৯০ দশক ছিল বাংলাদেশের মিডিয়া জগৎ এর স্বর্ণযুগ।নাটক,সিনেমা গান সব কিছুতেই।বিটিভির প্রতিটা নাটক ছিল এক কথায় অসাধারণ। কি সংলাপ,মার্জিত পোষাক,আবেগ দিয়ে অভিনয়!! আর এখনকার নাটকের কথা নাই বা বললাম..... ২৮/৬/২৩ বগুড়া।
২০ বার দেখেছি এই নাটক জাহিদ হাসান আমার পছন্দের এক অভিনেতা, তার সকল নাটকেই মুগ্ধতা অনুভব করি, ধন্যবাদ অভিনন্দন জানায় কিছু সুন্দর মুহূর্ত অভিনয়ে উপহার দেয়ার জন্য আমাদের। ❤
এমন নাটক আর দেখতে পাবেন না দাদা। আধুনিকতার নামে আমরা এই সুন্দর সমাজটা নষ্ট করে ফেলেছি। অন্ধভাবে পশ্চিমা সংস্কৃতির পেছনে ছুটতে গিয়ে আমরা ভুলে গিয়েছিলাম যে আমাদের পরিবার, সমাজের ধারণা তাদের থেকে উন্নত। যখন সে উপলব্ধি কিছু মানুষের হলো, ততদিনে যা হারানোর তা হারিয়ে গেছে। এখন এই প্রজন্মের কিছু সস্তা চুলকানি মূলক নাটক ছাড়া বাংলা নাটকের আর কিছু অবশিষ্ট নেই। 😕
অসাধারণ নাটক। নাটক তো নয় যেন মধ্যবিত্ত পরিবারের জীবন কাহিনী । হাজারো ছাত্র শফিকের মতো পড়াশোনা শেষ না করেই চাকরিতে যোগদান করতে হয়, ফলে তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। জীবন হয়তো চলে যা কিন্তু যে অবস্থানে পৌঁছানোর কথা সেখানে আর পৌঁছাতে পারে না। আত্মসম্মানের জন্য প্রিয় অফিসের অত্যন্ত প্রিয় চাকরিটাও ছেড়ে দিতে হয়।
ভুল কথা সব ছবি সমন্বয় যদি মানসম্মত হয় সেটা দর্শককের সব সময় মন করবে জয় সব সময় ভালোর পক্ষে মন্দির বিপক্ষে আমি একটা চাই ভালোলাগা ভালোবাসা এক একজনের ব্যক্তিগত বিষয়
অসাধারণ একটি নাটক। অসাধারণ অভিনয় করেছেন জাহিদ হাসান এবং বিজরী বরকতউল্লাহ। সকলেই অসাধারণ অভিনয় করেছেন। নাটক দেখে অনেক হেসেছি আবার অনেক কেঁদেছি। নিজের অজান্তেই কখন যে চোখ দিয়ে পানি পড়ে গেল বুঝলাম না।
এই নাটকটা আমি স্কুলে থাকার সময় বিটিভিতে দেখেছিলাম। অনেক ভালো লেগেছিল। অনেক খোজেছিলাম ইউটিউবে । পায়নি । আজ দেখে অনেক খুশি হলাম। দেখে নিলাম আবার। সত্যিই অসাধারণ। Old is gold
