Pipasha | পিপাসা | Zahid Hasan | Richi Solaiman | Dolly Johur | Bangla Natok 2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2020
  • Subscribe Now link: goo.gl/MHzQ0b
    Drama Name - Pipasha ( পিপাসা )
    Major Cast - Zahid Hasan, Richi Solaiman, Sumi Islam, Abul Hayat, Dolly Johur, Nazmul Huda Bachchu , and Others
    Direction - Ferdous Hasan
    Genre - Bangla Natok
    Label - Laser Vision
    Watch Exclusive Video: • Samanno Shombol By Bel...
    Watch More: goo.gl/ba3hkr
    Come Join Us for More Entertainment!! Visit our Official site: www.laservisionbd.com
    ** ANTI-PIRACY WARNING ** This content's Copyright is reserved for Laser Vision Ltd. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
    (C) 2017 Laser Vision Ltd.
    Also Find us on Social Media;
    G+ Laser Vision: plus.google.com/+LaserVisionTv
    Facebook Page: / laservisionlimited
    Twitter Official: / laservisionbd
    Wikipedia: en.wikipedia.org/wiki/Laser_V...
    Pinterest: / laservisionbd
    Online Partner:
    Meta Tunes - metatunes.my
    Laser Vision Official Address:
    Bangladesh Address: 1st Floor,300/5/A/1 Bir Uttam C R Dutta Sarak Dhaka-1205, Bangladesh.
  • บันเทิง

ความคิดเห็น • 494

  • @mojahidulislam681
    @mojahidulislam681 3 ปีที่แล้ว +82

    বই পাঠক এখন খুব একটা দেখি না। বইপড়া আর লাইব্রেরির নেশা আমার খুব বেশি ছিল। নীলক্ষেত এর বই এর দোকানে ঘুরাঘুরি আর বইকেনার স্মৃতি ধূসর হয়ে গিয়েছিল। ফেরদৌস হাসানের নাটকটি অনেক দিন পর দেখে পরিষ্কার একটা পার্থক্য পুনরায় খুঁজে পেলাম "তখন আর এখন" এর মাঝে। সত্যিই আমরা ক্রমশ নিচের দিকেই যাচ্ছি...
    অন্ধকার যে কত অন্ধকার হতে পারে- তা কয়জনই আমরা বুঝি! অন্ধকারে গেলে আলোর পিপাসা এত বেশি হয় যে তা পানির পিপাসার চেয়েও বহুগুণ বেশি। এখন খুব আলোর পিপাসা সর্বত্র!
    (অসাধারণ একটি নাটক)

    • @shamimmalik3404
      @shamimmalik3404 2 ปีที่แล้ว +1

      সুন্দর একটা পার্থক্য বুঝিয়ে দিয়েছেন।

    • @muhammadmahbuburrahmanrati6323
      @muhammadmahbuburrahmanrati6323 ปีที่แล้ว

      নেশা এখনো আছে ভাই তবে বর্তমান প্রজন্মের সেই নেশা নেই।

  • @faizmahdi
    @faizmahdi 3 ปีที่แล้ว +68

    জাহিদ হাসান বাংলাদেশের অভিনয় সম্রাজ্যের এক জীবন্ত কিংবদন্তী। তার চোখ মুখ সব কথা বলে। অসাধারণ !

  • @md.sumonjomaddar232
    @md.sumonjomaddar232 ปีที่แล้ว +7

    আসসালামু আলাইকুম আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি আল্লাহ যেন ভাল রাখে আমাদের ইনশাল্লাহ

