আপনারা হয়ত অনেকেই গানটির অর্থ জানেন না,, তবুও গানটিকে আপন করে নিয়েছেন। আশা করি অর্থ জানার পর গানটির প্রেম এ পরে যাবেন। এ গানটি এমন কিছু শব্দ বিন্যাস করে তৈরি যা আপাতদৃষ্টিতে একরকম মনে হয় কিন্তু ভিতরে আছে অন্য একটি অর্থ। রূপক শব্দ প্রয়োগ এবং দেশজ শব্দ ব্যবহার করা হয়েছে। **"বাড়ির কাছে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে।" এখানে আরশিনগর বলতে প্রত্যক মানুষ এর মধ্যকার মন (হৃদয়, ) । পড়শি হলো - ঈশ্বর । মানুষের মধ্যেই থাকেন ঈশ্বর। **"আমি একদিনও না দেখিলাম তারে।" বহু সন্ধান করেও তাঁর দেখা পাওয়া যায় না। (আত্মস্বত্তা অনুসন্ধান করার সাধনা।) **"গেরাম বেড়ে অগাধ পানি, তার নাই কিনারা নাই তরণী পারে।" গেরাম - গ্রাম , বেড়ে -চারিদিকে অগাধ পানি-- অথৈ জল। তরনী-- নৌকা।অর্থাৎ চারিদিকে জল থৈথৈ করছে। অথচ পার হওয়ার মাধ্যম নেই, নৌকা নেই। এর নিগূঢ় অর্থ - বিষয়ের প্রতি বাসনা, মোহ, লোভ যেটাকে এখানে "অগাধ পানি" বলে প্রতীক করা হয়েছে। গেরাম বেড়ে মানে- মনের চারিদিকে । এই বিষয়ের বাসনা মানুষকে ঢেকে রাখে । অথচ সেই অথৈ জল পার হওয়ার উপায় নেই। নৌকা নেই অর্থাৎ মুক্তি নেই। **"বাঞ্ছা করি দেখব তাঁরে কেমনে সে গায় যাইরে।" বাঞ্ছা-- ইচ্ছে। ইশ্বর কে দেখার ইচ্ছে করলেও মোহ , বাসনায় মন ঢেকে থাকে তাই সম্ভব হয় না। **"বলব কী সেই পড়শির কথা, তাঁর হস্তপদ স্কন্ধমাথা নাইরে।"" এখানে ঈশ্বর এর সম্পর্কে জানানো হয়েছে। ঈশ্বর নিরাকার। হাত, পা, কাঁধ, মাথা নেই। সেই কথা বলা হয়েছে। **"ক্ষণেক ভাসে শূন্যের উপর ( বিশ্বব্রহ্মাণ্ড ), ক্ষণেক ভাসে নীরে। " (নীরে) অর্থ - জল। ঈশ্বর সবখানেই অবস্থান করছেন, তবু তাকে আমরা খুঁজে পাইনা। অনুভব করতে ব্যর্থ হই। **"পড়শি যদি আমায় ছুঁতো, যম যাতনা সকল যেত দূরে।" ঈশ্বরের সংস্পর্শে সমস্ত( যম যাতনা) মৃত্যু যন্ত্রনা দূরে চলে যেত, দুঃখ থেকে মুক্তি। **"সে আর লালন একখানে রয় লক্ষ যোজন ফাঁক রে।" ঈশ্বর এবং কবির মধ্যে যে দূরত্ব। প্রত্যক মানুষ এর সঙ্গে ঈশ্বর এর যে দূরত্ব অর্থাৎ ইশ্বর আমাদের এত কাছাকাছি থাকেন এমনকি তিনি আমাদের ভিতর ও থাকেন। এত কাছাকাছি থাকলে ও তাঁর সঙ্গে লক্ষ যোজন দূরত্ব। আমরা তাকে পাই না।
এই গানের মানে কি----?, আমি জানি না,-(-------- আমি আমার মতো করে মানে করে নিয়েছি। মানে যেই হোক , আমাদের সময় বদলে গেছে, ১৯৮৪ সালে এই গান শুনেছিলাম এখন ২০২৪ সাল ইউরোপের ছোট একটি দেশে বসে আবার ও সেই গান শুনলাম। কমেন্টেস বের করতে গিয়ে।
Farida Madam is great. Her voice attracts everyone and she goes into the deep of the song.