আমার মত অবস্থা দেখি আপনার। আমার যতদূর মনে পড়ে নাটকের শেষ দেখতে পারিনি। কারেন্ট তখন ছ্যাঁকা দিতো। নাটকের শেষ হওয়ার আগেই চলে যেতো। কী যে বিরক্ত লাগতো। তখন তো আরে ইউটিউব ছিলো না যে পরে দেখে নিবো। আজ শেষ অব্দি দেখে নিলাম প্রিয় নাটক।
এমন নাটক যদি বার বার দেখতে পারতাম। এ নাটকই প্রমাণ করে আমাদের বাংলাদেশে অত্যন্ত উচ্চ মানের নাটক হয় , আমরাও করতে পারি। বাংলা সাংস্কৃতিক জগতে আমরা উজ্জ্বল ।
উফ্ আগের নাটকে কত অসাধারণ সংলাপ ছিলো। আমি তখনকার সময় কল্পনা করছি। মানুষ ছিলো অনেক সাধারণ, ছিলোনা অশ্লীলতা, পোষাক ছিলো সাদামাটা। আহ্ যদি অতীত ফেরানো যেত!!! "মনে কর আজকের এই শরৎ বিকেলের ক'টা মূহুর্ত আমাদের জীবনে আসেইনি।" কি অসাধারণ সংলাপ। মনটা বিরাণ হয়ে গেছে।
... খুব সুন্দর একটা নাটক...! কাহিনী এবং সংলাপ অসাধারণ...! কত সুস্থ এবং সুন্দর ভাবে একটা সম্পর্ক গড়ে ওঠে তার একটা নিদর্শন সৃষ্টি করলো এই নাটক...! ... Love you Bangladesh from Kolkata, West Bengal, Indian🇮🇳🇮🇳🇮🇳
অসম্ভব সুন্দর হৃদয় ছোঁয়া মনোমুগ্ধকর অভিনয়। এত সুন্দর শব্দ চয়ন, মার্জিত পোশাক যা এখনকার নাটকে দেখা যায় না। নাটক দেখে যে সময় ব্যয় করেছি তা স্বার্থক হয়েছে।
বাহ্ কী সংলাপ সুন্দর ভাষা মনে হচ্ছে উপন্যাস পড়ছি, একটা সুন্দর মন আর এমন গোছানো নাটক সত্যি সুস্থ বিনোদনের উত্তম মাধ্যম , আমার খুব আফসোস হচ্ছে এমন নাটক আর হয়না।
অনেক ছোটবেলায় নাটক টি দেখেছিলাম। ওই সময়ের অনেক স্মৃতি মনে পড়ে গেল। মিস করছি সেই সময়টাকে। কেন যে সময় টা কে বেঁধে রাখা যায় না? খুব আফসোস হয়। আরও বেশি করে পুরনো নাটক দিন।
"সময় পিচ্ছিল আর তাতে আমরা হামাগুড়ি খাচ্ছি".... ইস যদি পিছনে ফিরে যাওয়া যেতো। কত সুন্দর সময় ছিল... সরলতায় পরিপূর্ন ছিল মানুষ। নাটক দেখার পর ও মনে রেস কেটে যায়,
৯০ দশক ছিল বাংলাদেশের মিডিয়া জগৎ এর স্বর্ণযুগ।নাটক,সিনেমা গান সব কিছুতেই।বিটিভির প্রতিটা নাটক ছিল এক কথায় অসাধারণ। কি সংলাপ,মার্জিত পোষাক,আবেগ দিয়ে অভিনয়!!
আর এখনকার নাটকের কথা নাই বা বললাম.....