    • @bimalpramanik4629
      @bimalpramanik4629 10 หลายเดือนก่อน

      এ যেন এক বালতি দুধে এক ফোঁটা চনা

    • @alladdinbhuiyan6735
      @alladdinbhuiyan6735 10 หลายเดือนก่อน

      ​@@bimalpramanik4629😊😊

    • @NewFunnyBD608
      @NewFunnyBD608 11 วันที่ผ่านมา

      আর বেশি করে নাটক দেখেন

  • @nonofbusiness
    @nonofbusiness 3 ปีที่แล้ว +85

    অবাক হই যদি এতো সুন্দর নাটক দেখি,
    কতো সুন্দর গল্প। আর অভিনয় অসাধারণ
    নাটকের গল্প কোথায় গিয়ে ঠেকবে তা পুরোপুরি আন্দাজ ও করা যাচ্ছিলো না,
    আর এখনকার বস্তা পঁচা কিছু গল্প দিয়ে
    গোবর খাওয়া পরিচালকরা নাটক ডিরেকশন দিয়ে। আমাদের দেশের সুনাম গুলো দিন দিন
    রসাতলে নিয়ে যাচ্ছে। বাংলা নাটক অনেক ভালোবাসি তাই কস্ট থেকে কথা গুলো শেয়ার করলাম। 😍😍

  • @ikbalroni8906
    @ikbalroni8906 3 ปีที่แล้ว +85

    On of the best,,, মানুষ সে যে পেশাতেই থাকুক তার কাজটাই বড়,
    যারা মানুষকে ছোট করে দেখে তারা যেন এই শহর ছেড়ে চলে যায়।।

    • @mdabdulzolil6444
      @mdabdulzolil6444 3 ปีที่แล้ว +4

      মানুষ সে যে পেশাতেই থাকুক তাঁর কাজটাই বড় ,যারা মানুষকে ছোট করে দেখে তাঁরা যেন এই শহর ছেড়ে চলে যায়

    • @neelkathon
      @neelkathon 3 ปีที่แล้ว +3

      অনেকদিন ধরে ঘুমোচ্ছে। আরো ঘুমোতে দিন। মুন্না ভাই।

    • @vivaanboden2490
      @vivaanboden2490 2 ปีที่แล้ว

      I guess im randomly asking but does someone know a method to log back into an instagram account..?
      I somehow lost the login password. I love any assistance you can give me!

  • @SolutionT34
    @SolutionT34 2 หลายเดือนก่อน +5

    জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর....ভালোলাগলো নামটা দেখে।❤

  • @shamolraza
    @shamolraza 5 หลายเดือนก่อน +2

    ১৯-১২.২০২৩ কমেন্ট রেখে গেলাম 💔😢

  • @razuahmed3791
    @razuahmed3791 2 ปีที่แล้ว +6

    জাহিদ হাসান আসলেই কিউট

  • @zisanahammed5633
    @zisanahammed5633 3 ปีที่แล้ว +60

    ২০২১ সালে কে কে দেখেছেন? লাইক দিয়ে জানান।

    • @fahimrajib5699
      @fahimrajib5699 3 ปีที่แล้ว

      আমি তাও ২৯ মার্চ

    • @user-ke6lm7dd5j
      @user-ke6lm7dd5j 6 หลายเดือนก่อน

      দেখছি,রাজ

  • @neelkathon
    @neelkathon 3 ปีที่แล้ว +21

    কী সুন্দর কাহিনী বিন্যাস। কোন ভাঁড়ামো নেই নাটকে, মেদ নেই একটুখানিও। এই নাটক দেখে শুধু প্রাণ জুড়ায় না, সাথে এর রেশ লেগে যায় প্রাত্যহিক জীবনে।

  • @art-film444
    @art-film444 ปีที่แล้ว +4

    রিচি সোলাইমান, অসম্ভব মিষ্টি একটি মেয়ে।

  • @mdnijamali859
    @mdnijamali859 3 ปีที่แล้ว +95

    আহা কী রুচিসম্মত নাটক।আর বর্তমানের দেহ দেখানো ছাড়া তারা হীট করতে পারেনা।প্রান জুড়ানো অভিনয়❤️

    • @mdmujibar1769
      @mdmujibar1769 3 ปีที่แล้ว

      লেখককে যে কি দিয়ে ধন্যবাদ দিবো যানা নাই ।

    • @mdanishossain658
      @mdanishossain658 2 ปีที่แล้ว

      Right 👍👍👍

    • @PradipDas-wc8rv
      @PradipDas-wc8rv ปีที่แล้ว

      ​@@mdmujibar1769🎉 .

