Shyamol Chhaya | Bangla Movie | Riaz | Humayun Faridi | Shaon | Tania Ahmed

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 2.8K

  • @monirhossain-hl5rg
    @monirhossain-hl5rg 9 หลายเดือนก่อน +40

    আহা আমার স্বাধীনতা। কত রক্ত, কত ত্যাগ। যাদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আল্লাহ সবাইকে মাফ করুক।মুভিটা দেখে চোখগুলা ভিজে গেলো।আমাদের একজন হুমায়ূন আহমেদ ছিলো।কত অনন্য সৃষ্টি তার। আল্লাহ তাকেও মাফ করুক৷ খুব মিস করি হুমায়ুন স্যারকে।কোনদিন সামনে থেকে দেখিনি তাও অন্তর থেকে উনার প্রতি এতটা টান অনুভব করি।উনি উনার সৃষ্টি দিয়েই বেচে থাকবেন আমাদের মাঝে। ভালো থাকুন হুমায়ুন স্যার সেই দোয়া করি।

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน +1

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @Farihaa-uw9vr
    @Farihaa-uw9vr ปีที่แล้ว +105

    এই ১ ঘন্টা ৫০ মিনিট যা দেখেছি যা অনুভব করেছি
    গত ১২ বছর পাঠ্যপুস্তক পড়েও তা অনুভব করতে পারিনি।
    শেষ দৃশ্যে মনের অজান্তে কেঁদেছি।❤

    • @AbuSufian-me5jw
      @AbuSufian-me5jw 8 หลายเดือนก่อน +1

      আবার যেনো দেখতে পারেন তাই লিংক দিলাম

  • @HasanChamok
    @HasanChamok ปีที่แล้ว +193

    কি বাঘা বাঘা অভিনেতা। কি সাবলীল অভিনয়। যত বার সিনেমা টা দেখি আগের চেয়ে বেশি ভালো লাগে। নি:সন্দেহে হুমায়ুন স্যার এর শ্যামল ছায়া বাংলা সিনেমা ইতিহাসের অনবদ্য এক সৃষ্টি।

    • @MdSujon-s1t
      @MdSujon-s1t 4 หลายเดือนก่อน

      এদের থেকেও আমাদের বাংলাদেশে ভালো অভিনেত্রী আছে শেখ হাসিনা শ্রেষ্ঠ অভিনেত্রী হাজার ছাত্র-ছাত্রী জীবন নিলাম কি লাভ হলো বাংলাদেশ স্বাধীন করে 😢😢

    • @MdSujon-s1t
      @MdSujon-s1t 4 หลายเดือนก่อน

      এদের থেকেও আমাদের বাংলাদেশে ভালো অভিনেত্রী আছে শেখ হাসিনা শ্রেষ্ঠ অভিনেত্রী হাজার ছাত্র-ছাত্রী জীবন নিলাম কি লাভ হলো বাংলাদেশ স্বাধীন করে 😢😢

    • @shakilbhuiyan1229
      @shakilbhuiyan1229 4 หลายเดือนก่อน

      ​@@MdSujon-s1t এক কথায় হূমায়ন স্যার এর সব নাটক টেলিফিল্ম অনবধ্য

  • @arifurrahmanayash8663
    @arifurrahmanayash8663 11 หลายเดือนก่อน +52

    আজকে ৫২ তম বিজয় দিবসের দিন দেখলাম হুমায়ূন স্যারের এই অমর সৃষ্টি ❤। সত্যি এমন নির্মাণ শ্রদ্ধেয় হুমায়ূন স্যারের দ্বারাই সম্ভব । স্যারের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আরো বেড়ে গেলো ❤️।
    দেশের পরিস্থিতি যাইহোক না কেন দিনশেষে দেশটা আমারই 😌🇧🇩

    • @syedtariqhossainjah2121
      @syedtariqhossainjah2121 11 หลายเดือนก่อน

      এ সিনেমার মাধ্যমে তখনকার সময় যে হিন্দু~মুসলিমদের যে একে অন্যের প্রতি সহানুভূতি ছিল, শ্রদ্ধা, ভালবাসা ছিল। তাই তিনি বুঝাতে চেয়েছেন। যা এখনকার সময় নেই....

  • @liakatroni2616
    @liakatroni2616 ปีที่แล้ว +313

    ছোটবেলায় যখন এই মুভি গুলো টিভিতে দিত তখন খুব বিরক্ত লাগত।এখন এই মুভি গুলো খুঁজে খুঁজে দেখি❤১০/০৯/২০২৩

    • @nilimahinakash2154
      @nilimahinakash2154 10 หลายเดือนก่อน

      aktai dito
      barbar ai karone birokto lagto

    • @Zahirulislam2February2024
      @Zahirulislam2February2024 8 หลายเดือนก่อน

      আমিও ভাই

    • @masudmondal3645
      @masudmondal3645 8 หลายเดือนก่อน

      kotha sotto ami india theke dhakchi Dr ajaj ar Faruk Ahmed er jnnno ami vdo dhaki

    • @musfiqshanta8828
      @musfiqshanta8828 8 หลายเดือนก่อน +1

      ekdom true vai.

    • @MahmudulHasan-i7p
      @MahmudulHasan-i7p 8 หลายเดือนก่อน

      ভাই এইটাই আমি আরো আমার ভাইরে বলতেছিলাম

  • @mdjohurul1857
    @mdjohurul1857 ปีที่แล้ว +449

    সিনেমা করতে দেশবিদেশ যেতে হয়না একটি নৌকায় যথেষ্ট ধন্যবাদ হুমায়ুন আহমেদ স্যার কে

    • @RaselSheikh-jg4lg
      @RaselSheikh-jg4lg ปีที่แล้ว +2

      যথার্থ বলেছেন ভাই

    • @Mariya-s7f
      @Mariya-s7f 9 หลายเดือนก่อน +3

      এই মন্তব্য টা অসাধারণ ছিলো,,

    • @afshinbutterfly
      @afshinbutterfly 9 หลายเดือนก่อน +1

      এখানেও হুমায়ুন আহমেদ স্যার কতো বড় মাপের লেখক বুঝতে বাকি নেই❤❤

    • @faisalmahmud2650
      @faisalmahmud2650 9 หลายเดือนก่อน

      )}???​@@Mariya-s7f

  • @mdmuzahid966
    @mdmuzahid966 2 ปีที่แล้ว +258

    মুভি টা শুয়ে শুয়ে দেখছিলাম আর চোখ দিয়ে পানি গড়ায় পড়ছিল। শ্রদ্ধা জানাই সেসব শহীদদের যাদের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশে পেয়েছে। I love you bangladesh ❤️🥰❤️

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @ahmed_emon_official
    @ahmed_emon_official ปีที่แล้ว +58

