বেণীমাধব by গৌতম হালদার /Benimadhab by Goutam Halder

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024

ความคิดเห็น • 272

  • @girishsutradhar7176
    @girishsutradhar7176 5 วันที่ผ่านมา +31

    অনেক দিন কবিতা আবৃত্তি করি, এটা আমার খুব পছন্দের একটা কবিতা, অনেক মঞ্চেই করেছি, পুরস্কারও পেয়েছি। তবে এই ভিন্ন রকমের উপস্থাপনা খুব সুন্দর লাগলো।

  • @mongalbar3436
    @mongalbar3436 วันที่ผ่านมา +1

    অপূর্ব অসাধারণ যতো বার শুনি আমি তত বার আবার শুন তে ইচ্ছা করে । জানি না কেনো এতো সমালোচনা করা হচ্ছে ।বেণীমাধব কবিতা টি অনেকের কণ্ঠে শুনেছি তবে গৌতম বাবুর আবৃতি গায়ে কাঁটা দেয়।

  • @nupursuravi
    @nupursuravi 4 วันที่ผ่านมา +7

    অসাধারণ, কবিতাটি চোখের সামনে যেন ফুটিয়ে তুললেন, উনি জাত শিল্পী,অসাধারণ শিল্পত্বের প্রমাণ রাখলেন🙏

  • @asimkumarbatabyal3849
    @asimkumarbatabyal3849 7 วันที่ผ่านมา +30

    গায়ে কাঁটা দিলো।এটাই সব চেয়ে বড় কথা।চেনা ছক থেকে বেরনো ও হৃদয়ের কাছে আবেদন ...এটাই শিল্পীর সাধনা।

  • @kakalimukherjee1363
    @kakalimukherjee1363 2 วันที่ผ่านมา +1

    অসাধারণ। খুব ভালো লাগলো।বার বার শুনতে ইচ্ছে করছে।

  • @snigdhasen2995
    @snigdhasen2995 2 วันที่ผ่านมา +1

    অপূর্ব উপস্থাপনা। একদম অন‍্য অনুভূতি।

  • @sisirpathak2033
    @sisirpathak2033 วันที่ผ่านมา +1

    বেণীমাধব শুনে এবং দেখে অনেক সমালোচনা হচ্ছে কিন্তু আমার ভালোই লাগলো।চেনা ছকের বাইরে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্যে শিল্পীকে ধন্যবাদ।

  • @PkMallik-qm9ux
    @PkMallik-qm9ux 9 ชั่วโมงที่ผ่านมา

    অসাধারণ উপস্থাপনা। এটা ওনার পক্ষেই সম্ভব। এই উপস্থাপনা বোঝা সবার পক্ষে সম্ভব নয়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। 🙏

  • @ShunyoKumar
    @ShunyoKumar 6 วันที่ผ่านมา +11

    অসাধারণ উপস্থাপনা। প্রশংসা করার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না

  • @bong_arup
    @bong_arup 13 ชั่วโมงที่ผ่านมา

    সাহিত্য উনি ফুটিয়ে তুলেছেন মনের ভাবাবেগ দিয়ে । সমালোচনা তারাই করে যাদের যোগ্যতা থাকে না। অসাধারণ লাগলো 😊 বার বার শুনতে ইচ্ছে করে।

  • @mridulsarkar8126
    @mridulsarkar8126 2 วันที่ผ่านมา +1

    কে কী বললেন জানিনা।
    অপূর্ব , অসাধারণ 🙏🙏
    নাটক, কবিতা,গান--------সব একসাথে একাকার হয়ে গেছে।
    নতুন format ¡
    খুব ভালো লাগলো।

  • @sanghamitrakar_mxn_blr
    @sanghamitrakar_mxn_blr 8 วันที่ผ่านมา +45

    অন্যরকম প্রেজেন্টেশন। ওনার নিজের স্টাইলে। আমার ভাল লেগেছে। বাকি জায়গা কিছু উনি ওনার মত করে এক্টিং করেছেন, কিন্তু এটা মানতেই হবে মেয়েটার কষ্ট যেভাবে ফুটিয়েছেন সেটা কেউ পারেনি। বুকটা মুচড়ে উঠছিলো। শিল্পী কে প্রণাম।

