@@mdsadek7129 এই চ্যানেলটা ফলো করুন। আপনি নিজেই নিজের অবস্থান বুঝতে পারবেন। ছোট বড় প্রায় ৪০০টা ভিডিও আছে। সংগ্রহ করা আছে আরও হাজারের বেশি ভিডিও। আস্তে আস্তে পাবেন ইনশাআল্লাহ
বুঝলাম না, সবাই হুজুরের উপর হামলে পড়ছে কেন। সে তো নিজের থেকে অর্থ বানায় নাই, অন্য বাউল বিশেষজ্ঞদের রেফারেন্সে কথা বলেছে, তাহলে তাকে গালি দিচ্ছেন কেন? যদি তার রেফারেন্স ভুল থাকে সেটা নিয়ে কথা বলেন। নিজের মতবাদের বিপক্ষে গেলেই গালি দেওয়া তো ঠিক না
Are vai eta kothau bola nei jeta ei apnar huzur bolse apnar huzur shob banaiya banaiya kotha boltase Baul bisheshoggora keu eigula bole nai ami Baul bhokto
আপনার হুজুর ধর্ম কুরআন আর লালনের কোন বালডাই বোঝেনা। ফালতু ধর্ম ব্যবসায়ী। আপনি আপনার হুজুরের পা ধোয়া পানি খান সমস্যা নেই। আপনার হুজুর এমনি এমনি দুনিয়াতে হাজির হয়েছে। কি লজ্জা শীল রে বাবা। ব্যাটা তুই যদি কোরআন বুঝতে তাহলে সন্তানের পিতা হলি কেমনে?
আরে আপনাকে আমি জ্ঞানী ভাবতাম কিন্তু এখন দেখি আপনার মধ্যে কিছু নেই আসলে যার যার জ্ঞান যা দরে আত্নাধিক জিনিস বুঝেন না কেন গবেষণা করতে যান লালন এর আত্নাধিক গান আর গবেষণায় কি লালন গান বুঝা যায় লালন গান বুঝতে আপনার এক জনম যাবে আমরাও লালনের গান শুনি এবং ব্যাখ্যা ও খাটি কই আপনার ব্যাখ্যার সাথে তহ তা মিলে না😊
কিন্তু ভাই, এ কাঠমোল্লারা সত্যিই মুসলিম। এরা তো সারাদিন যাদের থেকে ভিখ্যা করে সংসার চালায়, তাদেরকেই নিয়ে গীবত করে।৷ এ সকল মোল্লাদের বিরুদ্ধে জিহাদ করা উচিৎ।। এরা মুসলিমদের মধ্যে বিরোধ বাধিয়ে নিজের স্বার্থ হাসিল করছে।
সময় গেলে সাধন হবেনা কথা সঠিক,,, আমি যৌবনে যদি ইবাদত না করে, বুড়ো বয়সে কি করতে পারব,, আলহামদু, না বলে বলবো আমসিদ্ধ,,, আপনি এ বিষয় যে দিকে নিবেন সেই দিকে যাবে,,,, যার রুচি যেমন
যারা লালনের গানের গবেশনা করেছেন নিশ্চয় তারা লালনের চেয়ে জ্ঞানী নয়।তারা বিষয় গুলোকে ভিন্ন ভাবে ব্যাখা দিয়েছেন হয়ত।যেৃমন একটা গান আছে খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়।এখানে যদি গবেষকরা খাঁচা বলতে মেয়েদের যৌনপথকে আর পাখি বলতে ছেলেদের পুরুষাঙ্গকে বুঝায় তাহলেই হয়ে গেল কারবার।
আল্লাহ এবং নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে তারাই উত্তম মানুষ। আমরা মুসলমানরা লালনের দর্শনে চলাফেরা করি না, নবীজী বলে গেছেন শেষ জামানায় মানুষ অন্ধ হয়ে যাবে আল্লাহ এবং নবীর আদর্শ ভুলে যাবে।
লালনরে নিয়া কথা বলায় সবার এতো কষ্ট লাগতাছে? যখন আমাদের ইসলামকে ছোট করা হয়, আমাদের প্রিয় নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয় তখন তো কারো এতোটা কষ্ট লাগেনা। সবার মনে রাখা উচিত আল্লাহ তাআলা আমাদের নবীকে অনুসরণ করতে বলেছেন কোনো গায়ককে নয়।
গানটির মূল বক্তব্য হলো, মানুষের আত্মা বা "নিজ সত্তা"ই সত্যিকারের আরশি নগর। এটি আমাদের খুব কাছে, অথচ আমরা সেটি দেখতে পাই না। কারণ আমরা বাহ্যিক জগতে মগ্ন। যদি আমরা আত্মজ্ঞান ও সাধনার মাধ্যমে নিজের মধ্যে তাকাই, তবে নিজের প্রকৃত সত্তা চিনতে পারি। এটি এক আধ্যাত্মিক মুক্তির গান, যেখানে লালন ধর্ম, জাতি বা লিঙ্গের উর্ধ্বে গিয়ে মানুষের আত্মাকে সর্বোচ্চ স্থানে রেখেছেন।
বক্তা খুব জ্ঞানী মানুষ। অনেক ভালো এবং উঁচু মনের মানুষ। কিন্তু লালন ফকিরের গান নিয়ে নেগেটিভ ব্যখ্যা গুলো হুজুরের সঠিক ব্যখ্যা নয়। যদিও আমি লালন ভক্ত নই, তবে কিছুটা জানি লালন সম্বন্ধে। লালন দর্শন মানলেই যে কেউ খারাপ, ঈমান চলে যায়। বেপারটা এমন না।
@@mdsabit6533 হতেও পারে। কিন্তুু ধর্মীও গোড়ামীটা ও তো কোনোদিক দিয়ে কম নয়। দেখা গেলো আমি অনেক সওয়াবের কাজ করছি, কিন্তুু আমার মধ্যে কোনো মানবতা বোধ নাই। ধর্মের দোহাই দিয়ে, আমি উগ্র কিছু কাজ করলাম। তো অন্তত এই ধর্মীয় গোড়ামীর চাইতে লালনত্ব যদি কুফুরীও হয়, তা ও ভালো।