    শেষ পর্যায়ে এসে পতাকার দৃশ্য,,🇧🇩,,গাল বেয়ে চোখের পানি পরতে শুরু করলো,,শরিরের লোমগুলো দাড়িয়ে গেল,,৩০ লক্ষ শহিদের প্রতি রইলো আমার বুকভরা ভালোবাসা,,,,জয় বাংলা🇧🇩

    • @সাকিবআলহাসান-চাঁদ
      @সাকিবআলহাসান-চাঁদ ปีที่แล้ว +1

      সেইম আমারও

    • @jinudijisan9819
      @jinudijisan9819 18 วันที่ผ่านมา

      শেষে পতাকা টা দেখে আর চোখের পানি আটকায় রাখতে পারলাম না। এই পতাকা টা আমরা কত ত্যাগ এর বিনিময়ে পেয়েছি।😢

  • @kawsaralom5216
    @kawsaralom5216 ปีที่แล้ว +22

    যুদ্ধ দেখিনি তবে যতবার মুভিটা দেখি ততবারই দেখতে ইচ্ছে করে হুমায়ূন আহমেদ স্যারকে অনেক ধন্যবাদ মুভিটিতে সত্যিই যুদ্ধ স্পটগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে।

  • @digiplanet1341
    @digiplanet1341 8 หลายเดือนก่อน +377

    2024 সালেও এসে কারা কারা দেখছেন, লাইক দিয়ে যান

    • @piyaskhan871
      @piyaskhan871 8 หลายเดือนก่อน +1

      আমি ❤

    • @MdShamiml-q2z
      @MdShamiml-q2z 7 หลายเดือนก่อน +1

      আমি ❤

    • @shobujhasanrizvi9495
      @shobujhasanrizvi9495 7 หลายเดือนก่อน

      Ami

    • @haquebrothers2950
      @haquebrothers2950 7 หลายเดือนก่อน

      ইন্ডিয়া আসাম রাজ্যের বরপেটা থেকে দেখছি

    • @tanvirsikder519
      @tanvirsikder519 7 หลายเดือนก่อน

      Ami 🖐️

  • @tustidas709
    @tustidas709 2 ปีที่แล้ว +68

    অনেকদিন পর হুমায়ুন আহমেদ স্যার এর অমর এই সৃষ্টি দেখলাম। বিশেষ করে শেষ এর দৃশ্যটা দেখে বুকের ভিতর হু হু করে উঠল " ওই দেখ আমাদের বিজয় পতাকা" চোখের জল আর ধরে রাখতে পারলাম না একই সাথে বুকটা গর্বে ভরে যাচ্ছিল। যুদ্ধ দেখি নি তবে মনের গভীর থেকে "৭১ "এর অনুভূতি অনুভব করতে পারছি। অনেক ভালোবাসি আমার বাংলাদেশ কে।আর এই দেশের জন্য যারা যারা প্রান দিয়েছেন সেই বীর যোদ্ধাদের প্রতি জানাই শ্রদ্ধা ও শত কোটি প্রনাম ♥♥♥

    • @tutuladhikary8322
      @tutuladhikary8322 7 หลายเดือนก่อน

      Same obosta vai..potaka..oi dakho potaka❤️❤️❤️😭😭😭

  • @jannatmisty8419
    @jannatmisty8419 2 ปีที่แล้ว +175

    রাত জেগে একা একা কাদলাম,, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কারী দের আল্লাহ জান্নাত দান করেন,, আর কিছু লিখতে পারছি না 😢😢😢

    • @zahid94
      @zahid94 ปีที่แล้ว

      আমিন

    • @BinodonChannel-pd4gi
      @BinodonChannel-pd4gi ปีที่แล้ว

      উম্মা

    • @md.nasifhossain2694
      @md.nasifhossain2694 ปีที่แล้ว

      আমিও কাঁদছি।

    • @ayash.mahmud.asad3
      @ayash.mahmud.asad3 8 หลายเดือนก่อน

      Jader vitor valo akta Mon ase tader bahir jototai kharap hok tater ontor kadbei

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @kazalsd6104
    @kazalsd6104 3 ปีที่แล้ว +793

    যুদ্ধ দেখিনি, কিন্তু আমি যেন সবটা অনুভব করতে পারলাম। শেষে বিজয় উল্লাসে চোখের কোণটা ভিজে উঠল। 💚
    ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি মাতৃভূমি 🇧🇩

    • @nobitabro1176
      @nobitabro1176 3 ปีที่แล้ว +2

      😣

    • @RafiqulIslam-hl3cm
      @RafiqulIslam-hl3cm 3 ปีที่แล้ว +16

      সত্যি নাটকের লাস্টে এসে যখন বলল আমাদের পতাকা, তখন যানি কেমন মনের ভিতর একটা নারা দিয়ে উটলো,ভালোবাসি প্রিয় মাতৃভূমি কে🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️

    • @samiulsami3616
      @samiulsami3616 2 ปีที่แล้ว

      @@nobitabro1176 34hira3

    • @rafiqueislam8629
      @rafiqueislam8629 2 ปีที่แล้ว

      ঠিক বলেছেন ভাই

    • @misssumisarkar8545
      @misssumisarkar8545 2 ปีที่แล้ว

      thik bolcen vai

  • @ITZ-BLACK-444-YTS
    @ITZ-BLACK-444-YTS ปีที่แล้ว +24

    কতো সুন্দর ভাবে এতো অল্প সময়ে র মধ্যেই পুরো যুদ্ধটা অনুভব করলাম,,,,,সত্যি হুমায়ুন স্যারের মতো আর কেউ হবে না,উনি একজনই

  • @ArifulIslam-rb4kw
    @ArifulIslam-rb4kw 10 หลายเดือนก่อน +16

    নিস্তব্ধ রাত, একটা হুমায়ুন আহমেদ এর গল্প আর মনের অজান্তে চোখের কোন বেয়ে গড়িয়ে পড়া কয়েক ফোটা পানি।😥😥

  • @এএইচসাগর
    @এএইচসাগর 3 ปีที่แล้ว +632

    বিশ্বমানের চলচ্চিত্র তৈরি করতে সবাইকে "কিস্ট্রফার নোলান" হতে হয় না। এক ভালো গল্প আর একটা হুমায়ূন আহম্মেদই যথেষ্ট। ❤

    • @Abir761
      @Abir761 3 ปีที่แล้ว +4

      জ্বী ভাইয়া..

    • @red_rose_tv-4729
      @red_rose_tv-4729 2 ปีที่แล้ว +2

      একজন নাস্তিক কি জানেন তার অস্তিত্ব কি??

    • @merazmiah3131
      @merazmiah3131 2 ปีที่แล้ว +9

      কি রকম কথা ভাই এটা ? আর্টিস্টের কাজ কে সম্মান করতে শেখেন । কিসের মধ্যে কি!