    • @sayantanichakraborty2094
      @sayantanichakraborty2094 8 วันที่ผ่านมา +6

      কষ্ট হলো ঠিক ই,তবে জয় গোস্বামীর জন্যে ।

    • @sanghamitrakar_mxn_blr
      @sanghamitrakar_mxn_blr 8 วันที่ผ่านมา

      @@sayantanichakraborty2094 ব্যক্তিগত পছন্দ অপছন্দ আলাদা হ্য়। তাই আমরা মানুষ। তাই সম্মান জানাই আপনার মতামত।

  • @sudarshanchakrabarty5844
    @sudarshanchakrabarty5844 2 วันที่ผ่านมา +1

    Osadharon ❤ etai jiboner sotti onyo bastob rup

  • @subhankarmisra5930
    @subhankarmisra5930 2 วันที่ผ่านมา +2

    অসাধারণ উপস্থাপনা 🙏🏽

  • @pronoybanargee-s6q
    @pronoybanargee-s6q วันที่ผ่านมา

    অনেকের মুখে কবিতাটি শুনেছি দেখেছি আবৃতি করতে। কিন্তু আপনার মতো মেয়েটার কষ্ট কেউ ফুটিয়ে তুলতে পারিনি শেষে চোখের জল ধরে রাখতে পারলাম না। সত্যিই অসাধারণ ❤

  • @JyotirmoyBiswas
    @JyotirmoyBiswas วันที่ผ่านมา

    অপূর্ব! আবেগকে এভাবে শারীরিকভাবে মূর্ত করা, বড় একটা দেখা যায় না।

  • @sazzadmalitha936
    @sazzadmalitha936 10 ชั่วโมงที่ผ่านมา

    অসাধারণ!! অসাধারণ!!
    শিহরিত হয়ে উঠছিলাম।

  • @BABISONADAS
    @BABISONADAS 8 ชั่วโมงที่ผ่านมา

    ফাটাফাটি experiment ... অনেক অনেক শভেচ্ছা ❤❤❤

  • @sandipmukherjee8930
    @sandipmukherjee8930 ชั่วโมงที่ผ่านมา

    গৌতম বাবু,অনেক শুনেছি এই কবিতা,বিভিন্ন আঙ্গিকে,এতদিনে সত্যিকারের সুর অনুভব অনুভূতি যাই বলেন,খুঁজে পেলাম আপনার উপস্থাপনায়।তবে শেষের চারটে লাইন মন ছুঁলো না।

  • @KRISHNADAS-k3i
    @KRISHNADAS-k3i 4 วันที่ผ่านมา +3

    অপূর্ব... নতুন রূপে... কবিতারটা রূপায়ণ অন্য এক মাত্রা এনে দিলো
    রাতের ঘুম কেড়ে নিলো
    প্রণাম রইলো

  • @sancreation3467
    @sancreation3467 6 วันที่ผ่านมา +7

    Khub sundar uposthapona.......shilper kono limitation thaka uchit noy......uni osadharon korechen.......

  • @AdvSanjibanKumarMallick
    @AdvSanjibanKumarMallick 6 วันที่ผ่านมา +6

    উপস্থাপনা টা খুব ভালো। তিনি তার নিজস্ব ভঙ্গিমা লাগিয়ে যে উপস্থাপনা করেছেন খুব আনন্দ পেলাম।

  • @nilimasen1991
    @nilimasen1991 2 วันที่ผ่านมา

    daruun daruuun ekdom annorokom❤ kno je loke baje bolchhe bujhlam na
    anke vulkori jaygata asadharon laglo🙏

  • @Theundonevast...
    @Theundonevast... 4 วันที่ผ่านมา +1

    অসাধারণ। খুব ভালো লাগলো। মানুষ কিছুতেই ছকের বাইরে কিছুকে মেনে নিতে পারে না। তবু ছক ভাঙতে হয় তবু নতুন সৃষ্টি করতে হয়।

