Deshantor | দেশান্তর | Eid Movie | Yash Rohan | Ahmed Rubel | Mamunur Rashid | Bangla New Movie 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @moumitabiswaspiki92
    @moumitabiswaspiki92 8 หลายเดือนก่อน +561

    অশ্লীলতা,চাকচিক্যময় পোশাক, ভারী মেকআপ, বিদেশি লোকেশন, উচ্চ আওয়াজ এর মিউজিক ছাড়াও যে সিনেমা সুন্দর হতে পারে তার জলজ্যান্ত উদাহরণ। দেশভাগের যন্ত্রনার সাবলীল উপস্থাপন এককথায় অনবদ্য। মন ছুয়ে গেল। ❤

    • @ransomrocky8472
      @ransomrocky8472 5 หลายเดือนก่อน

      বিনোদন এমন একটি জায়গা যার কোনো নির্দিষ্ট আদর্শ নাই। একেক মানুষের বিনোদোনের ধরণ একেক রকম। প্রত্যন্ত অঞ্চেলের চায়ের দোকানে যে মানুষগুলো বিনোদন নেয় সে মানুষগুলোর বিনোদনের খোরাক Tom Cruise, Shahrukh Kahn দিয়ে মিটবে না। আর যারা শাহরুখ খান ও টম কে দেখে তাদের বিনোদোনের খোরাক হিরো আলম ও নার্গিস দিয়ে মিটবে না। বিনোদোনের জগৎ একেক মানুষের কাছে একেকটা। চাইলেও আপনি খাওয়াতে পারবেন না। যে মানুষগুলো রুচির দর্ভিক্ষ নিয়ে কথা বলে তারা আসলে রুচির কিছুই বোঝেনা। গ্রামের কৃষক শ্রেণি আর আপনার রুচি এক হবেনা।

    • @RimpaSahaSutradhar
      @RimpaSahaSutradhar 4 หลายเดือนก่อน +4

      Ekdam thik

  • @Nimayray-ry7uj
    @Nimayray-ry7uj 7 หลายเดือนก่อน +118

    এসব মুভির কদর কয়জনে বোঝে
    দেশপ্রেম নিয়ে অসাধারণ একটি মুভি ছিল।
    আরো এরকম মুভির জন্য অনুরোধরইলো ।
    ধন্যবাদ এত সুন্দর একটি মুভি উপহার দেওয়ার জন্য।
    ...(আই ❤ বাংলাদেশ)...

  • @IshratJahan-dd8ct
    @IshratJahan-dd8ct 8 หลายเดือนก่อน +252

    অভিনয় মনেই হচ্ছিলো না।সাজসজ্জা থেকে বাচনভঙ্গি এতো বাস্তব ছিলো।এক কথায় অসাধারণ🌼🦋

  • @anikkumarbarmon1055
    @anikkumarbarmon1055 4 หลายเดือนก่อน +129

    ৮ আগস্ট,২০২৪। আমি একজন বাংলাদেশী। আমি একজন সনাতনী ও।কীভাবে বুঝাবো দেশের এই দূর্বিষহ পরিস্থিতিতে আমি এই সিনেমাটা দেখলাম। কাঁদলাম প্রচুর,দেশের প্রতি ভালোবাসা,আবেগ অনেক কাজ করে তো। তবে হ্যা আমি জোর গলায় বলতে চাই আমি আমার বাংলাদেশ ছেড়ে কখনো যাবো না। দেশটা সবার। ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনায় থেকে যাবো। জয় বাংলা, জয় বঙ্গভূমি 🙏🇧🇩

    • @mousumeakkas2875
      @mousumeakkas2875 4 หลายเดือนก่อน +1

      Right 👍

    • @Tom_amd.jeeeery
      @Tom_amd.jeeeery 4 หลายเดือนก่อน +6

      Nijer desh ka valobasho India ka noy like pinaki dada amra sobai Bangladeshi na Hindu na Muslims sob ak❤❤❤❤❤

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz 4 หลายเดือนก่อน +1

      ​@@Tom_amd.jeeeeryTumi agge Pakistani k valo basa bondho koro 😏

    • @Tom_amd.jeeeery
      @Tom_amd.jeeeery 4 หลายเดือนก่อน

      @@MasudRana-dd6hz tumer moto oti piriti amer moddo nai aga amer desh then onno kau

    • @anwarhossian1628
      @anwarhossian1628 4 หลายเดือนก่อน

      Allah aponake kobol koruk dada...aitu aponar desh amar desh..amadeer sonar Bangladesh dada 😢❤

  • @Sharatkumar-du7bb
    @Sharatkumar-du7bb 7 หลายเดือนก่อน +29

    প্রতি ১০ বছরেও এমন একটা সিনেমা হয় না এখন...অসাধারণ.. খুব ভালো লাগলো...এইদেশকে আমরা ভালোবাসি..এইদেশেই জন্ম.. এই মাটিতেই মরবো😇

  • @bichitroduniya2517
    @bichitroduniya2517 8 หลายเดือนก่อน +30

    আমার জীবনে দেখা সেরা মুভিগুলোর টপে থাকবে এই মুভিটা। এতো সুন্দর দৃশ্যায়ন। মনে হচ্ছিলো সব ঘটনা সামনে ঘটছে। মুভি দেখা শেষে ডিরেক্টরের নাম দেখে অবাক হয়েছি। ভাবতেই পারিনাই সুজনদা এই মাস্টারপিস বানিয়েছে। চ্যানেল আইকে ধন্যবাদ। সবার অভিনয় ফাটাফাটি।

  • @md.sazzadhossain6039
    @md.sazzadhossain6039 8 หลายเดือนก่อน +54

    রুচির দুর্ভিক্ষে যখন চলতেছে। তখন এরকম নির্মাণ স্বস্তির আভাস দেয় 💝🌸

  • @user-rupna9du6d
    @user-rupna9du6d 8 หลายเดือนก่อน +79

    নেত্রকোনার বারহাট্টা থেকে কমেন্ট করলাম,,
    সমস্ত মুভি নেত্রকোনার আঞ্চলিক ভাষা দ্বারা নির্মিত। আমার দেখা বর্তমান মুভির মধ্যে সব থেকে সেরা মুভি❤😊এ মুভি দেখার জন্য রুচি প্রয়োজন,,😌

    • @techmobile9675
      @techmobile9675 7 หลายเดือนก่อน +4

      মুভিটা বারহাট্টা কেন্দ্রীক, মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন

  • @Akashdas-fp2np
    @Akashdas-fp2np 7 หลายเดือนก่อน +34

    এত স্পর্শকাতর। আসলেই তো ধর্মের কারণে দেশ ছাড়া ভাবাই যায় না। পূর্বপুরুষের সেই ভাঙ্গা গড়া ইতিহাস যেন আজকে দেখতে পেলাম। খুব চমৎকার। love From Assam(India)

  • @sajibbiswas1421
    @sajibbiswas1421 6 วันที่ผ่านมา +1

    বাস্তবধর্মী এবং অসাধারণ চলচ্চিত্র।
    বাবা, ঠাকুরদাদের মুখে শুনে আসছি এদেশে আমরা থাকতে পারবো না। তারা সাদামাটা মানুষ পারিপার্শিক দিক দেখে এসব বলতো হয়তো। কিন্তু জন্মভূমির প্রতি মমত্ববোধের কারনেই হয়তো যাইতে পারে নাই। আমিও মাতৃভূমি ছেড়ে কোথাও যাবো না।আশেপাশে যাদের যেতে দেখছি তাদের দেশত‍্যাগের সময় অঝোরে কান্নাগুলো মনে পড়লেই গা শিউরে ওঠে।

