দীর্ঘদিন পরে বাংলাদেশের একজন প্রকৃত শিক্ষিত সচেতন মানুষের বাস্তবসম্মত আলোচনা শুনলাম। ভালো লাগলো। ওনার কথা হয়তো ওদেশের অনেকেরই ভালো না লাগলেও উনি সঠিক বলেছেন ।
বালের বুদ্ধিজীবি। প্রথমের কথা গুলো সঠিক হলেও শেষের পয়েন্টটা ভুল। যদি এক্ট্রিমিজম না থাকে তাহলে হিন্দুজনসংখ্যা বাইশ শতাংশ থেকে পাঁচ শতাংশে কি করে নামলো? দিনরাত হিংসার বীজ বপন করলে সেই সব মানুষেরা উদার কিভাবে হতে পারে?
আসলেই ভারত বাংলাদেশের পোঁদ মেরে খাক বাংলাদেশ গোলামের থাক তাহলে শিক্ষিত 😁 গোবর কী তাজাটা খেয়েছিস না শুকনাটা বাংলাদেশে আওয়ামী লীগের জঙ্গি দেশদ্রোহী মালাউন ছাড়া তদের কেউ প্রসংসা তো দুরের নাম শুনে থুথু ফেলে
৩০ বছর পানি ছারলনা আজ কেন ছারল। আর আমদানি আমদানির জে দেশ থেকেই করেন টাকা লাগাবে। ভালো করে ভাবে আগে আমরা পিায়াজ চাষ করে৫-১০ টাকা পিয়াজ খেয়েছি এখন ১০০-১৫০ টাকায় খাচ্ছি। জখন আমরা চাষ করি তখন ভারত দাম কমিয়ে দেয়। আমরা আবার চাষ করি দেখবেন ৫০-৬০ টাকা হয়েছে
এরকম মন্তব্য সঠিক নয়। বাংলাদেশের যথেষ্ট প্রগতিশীল যুক্তিবাদী শিক্ষিত মানুষ বর্তমান। আপনি এখানে যে মন্তব্যটা করেছেন তা বাংলাদেশ সম্পর্কে আপনার অজ্ঞতা এবং অনুদারতা প্রমাণ করে।
জোক্স 😁 সে আওয়ামী লীগ ভারত কে প্রভু ভাবে তারা। পাকিস্তান ৯ মাস নির্যাতন করছে কিন্তু ভারত ৫৩ বছর ধরে খুঁজে দেখ বাংলাদেশ কেনো তদের ঘৃনা করে তরা ঘৃনার পাএ
বাংলাদেশের বেশীরভাগ মানুষই ভারতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে। আমাদের মধ্যে অভিমান থাকতে পারে, কিন্তু আমরা সহোদর ভাই। সহস্র বছর আমরা একই ভূখন্ডে বসবাস করছি। আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে মূলত বিজেপি। এটা ভারতীয়দের অনুধাবন করা প্রয়োজন। বাংলাদেশের জনগণ মৌলবাদের সাথে সবসময় যুদ্ধ করেছে। ভারতেরও তাই করতে হবে। বিজেপির ক্লাসলেস প্রোপাগাণ্ডা ভারতের সুনাম নষ্ট করছে।
Mithya kotha, tomar Gyan tomar kache rakho tomader moto boicharik terrorist der ke amra khub valo kore chini, nijer kaaj koro. Bjp is the best party, for the people of india
৩০ বছর পানি ছারলনা আজ কেন ছারল পানি। আর আমদানি আমদানির জে দেশ থেকেই করেন টাকা লাগাবে। ভালো করে ভাবে আগে আমরা পিায়াজ চাষ করে৫-১০ টাকা পিয়াজ খেয়েছি এখন ১০০-১৫০ টাকায় খাচ্ছি। জখন আমরা চাষ করি তখন ভারত দাম কমিয়ে দেয়। আমরা আবার চাষ করি দেখবেন
এই প্রথম একজন প্রকৃত শিক্ষিত মানুষের বক্তব্য শুনে অবাক হলাম, তাহলে এই রকম মানুষ ও বাংলাদেশে আরো কিছু আছে, যারা এখনো মাদ্রসা শিক্ষিত হয় নি। অনেক ধন্যবাদ ওনাকে, সঠিক সমালোচনা করার জন্যে। 🎉🎉
নমস্কার, আমি কোলকাতা থেকে বলছি। এই Lawyer ভদ্রলোকটির কথা গুলো শুনলাম। খুব পরিষ্কার এবং logical চিন্তাভাবনা প্রকাশ করলেন। বাংলাদেশে এখন এই ধরণের চিন্তাবিদদের'কে দরকার। যাঁরা দেশ চালান তাঁরা যদি এই ধরণের মানুষের ideas গুলো একত্রিত করে একটা policy তৈরী করে তার ভিত্তিতে কাজ করে যান তাহলে দেশ এগোবেই। বাংলাদেশ এগিয়ে গেলে এপারে আমরাও শান্তিতে থাকতে পারবো। আর একটা কথা প্রায়ই শুনি - বাংলাদেশ তৈরীর পিছনে ভারতের স্বার্থ ছিলো তাই তারা এক কোটি শরনার্থীদেরকে আশ্রয় দিয়েছিলো ও মুক্তিযোদ্ধাদের training'এর ব্যবস্থা করেছিলো। আমি বলবো ভারতের স্বার্থ অবশ্যই ছিলো। কিন্তু এটাও শতকরা একশো ভাগের বেশী সত্যি যে ওই সময় আমাদের দেশে প্রচণ্ড খাদ্যের অভাব থাকা সত্বেও ভারতের জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে যেভাবে ওইসব শরনার্থীদেরকে আশ্রয় ও খাবারের ব্যবস্থা করেছিলো তাতে স্বার্থের থেকে emotion ও humanity বেশী কাজ করেছিলো। আমার বয়স তখন চোদ্দ বছর। আমাদের গ্রামের মানুষের উৎসাহ উদ্দিপনা আমি নিজের চোখে দেখেছি। তখন হিন্দু মুসলমানের কথা কেউ একবারের জন্যেও উচ্চারণ করেনি। ভারত চাইলে ওই বিপুল জনসংখ্যার দায়ভার এড়িয়ে অন্যভাবেও বাংলাদেশ বানাতে সাহায্য করতে পারতো। তা করেনি। আর বাংলাদেশের জনগণ ও রাজনীতিকরা এমনই বেইমান - যে ওরা ভারত থেকে সুবিধা নেবে আবার ভারত বিরোধী আন্দোলন চালাবে। এটা কিন্তু বেশীদিন চলতে পারে না। চলবেও না। ভগবান না করুন - এখন বাংলাদেশে বড় অঘটন ঘটলে ভারতের জনগণের কিন্তু সেইভাবে এগিয়ে আসবে না। ভারতের সাথে সহাবস্থান না করলে আপনাদেরই ক্ষতি। যেভাবে জলবায়ু গরম হচ্ছে তাতে আগামী এক'শো বছরের মধ্যে বাংলাদেশের অধিকাংশ ডাঙা জমি জলের তলায় চলে যেতে পারে। তখন আপনাদের ওই বিপুল পরিমান লোকজন কোথায় যাবে তা কি ভেবেছেন? সোজা কথা আপনাদের জনগনের মনোভাবের পরিবর্তন করান। নয়তো কপালে দুর্ভোগ আছে।
I am absolutely in agreement with this deliberation. I was 19 in 71.The memory of the panic-stricken faces of those forced to cross over for safety&shelter and their rejoicement on return after 16th dec is still fresh. The idea of India invading BD is a bogus proposition. We want a prosperous & vibrant BD as our neighbour
আমি একজন বাংলাদেশী। আমি আমার বাবা, মার মুখে শুনেছিলাম শুধুমাত্র এই দেশের স্বাধীনতার ভূমিকা শুধুমাত্র বাঙ্গালীদের এই ছিল না, গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয়দেরও,এরকমও শুনেছি ভারতীয় বাহিনী যদি বাংলাদেশের জনগণকে অস্ত্র ধরা না শিখা তো তাহলে নয় মাসের জায়গায় ৯০ বছরের লাগতো হয়তোবা। আমার কথা বলার কারন হচ্ছে এই প্রথম একজন ব্যক্তিকে দেখলাম বাস্তব বিষয়গুলো তুলে ধরতে।
R8. Mongal ar arob ar iran.grees ar old lok india ak the land of gods mona kora.old civilization. J muslim lootara india k loot kora chilo tadar dasar abosta dakun
@@sumonchakraborty9416 দাদা, প্রথমত বাঙালি আর বাংলাদেশিকে গুলিয়ে ফেলবেন না। বৈশ্বিকভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী বাঙালি হিন্দুদেরকে বাঙালি ও পশ্চিমবঙ্গের মুসলমানদের কেবলমাত্র মুসলমান বলা হয়। আর, বাংলাদেশের মানুষেরা যথাক্রমে বাংলাদেশী হিন্দু এবং বাংলাদেশী মুসলমান। বাংলাদেশের কোনও মানুষকেই বাঙালি বলা চলে না। আশা করি বুঝতে পেরেছেন যেটা বললাম। আর, বাংলাদেশের প্রতি ভারতের অবদান জানাতে মুক্তি যুদ্ধের কথা উল্লেখ করবার প্রয়োজন বলে মনে করিনা। কারণ, বাংলাদেশ, যা প্রাচীনকাল থেকে শুরু করে ১৯৪৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত যথাক্রমে বঙ্গ অঞ্চল এবং ভারতীয় পূর্ববঙ্গ রূপে জগৎবিখ্যাত ছিল। যেখানে অসংখ্য ভারতীয় জাতীয়তাবাদী এবং স্বাধীনতা সংগ্রামী জন্মগ্রহণ করেছেন, অসংখ্য ভারতীয় কবি, পন্ডিত, সন্ন্যাসী, দেশনায়ক সহস্র ব্যক্তিত্ব ভারতবর্ষকে জাতীয়তাবাদী পথ দেখিয়েছেন সেই ভারতের ইতিহাসের অবিচ্ছেদ্য পূর্ববঙ্গের জন্য ভারতের অবদান উল্লেখ করা কি ছেলেমানুষী নয় ? এই পূর্ববঙ্গ চিত্তরঞ্জন দাশের পূর্ববঙ্গ, বি-বা-দী র পূর্ববঙ্গ, সূর্য সেনের পূর্ববঙ্গ, অতীশ দীপঙ্করের পূর্ববঙ্গ, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পূর্ববঙ্গ, সারদারঞ্জন রায়ের পূর্ববঙ্গ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পূর্ববঙ্গ, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পূর্ববঙ্গ, জগদীশচন্দ্র বসুর পূর্ববঙ্গ....আমি আর নতুন করে কি বলব বলুন..
