsArena0123 ปีที่แล้ว +3

      ঠিকই ভাই। আমার এক ফ্রেন্ড টার্বো নিছিলো ২বছর আগে। এখন ভাঙ্গারী মালে বিক্রি করার মতোই অবস্থা। এর থেকে চায়না গাড়িও আরো ভালো কোয়ালিটির হয়।

  • @musafir3762
    @musafir3762 2 ปีที่แล้ว

    এখন টিভিকে ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট করার জন্য। খুব দ্রুত পদ্মা সেতুতে বাইক চলার ব্যবস্থা করেন এই ব্যাপারে একটি জোরালো রিপোর্ট দাবি করতেছি।

  • @muhammadazim007
    @muhammadazim007 2 ปีที่แล้ว +2

    রানার মোটরসাইকেল দামের দিক দিয়ে জাপানি কোম্পানির মোটরসাইকেল এর প্রায় সমান! অথচ মানের দিক দিয়ে জাপানি মোটরসাইকেল এর ধারের কাছেও না। যতই বলি না কেন "দেশি পন্য কিনে হই ধন্য" আদতে এই মুড়ির টিন মার্কা মোটরসাইকেল খুব কম বাঙালিরা কিনে। আমি বাস্তবতার নিরিখে বলছি, কারণ আমাদের স্থানীয় বাজারে, Yamaha,Bajaj,TVS,Hero,Runner মোটরসাইকেল শো-রুম আছে এবং Suzuki র শো- রুম এর কাজ চলছে। সুতরাং আমার একটু হলেও ধারণা হয়েছে। দামের সাথে পন্যের মান টেকসই না হলে সেটা পাবলিক খাবে কম। পন্য হলো মুড়ির টিন মার্কা আর দামের দিক দিয়ে বোয়িং উড়োজাহাজের মতো!

  • @ARR8433
    @ARR8433 ปีที่แล้ว

    মেইড ইন বাংলা‌দেশ, প্রাওড‌লি মেইড ইন বাংলা‌দেশ, অ‌টো‌মোবাইল সেক্ট‌রে এগি‌য়ে যাক, সেই কামনা কর‌ছি, সেই ক্ষ‌ে‌ত্রে রানার‌কে ধন‌্যবাদ দি‌তেই হয়। আরও এগি‌য়ে যাও রানার, আরও নত‌ুন নতুন মোটরসাইকেল নতুন নতুন ডিজাইনের ভে‌হি‌কেল নিয়ে আসুন সেই দোয়া কর‌ছি।

  • @raadislam5270
    @raadislam5270 2 ปีที่แล้ว +9

    বাংলাদেশের প্রথম মোটর সাইকেল প্রস্তুত কারক প্রতিষ্ঠান হিসেবে রানার কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করছি,, অামি অারো চাইবো রানার তাদের ডিজাইনে অারো বৈচিত্র্য অানবে কেননা বাংলাদেশে এই খাতে প্রচুর সম্ভাবনা রয়েছে।অামাদের অামদানি কমিয়ে অানতে হবে।

  • @naimsorder4376
    @naimsorder4376 2 ปีที่แล้ว +4

    দেশের কম্পানি ❣️🏍️ runner / runner যদি দাম আর মডেল devlop kora সবার ঘরে ঘরে একটা করে রানার থাকবে 🏍️🏍️🇧🇩

  • @Chotoporda
    @Chotoporda 2 ปีที่แล้ว +5

    এভাবেই এগিয়ে যাবে আমার বাংলাদেশ

  • @ibmhimu
    @ibmhimu 2 ปีที่แล้ว +4

    দেখতে অসুন্দর মোটরসাইকেল গুলি

  • @virtualworld02
    @virtualworld02 2 ปีที่แล้ว +9

    কাস্টমার ধরে রাখতে চাইলে রানার কোম্পানির উচিত প্রডাক্ট কোয়ালিটির সাথে সাথে মডেল এর দিকে নজর দেওয়া। বাইক দেখতেও স্মার্ট হতে হবে।
    রানার বোল্ট এর মডেলটা সুন্দর ছিল।