  • @বেলাশেষে-শ৮ঠ
    @বেলাশেষে-শ৮ঠ 8 หลายเดือนก่อน +95

    ২ ঘণ্টা ১ মিনিট যে কিভাবে শেষ হল টেরই পেলাম না। কী অসাধারণ অভিনয় 🙏🌸 প্রত্যেকটা চরিত্রে, তাদের বাচনভঙ্গি তে এতোটা লালিত্য খুঁজে পেলাম যা কয়েক লাইন লিখে প্রকাশ করা যাবে না। জন্মভূমি স্বর্গের চেয়ে বড় 🥰🌸 নিজের দেশের মাটি, জল, বাতাসের মধ্যে একটা আলাদা শান্তি খুঁজে পাওয়া যায়। আমার" শব্দটাই আত্মতুষ্টির এর বিকল্প আর কোথাও নেই🌸

  • @চিত্র-কাব্য
    @চিত্র-কাব্য 8 หลายเดือนก่อน +636

    রুচিশীল দর্শকদের স্বাগতম।😊❤

    • @mdtusharislam9199
      @mdtusharislam9199 8 หลายเดือนก่อน +2

      """"আপনাকেও স্বাগতম """"

    • @dipanju4679
      @dipanju4679 8 หลายเดือนก่อน +1

      🙏😊♥️

    • @abontikaCR.
      @abontikaCR. 8 หลายเดือนก่อน +7

      আসলেই। রুচির অভাব থাকলেই মানুষ এমন সিনেমা দেখে না।

    • @sorifs9600
      @sorifs9600 8 หลายเดือนก่อน +1

      Thank you vi

    • @creatoranumegha
      @creatoranumegha 8 หลายเดือนก่อน +1

      🙏🥰আপনাকেও স্বাগতম

  • @somaptoom6524
    @somaptoom6524 8 หลายเดือนก่อน +34

    ২০২৪ সালে এর থেকে ভালো মুভি উপহার পাব না।। এই সিনেমায় মিলিয়ন মিলিয়ন ভিউ হলেও কম হবে। সত্যি মন ভরে গেল। বাংলাদেশের এই সিনেমার সাথে যারা যুক্ত সকলকে ধন্যবাদ হিন্দু সনাতনী বিষয় গুলো এতো চমৎকার এবং নিপুণ ভাবে তুলে ধরা হয়েছিল বাস্তবের সাথে মিশে গিয়েছি।গর্ব করে বলব আমাদের বাংলাদেশেও এইরকম সিনেমা হয় যা কোথাও নেই । এককথায় ভাষা নাই, অসাধারণ অসাধারণ অসাধারণ আমি আবার আসলাম কমেন্ট করার জন্য।। এই সিনেমাটা সারাজীবন জীবিত থাকবে।

  • @MDKamal-m5x
    @MDKamal-m5x 3 หลายเดือนก่อน +7

    পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যেই নিজস্ব দেশপ্রেম আছে ❤️❤️❤️❤️
    তাই তো দেশের জন্য মানুষ জীবন বিসর্জন দেয় হাজারে হাজারে লাখে লাখে ❤️❤️🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️

  • @rajibshilraj1
    @rajibshilraj1 4 หลายเดือนก่อน +13

    এত সুন্দর সাবলীল এক বাস্তব জীবনের প্রতিচ্ছবি।আমার দাদুর কাছে ৪৭/ ৫২/৭১ সালের হিন্দুদের দেশান্তরী হয়ে ভারতের পশ্চিম বঙে আসাম ত্রিপুরা চলে যাওয়ার গল্প শুনতাম।এই মুভিটা তার বাস্তব রূপ।
    আমাদের গ্রাম শিবপুর আগে পুরো গ্রামটাই হিন্দু পরিবার ছিল সবাই দেশান্তরি হয়ে গেছে কিন্তু আমার দাদু তার ভিটেমাটি ছেড়ে যায়নি। এখনও আমরা শান্তি তে বসবাস করতেছি। দুই দিনের দুনিয়ায় কেন এত ভেদাভেদ কেন এত ধর্মবিরোধ আমরা সবাই বাংলাদেশি।হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিষ্ঠান সবাই একে অপরের পারস্পরিক সম্পর্ক তৈরি করে চলব।ঝড় ঝাপটা আসবে যাবে তবুও ভিটেমাটি ছেড়ে যাব না।
    মুভির পরিচালক সহ সকল কলাকৌশলিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

  • @tanupoint
    @tanupoint 8 หลายเดือนก่อน +394

    আমি গর্বিত,,, আমি বাংলাদেশি,,, আমার পূর্ব পুরুষদের হাজার কোটি প্রনাম,,, তারা যদি লোভের টানে দেশে ছের যেত তা হলে,, এই সোনার বাংলায় আমার জন্ম হতো না,,, আজ সত্য অনুভব কোরছি,, দেশ আসলে আমার মা, ❤কতিপয় কিছু মানুষের কারনে এই সোনার বাংলা কোন হিন্দু ভাই ছেরে যাবেন না,,, এটা আমার দেশ,, এটা আমাদের দেশ,,, ❤❤

    • @amritaguptipara
      @amritaguptipara 7 หลายเดือนก่อน

      ভুল বললেন ,আপনি হয়তো শোনেন নি কি ভাবে মুসলিমরা হিন্দুদের মেয়েদের বউ দের অত্যাচার করতো, কিভাবে মার সামনে ছেলে কে মেরে ফেলতো, শুধু লোভেই তারা দেশ ছাড়েনি

    • @riadahsankhan4007
      @riadahsankhan4007 7 หลายเดือนก่อน +14

      ❤❤❤

    • @sm.sanaullah5850
      @sm.sanaullah5850 7 หลายเดือนก่อน +9

      Vai upnar sathe kotha bolte chai

    • @muslimonly09
      @muslimonly09 7 หลายเดือนก่อน +22

      জননী জন্মভুমি,, আমাদের নবীও তার মাতৃভুমি ছাড়তে চাননি মক্কা,, তারও অনেক কষ্ট হয়েছিল

    • @MunjelinaRahman
      @MunjelinaRahman 7 หลายเดือนก่อน +7

      অবশ্যই তোমার দেশ ছোড়দা

  • @OmarFaruk-bm7xs
    @OmarFaruk-bm7xs 8 หลายเดือนก่อน +218

    দেশ মাতৃকার ভালোবাসায় অসংখ্য নিপিড়ন অত্যাচার সহ্য করে এই প্রিয় বাংলাদেশে যে সমস্ত সনাতনী ভাই বোনেরা রয়ে গেছেন তাদের জানাই অন্তরস্থ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা।।

    • @HKINT-x8p
      @HKINT-x8p 8 หลายเดือนก่อน +15

      তুমি কে রে ভাই? তোমার মানসিকতা যদি সবার হতো পৃথিবীটা বসবাসযোগ্য হত।

    • @SheuliRoy-gy8le
      @SheuliRoy-gy8le 8 หลายเดือนก่อน +7

      সবার মধ্যে যদি বোঝবার মানসিকতা থাকতো।

    • @DkGhoshdilip
      @DkGhoshdilip 7 หลายเดือนก่อน +4

      🙏🙏🙏❤️❤️❤️

    • @uzzalbiswas9094
      @uzzalbiswas9094 6 หลายเดือนก่อน +3

      স্বাগত জানাই আপনার চিন্তা ভাবনাকে।

    • @PolashGosh-j4v
      @PolashGosh-j4v 6 หลายเดือนก่อน +2

      ধন্যবাদ

  • @niazpavel7956
    @niazpavel7956 7 หลายเดือนก่อน +31

    যাইতিনা তুই থাকবি কই?
    উত্তর দেশে।
    অসাধারণ ছিলো।
    সমাজ তাকে বাধ্য করতে চেয়েছিলো
    সেই সমাজ কে থু দেওয়া হয়েছে এক দেশপ্রেম এর মাধ্যমে।
    অসাধারণ ❤