২৮/৬/২৩ বগুড়া।
মধ্যবিত্ত হয়ে নিজেকে গর্ব করি ❤
স্যালুট, জাহিদ হাসান ❤
৯০দশকের এই নাটক গুলো আসলে জীবন থেকে নেয়া কাহিনী।।এমন সময় আর কোনদিন আসবেনা।।।
সিরাজগন্জ এর জাহিদ হাসান বাংলা নাটক এর এক উজ্জ্বল নক্ষত্র
অসাধারণ,,,,, সেই শৈশব এ ফিরে গেলাম,,,, বিজরি বরকতুল্লাহ অন্যনো সাধারণ
কত মার্জিত ও সাবলিল কথার ধরন। পোশাকে রহেছে রুচিশীলতার পরিচয় যা আজকাল কার নাটকে পাওয়া খুবই দুষ্কর। ধন্যবাদ সেইসব নাট্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের।
কি সুন্দর স্পষ্টভাষী অর্থপূর্ণ নাটক ও সাবলীল অভিনয়❤❤
২৪ সালে কে দেখেছেন...হাত তুলুন
২০ বার দেখেছি এই নাটক জাহিদ হাসান আমার পছন্দের এক অভিনেতা, তার সকল নাটকেই মুগ্ধতা অনুভব করি, ধন্যবাদ অভিনন্দন জানায় কিছু সুন্দর মুহূর্ত অভিনয়ে উপহার দেয়ার জন্য আমাদের। ❤
সুধু হাত না একেবারে পা তুলে দিলাম
2024
কেন রিলিপ দিবেন
আমি শর্ট ভিডিও দেখে
মনোযোগ দিয়ে নাটক টা দেখলাম,, এক কথায় অসাধারণ ❤
খুবই সুন্দর নাটক
দূর্দান্ত, দারুন, সুন্দর সামাজিক নাটক উপহার দিয়েছেন। Excellent.
আমি একজন ভারতীয় হয়ে। বাংলা দেশের হৃদয় জুরানো নাটক বার বার দেখতে চাই। আশাকরি এই রকম নাটক আরো বেশী করে দেখতে পাবো। 👍👍👍👍👍
এমন নাটক আর দেখতে পাবেন না দাদা। আধুনিকতার নামে আমরা এই সুন্দর সমাজটা নষ্ট করে ফেলেছি। অন্ধভাবে পশ্চিমা সংস্কৃতির পেছনে ছুটতে গিয়ে আমরা ভুলে গিয়েছিলাম যে আমাদের পরিবার, সমাজের ধারণা তাদের থেকে উন্নত। যখন সে উপলব্ধি কিছু মানুষের হলো, ততদিনে যা হারানোর তা হারিয়ে গেছে। এখন এই প্রজন্মের কিছু সস্তা চুলকানি মূলক নাটক ছাড়া বাংলা নাটকের আর কিছু অবশিষ্ট নেই। 😕
আমি নাইজেরিয়ান
R hobena emon Director r nau shobai mara gechen r karo emon Jonmou hbena😢
❤❤❤❤
Thanks
যার কাছে আছে পরিশ্রম সততা সে কখনো হেরে যায়না' কথাটা একদম সত্যি।
নিশ্চয়তা যখন কারাগার, অনিশ্চিয়তা তখন মূক্তি। সত্যিই মূল্যবান কথা।
অসাধারণ নাটক। নাটক তো নয় যেন মধ্যবিত্ত পরিবারের জীবন কাহিনী । হাজারো ছাত্র শফিকের মতো পড়াশোনা শেষ না করেই চাকরিতে যোগদান করতে হয়, ফলে তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। জীবন হয়তো চলে যা কিন্তু যে অবস্থানে পৌঁছানোর কথা সেখানে আর পৌঁছাতে পারে না। আত্মসম্মানের জন্য প্রিয় অফিসের অত্যন্ত প্রিয় চাকরিটাও ছেড়ে দিতে হয়।
আমি ভারতীয় , আমার অবসর সময় কাটে বাংলাদেশের নাটক দেখে।কারন প্রতটি নাটকের কাহিনী, অভিনয় সবই খুবই ভাল
Thanks
গ
অনেক ধন্যবাদ আপনাকে
Thanks for Understand 😊😊
ঠিকই বলেছেন। সহজ সরল সাবলীল। প্যাঁচ নাই, হিংসা নাই, গ্রপিং নাই, অশালীন পোষাক নাই,।
জাহিদ হাসান ভাই,, আপনার অভিনীত নতুন কিংবা পুরোনো নাটক,টেলিফিল্ম। যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই,,
অসাধারণ,,,
প্রতিদিন আমি দুটো নাটক দেখি , একটা দুপুরের খাবার খাবার সময় , আর একটা রাত্রে খাবার খাবার সময় ।
অনেক ভালো ভালো নাটক দেখেছি ।
আজও দেখলাম , " প্রতিযোগিতা " ।
বেশ ভালো লাগলো ।
রাগ-অনুরাগের মাঝেও অনেক কিছু শিখলাম । যোগ্য শিক্ষকের কাছে তালিম ছাড়া জীবন-যুদ্ধের সংগ্রামেও জেতা অসম্ভব ।
এসব পুরনো নাটক দেখলে মন টা জুড়িয়ে যায়...