একাডেমিক শিক্ষিত হলেও সে প্রকৃত শিক্ষিত নয়। আমাদের এলাকার সাবেক এমপি ইনি।(গাইবান্ধার সুন্দরগঞ্জ)। উনাকে যতটা শিক্ষিত মনে হয়, উনি ভেতরে ততটাই খারাপ। প্রায় ৪ বছরের ক্ষমতায় উনি বলতে পারবেন না এলাকার কোন উন্নতি করেছেন। উনার প্রতি এলাকার মানুষের অনেক আশা ছিল। শেষমেষ নিজ এলাকা থেকেই মাত্র কয়েকভোটে জয় হলেও,পুরো সুন্দরগঞ্জ তার বিপক্ষে ভোট দিয়েছে। তবে হ্যা,নিজ অর্থায়নে একটা হাসপাতাল করেছে।
স্বার্থ ছাড়া বিদেশ নীতি হয় না ,ব্যবসা বাণিজ্য হয় না ।এটা সর্ব কালের চিরন্তন সত্য। উভয় পক্ষ বা দুই এর অধিক দেশ মিলে যে চুক্তি বা বাণিজ্য হয় তাতে বিনা স্বার্থ কখনোই কোনো কিছু হয় না ।বিশেষ করে কোনো মহাপুরুষের বাণীর সাথে বিদেশনীতি ,রাজনীতি, কূটনীতি এক কখনোই সম্ভব নয় ।এটা সবসমই সত্য যে যেসব দেশ উন্নতিশীল ,তাদের একটু কিছু পাবার জন্য নমনীয় থাতে হয় ,এটা ইতিহাস বহন করছে কম বেশি পৃথিবীর অনেক দেশ।
কলকাতা থেকে বলছি, আমার দেখা প্রথম একজন বাংলাদেশি বুদ্ধিজীবি, যার প্রত্যেকটা কথা যুক্তি যুক্ত । ওনার দূরদর্শিতা বাংলাদেশের সরকারের কাজে লাগানো উচিত । ওনার বিচারধারায় আমি মুগ্ধ ।
বাংলাদেশে কোন সরকার নাই এখন............যারা আছে তারা দেশটাকে পঁচায় দূর্গন্ধ বানায় তারপর নিজেরা তো পালাবে............মাঝখান দিয়ে মরবো আমরা সাধারন মানুষেরা
Bangladesh ekta terrorist nation na ? Tahole hindu der upor atyachar kiser jonoo? Bangladesh is a islamic fascist country soon to be a terrorist nation under BNP
এত যুক্তিপূর্ণ সুন্দর বক্তব্য... ভীষণ ভালো লাগলো। ভারতের এবং বাংলাদেশ উভয়েরই পক্ষে এবং বিপক্ষে, দুটো বিষয়ই বক্তা এত সুন্দর ভাবে তার মতামত রাখলেন যে মুগ্ধ হলাম। প্রকৃত বাস্তবমুখি চিন্তাভাবনা এবং তার বহিঃপ্রকাশ...
দীর্ঘদিন পরে বাংলাদেশের একজন প্রকৃত শিক্ষিত সচেতন মানুষের বাস্তবসম্মত আলোচনা শুনলাম। ভালো লাগলো। ওনার কথা হয়তো ওদেশের অনেকেরই ভালো না লাগলেও উনি সঠিক বলেছেন...........
Excellent explanation. A truly intelligent person. অনেকদিন পর প্রকৃত শিক্ষিত কোন এক বাংলাদেশি বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে যথার্থ বাস্তবসম্মত ব্যখ্যা শুনলাম। উনি একদম বাস্তব সত্যটা তুলে ধরেছেন। বাংলাদেশি ভাই-বোনেরা যদি এই কথাগুলো শোনেন তাহলে তারাও বুঝতে পারবেন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সম্পর্ক নিয়েই আগামী দিনগুলোতে এগিয়ে যাবে। একজন ভারতবাসী তথা বাঙালি হিসেবে আমিও এটাই চাই।
ব্যারিষ্টার শামিম যে কথা গুলো বলেছেন,আমাদের মত মানুষের সেটা বুঝার মত শক্তি নাই,কারন আবেগ আমাদের সাগরের কিনারায় দাঁড় করিয়েছে,আবেগ দিয়ে জীবন চলে না।চোখ বন্ধ করলে আবেগ আসে কিন্তু চোখ খুলিলে আবেগ পালিয়ে যায়,এটাই বাস্তবতা।
দাদা আপনারা সোশ্যাল মিডিয়ায় যাদের লাফাতে দেখছেন তাদের সংখ্যা খুবই নগন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই নগন্য জনসংখ্যার মানুষই আমাদের দেশটাকে খেয়ে দিচ্ছে।
@@funnykids7312 কোনটা যে বাস্তব সেটা আপনি কি ভালো করে যানেনতো ভাইয়া স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু ভারত বিনা স্বার্থে কোন কিছুই করেনি ভারত যান্ত যে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করতে পারলেই সেভেন সিস্টার এর মত ক্ষমতা দেখাতে পারবে বাংলাদেশে তাই বলি বিনা স্বার্থে তোলার বোঝা ওকে বয়না ভাইয়া।
নদীতে যদি বাধ না দিত ভারত,নদীর পানি নদী হয়ে বঙ্গোপসাগরে চলে যেতো , এতে কোনদিন বন্যা সৃষ্টি হওয়ার কথা না। কিন্তু ২০০০ ফুট বাধ নির্মাণ করে বিপুল পরিমাণ পানি দীর্ঘ সময় আটকিয়ে রেখে,হঠাৎ করে কোন কিছু না বলে ছেড়ে দেওয়া,এই দুটো বিষয় এক নয়। যখন বাংলাদেশের পানি দরকার তখন পানি দিবেন না। আর যখন বাংলাদেশের পানি দরকার নাই তখন কোন যুক্তিতে আপনি পানি ছাড়বেন।আসলে ভারতের দালালরা ভারতকে সবসময় নির্দোষ প্রমাণ করতে চায়।
নদীতে যদি বাধ না দিত ভারত,নদীর পানি নদী হয়ে বঙ্গোপসাগরে চলে যেতো , এতে কোনদিন বন্যা সৃষ্টি হওয়ার কথা না। কিন্তু ২০০০ ফুট বাধ নির্মাণ করে বিপুল পরিমাণ পানি দীর্ঘ সময় আটকিয়ে রেখে,হঠাৎ করে কোন কিছু না বলে ছেড়ে দেওয়া,এই দুটো বিষয় এক নয়। যখন বাংলাদেশের পানি দরকার তখন পানি দিবেন না। আর যখন বাংলাদেশের পানি দরকার নাই তখন কোন যুক্তিতে আপনি পানি ছাড়বেন।আসলে ভারতের দালালরা ভারতকে সবসময় নির্দোষ প্রমাণ করতে চায়।
জ্ঞানী মানলাম না, জ্ঞানপাপী মানি, এরশাদ যখন জনগনের বিরূদ্ধে গিয়ে শেখ হাসিনার শোষনে সহায়তা করার জন্য ভুয়া নির্বাচন করেছিল, তিনি কি তার দলীয় প্রধানদের কাছে প্রশ্ন তুলেছিলেন জনগনের বিরুদ্ধে যাওয়ার বিষয়ে, নির্বাচন ত্যাগ করেছিলেন। না তিনি করেন নি ক্ষমতায় যাওয়ার জন্য। টিভিতে জ্ঞান কপচালেই রাজনীতিবিদ হয় না।
আমি ভেবেছিলাম এই মানুষটি ভারতীয়, কিন্তু ইনি বাংলাদেশি, সত্যি বলতে আমি হট করে কাউকে কোনো কমেন্টস করিনা। কিন্তু ইনার বক্তব্যগুলো অবশ্যই মন ছুয়ে গেল । আমার ভালো লেগেছে এখন বাংলাদেশে এরকম মানুষকে কোন জায়গায় দিচ্ছে না, তাই তো বাংলাদেশের এই অবস্থা আজ, I respect you sir 🙏
O Indiar dalal. India beshi bara bari Korle Bangladesh Pakistan ak hoy jabe. Kotha clear. Karo dada giri shojjo kora hobena. Hindura 1947 Asam, west Bengal, bihare prochur Manus marche desh vager jonne. Indian ai dalal gulare kheye pelte hobe. Kono Dalal ai Muslim lande Thai nai
আমাদের দেশ ভূটান এর মতো ল্যান্ড লক দেশ না যে ভারতের সাথে সম্পর্ক না রাখলে না খেয়ে মরে যাবো, ভারতের সাথে আমাদের সম্পর্ক না রাখলেও চলবে, এই শামীম ভারতের দালাল এবং আপনিও সেই একই ক্ষেতের মূলা!
আপনি শিক্ষিত, বাস্তববাদী। ভালো লাগলো আপনার ভিডিও দেখে। ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের খারাপ ভারতবর্ষ কখনোই চাইবে না, বরং ভালই চাইবে যদি ভারতবিদ্বেষ না থাকে তবে। খুব খুব ভালো থাকুন।
আসাম থেকে বলছি বাংলাদেশের একজন বুদ্ধিমান ব্যাক্তি,যার প্রত্যেকটি কথার যুক্তি আছে ওনার দুরদর্শীতা বাংলাদেশের সরকারের কাজে লাগানো উচিত ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।
যুদ্ধে ইন্ডিয়া আমাদের থেকে এক চুল পরিমানও কম লাভবান হয় নাই এবং হেল্প করা নিজেদের সেভেন সিস্টার্স এর জন্যই জরুরি ছিল, পাকিস্তান টিকে থাকলে এতো দিনে সেভেন সিস্টার্স স্বাধীন হয়ে যেত
@@RanaAhmed-sf4jf তোমার পাকিস্তান বাবা নিজের অঞ্চল ধরে রাখতে পারেনা অন্যের সেভেন সিস্টার্স গিয়ে কি করবে? ভিখারি পাকিস্তানে বাংলাদেশ দেশ থেকে যতদিন লুটেপুটে খেতে পারছে ততদিন মোটামুটি খেতে পারছে এখন ভিখারিস্তান হয়ে গেছে
দাদা,শুধু ওনি না বাংলাদেশের সকল মানুষের মনে ভারতের মাটি ও জনগণের জন্য সম্মান ভালবাসা বিরাজমান থাকে সব সময়! বলতে পারেন ভারত নিয়ে রাজপথে আন্দোলন হয় কেনো এপারে? তার উওর হচ্ছে ভারতীয় সরকার ও পররাষ্ট্রনীতি সব সময় একটি রাজনৈতিক দল ও সে দলের পরিবারটাকে সব সময় গুরুত্ব দিয়ে ক্ষমতার চেয়ারে বসাতে চাওয়ার কারণে ভারত বিরোধী মিছিল মিটিং হয়। তখন আপনারা সাধারণ জনগণ এসব দেখে ক্ষেপে যান,কিন্তু প্রকৃত সমস্যা কোথায় তা বুঝেন না। ভারত এদেশের জনগণ ও দেশের সাথে বছরে ১৩+ বিলিয়ন ডলার ব্যবসা করে, কোনো পরিবারের সাথে নয়,তাই সম্পর্কটা এদেশের জনগণের জন্য থাকতে হবে মুজিব পরিবার বা আওয়ামী জালিমদের সাথে নয়।
@@soumyadiparkabanerjee1755এখানে বলেছে ভারতীয়রা আমাদের সাথে সুন্দর কথা বলা বিপদজনক আপনি বুঝলেন সকল বাংলাদেশীদের ভালো বলা। সকল বাংলাদেশের মানুষ যে ভালো নয় সেটা আমরাও বলি নয়তো এত ক্রাইম করার পরেও হাসিনাকে আবার চায়, ভারত একের পর এক ষড়যন্ত্রের কার্ড খেলেই যাচ্ছে তারপরও ভারতের দাসী হাসিনাকে কিভাবে আবারও বাংলাদেশে দেখতে চায় বলেন সবাই যদি ভালোই হবে
এই ভিডিওটা যে দেখে সত্যিই অবাক হলাম। বাংলাদেশের মত একটা অস্থির দেশে এরকম সংযত শিক্ষিত মানুষ আছে, বাংলাদেশীদের সত্যিটা কে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সত্যিই এটাই যে, উগ্রপন্থীদের পাল্লায় পড়ে যদি বাংলাদেশের সাধারণ জনগণ এমন একটি সরকারকে নিজের মসনদে বসায়, যেই সরকার ভারতের সার্বভৌমত্বকে একটি চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব বলে কিছুই থাকবে না. . তাই উগ্রপন্থী এবং উগ্র পন্থাকে সরিয়ে রেখে নিজের দেশের উন্নতির কথা ভাবাটাই শ্রেয় .. বাংলাদেশ একটি যথেষ্ট ছোট দেশ, তাই আপনারা যদি উগ্র ইসলামী পন্থার বিপরীতে গিয়ে একত্রিত হয়ে যান, তাহলে বাকি 56 টি ইসলামিক রাষ্ট্রের আর সমগ্র পৃথিবীর জনগণের জন্য বাংলাদেশ একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।
আপনাদের সমস্যা তো এই জায়গায়, আপনারা মনে করেন হাসিনা ছাড়া বাংলাদেশে কেউ নেই। হাসিনা মরলে তখন কি হবে। আপনারা বাংলাদেশিদের ভালবাসেন না, ভালবাসেন হাসিনা আর তার দোসরদের।
"শিক্ষা মানুষ তৈরি করে, আর অশিক্ষা মানুষকে অন্ধ বকধার্মিক করে তোলে।" আপনার বক্তব্যে আরো একটি প্রমাণের সংযোজন ঘটালো। একদম বিজ্ঞানমনস্ক লজিক্যাল বক্তব্যের জন্য মহাশয়কে আন্তরিক ধন্যবাদ। আমি একজন বাঙালি, বাংলা আমার সম্মান।
সত্যি ওনার আলোচনা খুবই ভালো লাগলো । বিচক্ষণতার সঙ্গে কথা বার্তা । এরকম মানুষের অভাব বাংলাদেশের মাটিতে । বন্যার বিষয়টা যেমন যুক্তি সহকারে ওনি বোঝালেন,তাতে অসাধারণ লাগলো ।
@ShodebDas48 চিকেনস নেকের কথা ভুলে গেছ একটা বোমাই যতেষ্ট মঠকাতে এরপর সেফেন সিস্টার বিদ্রোহী ও আমাদের সেনাবাহিনী মিলে যুদ্ধ করবে আর চীন তো আছেই। ভারত জানে বাংলাদেশের সাথে যুদ্ধ করলে সেফেন সিস্টার জয় বাংলা হবে।
Ami to tar kisui dekhlam na This idiot Rendian pa cata bole Mone hoi India amader Refugee niye billion of dollars peyesilo International Organization theke. That billions helped Indian GDP.