  • @shariyetpur
    @shariyetpur 2 ปีที่แล้ว +11

    আমাদের সব কিছুতে ভারতের বাজার ধরতে হবে। ভারতে বিরাট জনসংখ্যা আর আমাদের পাশের দেশ।

  • @mahadihasan9119
    @mahadihasan9119 2 ปีที่แล้ว +6

    বছরে বাংলাদেশ এ আনুমানিক ২২ হাজার কোটি টাকার মোটরসাইকেল বিক্রি হয়!এর সিংহ ভাগ আমদানি নির্ভর। যদি দেশীয় মোটরসাইকেল ব্যবহার করা হয়,তাহলে আমদানি কমে যাবে।দেশের টাকা দেশে থাকবে

  • @sayeedrahman8170
    @sayeedrahman8170 2 ปีที่แล้ว +51

    তিনটি পদ্ধতি বিবেচনা করে রানার হতে পারে বাংলাদেশের প্রধান মোটর সাইকেল সরবরাহকারী ___
    ১. ইউনিক ডিজাইন (ক্লাসিক & স্পোর্টস)
    ২. ইঞ্জিন পাওয়ার, স্থায়িত্ব
    ৩. লো-প্রাইস

  • @locutoriointernacional1895
    @locutoriointernacional1895 2 ปีที่แล้ว +2

    masha allah khub sundor alhamdullah

  • @alaminnew819
    @alaminnew819 2 ปีที่แล้ว +3

    I like to very much Runner motorcycle 🏍️💨🏍️... Really good service 👍♥️...

  • @tariqulislam7821
    @tariqulislam7821 2 ปีที่แล้ว +6

    ডিজাইন পরিবর্তন করতে হবে।

  • @lovestorylovestory4452
    @lovestorylovestory4452 2 ปีที่แล้ว +7

    রানার এর--বল্ট মডেলের বাইকটি সেই

  • @OmarFaruk-vd5vv
    @OmarFaruk-vd5vv 2 ปีที่แล้ว +3

    যেহেতু ২ চাকার পরিমান বেশি এবং সামনে আরো সুদুর প্রসারিত ভবিষ্যৎ তাই এই ২ চাকার বাহন কে নিরাপদ করার লক্ষে আলাদা লেন করা হোক।

  • @Dipankar9340
    @Dipankar9340 10 หลายเดือนก่อน

    I Love Bangladesh ❤❤

  • @mdsojip539
    @mdsojip539 2 ปีที่แล้ว +8

    রানার নিজেদের চাহিদা মত বাইক বানায়,আপনাদের উচিত কাষ্টমার দের চাহিদার গুরুত্ব দিয়ে বাইক বানানো,মানের দিকে আরো নজর দেয়া উচিৎ।

  • @mijanchoudhuri536
    @mijanchoudhuri536 2 ปีที่แล้ว +4

    যেখানে ভারতে তাদের দেশীয় মোটরসাইকেলগুলি কোয়ালিটিতে বিদেশীদের সাথে টক্কর দিয়েও দেশীয় হিসেবে দাম অনেক কম। সেখানে বাংলাদেশে কোয়ালিটিতে বিদেশীগুলির ধারে কাছেও নয় অথচ দামের দিক থেকে বিদেশী কোম্পানীর চেয়েও বেশী।
    আমি রানার বুলেট ১০০ সিসি প্রায় ৪ বছরের মত (৩১ হাজার কিমি) ব্যবহার করেছি। এই চার বছরেই বলতে গেলে ইঞ্জিন লাইফ শেষ। মাত্র ৩৮ হাজার টাকায় সেল করে দিয়ে অন্য বাইক কিনেছি। আর বাইকে এত ভাইব্রেশন হত যে চালিয়েও কোন শান্তি পাওয়া যেত না। যদিও সিটিং পজিশনটা ভাল ছিল।