৩১-০৩-২০২৪ এ আবার দেখলাম নাটক টা কেউ লাইক দিলে নাটক টার কথা মনে হবে❤
অসাধারণ, এক কথায় মনোমুগ্ধকর!!
নব্বই দশকের নাটক মানুষ ভুলবে না
পোষাকে, কথায়, চলনে কতো মার্জিত, কতো বাস্তব, এমন নাটক যারা ভালোবাসে তারা হয়তো কোনদিন এখনকার সিনেমা কে ঘৃনা না করে পারবেনা।
যত দেখি ততই ভালো লাগে।
ঠিক বলেছেন (ভারত)
ভুল কথা সব ছবি সমন্বয় যদি মানসম্মত হয় সেটা দর্শককের সব সময় মন করবে জয় সব সময় ভালোর পক্ষে মন্দির বিপক্ষে আমি একটা চাই ভালোলাগা ভালোবাসা এক একজনের ব্যক্তিগত বিষয়
ধন্যবাদ সুন্দর করে বলার জন্য।
এখনো যারা এই পুরনো নাটকগুলো দেখে তাদের রুচিবোধকে সম্মান জানাই।
❣️
😊
Ami dekhi bhaiya....❤️
Dekhlam onk valo laglo natokta
@@Rez32239as ji❤ Dr😮 no
এমন সাবলীল কথা, গল্প, সকল কিছু মিলে এক অসাধারণ জীবনচিত্র। এ যেন নাটক নয়,এটি একটি মানুষের জীবনচিত্র।
অসাধারণ নাটক! ২০২৪ সালে এসে এরকম নাট্যকার অসাধারণ সংলাপ দেখা যায় না। এই নাটক বেশ কয়েকবার দেখেছি যতবার দেখি ততবার নতুন মনে হয়।
Asholei, ki madhurjomondito shonglap. Er akhon...BABU KHAISO!!...JAAN!! KOI GELA..koi theke koi neme gesi amra..
Watched 04.11.2024
Osadaron natok
খুবই মনোমুগ্ধকর, নাটকটির মর্মার্থ অনেক।
এতো সুন্দর শব্দচয়ন শেষ কবে কোনো নাটকে দেখেছি মনে পরেছেনা❤️ নাটকের মধ্যে ডুবে গিয়েছিলাম।
কি সুন্দর অভিনয় আর মার্জিত পোশাক।
কত শালীনতা ছিল
আর ভাসার কি মাধুর্য
অসম্ভব সুনদর
অসাধারণ বলতে পারতেসি না।।।। এইটা তার থেকে অসাধারণ
কি অসাধারণ এক নাটক।।। ছোটবেলায় বাবা মায়ের সাথে এইসব সাপ্তাহিক নাটকগুলো দেখতাম।।। কি পরিষ্কার পরিচ্ছন্ন নাটক।। নস্টালজিক হয়ে গেলাম।।।
নাটকটি দেখে সেই ৯০ দশকে চলে গিয়েছি অনেক সুন্দর ভাবে উপভোগ করেছি এবং দেখেছি
এগুলাই সত্যিকারের নাটক❤️👌
নিশ্চয়তা যখন কারাগার হয়ে ওঠে, তখন অনিশ্চয়তা হয় মুক্তি 👍
29 June 2023
Eid day 🥰
কোথায় (১৯৯৫) আর এখন (২০২১) যখন আমার জন্মই হয়নি। কি অসাধারন নাটক।