@@raihansardar1954 আপনার কথায় মনে হয় বাংলাদেশের মুক্তিযোদ্ধা কি আবেগে আবেগে হয়েছে আবার ভারত আমাদেরকে স্বার্থ ছাড়াই আবেগে আবেগে সমর্থকনকরেছি তাই আমরা আবেগী জাতি এই দেশে যতো বাঙালি জন্ম নিয়েছে সবাই আবেগে জাতি সেই জাতির মধ্যে তো আপনিও পড়ে গেছেন।
নদীতে যদি বাধ না দিত ভারত,নদীর পানি নদী হয়ে বঙ্গোপসাগরে চলে যেতো , এতে কোনদিন বন্যা সৃষ্টি হওয়ার কথা না। কিন্তু ২০০০ ফুট বাধ নির্মাণ করে বিপুল পরিমাণ পানি দীর্ঘ সময় আটকিয়ে রেখে,হঠাৎ করে কোন কিছু না বলে ছেড়ে দেওয়া,এই দুটো বিষয় এক নয়। যখন বাংলাদেশের পানি দরকার তখন পানি দিবেন না। আর যখন বাংলাদেশের পানি দরকার নাই তখন কোন যুক্তিতে আপনি পানি ছাড়বেন।আসলে ভারতের দালালরা ভারতকে সবসময় নির্দোষ প্রমাণ করতে চায়।
শামীম সাহেব তো আঃলীগের দোসর।ভারত বাংলাদেশকে হুমকি দিয়ে যাচ্ছে, তাই শামীম সাহেব বঙ্গোপ সাগরে চলে যান আগে ভাগেই।টিভিতে এসে কথা বলতে লজ্জা লাগে না? ১৭বৎসর কি না করেছে আঃলীগ বাকশালী লীগের সাথে থেকে?
নদীতে যদি বাধ না দিত ভারত,নদীর পানি নদী হয়ে বঙ্গোপসাগরে চলে যেতো , এতে কোনদিন বন্যা সৃষ্টি হওয়ার কথা না। কিন্তু ২০০০ ফুট বাধ নির্মাণ করে বিপুল পরিমাণ পানি দীর্ঘ সময় আটকিয়ে রেখে,হঠাৎ করে কোন কিছু না বলে ছেড়ে দেওয়া,এই দুটো বিষয় এক নয়। যখন বাংলাদেশের পানি দরকার তখন পানি দিবেন না। আর যখন বাংলাদেশের পানি দরকার নাই তখন কোন যুক্তিতে আপনি পানি ছাড়বেন।আসলে ভারতের দালালরা ভারতকে সবসময় নির্দোষ প্রমাণ করতে চায়।
আমি কলকাতার নাগরিক, বাবা, মা দুজনেই ফরিদপুরের মানুষ ছিলেন। আগামী দু এক বছরের মধ্যেই বোঝা যাবে বাংলাদেশের রাজনীতি কোনদিকে যাবে। আপনার কথা শুনে আপাতত ভালই লাগছে। তবে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি কেনো হিন্দুরা ওদেশ থেকে পালিয়ে এসেছিলো।
Facebook পেজ এ comment পড়ে ভাবতাম বাংলাদেশিদের মধ্যে crtical thinking এর bodyo অভাব। কিন্তু এই ভিডিও দেখে আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছে। সত্যি ওই ভদ্রলোক খুবই sensible , logical কথা বলেন।
দেশ ছোটো হোক বা বড়ো, শক্তিশালী হোক কিংবা না হোক, প্রত্যেকেই তার নিজের দেশকে ভালোবাসে,,, কিন্তু নিজের দেশ সমন্ধে কথা বলতে হলে, আগে নিজের সামর্থ সমন্ধে জানতে হবে,, আপনি খুব সুন্দর বলেছেন,,, যুক্তি যুক্ত কথা বলেছেন।
আমি একজন বাঙালি হিসেবে ও মুসলমান হিসেবে ভারতের প্রতি সত্যি কৃতজ্ঞ। কারণ ইসলাম ধর্ম শিখিয়েছে যদি কেউ উপকার করে তাহলে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে মুসলমান বাধ্য থাকিবে। এটাই আমাদের রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর দেওয়া শিক্ষা।
Ami Acjon Hindu hoyeo Tomake and tomar Religion k Respect korchhi, From India🇮🇳🇮🇳.. Valo thako, Tomar moto Subha Budhhi r Uday Hok Bangladesh er Jonogon er.
আপনার বক্তব্য অনেক স্পষ্ট ,এটাই সত্যি বাংলাদেশের মাটি অন্য কোনো দেশ ব্যবহার করুক এটা ভারত চায় না.....বাংলাদেশ এগিয়ে যাক উন্নতি করুক কিন্তু ভারতের বিপক্ষে গিয়ে নয়🇮🇳🇧🇩❤️
খুব সুন্দর যুক্তিপূর্ণ কথা, এই ধরনের মানুষ কে আরো বেশি বেশি করে সংবাদ মাধ্যমে আনতে হবে, এই পৃথিবীতে ধর্ম বড় নয় মানুষ যেন বড় হয়, সমাজে প্রত্যেকের প্রতি ভালোবাসা সমাজে প্রত্যেকের প্রতি একনিষ্ঠ ভালোবাসা আগে দরকার, সমাস থেকে এই ধরনের, দ্বন্দ্ব সরিয়ে রেখে একটা মানুষ অপর মানুষের প্রতি কিভাবে সুস্থ সম্পর্ক বজায় রেখে চলে তার ভাবনা চিন্তা আগে করা দরকার, এর জন্য উগ্রবাদী চিন্তাভাবনা আগে দূরে সরিয়ে রাখতে হবে, একটি মানুষ অপর একটি মানুষের জন্য যার যেখানে ধর্মের কথা চিন্তা আসবে না, সমাজে এই ধরনের বিশ্বাস আগে প্রয়োজন প্রতিটি দেশের, এই নিয়ে সমস্ত মিডিয়া কাজ করলে শান্তি একদিন দেখা দেবেই, এখানে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ।
এই প্রথম কোনো প্রকৃত শিক্ষিত এবং বুদ্ধিদীপ্ত বাংলাদেশী নাগরিককে, যুক্তি দিয়ে কথা বলতে দেখলাম। এখন এই দেশকে নিজ মহিমায় ফিরতে গেলে এমন মানুষের প্রতিনিধিত্বের বিশেষ প্রয়োজন।
এই দাদা একজন বাস্তববাদী, বিচ্চক্ষন মানুষ / ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে তার সুচিন্তিত মতামত আমার ভালো লাগলো ❤বিদ্বেষ নয় দুই দেশের মানুষের সম্পর্ক ভালো হোক
ইতিহাস না জেনে বিশ্লেষণ, ভদ্রতা আর রাজনীতি বাংলাদেশকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের গোলাম হিসেবে কাটাতে হয়েছে,এবং এখনও গোলামীর জিঞ্জীরে আবদ্ধ থাকার কেউ কেউ চেষ্টা করে চলেছে। আসলে অটিস্টিক এক জাতি তৈরীতে ভারত অনেকটা সফল বলা যায়।
দীর্ঘদিন পরে বাংলাদেশের একজন প্রকৃত শিক্ষিত সচেতন মানুষের বাস্তবসম্মত আলোচনা শুনলাম। ভালো লাগলো। ওনার কথা হয়তো ওদেশের অনেকেরই ভালো না লাগলেও উনি সঠিক বলেছেন ।
Ek mot apnar sathe
এমন মানুষের বড্ড অভাব বাংলাদেশের।
Exactly. Agree 👍.
Yes sir 🙏
80 persent jihadi madrasha chap ar dese ai ak dui ta lok ki korbe?nimok haram des,India oder jonne judho korlo r ora akhon Pakistan ar paa chatche
আমি খুব অবাক হলাম,,,, বাংলাদেশে এই রকম একজন বুদ্ধিমান,, সংযত,,, প্রগ্রেসিভ মস্তিষ্কের মানুষের দেখা পেয়ে,,,
দাদা গত ১৫ বছর সত্য কথা বলার অধিকার ছিল না, এখন আছে তাই শুনতে পাইসেন।
বালের বুদ্ধিজীবি। প্রথমের কথা গুলো সঠিক হলেও শেষের পয়েন্টটা ভুল। যদি এক্ট্রিমিজম না থাকে তাহলে হিন্দুজনসংখ্যা বাইশ শতাংশ থেকে পাঁচ শতাংশে কি করে নামলো? দিনরাত হিংসার বীজ বপন করলে সেই সব মানুষেরা উদার কিভাবে হতে পারে?
একজন সুশিক্ষিত মানুষের আলোচনা, মুগ্ধ হলাম। আপনার সবাই ভালো থাকবেন । 🙏
Very good discuss about Bangladesh.