  • @mominrahman1671
    @mominrahman1671 7 หลายเดือนก่อน +21

    ভাই রে ভাই! কি অসাধারণ অভিনয়❤ এক্সিলেন্ট কাস্টিং।মাস্ট ওয়াচ মুভি। বাংলা সিনেমার ঐতিহ্য এভাবে ধরে রাখা উচিত। ❤❤

  • @DeowanJony
    @DeowanJony 8 หลายเดือนก่อน +18

    অশ্লীলতা জগত কে পিছে ফেলে এত সুন্দর করে দেশ ও পরিবার ভালোবাসা ফুটিয়ে তুলেছে এইখানে। পরিচালক এবং অভিনেত্রী দের কে জানাই আন্তরিক ভালোবাসা। খুব সুন্দর হয়েছে প্রত্যেকের অভিনয় খুবই অসাধারণ মনমুগ্ধকর।❤

  • @ZannatRaihana
    @ZannatRaihana 8 หลายเดือนก่อน +132

    এতো সুন্দর গল্প, চোখের পানি আটকে রাখতে পারিনি।
    ছোট্ট মেয়ে টাপুর ভালো অভিনয় করেছে। আর আহমেদ রুবেল এর অভিনয় তো বলার অপেক্ষা রাখে না৷। আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করেন। আমিন।

    • @amritaguptipara
      @amritaguptipara 7 หลายเดือนก่อน +1

      অভিনয় না এর থেকেও অনেক খারাপ করেছে তোমাদের পূর্ব পুরুষরা আমাদের পূর্ব পুরুষদের সাথে

    • @riadahsankhan4007
      @riadahsankhan4007 7 หลายเดือนก่อน +6

      ​@@amritaguptiparaভাই এসব বলে কোন লাভ নাই মুদ্রার কিন্তু পিঠ একটা হয়না, সবসময় দুইটা। দোষটা ছিল মুলত রাজনৈতিক শক্তিগুলোর।

    • @ZannatRaihana
      @ZannatRaihana 7 หลายเดือนก่อน +7

      @@amritaguptipara এই মুভি আপনি মনে হয় ভালো করে বুঝেননি। আপনাদের পূর্ব পুরুষরা অনেকেই নিজ আগ্রহে দেশ ছেড়ে চলে গেছে। মুভিটা আবার দেখবেন। মণিষার বাবার মতো যারা ছিল তারা আজও আছে। এবং ভালো ভাবেই আছেন৷ ধন্যবাদ।

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz 7 หลายเดือนก่อน

      ​@@amritaguptiparaতোমাদের পূর্ব পুরুষ রা ২০০ বছর ব্রিটিশদের সাথে মিশে রক্ত চুষে খেয়েছে।
      তার পরে এই রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে!!

    • @MariyaJannat-js2yc
      @MariyaJannat-js2yc 4 หลายเดือนก่อน +1

      ​@@amritaguptiparaপুর্ব পুরুষরা কি করেছে জানিনা, তবে এটুকু জানি আমাদের পুর্ব পুরুষ থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত হিন্দু ভাই বোনদের নিজের ভাই বোন ভাবি, ধর্ম আলাদা হতে পারে কিন্তু মানুষ তো❤️
      উনাদের মনে তখনও দেশপ্রেম ছিলো তাই জন্য আমাদের সাথে মিলেমিশে একসাথে থাকছেন, আপনাদের পুর্বপুরুষদের মনে দেশপ্রেম কম ছিলো তাই পালিয়েছেন, আমাদের দাদারাও সেই সময়ে মুসলিম হয়েও অত্যাচারিত হয়েছিলেন, ৩০ লক্ষ শহীদদের মধ্যে বেশিরভাগই মুসলিম, কিন্তু কেউ কি পালিয়েছিলো?

  • @mohammadsohagali2330
    @mohammadsohagali2330 8 หลายเดือนก่อน +91

    জাস্ট কমেন্ট গুলা পড়লাম।
    কি রুচিশীল মানুষগুলোর অভিমতও কতই না রুচিশীল হয়।
    সুন্দর ❤❤

  • @AdvocateMostafakamalSumon
    @AdvocateMostafakamalSumon 8 หลายเดือนก่อน +21

    দু দেশের রাজনৈতিক শয়তানদের কুমন্তনার পর ও যারা মা মাটি ছেড়ে চলে যাননি তাদের কে গভীর শ্রদ্ধা ও ভালবাসা।

  • @amannaarif8849
    @amannaarif8849 4 หลายเดือนก่อน +2

    যায়তা না থাকবা কই?
    মনসা:দেশে!😢
    কি অসম্ভব সুন্দর একটা কাজ!প্রতিটা চরিত্রের কান্নার সাথে সাথে নিজেও কাঁদলাম।এদেশ আমার এই মাটি আমার আমাদের।আমরা এখানটাই সবাই মিলেমিশে থাকবো।🇧🇩

  • @mamunbu-lg7zp
    @mamunbu-lg7zp 8 หลายเดือนก่อน +137

    প্রত্যেক টি চরিত্র, কাহিনী, পরিবেশ, কথা, পকৃতি, রাত দিন এর সিন গুলো মনে হচ্ছিলো সব বাস্তব, যারা ১৯৭০-২০০০ এর গ্রাম প্রকৃতি দেখেছে তারাই বুঝতে পারবে এই মুভির আসল সৌন্দর্য।
    মৌসুমি বানিজ্যিক ছবির নায়িকা। একজন মা এর চরিত্রে এই মুভিতে সে অতুলনীয়। একজন ভালো অভিনেত্রী পারে এমন অভিনয় করতে। সে এমন ভাবে মিশে গিয়েছে এরিত্রের সাথে মনে হচ্ছিল সত্যি গ্রামের কোনো হিন্দু বারির বউ, মা।
    অসাধারন মুভি। কয়েক বছর পর পুরো একটা বাংলা মুভি দেখলাম। ❤️❤️

    • @SamratSaha-gz1de
      @SamratSaha-gz1de 8 หลายเดือนก่อน +2

      Right

    • @nilasworld2412
      @nilasworld2412 8 หลายเดือนก่อน +1

      সবাই অসাধারণ অভিনয় করেছে,খুবই ভালো লাগলো

    • @RunaAkter-k8i
      @RunaAkter-k8i 8 หลายเดือนก่อน +1

    • @mohammadaraz3939
      @mohammadaraz3939 8 หลายเดือนก่อน +2

      কিন্তু তাদের মিল হলনা😭😭😭😭

    • @mdbasheruddinshaikh1189
      @mdbasheruddinshaikh1189 8 หลายเดือนก่อน +1

      অসাধারণ, দেখলাম, কাদলাম, এত শুন্দর, মন টা শান্তি হয়ে গেলো।

  • @mdaslam-wp7or
    @mdaslam-wp7or 8 หลายเดือนก่อน +21

    অনেক দিনপর দেখলাম,গ্রাম বাংলার ছবি,,,❤

  • @joyturjachowdhury9669
    @joyturjachowdhury9669 8 หลายเดือนก่อน +72

    মা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ ❤
    এত জীবন্ত অভিনয়, এত বাস্তব অভিনয়!
    অশ্রু ধরে রাখা অসম্ভব!