জাহিদ হাসানের পুরাতন নাটক গুলি যত দেখি ততই মনে হয় একটা চেয়ে আরেকটা আরো বেশি ভালো লাগে সত্যিই অসাধারণ একটা নাটক অনেক কিছু শেখার আছে এই নাটকের মধ্যে
অসাধারণ একটি নাটক। অসাধারণ অভিনয় করেছেন জাহিদ হাসান এবং বিজরী বরকতউল্লাহ। সকলেই অসাধারণ অভিনয় করেছেন। নাটক দেখে অনেক হেসেছি আবার অনেক কেঁদেছি। নিজের অজান্তেই কখন যে চোখ দিয়ে পানি পড়ে গেল বুঝলাম না।
কথায় আছে "Old is always Gold" নাটকটা দারুন ছিল...👌👌👌 তাং- ১২-১০-২০২৩ইং
১২-১০-২০২৪ 7:06
12-10-2024
@@keyapaul4688 ❤️
এই নাটকটা আমি স্কুলে থাকার সময় বিটিভিতে দেখেছিলাম। অনেক ভালো লেগেছিল। অনেক খোজেছিলাম ইউটিউবে । পায়নি । আজ দেখে অনেক খুশি হলাম। দেখে নিলাম আবার। সত্যিই অসাধারণ। Old is gold
আমার মত অবস্থা দেখি আপনার। আমার যতদূর মনে পড়ে নাটকের শেষ দেখতে পারিনি। কারেন্ট তখন ছ্যাঁকা দিতো। নাটকের শেষ হওয়ার আগেই চলে যেতো। কী যে বিরক্ত লাগতো। তখন তো আরে ইউটিউব ছিলো না যে পরে দেখে নিবো।
আজ শেষ অব্দি দেখে নিলাম প্রিয় নাটক।
আমিও দেখেছিলাম....বিটিভিতে.....!!
কি সুন্দর শব্দের ব্যবহার আচার-আচরণ আর বাস্তবতার সমাহার সবমিলিয়ে অসম্ভব ভালো লাগল
অসাধারণ দিনের অসাধারণ নাটক,,
কি অসাধারণ গল্প❤ কোথায় হারিয়ে গেলো সেই সোনালী দিন 😥
hi
কি অসাধারন সংলাপ!অভিনয় শিল্পীদের কি অসাধারন ডায়লগ ডেলিভারি,চোখ মুখের এক্সপ্রেসান! এমনকি ক্যামেরাম্যানের সময়জ্ঞান ফোকাস!অসাধারন একটি নাটক।
নাটকটা সত্যি বাস্তব মনে হলো,,অনেক ভালো লাগলো।
এমন নাটক যদি বার বার দেখতে পারতাম। এ নাটকই প্রমাণ করে আমাদের বাংলাদেশে অত্যন্ত উচ্চ মানের নাটক হয় , আমরাও করতে পারি। বাংলা সাংস্কৃতিক জগতে আমরা উজ্জ্বল ।
Hasho about to Hana Ron
Murakkal Bangla
আহা কি সোনালী দিনগুলো ছিল ❤❤❤❤ কত সুন্দর সাংস্কৃতিক চর্চা।।।
আফসোস এখন যেমন সংস্কৃতি তেমন হয়েছে মানুষ 😢😢😢😢😢
অসাধারণ নাটক। অনবদ্য অভিনয় বিজলী বরকতউল্লাহ ও জাহিদ হাসানের ২০২৩ চলে এসেও নাটকটি অসাধারণ লাগলো। ❤❤❤
কী চমৎকার কথাবার্তা- কী সাবলীল স্পষ্ট উচ্চারণ। পাঁচমেশালী শব্দের অবাধ আনাগোনাহীন।
এইরকম প্রতিবেশ থেকে কী করে আমরা আজকের গাড্ডায় পড়ে এলাম!