  • @JahangirAlam-xd1ij
    @JahangirAlam-xd1ij 2 ปีที่แล้ว +3

    এমন সুন্দর হাইফাই ২/৩ টি মডেল তৈরী করুন যাহা বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের মানুষ পছন্দ করে। এতে প্রোডাক্ট কস্ট একেবারেই কমে আসবে।

  • @babugazi5389
    @babugazi5389 2 ปีที่แล้ว

    Allahamduillah congratulations joy Bangla

  • @ibrahimbokul8807
    @ibrahimbokul8807 2 ปีที่แล้ว +2

    আমরা চাইনা এদেশের মানুষ হয়ে বিদেশী মোটরসাইকেল আমরা ব্যবহার করি আমরাও চাই আমাদের দেশের টাকা দেশেই থাকুক আমরা নিজেদের দেশের পণ্য ব্যবহার করে গর্বিত হই

    • @zumbabaura7035
      @zumbabaura7035 2 ปีที่แล้ว

      - একদম মনের কথা বলেছেন ভাই৷

  • @BanglaBhay
    @BanglaBhay 2 ปีที่แล้ว +5

    🛑 মূল্য কমাতে হবে।

  • @rakibulislamrakib8970
    @rakibulislamrakib8970 2 ปีที่แล้ว

    Quality content👌

  • @md.shafikulislamshawon8171
    @md.shafikulislamshawon8171 2 ปีที่แล้ว +5

    দুআ করি, আল্লাহ সুবহানাহু তাআলা আমার মঙ্গলার্থে মোটরসাইকেলের স্বপ্নটি পূরণ করে দিক। আমিন

  • @Muhtashim115
    @Muhtashim115 2 ปีที่แล้ว

    Inshallah amaro akdin bike hobe

  • @farhadfaisal9410
    @farhadfaisal9410 2 ปีที่แล้ว

    খুব ভাল লাগল।
    পেইন্টিং করাটা এখন হাতে করা হচ্ছে; সেটা অটোম্যাটিক করলে আর ভাল হবে।
    ইঞ্জিনগুলি কোথায় তৈরি হচ্ছে? বর্তমানে নিজেরা না করলে, স্থানীয় ভাবে তৈরি করার কি কোন প্ল্যান আছে?
    ''রানার'' কি কোন বৈদেশিক কোম্পানির সংগে যৌথভাবে উচ্চ-প্রজুক্তির উৎপাদনে যেতে চায়?

  • @স্বপ্নবাজস্বপ্নীল

    আলহামদুলিল্লাহ সবাই দেশি বাইক ব্যবহার করুন

    • @mrkreza1341
      @mrkreza1341 ปีที่แล้ว

      দেশি কিভাবে? চাইনা থেকে বিভিন্ন পার্টস নিয়ে এসে আটো এর মতো জোড়া দিলেই কি দেশি বাইক হয়?

    • @paromasharchandro
      @paromasharchandro 11 หลายเดือนก่อน

      চায়না বেশি দিন যায় না।

    • @fahadzaman9917
      @fahadzaman9917 2 หลายเดือนก่อน

      কয়েক দিন পরে ভাংগারীতে বেচার জন্য?

  • @mdtarikulislam3043
    @mdtarikulislam3043 2 ปีที่แล้ว

    Well done 👍👍,,,

  • @pandavai4162
    @pandavai4162 ปีที่แล้ว

    Emon din o asbe jedin engine o amra banate parbo❤️

  • @md.sumonhossen8060
    @md.sumonhossen8060 2 ปีที่แล้ว +1

    I really appreciate the efforts of our Runner Automobiles PLC for Automotive industrialisation .❤️ Because, it’s only Bangladeshi company which is being produced bangladeshi branded motorcycle. That is very much good initiative. Now, It plays a vital role to reducing unemployment & also is very helpful for our own Engineers, technical persons & others people. I always congratulate to our Runner company & others well wishers. I hope it will be more dependable company for engineers, young generation & future people & Bangladesh & also will play a strong role to change our economy & GDP growth. At last, I am feeling proud to be a member of this company. 🥰❤️