@@JulmotHossen-d3f এমন মানব জনম কি হবে ধর্ম বিভেদ নাহি রবে এই ভবে। মানব ধর্ম পরম ধর্ম সহ আরও অনেক কুফরী কথা। লালন তো মুসলিম ছিল না। শুধু মুসলিমদের প্রতি জীবন বাঁচানো ঋণের কৃতজ্ঞতা স্বীকার করতেই ইসলামী ভেদ বা মারেফতী কথা কাব্য আর গীতি সাধনা করত। লালন মূলত প্রকৃতি পূজারী ছিল যা নাস্তিকতার মৌলিক ধাপ।
আসসালামুয়ালাইকুম স্যার এই সব গান যেহেতু আল্লাহর কালাম নয় তাই মানুষ তার মনের মত করে ব্যাখ্যা করেছেন। সত্যি কথা বলতে কি যে যে ভাবে সেই ভাবেই ব্যাখ্যা করেছেন। এর ভালো দিক বিবেচনা করেও ব্যাখ্যা করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক হেদায়েত দান করুক আল্লাহুম্মা আমিন।
Hum ei lalon giti gulake j jevabe vabbe se vabei. Tai ek ekjoner ek ek bekka.. Jm aroshi nogor bolte ekjon bujaiche manod deher shorbo uccho stan kolob 🙃
নিজেকে অনেক বুদ্ধিমান, মনে করলে আর সবকিছুই আমি জানি, এমনটা মনে করলে যা হয়। লালনের মত একটি গান আপনি লিখে দেখান। ইচ্ছে হলেই সবাইকে ছোট করে কথা বলা যায় না।
সে কার অনুসারী ছিলো। সেতো পাগল হইয়া ধর্মই ত্যাগ করছিলো। সে ছিলো এক মূর্খ। আওলা বাওলা গান গাইছে আর বাংগালী পাগল হয়েগেছে। কোন সাহাবারা বাওলা গান আর মানব ধর্ম করে আল্লাহর অলি হইছে?????????????? সেতো ইসলাম এরি বাইরে ছিলো আবার নাকি ওলি।
ইসলাম শুধু শরিয়ত এর নাম নয়। ইসলাম শরিয়ত, মারেফাত, হাকিকত এই সব গুলার সমষ্টি৷ আপনি শুধু শরিয়ত এর Knowledge দিয়ে লালন এর বিষয়টি বুঝবেন না ভাই ; যেরকম শুধু শরিয়ত এর Knowledge দিয়ে ওয়াইচ কারণিকে কেও বুঝতে পারে নি, সেরকম বিষয় এটি৷
হুজুর আপনার কাছে অনেকেই অনেক প্রশ্ন করে,তার মধ্যে যৌনতা সমর্পকে অনেক প্রশ্ন করে, সেগুলোর উত্তর ও আপনি বুজিয়ে বলেন,ঐসব প্রশ্নের উত্তর দেন কেন,অযথা বদনাম করবে ন না,লালনের ভাষা আপনি আপনার মত বুজেছেন,
কিছু কিছু গানে যৌনের কথা আছে। কিন্তু হুজুর আপনার মনে রাখতে হবে এই যৌন মিলন না হলে আপনেও আসতেন না তাই গুরু লালন সাইজি এটাকে প্রধান্য দিয়েছেন।লালন সাইজির গান নিয়ে গবেষণা করতে হলে আরো কয়েক জনম নিতে হবে আপনার😊
তোর বাবা তোর মারে কখন লাগাইছিল আর তার ফসল তুই ওই গান টা ও তুই গা তোর বাবা মা লাগা লাগি না করলে তো তুই হইতি না আমরা তো তা যানি না তুই তোর গুরুর সাথে তাল মিলিয়ে গা আমরা ও শুনি।
আরে ভাই উনি তো নিজেই বলছেন উনি উনার কথা বলেন নাই বাউল লিডারের কথা রেফারেন্স দিয়ে বলছেন কিভাবে দেশে এরকম ইসলাম বিরোধী অপসংস্কৃতি চলছে দেশের মুসলিম উম্মাহকে সচেতন হওয়ার জন্য বিষয়টি নিয়ে কথা বলছেন।
লালন কোন ধর্মের মানুষ ছিলেন এ ব্যাপারে এই তো আমাদের কাহারো জানা নাই তাহলে তার কথার ব্যাখ্যা দিয়ে আমরা কি করবো আমরা মুসলমান আমাদের জন্য কোরআন এবং হাদিসের ব্যাখ্যায় যথেষ্ট লালনের ব্যাখ্যার কোন প্রয়োজন নেই কারণ লালন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ঊর্ধ্বে দেখেছেন। কিন্তু আমাদের ইসলাম ধর্মের আকিদা বিশ্বাস এর পুরো বিপরীত এজন্য আমরা আল্লাহর রাসূলের তরিকা গ্রহণ করব তাতেই আমাদের ইহকাল পরকাল মুক্তিলাভ করিবে
লালন এর গানে বেসির ভাগ বলা হয়েছে, যৌনো জুলুম থেকে নিজেকে বিরত রাখা। আপনার বুঝা ভুল আছে। আল্লাহ মানুষ সৃস্টি করেছেন ভালোবাসা প্রেম থেকে। তাই লালনের বেসির ভাগ গানে যৌনো বিষয়ে উল্লেখ আছে এ জন্যই যৌনো জুলুম থেকে নিজেকে বিরত রাখার জন্য। এবং আল্লাহ কে ভালোবাসার ও প্রেমের মাধ্যমে মহান আল্লাহ নৈকট্য লাভের জন্য
হুজুরকে গালি দিলাম না,বুজিয়ে বলি-দর্শক ও হুজুরকে বলি লালনের (মনের মানুষ) নামে একটা ছবি আছে,সেটা ইউটিউব থেকে দেখেন,তাহলেই বুজবেন লালনের গানের অর্থ,যৌনতার কথা ও আছে,এবং গানের ভাষায় ও কাহিনিতে মানুষকে মানুষ হওয়ার অনেক কিছু বলেছে,তবে খারাপের দিকে কিছু বলে নি,
বাউল সংগীতের মর্ম উদ্ধার করতে হলে এই সংগীত বিষয়ে যারা বোদ্ধা তাদের ব্যাখ্যাই গ্রহণ করতে হবে। যে কাজটা হুজুর করেছেন। এখানে হুজুরের কোন দোষ নেই। আমাদের ভালো মানুষি মন দিয়ে একে যতই উচ্চ মাকাম দান করি না কেন। এই আউল বাউলগুলা নারীর চিপা চাপা থেকে এখনো বের হইতে পারে নাই।