সত্যিই তাই, দেখেও ভালো লাগে
বাংলাদেশের প্রকৃত শিক্ষিত ব্যক্তি ❤️।।। ভাষা, বিচার, উদ্দেশ্য, প্রকাশ এর কারণ খুব সুন্দর, আমরাও এমনি প্রতিবেশী চাই।
বাংলাদেশিদের মধ্যে যারা ভারত বিদ্বেষি তাদের ভারতে ঢুকতে দেওয়া হবেনা কারন তারা ভারতের শত্রু এখন ভারতে আসছে ডাক্তার দেখাতে তারা পাকিস্তান যাক
আসলেই ভারত বাংলাদেশের পোঁদ মেরে খাক বাংলাদেশ গোলামের থাক তাহলে শিক্ষিত 😁 গোবর কী তাজাটা খেয়েছিস না শুকনাটা বাংলাদেশে আওয়ামী লীগের জঙ্গি দেশদ্রোহী মালাউন ছাড়া তদের কেউ প্রসংসা তো দুরের নাম শুনে থুথু ফেলে
ভারত নিজের সার্থে যুদ্ধ লাগিয়ে দিয়েছে আমার মনে হয়।
তানা হলে শুধু কুত্তা লিগ ছাড়া কার উপর ভরসা করতে পারে না? কেন ভাগ হয়েছে পাকিস্তান তাকি আপনি দেখেছেন।
৩০ বছর পানি ছারলনা আজ কেন ছারল। আর আমদানি আমদানির জে দেশ থেকেই করেন টাকা লাগাবে। ভালো করে ভাবে আগে আমরা পিায়াজ চাষ করে৫-১০ টাকা পিয়াজ খেয়েছি এখন ১০০-১৫০ টাকায় খাচ্ছি। জখন আমরা চাষ করি তখন ভারত দাম কমিয়ে দেয়। আমরা আবার চাষ করি দেখবেন ৫০-৬০ টাকা হয়েছে
হালা ভিতর ভিতর কুত্তা লিগ
স্যার আপনাকে মনে হলো আপনি একমাত্র বাংলাদেশের শিক্ষিত মানুষ আপনার কথা শুনে ভীষণ ভালো লাগলো
এরকম মন্তব্য সঠিক নয়। বাংলাদেশের যথেষ্ট প্রগতিশীল যুক্তিবাদী শিক্ষিত মানুষ বর্তমান।
আপনি এখানে যে মন্তব্যটা করেছেন তা বাংলাদেশ সম্পর্কে আপনার অজ্ঞতা এবং অনুদারতা প্রমাণ করে।
যুক্তিসঙ্গত কথা বলে ভারতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার ও প্রকাশ করার জন্য বক্তা মহাশয়কে ধন্যবাদ ।
জোক্স 😁 সে আওয়ামী লীগ ভারত কে প্রভু ভাবে তারা। পাকিস্তান ৯ মাস নির্যাতন করছে কিন্তু ভারত ৫৩ বছর ধরে খুঁজে দেখ বাংলাদেশ কেনো তদের ঘৃনা করে তরা ঘৃনার পাএ
বাংলাদেশের বেশীরভাগ মানুষই ভারতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে। আমাদের মধ্যে অভিমান থাকতে পারে, কিন্তু আমরা সহোদর ভাই। সহস্র বছর আমরা একই ভূখন্ডে বসবাস করছি। আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে মূলত বিজেপি। এটা ভারতীয়দের অনুধাবন করা প্রয়োজন। বাংলাদেশের জনগণ মৌলবাদের সাথে সবসময় যুদ্ধ করেছে। ভারতেরও তাই করতে হবে। বিজেপির ক্লাসলেস প্রোপাগাণ্ডা ভারতের সুনাম নষ্ট করছে।
Mithya kotha, tomar Gyan tomar kache rakho tomader moto boicharik terrorist der ke amra khub valo kore chini, nijer kaaj koro. Bjp is the best party, for the people of india
উনার বক্তব্য শুনে অবাক হইলাম এত সুন্দর একজন মানুষ বাংলাদেশেও আছে।
কথাগুলো যুক্তিসম্মত ছিল ❤
Bangladesh a sobai sndr okay...khet Tara jara Hindu Muslim danga lagai ...EKTA desh a 100% manush vlo Hoy na ....Tmn 100% manush kharap o Hoi na..
৩০ বছর পানি ছারলনা আজ কেন ছারল পানি। আর আমদানি আমদানির জে দেশ থেকেই করেন টাকা লাগাবে। ভালো করে ভাবে আগে আমরা পিায়াজ চাষ করে৫-১০ টাকা পিয়াজ খেয়েছি এখন ১০০-১৫০ টাকায় খাচ্ছি। জখন আমরা চাষ করি তখন ভারত দাম কমিয়ে দেয়। আমরা আবার চাষ করি দেখবেন
সব প্রমাণ আছে
এই প্রথম একজন প্রকৃত শিক্ষিত মানুষের বক্তব্য শুনে অবাক হলাম, তাহলে এই রকম মানুষ ও বাংলাদেশে আরো কিছু আছে, যারা এখনো মাদ্রসা শিক্ষিত হয় নি। অনেক ধন্যবাদ ওনাকে, সঠিক সমালোচনা করার জন্যে। 🎉🎉
দালাল
ভারতীয় হিসেবে খুব ভালো লাগলো একজন বাংলাদেশী বাস্তব সম্মত কথা ও আলোচনা শুনতে পেয়ে।
নমস্কার, আমি কোলকাতা থেকে বলছি। এই Lawyer ভদ্রলোকটির কথা গুলো শুনলাম। খুব পরিষ্কার এবং logical চিন্তাভাবনা প্রকাশ করলেন। বাংলাদেশে এখন এই ধরণের চিন্তাবিদদের'কে দরকার। যাঁরা দেশ চালান তাঁরা যদি এই ধরণের মানুষের ideas গুলো একত্রিত করে একটা policy তৈরী করে তার ভিত্তিতে কাজ করে যান তাহলে দেশ এগোবেই। বাংলাদেশ এগিয়ে গেলে এপারে আমরাও শান্তিতে থাকতে পারবো।
আর একটা কথা প্রায়ই শুনি - বাংলাদেশ তৈরীর পিছনে ভারতের স্বার্থ ছিলো তাই তারা এক কোটি শরনার্থীদেরকে আশ্রয় দিয়েছিলো ও মুক্তিযোদ্ধাদের training'এর ব্যবস্থা করেছিলো। আমি বলবো ভারতের স্বার্থ অবশ্যই ছিলো। কিন্তু এটাও শতকরা একশো ভাগের বেশী সত্যি যে ওই সময় আমাদের দেশে প্রচণ্ড খাদ্যের অভাব থাকা সত্বেও ভারতের জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে যেভাবে ওইসব শরনার্থীদেরকে আশ্রয় ও খাবারের ব্যবস্থা করেছিলো তাতে স্বার্থের থেকে emotion ও humanity বেশী কাজ করেছিলো। আমার বয়স তখন চোদ্দ বছর। আমাদের গ্রামের মানুষের উৎসাহ উদ্দিপনা আমি নিজের চোখে দেখেছি। তখন হিন্দু মুসলমানের কথা কেউ একবারের জন্যেও উচ্চারণ করেনি। ভারত চাইলে ওই বিপুল জনসংখ্যার দায়ভার এড়িয়ে অন্যভাবেও বাংলাদেশ বানাতে সাহায্য করতে পারতো। তা করেনি। আর বাংলাদেশের জনগণ ও রাজনীতিকরা এমনই বেইমান - যে ওরা ভারত থেকে সুবিধা নেবে আবার ভারত বিরোধী আন্দোলন চালাবে। এটা কিন্তু বেশীদিন চলতে পারে না। চলবেও না। ভগবান না করুন - এখন বাংলাদেশে বড় অঘটন ঘটলে ভারতের জনগণের কিন্তু সেইভাবে এগিয়ে আসবে না। ভারতের সাথে সহাবস্থান না করলে আপনাদেরই ক্ষতি। যেভাবে জলবায়ু গরম হচ্ছে তাতে আগামী এক'শো বছরের মধ্যে বাংলাদেশের অধিকাংশ ডাঙা জমি জলের তলায় চলে যেতে পারে। তখন আপনাদের ওই বিপুল পরিমান লোকজন কোথায় যাবে তা কি ভেবেছেন? সোজা কথা আপনাদের জনগনের মনোভাবের পরিবর্তন করান। নয়তো কপালে দুর্ভোগ আছে।
Hindu all india i fukyou
সহমত পোষণ করছি 👌💗👍🙏
দারু খাও আর পটাকা ফুটাও,
I am absolutely in agreement with this deliberation. I was 19 in 71.The memory of the panic-stricken faces of those forced to cross over for safety&shelter and their rejoicement on return after 16th dec is still fresh. The idea of India invading BD is a bogus proposition. We want a prosperous & vibrant BD as our neighbour
সঠিক কথা লিখেছেন। বাংলাদেশের এই প্রজন্মের মানুষদের এই কথাগুলো জানা অবশ্যই প্রয়োজন
আমি একজন বাংলাদেশী। আমি আমার বাবা, মার মুখে শুনেছিলাম শুধুমাত্র এই দেশের স্বাধীনতার ভূমিকা শুধুমাত্র বাঙ্গালীদের এই ছিল না, গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয়দেরও,এরকমও শুনেছি ভারতীয় বাহিনী যদি বাংলাদেশের জনগণকে অস্ত্র ধরা না শিখা তো তাহলে নয় মাসের জায়গায় ৯০ বছরের লাগতো হয়তোবা। আমার কথা বলার কারন হচ্ছে এই প্রথম একজন ব্যক্তিকে দেখলাম বাস্তব বিষয়গুলো তুলে ধরতে।
R8. Mongal ar arob ar iran.grees ar old lok india ak the land of gods mona kora.old civilization. J muslim lootara india k loot kora chilo tadar dasar abosta dakun
Tora eto bhoy pais keno sotti ta bolte?
Mone jaa asbe bole dibi
O Kotha tik na.
নৃকগডচনপপিগগব,bhydsvkiyffcvhhh@@sam-oe7vk
@@sumonchakraborty9416 দাদা, প্রথমত বাঙালি আর বাংলাদেশিকে গুলিয়ে ফেলবেন না। বৈশ্বিকভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী বাঙালি হিন্দুদেরকে বাঙালি ও পশ্চিমবঙ্গের মুসলমানদের কেবলমাত্র মুসলমান বলা হয়। আর, বাংলাদেশের মানুষেরা যথাক্রমে বাংলাদেশী হিন্দু এবং বাংলাদেশী মুসলমান। বাংলাদেশের কোনও মানুষকেই বাঙালি বলা চলে না। আশা করি বুঝতে পেরেছেন যেটা বললাম।
আর, বাংলাদেশের প্রতি ভারতের অবদান জানাতে মুক্তি যুদ্ধের কথা উল্লেখ করবার প্রয়োজন বলে মনে করিনা। কারণ, বাংলাদেশ, যা প্রাচীনকাল থেকে শুরু করে ১৯৪৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত যথাক্রমে বঙ্গ অঞ্চল এবং ভারতীয় পূর্ববঙ্গ রূপে জগৎবিখ্যাত ছিল। যেখানে অসংখ্য ভারতীয় জাতীয়তাবাদী এবং স্বাধীনতা সংগ্রামী জন্মগ্রহণ করেছেন, অসংখ্য ভারতীয় কবি, পন্ডিত, সন্ন্যাসী, দেশনায়ক সহস্র ব্যক্তিত্ব ভারতবর্ষকে জাতীয়তাবাদী পথ দেখিয়েছেন সেই ভারতের ইতিহাসের অবিচ্ছেদ্য পূর্ববঙ্গের জন্য ভারতের অবদান উল্লেখ করা কি ছেলেমানুষী নয় ?