    • @Priophakhi
      @Priophakhi 2 ปีที่แล้ว +1

      জ্বি ভাইয়া ঠিক বলেছেন।

    • @peupapia9348
      @peupapia9348 2 ปีที่แล้ว +2

      একজনের দ্বারা কখনো বিশ্বমানের চলচ্চিত্র হয় না। অভিনয়শিল্পীদের ও ভূমিকা অতুলনীয় 😊

  • @salimsuton3162
    @salimsuton3162 3 ปีที่แล้ว +100

    ওনারা মুক্তিযোদ্ধা মা।ওনাদের সালাম দাও।
    কথাটা শুনেই কেন যে চোখ দিয়ে গড়গড় করে পানি চলে আসলো।

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @B-yf1tc
    @B-yf1tc 2 ปีที่แล้ว +2550

    "একজন হিন্দু মেয়ের সম্ভ্রম বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন একজন মাওলানা, আবার রোজা রাখা অবস্থায় কোরআন পাঠরত একজন মুসলিম মায়ের উপর ছায়ার ব্যবস্থা করলেন এক হিন্দুর ছেলে"... ভেতরটা কেঁপে উঠল। ❤️

    • @fahadbinalam9709
      @fahadbinalam9709 2 ปีที่แล้ว +137

      জানিনা আপনার ভেতরটা কেন কেপে উঠলো, কিন্তু এইটা ই আমাদের বাংলাদেশের চিত্র।

    • @redoxreaction5323
      @redoxreaction5323 2 ปีที่แล้ว +7

      @@fahadbinalam9709 চিত্র না ছাই। আপনারা কি জিনিস ভাই যেই দেশেই যান ঝামেলা করেন কোরআন নিজেরা রাখেন আর দোষ দেন অন্যের নামে। Airport এ আপনাদের প্যান্ট খুলে check করা হয় bomb 💣 আছে নাকি ।কাফেরের স্ত্রী কন্যা তো গণিমতের মাল। বালের ইসলাম

    • @Xwarrior-dl4kz
      @Xwarrior-dl4kz 2 ปีที่แล้ว

      Koshto lagey jokhon dekhi ai desh ta ke kichu beiman ra lutey khacche. Iccha hoy tader ke guli Kore shesh Kore dei. Arek ta juddho Kori amra. Ayn nijer haat e tuley nei. Desh ke bachai. Desh er maati ke bachai.

    • @onthego5507
      @onthego5507 2 ปีที่แล้ว +2

      @@redoxreaction5323 আপনি যা বলেছেন তা নিছকই শুনে বলা।নিজে যাচাই করুন,শোনা কথায় চিলে নিয়েছে শুনে চিলের পেছনে না দৌড়ে আগে কান জায়গায় আছে কিনা চেক করেন।যাচাই না করে শোনা কথায় বিশ্বাস করে নিজেকে মূর্খ প্রমাণ করবেন না ভাইজান।😊

    • @redoxreaction5323
      @redoxreaction5323 2 ปีที่แล้ว +11

      @@onthego5507 আরো আছে জাস্ট এই কয়টা দিলাম

  • @valobasitomay.3571
    @valobasitomay.3571 ปีที่แล้ว +19

    একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা সবার প্রিয় হুমায়ূন ফরিদী স্যার।

  • @Nahida_Sultana_Muna.
    @Nahida_Sultana_Muna. 8 หลายเดือนก่อน +3

    এক নৌকা বাঙালির প্রতিচ্ছবি। খুব গর্ব হয় আমি একজন বাঙালি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান।
    আমাদের একজন হুমায়ুন আহমেদ ছিলেন।চোখের পানি বাধ মানছে না 😭😭😭

  • @mahfujurrahman3188
    @mahfujurrahman3188 2 ปีที่แล้ว +307

    ২০২২ সালেও যেন ১৯৭১ এর ফিল পাচ্ছি।
    আমাদের একজন হুমায়ুন আহমেদ ছিলেন। ❣️

    • @MDMamun-uv2jd
      @MDMamun-uv2jd 2 ปีที่แล้ว

      মাত্র দেখা শুরু করলাম মুভিটা

    • @rabeabasririta9134
      @rabeabasririta9134 2 ปีที่แล้ว

      আমিও

    • @mdnasirulislamnasir3405
      @mdnasirulislamnasir3405 ปีที่แล้ว +3

      আমি ত ২৩ শালে আসলাম দেখতে😇😇

  • @masudsonar9763
    @masudsonar9763 3 ปีที่แล้ว +39

    বড়ই মধুমাখা লিখা হে হুমায়ূন আহমেদ..... আপনারে মনে রখবে বাংলার মানুষ যত দিন এই বাংলায় সৃর্য উদিত হবে, জানি আমি ও থাকবো না একদিন এই পৃথিবীতে ২০২১ -৭-২৫..দোয়া করবেন আামর জন্য যদি কারো নজরে আসে😍😍😍😍😍😍😍

  • @mdnesaruddin6153
    @mdnesaruddin6153 ปีที่แล้ว +1

    সত্যি সত্যিই। চোখে পানি এসে পরছে আর আমার হাতদুটো জেগে উঠছে বলতেছে শহীদের জন্য আল্লাহর দরবারে দোয়া কর।আল্লাহ তুমি সকল শহীদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো।
    ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইরান হুমায়ুন আহমেদ স্যার

  • @jinudijisan9819
    @jinudijisan9819 18 วันที่ผ่านมา +3

    শ্রদ্ধা জানাই সকল শহীদ ভাই-বোনদের প্রতি। যখন স্বাধীন বাংলাদেশের পতাকাটা দেখালো তখন আর চোখের পানি আটকায় রাখতে পারলাম না😭😭😭😭। এটা শুধু একটা পতাকা না এটা ৩০ লক্ষ মানুষের জীবন। এটা ৩০ লক্ষ মানুষের রক্ত দিয়ে কেনা। এটা ভেবে খুব খারাপ লাগতেছে যে আমরা এই পতাকা কে সম্মান করতে পারতেছি না🥹
    স্মৃতি রেখে গেলাম ১২.১১.২০২৪.