    • @habeburrahman9013
      @habeburrahman9013 10 หลายเดือนก่อน

      ​@@mdanishossain658@@q11ygvghgy., 😊

    • @robinhasan1065
      @robinhasan1065 10 หลายเดือนก่อน

      @@PradipDas-wc8rv nonnn nm bv. Bb

  • @shofikkhan4784
    @shofikkhan4784 ปีที่แล้ว +1

    একটা অসাধারণ নাটক উপভোগ করলাম

  • @amirhossain3371
    @amirhossain3371 ปีที่แล้ว +7

    হৃদয় যায় যায় ভেঙে যায়।
    হৃদয় যায় যায় পুড়ে যায়।
    আহা্,সেকি গোমট গন্ধ।যার হৃদয়ে আগুন লাগে,সেইত কেবল গন্ধ পায়।
    চোখের সামনে সব ঝলসে যায়।শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকেনা।
    হৃদয়াহত সকলের প্রতি রইলো সমবেদনা।

  • @iqbalhhira
    @iqbalhhira 3 ปีที่แล้ว +20

    কত বছর পর যে না টেনে একটা নাটক দেখলাম। আহ! কী অসাধারণ অভিনয় সবার, কী চমৎকার লেখনী হুমায়ুন স্যারের!

  • @ashishchakraborty6984
    @ashishchakraborty6984 ปีที่แล้ว +4

    বর্তমানে কলকাতার চরম দাবদাহে পুড়তে পুড়তে , বাংলাদেশের নাটক গুলো দেখে মুগ্ধ হচ্ছি । মন ঠান্ডা হয়ে যায় । শুভেচ্ছা রইলো ।

  • @fahimatalukder1454
    @fahimatalukder1454 ปีที่แล้ว +8

    কি অসাধারণ গল্প নিয়ে নির্মিত নাটক!বই মানুষের চিন্তা শক্তি কে অনেক গুণ বাড়িয়ে দেয়!বই মানুষকে মহৎ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে!এই সব নাটক দেখে ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ জাগে!

  • @iqbal405hossen
    @iqbal405hossen 3 ปีที่แล้ว +18

    পরিচালক কে ধন্যবাদ জানানোর ভাষা পাচ্ছি না,,,,পুরো নাটক টা খুব অসাধারণ লেগেছে,,,,,

  • @mohsinvayra9850
    @mohsinvayra9850 2 ปีที่แล้ว +3

    কি চমৎকার কাহিনী চমকপ্রদ অজানা তথ্য সংগ্রহ করে নাটক বানিয়েছেন হোপফুলি

  • @papiyadhara198
    @papiyadhara198 ปีที่แล้ว +2

    অপূর্ব সুন্দর চিত্রনাট্য। অভিনয় করেছেন সবাই উচু মানের। টানটান গল্প। ঢাকার ইতিহাস ও সৃষ্টি অপূর্ব। সাথে ঐতিহ্যের কথা অনবদ্য পাওনা...

  • @arifhossen5596
    @arifhossen5596 ปีที่แล้ว +13

    শেষটা এত সুন্দর হয়েছে এত ভাবতে পারিনি
    মন ছুয়ে যাওয়ার মত একটা নাটক

  • @Jack-mv7lg
    @Jack-mv7lg 3 ปีที่แล้ว +9

    জাহিদ হাসানের সাথে রিচি সোলাইমানের অভিমানী নাটকগুলো অসাধারণ

  • @suhelmiasuhelmia2046
    @suhelmiasuhelmia2046 ปีที่แล้ว +7

    পুরাতন নাটক গুলো দেকলে অনেক ভালো লাগে অসাধারণ

  • @yeaminkhan4122
    @yeaminkhan4122 3 ปีที่แล้ว +22

    জাহিদ হাসান আমাদের সিরাজগঞ্জের গর্ব,,
    সিরাজগঞ্জের সবাই সারা,দাও❤❤❤👈

  • @mdmonadirahmad
    @mdmonadirahmad 2 ปีที่แล้ว +4

    সত্যিই মন জুড়ানো অভিনয়। খুব রোমান্টিক প্রেম আর রুচিশীল গল্প। সত্যিই এখনকার দিনে এসে এইসব নাকট দেখি আর আফসোস করি কতইনা সাবলীল ছিলো আগেকার অভিনেতা ও অভিনেত্রীরা। এখনকার দিনে অভিনয় কম শরীরই বেশি দেখানো হয়।