উফ্ আগের নাটকে কত অসাধারণ সংলাপ ছিলো। আমি তখনকার সময় কল্পনা করছি। মানুষ ছিলো অনেক সাধারণ, ছিলোনা অশ্লীলতা, পোষাক ছিলো সাদামাটা। আহ্ যদি অতীত ফেরানো যেত!!!
"মনে কর আজকের এই শরৎ বিকেলের ক'টা মূহুর্ত আমাদের জীবনে আসেইনি।"
কি অসাধারণ সংলাপ।
মনটা বিরাণ হয়ে গেছে।
খুঁটিতে বাঁধা হরিন শিকার করে কোন গৌরব নেই..তেমনি যোগ্য প্রতিযোগী না থাকলে লড়াই করে মজা নেই..!! অসাধারন ডায়লগ
huuu
অসাধারণ । খুব ভালো লাগলো । ধন্যবাদ আপনাদের সবাই কে ।
❝নিশ্চয়তা যখন কারাগার হয়ে ওঠে, তখন অনিশ্চয়তা হয় মুক্তি। ❞ কী দারুণ সংলাপ! ❤❤
, সত্যিই অসাধারন ছিলো অভিমানের মধ্যে ভালোবাসার প্রকাশ ঠিক যেমন দুদের মধ্যে মাখনের আত্ন প্রকাশ। দেখলোও বুজার কোন উপায় নাই তেমনি একটা ব্যাপার।
৯০ দশকের নাটক,বিষয়বস্তু আর অভিনয়ের কি দারুন কেমিস্ট্রি 😘
নাটক টাতে শৈশবের অনেক স্মৃতি বিজড়িত
এমন নাটক আর বানানো সম্ভব নয়। এককথায় অসাধারণ
সত্যিই ৯০ দশকের এসব নাটকগুলো খুব ভালো লাগে ❤
সে-ই সময়ের বাংলা নাটক গুলা ছিলো অসাধারণ,,,, দেখলেই চোখ জুড়িয়ে যায় কি সুন্দর রচনা আর অভিনয় ছিলো তখন,,,,
আগের নাটক গুলোর কথা আর অভিনয় কত সুন্দর, নাটকের সংলাপ গুলো আর অভিনয় দেখে চোখ সরানো যায় না ❤
সত্যি! কি অসাধারণ সুন্দর একটা নাটক।
কাহিনি, চিত্রনাট্য, অভিনয়। সব মিলিয়ে চমৎকার একটা নাটক দেখলাম।
অসাধারণ, চমৎকার একটা নাটক। আগের নাটক গুলো খুব সুন্দর ছিল।
সত্য কথা বলতে 90 দশকের নাটক গুলো সত্যি অসাধারণ। কোন অশ্লীলতা কোন বাজে কিছু নেই। আমি 24 সালের শেষের দিকে এসে নাটকটা দেখে মুগ্ধ। 11 Oct' 24
আমি একজন ভারতীয়, বাংলাদেশের রুচিশীল নাটক দেখতে ভালবাসি
Apni bangali
... খুব সুন্দর একটা নাটক...! কাহিনী এবং সংলাপ অসাধারণ...! কত সুস্থ এবং সুন্দর ভাবে একটা সম্পর্ক গড়ে ওঠে তার একটা নিদর্শন সৃষ্টি করলো এই নাটক...!
... Love you Bangladesh from Kolkata, West Bengal, Indian🇮🇳🇮🇳🇮🇳
অসাধারণ অসম্ভব সুন্দর 💓
অতীতের সোনালী সেই দিনগুলো
ফিরে আর আসবে কি???????
"নিশ্চয়তা যখন কারাগার হয়ে ওঠে, তখন অনিশ্চিয়তাই হয় মুক্তি "
হ্রদয়ের সাথে মিশে যাওয়া প্রিয় একটি প্রতিচ্ছবি ❤
মনে যে জুড়িয়ে গেল,,এ আমি কি দেখলাম,,এতো সুন্দর ভাবে উপস্থাপন করা যায়,,সত্যি, অসাধারণ!