হুজুর আহমদ উল্যা নিজের গ্যান দিয়ে একটা কবিতা লিখে দিতে বলেন যা দ্বারা মানবের উপকারে আসবে। হাদিস কোরান আল্লাহর আার নবির বানি এগুলো পরে উনার মতন অনেক আহমদউল্যা দেখা যায় কিন্তু দিত্বিয় লালন একজন হয়ে দেখান
বাউল আর লালন এক কথা নয়।মাথায় রাখবেন। আপনার জীবন ছলে যাবে কিন্তু লালনের একটা আধ্যাত্মিক গানের অর্থ আপনি বের করতে পারবেন না। আর যদি অর্থ বের করতে পারেন তাহলে ঐ দিন বুঝতে পারবেন লালন কোন সাধারণ মানুষ নয়।।।
আমাদের নতুন চ্যানেল Subscribe করুন
www.TH-cam.com/@IDealistiix
@@ResalahTheMessage ভালো কিছু উপহার দেন প্লিজ
@@mdsadek7129 এই চ্যানেলটা ফলো করুন। আপনি নিজেই নিজের অবস্থান বুঝতে পারবেন। ছোট বড় প্রায় ৪০০টা ভিডিও আছে। সংগ্রহ করা আছে আরও হাজারের বেশি ভিডিও। আস্তে আস্তে পাবেন ইনশাআল্লাহ
আপনি মিথ্যা বলছেন
গাধা দেখেছি কিন্তু আজ গাধার বাপ কেউ দেখলাম😂😂
বুঝলাম না, সবাই হুজুরের উপর হামলে পড়ছে কেন। সে তো নিজের থেকে অর্থ বানায় নাই, অন্য বাউল বিশেষজ্ঞদের রেফারেন্সে কথা বলেছে, তাহলে তাকে গালি দিচ্ছেন কেন? যদি তার রেফারেন্স ভুল থাকে সেটা নিয়ে কথা বলেন। নিজের মতবাদের বিপক্ষে গেলেই গালি দেওয়া তো ঠিক না
Are vai eta kothau bola nei jeta ei apnar huzur bolse apnar huzur shob banaiya banaiya kotha boltase Baul bisheshoggora keu eigula bole nai ami Baul bhokto
♙ ঘোড়া বুঝ দিছে
ঘোড়া বুঝ দিছে। তাই সবাই হামলে পরছে
ওকে জুতা মারার দরকার
অন্য জন্য লিখছে যে বাউল শিল্পীর দোষ না যে গায় সে অর্থ না জেনে কেন গান গায় এটা অবশ্যই বাউলের দোষ
আপনার হুজুর ধর্ম কুরআন আর লালনের কোন বালডাই বোঝেনা। ফালতু ধর্ম ব্যবসায়ী। আপনি আপনার হুজুরের পা ধোয়া পানি খান সমস্যা নেই। আপনার হুজুর এমনি এমনি দুনিয়াতে হাজির হয়েছে। কি লজ্জা শীল রে বাবা। ব্যাটা তুই যদি কোরআন বুঝতে তাহলে সন্তানের পিতা হলি কেমনে?
আরে আপনাকে আমি জ্ঞানী ভাবতাম কিন্তু এখন দেখি আপনার মধ্যে কিছু নেই আসলে যার যার জ্ঞান যা দরে আত্নাধিক জিনিস বুঝেন না কেন গবেষণা করতে যান লালন এর আত্নাধিক গান আর গবেষণায় কি লালন গান বুঝা যায় লালন গান বুঝতে আপনার এক জনম যাবে আমরাও লালনের গান শুনি এবং ব্যাখ্যা ও খাটি কই আপনার ব্যাখ্যার সাথে তহ তা মিলে না😊
তুমি খুব জ্ঞানের পন্ডিত? আমি বুজতে পারলাম,
শিক্ষিত হাগল পাগল🙄
xrmahadivai6735 কে জে তোরে জন্ম দিছে। এসব হাগল পাগল কোতথেকে আশে। 🤬😈👿
প্রিয় ভাই,
গান ভাজনা তো ভাল কিছু না তাই না।
লালন বেঁচে থাক হাজার বছর ❤❤
লালন ধ্বংস হোক। গাজাখোর মুক্ত পৃথিবীর সূচনা হোক
এই ধরনের অপব্যাখ্যা আপনার সম্মান কমে যাবে লালন একজন বিখ্যাত দার্শনিক। একটা গানের হাজার রকমের ব্যাখ্যা আছে।
আমরা সবাই পাপী; আপন পাপের বাটখারা দিয়ে; অন্যের পাপ মাপি !! ” কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম দিয়ে তো আর র্ধম চলে না
কিন্তু ভাই, এ কাঠমোল্লারা সত্যিই মুসলিম। এরা তো সারাদিন যাদের থেকে ভিখ্যা করে সংসার চালায়, তাদেরকেই নিয়ে গীবত করে।৷ এ সকল মোল্লাদের বিরুদ্ধে জিহাদ করা উচিৎ।। এরা মুসলিমদের মধ্যে বিরোধ বাধিয়ে নিজের স্বার্থ হাসিল করছে।
@BanglaTv-n6v Ek KAZI Nazrul Islam je poriman Haam, Naat likhe gechen sara Alem Ra mile unar ordhek o like Jaan nai.
chudbain public of the world
@@Youoook হায়রে বাঙালি। বিবেকের চাইতে আবেগটাই বেশি কাজ করে আপনাদের
সময় গেলে সাধন হবেনা কথা সঠিক,,, আমি যৌবনে যদি ইবাদত না করে, বুড়ো বয়সে কি করতে পারব,, আলহামদু, না বলে বলবো আমসিদ্ধ,,, আপনি এ বিষয় যে দিকে নিবেন সেই দিকে যাবে,,,, যার রুচি যেমন
ঠিক, যার মানসিকতা যেমন তার ভাবনা চিন্তাও তেমন কি বলেন?
যারা লালনের গানের গবেশনা করেছেন নিশ্চয় তারা লালনের চেয়ে জ্ঞানী নয়।তারা বিষয় গুলোকে ভিন্ন ভাবে ব্যাখা দিয়েছেন হয়ত।যেৃমন একটা গান আছে খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়।এখানে যদি গবেষকরা খাঁচা বলতে মেয়েদের যৌনপথকে আর পাখি বলতে ছেলেদের পুরুষাঙ্গকে বুঝায় তাহলেই হয়ে গেল কারবার।
সহমত ভাই!