  • @sadiakabir9389
    @sadiakabir9389 3 ปีที่แล้ว +49

    হুমায়ুন আহমেদ💙
    কখনও হাসতে হাসতে গড়াগড়ি দিতে হয়,,,কখনও কান্না চেপে রাখাই খুব কষ্ট হয়ে পড়ে,,বুকের ভেতর চাপা কষ্ট লাগে,,দেশের প্রতি নতুন করে ভালোবাসা জেগে ওঠে,,কি সুন্দর কি সচ্ছ

  • @NorthExploreBD
    @NorthExploreBD 2 ปีที่แล้ว +193

    যদি দেশপ্রেম সামান্যও থাকে তাহলে শেষের 1:46:10 অংশ থেকে দেখার পর চোখ দিয়ে পানি ঝরবেই।।
    স্যালুট শহীদদের ও বীর মুক্তিযোদ্ধাদের ❤

    • @bewithnoor1524
      @bewithnoor1524 ปีที่แล้ว +2

      Amio kedechi aita dekhar por

    • @zafrinarozario2124
      @zafrinarozario2124 ปีที่แล้ว +1

      Goosebumps bhai ekdom!🙂

    • @RanaGameZone23
      @RanaGameZone23 ปีที่แล้ว +1

      Out of controll e chilam....চোখের পানি আটকাতে পারিনি 😢😢😢😢

    • @tanjil806
      @tanjil806 ปีที่แล้ว +1

      amio nijeke control korte parchina

    • @atifalamridoy8629
      @atifalamridoy8629 ปีที่แล้ว +1

      আমিও

  • @সোহেল-ঢ৯শ
    @সোহেল-ঢ৯শ 3 ปีที่แล้ว +204

    আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি।যারা এই মাতৃভূমি আমাদের কে দিয়ে গেছেন তাদের ঋণ আমরা কোনো কিছু দিয়ে শেষ করতে পারবো না তাদের প্রতি রইলো হাজার হাজার সালাম।🇧🇩🇧🇩🇧🇩

    • @ayeshasworld5042
      @ayeshasworld5042 3 ปีที่แล้ว

      🥰

    • @assupto4333
      @assupto4333 3 ปีที่แล้ว

      @@ayeshasworld5042 ❤️

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @AbdulHakim-nk7lp
    @AbdulHakim-nk7lp 8 หลายเดือนก่อน +2

    কতবার দেখছি মনে নাই আবার চলে এলাম দেখতে মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহিদ দের প্রতি শ্রদ্ধা। মহান আল্লাহ তাদের কে জান্নাত দান করুক আমিন।

  • @nisunisu070
    @nisunisu070 ปีที่แล้ว +10

    বীর মুক্তিযোদ্ধা রা আমাদের দেশের সূর্যসন্তান। তাঁদের জন্য আমরা আজ এই স্বাধীন দেশে বাস করতে পারছি,খাচ্ছি-দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি। স্যালুট সকল মুক্তিযোদ্ধাদের❤️💚

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

    • @nisunisu070
      @nisunisu070 8 หลายเดือนก่อน

      @@rozariosd thik bolechen apni.

  • @FootballTukiTaki-pj8vn
    @FootballTukiTaki-pj8vn 2 ปีที่แล้ว +43

    "ওনারা মুক্তযোদ্ধা,মা,ওনাদের সালাম করো"This line stole my heart.

  • @MusicWorld-ym9em
    @MusicWorld-ym9em ปีที่แล้ว +4

    এমন হৃদয়গ্রাহী সিনেমা শুধুমাত্র হুমায়ুন স্যার এর দ্বারাই বানানো সম্ভব।মুভির শেষ অংশ দেখে গায়ের লোম দাঁড়িয়ে গেলো।সত্যি কত মহান আত্মত্যাগ এর ইতিহাস লুকিয়ে আছে আমাদের বিজয় এ...❤

  • @SardarmdAbdulllah
    @SardarmdAbdulllah ปีที่แล้ว +5

    বউমা ঐ দেখ স্বাধীন দেশের স্বাধীন পতেকা এই কথাটা শোনার সাথে সাথে শরিরের লোম দাড়িয়ে গেছে জায়গায় চোখের পানি রাখতে পারলাম নাহ😢😢 যোদ্ধের সময় আমাদের দেশের মা ভোন ভাইয়েরা কত কষ্ট করছেন কতভাবে জিবন দিসে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সকল শহীদ দের প্রতি হাজারো লাখো কোটি সালাম এবং শ্রদ্ধা 🇧🇩🇧🇩❤❤

  • @MasumthedEcent
    @MasumthedEcent ปีที่แล้ว +15

    ছোট থাকতে যখন দেখছিলাম তখন কিছুই বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম যে এটা কি এক মাস্টারপিস ছিল! হুমায়ুন আহমেদ স্যারের প্রতি অজস্র শ্রদ্ধা। আল্লাহ তাকে জান্নাতি করুক।

  • @rakibfitness3967
    @rakibfitness3967 3 ปีที่แล้ว +30

    আমি জখন ইস্কুলে পিটিতে দারাইতাম তখন জাতিয়ো সংগীত ভালো ভাবে গাইতাম না । পতাকা ভালো ভাবে ছেলুট করতাম না । কিন্তু আজ এই ছবির শেষের সিনে বাংলাদেশের পতাকা দেখে মুক্তিযোদ্ধা দের কথা মনে পরে গেল আর আমার চোখ দিয়ে একা একাই পানি ঝরে পারছিল । আর এই প্রথম আমি কান্না করছি আর পতাকাকে ছেলুট দিয়ে হাত টা কপালে অনেক খন ধরে রাখছি 😭😭😭😥😥😢😢😢😭😭😭😭😭😭

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @Bdlover-24
    @Bdlover-24 2 ปีที่แล้ว +43

    বাবা এবং মামা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের কাছ থেকে যুদ্ধের অনেক গল্প শুনেছি এই সিনেমা দেখার পর সে সময়ের সকল বাঙালিদের জন্য চোখে পানি চলে আসলো। মনে হচ্ছিল বাস্তবতায় যুদ্ধকে দেখছি যদিও যুদ্ধ এর থেকে ভয়াবহ ছিলো। তখন যদি আমার জন্ম হতো এবং যুদ্ধে যাবার মত বয়স হতো তাহলে আমিও মুক্তিযুদ্ধে যেতাম । আজ থেকে শপথ নিলাম আজীবন দেশের মানুষের কষ্ট লাঘবে কাজ করে যাবো।

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

    • @noorislam6033
      @noorislam6033 8 หลายเดือนก่อน

      thank you vai

  • @sohidulislam184
    @sohidulislam184 3 ปีที่แล้ว +42

    পুরো চবিটা দেখে নিরবে কেদেছি কিন্তু শেষ সিন পতাকাটি দেখে হু হু করে উচ্চ শব্দে কেদে উঠলাম😥। লালা সালাম তোমাদেরকে।

  • @saifulislam-ho6qd
    @saifulislam-ho6qd ปีที่แล้ว +2

    চোখের কোণায় পানি চলে আসলো।। দেশ-মাতৃকার টানে যারা জীবন দিয়েছেন তাদের বিনম্র সালাম। স্যালুট, প্রয়াত হুমায়ুন আহমেদ স্যার।

  • @rahidulislamrahid9594
    @rahidulislamrahid9594 ปีที่แล้ว +24

    ভালবাসি প্রিয় জন্মভূমিকে। এই ছবিটির মধ্য দিয়ে পরবতী প্রজন্ম বুঝতে পারবে মুক্তি যোদ্ধা কে। হুমায়ুন স্যার আপনি সত্যিই মহান।