  • @helaluddin5406
    @helaluddin5406 2 ปีที่แล้ว +3

    আমাদের দেশে কম গতি সম্পন্ন ৫০ সিসি মোটর বাইক এর মার্কেট মার্কেট তৈরি করতে পারলে দূর্ঘটনা কমবে, স্বল্প /মধ্যবিত্তের নাগালে থাকলে শ্রম ঘন্টা সাশ্রয় হবে।

  • @gddffcfxzbcgh3287
    @gddffcfxzbcgh3287 ปีที่แล้ว

    দেখতে।সুন্দর হতে।হবে

  • @md.ashrafurrahman642
    @md.ashrafurrahman642 2 ปีที่แล้ว

    রানার কোম্পানির মোটরসাইকেল এর ডিজাইনের আমূল পরিবর্তন করতে হবে।
    আকর্শনীয় ডিজাইন এবং মাইল এজ এর উন্নতি করতে হবে

  • @imrantvbangla
    @imrantvbangla 2 ปีที่แล้ว +1

    রানার এর কতৃপক্ষের মনোযোগ দিয়ে কমেন্টগুলো দেখা উচিৎ

  • @pktamim1316
    @pktamim1316 7 หลายเดือนก่อน

    বাংলাদেশের মোটরসাইকেলে নাম গুলো এমন ভাবে দেওয়া যাতে নামের মধ্যে একটা ইউনিক কাজ করে

  • @alamin225
    @alamin225 2 ปีที่แล้ว

    দেশী কোম্পানীর ট্যাক্স কমিয়ে বিদেশী কোম্পানী ট্যাক্স বাড়াতে হবে। সেইক্ষেত্রে দেশী আরো কিছু কোম্পানী এই খাতে বিনিয়োগের সুযোগ পাবে বা আগ্রহী হবে। যখন দুই তিনটা কোম্পানী দেশে ভাল ব্যবসা ও চাহিদা তৈরী করতে পারবে তখন পার্টস ও সহযোগী কোম্পানীগুলো এমনি দাড়িয়ে যাবে।

  • @md.shahedrahmanbhuiyan6680
    @md.shahedrahmanbhuiyan6680 2 ปีที่แล้ว

    দেশের সড়ক এর যে অবস্থা সড়ক তো বৃদ্ধি করা যাচ্ছে না আমার মনে হয় রিকশা সিনজি প্রাইভেটকার এগুলোর ব্যাবহার কমিয়ে মোটরসাইকেল এবং সাইকেল এর দিকে সবাই আগ্রহী হতে পারলে দেশের অনেক working hour বাঁচবে দেশের উন্নয়ন আর বৃদ্ধি পাবে

  • @forhadsorder4740
    @forhadsorder4740 ปีที่แล้ว

    ভাই লাব নাই,আগে ডিজাইন পরিবর্তন করতে হবে,দাম কমাতে হবে,পার্টস যেন
    সব যায়গায় পাওয়া যায় সেই ব্যবস্থা কররতে হবে।

  • @mdmasudrana-jt4wg
    @mdmasudrana-jt4wg 2 ปีที่แล้ว +1

    ভাই ৩০ হাজারের ভিতর বাইক বানান তাহলে আমাদের মত মানুষের স্বপ্ন পুরন হবে

  • @faridayeasmin4703
    @faridayeasmin4703 10 หลายเดือนก่อน

    একজন দেশ প্রেমিক নাগরিক যেকোনো মডেলের হউক নাকেনো সে দেশীয় পন্য ব্যাবহার করবে । আসুন আমরা দেশীয় পন্য ব্যবহার করি দেশকে ভালবাসি । এগিয়ে যাক আমার দেশ বাংলাদেশ জিন্দাবাদ ।

  • @alauddin.monpura4995
    @alauddin.monpura4995 2 ปีที่แล้ว +2

    চিটাগং পিএইচপি কার কারখানা গাড়ি তৈরি করা নিয়ে বিডিও করবেন

  • @mohaiminmunan8058
    @mohaiminmunan8058 2 ปีที่แล้ว +2

    @Runner
    Please focus on the Longevity of bikes.