এই পূর্ববঙ্গ চিত্তরঞ্জন দাশের পূর্ববঙ্গ, বি-বা-দী র পূর্ববঙ্গ, সূর্য সেনের পূর্ববঙ্গ, অতীশ দীপঙ্করের পূর্ববঙ্গ, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পূর্ববঙ্গ, সারদারঞ্জন রায়ের পূর্ববঙ্গ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পূর্ববঙ্গ, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পূর্ববঙ্গ, জগদীশচন্দ্র বসুর পূর্ববঙ্গ....আমি আর নতুন করে কি বলব বলুন..
যাক্!! বাংলাদেশে সত্য কথা বলার মতো অন্তত একজন সাহসী মানুষ আছেন...
গত ৫৩ বছর ধরে যা যা চুরি করেছেন,
বাসায় এসে ফেরত দিয়ে যান
দাদা!! বাংলাদেশে এই রকম কোটি কোটি মানুষ আছ কিন্তু একটা কথা মনে রাখতে হবে ভলোর বিপরীতে খারাপ ও আছে
দাদা , সত্যি বলেছেন, তবে সাবধানে থাকবেন , মেধাবীর হাত থেকে জান বাঁচাতে সব সময় সতর্ক থাকবেন ।
মৌলবাদ নিপাত যাক
@@Manchitre-Vromon যারা চোর তাদের সবাই কে চোর মনে হয়, ১৯৭১ এ তোদের স্বাধীন না করে , তোদের মেরে পূর্ব পাকিস্তান কে ভারতের অঙ্গরাজ্য বানাতে হত।ো
মাশাআল্লাহ বাংলাদেশে সত্য কথা বলার মতো অদ্ভুত একজন সাহসী মানুষ আছেন ধন্যবাদ ❤
mashallah bolish abar indiar dalali koris bodmash
স্যালুট করি। এতো সুন্দর বুদ্ধি সম্পন্ন, যুক্তি সম্পন্ন ব্যক্তি পেলাম। অসাধারণ সুন্দর বক্তব্য শুনলাম।
আমি জাতীয় পার্টির কোন নেতাকে কোন সময়ই পছন্দ করিনি কিন্তু এই লোকটা আমার কাছে খুবই জ্ঞানী বুদ্ধিমান মানুষ বলে মনে হয়,ওনার টকশো গুলো শুনলে ভাল লাগে।
একাডেমিক শিক্ষিত হলেও সে প্রকৃত শিক্ষিত নয়। আমাদের এলাকার সাবেক এমপি ইনি।(গাইবান্ধার সুন্দরগঞ্জ)। উনাকে যতটা শিক্ষিত মনে হয়, উনি ভেতরে ততটাই খারাপ। প্রায় ৪ বছরের ক্ষমতায় উনি বলতে পারবেন না এলাকার কোন উন্নতি করেছেন। উনার প্রতি এলাকার মানুষের অনেক আশা ছিল। শেষমেষ নিজ এলাকা থেকেই মাত্র কয়েকভোটে জয় হলেও,পুরো সুন্দরগঞ্জ তার বিপক্ষে ভোট দিয়েছে। তবে হ্যা,নিজ অর্থায়নে একটা হাসপাতাল করেছে।
তুই যে আস্ত একটা ছাগল তাই তোর ভালো লাগবে।
O hocche dalal
বাকি ৬ কোটি মানুষ তো বাংলাদেশেই ছিলো, শুধু তোর মতো চাটুকারগুলো পালিয়ে গিয়েছিলো।।🙂🙂
বাকি ৬ কোটি মানুষ তো বাংলাদেশেই ছিলো, শুধু তোর মতো চাটুকারগুলো পালিয়ে গিয়েছিলো।।
আপনার যুক্তি গুলো একদম বাস্তব সম্মত. আমি একজন ভারতীয় হলেও বলছি আপনার এই উদার মানসিকতা, যুক্তি বাদী মতাদেশ, আপনা উদারপন্থী মনোভাব এক কথাগ অসাধারণ
স্বার্থ ছাড়া বিদেশ নীতি হয় না ,ব্যবসা বাণিজ্য হয় না ।এটা সর্ব কালের চিরন্তন সত্য। উভয় পক্ষ বা দুই এর অধিক দেশ মিলে যে চুক্তি বা বাণিজ্য হয় তাতে বিনা স্বার্থ কখনোই কোনো কিছু হয় না ।বিশেষ করে কোনো মহাপুরুষের বাণীর সাথে বিদেশনীতি ,রাজনীতি, কূটনীতি এক কখনোই সম্ভব নয় ।এটা সবসমই সত্য যে যেসব দেশ উন্নতিশীল ,তাদের একটু কিছু পাবার জন্য নমনীয় থাতে হয় ,এটা ইতিহাস বহন করছে কম বেশি পৃথিবীর অনেক দেশ।
Se atao bolse tora mone koris Hasina na thakle tora amader jongi bhabis. taile tui seta te o ekmot
তোর ধন কইছে
এই প্রথম কোনো একজন প্রকৃত বুদ্ধিজীবি দেখলাম, যে বাস্তব কথা বলেছে ❤
কলকাতা থেকে বলছি, আমার দেখা প্রথম একজন বাংলাদেশি বুদ্ধিজীবি, যার প্রত্যেকটা কথা যুক্তি যুক্ত । ওনার দূরদর্শিতা বাংলাদেশের সরকারের কাজে লাগানো উচিত । ওনার বিচারধারায় আমি মুগ্ধ ।
বাংলাদেশে কোন সরকার নাই এখন............যারা আছে তারা দেশটাকে পঁচায় দূর্গন্ধ বানায় তারপর নিজেরা তো পালাবে............মাঝখান দিয়ে মরবো আমরা সাধারন মানুষেরা
Tai tumi o oi khane jao harami
Bangladesh ekta terrorist nation na ? Tahole hindu der upor atyachar kiser jonoo? Bangladesh is a islamic fascist country soon to be a terrorist nation under BNP
th-cam.com/video/QONezPd9K9E/w-d-xo.htmlsi=Am5Hw_SyXg0mxGt1
তোমার ঠিকানা দিবা
এত যুক্তিপূর্ণ সুন্দর বক্তব্য... ভীষণ ভালো লাগলো। ভারতের এবং বাংলাদেশ উভয়েরই পক্ষে এবং বিপক্ষে, দুটো বিষয়ই বক্তা এত সুন্দর ভাবে তার মতামত রাখলেন যে মুগ্ধ হলাম। প্রকৃত বাস্তবমুখি চিন্তাভাবনা এবং তার বহিঃপ্রকাশ...
দীর্ঘদিন পরে বাংলাদেশের একজন প্রকৃত শিক্ষিত সচেতন মানুষের বাস্তবসম্মত আলোচনা শুনলাম। ভালো লাগলো। ওনার কথা হয়তো ওদেশের অনেকেরই ভালো না লাগলেও উনি সঠিক বলেছেন...........
Dhanyabad dada apnake jai bangladesh jai india aami bharatiya
খুব দারুণ বললেন, আমি India 🇮🇳 থেকে Mr শামীম এর একজন follower অনেক দিন ধরেই
Excellent explanation. A truly intelligent person. অনেকদিন পর প্রকৃত শিক্ষিত কোন এক বাংলাদেশি বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে যথার্থ বাস্তবসম্মত ব্যখ্যা শুনলাম। উনি একদম বাস্তব সত্যটা তুলে ধরেছেন। বাংলাদেশি ভাই-বোনেরা যদি এই কথাগুলো শোনেন তাহলে তারাও বুঝতে পারবেন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সম্পর্ক নিয়েই আগামী দিনগুলোতে এগিয়ে যাবে। একজন ভারতবাসী তথা বাঙালি হিসেবে আমিও এটাই চাই।
ব্যারিষ্টার শামিম যে কথা গুলো বলেছেন,আমাদের মত মানুষের সেটা বুঝার মত শক্তি নাই,কারন আবেগ আমাদের সাগরের কিনারায় দাঁড় করিয়েছে,আবেগ দিয়ে জীবন চলে না।চোখ বন্ধ করলে আবেগ আসে কিন্তু চোখ খুলিলে আবেগ পালিয়ে যায়,এটাই বাস্তবতা।
Ore bibek rehhhh!!! Ultaiya gelo duniya!!!
Oita tmr abeg kaku, shobaire tmr pallay maippo na
@@rumanaritu6181আপনার পাল্লায় মাপলে কি পাবে সবাই একটু বলে যান তো 😂
Uni Bharoter Dalal. Ei kotha e sunte hobe😅😂 . Abegi jonota.😂
অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যি বাস্তব কথা বলার সৎ সাহসী পদক্ষেপ গ্রহণ করার জন্যে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো
অনেকদিন পরে একজন সত্যিকারের দেশপ্রেমিক ও বিবেকবান মানুষের মূল্যবান ও বাস্তবসম্মত বক্তব্য শুনলাম। ভাই আপনাকে আমার স্যালুট ও অভিনন্দন জানাই।
এত বাস্তবতার সাথে কেউ বিচার বিশ্লেষণ করতে পারবেন না। সুন্দর বলেছেন। অসাধারণ বক্তব্য। আপনার আরও অনেক অনেক বিশ্লেষণ শুনার আগ্রহ রইল শামীম স্যার।
৫ই অগাষ্ট এর পর অনেকের উগ্র মৌলবাদী মতামত শুনেছি ।এই প্রথম একজন বুদ্ধিজীবী চিন্তাশীল মানুষের বক্তব্য শুনে খুব ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।
আপনারাই তো উগ্রবাদী
হি;,ন্দুভা:রতের পক্ষে কথা বললে সে সুশিল ব্যক্তি! ভারতের বিরুদ্ধে কথা বললে সে জ;,ঙ্গি? এগুলো সব চানক্যের থিউরি
@@khanasif5223 tor pond marbo
@@khanasif5223 বাইরের দুনিয়া দেখ, উগ্র মৌলবাদী কারা বুঝবি
হিন্দু উগ্রবাদী 😂😂 বোকা*দা
সত্যিই উনি তো বাস্তব কথাটাই তুলে ধরেছেন এটা একদম মানতে হবে
আমি ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো যে বাংলাদেশের শিক্ষিত লোক আছে
দাদা আপনারা সোশ্যাল মিডিয়ায় যাদের লাফাতে দেখছেন তাদের সংখ্যা খুবই নগন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই নগন্য জনসংখ্যার মানুষই আমাদের দেশটাকে খেয়ে দিচ্ছে।
না শুধু ইনডিয়াতে শিক্ষিত লোক আছে 😅
@@mainuddin2848 শিক্ষিত লোক না থাকতে পারে। কিন্তু আবাল লোক নেই
@@bapanpatra1380Vai Bangladesh e maximum e educated... R current generation er emn keu nei j educated na... Sobai educated
Ekane education first
Tai ei obostha😂dekhte hlo eto bochor por @@khanasif5223
বর্তমান পরিস্থিতিতে এই দাদাকথা গুলো বলার মতো নয়, তবুও সাহসী মনোভাব নিয়ে সত্যি টা বলেছেন। ধন্যবাদ ,সবাইকে বলবো ইতিহাস টা বলুন।
আমি পুরোপুরি সহমত, ব্যারিস্টার শামীমের সাথে, উনি খুব জ্ঞান গর্ভ আলোচনা করেছেন, এবং বাস্তব সম্মত, লজিক্যাল এবং ন্যায় সম্মত কথা বলেছেন।
জ্ঞানগর্ভ দালাল। ঘুরিয়ে পেচিয়ে এতবছর কি করলো!