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @md.raselhossen4393
    @md.raselhossen4393 3 ปีที่แล้ว +29

    একজন খাটি মুসলমানের মুক্তিযুদ্ধের সময়ের অবদান সঠিকভাবে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ শ্রদ্ধেয় হুমায়ুন স‍্যার। ধন‍্যবাদ শ‍্যামল ছায়ার সকল টিম মেম্বারকে।
    জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ দীর্ঘজীবি হউক। আমিন

    • @redoxreaction5323
      @redoxreaction5323 2 ปีที่แล้ว +1

      kahini tao hindu musloman khujenl

    • @nishumishu1790
      @nishumishu1790 9 หลายเดือนก่อน

      Ki je poira ache Khali dhormo niya
      Ki hoiche Muslim Muslim juddh o hoilo
      Dhormo jat pat bad den akhon enough is enough

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @syedmarwan8069
    @syedmarwan8069 2 ปีที่แล้ว +5

    হুমায়ুন আহমেদের মাস্টারপিস এই সিনেমা।
    হুমায়ুন ফরিদীর অসাধারণ অভিনয় এবং তার উপস্থিতি জাস্ট মন কেড়ে নিল।

  • @jakirn5620
    @jakirn5620 4 หลายเดือนก่อน +3

    সিনেমাটা দেখার পর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান হাজার গুণ বেড়ে গেল সত্যি তাদের ত্যাগ অসামান্য!ধন্যবাদ হুমায়ূন আহমেদ স্যারকে।

  • @taskinulislam9227
    @taskinulislam9227 ปีที่แล้ว +45

    ২০২৩ সালের মধ্যে বা পড়ে যারা দেখছেন অবশ্যই হাজিরা দিয়ে যাবেন

  • @historicalwithpritom
    @historicalwithpritom ปีที่แล้ว +3

    সিনেমা করতে দেশ বিদেশে যেতে হয় না। একটা ভালো গল্প আর একটা নৌকায় যথেষ্ট।দৃষ্টান্ত প্রমাণ দিয়েছে হুমায়ূন আহমেদ স্যার, শ্যামল ছায়া টেলিফিল্ম এর মাধ্যমে

  • @jpnour4457
    @jpnour4457 3 ปีที่แล้ว +24

    রাত ১.২ বাজার পড়ে ঘুম না আসলে ইউটিউবে গুরে গুরে কিছু ভালো না লাগলে 😞
    তহন দেশের মুভি এগুলো দেখী আর দেশটারকে অনেক মিস কর পবাসে বসে😭😭😭

  • @nurmohammadrokib6249
    @nurmohammadrokib6249 2 ปีที่แล้ว +29

    সেই ছোটবেলায় সাদা-কালো টিভিতে ছবিটা দেখছিলাম,আজ এতগুলো বছর পর আবার দেখছি, আশ্চর্য ভালো লাগে এত বছরেও কমে নি! বরং আজ আরো বেশি ভাল্লাগছে❤️

  • @radowanislam4179
    @radowanislam4179 2 ปีที่แล้ว +85

    1:26:02 মিনিট-
    'আমরা সবাই মাদবর। কিন্তু সময়ে একজনের বেশি মাতবর থাকা ঠিক না। এখন থেইকা আমি-ই মাতবর।'

    • @greenbd9004
      @greenbd9004 2 ปีที่แล้ว

      ❤️❤️

    • @syedmarwan8069
      @syedmarwan8069 2 ปีที่แล้ว +4

      দ্যা G.O.A.T হুমায়ুন ফরিদী

    • @al-hannasi5745
      @al-hannasi5745 8 หลายเดือนก่อน

      দুই হুমায়ুন একজায়গায় হইয়া আগুন ধইরা গেসে

    • @al-hannasi5745
      @al-hannasi5745 8 หลายเดือนก่อน +2

      রিয়াজ
      হুমায়ুন ফরিদী
      আহমেদ রুবেল
      স্বাধীন খসরু
      এজাজ আহমেদ
      ফারুক আহমেদ
      সেরাদের মিলনমেলা

  • @RlwkJski
    @RlwkJski 5 หลายเดือนก่อน +1

    মাওলানা সাহেব আপনি একজন খাঁটি মানুষ, এই কথাটাই মহা সত্যি। চোখের পানি টলমল করতেছিলো কথাটা যখন শুনছিলাম 🥲🥰

  • @Tahmidtushar
    @Tahmidtushar 7 หลายเดือนก่อน +2

    শেষটায় স্বাধীন বাংলার পতাকা দেখে চোখের পাতা গুলো কেঁপে কেঁপে উঠেছে। অশ্রুজলে লিখে রাখা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ।

  • @IbrahimKhalil-qw1ux
    @IbrahimKhalil-qw1ux 3 ปีที่แล้ว +54

    মুক্তিবাহিনী যদি জানতো স্বাধীনতার পর দেশ এর এই অবস্থা হবে তাহলে এত কষ্ট করে কোন দিন এই দেশ স্বাধীন করতো না।

  • @ExHonu
    @ExHonu ปีที่แล้ว +8

    যুদ্ধ না দেখেও যুদ্ধকে যে মন থেকে অনুভব করা যায়।যুদ্ধের ভয়াবহতা দেখে যে চোখে পানি আসে, তা একমাত্র মনে হয় হুমায়ুন স্যারের জন্যই সম্ভব হয়েছে।

  • @rummanislam3535
    @rummanislam3535 ปีที่แล้ว +8

    ২০০৬ সালে বিটিভিতে দেখেছিলাম অসাধারণ একটা ছবি।ছবিটির শেষ দৃশ্যে চোখের পানি ধরে রাখতে পারি নি

  • @AkashKhan-oh3qe
    @AkashKhan-oh3qe ปีที่แล้ว +7

    দু হাজার তেইশ এসে মুভিটা আবার দেখলাম শেষ মুহুর্তে শুধু একটা শব্দই মাথায় আসছে,
    জয় বাংলা

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @rakibul1506
    @rakibul1506 9 หลายเดือนก่อน +9

    সিনেমা করতে দেশবিদেশে যেতে হয়না একটি নৌকায় যথেষ্ট ধন্যবাদ হুমায়ূন আহমেদ স্যার কে।❤

  • @voboghureadnan5850
    @voboghureadnan5850 2 ปีที่แล้ว +4

    অনুভূতির সবটা ছুঁয়ে গেল।
    কি চমৎকার নির্মাণ, কি অসম্ভব সুন্দর সৃষ্টিকর্ম!
    খুব গর্ব করে বলতে ইচ্ছা করে- বিশ্বমানের চিত্র নির্মাতা একজন হুমায়ূন আহমেদ ছিল আমাদের।💗💗
    একজন হিন্দু মেয়ের সম্ভ্রম বাঁচাতে একজন মাওলানা ঝাপিয়ে পড়ল। অন্যদিকে একজন তিলাওয়াতকারী নারীর ছাঁয়ার ব্যবস্থা করলেন একজন হিন্দু যুবক। কী অপূর্ব মানবিকতা। যেন মুভি নয়, বাস্তবের থেকে অধিক বাস্তব চিত্র।