  • @shoponkhan5564
    @shoponkhan5564 2 ปีที่แล้ว +14

    দেশি মটর সাইকেল দেখতে অসুন্দর এবং সাভির্স বাজে হলে দাম বিদেশি মটর সাইকেলের থেকে বেশি।

  • @Hyptekpk
    @Hyptekpk 2 ปีที่แล้ว

    ভিডিওতে মিউজিকের সাউন্ডটা কমিয়ে দিলে ভালো হয়

  • @zumbabaura7035
    @zumbabaura7035 2 ปีที่แล้ว +2

    - প্রথমেই যে বিষয় টা খারাপ লাগে সেটা হচ্ছে রানারের মোটরসাইকেলের ডিজাইন!- তারপর ইঞ্জিন!- তারপর দাম!- এগুলোর সাথে সাথে পার্স এভেলেবেল পাওয়া যায়না।

  • @Think.twi.e
    @Think.twi.e 2 ปีที่แล้ว +2

    দেশী মোটরসাইকেল বলতে যা বলা হয় তার সবটাই ডিজাইন ডেভলপমেন্ট চায়নার, বাংলাদেশে শুধু পার্টস অ্যাসেম্বল হয়।

  • @ahiyankhan5350
    @ahiyankhan5350 2 ปีที่แล้ว

    সময়ের সাথে-সাথে রানার কম্পানি বাইক গুলোর ডিজাইন এখনো অনেক পূরনো মেডেলএর,, অতি দূরতো এর ডিজাইন উন্নত করা দরকার,,ইয়াং জেনারেসন এখন ভালো লোকচায়/দেখতে ভালো লাগে।

  • @mosarrofhosain1734
    @mosarrofhosain1734 2 ปีที่แล้ว

    ডিজাইন ভালো করতে হবে, দেশে তৈরি হয়েও দাম তো অনেক বেশি।

  • @mostofakamalmk9732
    @mostofakamalmk9732 ปีที่แล้ว

    ডিজাইন গুলো আধুনিক ও বেশি সিসির মডেলের মত কম সিসি মডেল উৎপাদন বৃদ্ধি করলে আরও বেশি বিক্রয় বাড়বে।

  • @KhaledQmar-nd8hm
    @KhaledQmar-nd8hm ปีที่แล้ว

    রানার কোম্পানির উচিৎ, নতুন ডিজাইন আপডেট করা, আমাদের নতুন জেনারেশন যেমন মডেল চায় ঠিক তেমন করে মোটরসাইকেল বানানো তাতে করে, বাহিরের মোটরসাইকেল আমদানি উপর অনেক আংশেই কমে যাবে

  • @Ahmad_12345
    @Ahmad_12345 2 ปีที่แล้ว +1

    আমাদের একটি রানার স্কুটি নেয়া হয়েছে কিন্তু প্রথমেই ফুয়েল ট্যাংকের ডিসপ্লে মিটার নষ্ট। শোরুমে দেয়ার পরও ঠিক হওয়ার পর আবার নষ্ট। কাজ করে না। আর বিল্ড কোয়ালিটির একটু দূর্বলতা রয়েছে। আর ফুয়েল ১লিটারে ৫০ কিলোমিটার যাবে বলা হয়েছে। কিন্তু চলে ৩৫ কিলোমিটারের মতো। এটা দুঃখজনক।