ব্যারিস্টার শামীম অনেক সুন্দর কথা বলেছেন
আবেগ তাড়িত হয়ে কথা বলেছেন না, খুব বাস্তব সম্মত আলোচনা। সত্যি সত্যি একজনগলোক।।
খুব সুন্দর যুক্তিসঙ্গত ও বুদ্ধিদীপ্ত বক্তব্য। আমি ভারত থেকে বলছি। আপনার গঠনমূলক ভাবনাকে সম্মান জানাই।
এই বাস্তবতা বুঝার ক্ষমতা সবার নেই।
ধন্যবাদ আলোচককে।❤
@@funnykids7312 কোনটা যে বাস্তব সেটা আপনি কি ভালো করে যানেনতো ভাইয়া স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু ভারত বিনা স্বার্থে কোন কিছুই করেনি ভারত যান্ত যে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করতে পারলেই সেভেন সিস্টার এর মত ক্ষমতা দেখাতে পারবে বাংলাদেশে তাই বলি বিনা স্বার্থে তোলার বোঝা ওকে বয়না ভাইয়া।
@@MdRayhan-kp4bnভাইরে বিনা সার্থে ঘরের বউও ভাত বেড়ে দেয় না।
নদীতে যদি বাধ না দিত ভারত,নদীর পানি নদী হয়ে বঙ্গোপসাগরে চলে যেতো , এতে কোনদিন বন্যা সৃষ্টি হওয়ার কথা না। কিন্তু ২০০০ ফুট বাধ নির্মাণ করে বিপুল পরিমাণ পানি দীর্ঘ সময় আটকিয়ে রেখে,হঠাৎ করে কোন কিছু না বলে ছেড়ে দেওয়া,এই দুটো বিষয় এক নয়। যখন বাংলাদেশের পানি দরকার তখন পানি দিবেন না। আর যখন বাংলাদেশের পানি দরকার নাই তখন কোন যুক্তিতে আপনি পানি ছাড়বেন।আসলে ভারতের দালালরা ভারতকে সবসময় নির্দোষ প্রমাণ করতে চায়।
না আপনার আছে বোঝার ক্ষমতা
Sheikh Hasina Chor
সত্যি একজন বাংলাদেশের প্রথম ভালো মানুষের কাছে ভালো কথা শুনতে পেলাম ভালো লাগলো ধন্যবাদ জানাই আপনাকে
রাইট
ভারতের কলকাতা থেকে বলছি, অনেক দিন পর বাংলাদেশের সত্যি কারের বুদ্ধিজীবি দেখলাম। খুব ভালো যুক্তি পূর্ণ কথা বলেন।
অত্যন্ত জ্ঞানী এবং ভদ্রলোক। গুরুত্বপূর্ণ ও বাস্তবমুখী কথাগুলো বিশ্লেষণ করার জন্য। ধন্যবাদ
Uni oshadharon
নদীতে যদি বাধ না দিত ভারত,নদীর পানি নদী হয়ে বঙ্গোপসাগরে চলে যেতো , এতে কোনদিন বন্যা সৃষ্টি হওয়ার কথা না। কিন্তু ২০০০ ফুট বাধ নির্মাণ করে বিপুল পরিমাণ পানি দীর্ঘ সময় আটকিয়ে রেখে,হঠাৎ করে কোন কিছু না বলে ছেড়ে দেওয়া,এই দুটো বিষয় এক নয়। যখন বাংলাদেশের পানি দরকার তখন পানি দিবেন না। আর যখন বাংলাদেশের পানি দরকার নাই তখন কোন যুক্তিতে আপনি পানি ছাড়বেন।আসলে ভারতের দালালরা ভারতকে সবসময় নির্দোষ প্রমাণ করতে চায়।
জ্ঞানী মানলাম না, জ্ঞানপাপী মানি, এরশাদ যখন জনগনের বিরূদ্ধে গিয়ে শেখ হাসিনার শোষনে সহায়তা করার জন্য ভুয়া নির্বাচন করেছিল, তিনি কি তার দলীয় প্রধানদের কাছে প্রশ্ন তুলেছিলেন জনগনের বিরুদ্ধে যাওয়ার বিষয়ে, নির্বাচন ত্যাগ করেছিলেন। না তিনি করেন নি ক্ষমতায় যাওয়ার জন্য। টিভিতে জ্ঞান কপচালেই রাজনীতিবিদ হয় না।
Uni nijer elakar Jonne kichue koren na. Nijer pocket voren
😂🤣বাকি ৬ কোটি মানুষ তো বাংলাদেশেই ছিলো😆, শুধু তোর মতো চাটু**কারগুলো পালিয়ে গিয়েছিলো।।🙂
I am Bangladeshi, but I like to make a good relationship with India. It’s very essential.
It's your logical as well as pragmatic thinking. Unfortunately most of the common people unable to think in such ways.
@@ghoshbk12We cant sell our country to india.we sacrifices our life in 1971 for freedom not slavery of ur india
@@ghoshbk12you can make good relationship with your Hindu Neighbours!
Yes dear,we need stonger bond 🤗😊
Same here too , firstly we need good people to people ties then economic, cultural and so on ❤❤ from West Bengal
ধন্যবাদ সত্তি কথার জন্য।
৭১ এর স্বাধীনতা যুদ্ধে ভারতের সহযোগিতা না পেলে ৯০ বছরেও স্বাধীন হতাম না😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😮
ওইটা ওদের স্বার্থের জন্যই। তাই এইসব ফাও প্যাচাল পাইরেন না
😂😂😂😂@@Optional-v4t
বোকা ভারত এই যুদ্ধের মূল কারিগর।
আমি ভেবেছিলাম এই মানুষটি ভারতীয়, কিন্তু ইনি বাংলাদেশি, সত্যি বলতে আমি হট করে কাউকে কোনো কমেন্টস করিনা। কিন্তু ইনার বক্তব্যগুলো অবশ্যই মন ছুয়ে গেল । আমার ভালো লেগেছে এখন বাংলাদেশে এরকম মানুষকে কোন জায়গায় দিচ্ছে না, তাই তো বাংলাদেশের এই অবস্থা আজ, I respect you sir 🙏
এনি এতো দিন আওয়ামী লীগের ভিতরে ছিলো,, সে জাতীয় পার্টির নেতা
আপনি সঠিক কথা বলেছেন
সত্যি আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো
সত্যি আপনার মতো সচেতন বুদ্ধিজীবী মানুষ দেশের প্রয়োজনে
আপনি উপস্থাপকের কথার সঠিক উত্তর দেননি। ভারতের স্বার্থে ভারত সাহায্য করেছে আমাদের যুদ্ধে।
সেটাই.. শুধু হাসিনার মতো পা চাটতে হবে।
@@shahadathhossain-u5vতোদের দরকার পাকিস্তান যেমন শাসক তাহলে বুঝতে পারতিস কত ধানে কত চাল
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বাস্তবতা বুঝতে হবে। শুধু হুজুগে নাচলে হবে নাহ।
ধন্যবাদ সামীম স্যার।
O Indiar dalal. India beshi bara bari Korle Bangladesh Pakistan ak hoy jabe. Kotha clear. Karo dada giri shojjo kora hobena. Hindura 1947 Asam, west Bengal, bihare prochur Manus marche desh vager jonne. Indian ai dalal gulare kheye pelte hobe. Kono Dalal ai Muslim lande Thai nai
😂🤣বাকি ৬ কোটি মানুষ তো বাংলাদেশেই ছিলো😆, শুধু তোর মতো চাটু**কারগুলো পালিয়ে গিয়েছিলো।।🙂
ভারত সার্থে সাহায্য করেছে
হা করছে, তার জন্য তাদের ১৭০০ সন্য জীবনও দিয়েছে।@@Prince_6723
আমাদের দেশ ভূটান এর মতো ল্যান্ড লক দেশ না যে ভারতের সাথে সম্পর্ক না রাখলে না খেয়ে মরে যাবো, ভারতের সাথে আমাদের সম্পর্ক না রাখলেও চলবে, এই শামীম ভারতের দালাল এবং আপনিও সেই একই ক্ষেতের মূলা!
দারুন মিষ্টার শামীম,খুব ভালো লাগলো, একদমই সত্যি, ধন্যবাদ আপনাকে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে
সামিম ভাই খুবই মেধাবী তাঁর কথা গুলো বাস্তব সম্ভত,,,
তিনি ভারতের দালাল
সত্যি মুগ্ধ হলাম উনার আলোচনা শুনে। ভালো থাকবেন সবাই।
এনার পরিচয় কি? দারুন বক্তা।
ভারত এবং বাংলাদেশের কূটনীতিতে এরকম লোক থাকলে দু দেশের সম্পর্ক অনেক পজিটিভ হবে।
absolutely
আপনি শিক্ষিত, বাস্তববাদী। ভালো লাগলো আপনার ভিডিও দেখে। ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের খারাপ ভারতবর্ষ কখনোই চাইবে না, বরং ভালই চাইবে যদি ভারতবিদ্বেষ না থাকে তবে। খুব খুব ভালো থাকুন।
বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী নয় বাংলাদেশের উপর ভারতের আগ্রাসনের বিরোধী ভারতের সাধারণ মানুষ আমাদের ভাই বোন
Next Maldives
@@prithirsgistoder moto manush er jonno Bangladesh varot biddeshi
@@mdjosimuddin4460আগ্রাসন মানে কী?ভারত কী প্যালেস্টাইনের মতো হামলা চালিয়েছে বাংলাদেশে?
@@mdjosimuddin4460 বাংলাদেশের মানুষ কুকুরের ল্যাজ। চিরকাল বাঁকাই থাকবে।
ধন্যবাদ অনেকদিন বাদে আজ একজন সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তির সঠিক আলোচনা শুনলাম বাস্তবতা এবং অনেক স্পষ্টবাদী উনার কথাগুলো সত্যিই ভালো লাগলো
আসাম থেকে বলছি বাংলাদেশের একজন বুদ্ধিমান ব্যাক্তি,যার প্রত্যেকটি কথার যুক্তি আছে ওনার দুরদর্শীতা বাংলাদেশের সরকারের কাজে লাগানো উচিত ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।
@@mustana298 আপনাদেরও সচেতন হওয়া উচিৎ যুক্তবঙ্গ এর বিরুদ্ধে
উনাকে আপনার ভারতে নিয়ে যান
@@BD-ug9gt বাংলাদেশে তার মত বুদ্ধিমান রাজনীতিকদের প্রয়োজন আছে
এতদিন পর বাংলাদেশে একজন কে দেখলাম যে নিরপেক্ষ বক্তব্য রাখলো। ধন্যবাদ ব্যারিস্টার শামীম কে।।
😂😂😂বাংলাদেশে ভোটের রেজাল্ট দেখ,পরে কথাবলিস।যে কথা বলসে,তার দল কোনদিন ক্ষমতায় আসবে না।ইসলামিক দলগুলোকে আমরা সাপোর্ট করবোই।জামায়াত ইসলাম জিন্দাবাদ
যুদ্ধে ইন্ডিয়া আমাদের থেকে এক চুল পরিমানও কম লাভবান হয় নাই এবং হেল্প করা নিজেদের সেভেন সিস্টার্স এর জন্যই জরুরি ছিল, পাকিস্তান টিকে থাকলে এতো দিনে সেভেন সিস্টার্স স্বাধীন হয়ে যেত
Sudhur onner upokar dekha, nijer o ki upokar hoyece seta o dekte hoy ami ki pelam@@RanaAhmed-sf4jf
@@RanaAhmed-sf4jf তোমার পাকিস্তান বাবা নিজের অঞ্চল ধরে রাখতে পারেনা অন্যের সেভেন সিস্টার্স গিয়ে কি করবে? ভিখারি পাকিস্তানে বাংলাদেশ দেশ থেকে যতদিন লুটেপুটে খেতে পারছে ততদিন মোটামুটি খেতে পারছে এখন ভিখারিস্তান হয়ে গেছে
Bal chal bokhte chole elo.....jara 7 sister ache na tader kache khukri thake@@RanaAhmed-sf4jf
অনেকদিন বাদে একজন প্রকৃত শিক্ষিত মানুষ কে দেখলাম বাংলাদেশে,অনেক প্রণাম আপনাকে,যদিও যিনি ancor আছেন তার কষ্ট যে তিনি সঠিক টা বলছেন
আপনাকে প্রদান উপদেষ্টা করা হোক জোর দাবি 🙏🙏♥♥
এই ব্যক্তির কথা খুব সুন্দর এবং বাস্তব সম্মত কথা। বাংলাদেশ ,ভারত দুই দেশে মানুষেরই এমন চিন্তা ভাবনা থাকা উচিত।🇮🇳
আমি বাংলাদেশে থাকি আর এখানে অনেক ৭১ এ রেপ হওয়া বিরঙ্গনার সন্তান ও তার রক্ত আছে তারা পাকিস্তান পাকিস্তান চেঁচাবে 💀💀💀
দাদা,শুধু ওনি না বাংলাদেশের সকল মানুষের মনে ভারতের মাটি ও জনগণের জন্য সম্মান ভালবাসা বিরাজমান থাকে সব সময়!