  • @amitroy8268
    @amitroy8268 7 วันที่ผ่านมา +24

    দুর্দান্ত। গৌতম হালদার আবার জীবনের একটা সেরা পারফর্ম করলো।
    শিল্পী হিসেবে এটাই চাই যে বারবার চেনা ছক কে গুড়িয়ে ভেঙে দিন।

    • @hiyabhandari873
      @hiyabhandari873 6 วันที่ผ่านมา +1

      চেনা ছক ভাঙ্গা মানেই নিকৃষ্ট অভিনয় নয়।

    • @souvikprofile
      @souvikprofile 6 วันที่ผ่านมา

      আপনি আদৌ আসল টা শুনেছেন? এটা জঘন্য নিতে পারলাম না😢

    • @rupashibanglargram8527
      @rupashibanglargram8527 2 วันที่ผ่านมา

      আপনার মতোই

  • @devranahmed7545
    @devranahmed7545 6 วันที่ผ่านมา +5

    উনি আবেগটা প্রকাশে এনেছেন কবিতার বাইরে গিয়ে। অসাধারণ

  • @mousumi2096
    @mousumi2096 4 วันที่ผ่านมา +2

    অসাধারণ লাগলো। সব অনুভূতি গুলো মিলে মিশে একাকার। একটুও কমতি লাগেনি কোথাও।

  • @BristirkobitaOranna123
    @BristirkobitaOranna123 3 วันที่ผ่านมา +2

    আমার তো অপূর্ব লেগেছে..... যতোবার শুনছি চোখে জল এসে যাচ্ছে, শেষের লাইনটায়..... ভেতরের অনুভূতি দিয়ে এটা শুনতে হবে, তবেই ভালো লাগবে।

  • @tapasibose5538
    @tapasibose5538 4 วันที่ผ่านมา +3

    অসাধারণ, অনবদ্য। এভাবে ও ভাবা যায়!অসামান্য শিল্প বোধ!কৃতজ্ঞ থাকলাম। নমস্কার

  • @j.singh24
    @j.singh24 วันที่ผ่านมา

    হৃদয়স্পর্শী উপস্থাপনা।

  • @bkmistri.212k
    @bkmistri.212k 7 วันที่ผ่านมา +6

    জখন বেশি সমালোচনা হয়,,,তখন মনে করতে হবে,, উনি সঠিক পথে আছেন ❤❤❤🙏🇮🇳

    • @jayashrichakraborty1271
      @jayashrichakraborty1271 5 วันที่ผ่านมา

      oi dharona niyei thakun , tar mane ekhan tmc jesab kore Mane sothik pothe ache

  • @muktafirawnakoitriza
    @muktafirawnakoitriza 5 วันที่ผ่านมา +2

    এটা অসাধারণ!!!! যে কথার যে ভাব রস, তা সম্পূর্ণ ফুটে উঠেছে। আমি একজন ১৬ বছরের কিশোরীকেই দেখেছি। এখানেই শিল্পীর সার্থকতা।

  • @anathbondhuroy1744
    @anathbondhuroy1744 5 ชั่วโมงที่ผ่านมา

    এই কবিতাটা অন্য রকম ভাবে করতে চেয়েছেন। আমার ভাল লেগেছে।আসলে গতানুগতিক থেকে বাইরে এসে কোনো কিছু করতে গেলে অনেকে সেটা নিতে পারেনা। কিন্তু আপনি আপনার স্টাইলে বেশ ভালো করছেন।

  • @soumyaghosh7897
    @soumyaghosh7897 5 วันที่ผ่านมา +1

    খুব ভালো লাগলো। জয় গোস্বামীর অন্যবদ্য লেখাটি শিল্পী লোপামুদ্রার কন্ঠে আর সমীর বাবুর সুরে যেমন এক বিশেষ মাত্রা পেয়েছিল, তেমন গৌতম বাবুর নিজের উপস্থাপনায় তা আরেক ভিন্ন মাত্রা পেল।

