ছোটোবেলায় দাদী ভাত মেখে খাইয়ে দিতো আর পুরো সময়টা জুড়ে গল্প হতো। একবার আপু একবার আমার পালা আসতো বলে মুখের খাবার শেষ করে দু - একটা জিজ্ঞাসারও সুযোগ পেতাম। এমনই এক সুযোগে কোনো এক প্রসঙ্গে হয়তো দাদীই বলেছিলো, "আস্তে আস্তে বড় হও, চিনতে শিখলে আর ভয় পাবা না" ছোট্ট আমি এই কথা টায় এতই আশ্বস্ত হয়েছিলাম যে ভেবেই নিয়েছিলাম- বড় হলে চেনা যায়, চিনতে শিখলে ভয় লাগে না। আহারে আমি, বোকা আমি! এদিকে, যত বড় হচ্ছি, যতই চিনতে শিখছি, জানছি, আমার ভয় ততই বাড়ছে। কখনও বা চেনার উপর হাত বুলিয়ে দেখছি কিচ্ছু চেনা হয়নি। দাদু মারা গেছে দশবছর হলো। মহীনের ঘোড়াগুলির এই গানটা শুনতে থাকা সময়টুকু যেন ছোট্ট আমি থেকে বড় হওয়ার এ তালগোল পাকিয়ে ফেলা সময়ের আমার জন্য নতুন করে আমার দাদীর কোল। যেখানটায় মাথা রেখে আমার ঘুমঘুম পায়। গানের কথাগুলো আমার মাথায় দাদীর উষ্ণ হাত।
আজ কোরবানি ঈদের দিন, আমি বাড়ি যাইনি। এই ফাঁকা ঢাকা শহরে একা একা রুমে বসে গানটা শুনছি বার বার। বিকেল হতে চললো কোন মানুষের মুখও দেখিনাই, কারো সাথে ফোনালাপ পর্যন্ত তো দূরের কথা। ছাদে উঠে দেখি গলিতে গলিতে কোরবানির আমেজ, এমন আমেজ আমার বাড়িতেও হচ্ছে। অথচ আমি এখানে আলুভর্তা-ডিমপোজ দিয়ে ভাত খেয়ে উপন্যাস পড়তে মনযোগ দেওয়ার চেষ্টা করতেছিলাম কতোক্ষন ধরে! আশ্চর্যের ব্যাপার এই ২৬ বছরের জীবনে আমার এতো পুরাতন পুরাতন মানুষ আছে যাদের মন খারাপ থাকলেই আমার কাছে ছুটে আসে, আমার ব্যাচেলর ফ্লাটে চলে আসে আড্ডা দিতে, ফোন দিয়ে বলে "বন্ধু মনমেজাজ ভালো নাই, আজ তোর ওখানে যাই?" যেন আমি জীবনানন্দের "বনলতা সেন" দু'দন্ড শান্তি পাইতে মানুষ কাছে আসে, তৃপ্তি নিয়ে হাওয়া দিয়ে চলে যায়। তারা আজ কেউ নাই, বাড়ি গিয়ে চোখের সামনে থাকা মানুষদের নিয়ে আনন্দ করতেছে, স্যোসাল মিডিয়ায় ছবি দিচ্ছে। খানিক পর আমিও ছাতা হাতে নিয়ে এলোমেলো হাটতে বের হবো, কিলোমিটারের পর কিলোমিটার হাঁটবো প্রতিদিন বিকেলের মতো। হয়তো খানিক ভাল্লাগবে৷ কিন্তু এখন আমার অসহ্য লাগতেছে। আপনাদের এই গান বুকের ভিতরে যাচ্ছেতাই ভাবে খোঁচা দেয়ায় চোখ দিয়ে পানি পরতেছে। হাউমাউ করে কান্না করতে ইচ্ছা করতেছে কিন্তু পারতেছিনা, বুকটা পুরো শূন্য হয়ে আছে। এই গান যে এমন, আগে জানলে শুনতাম না হয়তোবা আজকের দিনে।
ছোটোবেলায় দাদী ভাত মেখে খাইয়ে দিতো আর পুরো সময়টা জুড়ে গল্প হতো। একবার আপু একবার আমার পালা আসতো বলে মুখের খাবার শেষ করে দু - একটা জিজ্ঞাসারও সুযোগ পেতাম। এমনই এক সুযোগে কোনো এক প্রসঙ্গে হয়তো দাদীই বলেছিলো, "আস্তে আস্তে বড় হও, চিনতে শিখলে আর ভয় পাবা না" ছোট্ট আমি এই কথা টায় এতই আশ্বস্ত হয়েছিলাম যে ভেবেই নিয়েছিলাম- বড় হলে চেনা যায়, চিনতে শিখলে ভয় লাগে না। আহারে আমি, বোকা আমি!