বলতে পারেন ভারত নিয়ে রাজপথে আন্দোলন হয় কেনো এপারে?
তার উওর হচ্ছে ভারতীয় সরকার ও পররাষ্ট্রনীতি সব সময় একটি রাজনৈতিক দল ও সে দলের পরিবারটাকে সব সময় গুরুত্ব দিয়ে ক্ষমতার চেয়ারে বসাতে চাওয়ার কারণে ভারত বিরোধী মিছিল মিটিং হয়।
তখন আপনারা সাধারণ জনগণ এসব দেখে ক্ষেপে যান,কিন্তু প্রকৃত সমস্যা কোথায় তা বুঝেন না।
ভারত এদেশের জনগণ ও দেশের সাথে বছরে ১৩+ বিলিয়ন ডলার ব্যবসা করে, কোনো পরিবারের সাথে নয়,তাই সম্পর্কটা এদেশের জনগণের জন্য থাকতে হবে মুজিব পরিবার বা আওয়ামী জালিমদের সাথে নয়।
Truly true .
ভারতে নিয়ে প্রধানমন্ত্রী বানাও
@@HironKrishiজঙ্গি
ভালো লাগলো একজন এমন মানুষের কথা শুনে যিনি নিজেদের প্রকৃত অবস্থা টা জানেন এবংসেটা প্রকাশ করার সাহস রাখেন ।
এনার বক্তব্যটা দারুন লাগলো। বাংলাদেশে এরকম মানুষ হয়তো খুব কমই আছে।😊
শামীম স্যার আপনাকে নমস্কার । এই প্রথম একজন আর্দশ ব্যক্তি পেলাম যিনি প্রকৃত শিক্ষিত । আপনাকে স্যালুট জানাই।
আমি ভারতীয়, ওনার সব গুলো বক্তব্য কে উড়িয়ে দেবার মতো নয়। উনি যথেষ্ট ভালো বললেন। একজন শিক্ষিত মানুষ হিসেবে যেটা বলার উনি সেটাই বললেন। ভালো লাগলো।
Bharatio ra amader shate sundor kotha bola mane bipojjonk?
@@ImranHossain-bv7zy শুধু মাত্র ওনার বক্তব্য টা ভালো সেটা বলেছি। সমগ্র বাংলাদেশী দের ভালো একবারও বলিনি।
@@soumyadiparkabanerjee1755এখানে বলেছে ভারতীয়রা আমাদের সাথে সুন্দর কথা বলা বিপদজনক আপনি বুঝলেন সকল বাংলাদেশীদের ভালো বলা। সকল বাংলাদেশের মানুষ যে ভালো নয় সেটা আমরাও বলি নয়তো এত ক্রাইম করার পরেও হাসিনাকে আবার চায়, ভারত একের পর এক ষড়যন্ত্রের কার্ড খেলেই যাচ্ছে তারপরও ভারতের দাসী হাসিনাকে কিভাবে আবারও বাংলাদেশে দেখতে চায় বলেন সবাই যদি ভালোই হবে
14th December এ হয়তো এমনই বুদ্ধিজীবীদের আমারা হারিয়েছি।এনার চিন্তাভাবনা অনেকদূর,ভালো লাগলো।
অসাধারণ মন্তবের জন্য স্যালুট স্যার আপনাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনার ❤❤
অসাধারণ যুক্তিপূর্ণ বক্তব্য। বাস্তবে পা রেখে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে সুনির্দিষ্ট মতামত। ধন্যবাদ
সত্যি এতো সুন্দর পরিশীলিত, গঠনমূলক এবং পজিটিভ বক্তব্যের মানুষ খুব একটা দেখতে পাই না। এনাদের মতো বাস্তব সম্মত মানুষদের রাষ্ট্র পরিচালনায় আসা উচিত ।
এই ভিডিওটা যে দেখে সত্যিই অবাক হলাম। বাংলাদেশের মত একটা অস্থির দেশে এরকম সংযত শিক্ষিত মানুষ আছে, বাংলাদেশীদের সত্যিটা কে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
সত্যিই এটাই যে, উগ্রপন্থীদের পাল্লায় পড়ে যদি বাংলাদেশের সাধারণ জনগণ এমন একটি সরকারকে নিজের মসনদে বসায়, যেই সরকার ভারতের সার্বভৌমত্বকে একটি চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব বলে কিছুই থাকবে না. . তাই উগ্রপন্থী এবং উগ্র পন্থাকে সরিয়ে রেখে নিজের দেশের উন্নতির কথা ভাবাটাই শ্রেয় .. বাংলাদেশ একটি যথেষ্ট ছোট দেশ, তাই আপনারা যদি উগ্র ইসলামী পন্থার বিপরীতে গিয়ে একত্রিত হয়ে যান, তাহলে বাকি 56 টি ইসলামিক রাষ্ট্রের আর সমগ্র পৃথিবীর জনগণের জন্য বাংলাদেশ একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।
আপনাদের সমস্যা তো এই জায়গায়, আপনারা মনে করেন হাসিনা ছাড়া বাংলাদেশে কেউ নেই। হাসিনা মরলে তখন কি হবে। আপনারা বাংলাদেশিদের ভালবাসেন না, ভালবাসেন হাসিনা আর তার দোসরদের।
"শিক্ষা মানুষ তৈরি করে, আর অশিক্ষা মানুষকে অন্ধ বকধার্মিক করে তোলে।" আপনার বক্তব্যে আরো একটি প্রমাণের সংযোজন ঘটালো। একদম বিজ্ঞানমনস্ক লজিক্যাল বক্তব্যের জন্য মহাশয়কে আন্তরিক ধন্যবাদ। আমি একজন বাঙালি, বাংলা আমার সম্মান।
সত্যি ওনার আলোচনা খুবই ভালো লাগলো । বিচক্ষণতার সঙ্গে কথা বার্তা । এরকম মানুষের অভাব বাংলাদেশের মাটিতে ।
বন্যার বিষয়টা যেমন যুক্তি সহকারে ওনি বোঝালেন,তাতে অসাধারণ লাগলো ।
Gota bangladas 2 ba 1 ta paban 😂
সত্য কথা বলার সাহস ও নমনীয় মনোভাব অনেকের নেই।
তার কথাটা আমার মনের কথা। ভারতের সাথে দন্ধ করে আমরা শান্তি পাবো না
@ShodebDas48 চিকেনস নেকের কথা ভুলে গেছ একটা বোমাই যতেষ্ট মঠকাতে এরপর সেফেন সিস্টার বিদ্রোহী ও আমাদের সেনাবাহিনী মিলে যুদ্ধ করবে আর চীন তো আছেই। ভারত জানে বাংলাদেশের সাথে যুদ্ধ করলে সেফেন সিস্টার জয় বাংলা হবে।
দালাল বীজ বামপার ফলন
Tar mane akhono deshe indiar paa chata golam ase?
জাতীয় পার্টি মানেই ভারতের দালাল।
এত সুন্দর আলোচনা উনি করলেন।
সস্তা জনপ্রিয়তার ধার না ধেরে প্রকৃত সত্য গুলো উনি বললেন , যা দেশের জন্যই শুভকর। ওনার আলোচনা আগে থেকেই বুদ্ধিবৃত্তিক।
একদম।
বাকি ৬ কোটি মানুষ তো বাংলাদেশেই ছিলো, শুধু তোর মতো চাটুকারগুলো পালিয়ে গিয়েছিলো।।
😂🤣বাকি ৬ কোটি মানুষ তো বাংলাদেশেই ছিলো😆, শুধু তোর মতো চাটু**কারগুলো পালিয়ে গিয়েছিলো।।🙂
Ami to tar kisui dekhlam na
This idiot Rendian pa cata bole Mone hoi
India amader Refugee niye billion of dollars peyesilo International Organization theke. That billions helped Indian GDP.
Real Rendian RAJAKAR
যুক্তিসংগত কথা।
আমরা বাঙ্গালী আবেগীজাতি।
@@raihansardar1954 আপনার কথায় মনে হয় বাংলাদেশের মুক্তিযোদ্ধা কি আবেগে আবেগে হয়েছে আবার ভারত আমাদেরকে স্বার্থ ছাড়াই আবেগে আবেগে সমর্থকনকরেছি তাই আমরা আবেগী জাতি এই দেশে যতো বাঙালি জন্ম নিয়েছে সবাই আবেগে জাতি সেই জাতির মধ্যে তো আপনিও পড়ে গেছেন।
@@MdRayhan-kp4bnবোকাচোদা জাতি আমরা😂😂
@@MdRayhan-kp4bn😂 বাঙালী
মুসলিম আবার বাঙালী
@@anuproy372bangali hote hole ki hindu houa lagbe ?
@@anuproy372 ki re british der dhon chusha jati
নেতা , আপনি সত্য ইতিহাস তুলে ধরেছেন সেই জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ ।
নদীতে যদি বাধ না দিত ভারত,নদীর পানি নদী হয়ে বঙ্গোপসাগরে চলে যেতো , এতে কোনদিন বন্যা সৃষ্টি হওয়ার কথা না। কিন্তু ২০০০ ফুট বাধ নির্মাণ করে বিপুল পরিমাণ পানি দীর্ঘ সময় আটকিয়ে রেখে,হঠাৎ করে কোন কিছু না বলে ছেড়ে দেওয়া,এই দুটো বিষয় এক নয়। যখন বাংলাদেশের পানি দরকার তখন পানি দিবেন না। আর যখন বাংলাদেশের পানি দরকার নাই তখন কোন যুক্তিতে আপনি পানি ছাড়বেন।আসলে ভারতের দালালরা ভারতকে সবসময় নির্দোষ প্রমাণ করতে চায়।
ব্যারিস্টার শামিমের টক শো আমার খুব ভালো লাগে।
Fucking India dalal
শামীম সাহেব তো আঃলীগের দোসর।ভারত বাংলাদেশকে হুমকি দিয়ে যাচ্ছে, তাই শামীম সাহেব বঙ্গোপ সাগরে চলে যান আগে ভাগেই।টিভিতে এসে কথা বলতে লজ্জা লাগে না? ১৭বৎসর কি না করেছে আঃলীগ বাকশালী লীগের সাথে থেকে?