  • @hamim4433
    @hamim4433 2 ปีที่แล้ว

    Need good quality for country people

  • @moviesonthego4959
    @moviesonthego4959 2 ปีที่แล้ว +3

    ইন্ডিয়ান যে কয়টা বাইক ব্র্যান্ড আছে তাদের মত আরএনডি ডিপার্টমেন্টের বেশি করে টাকা ঢালেন। আপনাদের নিজস্ব কোন মডেল নেই চায়না থেকে নিয়ে আসছেন যে কয়টা পছন্দ হয়েছে সে কয়টাই।

  • @mahbubbhuiyan4746
    @mahbubbhuiyan4746 ปีที่แล้ว

    কম দামের মধ্যে কিছু গাড়ি নামাতে হবে যেমন ৫০-৬০ হাজারের মধ্যে।
    তাহলে মধ্যেবিত্তরাও কর্মস্থলে যাতায়াত করতে সুবিধা পায়।

  • @md.aminurmirza7794
    @md.aminurmirza7794 2 ปีที่แล้ว +3

    সরকারের উচিত পদ্মাসেতু মোটরসাইকেল নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া

  • @rashedulislam8045
    @rashedulislam8045 2 ปีที่แล้ว

    Vai cruiser ba scrambler bike banak dekhben bazare agun lagay dibe,,

  • @tarik7198
    @tarik7198 2 ปีที่แล้ว +1

    Good news.

  • @lutfurkhan6544
    @lutfurkhan6544 2 ปีที่แล้ว +3

    রানার মটর সাইকেল কিনার চাইতে বাইসাইকেল কিনা অনেক ভালো কারন রানার মটর সাইকেল একটা ভকাস কোম্পানি না মডেল ভালা না কোয়ালিটি ভালা

  • @barkeyimamzahid282
    @barkeyimamzahid282 2 ปีที่แล้ว

    যে ভাবে মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে তাতে বলাই যায় মোটরসাইকেল কোম্পানির ভবিষ্যৎ খুব একটা ভালেনা।

  • @MdHabib-gz1rm
    @MdHabib-gz1rm 2 ปีที่แล้ว +1

    বাংলাদেশে উতপাদন করে ভালো কিন্তু বিদেশি গাড়ির থেকে বাংলাদেশি মডেল সুন্দর না হলেও দাম কিন্তু বেশি

  • @debasisroy2173
    @debasisroy2173 2 ปีที่แล้ว +4

    ইন্ডিয়ান বাইকের সামনে রানার হাস্যকর,,,,, এটাই সত্যিকথা

    • @Rendiangobarbhakt
      @Rendiangobarbhakt 2 ปีที่แล้ว +1

      Rendiar bike world e low Quality. 🤣🤣🤣 সালা আহংকারী রেন্ডিয়া

    • @sobhansamanta5704
      @sobhansamanta5704 ปีที่แล้ว

      @@Rendiangobarbhakt আফ্রিকার নাইন্টি পার্সেন্ট মানুষ ভারতীয় বাইক ব্যবহার করেন। বিশ্বের কত দেশ ভারতীয় বাইক ব্যবহার করে গুগলে সার্চ করে দেখে নিন।

  • @ibrahimbokul8807
    @ibrahimbokul8807 2 ปีที่แล้ว +1

    কমেন্টসে অনেকে অনেকের অভিমত ব্যক্ত করেছে আমি দেখেছি তো সেই অভিমত গুলোও কিন্তু রানার কোম্পানির আমলে নেয়া উচিত। আমি আমার একটি অভিমত ব্যক্ত করতেছি। তা হচ্ছে বিদেশি মোটরসাইকেল গুলা অনেক দাম দিয়ে এদেশের মানুষ কিনতে হয় রানারও যদি সেই পথেই হাঁটে তাহলে বাংলার ঘরে ঘরে মোটরসাইকেল পৌছে দিতে পারবে না রানার রানারকে মোটরসাইকেলের জনপ্রিয়তা বৃদ্ধি করতে হলে অবশ্যই দামকে সাধারণ মানুষের হাতে না গেলে আনতে হবে তবেই যখন সবার ঘরে ঘরে মোটরসাইকেল পৌছাবে তখন মানুষের রানার ছাড়া অন্য কোন বাইক কিনবে না তার মধ্যে ডিজাইন এবং কোয়ালিটির দিকে বিশেষ নজর দিতে হবে বলে আমি মনে করি

  • @mmr012
    @mmr012 2 ปีที่แล้ว

    এই সময়ের ভিডিও ফুটেজ গুলো আপনারা পান কোথায়?