এদিকে, যত বড় হচ্ছি, যতই চিনতে শিখছি, জানছি, আমার ভয় ততই বাড়ছে। কখনও বা চেনার উপর হাত বুলিয়ে দেখছি কিচ্ছু চেনা হয়নি।
দাদু মারা গেছে দশবছর হলো। মহীনের ঘোড়াগুলির এই গানটা শুনতে থাকা সময়টুকু যেন ছোট্ট আমি থেকে বড় হওয়ার এ তালগোল পাকিয়ে ফেলা সময়ের আমার জন্য নতুন করে আমার দাদীর কোল। যেখানটায় মাথা রেখে আমার ঘুমঘুম পায়। গানের কথাগুলো আমার মাথায় দাদীর উষ্ণ হাত।
Lekhati barong baar porar moto, dhonyobaad bolleo kom hobe.
Apnar lekha gula pore kew fere jete parbe na darun likhsen❤
কেনো যেনো মনে হয় আমি বড় হয়ে ভূল করছি,,,,,😢
অসাধারণ সুন্দর একটা গান
আরো লিখেন
DARUNN DADA.... SUPERBBB... LOVEE YOUU DADAA... MOHINER GHORAGULIII.... LOVEE YOUUU... CARRYY ONN...
অভিনন্দন মহীনের ঘোড়াগুলোকে ❤️
গানের শেষ দিকটা ভালো হয়েছে। তুমি আরো ভালো গাও। খুব সম্ভবত মিউজিক দল টার সাথে নতুন গাইছো। তোমার গলাটা এখনো বেশ ভালো।
হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না
বাড়ালে হাত বন্ধু সবাই হয় না
পেরিয়ে অনেক পথ, নিলাম এই শপথ
আমি নয় শত্রু হবো তাই।😩
ভালোবাসা হলো ঠিক নীল আকাশের মতো সত্য, শিশির ভেজা ফুলের মতো পবিত্র কিন্তু সময়ের কাছে পরাজিত এবং বাস্তবতার কাছে অবহেলিত😭
'শিশির ভেজা ফুলের মতো পবিত্র ' - মানে টা কি! ভালোবাসার আবার পবিত্রতা অপবিত্রতা!
@@narendranathbakshi1843 সময়ের কাছে পরাজিত এবং বাস্তবতার কাছে অবহেলিত
বাড়ছে বয়স,
বাড়ছে শুন্যতা!
কত কি করার আছে বাকি
বেলা বয়ে যায়
কি করে এভাবে আমি থাকি
ভেবে ভেবে সারাদিন কাটে
বলো কি উপায়
তোমারও কি এরকম ঘটে?
@@priyankardasgupta হা, আমি চেষ্টা করছি সবকিছু ছেড়ে চলে যাওয়ার আগে কিছু আশা পূর্ণ করতে!
অক্ষরে অক্ষরে সত্যি ❤
আমি সত্যিই কাদছি।একজনকে খুব মনে পড়ছে...