দুই জনের অভিনয় যে এত সুন্দর ছিল অসাধারণ খুব ভালো ছিল আফসোস এখন আর আগের দিনের মত নাটক আর পরিচালক করতে পারে না
এখন কার পরিচালক গুলোতো এখন কার, এবং ববর্তমান প্রেক্ষাপট
@@reniakondIs 'prekhapot' dependent on time or on our hands?
'মনে করো আজকের এই শরৎ বিকেলের কটা মুহূর্ত আমাদের জীবনে আসেনি'
পুরাতন নাটকগুলোর সংলাপ ছিলো অসাধারণ।
প্রতিটি মিনিট শেষ হবার সাথে সাথেই পরবর্তী মিনিটের অপেক্ষায় থাকাটাই বুঝিয়ে দেয় তখনকার নাটকগুলো কতোটা উপভোগের ছিলো।
Old is gold....কি সুন্দর ডাইলগ
আমরা এখন আফসোস করি,পুরনো দিনগুলোতে ফিরে যাই কেননা আমাদের অতীতের সংস্কৃতি ভালো বর্তমানের তুলনায়।
❤❤এই অসাধারণ অভিনেতা অভিনেত্রীদের নাটক দেখে দেখে বড় হয়েছি। অসাধারণ ছিল সেই সব ৯০ দশকের সোনালি দিন গুলো।❤❤
এগুলোই আসলে বাংলা নাটক সাবলিল অভিনয় মার্জিত পোশাক মানসম্মত গল্প সবমিলিয়ে অসাধারণ।
অসম্ভব সুন্দর লাগছে নাটক টা
Thik bt joger kothay vabte hobe....
Nice
এত ভাল নাটক কিভাবে করে - স্যালুট সবাইকে।
অসম্ভব সুন্দর হৃদয় ছোঁয়া মনোমুগ্ধকর অভিনয়।
এত সুন্দর শব্দ চয়ন, মার্জিত পোশাক যা এখনকার নাটকে দেখা যায় না।
নাটক দেখে যে সময় ব্যয় করেছি তা স্বার্থক হয়েছে।
পুরনো দিনের যেকোন নাটক , ছবি দেখা মানে খনি থেকে অতি মূল্যবান সম্পদ আহরণ করা ❤
বাংলাদেশের নাটক অনেক অনেক উন্নতমানের। অপৃর্ব, ভারত
যা বলার ইচ্ছে ছিলো সবাই তা বলে দিয়েছে,,, তাই বেশি কিছু বলবো না,,এক কথায় অসাধারণ।
অসাধারণ!!! যেমন লেখনি তেমনি অভিনয়।কি সুন্দর শব্দচয়ন!! হায়রে আমরা আজ আধুনিকতার নামে কোথায় যে হারিয়ে গেলাম,,,
বর্তমান নাটকে অঞ্চলিক ভাষার কারনে বিরক্ত লাগে,
@@rasedulislamrasel7840 ETA Ekdom Thik.