  • @ziarulhossain
    @ziarulhossain 6 หลายเดือนก่อน +2

    এক কথায় অনবদ্ধ, কি সুশীল শৃঙ্খল পরিবেশন,যাই জীবন যাবে এদেশ আমার এ মাটি আমার এ মাটি আমার মা,চরিত্র গুলো ছিলো অসাধারণ সত্যিই মন ছুঁয়ে ফেলেছে 😊

  • @jkshahjahan
    @jkshahjahan 6 หลายเดือนก่อน +17

    দেশ ছাড়া অনেক কষ্টের কাজ আমার বাপ মাঝরাতে কাঁদে, তিনি আসামের নগাও জেলায় ছিলেন ৫০ সনের ফুজি ছিলেন। আমার বাবার বয়স এখন ৮৫বছর তারপরেও এখনো দেশের কথা মনে হইলে সে কাঁদে।

  • @200daysvive
    @200daysvive 8 หลายเดือนก่อน +72

    উফফফফ কি অসাধারণ ❤।
    এক কথায় দারুণ। অসুস্থ মস্তিষ্কের লোকজন এগুলো দেখবে না এটাই স্বাভাবিক। তাই সুস্থ মস্তিষ্কের সবাইকে ভালোবাসা যারা দেখলেন 🎉

  • @daudallom1913
    @daudallom1913 8 หลายเดือนก่อน +183

    আমি সালাম জানাই যারা দেশ ভাগের সময় দেশ মাটিকে ভালোবেসে হিন্দু মুসলিম ভূলে বাংলাদেশ থেকেগেছেন সেই সব সনাতনী ভাই বোনদের ❤❤❤❤❤❤❤

    • @pujadeb3651
      @pujadeb3651 8 หลายเดือนก่อน +1

      🙏🙏♥️♥️

    • @anutapabhattacharya7541
      @anutapabhattacharya7541 8 หลายเดือนก่อน +10

      থাকতে সবাই চেয়েছিলো ভাই।কেউ কি শখ করে নিজের বাপপিতামহের ভিটে ছেড়ে রিক্ত হয়ে রাস্তার ফুটপাতে আশ্রয় নেয়? আমার বাড়িতে এক অপরূপ সুন্দরী বৃদ্ধা ছিলেন।তার ছেলেকে দেখলে যে কেউ বলবে ইউরোপীয়ান। দেশত‍্যাগের সময় সে তার ছয় মেয়েকে হারায়! মেয়েরা লুট হয়ে গেছিলো।

    • @langueundlife3667
      @langueundlife3667 8 หลายเดือนก่อน

      ​@@anutapabhattacharya7541💔😖

    • @riadahsankhan4007
      @riadahsankhan4007 7 หลายเดือนก่อน

      ​@@anutapabhattacharya7541😢😢

    • @riadahsankhan4007
      @riadahsankhan4007 7 หลายเดือนก่อน

      ​@@anutapabhattacharya7541 😢😢😢

  • @mdsajidahmed8879
    @mdsajidahmed8879 8 หลายเดือนก่อน +139

    এই সিনেমার জন্য নায়িকা জাতীয় চলচিত্র পুরস্কার পেয়েছে। আসলেই এটা তার প্রাপ্য ছিলো সে নব অভিনেত্রী হিসেবে খুবই ভালো করেছে। এক কথায় অসাধারণ ❤

    • @frprodhan8705
      @frprodhan8705 8 หลายเดือนก่อน +7

      জাতীয় পুরস্কার কবে পেল?
      উল্টো না পাওয়ার জন্য সুবর্ণা মোস্তাফা টাপুর কে নিয়ে আক্ষেপ করেছেন

    • @skrajibe5944
      @skrajibe5944 8 หลายเดือนก่อน +1

      সত্যি 👍

    • @mdmosarof1377
      @mdmosarof1377 8 หลายเดือนก่อน +2

      নব মানে কি নতুন কইলে সমস্যা কি

    • @bayofbengalfilms
      @bayofbengalfilms 8 หลายเดือนก่อน +1

      Meril Protom alo puroskhar

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz 7 หลายเดือนก่อน

      মেরিল-প্রথম আলো পুরুষ্কার জিতেছে।

  • @mdchowdhury1285
    @mdchowdhury1285 4 หลายเดือนก่อน +1

    আহা, কি গল্প, কি অভিনয়, কি প্রানচ্ছল,, কি স্নিগ্ধ, সবার অভিনয় খুব সুন্দর হয়েছে। কখন যে ২ ঘণ্টা কেটে গেছে বুঝতেই পারি নি। আর কত বার যে দু চোখ বেয়ে পানি গড়িয়ে পরেছে নিজেও জানি না।।। 😢😢😢😢😢 অসাধারণ ❤❤❤

  • @SIFAT0s0s0s
    @SIFAT0s0s0s 3 หลายเดือนก่อน +2

    ৩ অক্টোবর ২০২৪ । প্রত্যেক ধর্মের মানুষেরই নিজের দেশের প্রতি ভালোবাসা রয়েছে। আর মেয়ের প্রতি বাবার ভালোবাসার দৃষ্টান্ত ফুটিয়ে তোলা হয়েছে। একদম বাস্তব চিত্রের একটি ছবি তুলে ধরা হলো। একদম সাবলীল একটি ছবি ❤

  • @ranjitadas490
    @ranjitadas490 8 หลายเดือนก่อน +69

    যাইতে না তুই থাকবি কই?... দেশে ... বাবা ভাই কারো কাছে নয় দেশে ... অসাধারণ একটা ছবি

    • @riadahsankhan4007
      @riadahsankhan4007 7 หลายเดือนก่อน +3

      ❤❤ nailed it

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz 5 หลายเดือนก่อน +1

      অনেক দিন পরে একটা বাংলা ছবি মনপ্রাণ ভরে দেখেছি।কতবার দিখেছি হিসাব নেই।😢

  • @sabiharahmannayeema7178
    @sabiharahmannayeema7178 8 หลายเดือนก่อน +50

    অসাধারণ,শেষ দিকে আর নিজেকে দমিয়ে রাখতে পারলাম না কান্না চলেই আসলো। মেয়েদের জীবন খুবই অনিশ্চিত, পরনির্ভরশীল

    • @riadahsankhan4007
      @riadahsankhan4007 7 หลายเดือนก่อน

      সনাতন ধর্মের মেয়েদের জ্বীবন স্বামীর উপর ব্যাপক নির্ভরশীল। আমি কিছু উপন্যাসেও পড়ছি, স্বামী ত্যাগী স্ত্রীদের জ্বিবনে জাহান্নামের আযাব শুরু হয়ে যায়।😢

  • @Storyofusha
    @Storyofusha 8 หลายเดือนก่อน +22

    এত স্পর্শকাতর গল... আসলেই তো ধর্মের কারণে দেশ ছাড়া 😢 ভাবাই যায় না। দেশ তো অস্তিত্ব.... ❤ খুব চমৎকার মুভি, ফেলে আসা গৌরব ফিরে আসুক এভাবেই ❤❤

  • @mostpolikhatun7618
    @mostpolikhatun7618 17 วันที่ผ่านมา

    আমি খুঁজে খুঁজে ছবি গুলো দেখি।২০২৪ এসে কারা দেখছেন লাইক দিবেন সৃতি রেখে গেলাম❤❤❤

  • @shuvoord8375
    @shuvoord8375 8 หลายเดือนก่อน +5

    চমৎকার কাজ। প্রয়াত আহমেদ রুবেলের প্রতি শ্রদ্ধা জানাই। পরিচালককেও জানাই অনেক ধন্যবাদ।