হ্যাঁ ভাই আমিও সহমত পোষণ করছি। জয়গুরু জয় লালন সাইজি।@@sibbirehsan6624
ভালো ব্যাখ্যা
আল্লাহ এবং নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে তারাই উত্তম মানুষ। আমরা মুসলমানরা লালনের
দর্শনে চলাফেরা করি না, নবীজী বলে গেছেন শেষ জামানায় মানুষ অন্ধ হয়ে যাবে আল্লাহ এবং নবীর আদর্শ ভুলে যাবে।
جَزَاكَ اللَّهُ خَيْرًا
লালন সাইজি যখন ছিল তখন শেষ জামানা তাহলে এখন কোন জামানা
@@mdtaron5212 সেই অন্ধগুলো আপনারা৷ লালনের চক্ষু ছিল।
তোমার এই ভন্ড মোল্লার, লালনের একটা চুলের যোগ্য হবে না মিয়া।।
বিরাট জ্ঞানী লোক আপনি আপনার জ্ঞানের জানাজা অনেক আগেই হয়েগেছে বাকি আছে শুধু চাপাটা।
একটা শব্দের অনেক অর্থ হয়। আল্লাহ্ সবাইকে সঠিক ও ভালো অর্থ বোঝার তৌফিক দাও। আমিন
না ভাই, হুজুর ঠিক বলেছেন।
আরে ব্যাটা তুই বাউলের বইগুলো পইরা দেখ। এগুলো ইং সব
হুজুররা যে কত ভাল তা,মাদ্রাসা গুলোতে দেখা যায়।যেমন:সমকামীতা
আপনি তাহলে কি বোঝাতে চাচ্ছেন? মোনাফেক হওয়ার ইচ্ছা আছে নাকি?
তোদের থেকে অনেক ভালো হুজুররা ভালো দেখেই একটু দোষ হলে তাদের নামে এত বদনাম
নিজেদের দোষ ঢাকতে ললন সন্তানরা আলেমদের দিয়ে আঙ্গুল তুলে।
হায় আফসোস জ্ঞান থাকা সত্ত্বেও মসজিদ এর বিপক্ষে কথা বলে
@@rafelrtr4107Kotha seta na,Jei huzurgula erokom kaj kore Oder Sasti dilei madrassa sundor thake
লালনরে নিয়া কথা বলায় সবার এতো কষ্ট লাগতাছে? যখন আমাদের ইসলামকে ছোট করা হয়, আমাদের প্রিয় নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয় তখন তো কারো এতোটা কষ্ট লাগেনা। সবার মনে রাখা উচিত আল্লাহ তাআলা আমাদের নবীকে অনুসরণ করতে বলেছেন কোনো গায়ককে নয়।
রাইট ❤❤❤❤❤
নবী এখন কোথায় আছে।
আপনি কাম নিয়ে ব্যস্ত আছেন হুজুর
Moja paisi😅
তুই গাঁজা নিয়ে ব্যাস্ত নাকি
এই ছাগলে কদ্দুর পড়া লেখা করছে বুঝা গেছে...।।
লালন ধ্বংস হোক। গাজাখোর মুক্ত পৃথিবীর সূচনা হোক
হুজুর বই গুলা কোথায় পাবো, আমারও খুব, রিসার্চ করার ইচ্ছ,আমার বাসার আশেপাশের মানুষদের কাছে এগুলা তুলে ধরবো
যারা এই সমস্ত ব্যাখ্যা দিয়েছে সবগুলা গাঁজাখোর। গাঁজাখোরদের ব্যাখ্যা যারা প্রচার করে তারা আরেক গাঁজাখোর।
লালন কি গাঁজাখোর মানসিক অসুস্থ ছিল নাকি?
কুশটিয়া লালনের মাজারে পাবেন
আহাম্মদুল্লার মন যেমন,তার ধারনাও তেমন।
লালনের ব্যাপারে আমি আগেও শুনসি, এরা মারাত্মক নিকৃষ্ট
লালন যে সত্যি লুচ্চা ছিলো।
এটা তো সবাই জানে।
তাই না ভাই
না টেনে শুরুটা দেখ বাবা লালন বিশেষজ্ঞের বই এর পৃষ্ঠা থেকে অনুবাদ দিচ্ছে।
apni aktu bolnto atar bekkha
@@mhasan8918গাধা দেখেছি কিন্তু আজ গাধার বাপ কেউ দেখলাম😂😂
আহমাদুল্লাহ হুজুর বাউলদের সম্পর্কে যথাযথ বলেছেন আমি তার সাথে একমত । ✅
গানটির মূল বক্তব্য হলো, মানুষের আত্মা বা "নিজ সত্তা"ই সত্যিকারের আরশি নগর। এটি আমাদের খুব কাছে, অথচ আমরা সেটি দেখতে পাই না। কারণ আমরা বাহ্যিক জগতে মগ্ন। যদি আমরা আত্মজ্ঞান ও সাধনার মাধ্যমে নিজের মধ্যে তাকাই, তবে নিজের প্রকৃত সত্তা চিনতে পারি। এটি এক আধ্যাত্মিক মুক্তির গান, যেখানে লালন ধর্ম, জাতি বা লিঙ্গের উর্ধ্বে গিয়ে মানুষের আত্মাকে সর্বোচ্চ স্থানে রেখেছেন।
বক্তা খুব জ্ঞানী মানুষ। অনেক ভালো এবং উঁচু মনের মানুষ।
কিন্তু লালন ফকিরের গান নিয়ে নেগেটিভ ব্যখ্যা গুলো হুজুরের সঠিক ব্যখ্যা নয়।
যদিও আমি লালন ভক্ত নই, তবে কিছুটা জানি লালন সম্বন্ধে।
লালন দর্শন মানলেই যে কেউ খারাপ, ঈমান চলে যায়। বেপারটা এমন না।
লালন ও লালনত্ব কুফরী।।।।
@@mdsabit6533 হতেও পারে। কিন্তুু ধর্মীও গোড়ামীটা ও তো কোনোদিক দিয়ে কম নয়।
দেখা গেলো আমি অনেক সওয়াবের কাজ করছি, কিন্তুু আমার মধ্যে কোনো মানবতা বোধ নাই। ধর্মের দোহাই দিয়ে, আমি উগ্র কিছু কাজ করলাম।
তো অন্তত এই ধর্মীয় গোড়ামীর চাইতে লালনত্ব যদি কুফুরীও হয়, তা ও ভালো।
@@mdsabit6533
A kothar Kono upojukto proman nai
@@JulmotHossen-d3f এমন মানব জনম কি হবে ধর্ম বিভেদ নাহি রবে এই ভবে। মানব ধর্ম পরম ধর্ম সহ আরও অনেক কুফরী কথা। লালন তো মুসলিম ছিল না। শুধু মুসলিমদের প্রতি জীবন বাঁচানো ঋণের কৃতজ্ঞতা স্বীকার করতেই ইসলামী ভেদ বা মারেফতী কথা কাব্য আর গীতি সাধনা করত। লালন মূলত প্রকৃতি পূজারী ছিল যা নাস্তিকতার মৌলিক ধাপ।
আমাদের দেশে মুর্খ মানুষ ওয়াজ করে।
লালন একজন মূর্খ লোক ছিল তার কবিতা গান পড় সেটা কি জান
তিনি তো নিজের মন মতো বানায় কথা বলে নাই। আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পিলিজ
www.TH-cam.com/@IDealistiix
বুঝলে বুঝ কথা , না বুঝলে তেজ পাতা , যেমন মন তেমনি বুঝ
লালন ধ্বংস হোক। গাজাখোর মুক্ত পৃথিবীর সূচনা হোক
অসংখ্য ধন্যবাদ আহমাদুল্লাহ সার কে ❤❤❤❤❤❤❤❤❤
আসসালামুয়ালাইকুম স্যার এই সব গান যেহেতু আল্লাহর কালাম নয় তাই মানুষ তার মনের মত করে ব্যাখ্যা করেছেন।
সত্যি কথা বলতে কি যে যে ভাবে সেই ভাবেই ব্যাখ্যা করেছেন। এর ভালো দিক বিবেচনা করেও ব্যাখ্যা করা যায়।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক হেদায়েত দান করুক আল্লাহুম্মা আমিন।
Hum ei lalon giti gulake j jevabe vabbe se vabei.