  • @sibbirahmed2866
    @sibbirahmed2866 ปีที่แล้ว +5

    আমার এবং আমার দলের সবার প্রাণের বিনিময় হলে ও জেনও এই মেয়টা যেন বেঁচে যায়, what a line boss

  • @paprighosh1941
    @paprighosh1941 3 ปีที่แล้ว +367

    ভবিষ্যৎ প্রজন্ম জানবে আমাদের একজন হুমায়ুন আহমেদ স্যার ছিলেন। আমাদের মতো তারাও একদিন এই কাজগুলো দেখে অঝোরে কাদবে। স্বাধীনতার জন্য বলিদান দেওয়া মানুষগুলোকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। জয় বাংলা 🇧🇩

  • @marziasuchi4449
    @marziasuchi4449 9 หลายเดือนก่อน +5

    ১৯৭১ সালে যুদ্ধ দেখিনি, কিন্তু এই মুভিটা দেখে বারবার মনে হইতাছিলো এইটাই হয়তো বাস্তবে যুদ্ধ হইতাছে, অনুভব করতে পারলাম স্বাধীনতা যুদ্ধের বিজয়ের আনন্দ,, শহীদের ত্যাগ,,, শ্রদ্ধা জানাই শহীদের,, "আমার প্রিয় জন্মভুমি বাংলাদেশকে ভালোবাসি"

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

    • @ArifulIslam-nj8rp
      @ArifulIslam-nj8rp 10 วันที่ผ่านมา

      ​@@rozariosdআপনি কোন দেশের

  • @zishanahmed5322
    @zishanahmed5322 8 หลายเดือนก่อน +1

    আমার দেখা অন‍্যতম সহজ কিন্তু বিনাদিধায় শ্রেসঠ চলচ্চিত্র। আর মনে হয় না এরকম গলপ সহজে রচিত হবে। ভালো থাকো হুমায়ুন স‍্যার পরলোকভূবনে। তারপরও মনে বড় আশা কোন এক শ‍্যামল ছায়ায় আবার রচিত হবে এরকম চমৎকার মর্মস্পর্শি গলপ

  • @MohammadRakib-r5e
    @MohammadRakib-r5e 9 หลายเดือนก่อน +57

    ২০২৪ এসে কারা দেখতেছেন...

  • @masaotamaki2051
    @masaotamaki2051 2 ปีที่แล้ว +6

    যতো এরকম মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক/ মুভি দেখি তত আমার এই দেশ,এই দেশের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসা বেড়ে যায় । আমার বাংলাদেশ সত্যি অনেক ভালোবাসি তোমায়

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @tuseralom2556
    @tuseralom2556 2 ปีที่แล้ว +13

    আমি ভাবি একজন দর্শনার্থী কিভাবে এত সুন্দর অভিনয় করে ।। ( চ্যালেন্জার) হুমায়ূন আহমেদ এর এক অনন্য সৃষ্টি।।
    একটা নৌকা নিয়ে সুপার ডুপার হিট একটা ছবি।। স্যার হুমায়ুন আহমেদ এর দ্বারাই সম্ভব ।।

  • @iyi_edit_Z
    @iyi_edit_Z 2 ปีที่แล้ว +19

    শেষ টা দেখে,,,, চোখে পানি আসবে না,,,, এমন কেউ নেই হয়তো 🙂💜
    হুমায়ূন আহমেদ স্যার 💜💜💚💚💚🙂 সত্যিই বাঙালির একজন তুলনাহীন মানুষ,,,,,,,এভাবে দৃশ্য গুলো তুলে ধরেছে 😊

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @Nillnilasha
    @Nillnilasha ปีที่แล้ว +12

    প্রতিটি দৃশ্য গায়ে কাঁটা দেয়ার মতো। শেষ দৃশ্যে যখন পতাকাকে সম্মান জানানোর সাথে গানটি বেজে উঠে শরীরের লোম দাঁড়িয়ে গেছে, চোখের পানি আটকাতে পারিনি। ধর্ম বর্ন নির্বিশেষে একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া সত্যিই অসাধারণ❤️🇧🇩❤

  • @syedtariqhossainjah2121
    @syedtariqhossainjah2121 11 หลายเดือนก่อน +4

    ফারুক আহমেদ ও ডাঃ এজাজ ও রিয়াজ এই সিনেমায় একটা নতুন মাত্রা যুক্ত করেছেন 👌

  • @paponsutradhar1634
    @paponsutradhar1634 2 ปีที่แล้ว +4

    অতি চমৎকার একটা দৃশ্য যেখানে দেখানো হয়েছে লাখো শহীদের রক্তের লাখো নারীর সম্ভ্রম এর বিনিময়ে স্বাধীন বাংলাদেশের পতাকা।
    ধন্যবাদ হুমায়ূন স্যার পরপারে ভালো থাকবেন❤️

  • @nirobkhan2694
    @nirobkhan2694 3 ปีที่แล้ว +6

    হে মহান নির্মাতা তুমাকে স্যালুট,,,, কত শত দুঃখ বেদনা তে
    শেষ হাসিটা হেসেছিলো আমার বাংলা,,, স্যালুট জানাই সকল মুক্তিযোদ্ধা কে

  • @anmtanviralahe3107
    @anmtanviralahe3107 2 ปีที่แล้ว +5

    আহ দুই হুমায়ুন, ওনাদের সৃষ্টি অসাধারণ। যতবার দেখি মুভিটা, মন ভরে না। মুভিতে যারাই অভিনয় করেছেন, সবাই কত অসাধারণ।

  • @KARABIKUMARIMEDHA
    @KARABIKUMARIMEDHA ปีที่แล้ว +4

    শুধুমাত্র হুমায়ুন আহমেদ স্যার ছাড়া স্বাধীনতার এই অসম্ভব সুন্দর অনুভূতি ফুটিয়ে তোলা অসম্ভব।
    যতবারই এই মুভি দেখে একই আবেগে চোখ দিয়ে জল পরে।

  • @hasinajahan4658
    @hasinajahan4658 ปีที่แล้ว +19

    এমন কি কেউ‌ থাকতে পারে পতাকা ওড়তে দেখে (1:46:07) যার চোখে পানি আসেনি কিংবা লোম খাড়া হয়নি!
    যাদের হৃদয়ে ভাষার জন্য এতো অসম্ভব ভালোবাসা থাকে তারা কি কখনো হারতে পারে!❤ 💚

  • @রুপকথারকল্পনা
    @রুপকথারকল্পনা 3 ปีที่แล้ว +276

    এই সৃষ্টিগুলো সংরক্ষণ করা উচিত। মনের গভীর থেকে ফিল করা যায় একাত্তরের অনুভূতি

    • @raselkarim2731
      @raselkarim2731 3 ปีที่แล้ว

      No tension. Has been uploaded in TH-cam.