  • @SudeshnaMisra-b2x
    @SudeshnaMisra-b2x 2 วันที่ผ่านมา

    আমার খুব ভাল লাগল, হয়ত একটু নাটকীয় তবে গানের অংশগুলো অসাধারন।

  • @TapasKumarSaha-gw8co
    @TapasKumarSaha-gw8co 8 วันที่ผ่านมา +5

    একেবারেই অন্যমাত্রা এনে দিয়েছেন। ক্লান্ত বিষন্ন পরাজিত লাজুক ভীরু.... প্রাথমিক এই ভাবনার মেয়ের পাশাপাশি আপনার সেলাই দিদিমনি ও অনেকটাই বাস্তব।

  • @sudeshnamitra3827
    @sudeshnamitra3827 2 ชั่วโมงที่ผ่านมา

    Oshadharon

  • @SharifulAlam-o9f
    @SharifulAlam-o9f วันที่ผ่านมา

    অনেক সুন্দর উপস্থাপনা

  • @debashisdey-q5r
    @debashisdey-q5r 7 วันที่ผ่านมา +2

    অসাধারণ। যাঁদের ভালো লাগে নি, তাঁরাই বলতে পারবেন তাঁদের ভালো লাগে নি কেন। অন্য আঙ্গিকে বেশ ভালোই লাগল।

  • @dhimanroy1975
    @dhimanroy1975 5 วันที่ผ่านมา +1

    একটাই কথা বলতে পারি - এটা বারবার শুনছি। অনবদ্য এক্সপ্রেশন। মনকে ছুঁয়ে যাওয়ার মতন।

  • @mdashekuzzaman2252
    @mdashekuzzaman2252 6 วันที่ผ่านมา +4

    খারাপ কোথায়, আমার কাছে সেই লেগেছে 😮

  • @priyam2141
    @priyam2141 8 ชั่วโมงที่ผ่านมา

    Awesome 👍

  • @piyalisengupta1379
    @piyalisengupta1379 วันที่ผ่านมา

    Apurbo ❤

  • @pradipkumardey4450
    @pradipkumardey4450 2 วันที่ผ่านมา

    Outstanding!

  • @DebashissSmartDiary
    @DebashissSmartDiary 3 วันที่ผ่านมา +2

    অসাধারণ উপস্থাপনা

  • @dolaputatunda7372
    @dolaputatunda7372 2 วันที่ผ่านมา

    বাহ্!!!

  • @zakirhossan5460
    @zakirhossan5460 5 วันที่ผ่านมา +2

    এক কথায় দারুণ উপস্থাপন।

  • @bireswarbanerjee6367
    @bireswarbanerjee6367 5 วันที่ผ่านมา +1

    এত চমৎকার কবিতার, ১২ বাজানো একেই বলে

  • @atreyibhattacharya6784
    @atreyibhattacharya6784 2 วันที่ผ่านมา

    ভালো লাগলো

  • @AnindyaChakraborty-yq8mj
    @AnindyaChakraborty-yq8mj 2 วันที่ผ่านมา

    Asomme sir

  • @arijit123100
    @arijit123100 8 วันที่ผ่านมา +2

    অনেকের কবিতা শুনেছি,ঐ একি গাদের ,গদ পরিবর্তন করতে জানে না,এক ঘেঁয়েমি লাগে ,শুনতে ইচ্ছা করে না,গৌতম হালদার অসাধারণ ,আপনার প্রতি আমার আকুন্ঠ ভালো বাসা রইল,

  • @rimadam2121
    @rimadam2121 2 วันที่ผ่านมา

    খুব সুন্দর উপস্থাপনা... একটা অন্য স্বাদ...

  • @sumitbakshi4408
    @sumitbakshi4408 6 วันที่ผ่านมา +1

    জীবনে প্রথম কীর্তন আঙ্গিকে কোনো কবিতা আবৃত্তি শুনলাম।

  • @anupamadhikari4758
    @anupamadhikari4758 5 วันที่ผ่านมา

    অসাধারণ। কবিতার বিষয়টি উপলব্ধি না করলে এতো সুন্দর উপস্থাপনা হয় না। 🙏

  • @chandranichanda1868
    @chandranichanda1868 5 วันที่ผ่านมา +1

    Apurbo laglo. Awesome.