  • @riponahmed4307
    @riponahmed4307 ปีที่แล้ว +7

    অসম্ভব সুন্দর একটা নাটক 🖤🤟
    জাহিদ হাসানের যৌবন ছিল তখন🥰🤟

  • @mr.nonsenseultrapro3375
    @mr.nonsenseultrapro3375 2 ปีที่แล้ว +3

    রুচিশীল লেখকের, রুচিশীল অভিনেতা & অভিনেত্রীর অভিনয় দেখে আমি মুগ্ধ!

  • @user-um3yb7bd1n
    @user-um3yb7bd1n 9 หลายเดือนก่อน +2

    জাহিদ ভাই, রেশি, আবুল হায়াত, ডলি জহুর আন্টি সবাই অভিনয় অসম্ভব সুন্দর হইছে, কি সামাজিক, রোমান্টিক নাটক , খুব ভাল লাগল,ছোট বেলার নাটক, বরিশাল থেকে ♥️♥️♥️♥️♥️♥️

  • @naeemahmed5022
    @naeemahmed5022 3 ปีที่แล้ว +7

    আহ মন টা বড়ে গেল কত সুন্দর সাবলীল নাটক

  • @md.mizanurrahman3075
    @md.mizanurrahman3075 2 ปีที่แล้ว +26

    ‌ফেসবু‌কে বই বে‌ঁচ‌ে বার্গার খাওয়ার ক্লিপটুকু দে‌খে দেখ‌তে আসলাম। ত‌বে ভা‌বি‌নি এমন চমৎকার এক‌টি কাজ দেখ‌বো।

    • @Lsufeunyt164
      @Lsufeunyt164 ปีที่แล้ว

      Same

    • @1eV
      @1eV หลายเดือนก่อน

      same

    • @florayesmin5294
      @florayesmin5294 หลายเดือนก่อน

      Same

    • @aburaihan9031
      @aburaihan9031 หลายเดือนก่อน

      সত্যিই অসাধারণ

  • @soulmate.0
    @soulmate.0 2 ปีที่แล้ว +6

    অসাধারণ, নাটক এখনকার নাটক দেখলে কষ্ট হয় এটা ভেবে যে আমরা ছন্দ হারিয়েছি।

  • @jannatulmowa5371
    @jannatulmowa5371 2 ปีที่แล้ว +3

    এই নিয়ে তিনবার দেখলাম❤️ এতো ভালো লাগে হুমায়ুন আহমেদ এর নাটক❤️❤️

  • @kartickchmondal7774
    @kartickchmondal7774 ปีที่แล้ว +5

    ভিন্ন স্বাদের একটা নাটক দেখলাম। জাহিদ হাসান নাটকের মহানায়ক। তাছাড়া বাংলাদেশের সমস্ত নাটকের কুশীলবেরা সত্যিই এক একজন বিরাট মাপের অভিনেতা অভিনেত্রী। ওনাদের আমার হাদ্রিক অভিনন্দন, সালাম।

  • @shahid86vlogs75
    @shahid86vlogs75 ปีที่แล้ว +2

    জাহিদ হাসান বাংলাদেশের একজন জীবন্ত কিংবদন্তি অভিনেতা

  • @labonekawsar3345
    @labonekawsar3345 3 ปีที่แล้ว +4

    ইমোশনে হিট মারলো, আমার ইমোশনে হিট মারলো, লাবনী💝💝💝💝U so much

  • @shiblyshaddy
    @shiblyshaddy ปีที่แล้ว +1

    আহা!কত রুচিসম্মত নাটক।

  • @SwastikGhosh-zb9zr
    @SwastikGhosh-zb9zr 3 ปีที่แล้ว +15

    খুবই সুন্দর নাটক এবং এই নাটকগুলো বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে

  • @golamrabby9664
    @golamrabby9664 2 ปีที่แล้ว +3

    আমার দেখা সেরা নাটক এমন নাটক হওয়া প্রয়োজন

  • @abdesign-ab
    @abdesign-ab 3 ปีที่แล้ว +92

    জাহিদ হাসান একজন জিনিয়াস অভিনেতা। ভক্তরা সাড়া দাও

  • @abdulkriam5407
    @abdulkriam5407 3 ปีที่แล้ว +22

    শিক্ষানীয় একটি নাটক খুব বেশি ভালো লাগলো।

  • @mdabubokorsiddique2308
    @mdabubokorsiddique2308 3 ปีที่แล้ว +5

    অসাধারণ নাটক ও অসাধারণ অভিনয় ধন্যবাদ সবাইকে।

  • @MdJaynul-go4vg
    @MdJaynul-go4vg 3 หลายเดือนก่อน +1

    আমার কাছে আমার প্রিয় জাহিদ হাসান ভাই সবার সেরা একজন অনেক ভড় মাপের একজন অসাধারণ সবার সেরা একজন অভিনেতা আমি ওনার নাটক পাওয়া মাত্রই দেখে ফেলি ওনার সব নাটকেই অনেক গুরুত্বপূর্ণ কিছু বাস্তব জীবনে শেখার থাকে এবং তিনি মানুষ হিসাবে ও অনেক ভালো সেরা একজন মানুষ আমি ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমিন ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shudhata
    @shudhata 2 ปีที่แล้ว +3

    এক কথায় জীবনের নতুন এক সংজ্ঞা পেলাম। অসাধারণ।

  • @himelmahmud5746
    @himelmahmud5746 3 ปีที่แล้ว +134

    বর্তমান নাটক গুলোতে শুরু হয় লক্কর জক্কর প্রেম দিয়ে আবার শেষ হয় বাচ্ছা কোলে নিয়ে

  • @shaikatneal3192
    @shaikatneal3192 3 ปีที่แล้ว +9

    আহা ! আগের দিনের কি সব দুর্দান্ত নাটক ছিলো !

  • @arijitbarua7701
    @arijitbarua7701 3 ปีที่แล้ว +9

    আহা তখনকার দিনের নাটক কত সুন্দর! কত সুন্দর তাদের ভাষার ব্যবহার! আর আজকালকার নাটকে গালি ছাড়া কিছু নেই।

  • @user-iu2rt6ph8c
    @user-iu2rt6ph8c ปีที่แล้ว +3

    অসাধারণ অসাধারণ নাটক।

  • @mdnurhossain6283
    @mdnurhossain6283 2 ปีที่แล้ว +4

    নাটকটি না দেখলে হয়তো জানতাম না নাটক এতো সুন্দর হয় ।

  • @ReversalWorld
    @ReversalWorld ปีที่แล้ว +1

    নাটকের কাহিনী এবং সংলাপ যে কতটা মাধুর্যতা ছড়াতে পারে তা এই নাটকগুলো না দেখলে বোঝা অসম্ভব। কাহিনির সাথে সংলাপ এবং অভিনয়ের কী অপূর্ব সংমিশ্রণ!!

  • @SafayetSourav
    @SafayetSourav 8 หลายเดือนก่อน +1

    কী সুন্দর, সাবলীল, সুশ্রাব্য প্রতিটা কথোপকথন আর দৃশ্যায়ন!!!
    তখন ছিল আসল শিক্ষিতদের যুগ, আর এখন চলে সব অরুচি আর অসভ্যতা।