  • @riponvai4855
    @riponvai4855 8 หลายเดือนก่อน +58

    মৌসুমী আপা একজন অসাধারণ অভিনেত্রী

  • @farjanahaque8082
    @farjanahaque8082 8 หลายเดือนก่อน +18

    অসাধারণ। এমন দেশপ্রেম, বাবা-মেয়ের সম্পর্ক চোখে জল এনে দেয়। সত্যিই অসাধারণ। প্রশংসনীয় ছবি।

  • @jakirahmad512
    @jakirahmad512 8 หลายเดือนก่อน +113

    হিন্দু ধর্মাবলম্বী যারা এবাংলায় থেকে গেছেন তাদের দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা।
    আর যারা কষ্ট নিয়ে দেশান্তরি হয়েছেন তাদের কাছে ক্ষমাপ্রার্থী।
    রুবেল আহমদ ভাইকে আল্লাহ বেহেশত নসীব করুন।

    • @SusmitaNath-rw5jr
      @SusmitaNath-rw5jr 8 หลายเดือนก่อน +11

      আপনি অনেক ভালো মানুষ

    • @uzzalbiswas9094
      @uzzalbiswas9094 6 หลายเดือนก่อน +7

      Respect to your thinking

    • @HaquesirLecturerphysics35BCS
      @HaquesirLecturerphysics35BCS 6 หลายเดือนก่อน +1

      হাহাকার

    • @cartflim44
      @cartflim44 5 หลายเดือนก่อน +12

      এই সমাজে আপনাদের মতো মানুষ আছে বলেই বাংলাদেশে এখনো কিছু হিন্দু রয়ে গেছে।। ❤

    • @BarnaSarkar-oz9jo
      @BarnaSarkar-oz9jo 4 หลายเดือนก่อน

      😊😊

  • @monikaroy7136
    @monikaroy7136 8 หลายเดือนก่อน +22

    "জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী "
    আমার প্রিয় জন্মভূমি। সবার অন্তরে দেশপ্রেম জাগ্রত হোক। অনেক সুন্দর হয়েছে মুভিটা। বাংলাদেশে রুচিশীল মুভির সূত্রপাত শুরু হয়ে গেছে। আবারো সোনালী যুগের সোনালী মুভি ফিরে আসুক।

  • @sauravsarkar-jp5zp
    @sauravsarkar-jp5zp หลายเดือนก่อน +1

    আমি সাধারণত কোন সিনেমা দেখিনা। কিন্তু ফেসবুক এ এই সিনেমার কিছু অংশ বিশেষ দেখে ভালো লাগলো। তাই জন্য ইউটিউব এ সিনেমাটা দেখলাম ‌। সিনেমাটা এত সাবলীল, যে মনটা কেড়ে নিল। সত্যি বলতে কি বাংলাদেশের এরকম সিনেমা করা উচিত। অনেক সুন্দর।

  • @KeyaSen-hv2ql
    @KeyaSen-hv2ql 6 หลายเดือนก่อน +2

    চিত্রা নদীর পাড়ে দেখেছিলাম 1999 সালে দেশভাগ নিয়ে এরপর আর এত সুন্দর সিনেমা তৈরি হয়নি অনেকদিন পর একটি সুন্দর সাবলীল এবং মার্জিত ছবি দেখলাম। সত্যিই প্রশংসনীয়। বাংলা সিনেমার যেন স্বর্ণ যুগ

  • @sejanarif
    @sejanarif 8 หลายเดือนก่อน +28

    যেমন সুন্দর একটি গল্প, তেমনি অসম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে অভিনয়। এমন সুন্দর একটা শিল্পকর্মের অপেক্ষায় থাকি সবসময় কিন্তু আজকাল তো তা খুব কমই পাওয়া যায়। কারণ এখন সময়টাই যে রুচির দুর্ভিক্ষের। কংক্রিটের দেয়ালে ঘেরা নগরী আর কান ঝাঁঝলো উচ্চ শব্দ তো আমাদের নিত্য সঙ্গী, তারপরও সবাই বিনোদনের জন্য কেন সেইটাই খুঁজে বুঝি না। যন্ত্রের নগরীতে থেকে এমন একটা শিল্প ই আমাদের মানসিক প্রশান্তি দেওয়ার জন্য উপযুক্ত।

  • @sukantroy2174
    @sukantroy2174 8 หลายเดือนก่อน +25

    এটাই মাতৃভূমির প্রতি ভালোবাসা,শ্রদ্ধা।অনেকদিন পর একটা বাস্তবিক সিনেমা দেখেছি।আর রুবেল স্যারের কথা কি বলব।উনি আর মৌসুমী একেবারে চরিত্রে ঢুকে গেছে।দেখে মনে হচ্ছে সিনেমা না বাস্তব কোন কাহিনি।ধন্যবাদ সকল অভিনেতা অভিনেত্রী দের।

  • @abuhusnatsiyam9967
    @abuhusnatsiyam9967 8 หลายเดือนก่อน +26

    প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মাতৃভূমি নেত্রকোনার আঞ্চলিক ভাষায় চলচিত্রটি তৈরি করার জন্য ❤️ আসলেই এসব চলচিত্র দেখতে রুচিশীল দর্শকের প্রয়োজন আফসোস আমাদের দেশে তার খুব অভাব 😔

  • @sanjidamithi
    @sanjidamithi 7 หลายเดือนก่อน +10

    ময়মনসিংহের আঞ্চলিক ভাষা প্রয়োগের চেষ্টা নিঃসন্দেহ বাহবা পাওয়ার যোগ্য । মুভিটা খুব সহজ সাবলীলভাবে নির্মাণ করা। এক কথায় চোখের শান্তি।

  • @mrittikaish
    @mrittikaish 7 หลายเดือนก่อน +40

    আমার চাচিও তার পরিবার সহ মুর্শিদাবাদ থেকে রংপুর ছেড়ে আসছিল। যতদিন বেচে ছিলেন তাদের আক্ষেপ, দু:খ দেখেছি। শুধু ধর্মের কারণে যারা দেশ ত্যাগ করে তাদের কষ্ট না দেখলে বুঝা সম্ভব না।
    খুব সুন্দর সিনেমা, আহমেদ রুবেল এর মত অভিনেতা আর নেই। উনার জন্য দোয়া রইল।

    • @zakirdhk
      @zakirdhk 7 หลายเดือนก่อน +3

      একমত

    • @Asad-vx3vg
      @Asad-vx3vg 6 หลายเดือนก่อน +1

      😊😊

    • @dipbiswas7955
      @dipbiswas7955 5 หลายเดือนก่อน

      একমত

    • @ramchdutta8129
      @ramchdutta8129 5 หลายเดือนก่อน

      Murshidabad er kothai bari chilo

  • @MushfikaNaznin-e1y
    @MushfikaNaznin-e1y 8 หลายเดือนก่อน +19

    কি অসাধারণ একটা সিনেমা।
    মৌসুমি আছে দেখে দেখতে আসি তারপর ভালো লেগে গেল। নায়িকার অভিনয়ও বেশ ভালো। সব মিলিয়ে মন ছুয়ে গেলো। ❤️
    এমন নাটক বাংলার গৌরব।

  • @monalishamitra6634
    @monalishamitra6634 8 หลายเดือนก่อน +83

    সত্যি এতো সুন্দর সিনেমা টা। একদিকে দেশের জন্য ভালোবাসা অন্যদিকে স্বামী সংসার হারানোর যন্ত্রণা।