বাংলার জীবন্ত কিংবদন্তি ফরিদা পারভীন
ছোটবেলা রেডিওতে এইসব গান শুনতাম। আহ ঐ সময় কত ভাল লাগত।
পাগলের মতো কমেন্ট করেন কেন এখন কি ভালো লাগে না গানটা বুঝার চেষ্টা করেন ভালো লাগবে
@@mdal-amin2012😊🙏🏻
দি দি আপনার তুলনা শুধু আপনি। আপনার কোনো বিকল্প নেই আপনার দীর্ঘায়ু কামনা করি। ভারত থেকে আপনার একটা অন্ধ ভক্ত
Kato Sundar gan Ami bar bar aky gan suni
আমি বাংলাদেশের মানুষ সুমন,
মাইজভান্ডারি মুজিব বাবার গোলাম
KOTHATA VISHON BHABEI SHOTTI FARIDA PARVIN ER KONO BIKOLPO NAI. TINI TULONAHIN.
আহা! অসাধারন, প্রানটা জুরিয়ে যায়
অসাধারণ একটা গান যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে!
কত কত দিন আগে! মানব আত্মার সংকেত দিয়ে এমন গান রচনা করেছেন।আমার সশ্রদ্ধ প্রনাম।
বেঙ্গল ফাউন্ডেশন অসাধারণ কাজ করে চলছে।অসাধারণ।
অসাধারণ একটি গান। গানের অর্থ বোঝার জন্য গুগল সার্চ করলাম। জীবন নিয়ে লালন এত গভীরে যেতে পারেন গানটি না শুনলে হয়তো বুঝতে পারতাম না।
ফরিদা পারভীন আমার খুব প্রিয় শিল্পী, তার কয়েকটি গান শুনলে আমার আত্মা নরম হয়ে যায়
লালন কন্যা,গান গুলো শুরু তার কন্ঠেই মানায়
এই গানগুলো শুনলে মনে হয় সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়
অপরুপ সুন্দর লালনের বানী
আপনারা হয়ত অনেকেই গানটির অর্থ জানেন না,, তবুও গানটিকে আপন করে নিয়েছেন। আশা করি অর্থ জানার পর গানটির প্রেম এ পরে যাবেন।
এ গানটি এমন কিছু শব্দ বিন্যাস করে তৈরি যা আপাতদৃষ্টিতে একরকম মনে হয় কিন্তু ভিতরে আছে অন্য একটি অর্থ।
রূপক শব্দ প্রয়োগ এবং দেশজ শব্দ ব্যবহার করা হয়েছে।
**"বাড়ির কাছে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে।"
এখানে আরশিনগর বলতে প্রত্যক মানুষ এর মধ্যকার মন (হৃদয়, ) । পড়শি হলো - ঈশ্বর । মানুষের মধ্যেই থাকেন ঈশ্বর।
**"আমি একদিনও না দেখিলাম তারে।"
বহু সন্ধান করেও তাঁর দেখা পাওয়া যায় না। (আত্মস্বত্তা অনুসন্ধান করার সাধনা।)
**"গেরাম বেড়ে অগাধ পানি, তার নাই কিনারা নাই তরণী পারে।"
গেরাম - গ্রাম , বেড়ে -চারিদিকে অগাধ পানি-- অথৈ জল। তরনী-- নৌকা।অর্থাৎ চারিদিকে জল থৈথৈ করছে। অথচ পার হওয়ার মাধ্যম নেই, নৌকা নেই। এর নিগূঢ় অর্থ - বিষয়ের প্রতি বাসনা, মোহ, লোভ যেটাকে এখানে "অগাধ পানি" বলে প্রতীক করা হয়েছে। গেরাম বেড়ে মানে- মনের চারিদিকে । এই বিষয়ের বাসনা মানুষকে ঢেকে রাখে । অথচ সেই অথৈ জল পার হওয়ার উপায় নেই। নৌকা নেই অর্থাৎ মুক্তি নেই।