  • @jayantabrahmachary4679
    @jayantabrahmachary4679 4 วันที่ผ่านมา

    Onnyosadharan. Eta Gautam Haldar bolei somvob. Great 👍, Sir.

  • @dilipmukhopadhyay3396
    @dilipmukhopadhyay3396 7 วันที่ผ่านมา +2

    অতি আবেগের বহিঃপ্রকাশ। জন্য উপস্থাপন

  • @akshoyranjanpaul7821
    @akshoyranjanpaul7821 7 วันที่ผ่านมา +3

    এই performance কে কাব্যগীতির আঙ্গিকে দেখতে হবে I তবেই রসস্বাদন সম্ভব!

  • @bubaijana-gi1rb
    @bubaijana-gi1rb 2 วันที่ผ่านมา

    অসাধারণ

  • @bijayrakshit8659
    @bijayrakshit8659 7 วันที่ผ่านมา +1

    মানুষ তার নিজের মতামত জানাতে পারে ,, সে অধিকার প্রত্যেকের আছে ,, অনেকেই এই নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদারের এই কাজ ভালো লাগেনি বলে মত প্রকাশ করেছেন ,, হয়তো কোনো অ্যাঙ্গেল থেকে তাদের ভালো লাগেনি ,, আমার মতে এটি এবং ওনার বাকি কাব্যগীতি এক অনবদ্য কাজ ,, আর এই কবিতাটি নিয়েও আগে যারা যে ফর্মেই কাজ করেছেন ,, তাদের মধ্যে ( আমার ব্যাক্তিগত মত ) গৌতম হালদার বেস্ট ,, ওনার কাছে একজন গুণমুগ্ধ দর্শক হিসেবে আমার অনুরোধ থাকবে ভবিষ্যতে নিজের মঞ্চ ছাড়া অন্য মঞ্চে যেনো দেখতে না হায় ,,,,,,,

  • @sucharitadas9512
    @sucharitadas9512 7 วันที่ผ่านมา

    উফফ্ অনবদ্য।। গায়ে কাঁটা দেওয়ার মতো উপস্থাপনা।।

  • @sabyasachidas5208
    @sabyasachidas5208 2 วันที่ผ่านมา

    হালদার বাবুর অভিনয় খুব ভালো লাগলো। কিন্তু পূর্ণ তৃপ্তি পেলাম না। গল্পটা চোখে দেখতে যতটা ভালো লাগে তার থেকে আরো অনেক বেশি ভালো লাগে চোখটা বন্ধ করে শুধুমাত্র কানে শুনতে।

  • @MortexSports
    @MortexSports 3 วันที่ผ่านมา

    কোন তুলনা নেই। অসাধারণ

  • @rajibbarmansidhu5810
    @rajibbarmansidhu5810 8 วันที่ผ่านมา +2

    সবাই মত প্রদর্শন করবে এটাই সার্থকতা।আর প্রতিটি ব্যক্তিরই নিজিস্ব স্বাতন্ত্র রয়েছে।আর একারনেই গৌতম দাদার এতো সমালোচনা।
    আমার অসাধারণ লেগেছে দাদা ❤

  • @BhaskarSengupta-ty5oj
    @BhaskarSengupta-ty5oj 8 วันที่ผ่านมา +14

    সবাই কে যে, সবার মতন হতেই হবে, এমন বাধ্যতামূলক নিয়ম কোথায়, গৌতম হালদার, ব্যতিক্রমী ও বেণীমাধব উপস্থাপনা, একদমই ওর মতন, অকুণ্ঠ ভালবাসা ও শুভকামনা এবং শ্রদ্ধা 🎉