    • @delhk2443
      @delhk2443 8 หลายเดือนก่อน +1

      মাটির টান খুব সাংঘাতিক। পুত্র শোকের চাইতেও এই টান বেশি।

  • @EmonDeySanu
    @EmonDeySanu 8 หลายเดือนก่อน +31

    প্রতিটা মুহুর্ত সজাগ থেকেছি... শ্যামা সঙ্গীতে বুঁদ থেকেছি, সর্বোপরি জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী... ভালবাসি প্রিয় দেশ।

  • @ananyaraha6253
    @ananyaraha6253 4 หลายเดือนก่อน +1

    প্রতিটা চরিত্রের অভিনয় খুব নিখুঁত ছিলো.. অনেকদিন পর এতো সুন্দর একটা ছবি দেখলাম... মন ছুঁয়ে গেলো...চোখের সামনে সব বাস্তব মনে হচ্ছিলো....🙏🙏💜

  • @nayeralom9193
    @nayeralom9193 8 หลายเดือนก่อน +29

    অসাধারণ একটি সিনেমা।অনেক দিন পর সম্পূর্ণ একটা সিনেমা দেখলাম।টাপুর অনেক দূর যাবে।মৌসুমী অবাক করেছেন।এই পোশাক আর অভিনয় অবিশ্বাস্য উনি মৌসুমী।হাওয়া,পরাণ এই সিনেমার কাছাকাছিও যেতে পারবে না।আহমেদ রুবেল বরাবরের মতোই ভালো।অন‍্যান‍্য সকল চরিত্রই নিজেদের জায়গা থেকে ভালো করেছেন।।দেশপ্রেমকে যে এত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় তা এই সিনেমা দেখিয়ে দিয়েছে। চমৎকার।

  • @user-Bazar1234
    @user-Bazar1234 8 หลายเดือนก่อน +17

    এতো সুন্দর ছবি এতো তারাতাড়ি ইউটিউবে আসা ঠিক হয়নি..... এই মুভির পার্ট টু চাই......😢😢 বাঙালির রুচি পরিবর্তন হইয়া গেছে অনেক। সুন্দর কিছু, ভালো কিছু এখন আর বাঙালির মনে ধরে না।।... 😭🙏😭

  • @RidoyMia-r2i
    @RidoyMia-r2i 8 หลายเดือนก่อน +29

    এগুলো হচ্ছে সুস্থ মস্তিষ্কের গল্প
    যা সত্য
    এগুলো বাংলার আভিজাত্য এবং ঐতিহ্য ধরে রাখে

  • @sadilaanjum2506
    @sadilaanjum2506 3 หลายเดือนก่อน +1

    অসাধারণ। অনেক বছর পরে বাংলা ছবি দেখে নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো শেষের মূহুর্ত দেখে🥺 নিজের দেশের রাস্তায় পরে থাকলেও অনেক শান্তি। মাতৃভূমি ♥️

  • @ShantaAkter-tr4be
    @ShantaAkter-tr4be 3 หลายเดือนก่อน

    ফেসবুক থেকে এক খণ্ড অংশ দেখে ইউটিউবে এসে দেখলাম।এক কথায় অসাধারণ একটা মুভি। অনেক দিন পর কোনো বাংলা মুভি দেখে মন তৃপ্তিতে ভরে গেলো। মনেই হয়নি যে এটা কোনো মুভি। শুরু থেকে শেষ পর্যন্ত আবহমান বাংলার ঐতিহ্য আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য । এই রকম মুভি বার বার দেখার ইচ্ছা জাগে

  • @myhaven7518
    @myhaven7518 8 หลายเดือนก่อน +12

    OMG.....কি দারুন একটা মুভি দেখলাম। অভিনেতা রুবেল এর জন্য ভীষণ কষ্ট পাচ্ছিলাম 😢😢😢
    মনসার চরিত্র থেকে অনেক কিছু শেখার আছে।

  • @Hinduism1996
    @Hinduism1996 8 หลายเดือนก่อน +17

    পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার মুভিটা ❤️😍✌️দারুন একটা নির্মান প্রশংসার দাবিদার নির্মাতা সহ সকলকে ধন্যবাদ 🙏❤️

  • @nirihopothik4188
    @nirihopothik4188 8 หลายเดือนก่อน +34

    দুই বাংলার মানুষের এই মুভিটা দেখা দরকার।

  • @khokonchakroborty9538
    @khokonchakroborty9538 6 หลายเดือนก่อน +5

    আমি গর্বিত, আমি এদেশের ভূমিপুত্র। কৃতজ্ঞতা জানাই আমার পুর্বপুরুষকে, ধন্যবাদ ইমপ্রেস গ্রপকে।

    • @MasudRana-ql9uj
      @MasudRana-ql9uj 3 หลายเดือนก่อน

      আপনি ভূমিপুত্র আর অন্যরা কি ভেসে এসেছিল..!!!
      কেউ ভিনদেশ থেকে এদেশে আসে নাই।আসলে আর্য জাতী এসেছে।

  • @RafikulIslam-fw5lo
    @RafikulIslam-fw5lo 7 หลายเดือนก่อน +15

    এক কথায় অসাধারণ গল্প। তবে এখনো যারা দেশে আছি তাদেরকে হারাতে চাই না। আর এত কিছু সহ্য করার পরেও যারা নিজের মাতৃভূমিকে ভালোবেসে রয়ে গেছে। তাদের সকলের প্রতি গভীর ভালোবাসা❤

  • @tishaakter2997
    @tishaakter2997 8 หลายเดือนก่อน +26

    আমি ইসলাম ধর্ম থেকে দেখছি, আর ছোট বেলার কথা মনে পরে গেল,, আমার নানি বাড়ি হিন্দু ধর্ম লোক আছে, আর তারা কয়েক ঘর আজ থেকে 20বছর আগে ইনডিয়ার চলে গেলে 😢😢স্রীতি গুলো মনে পরে গেল 😢😢😢❤❤❤

    • @চান্দসওদাগর
      @চান্দসওদাগর 8 หลายเดือนก่อน

      জোর জবরদখল, নির্যাতনের ভয়ে সংখ্যালঘুরা দেশান্তরি হচ্ছে এবং এরকম চলচেই।

    • @pcdebnath5539
      @pcdebnath5539 4 หลายเดือนก่อน

      আমরাতো থাকতেই চাই।

  • @MstRajia-v2w
    @MstRajia-v2w 8 หลายเดือนก่อน +10

    এক কথায় অসাধারণ,, একবারের জন্যও মনে হয় নাই কোন সিনেমা দেখছি,,মনে হচ্ছে বাস্তব চিত্র,, সবার অভিনয় সেরা ছিলো,, বিশেষ করে আহাম্মেদ রুবেল স্যার, আর টাপুর সেরা অভিনয় করছে 💝

  • @কালেরসাক্ষী-ঘ৭ঘ
    @কালেরসাক্ষী-ঘ৭ঘ 8 หลายเดือนก่อน +24

    আমি সালাম জানাই যারা দেশ ভাগের সময় দেশ মাটিকে ভালোবেসে হিন্দু মুসলিম ভূলে বাংলাদেশ থেকেগেছেন সনাতনী ভাই বোনদের

  • @NiloydevBarman-w6r
    @NiloydevBarman-w6r 3 หลายเดือนก่อน +1

    অসাধারণ এক মুভি দেশান্তর 🥺এই মুভি দেখে যেনো চোখের সামনে ফুটে উঠল দেশ ভাগ এর করুন ইতিহাস আমার ঠাকুরদা ঠাকুমা 1961সালে দেশ ছেড়ে ভারত চলে আসেন আমার ঠাকুরদা ঠাকুমা বাংলাদেশ এর ময়মনসিংহ জেলা আই থাকতেন আমার ঠাকুমা কে যখন বাংলাদেশ এর কথা জিজ্ঞাস করি তখন আমার ঠাকুমার চোখ থেকে জল পড়ে😢 কারণ দেশ ছাড়ার কষ্ট যে বড় কষ্ট আজ আমরা ভারত এর পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় থাকি দেশ না ছাড়লে হয়তো জল কে পানি বলতে শিখতাম তাও যেন বাংলাদেশ নামসুনলে অনেক ভালো লাগে বাংলাদেশ কে অনেক অনেক ভালোবাসা❤