গান ই পারে সব মনে করাতে আবার ভোলাতে ও
@Pushpendu Roy right🥺
হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না🔥🙂
Bob Dylan of Bengal... hat's off you Boss❤
বহুদিন পর শুনছি ১০০% বাস্তব কথার একটা গান
- জীবন থেকেই নেয়া...
- আবার জীবন থেকেই দেয়া....🙂
বাড়ছে শুন্যতা 😊
আহা কি কথা কত যে মনের কথা লুকানো আছে কেউ জানি কেবল একটি গানের কথায় অনেক কিছু মনে পরে যায়।
অনেক হলো আর নাহ...❤
It is not only a song it gives a mental support which you have done
😢😢😢 kisu bolar nei 😢😢😢
Its not a song it’s Philosophy.
বাপীদার মৃত্যুর পরে কে কে শুনতে আসছেন?
Darun Dada❤️❤️
Egiye cholo...Best wishes 💙💙
Thanks a lot bhai💛💛
Khub bhalo👌
Thanks a lot
অসাধারণ লিরিক্স 🇧🇩❤
খুব সুন্দর গান দারুন মন ভালো করা জমজমাট গান
আজকাল খুব ক্লান্ত লাগে।।মরে যাচ্ছি, মন থেকে।
বন্ধু আমিও একি পথের পথিক, মনের ভিতরে থেকে মরে আছি যেটুকু বাইরে থেকে দেখাচ্ছি সবটাই অভিনয়
আহা ♥️
চিনতে না পারার জন্যেই বারবার এ পৃথিবীতে আসতে হয়
Khub bhalo laglo! 👌⭐⭐⭐⭐⭐
Thanks a lot. Onekdin dakha hoyna
Outstanding...heart touching song....
এক কথায় অসাধারণ ✨💖
Really awesome,,I love this song very much 😘😘
Thanks a lot
@@pushpenduroy786
You're most welcome
এক শব্দে অনবদ্য 💟
Oshonkhyo dhonyobaad 💜💜
চেনা বরো দায় চিনতে লাগে ভয়,
...আমিও তাকে চিনতে ভুল করেছি
...০৫,১১,২০১৮ 🥀
Mind blowing ❣️😊😊 love you
Thank you so much
Outstanding ❤️
Thank you for your support❤️❤️ stay tuned for more updates.
একদম মানুষ চেনা দায় ।
আাহ-বয়স আর মানুষ!
ভিষণ সুন্দর।
Dhonyobaad
Mesmerised ❤❤❤❤❤ better than original ....
Soothing vocals ....keep uploading sir
Thanks sir
Osadharon...
আমার জন্য আমার এই বয়স a এই গান টা আমার আপন হলো❤
"কান্না এলেই কাঁদতে পারা যায় কি? "
অসম্ভব সুন্দর একটা গান
Osadharon gaan
লিরিক্স এর ফেন হয়ে গেলাম ❤
গানটা মহিনের ঘোড়াগুলি'র লেখা
@@argalibহে ভাই ❤
ওয়াও নাইস সং
নুসরাত ❤..
তোমাকে চিনতে ভুল করিনি। আমি তোমাকে জানি।😢
গত বছর ছিলাম এখন দুজনের পথ দুইদিকে এইতো😅
its called life.
আজ কোরবানি ঈদের দিন, আমি বাড়ি যাইনি। এই ফাঁকা ঢাকা শহরে একা একা রুমে বসে গানটা শুনছি বার বার।
বিকেল হতে চললো কোন মানুষের মুখও দেখিনাই, কারো সাথে ফোনালাপ পর্যন্ত তো দূরের কথা।
ছাদে উঠে দেখি গলিতে গলিতে কোরবানির আমেজ, এমন আমেজ আমার বাড়িতেও হচ্ছে। অথচ আমি এখানে আলুভর্তা-ডিমপোজ দিয়ে ভাত খেয়ে উপন্যাস পড়তে মনযোগ দেওয়ার চেষ্টা করতেছিলাম কতোক্ষন ধরে!