    • @shaibalpathak2427
      @shaibalpathak2427 8 วันที่ผ่านมา

      একদম

    • @asmaparvin2024
      @asmaparvin2024 8 วันที่ผ่านมา +2

      এটা আবৃত্তি হয়েছে? এটা নেকামো ঢং, আমি যদি পূজারিণী কবিতা বা কান্ডারি হুশিয়ার কবিতা ta নেচে নেচে overacting করে বলি, তখন ওটা ব্যাতিক্রম creativity হবে? সবকিছুর সীমা আছে!কার কাজ নেই এই সুর এ শুনছে কবিতা টা

    • @BhaskarSengupta-ty5oj
      @BhaskarSengupta-ty5oj 8 วันที่ผ่านมา

      @@asmaparvin2024 বেশ। সুন্দর সমালোচনা করেছেন, সবকিছুই কৃতজ্ঞচিত্তে গ্রহণযোগ্য। তবে, উপরিউক্ত বক্তব্য, আপনার একান্ত নিজস্ব ব্যক্তিগত উপলব্ধি, ধরে নিলাম।

    • @asmaparvin2024
      @asmaparvin2024 7 วันที่ผ่านมา

      @@BhaskarSengupta-ty5oj উনি করেছেন বলে মহান তা তো na, আমি যদি আমার student কে রবীন্দ্রনাথ এর পূজারিণী কবিতা টি সম্পূর্ণ যে অর্থে লেখা হয়েছে, taake 180°ঘুরিয়ে এরকম নেচে শেখায়, সে যদি স্কুল এর কোনো অনুষ্ঠানে এরকম ভাবে বলে, সেটা কী আদৌ সত্যি গ্রহণ করা উচিত? আসলে আজকাল কার বিকৃত সমাজে যেটাই করবে সেটাই হাততালির বিষয় হবে। এগুলো যদি গ্রহণযোগ্য হয়, তাহলে কবি নজরুল, সুকান্ত আজ কে বেঁচে থাকলে তারাও ভাবতো এতো কষ্ট করে মরলাম কেন, যা মন যায় লেখো, যা মন যায় বকে যাও।কোনদিন দেখবো উনি রবি ঠাকুরের সুপ্রভাত, নজরুল ইসলাম এর কুলি মজুর, সাম্যবাদী কবিতাও বেস নেচে নেচে বলে এক ব্যতিক্রমী ভাবে উপস্থাপন করেছেন, ভাবছি এতদিন যা শিখেছি ভুল।

    • @BhaskarSengupta-ty5oj
      @BhaskarSengupta-ty5oj 7 วันที่ผ่านมา

      @@asmaparvin2024 অসাধারণ। আমি ৬৩ বৎসর বয়স্ক, একজন জীবন সম্পর্কে অনভিজ্ঞ ও অশিক্ষিত বৃদ্ধ। আমার স্বশ্রদ্ধ আন্তরিক প্রণাম গ্রহণ করবেন। প্রসঙ্গত উল্লেখ করি, আমার বাংলা শিক্ষক (আমার অসীম সৌভাগ্য) , সর্বজন শ্রদ্ধেয়, কাস্তে কবি দিনেশ দাস (আমরা কেউ কেউ, তাঁর অসহনীয় দুর্ভাগ্য), রচিত কবিতা "অসঙ্গতি" একবার অন্তত পড়বেন। পড়ে থাকলে, বেশ, অন্যথায়, দয়া করে পড়বেন। এই প্রসঙ্গে, ভবিষ্যতে একটিও শব্দ, খরচ করবো না। নমস্কার।

  • @asit6363
    @asit6363 7 วันที่ผ่านมา +1

    Astounding performance! Kudos!

  • @keyachattopadhyay6116
    @keyachattopadhyay6116 4 วันที่ผ่านมา

    অসাধারণ উপস্থাপনা ...গৌতম বাবুকে স্যালুট

  • @amitkumarbarat6719
    @amitkumarbarat6719 7 วันที่ผ่านมา

    ভালো লাগলো। বাঁধা গত থেকে বেরিয়ে এসে অন্যরকম পরিবেশনা। ভালো থাকবেন।

  • @chithidish
    @chithidish 5 วันที่ผ่านมา +1

    Apurbo laglo amar!