  • @pmrb1984
    @pmrb1984 ปีที่แล้ว

    Runner, moto morrini, ktm, ducati bmw eder sathe technology exchange koren.. Model unnoto hobe ar price kome asbe

  • @m.saifulislamtito7869
    @m.saifulislamtito7869 2 ปีที่แล้ว +2

    Hello Runner, I appreciate your efforts. I would like to share my thoughts. Is it possible to change all of your bike model. Actually people want lookrative, durable product which will be increased selling rate. Thank you for your understanding.

  • @masudaparven4550
    @masudaparven4550 2 ปีที่แล้ว

    Awesome. But engine abong model er unnoti kara uchit RUNNER biker.tate bideshero rptani karte parbe.HERLY DAVIDSON er moto Ba ROAD MASTER ba ananno unnoto motor bike er mato develope karte habe. RUNNER biker er life time guaranty kom.sakol khetre develop karte habe. Spare parts deshe e show room karte habe.

  • @alamindc4468
    @alamindc4468 2 ปีที่แล้ว +1

    রানার কোম্পানির উচিৎ ছিল, জাপানি কোন ব্রান্ডের সাথে জয়েন ভেন্চারে ইঞ্জিন উৎপাদন করা। কেননা, রানার এর ইঞ্জিন কোয়ালিটি খুবই খারাপ।

  • @OrchidBangladesh
    @OrchidBangladesh 2 ปีที่แล้ว +2

    Best wises , Govt policy should be encourage and help local brand instead of foreign company. Foreign company should only get policy support if they add at least 20/30% local component .

  • @easylifebd4243
    @easylifebd4243 2 ปีที่แล้ว

    রানার বাইক আমি চালাই আলহামদুলিল্লাহ্ অনেক ভালো সার্ভিস পাচ্চি

  • @abidnupur1878
    @abidnupur1878 2 ปีที่แล้ว +3

    ভিডিওতে এতগুলো বাইক চলতে দেখলাম বাট রানার কোম্পানির একটাও দেখলাম না😆😆

  • @DokanPass
    @DokanPass ปีที่แล้ว

    ছোট সাইজ কম দামে ও স্থায়ীত্ব কালীন সুন্দর বাইক তৈরি করুন মার্কেট যদি ধরতে চান।

  • @allaboutpigeon1594
    @allaboutpigeon1594 2 ปีที่แล้ว

    ভেলকা জিনিস বানানো বন্ধ করেন ❤️
    একটা স্পোর্ট সিরিজ লঞ্চ করেন
    Durable and performance and safety design er উপর ফোকাস করেন

  • @kawsarali1458
    @kawsarali1458 2 ปีที่แล้ว +3

    কিন্তু দুঃখের কথা দেশি বাইকের থেকে বিদেশী বাইকের দাম কম

    • @zumbabaura7035
      @zumbabaura7035 2 ปีที่แล้ว

      - অনেক সময় তো এমনটাই দেখা যায়৷

  • @mustakakbar9767
    @mustakakbar9767 2 ปีที่แล้ว +7

    বাংলাদেশের বাইক, টিভি, মোবাইল ফোন ইত্যাদির দাম অনেক বেশী। এর কারণ কি?

    • @rakibahmmed6055
      @rakibahmmed6055 2 ปีที่แล้ว

      Karon khub suja,jemon deshi alu,deshi piyaz,deshi moshurer dall,deshi boley dam veshi,noyto r kono karon dekhchina,ja akebarey ojuktik karon,deshi shokol ponner dam obossoy kom thakte hobe,noyto bazar pabena!!