**"বাঞ্ছা করি দেখব তাঁরে কেমনে সে গায় যাইরে।"
বাঞ্ছা-- ইচ্ছে। ইশ্বর কে দেখার ইচ্ছে করলেও মোহ , বাসনায় মন ঢেকে থাকে তাই সম্ভব হয় না।
**"বলব কী সেই পড়শির কথা, তাঁর হস্তপদ স্কন্ধমাথা নাইরে।""
এখানে ঈশ্বর এর সম্পর্কে জানানো হয়েছে। ঈশ্বর নিরাকার। হাত, পা, কাঁধ, মাথা নেই। সেই কথা বলা হয়েছে।
**"ক্ষণেক ভাসে শূন্যের উপর ( বিশ্বব্রহ্মাণ্ড ),
ক্ষণেক ভাসে নীরে। "
(নীরে) অর্থ - জল।
ঈশ্বর সবখানেই অবস্থান করছেন, তবু তাকে আমরা খুঁজে পাইনা। অনুভব করতে ব্যর্থ হই।
**"পড়শি যদি আমায় ছুঁতো, যম যাতনা সকল যেত দূরে।"
ঈশ্বরের সংস্পর্শে সমস্ত( যম যাতনা) মৃত্যু যন্ত্রনা দূরে চলে যেত, দুঃখ থেকে মুক্তি।
**"সে আর লালন একখানে রয় লক্ষ যোজন ফাঁক রে।"
ঈশ্বর এবং কবির মধ্যে যে দূরত্ব। প্রত্যক মানুষ এর সঙ্গে ঈশ্বর এর যে দূরত্ব অর্থাৎ ইশ্বর আমাদের এত কাছাকাছি থাকেন এমনকি তিনি আমাদের ভিতর ও থাকেন। এত কাছাকাছি থাকলে ও তাঁর সঙ্গে লক্ষ যোজন দূরত্ব। আমরা তাকে পাই না।
এই গানের মানে কি----?, আমি জানি না,-(-------- আমি আমার মতো করে মানে করে নিয়েছি। মানে যেই হোক , আমাদের সময় বদলে গেছে, ১৯৮৪ সালে এই গান শুনেছিলাম এখন ২০২৪ সাল ইউরোপের ছোট একটি দেশে বসে আবার ও সেই গান শুনলাম। কমেন্টেস বের করতে গিয়ে।
কত বার যে শুনেছি গানটা অসাধারণ।।।
A king of Lalun geti Fadidha mam.❤️
অসাধারণ!
অসাধারণ লালন এর গান মন ছুঁয়ে যায়।
লালন একজন জ্ঞানী মানুষ ছিল 😢
আমার সবচেয়ে প্রিয় গান।
জয় গুরু লালন সাইজি
অসাধারণ
moner santi firey asey gaan gulo sunley
Ekbar sunei onar bhokto hoye gelam...
জয় গুরু 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ভালো লাগছে রাথুরার সাগর ঘিওর মানিকগঞ্জ
ManarafanafsahuFaqadarafaRabbahu❤️🕋🌹🇧🇩🇧🇩
Lovely.
❤❤
❤❤❤❤❤❤❤
❤😢
Who is the actual resident speaks the singer about ?
I love you mam 🖤🖤
😅💗
An extra ordinary song it' is difficult to understand the meaning of this song
0
😂jzjhd
অনেক ভাল লাগল ধন্যবাদ আপনাকে
দিন দিন লালন ভক্ত হয়ে যাচ্ছি
Nicesong❤md.saifulislamkhan.munshijong
❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