  • @GamingWithAkash-m5v
    @GamingWithAkash-m5v 4 วันที่ผ่านมา

    মাশাআল্লাহ দাদা অনেক ভাল গেয়েছেন ❤ অনেক দোয়া রইল

  • @asisjana342
    @asisjana342 3 วันที่ผ่านมา

    এটা সাত বছরের আগের অনুষ্ঠান ❤❤❤❤❤

  • @subhasishdas7983
    @subhasishdas7983 6 วันที่ผ่านมา +10

    প্রথম অংশটি খুবই নিম্নমানের হয়েছে। শেষের দিকটা তুলনামূলক ভালো লাগলো। কবিতাটির মধ্যে যে বাস্তব চিত্র আছে সেটা ভুলে গেলে চলবে না। চেনা ছক তখনই ভাঙা যায়,নতুন ছকটি যখন চেনা ছকের চেয়ে ভালো হয়।কবিতায় যে এক নারীর ব্যর্থ জীবনের হাহাকারের প্রকাশ ঘটেছে,কবিতার আবৃত্তির মধ্যে বা অভিনয়ে তা খুঁজে পেলাম না।

    • @santanumajumder8194
      @santanumajumder8194 5 วันที่ผ่านมา +2

      যে ভাবে প্রশংসা হচ্ছে,হয় তাদের compulsion আছে কোনো,যেমন লোকে তৃণমূলের প্রশংসা করে, নয়তো তারা নিজেরাও জানে কতটা অখাদ্য।

  • @hiyabhandari873
    @hiyabhandari873 6 วันที่ผ่านมา +2

    মেঘনাদ বধ যতটাই উচ্চ মানের, এটা ততটাই নিকৃষ্ট । পরিণত বয়সে এসে কিশোরী বয়সের অব্যক্ত ও অপরিণত প্রেমের স্মৃতি রোমন্থন এর অভিনয় এত নিকৃষ্ট হতে পারে ভাবা যায় না।

  • @aditisworld9345
    @aditisworld9345 5 วันที่ผ่านมา

    Bah..ki darun expression ❤

  • @sujatabanerjee9917
    @sujatabanerjee9917 6 วันที่ผ่านมา

    শিল্পীর স্বাধীনতা। সবসময় নতুন কিছু আমাদের উপহার দেয়। ভালো কি খারাপ সে তো ব্যক্তিগত রুচির ওপর নির্ভর করে। তবে অভিনব সন্দেহ নেই।❤

  • @rain7052
    @rain7052 3 วันที่ผ่านมา

    Gaye kata debar moto performance...hats off ❤

  • @Rakhirdairy-rq1gz
    @Rakhirdairy-rq1gz 7 วันที่ผ่านมา +1

    Apurba, lopa r gaan, bratat er path sab sonechi kintu apnar ta sera

  • @pralayankarraul4042
    @pralayankarraul4042 8 วันที่ผ่านมา +1

    Excellent Gautam babu.

  • @srijanimondal782
    @srijanimondal782 8 วันที่ผ่านมา +1

    Osadharon laglo sir.🙏🙏🙏🙏

  • @bongbrownbeauty665
    @bongbrownbeauty665 7 วันที่ผ่านมา

    Etoo valo laglo ki blbo tar sathe sathe hotath kore keno jaina montao kharap hoye gelo🥺🥺🤩🤩🤩

  • @ranaroy5601
    @ranaroy5601 3 วันที่ผ่านมา

    ফেচবুকে reel শুনে আসলাম

  • @rakeshpatra6998
    @rakeshpatra6998 5 วันที่ผ่านมา

    Khub bhalo lagche......🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sabbirahmed1483
    @sabbirahmed1483 4 วันที่ผ่านมา +1