  • @nandita552
    @nandita552 4 หลายเดือนก่อน

    শেষটা অসাধারণ। দেশের জন্য স্বামীকে ত্যাগ করলো❤❤❤❤❤❤

  • @rumonghosh4742
    @rumonghosh4742 8 หลายเดือนก่อน +10

    নির্মলেন্দু গুণের অসাধারণ একটা উপন্যাস ❤

  • @RakibNRana
    @RakibNRana 8 หลายเดือนก่อน +12

    ইমপ্রেস টেলিফিল্ম এর মুভি মানেই মানসম্মত হবে।
    রুচিশীল মানুষের পছন্দের মুভি এসব❤

  • @designart2365
    @designart2365 8 หลายเดือนก่อน +37

    এই মুভিটা মেরিল পুরস্কার জিতবে। ❤ এটা ইংলিশে ট্রান্সলেট হবে।

    • @farjanaafroz9607
      @farjanaafroz9607 8 หลายเดือนก่อน

      অবশ্যই

    • @Chitra_Bairagi
      @Chitra_Bairagi 8 หลายเดือนก่อน +1

      জ্বী ভাইয়া

    • @mamunhossain3969
      @mamunhossain3969 8 หลายเดือนก่อน

      This movie will win the Meril award.

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz 7 หลายเดือนก่อน

      ছোটো মেয়েটা সম্ভবত """"মেরিল প্রথম আলো পুরুষ্কার """ পেয়েছে।

  • @nowshintaznim7856
    @nowshintaznim7856 7 หลายเดือนก่อน +1

    অসাধারণ.. ভেবেছিলাম কেটে কেটে দেখব কিন্তু পারলাম না..❤

  • @islamrumana5055
    @islamrumana5055 8 หลายเดือนก่อน +11

    ঐতিহ্যবাহী গ্রামীণ চিত্র তুলে ধরা হয়েছে। সত্যি বলছি অসাধারণ একটি নাটক। আগের সম্পর্ক কতটা গভীর ছিল পরিবারের সদস্যদের সঙ্গে।❤❤❤❤

  • @dr.rahulchowdhury2896
    @dr.rahulchowdhury2896 8 หลายเดือนก่อน +4

    আশুতোষ দা, অনেক ভালো স্ক্রিনপ্লে, ব্যাক গ্রাউন্ড, মিউজিক, স্টারকাস্ট,,,সব মিলিয়ে বেশ❣️🙏

  • @singerkhorshed
    @singerkhorshed 8 หลายเดือนก่อน +74

    অসাধারণ প্রতিটা চরিত্র নিখুত ২০০০ সালের আগের জীবনধারা ১০০ % মিল আছে প্রতিটা চরিত্রই দাগ কেটেছে তার মধ্যে সবার চিন্তাধারা তখনকার সময় এমনই ছিলো গরু কিনতে যখন বাবা যেতো গরু কি লাল হবে না কালা হবে আমরা ভাই বোনেরা এগুলাই ভাবতাম। কমেন্ট করে গেলাম লাইক দিলে ৯০ দশকের গন্ধ পাবো

    • @Dr.Md.MashrurHasanTalukder-v1j
      @Dr.Md.MashrurHasanTalukder-v1j 8 หลายเดือนก่อน

      লেখার মধ্যে দারি, কমা দিলে আমরা একটু শান্তি পাবো

  • @naserchowdhurysporsho6494
    @naserchowdhurysporsho6494 4 หลายเดือนก่อน +2

    খুবই দুঃসময়ে ২০২৪ সালের আগস্ট মাসের ২৩ তারিখে মুভিটি দেখলাম। সত্যিই নিজের দেশ ছেড়ে দেশান্তর হতে মন চায় না, কলিজা ফেটে যায়। স্মৃতি হিসেবে থাকার জন্য কমেন্ট করে গেলাম।

  • @SagarChandraDas-n3w
    @SagarChandraDas-n3w หลายเดือนก่อน

    মন ছুয়ে যাওয়ার মত একটা মুভি💝ধন্যবাদ জানাই ছবি নির্মাতাকে💖বাংলার সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার জন্য । আমি গর্বিত আমি বাংলাদেশের নাগরিক 💝সুজলা সফলা আমাদের এই মাতৃভূমি।

  • @mohammodsohel3733
    @mohammodsohel3733 8 หลายเดือนก่อน +6

    কাহিনি ও চিত্রগুলো ফুটিয়ে তুলে আমাদের গ্রাম্যজীবনের অবিচ্ছেদ্য অংশ।এক কথায় অসাধারণ ছিলো। ❤

  • @uttomkumar9257
    @uttomkumar9257 8 หลายเดือนก่อน +22

    আহমেদ রুবেল একজন অসাধারণ অভিনেতা ছিলেন, আমার একজন প্রিয় অভিনেতা, আহমেদ রুবেল অভিনীত রঙের মানুষ নাটক কেউ কি দেখেছেন,

  • @tamalikahalder8822
    @tamalikahalder8822 8 หลายเดือนก่อน +10

    আহা কি অসাধারণ। চোখে জল ধরে রাখতে পারলাম না। এমন নির্মাণ বার বার চাই।

  • @RakatAhmed-qm7yf
    @RakatAhmed-qm7yf 4 หลายเดือนก่อน +1

    এক কথায় অসাধারণ একটা মুভি,, এইরকম মুভি সবাই দেখতে পারে না এক মাত্র রুচিশীল মানুষ ছাড়া 🖤বাবার অভিনয় টা দেখে আমি কান্না করে দিয়েছি 😑😭.... নিজের মাতৃভূমিকে অনেক ভালোবাসি, ♥️

  • @SM_Sujan
    @SM_Sujan 4 หลายเดือนก่อน +1

    রাজৈর, মাদারীপুর থেকে মুভিটা দেখলাম।
    "জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী"
    মা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
    যারা নিজ মাতৃভূমি ছেড়ে যায় তারা মনে কতটা কষ্ট নিয়ে যায় তা যারা যায় একমাত্র তারাই জানে।
    খুব মনোযোগ সহকারে মুভিটা দেখলাম আর কাঁদলাম।
    অসাধারন গল্প আর রুচিসম্মত একটা মুভি❤

  • @barnalimukherjee3377
    @barnalimukherjee3377 8 หลายเดือนก่อน +10

    প্রথমে সকল কলাকুশলীদের অজস্র ধন্যবাদ এতো সাহসী অভিনয়ের জন্য। আমি একজন ভারতীয় নাগরিক। তবু মানবিকতার জায়গা থেকে আমার কষ্ট হয় বাঙলার বিভাজন। আমার জন্ম যদিও পাকিস্তান থেকে বাঙলাদেশ বিচ্ছিন্ন হওয়ার অনেক বছর পর। তবু বাঙালি একটায় সম্প্রদায়। হিন্দু মুসলমান তো একটা বৃন্তের দুটি ফুল। আমরা কি গর্বের সাথে বলতে পারি না আমরা বাঙালি। আমরা একটাই জাতি বাঙালি। আমাদের কোনো বর্ণ নেই।

    • @thosfickrafi7444
      @thosfickrafi7444 7 หลายเดือนก่อน

      😮

    • @thosfickrafi7444
      @thosfickrafi7444 7 หลายเดือนก่อน

      😮

    • @thosfickrafi7444
      @thosfickrafi7444 7 หลายเดือนก่อน

      😮

    • @thosfickrafi7444
      @thosfickrafi7444 7 หลายเดือนก่อน

      😮

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz 7 หลายเดือนก่อน

      এসব সব ই শেষ হয়ে যায় যখন ই নষ্ট রাজনৈতিক নেতারা তাদের সার্থসিদ্ধির জন্য ধর্ম,জাত,বর্ণ কে হাতিয়ার বানায়!!!