Tai ek ekjoner ek ek bekka.. Jm aroshi nogor bolte ekjon bujaiche manod deher shorbo uccho stan kolob 🙃
আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসে যৌনতা বিষয়ক কিছু নাই
Abal kothakar
হুজুরের প্রত্যেকটা কথা রাইট। আমিও এগুলা নিয়ে গবেষনা করেছি। যদি কেও নিয়ে এগুলা নিয়ে বসতে চান তাহলে রিপ্লায় দিয়েন
সময় গেলে সাধন হবে না কথাটা আপনি যেভাবে নিবেন সেই ভাবেই যাবে ভালো বুঝলে ভালো খারাপ বুঝলে খারাপ যুক্তি সব দিকে নেওয়া
نِسَآؤُكُمۡ حَرۡثٌ لَّكُمۡ ۪ فَاۡتُوۡا حَرۡثَكُمۡ اَنّٰی شِئۡتُمۡ ۫ وَ قَدِّمُوۡا لِاَنۡفُسِكُمۡ
তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র। অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করিতে পার। তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য কিছু করিও
-2:223
এটা আসলেই সত্যিই
হলে এখানে সমস্যার কি আছে ??
এটা স্ত্রীদের ক্ষেত্রে বলা হয়েছে, পরনারীর ক্ষেত্রে কি বলেছেন তা জানুন। দৃষ্টি অবনত করতে বলা হয়েছে।
Bidharmi narider janya bala hoini.
নিজেকে অনেক বুদ্ধিমান, মনে করলে আর সবকিছুই আমি জানি, এমনটা মনে করলে যা হয়। লালনের মত একটি গান আপনি লিখে দেখান। ইচ্ছে হলেই সবাইকে ছোট করে কথা বলা যায় না।
আপনিতো আরো বড়ো বা*পাকনা
উনিতো বলতেছেনই যে এই কথাগুলা উনার না।
বাউল বিষারদ দের কথা। @lailatarek
কানের ডাক্তার দেখান।@
ভাই মৌলবী তো ঠিক কথা বলেছে। ইবলিশের মত ভুল ধরার চেষ্টা করছেন কেন?
@@RaushonRaushon-e5bউনি মনে হয় ইবলিশের খালাতো ভাই।
এখানে হুজুর নিজে কোনো কথা বলে নাই বিশেষজ্ঞরা যা বলেন তাই বলছে।
@@RaushonRaushon-e5bmanush ke iblish bolo ken vai
হুজুরের সাথে কে কে একমত তারা লাইক করো, লালন গানের অর্থ অনেক খারাপ আমি আগে থেকেই জানি
ওরে আমার বুদ্ধিমান প্রাণী পৃথিবীর সব কিছু তেই ব্যাখ্যা করতে চাই, আহাম্মক
অরে আরেক পন্ডিত। মাথায় কি গু আছে তদের।এদের বেশির ভাগিই, বদমাইশি....।
আপনি বাউলদের পরি ভাষা বুঝেন
না জেনে ভুল কথা বলা ঠিক না,,লালনের গানের কথা যে যেভাবে নিবে সেভাবেই যাবে
আপনি কি বুঝাইতেছেন ব্যাখ্যা করেন
ইন্না-লিল্লাহ কমেন্ট পড়ে আমার গা শিউরে উঠলো। মানুষের ভিতর একি 😢
মোল্লা খানকির পোলা এত সুন্দর আধ্যাত্মিক গানের অর্থগুলা না বুঝে অশ্লীলতা খুঁজে আর আমি একটা বকা দিলেই দোষ
@@mdmirajulislam3547 আহামাদুল্লা মিথ্যা কথা বলেছেন বাটপার
@@md.shohidulislam6315আরে গাঞ্জাখোর 🤣🤣🤣🤣🤣🤣
Ghode Manush karo
যেই লালন ব্যক্তি হেদায়েতের পথে ছিল না তার কথায় আবার কিসের হেদায়েত
মূর্খ আপনি
আপনি সত্য কথা বলেছেন ভাই🙂
হুজুর আপনি অপব্যাক্ষা দিয়েছেন
ঘৃণা করি আপনাকে
ওকে, তোর গৃনার মাইরে সুদি
আপনি ওনার কথা বাল বুঝেছেন 😂
একজন বাউলের জন্য একজন আলেমকে ঘৃণা করছেন। নাম এ মুসলিম লাগলো, বাট এরকম ধ্যান দর্শন থাকলে কালেমা জুটবেনা মরণের সময়।
সে অপব্যাখ্যা দিছে নাকি বাউল বই দেখে বলছে? অপব্যাখ্যা বাউল বইতে লিখছে কেন? আর লালনের সিনেমাতো দেখছি , ওদের কাজকর্ম বইর সাথে মিল আছে।
মূর্খ আসছে আইনস্টাইন হইতে
আমি যদি ভালো মনের মানুষ হই । তাহলে তো আমি অন্য দিকে যেতে পারি যেমন ধর্ম কর্ম , সামাজিক বৈধ কর্মকাণ্ড, ঠিক কি না?
লালন সাঁইজির কথার অর্থ বুঝতে হলে 12 বছর মোরাকাবায় থাকা লাগবে
মোরা কাবা করে শয়তান হাসিল করে লালন মালউনরা।
হোলের গল্প কও !