  • @fanny9531
    @fanny9531 2 ปีที่แล้ว

    Aro sudor model chai.palsar Fz aisob ar moto

  • @Afearlesswarrior
    @Afearlesswarrior 2 ปีที่แล้ว

    এত কিছু যানতে চাইনা, এখন টিভির এই রিপোর্টের রিপোর্টারের কাছে যানতে চাই কবে নাগাদ বাংলাদেশে ১৬৫সিসির উপর বাইক আসবে ২৫০,৩০০,৫০০ সিসি। এই উচ্চ সিসির বাইক কি আমাদের ধরাছোয়ার বাহিরে থাকবে???

  • @skrajibe5944
    @skrajibe5944 2 ปีที่แล้ว +5

    রানার কোম্পানির বাইক গুলা তেমন স্মার্ট না। দেখলে মনে হয় ৮০/৯০ এর দশকের। তবে দামে সস্তা এটা ঠিক।

  • @SharifulIslam-jz5rn
    @SharifulIslam-jz5rn 2 ปีที่แล้ว

    Yamaha Suzuki hero Honda tvs konotar darer kaceo nei apnader bike gula Valo maner bike banan insallah akdin shobai deshi bike nite saibe

  • @1724ytrfdhydb
    @1724ytrfdhydb 2 ปีที่แล้ว

    Everybody love Bangladesh remove corruption.

  • @ahmedhossain1800
    @ahmedhossain1800 ปีที่แล้ว

    আরও স্মার্ট ডিজাইনের দিকে গুরুত্ব দিতে হবে। নতুবা এই শিল্প টিকবে না

  • @jewel23978
    @jewel23978 2 ปีที่แล้ว

    আমার একটা চাকুরীর খুব দরকার ৷ রানার কোম্পানিতে কি একটা চাকুরী পাওয়া যাবে ভাই। HSC পাশ এবং Computer Diploma করা আছে ৷

  • @newtrend17
    @newtrend17 2 ปีที่แล้ว

    রানারের বাইকগুলোর মাইলেজ অনেক কম, জাপানি ও ভারতীয় বাইকের তুলনায়।এখন ফুয়েলের যা দাম তাতে মাইলেজ দেওয়া বাইকগুলোই মানুষ কিনবে।

  • @kishwarfatema6354
    @kishwarfatema6354 2 ปีที่แล้ว +1

    কেন ভারতীয় মোটরবাইক বাংলাদেশের তুলনায় অনেক সস্তা?

  • @DrSNQ
    @DrSNQ 2 ปีที่แล้ว +1

    Sedan, Suv এর জন্য যে ইনকাম টেক্স দিতে হয় তাতে বাইক‌ই বেটার....

  • @exploretheworld0207
    @exploretheworld0207 2 ปีที่แล้ว

    আমার এলাকা ভালুকা সিডষ্টোর থেকে বাটাজোড় রোডে অবস্থিত কারখানাটি

  • @travelearthwithme1699
    @travelearthwithme1699 2 ปีที่แล้ว

    Aage cc limit baran, quality and better technology anen

  • @AtaurIslam-p7b
    @AtaurIslam-p7b ปีที่แล้ว

    আমার মতে উচিত যে বাংলাদেশের বাইক ব্যবহারের করে

  • @ahsanhabib9276
    @ahsanhabib9276 ปีที่แล้ว

    Runner কোম্পানি বাইক উৎপাদন করে
    কিন্তু মান সম্মত হয় না বা এ যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন মডেল বাজারে আনতে পারেনা।

  • @mostafejarrahman6387
    @mostafejarrahman6387 2 ปีที่แล้ว

    মান উন্নত করতে হবে।

  • @Rahmantal
    @Rahmantal 2 ปีที่แล้ว

    All Tv Chanel should continue make documentary video about our country products then people will inspire about our Dashi products also all our dashi company they will make more money 💴 our money will be our country and our dollar 💵 will don’t go to the other country ❤finally country will more benefited ❤