  • @bijancharu305
    @bijancharu305 7 หลายเดือนก่อน +1

    অসাধারণ আমি নাটক গুলো মিস করি
    আজ ২৭/১০/২৩ তারিখ দুপুর
    ১২.৩ মিনিটে দেখছি

  • @rakebulislam7940
    @rakebulislam7940 2 ปีที่แล้ว +3

    ভাগ্যিস ফেসবুক থেকে ক্লিপ টা দেখে আসছিলাম ♥️♥️

  • @anamulhoque2860
    @anamulhoque2860 2 ปีที่แล้ว +2

    অসাধারণ অসাধারণ নাটক

  • @mdabulhashem5241
    @mdabulhashem5241 3 ปีที่แล้ว +18

    "আজিবন সম্মাননা " আমি তোমার ভক্ত। বিশেষণ দেয়ার ক্ষমতা আমার নেই। তুমি অনন্য, তোমার সাথে কারোর তুলনা নেই।

  • @RAJON8987
    @RAJON8987 2 ปีที่แล้ว +13

    কত সুন্দর নাটক দেখে প্রাণ জুড়িয়ে গেলো আর এখনকার নাটকগুলো কত নোংরা হয়। বর্তমান নায়িকাদের দেখলে মনে হয় যেন নর্তকী। অনেকদিন পর নাটক গুলো দেখলাম যেন ফিরে গেলাম সেই কৈশোর কালে।

  • @shahinahmed2039
    @shahinahmed2039 7 หลายเดือนก่อน +1

    বর্তমানে ময়দা আর আটার বস্তা সবগুলো অভিনেত্রী হয়েছে।

  • @Shahinalom-mg9wm
    @Shahinalom-mg9wm 2 ปีที่แล้ว +1

    O really jahid richi sume sobai valo ovinoy korese.Saudi Arabia.

  • @mdsulaiman8255
    @mdsulaiman8255 4 หลายเดือนก่อน +1

    এ সমাজে ভালো মানুষ গুলো এভাবে লান্চিত হয় ছোট মানুষ গুলোর কাছে যারা শুধু টাকা চেনে, মানুষ নয়।

  • @arifmainul2655
    @arifmainul2655 2 ปีที่แล้ว +4

    নাটকের ক্লাস অন্য লেভেলের

  • @jci4645
    @jci4645 3 ปีที่แล้ว +3

    অসাধারণ। যেমন কাহিনী তেমন অভিনয়।
    আবহ সঙ্গীত , পরিচালনা সব কিছু দারুন।

  • @shohanshohan1608
    @shohanshohan1608 2 ปีที่แล้ว +2

    আমার দেখা সব থেকে ভাল নাটক

  • @21fastBangla.
    @21fastBangla. 2 ปีที่แล้ว +8

    এতটা প্রানবন্ত নাটক হয় আমার জানা ছিল না❤️👌

  • @saydurrahman8652
    @saydurrahman8652 3 ปีที่แล้ว +49

    আগের প্রতিটি নাটকে বই পড়া ছিল দৈনিক রুটিনের একটি কাজ আর এখনকার নাটকে বই পড়ার তো দূরের কথা এক জীবনে বইয়ের যে প্রয়োজন সেটাও দেখানো হয় না।ফিরে পেতে চাই সে সামাজিক নাটক।

    • @mdabcdef9501
      @mdabcdef9501 6 หลายเดือนก่อน +1

      Ha

    • @jesminjesmin1263
      @jesminjesmin1263 6 หลายเดือนก่อน

      ফেসবুক ম্যাসেন্জারের যুগের কারণে সব শেষ হয়ে যাচ্ছে। বই পড়া তো দূরের কথা।

    • @mohammadmlikhon7245
      @mohammadmlikhon7245 3 หลายเดือนก่อน +2

      r ekhnkar natok e galigalaj r sosta flirting hoilo daily routine .