জৌনতার কথা তো আপনাদের মুখে সুনি
আব্দুল্লাৱ জ্ঞান এত কম ভাবতেও অবাক লাগে
ওহাবী কওমি
th-cam.com/video/6dvGMiIhGKU/w-d-xo.htmlsi=3Rua1k67bF8Izt3B
তুই মুর্খ
হুম
তুই অপব্যাখ্যা করলি❤
এই সব অথ তুই কিছু বুঝতে পারবি না
আপনি বাউলদের পরি ভাষা বুঝেন তাদের লেখা ভাষার বই পরুন 😮
প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে--আইজ্যাক নিউটন
আপনার থেকে লালন আল্লাহ র কাছে অনেক বেশি সন্মানিত মানুষ। আমার বক্তব্যকে পাগলমি মনে হলেও আমার বক্তব্যই সঠিক
আপনি সঠিকটা প্রমাণ সহ বলেন আমরাও জানি
আবাল 😂
@@ResalahTheMessageআপনারা দেখান দেখি প্রপান সহ,
কালি তো অন্যের উপর বিত্তে কইরা বইলা দিলেন
সে কার অনুসারী ছিলো। সেতো পাগল হইয়া ধর্মই ত্যাগ করছিলো। সে ছিলো এক মূর্খ। আওলা বাওলা গান গাইছে আর বাংগালী পাগল হয়েগেছে। কোন সাহাবারা বাওলা গান আর মানব ধর্ম করে আল্লাহর অলি হইছে?????????????? সেতো ইসলাম এরি বাইরে ছিলো আবার নাকি ওলি।
ইসলাম শুধু শরিয়ত এর নাম নয়। ইসলাম শরিয়ত, মারেফাত, হাকিকত এই সব গুলার সমষ্টি৷ আপনি শুধু শরিয়ত এর Knowledge দিয়ে লালন এর বিষয়টি বুঝবেন না ভাই ; যেরকম শুধু শরিয়ত এর Knowledge দিয়ে ওয়াইচ কারণিকে কেও বুঝতে পারে নি, সেরকম বিষয় এটি৷
ও ভাই, যৌনতা কোথায় নাই??😂😂
একজন মুচি জদি গেনি হয় তার চরনের দাসি হওয়া উচিত আর একজন ওগেনি জদি আলেম হয় তার কাছে জাওয়া পাপ
তাই লালন একজন গেনি সাধক আপনি আলেম হোয়ে কি আর বুজবেন
😃😃😃😃
আরে ভাই তুই তো বাংলায় ঠিক করে লিখতে পারস না, তুই আবার এগুলা লইয়া ফাল পাড়তাছিস কেন
Ferawn joto geni hok Kono lab nai
Goo khaite joto Moja hok ta haram
লালন যে আপনার ঈশ্বর 😂
নিজের চরিত্র যে রকম সেই রকম মনোভাব তৈরি হওয়া টাই সাভাবিক।
হুজুর আপনার কাছে অনেকেই অনেক প্রশ্ন করে,তার মধ্যে যৌনতা সমর্পকে অনেক প্রশ্ন করে, সেগুলোর উত্তর ও আপনি বুজিয়ে বলেন,ঐসব প্রশ্নের উত্তর দেন কেন,অযথা বদনাম করবে ন না,লালনের ভাষা আপনি আপনার মত বুজেছেন,
এখানে হুজুর নিজে কোনো কথা বলে নাই বিশেষজ্ঞরা যা বলেন তাই বলছে।
তুমি তো বড় পাকনা
কি বলতে চাও
তিন পাতা মুখস্থ বিদ্যা দিয়ে যদি লালনের গান বিশ্লেষণ করতে আসে তাহলে এমন ব্যাখ্যাই হবে
আপনি নিজে যা জানেন না, অন্যের বেক্ষাতে আপনার কেন জ্বলে, পারলে আপনি বিশ্লেষণ করে দিয়েন, আপনিই মনে হয় লালন ভক্ত,
চোদনা তুই কি তিনপাতা মুখস্ত করে ওনার জায়গায় এসে দেখা?
তাহলে আপনি সঠিক ব্যাখ্যা দিয়ে একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও ক্লিপ বানান
তিন পাতা বই না পড়ে তুমি, একটা লাইব্রেরী সমান বই পড়ে আসল ব্যাখ্যা বিশ্লেষণ করো।
আজগবী সরিফের কথা পেশ করলেন আমাদের মাঝে।
🥴🥴
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 দুই টাকার মূল্য কি বুঝবে
খুবই সুন্দর ব্যাখ্যা।
যৌনতাকে সম্মান দেখাতে হবে, মানুষ সৃষ্টির, হুজুর সৃষ্টির, আলেম সৃষ্টির কারখানা
Sheta dosh joner maje poshar kore noi ok
ওই কি কস
আহম্মক দর্ম বিক্রি করে না খেয়ে কর্ম করে খায়। না হলে সময় গেলে সাধনা হবে না।
হুজুর যা কিছু বলেছেন সবই ঠিক আছে।
যেমন জামাত হেফাজত শিবির মুখে বলে এক অন্তরে ধারণ করে আরেক
কিছু কিছু গানে যৌনের কথা আছে। কিন্তু হুজুর আপনার মনে রাখতে হবে এই যৌন মিলন না হলে আপনেও আসতেন না তাই গুরু লালন সাইজি এটাকে প্রধান্য দিয়েছেন।লালন সাইজির গান নিয়ে গবেষণা করতে হলে আরো কয়েক জনম নিতে হবে আপনার😊
হুজুর তো নিজে থেকে কিছু বলেননি, রেফারেন্স দিয়েই কথা বলেছেন। যৌনতা থাকলে তা স্বীকার করে নিলেই তো হয়। কিন্তু ভিন্ন নামে কেন উপস্থাপন হবে?
তুমি ও গাউ অই গানটা যে তোমার বাবা তোমার মাকে কিভাবে লাগাইছে আর তুমি তার ফসল অই গানটা বল আমরা সুনতে ইচ্ছুক।।।মাদার বোর্ডের বাচ্চা মারাদ চো__।
তোর বাবা তোর মারে কখন লাগাইছিল আর তার ফসল তুই ওই গান টা ও তুই গা তোর বাবা মা লাগা লাগি না করলে তো তুই হইতি না আমরা তো তা যানি না তুই তোর গুরুর সাথে তাল মিলিয়ে গা আমরা ও শুনি।
আল্লাহ সবাইকে বুজার তৌফিক দেন 😢😢
আমিন
বোকা চোদা @@ResalahTheMessage
তোদো কোন লেখাপড়া আছে। তোরা তো কমর্জীবি ই না, যাকাত ফেত্রা খায়া বাচছ তোরা কিভাবে বুঝবি। তোর শায়েখের শিক্ষাগত যোগ্যতা কি???