@@rasedulislamrasel7840 t
যেমন রোমান্টিক, ঠিক তেমনি শিক্ষনীয়। 😊😊😊
এসব নাটকের কোনো তুলনা হয়না! আর কখনো ফিরে পাওয়াও সম্ভব না! ❤️❤️❤️
ji emon natok r paoya jabe na
Mah moo
Ekdom
টিক আপু
@@meuzzalhussain2448I have 7 in my car 7u
কি অসাধারণ বাচনভঙ্গি! মোহিত হয়ে গেলাম নাটকের কথোপকথন ও চরিত্রে।
প্রতিটি কথা কতটা মার্জিত, বিনয়ী। এককথায় অসাধারণ বাচনভঙ্গি।
অনেক পুরোনো একটা নাটক।দেখে সত্যি খুব ভালো লাগলো
কমেন্ট করে যাচ্ছি আমি না থাকলেও আমার এই কমেন্ট ঠিকি থাকবে👍♥️👍
অনেক বছর পর এমন রুচিশীল মানসম্মত নাটক দেখলাম। সত্যি Old is gold❤
কি সাবলীল কথাবার্তা কি সুন্দর অভিনয় মার্জিত পোষাক আসলেই আগের নাটক গুলাই সত্যিই খুব অসাধারণ ❤️
5
ঠিক তাই
Tokono onkei bolto tar ager jog ta vhalo chilo! meye hoye chele matha Nosto korche
@@md.abdulalim5336 ll
Ll pl l
@@arupkumarmondal6044)
এ নাটকে ভাষার প্রয়োগ অত্যন্ত সুন্দর। কী সুন্দর ছিলো আগের নাটকগুলো।
এই নাটক গুলোই সেরাদের কাতারে কিন্ত বর্তমান সময়ের নাটক গুলো এই কাতারে আসতে পারবেনা।
গল্প, সংলাপ, বাচনভঙ্গি অসাধারণ ❤️❤️❤️। আজ ও এরকমটাই খুজি। আফসোস!
বাহ্ কী সংলাপ সুন্দর ভাষা মনে হচ্ছে উপন্যাস পড়ছি,
একটা সুন্দর মন আর এমন গোছানো নাটক সত্যি সুস্থ বিনোদনের উত্তম মাধ্যম ,
আমার খুব আফসোস হচ্ছে এমন নাটক আর হয়না।
🌿এই নাটক গুলোর কাছেই বড় পর্দার সিনেমার হার মানতে হয়েছে। চমৎকার ছিলো নাটক গুলোর গল্প অসাধারণ ছিলো অভিনেতা অভিনেএীদের অভিনয়। 🌿
lllll
মনে হচ্ছে যেনো সেই ৯০ দশকের বিটিভির পর্দার সামনে বসা সাদাকালো টেলিভিশনে!
মার্জিত কথা, মার্জিত স্বভাব, রুচিশীল মানুষ, রুচিশীল সমাজ , সুন্দর দেশ।
খুব সুন্দর হয়েছে নাটক ❤❤❤❤মানিছে
জাহিদ আহসানের নাটক অসাধারন ছোট বেলা থেকে দেখি
অনেক ছোটবেলায় নাটক টি দেখেছিলাম। ওই সময়ের অনেক স্মৃতি মনে পড়ে গেল। মিস করছি সেই সময়টাকে। কেন যে সময় টা কে বেঁধে রাখা যায় না? খুব আফসোস হয়। আরও বেশি করে পুরনো নাটক দিন।
সত্যি বলেছেন, যে সময় চলে যায় ওই সময় আর ফিরে পাওয়া যায় না। কতই না মধুর ছিল ওই সময়
"সময় পিচ্ছিল আর তাতে আমরা হামাগুড়ি খাচ্ছি".... ইস যদি পিছনে ফিরে যাওয়া যেতো। কত সুন্দর সময় ছিল... সরলতায় পরিপূর্ন ছিল মানুষ। নাটক দেখার পর ও মনে রেস কেটে যায়,
Zm,
,,m bv
Nice comments ❤
U
Picchil na. Bohoman.
💔
আগের দিনের নাটক গুলো খুব সুন্দর ছিলো ❤
Khub shundor akdom jibon mukhe❤❤❤❤❤
২০২৫ এসে ও আমি সেই পুরোনো দিনের নাটক গুলো দেখি।খুব ভালো লাগে ❤
আগের দিনের নাটক অনেক ভাল লাগলো
সেই সময়ের dress, চাল-চলন, কথা কতো সুন্দর ছিলো। সবাই মিলে দেখার মতো।
আর এখনকার নাতকের মদ্ধেও অশ্লিলতা।