    • @shorifmia-hk4lr
      @shorifmia-hk4lr หลายเดือนก่อน

      ❤❤

  • @MdArman-dm7en
    @MdArman-dm7en 8 หลายเดือนก่อน +1

    লেখক, পরিচালক উভয় কে ধন্যবাদ। বর্তমান নাটকে দেহ ব্যবসা ছাড়া আর কিছুই নেই

  • @ahasanhabib184
    @ahasanhabib184 2 ปีที่แล้ว +3

    মাস্টারপিস। আজকাল এমন নাটক এর দেখা মিলে না সচারাচর ।

  • @attaurrahman7860
    @attaurrahman7860 2 ปีที่แล้ว +2

    বাহ অতি সুন্দর নাটক।দেহ সর্বস্ব নাটকের মধ্যে এখনো এমন দু,একটা নাটক পাওয়া যায়।অস্বাধারণ।

  • @miahhiron7841
    @miahhiron7841 11 หลายเดือนก่อน +1

    sara jibon natok guli jibitoh hoye thakbe 11.06.2023

  • @parthochakraborty4214
    @parthochakraborty4214 3 ปีที่แล้ว +58

    This is not a simple drama to me, it is so informative I can't believe it. My salute to the writer & producer for such a great work. I'm from Kolkata however if you see my comment, please arrange to produce such work again. I shall be waiting.

    • @kotha.Priyo-1995
      @kotha.Priyo-1995 2 ปีที่แล้ว +3

      চমৎকার বলেছেন , এসব জীবনকে ছুঁয়ে যায়।

    • @tonmoytausik1250
      @tonmoytausik1250 ปีที่แล้ว

      @@kotha.Priyo-1995 9

  • @md.mirajhasan7662
    @md.mirajhasan7662 3 ปีที่แล้ว +7

    হুট করেই যেন শেষ হয়ে গেল, পিপাসা মিটল না।

  • @dewansabbirhossain8327
    @dewansabbirhossain8327 2 ปีที่แล้ว +1

    আহা বারবার শুধু দেখতেই মনে চায় 🖤🥀

  • @a.ashumon4118
    @a.ashumon4118 3 ปีที่แล้ว +3

    অসাধারন এক নাটক

  • @ashisdas707
    @ashisdas707 ปีที่แล้ว

    অসম্ভব সুন্দর একটা নাটক। অত্যন্ত পরিশীলিত সংলাপ। চমৎকার অভিনয়গুণে সমৃদ্ধ। মুশকিল হল, এর দর্শক হবে কম। কারণ, চটুল বিনোদনের কোন উপকরণ নেই।

  • @sceenunsceen2387
    @sceenunsceen2387 3 ปีที่แล้ว +6

    মনের তৃপ্তি চোখে আরাম পেলাম নাটকটি দেখে। আমরা যা হারিয়েছি তা কি কখনো ফিরে পাব?

  • @user-up1cz1cc5b
    @user-up1cz1cc5b 5 หลายเดือนก่อน +1

    কি সুন্দর কথা আর কি সুন্দর চিত্র....❤😮

  • @SuhagChowdhury-lz7zj
    @SuhagChowdhury-lz7zj 7 หลายเดือนก่อน +2

    Outstanding!!!

  • @alaminmia6516
    @alaminmia6516 ปีที่แล้ว

    নাটক এর অনুভব টা কেমন জানি ভালো লাগলো অসাম

  • @RanaRana-gs2th
    @RanaRana-gs2th 3 ปีที่แล้ว +14

    জাহিদ হাসান গ্রেট অভিনেতা

  • @meherulalam5842
    @meherulalam5842 3 ปีที่แล้ว +11

    যারা মানুষকে ছোট করে দেখে তারা যেন এই শহর ছেড়ে চলে যায় 💕

  • @soumichasan1354
    @soumichasan1354 3 ปีที่แล้ว +4

    অসাধারণ নাটক বাংলাদেশের নাটক মানে পৃথিবী সেরা আমি চেলেঞ্জ করে বলতে পারি জাহিদ হাসান অসাধারণ তার অভিনয় সাথে আবুল আয়াত সত্যি অসাধারন ।