All right
নিজের প্রফাইলটা ঠিক করেন আপু। আপনার প্রফাইলের বেপর্দা ছবি টা বদলান
হুজুর আপনার মতো এই রকম আলেমের কাছে এই উল্টো পাল্টা তত্ত বক্তব্য আশা করে নাই দেশের মানুষ
তুমি গাঁজা খাইছো। তাই হুজুর বিরোধী।
আরে ভাই উনি তো নিজেই বলছেন উনি উনার কথা বলেন নাই বাউল লিডারের কথা রেফারেন্স দিয়ে বলছেন কিভাবে দেশে এরকম ইসলাম বিরোধী অপসংস্কৃতি চলছে দেশের মুসলিম উম্মাহকে সচেতন হওয়ার জন্য বিষয়টি নিয়ে কথা বলছেন।
ঠিকই তো বলেছে রেফারেন্স দিয়ে বলেছে।
Ziaur apnar ki gaye lagse😂
মন যেমন ব্যাখ্যা তেমন
কোন অর্জন কে ভিন্ন পথে পরিচালিত করতে মানুষের
মনের ব্যাখা কে বিপথে নিতে এমন আলোচনা মনে হয়।
লালন কোন ধর্মের মানুষ ছিলেন এ ব্যাপারে এই তো আমাদের কাহারো জানা নাই তাহলে তার কথার ব্যাখ্যা দিয়ে আমরা কি করবো আমরা মুসলমান আমাদের জন্য কোরআন এবং হাদিসের ব্যাখ্যায় যথেষ্ট লালনের ব্যাখ্যার কোন প্রয়োজন নেই কারণ লালন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ঊর্ধ্বে দেখেছেন। কিন্তু আমাদের ইসলাম ধর্মের আকিদা বিশ্বাস এর পুরো বিপরীত এজন্য আমরা আল্লাহর রাসূলের তরিকা গ্রহণ করব তাতেই আমাদের ইহকাল পরকাল মুক্তিলাভ করিবে
Allah Tumhen Hidayat Dan karo
লালন জন্মগত ভাবে হিন্দু ছিল!
লালন এর গানে বেসির ভাগ বলা হয়েছে, যৌনো জুলুম থেকে নিজেকে বিরত রাখা। আপনার বুঝা ভুল আছে। আল্লাহ মানুষ সৃস্টি করেছেন ভালোবাসা প্রেম থেকে। তাই লালনের বেসির ভাগ গানে যৌনো বিষয়ে উল্লেখ আছে এ জন্যই যৌনো জুলুম থেকে নিজেকে বিরত রাখার জন্য। এবং আল্লাহ কে ভালোবাসার ও প্রেমের মাধ্যমে মহান আল্লাহ নৈকট্য লাভের জন্য
কীযে ব্যাখ্যা দিলো
রাইট
আলহামদুলিল্লাহ।
খুব চমৎকার বিশ্লেষণ। তাঁর মতো জ্ঞানগর্ব বিশ্লেষণ খুব কম লোকই করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে হিদায়েত দান করুক। আমীন।
হুজুর ! জণ্ম আমার শুধুই যৌনতায় তবে তা সৃষ্টি সুন্দরের প্রত্যাশায় হলে যৌক্তিক ।
রিফারেন্স গুলা দেওয়ার জন্য হুজুরকে অসংখ্য ধন্যবাদ
আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে সঠিক বুঝবার তৌফিক দান করুক
আমিন আমিন
আল্লাহ এই আলেমের হেদায়েত দান করুক। না বুঝে কথা বলবেন না। লালন সম্পর্কে আপনার এখনো জ্ঞান হয়নি
সত্য কথা কম মানুষই গ্রহণ করে
সাইজিকে যদি সবাই বুঝতে পারে তাহলে ওনাদের বিজনেস বন্ধ হয়ে যাবে
লালন থেকে আলেমদের সম্মান হাজার গুণ বেশি 😊
এই যে ভাই আপনাকে বলছি উনি তো রেফারেন্স দিয়ে কথা বলতেছে উনাকে এভাবে আক্রমণ করতেছেন কেন?
হুজুরকে গালি দিলাম না,বুজিয়ে বলি-দর্শক ও হুজুরকে বলি লালনের (মনের মানুষ) নামে একটা ছবি আছে,সেটা ইউটিউব থেকে দেখেন,তাহলেই বুজবেন লালনের গানের অর্থ,যৌনতার কথা ও আছে,এবং গানের ভাষায় ও কাহিনিতে মানুষকে মানুষ হওয়ার অনেক কিছু বলেছে,তবে খারাপের দিকে কিছু বলে নি,
ভাই যৌনতার কথা বাদ দেন ইসলামে বাদ্য বাজনা হারাম
... যারা সাধক ...তাদের মতে,,,
মাসে এক বার ..বছরে বারো ..পারলে তার চেয়ে কম যেও..
আপনার কথা সঠিক না।। আরো অনেক কিছু বলার ছিলো সামনে পাইলে বলবো জা্্্্্্্্ বা্্্্
তোরা মূর্খের বাচ্চা😡 লালন গীতি তোদের বাপ
হুজুর তো নিজে থেকে কিছু বলেননি, রেফারেন্স দিয়েই কথা বলেছেন
@@ResalahTheMessageওর রেফারেন্সের খেতা পোরি শালা বদমাইশ বক্তা ওর ওয়াজ মানুষ শুনে কি ভাবে বুঝে আসেনা,
আপনি ৪ লাইন বেশি বোজেন।। নিজে ভালো করে বুজার চেষ্টা করেন
@@ResalahTheMessageতারে সামনে আনলনা কেন
তোমার এ জ্ঞান দিয়ে ইসলাম বুঝাই ও না এতে আমাদের ইসলামের খতি হবে
আমি আপনাকে জ্ঞানী ভাবছিলাম কিন্তু এখন দেখি বাংলা ভাষার অর্থই বোঝেন না
তুমি খুব বুঝতে পারছো আবাল,,,,,কোথাকার
লালন পূজারি নাকি?
আপনি পাবনা পাগলা গারদে যান
কেমনে বোঝেন না
বেশি বুঝেন বলেই তো রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে বেশি নাড়ী
Dhur ki theke ki bolen?