    গৌতম হালদার আমার আপন মামাতো ভাই। অসাধারণ একজন মানুষ তার জন্য আমরা গর্বিত ❤❤

  • @sheelsanjay3148
    @sheelsanjay3148 6 วันที่ผ่านมา +1

    এই কবিতাটা একটা করুন রসের কবিতা। একটা মানুষ এই কবিতায় গভীর রাতে তার বিরহের কথা বলছে, হারিয়ে ফেলা ভালোবাসার কথা বলছে। সেটা এভাবে বলে কেউ? এভাবে বিকৃত করে? আমি একজন সামান্য আবৃত্তিকার। আমার একদম ভালো লাগেনি সরি।

  • @TanusreeNaskar-g3s
    @TanusreeNaskar-g3s 7 วันที่ผ่านมา

    Darun ❤😊 khub sundor ❤❤

  • @a.kinfinity5140
    @a.kinfinity5140 7 วันที่ผ่านมา +1

    শিল্পীকে সম্মান করা উচিত।তিনিতো তার সবটাই দিয়ে করেছেন।সবার উপস্থাপনা এক হয় নাকি?

  • @tanusreesarkarofficial303
    @tanusreesarkarofficial303 5 วันที่ผ่านมา +1

    এটা সবার বোঝার জন্য নয়.. সবকিছু সবার জন্য হবেই বা কেন!! একটা জীবন না বাঁচলে এভাবে প্রকাশ করা সম্ভব নয়.. উনি বেনিমাধবে বেঁচেছেন..অনবদ্য.

  • @kamalkoyal-o5m
    @kamalkoyal-o5m 5 วันที่ผ่านมา

    amazed and spellbound

  • @moondas9574
    @moondas9574 4 วันที่ผ่านมา

    ম্যাগো!ম্যাগো!ম্যাগো!
    এ কিইইই!!

  • @themogirl1520
    @themogirl1520 3 วันที่ผ่านมา

    ভালো লেগেছে । বেশ ভালো।

  • @ManojMohanAs
    @ManojMohanAs 7 วันที่ผ่านมา +2

    এই উপস্থাপনা নিয়ে অনেকে সমালোচনা করছে কেন? এতো নতুন আঙ্গিকে এক উজ্জ্বল উপস্থাপনা।

  • @anuppramanik411
    @anuppramanik411 6 วันที่ผ่านมา

    অনবদ্য সৃষ্টি ❤❤

  • @nahidhasan2288
    @nahidhasan2288 4 วันที่ผ่านมา

    অসম্ভব আবেগী আবৃত্তি

  • @nilayacharya7821
    @nilayacharya7821 6 วันที่ผ่านมา

    বেশ ভালো!

  • @dipayanbhattacharyya81
    @dipayanbhattacharyya81 6 วันที่ผ่านมา

    অসাধারণ...💛

  • @sb8c
    @sb8c 7 วันที่ผ่านมา +2

    অনেকেই সমালোচনা করছেন।আমার ভালো লেগেছে, বেশ ভালো, খুব ভালো। আরো এমন অসামান্য কাজের অপেক্ষায় থাকবো

  • @krishnadeb7229
    @krishnadeb7229 2 วันที่ผ่านมา

    এক কথায় অসাধারন , যারা সমালোচনা করছে তারা আসলে সালোচনা ছারা আর কিছু করতে জানেনা! আবার ও বলছি অসাধারন!

  • @ranjuhalder230
    @ranjuhalder230 6 วันที่ผ่านมา

    অনবদ্য

  • @sayakchandaart4033
    @sayakchandaart4033 7 วันที่ผ่านมา +3

    আমিও আবৃত্তি করি ও জানি, এরকম ভাবে উপস্থাপন করার খুব দরকার ছিল?

    • @dchakraborti9963
      @dchakraborti9963 5 วันที่ผ่านมา

      এই মূল্যবান পরামর্শ অনুষ্ঠানের আগে দিলে হয়তো উনি এই ব্যাপারে এগোতেন না

    • @tanusreesarkarofficial303
      @tanusreesarkarofficial303 5 วันที่ผ่านมา

      হ্যাঁ ছিলো..আবৃতি করেন জানেন নিশ্চয়ই

  • @ManjusriGhosh-mr1td
    @ManjusriGhosh-mr1td 3 วันที่ผ่านมา

    অসাধারণ ❤