  • @gouriroy1178
    @gouriroy1178 3 ปีที่แล้ว +445

    শতকোটি প্রনাম ,🙏,আহা রে কেন ভারত বাংলাদেশের কাটা তার সৃস্টি হলো,,আহ্ কেন জন্মাইনি ওই সুদুর দুরের কালে,, শত কোটি প্রনাম আমার ও প্রিয় হুমায়ূন আহমেদ 🙏🙏

    • @robin-rocky5835
      @robin-rocky5835 3 ปีที่แล้ว +3

      🙏🙏ভালোবাসা রইলো🙏🙏

    • @ayeshasworld5042
      @ayeshasworld5042 3 ปีที่แล้ว +1

      🥰

    • @robin-rocky5835
      @robin-rocky5835 3 ปีที่แล้ว

      @@ayeshasworld5042 ♥️🙏♥️

    • @afrinzara6194
      @afrinzara6194 3 ปีที่แล้ว +2

      Didi.....tumi Indian??????

    • @gouriroy1178
      @gouriroy1178 3 ปีที่แล้ว +3

      @@afrinzara6194 হ্যাঁ

  • @rajsarker8678
    @rajsarker8678 3 ปีที่แล้ว +118

    "ওই দেখো আমাদের বিজয় পতাকা" 🇧🇩
    এই কথাটা শুনে মনের অজান্তেই চোখের কোনে জল চলে এলো 🥺🥰

  • @shakilbhuiyan1229
    @shakilbhuiyan1229 4 หลายเดือนก่อน

    ছবিটা শুয়ে শুয়ে দেখেছিলাম আর আর চোখ দিয়ে পানি গড়িয়ে পরছে। শ্রদ্ধা জানাই সে সব শহীদের ও মুক্তিবাহিরনীর প্রতি যাদের রক্তের বিনিময়ে আমার পেয়েছি স্বাধীনতা আর সৃষ্টি হয়েছে বাংলাদেশের। 🇧🇩🇧🇩🇧🇩

  • @atiafairuznushin1752
    @atiafairuznushin1752 9 หลายเดือนก่อน +1

    মুক্তিযুদ্ধের সিনেমা গল্প সবকিছুই আমার ভাল্লাগে।কত যে কষ্ট লুকানো এই দেশ স্বাধীনের পিছনে সেগুলো এই ছবি গুলো দেখলেই বোঝা যায়।চোখ দিয়ে পানি পড়ে নিজের অজান্তেই❤️

  • @arifulhasan4203
    @arifulhasan4203 2 ปีที่แล้ว +32

    মুভিটা অনুভুতিতে ভরা
    কখনো কেঁদেছি
    কখনো হেঁসেছি
    কখনো স্তম্ভিত হয়েছি
    হুমায়ুন আহমেদ স্যার এজন্যই অন্যরকম সৃষ্টি শীল মানুষ।

  • @lemonhossain9941
    @lemonhossain9941 2 ปีที่แล้ว +5

    হাসতে হাসতে কখন যে চোখে পানি চলে আসছে বুঝতেই পারিনাই।।। সত্যিই আমাদের গর্বের এক নাম হুমায়ূন আহমেদ।।💓💓

  • @mdfokhrulhasan
    @mdfokhrulhasan ปีที่แล้ว +10

    কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি।
    এমন বাস্তব চরিত্রটাকে এমনভাবে ফুটিয়ে তোলা হুমায়ুন স্যার ছাড়া কারো পক্ষে সম্ভব না।
    ভালোবাসি স্যার আপনাকে।
    একেকটা শিল্পীকে যেনো রঙ্গধুলির তুলির মতো সাজিয়ে তুলেছেন।
    পুরোটা নাটক মনে হচ্ছিলো আমি ঐ যায়গায় উপস্থিত।
    জয় বাংলা

  • @banglareviewsandtutorials2179
    @banglareviewsandtutorials2179 ปีที่แล้ว +10

    পতাকা দেখো বাংলাদেশের পতাকা!!! জীবনে প্রথম পতাকাকে অনুভব করলাম। সত্যি চোখ ভিজে গেছে কান্না চেপে রাখতে পারলাম না।

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

    • @rafiqulislam-gz2mu
      @rafiqulislam-gz2mu 8 หลายเดือนก่อน

      ২০১০ সালে দেখছিলাম

  • @shuaibislamnihan9986
    @shuaibislamnihan9986 9 หลายเดือนก่อน +1

    নিজের অজান্তেই চোখে পানি আসলো এ স্মৃতি প্রতিটি বাঙালির চোখে পানি নিয়ে আসে

  • @mdosmanali5248
    @mdosmanali5248 2 ปีที่แล้ว +9

    ক্লাস ১১-১২ শুনেছিলাম হুমায়ুন আহমেদ স্যার বলে নাস্তিক....কিন্তু তার নাটক,উপন্যাস পড়ে দেখে তার অনেক বড় ভক্ত হয়েগেছি..তার নির্মিত এই সিনেমা টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিনেমা..মন ছুয়ে গেছে..

  • @mahfujtraveler5571
    @mahfujtraveler5571 2 ปีที่แล้ว +6

    এত সুন্দর একটি সিনেমা তাও ভিউ নেই ব্যাপারটা দুঃখ জনক।এমন সিনেমা হয়তো আর তৈরি হবে না, এক কথা অসাধারন।

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @MdRasel-sq6xj
    @MdRasel-sq6xj 2 ปีที่แล้ว +6

    কি সুন্দর নিখুঁত অভিনয় দিয়ে সত্যকে তুলে ধরার চেষ্টা🖤🖤শ্রদ্ধা ও দোয়া বাংলা মায়ের বীর মুক্তি যোদ্ধাদের প্রতি🖤🖤

  • @shahrukhussamsmahi3200
    @shahrukhussamsmahi3200 7 หลายเดือนก่อน +2

    বারাবার মুক্তিযোদ্ধা কমান্ডার এর পার্ট গুলো দেখছি... কখনো শরীরের পশম গুলো শিহরিত হয়ে উঠে যুদ্ধে যাবার জন্য, আবার কখনো চোখে পানি চলে আসে বিজয়ের আনন্দে।

  • @tasfinkhan1627
    @tasfinkhan1627 10 หลายเดือนก่อน +1

    হুমায়ুন আহমেদ এর নাটক দেখার পর মনে হলো আগে কোন নাটকি দেখিনাই, অসাধারণ । 25/01/24/ তারিখে দেখে গেলাম।