হায় আফসোস মানুষ কি মনে করে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে আল্লাহ হিসাব নিবেন না। সূরা আল কিয়া মাহ
লালন সংগীত রবীন্দ্র সংগীত বোঝার জন্য আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন
বুঝদারদের ভাষা দিয়েই ত রেফারেন্স দিয়েছেন
আমাদের ভিন্নধর্মী চ্যানেলে আমন্ত্রণ,
দেখুন মন্তব্য করুন, সমালোচনা করুন
www.TH-cam.com/@IDealistiix
আপনার এই বিষয়ে পড়াশোনা শূন্যের কাছাকাছি।
আপনি তো অন্যের ভুল নিয়ে ব্যস্ত আছেন ভুলের বস্তা নিয়ে ঘুরতেছেন
তোদের মতো মাজারপুজারিদের বিজনেস বন্ধ তাই।
Uneducated
ভাই দাড়ি তো খুব সুন্দর লাগিয়েছেন। মৌলভীর ভুল ধরছেন কেন? কোরআন হাদিসের গবেষক হলে মানুষকে শোধরানোর বক্তব্য তো করবেই, এতে আপনি মৌলভীকে অন্য চোখে দেখছেন কেন?
@@RaushonRaushon-e5bএগুলো হচ্ছে মানুষরূপে শুকর
Tui akane kano ascci tui tor kaj kor abul
Thanks a lot for right speech
ধন্যবাদ হুজুর আপনাকে
সময় গেলে সাধন হবেনা,, আমি লালনের অন্ধ ভক্ত
ধন্যবাদ শায়েখ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক।
جَزَاكَ اللَّهُ خَيْرًا
হুজুর আপনি অনেক ভালো জানেন। শরিয়ত এরপর তরিকত হাকিকত মারেফাত। আছে তো ? আগে ঐ ক্লাস করেন পড়েন জানেন তারপর এখানে আসেন। কে বলেছে এসব ভুল ব্যাখ্যা দিতে ।
হুজুর তো নিজে থেকে কিছু বলেননি, রেফারেন্স দিয়েই কথা বলেছেন
আরে ভাই তাহলে তুই হাকিকত মারেফাত বিষয়ে বল।।। আমি শুনবো
সময় গেলে আর মানুষ হইতে পারবি না। সময় থাকতে মানুষ হ
Humm. Khub e imortant alocona.
মিলন হবে কতদিনে, এটা সম্পর্কে বলেন?
Milon shobder Ortho janen apni?
আপনি,,,খুব কমদামি মুসলমান হুজুর।।।।
সময় গেলে সাধন হবে না,,,
এটার বেক্ষ্যা যেভাবে দিলেন এটা মানতে পারছি না
মানতে হবে 🙂
সেতো রেফারেন্স দিয়েই বলছে, আপনি গিয়ে চেক করে দেখেন ঠিক আছে কিনা
আজাইড়া খারাপ ব্যাখ্যা করছে। এই হুজুরকে চালাক মনে করেছিলাম, এটাও দেখছি গাধা।
1:43 1:43 অর্থ তুমি কিভাবে বুঝবা মোল্লা হইয়া এত বড় কথার তুমি তো মোল্লা হুজুর তুমি যে তোমাকে হুজুর বলে ভুল হবে
বাউল সংগীতের মর্ম উদ্ধার করতে হলে এই সংগীত বিষয়ে যারা বোদ্ধা তাদের ব্যাখ্যাই গ্রহণ করতে হবে। যে কাজটা হুজুর করেছেন। এখানে হুজুরের কোন দোষ নেই।
আমাদের ভালো মানুষি মন দিয়ে একে যতই উচ্চ মাকাম দান করি না কেন। এই আউল বাউলগুলা নারীর চিপা চাপা থেকে এখনো বের হইতে পারে নাই।
সব দোষ হুজুরের
সময় গেরে সাধন হবে না এটার অর্থ সময গেলে তর এবাদত হবে না
সব বেপারে নাক গলাতে নেই মূখ্য মানব।। সাইজী কে তা বুজতে হলে দিব্য জ্ঞান থাকতে হবে
তরে জদি পাইতামরে বেটা
হুজুর আহমদ উল্যা নিজের গ্যান দিয়ে একটা কবিতা লিখে দিতে বলেন যা দ্বারা মানবের উপকারে
আসবে। হাদিস কোরান আল্লাহর
আার নবির বানি এগুলো পরে
উনার মতন অনেক আহমদউল্যা
দেখা যায় কিন্তু দিত্বিয় লালন একজন হয়ে দেখান
তিনি তো নিজের মন মতো বানায় কথা বলে নাই
www.TH-cam.com/@IDealistiix
May Allah bless him.
ব্যাখা ভুল
আপনি তাহলে আসল ব্যাখ্যা দেন অ্যালবার্ট আইনস্টাইন
হুজুর তো নিজে থেকে কিছু বলেননি, রেফারেন্স দিয়েই কথা বলেছেন
বেটা সময় থাকতে আমল করতে বলেছে
হুজুরের কথা একদম ঠিক আছে। আপনি ঠিক কথাই বলছেন ধন্যবাদ আপনাকে সত্য কথা জানিয়ে দেয়ার জন্য ❤❤❤❤❤
যা হোগা চাট
বিশ্লেষণ একেবারে খারাপ না। তবে গানের মানে যে যেটা ভেবে নেয় তার কাছে সেটাই।
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ❤❤❤
তোমার চরিত্র অনুযায়ী কথা বললা তোমার চরিত্র যেমন আলোচনা তেমন মানুষ এত নির্লজ্জ হয় ছি
আপনার ক্ষমতা নাই লালনের গানের মর্মার্থ বোঝার।
জাজাকাল্লহ এভাবে সহজ সরল মানুষদের বুজিয়ে দেয়ার জন্য যাতে তারা বাউলদের গানের বিরোদ্ধে থাকে,অ
جَزَاكَ اللَّهُ خَيْرًا
বাউল আর লালন এক কথা নয়।মাথায় রাখবেন। আপনার জীবন ছলে যাবে কিন্তু লালনের একটা আধ্যাত্মিক গানের অর্থ আপনি বের করতে পারবেন না। আর যদি অর্থ বের করতে পারেন তাহলে ঐ দিন বুঝতে পারবেন লালন কোন সাধারণ মানুষ নয়।।।
There is a verse " First of all a group of 'Alem' will be go to the Jahannam".
But why?
অবশেষে কোরআন রেখে গান নিয়ে গবেষণা চলছে। ভালো ভালো খুবই ভালো।হেতে মিথ্যুক আজ এক কথা কাল এক কথা।
তোর মত শয়তান ওনার কথা বুঝতে পারবেনা
হুজুর আপনাকে অনেক ধন্যবাদ
جَزَاكَ اللَّهُ خَيْرًا
হুজুর কে ধন্যবাদ সঠিক ইতিহাস তুলে ধরার জন্য
جَزَاكَ اللَّهُ خَيْرًا
ভুয়া ব্যাখ্যা