আশ্চর্যের ব্যাপার এই ২৬ বছরের জীবনে আমার এতো পুরাতন পুরাতন মানুষ আছে যাদের মন খারাপ থাকলেই আমার কাছে ছুটে আসে, আমার ব্যাচেলর ফ্লাটে চলে আসে আড্ডা দিতে, ফোন দিয়ে বলে "বন্ধু মনমেজাজ ভালো নাই, আজ তোর ওখানে যাই?"
যেন আমি জীবনানন্দের "বনলতা সেন" দু'দন্ড শান্তি পাইতে মানুষ কাছে আসে, তৃপ্তি নিয়ে হাওয়া দিয়ে চলে যায়।
তারা আজ কেউ নাই, বাড়ি গিয়ে চোখের সামনে থাকা মানুষদের নিয়ে আনন্দ করতেছে, স্যোসাল মিডিয়ায় ছবি দিচ্ছে।
খানিক পর আমিও ছাতা হাতে নিয়ে এলোমেলো হাটতে বের হবো, কিলোমিটারের পর কিলোমিটার হাঁটবো প্রতিদিন বিকেলের মতো। হয়তো খানিক ভাল্লাগবে৷
কিন্তু এখন আমার অসহ্য লাগতেছে।
আপনাদের এই গান বুকের ভিতরে যাচ্ছেতাই ভাবে খোঁচা দেয়ায় চোখ দিয়ে পানি পরতেছে।
হাউমাউ করে কান্না করতে ইচ্ছা করতেছে কিন্তু পারতেছিনা, বুকটা পুরো শূন্য হয়ে আছে।
এই গান যে এমন, আগে জানলে শুনতাম না হয়তোবা আজকের দিনে।
কাছের একজন বন্ধু থাকা উচিত, নাহলে এসব সময় পাড় করা কষ্টকর হয়ে যায় ভাই
dhonoybaad bolleo onek kom hobe. bhalo theko😍😍
আপনার কমেন্টটি পড়ে থমকে গেছে অবসন্ন সময়।
অসাধারণ
Thanks bhai
এত সুন্দর একটা গান এত কম ভিও। হায়রে বাঙ্গালী। হিরো আলমের গান শোনে সবাই। অনবদ্য একটা গান।
Oshonkhyo dhonyobaad. Saathe theko pashe theko
হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না, বাড়ালে হাত বন্ধু সবাই হয় না,
পেরিয়ে অনেক পথ,নিলাম এই শপথ
আমি নয়..শত্রু হবো তাই।।
দারুন ☮️
Thank you💜💜
জোশ
Dhonyobaad 💛🔥
চিনতে পারিনি,চেনা আসলেই সহজ নয়,,RRSS😭
এই গানটা ভালোবাসি ❤️
❤❤❤❤ love songs
❤
Great cover! 🔥
রাফি ভাইয়ের কন্ঠে গানটা!
Sir,
Can i use this cover song???
I also credit you in my video description.
❤❤❤❤❤
চিনতে লাগে ভয় 😅
💙🌻
🖤
onek din por abar abar chena gan
Akdom e tai💛💛
Cover version❤️ th-cam.com/users/shorts1PhEi4pcpDk?feature=share
আফসোস তখনই লাগে যখন অরিজিনালটার থেকে কভার করা কোনো বেসুরা গলাতে এই গান ১ মিলিয়ন ভিউ পার করে আর অরিজিনালটা অগোচরে পড়ে রয়।
Thik. Original th-cam.com/video/9TcM2EItw8U/w-d-xo.html
মানুষ চেনা দায়
Amr keu nai
🙃
Related.
❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩
Pereye onek poth nilam e sopoth
ami noy sotru hobo tai
Ami noy shotru hobo tai
Puro Pro Vibes
Pro naki??? Lol! Onek bhalobasha bhai💛💛
চেনা সহজ নয়
Original
th-cam.com/video/9TcM2EItw8U/w-d-xo.html
❤
❤❤❤❤❤