এই খানকির পোলা শামীম তোর মা হাসিনা কোথায়
He is good politicians
নদীতে যদি বাধ না দিত ভারত,নদীর পানি নদী হয়ে বঙ্গোপসাগরে চলে যেতো , এতে কোনদিন বন্যা সৃষ্টি হওয়ার কথা না। কিন্তু ২০০০ ফুট বাধ নির্মাণ করে বিপুল পরিমাণ পানি দীর্ঘ সময় আটকিয়ে রেখে,হঠাৎ করে কোন কিছু না বলে ছেড়ে দেওয়া,এই দুটো বিষয় এক নয়। যখন বাংলাদেশের পানি দরকার তখন পানি দিবেন না। আর যখন বাংলাদেশের পানি দরকার নাই তখন কোন যুক্তিতে আপনি পানি ছাড়বেন।আসলে ভারতের দালালরা ভারতকে সবসময় নির্দোষ প্রমাণ করতে চায়।
শামীম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। ভালোবাসা বেড়ে গেছে আপনার প্রতি। সত্যি কথা বলার জন্য ❤
ব্যারিস্টার শামীম অসাধারণ বক্তা ও বাস্তববাদী। সৎ সাহসী মানুষ ❤❤❤👌👌👌🙏🙏🙏
সথ মানুষ কখনো অন্যায়ের সাথে থাকে না ভাই।।
আমি কলকাতার নাগরিক, বাবা, মা দুজনেই ফরিদপুরের মানুষ ছিলেন। আগামী দু এক বছরের মধ্যেই বোঝা যাবে বাংলাদেশের রাজনীতি কোনদিকে যাবে। আপনার কথা শুনে আপাতত ভালই লাগছে। তবে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি কেনো হিন্দুরা ওদেশ থেকে পালিয়ে এসেছিলো।
আমাদের সঠিক কারণও জানা নাই, কেনো হিন্দুরা পালায় 😂😂😂
হিন্দুদের যুদ্ধ করার সাহস ছিলো না ৭১ এ, তাই পালায় ভারত চলে গেছিলো কাপুরুষের মতো
Apnara sab janen.. @@আমজনতাWearePeoples
@@আমজনতাWearePeoplesনাটক কম কর প্রিয়
@@prithomprithombishash1132 নাটক আমরা করি নারে, নাটক কারা করে সেটাতো দেখাই যাচ্ছে। আর আমরা যদি একবার নাটক শুরু করি তবে নিতে পারবা না 🤣🤣🤣
খুব যুক্তিবাদী কথাগুলো শুনে খুব ভালো লাগলো। ❤🇮🇳
সুন্দর এবং যুক্তি সংগত কথা বলেছেন।
ভারত থেকে শামীম সাহেবকে মূল্যবান মতামত জানানোর জন্য ধন্যবাদ। আমরা ভারতীয়রা এমন প্রতিবেশী দেশের থেকে এমন বক্তব্য ই আশা করি।
Facebook পেজ এ comment পড়ে ভাবতাম বাংলাদেশিদের মধ্যে crtical thinking এর bodyo অভাব। কিন্তু এই ভিডিও দেখে আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছে। সত্যি ওই ভদ্রলোক খুবই sensible , logical কথা বলেন।
বাস্তবধর্মী আলোচনা।
দেশ ছোটো হোক বা বড়ো, শক্তিশালী হোক কিংবা না হোক, প্রত্যেকেই তার নিজের দেশকে ভালোবাসে,,, কিন্তু নিজের দেশ সমন্ধে কথা বলতে হলে, আগে নিজের সামর্থ সমন্ধে জানতে হবে,,
আপনি খুব সুন্দর বলেছেন,,, যুক্তি যুক্ত কথা বলেছেন।
বাংলাদেশে এই প্রথম শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ দেখলাম ..যার কথার যুক্তিসঙ্গত আছে ।।
..
শিক্ষিত মানুষের শিক্ষিত কথা ,এই কথা বুজার ক্ষমতা এই হিংস্র জাতি বুজবে না 😢
R8
Soho mot
Tomra tw hinsuk jati na ty na sdhu unconditionally sbr jnny koro tw ty na
Power of 🐂💩
হিহিহি
হুম সেই জন্য তোমাদের প্রতিবেশিদের সাথে রিলেশন ভালো না 😂😂😂😂
বাঃ, কি সুন্দর কথা!! যে সমাজে সবাই কথা বলবে, আর যে সমাজে সবাই কথা শুনবে, সেই সমাজে কখনও extremism আসতে পারে না। সুন্দর!! ❤
এই একজন লোক দেখলাম যার বাস্তব জ্ঞান আছে।।। যে সত্যি টা জানে।। ধন্যবাদ আপনাকে।।
চমৎকার আলোচনা করেছেন
আমি একজন বাঙালি হিসেবে ও মুসলমান হিসেবে ভারতের প্রতি সত্যি কৃতজ্ঞ। কারণ ইসলাম ধর্ম শিখিয়েছে যদি কেউ উপকার করে তাহলে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে মুসলমান বাধ্য থাকিবে। এটাই আমাদের রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর দেওয়া শিক্ষা।
Lots of love from India ❤😊
Ami Acjon Hindu hoyeo Tomake and tomar Religion k Respect korchhi, From India🇮🇳🇮🇳.. Valo thako, Tomar moto Subha Budhhi r Uday Hok Bangladesh er Jonogon er.
ইসলাম তো অনেক কিছু শিখিয়েছি তাহলে ধর্ম বিদ্ধেশি কেন। এ কেমন ইসলাম।
But sad to say majority of ur people do not accept this truth. 😢😢😢
এই লোক ভারতের দালাল।
আলোচনা সম্পুর্ন শিক্ষানীয় বিষয়
সত্য কথা বলায় স্যালুট শামীম পাটোয়ারী কে
😂😂😂
আপনার বক্তব্য অনেক স্পষ্ট ,এটাই সত্যি বাংলাদেশের মাটি অন্য কোনো দেশ ব্যবহার করুক এটা ভারত চায় না.....বাংলাদেশ এগিয়ে যাক উন্নতি করুক কিন্তু ভারতের বিপক্ষে গিয়ে নয়🇮🇳🇧🇩❤️
এতদিনে বাংলাদেশের একজন বাস্তববাদী মানুষের কথা শুনতে পেলাম।
ইনি একজন খাঁটি বাংলাদেশী।দাদা অনেক ধন্যবাদ।কিন্তু আপনি বর্তমানে বাংলাদেশী হিন্দু সংখ্যালঘু দের দুর্দশা নিয়ে কিছু বলার সাহস দেখালেন না।
খুব সুন্দর যুক্তিপূর্ণ কথা, এই ধরনের মানুষ কে আরো বেশি বেশি করে সংবাদ মাধ্যমে আনতে হবে, এই পৃথিবীতে ধর্ম বড় নয় মানুষ যেন বড় হয়, সমাজে প্রত্যেকের প্রতি ভালোবাসা সমাজে প্রত্যেকের প্রতি একনিষ্ঠ ভালোবাসা আগে দরকার, সমাস থেকে এই ধরনের, দ্বন্দ্ব সরিয়ে রেখে একটা মানুষ অপর মানুষের প্রতি কিভাবে সুস্থ সম্পর্ক বজায় রেখে চলে তার ভাবনা চিন্তা আগে করা দরকার, এর জন্য উগ্রবাদী চিন্তাভাবনা আগে দূরে সরিয়ে রাখতে হবে, একটি মানুষ অপর একটি মানুষের জন্য যার যেখানে ধর্মের কথা চিন্তা আসবে না, সমাজে এই ধরনের বিশ্বাস আগে প্রয়োজন প্রতিটি দেশের, এই নিয়ে সমস্ত মিডিয়া কাজ করলে শান্তি একদিন দেখা দেবেই, এখানে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ।
অবশ্যই ব্যারিস্টার সাব আপনি দুরদর্শী বুদ্ধিমান। সালাম আপনাকে 🙏 । সোনার মতো কথা বলেছেন।
এপার থেকে এক বাঙালি হয়ে বলছি এই লোকটির কথাবার্তা অত্যন্ত যৌক্তিক, এরকম বিচার বুদ্ধি সম্পন্ন মানুষের অবশ্যই প্রয়োজন আছে ।
ভারতীয় হয়ে ব্যারিস্টার বাবুকে কুর্নিশ জানাচ্ছি। দীর্ঘকাল পর একজন সুবুদ্ধি সম্পুর্ণ বাংলাদেশী ব্যক্তির বক্তব্য শুনলাম।
টেনশান নাই।কিছুদিন পরে আপনাদের দেশের মেহমান হতে পারেন শামীম বাবু।
@@adv.ziaurrahmanকেন আপনাদের দেশে সত্য বলা নিশেদ নাকি.
আজ প্রমাণ হলো আপনি একজন প্রকৃত দেশপ্রেমিক এবং একজন সত্যিকারের বুদ্ধিজীবী।
এই প্রথম কোনো প্রকৃত শিক্ষিত এবং বুদ্ধিদীপ্ত বাংলাদেশী নাগরিককে, যুক্তি দিয়ে কথা বলতে দেখলাম। এখন এই দেশকে নিজ মহিমায় ফিরতে গেলে এমন মানুষের প্রতিনিধিত্বের বিশেষ প্রয়োজন।
উনি যে কথাগুলো বললেন খুবই বাস্তবসম্মত। বাংলাদেশের উন্নতি করতে হলে ভারত বিরোধী মনোভাব বর্জন করতে হবে।
এই মানুষটার বক্তব্য শুনলে থমকে যাই,,,এত নিখুত বিশ্লেষণ,, কোন রাজনৈতিক নেতার মুখে শুনি না,,,
বাস্তব কথা বলেছে ভাই
Sunben kmne? Bakira power nite moriya ejonno jonogoner brainwash korte sotto mittha towakka kore na
100 thanks mr. Barrister shamim for your historic argument, yes ,you are honest,& perfect gentleman
বাংলাদেশের একটা শিক্ষিত লোকের বক্তব্য খুব সুন্দর
এই দাদা একজন বাস্তববাদী, বিচ্চক্ষন মানুষ / ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে তার সুচিন্তিত মতামত আমার ভালো লাগলো ❤বিদ্বেষ নয় দুই দেশের মানুষের সম্পর্ক ভালো হোক
ভারতীয় প্রেমি বাংলাদেশে সংখ্যায় খুব কম খুশী হওয়ার কিছু নাই।
এই লোকও তাদের মধ্যে। খুশী হওয়ার কিছু নাই
আপনি ই একজন যে সুবিবেচকের মত কথা বলেছেন। বাস্তব টাকে মানতে হবে।
খুবই সুন্দর আলোচনা।তৃপ্তি পেলাম। এমন সব মানুষকেই আলোচনার টেবিলে মানায়।
অত্যন্ত জ্ঞানী এবং ভদ্রলোক।সঠিক বিশ্লেষণ।
এই শালা একজন বড়মাপের বাটপার
ইতিহাস না জেনে বিশ্লেষণ, ভদ্রতা আর রাজনীতি বাংলাদেশকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের গোলাম হিসেবে কাটাতে হয়েছে,এবং এখনও গোলামীর জিঞ্জীরে আবদ্ধ থাকার কেউ কেউ চেষ্টা করে চলেছে। আসলে অটিস্টিক এক জাতি তৈরীতে ভারত অনেকটা সফল বলা যায়।