  • @abdurrahmanratan2939
    @abdurrahmanratan2939 3 ปีที่แล้ว +18

    সোনালী দিনের সোনালী নাটক

  • @amdadulhaque9295
    @amdadulhaque9295 2 ปีที่แล้ว +2

    রিচি ও জাহিদ হাসান আর কি
    লাগে একটা ভালো নাটকে।

  • @mdshakhu7707
    @mdshakhu7707 ปีที่แล้ว +1

    ৩৬৩২.বাংলাদেশি নাটকের ভক্ত।

  • @sheikpulok9889
    @sheikpulok9889 3 ปีที่แล้ว +9

    বাংলাদেশের নাটক এর সোনালী দিন ❤️

  • @didarchowdhury6583
    @didarchowdhury6583 2 ปีที่แล้ว +8

    ভালোবাসার যে একটা গভীরতা আছে তা এই নাটক দেখলে বুজা যায়❤
    অসাধারণ❤️❤️

  • @atwarjoseph9508
    @atwarjoseph9508 9 หลายเดือนก่อน +1

    অপূর্ব, অসাধারণ

  • @sohanahmed3702
    @sohanahmed3702 6 หลายเดือนก่อน

    আহ!কত সুন্দর মার্জিত উচ্চারণ, ভাষা।আগের দিনের সেই নাটকের মধ্যে কতকিছু শেখা যায়

  • @ismailchowdhury4171
    @ismailchowdhury4171 2 ปีที่แล้ว +5

    অতীতের কাজগুলো আসলেই অনেক সুন্দর ❤️

  • @ayubabedin5596
    @ayubabedin5596 ปีที่แล้ว +2

    A drama of excellence.
    From: Calcutta/India

  • @nitaydas6518
    @nitaydas6518 3 หลายเดือนก่อน +1

    এগুলো নাটক না এগুলো অনেককিছু শিখার একটা লাইব্রেরী 👍👍

  • @user-lf6sq5fz2j
    @user-lf6sq5fz2j 9 หลายเดือนก่อน +1

    কি সুন্দর নাটক, সুন্দর কাহিনী, সুন্দর অভিনয়,
    আর বর্তমানে,,,,,

  • @mirzasislam8656
    @mirzasislam8656 2 ปีที่แล้ว +1

    ২০২২ এসেও জনপ্রিয়তা একটু কমে নাই । ২০২২ এসে কে কে দেখছেন ?

  • @khiiulroman7463
    @khiiulroman7463 ปีที่แล้ว +2

    আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই

  • @ujjalkantibiswas6069
    @ujjalkantibiswas6069 3 ปีที่แล้ว +9

    রিচি অসম্ভব সুন্দরী ছিল,চোখ ফেরানো দায়।

  • @sazzadhossain-on9ns
    @sazzadhossain-on9ns 2 ปีที่แล้ว +1

    ২০২২ দেখতেছি অনেক সুন্দর নাটক

  • @mdshovonali2842
    @mdshovonali2842 3 ปีที่แล้ว +6

    গল্পটা যেমন সুন্দর ঠিক তেমনি মায়াবী অভিনয়
    যা হৃদয় ছুঁয়ে যায়

  • @rxmilan9341
    @rxmilan9341 3 ปีที่แล้ว +6

    ০৫ মে ২০২১ এ এসে দেখছি নাটক টা ।
    অনবদ্য অভিনয় !❤️

  • @mohammadmasuodurrahman693
    @mohammadmasuodurrahman693 2 ปีที่แล้ว +1

    ফেরদৌস হাসান মানে অসাধারণ কিছু।

  • @alamgirsg4289
    @alamgirsg4289 2 ปีที่แล้ว +2

    সেই নাটক ভালো লাগলো।কাজের ফাকে সিংঙ্গাপুর থেকে ১৮-০৭-২১

  • @user-zi8of6fb1f
    @user-zi8of6fb1f 9 หลายเดือนก่อน +1

    আহা! শেষ দৃশ্য। এমন ভালোবাসা কে না চায়😢 কিন্তু খুব মানুষই তা পাই। সুখে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, এমনি পবিত্র হোক প্রেমগুলো।

  • @nasrinakter4647
    @nasrinakter4647 3 ปีที่แล้ว +7

    অনেক ভালো লাগলো এত সুন্দর নাটক এখন আর খুজে পাওয়া জায় না