  • @hasanmeherab9881
    @hasanmeherab9881 2 ปีที่แล้ว +37

    এই সিনেমার অন্যতম টার্নিং পয়েন্ট ছিলো মওলানা সাহেবের যুদ্ধে চলে যাওয়া 🥺

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @jewelrana6066
    @jewelrana6066 2 ปีที่แล้ว +10

    হুমায়ুন আহম্মেদ স্যারের জন্য দোয়া করি আল্লাহ্ যেন তার জিবনের ভুল ভ্রান্তি ক্ষমা করে জান্নাত দান করেন আমিন,,,,,তার লেখা নাটক,টেলিফিল্ম খুবি ভালো লাগে এ যেন কোন অভিনয় নয় বাস্তব মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা

  • @tanjibahmedsumon8309
    @tanjibahmedsumon8309 3 ปีที่แล้ว +14

    আমার প্রিয় একজন মানুষ হুমায়ুন আহমেদ এমন কোনো নাটক বা মুভি নেই যে আমি দেখি নায় সব গুলো দেখা শেষ আর এক কথায় অসাধারণ হইছে এই মুভিটা... তার সাথে জানায় হাজারো সালাম যারা আমাদের বাংলা ভাষার জন্য জীবন দিয়ে ছিলো... 🇧🇩

  • @ahmednadim3598
    @ahmednadim3598 ปีที่แล้ว +1

    হুমায়ুন আহমেদ স্যার একজন ব্যক্তি নয় একটি প্রতিষ্ঠান।। অজান্তেই চোখে জল এসে গেলো।।

  • @emonpaul4801
    @emonpaul4801 9 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ হুমায়ুন স্যার... যত দিন বেছে থাকবো আপনার নাম স্বরনীয় হয়ে থাকবে বুকে..যেখানে থাকবেন ভালো থাকেন🥀

  • @adibaimroznill8643
    @adibaimroznill8643 ปีที่แล้ว +25

    এসব মুভি সংরক্ষণ করে রাখা দরকার যেন প্রজন্মের পর প্রজন্ম আমাদের এই বাংলাদেশের গুরুত্ব বুঝতে পারে,,, যেই জ্ঞান বই দিয়েও আয়ত্ত করতে পারে নি❤️

  • @thedateexpired8311
    @thedateexpired8311 2 ปีที่แล้ว +10

    শেষ টা যেন চোখের পানি এনে দিল,😢😢
    এইতো আমার দেশ,এই আমার মায়ের রক্তে রক্তাক্ত আমার সোনার বাংলাদেশ, ❤️

  • @foysalmahmud1620
    @foysalmahmud1620 3 ปีที่แล้ว +252

    কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন আমি নিজেই ওখানে উপস্থিত। আহ্ কত মানসম্মত মুভি নাটক ছিল আমাদের। এখন নাটক ফাটক দেখলে মনে হয় ওরা আমাদের সাথে ফাজলামি করছে।
    সর্বশেষ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই

    • @simabarman2759
      @simabarman2759 3 ปีที่แล้ว +1

      Natok naki? Movie ata

    • @arrana1975
      @arrana1975 2 ปีที่แล้ว

      @@simabarman2759 Movie

    • @hasansheikh5907
      @hasansheikh5907 2 ปีที่แล้ว

      আমি কত বার যে দেখেছি

  • @Rostoronggobangla
    @Rostoronggobangla 16 วันที่ผ่านมา

    প্রতিটা দৃশ্য আমাকে মর্মাহত করেছে, চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়েছে। কত সাবলীল কাহিনি।

  • @HMSeraj
    @HMSeraj 8 หลายเดือนก่อน

    ❤ একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার। একজন হুমায়ূন আহমেদ তুমি শুধু সৃষ্টির কারিগরই নও, তুমি সৃষ্টির অনন্য কারিগর। যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের হৃদয় দুয়ার খুলে মুক্তিযুদ্ধ দেখিয়ে দিলে তুমি। অতল শ্রদ্ধা তোমাতে, তোমার স্মৃতির প্রতি। অনুরূপ শ্রদ্ধা জাত অভিনেতা হুমায়ূন ফরিদী ও চ্যালেঞ্জারের প্রতি। অপরাপর সকল গুণী অভিনেতা-অভিনেত্রীদের প্রতি প্রগাঢ় শুভ কামনা।❤

  • @naymurrahamandurjoy1638
    @naymurrahamandurjoy1638 3 ปีที่แล้ว +24

    দুই বছর আগে আপলোড দেয়া অসাধারণ একটি মুভি কিন্তু এটার ভিউ মাত্র তিনশত আটত্রিশ হাজার! আমাদের দেশের মানুষদের রুচিবোধ এরকম!!!!!!!! একদিন হয়তো এই মুভিটা কয়েক মিলিয়ন ভিউ অতিক্রম করবে ।তবে সেটা হতে কয়েক বছর লেগে যাবে।

    • @rozariosd
      @rozariosd 8 หลายเดือนก่อน

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @sanjoydas5554
    @sanjoydas5554 3 ปีที่แล้ว +7

    আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তোমায় প্রাণের চেয়েও বেশী ভালোবাসি, যাঁদের ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ তাঁদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধাঞ্জলি....... এই চলচিত্রের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা....... জয় বাংলা.....

    • @padmapaul7747
      @padmapaul7747 9 หลายเดือนก่อน

      Very very nice natak Thank you

  • @mdsofikulislamsofik6006
    @mdsofikulislamsofik6006 3 ปีที่แล้ว +23

    আমি একজন বাঙ্গালী হয়েও এতদিন পরে এই টেলিফিল্ম টা দেখলাম,যা আমার উচিত ছিল অনেক আগে দেখার।যুদ্ধের সময় ছিলাম না বটে,,তবে অনুভূতি টা আজ আবার একবার বুজলাম, আপনাকে স্যালুট স্যার, আপনি ওপারে অনেক ভালো থাকেন দোয়া করি।

  • @nusratnipu1997
    @nusratnipu1997 7 หลายเดือนก่อน +2

    পুরো মুভিটাই দারুন।তবে শেষের ৩০ মিনিট just mind blowing.... With হুমায়ুন ফরিদীর entry....amazing

  • @monirkhan7895
    @monirkhan7895 ปีที่แล้ว +1

    অসম্ভব সুন্দর একটা মুভি। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা।

  • @nausaadzaman1805
    @nausaadzaman1805 2 ปีที่แล้ว +38

    ছোটবেলায় প্রথম যখন সিনেমাটি দেখি, চিনতেই পারি নি এটা রিয়াজ! ক্যারিয়ারের পিক পয়েন্টে রিয়াজ হিরোয়িক চরিত্র ছেড়ে বাস্তবসম্মত চরিত্রে অভিনয় করেছে, সত্যিই প্রশংসাদায়ক। তাও অত্যন্ত ভাল অভিনয় করেছে। নিঃসন্দেহে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ডিজার্ভ করে।