  • @AbubakrSiddique-cc5nm
    @AbubakrSiddique-cc5nm 8 หลายเดือนก่อน +10

    আমাদের বাংলাদেশে ভালো কিছু কদর কখনো হয় না আর কখনো কোনো দিন হবে ও না। ধন্যবাদ জানাই যে পরিচালক এতো গল্প তৈরি করেছেন।

  • @sankarnathbatabyal707
    @sankarnathbatabyal707 8 หลายเดือนก่อน +53

    আমি ভারত থেকে বলছি....দেশান্তর আমার মামার বিখ্যাত কাব্যগ্রন্থ...তার মেয়ে ও জামাই আশুতোষ দারুন একটা সিনেমা আমাদের উপহার দিল...আমি তাদের এই শিল্পকর্মের প্রশংসা করি...❤❤❤

    • @rimonakondo37
      @rimonakondo37 8 หลายเดือนก่อน

      তাই?

    • @nipabegum5765
      @nipabegum5765 8 หลายเดือนก่อน +1

      অনেক দিন পর একটা অসাধারণ মুভি দেখলাম❤❤

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz 6 หลายเดือนก่อน

      বিখ্যাত কাব্যগ্রন্থ নাকি উপন্যাস!!!
      এটাও জানেন না! আপনার মামার উপন্যাস কে আপনি কাব্যগ্রন্থ বানিয়ে দিলেন 😅!!!

    • @sankarnathbatabyal707
      @sankarnathbatabyal707 6 หลายเดือนก่อน

      @@MasudRana-dd6hz দুঃখিত...ওটা উপন্যাস...

    • @mdshafiqulislam9041
      @mdshafiqulislam9041 2 หลายเดือนก่อน

      Nirmelundu guh ki apnar apon mama ??

  • @shilpitopathশিল্পিতপাঠ
    @shilpitopathশিল্পিতপাঠ หลายเดือนก่อน

    বইটা পড়েছিলাম।ছবিটাও দেখলাম।অসাধারণ কাহিনী আর নির্মাণশৈলী।আজও আমারও এককথা দেশ ছাইড়া যাইতামনা,জননী জন্মভূমি স্বর্গাদপী গরিয়সী।

  • @chhakkapanja-1739
    @chhakkapanja-1739 26 วันที่ผ่านมา

    চোখের জলে ভেসে যাচ্ছে....আহা দেশ ❤❤😭😭😭

  • @জগদিশচন্দ্র
    @জগদিশচন্দ্র 8 หลายเดือนก่อน +13

    আমার জন্ম ভূমি এই আমার অহংকার এটা আমার দেশ এটা আমার অধিকার
    এসো সবাই মিলে এই বাংলাদেশ কে সুস্থ
    স্বাবলম্বী গড়ে তুলি,
    অনুরোধে- শ্রী: জগদ্বিশ চন্দ্র বর্মন ❤

  • @golammoula6785
    @golammoula6785 8 หลายเดือนก่อน +5

    অসাধারণ, দেশের কোন জাত হয় নাহ, ভালো থাকুক হিন্দু, মুসলিম সর্বপরি মানুষ ❤️

  • @Md.ShahinurIslam-ny1pg
    @Md.ShahinurIslam-ny1pg 8 หลายเดือนก่อน +14

    শেষ দিকে সিঁদুর পরার সময় মে শাড়ি পরেছিলেন ঐ শাড়িটা আমাদের তাঁতের শাড়ি দেখে ভালো লাগলো 😊

  • @sabujbabu6793
    @sabujbabu6793 7 หลายเดือนก่อน

    এক কথায় অসাধারণ একটি মুভি❤ মায়ের মৃত্যু টা আমাকেও কাঁদিয়েছে 😢
    এক সময় সনাতন ধর্মাবলম্বীরা এই ভাবে দেশান্তর হয়েছিল 😌

  • @krishnakalirrupkatha8997
    @krishnakalirrupkatha8997 6 หลายเดือนก่อน +1

    অসাধারণ, সত্যি অসাধারণ একটি সিনেমা দেখলাম। কাহিনী থেকে শুরু করে প্রত্যেকের অভিনয় অনবদ্য। একটি ভালো সিনেমা তৈরি হতে যা যা দরকার তা সবই আছে এই "দেশান্তরে "। আমার Husband সিনামা শিল্পের সাথেই যুক্ত। তাই ভালো কোন সিনেমা পেলেই দুজনে একসাথেই দেখি৷ তবে আজ সিনেমা টি দেখা শেষ হলে যত না এই সিনেমার technical দিক নিয়ে কথা হয়েছে, তার থেকে বেশি কথা হলো ওপার বাংলা থেকে চলে আসার কাহিনী নিয়ে। আমার Husband এর ঠাকুরদার বাবা চলে আসতে বাধ্য হয়েছিলেন ধর্মীয় ও রাজনৈতিক চক্রান্তের কারনে৷ সেই কষ্টের গল্প ও শুনে ছিলো ওর ঠাকুমার থেকে। আজ আমায় ও শোনালো। মন টা বড়ই ভারাক্রান্ত হয়ে গেলো। তবে একটা ভালো সিনেমা দেখলাম এটা অনস্বীকার্য। আমার একজন চেনা মানুষ মানে আমার মামুন স্যার এতে অভিনয় করেছেন। খুব ভালো লাগলো স্যার। এবার ভারতে এলে এই সিনেমা নিয়ে অনেক গল্প হবে স্যার।

  • @MdGiashUddin-d9l
    @MdGiashUddin-d9l 8 หลายเดือนก่อน +8

    লেংটা চরিত্র পছন্দ আজকাল কার মানুষের।
    এই ফিল্ম এর প্রতিটা ধারা আমার মন চুয়েছে।আমার দেশ আমার আবেগ,আমার ভালবাসা।
    দেশান্তর এই ফিল্মে দেশ মাতৃকার প্রতি ভালবাসা এমনভাবে ফুটে তুলেছে।যা অতুলনীয়

  • @mrinalininath5230
    @mrinalininath5230 8 หลายเดือนก่อน +23

    বাবার মুখে শুনেছি জেঠুরা চলে যাওয়ার সময় খুব কান্নাকাটি করেছে,অনেক বার ফিরে আসতে চেয়েছে কিন্তু সুযোগ ছিলনা।নিজের ভিটে মাটি ছেড়ে অন্যদেশে চলে যাওয়ার কাহিনী সত্যি করুণ

  • @hmdsefat0
    @hmdsefat0 8 หลายเดือนก่อน +6

    অসাধারণ এক গল্প।বিশেষ করে ৮০/৯০ দশকে জম্ম নেওয়া মানুষদের কাছে এরকম গল্প খুবই জনপ্রিয়।

  • @anturay507
    @anturay507 7 หลายเดือนก่อน +8

    মাটির ঘরটা আমার কাছে খুব ভালো লাগছে, অনেক সুন্দর।

  • @mstudio9010
    @mstudio9010 7 หลายเดือนก่อน +1

    সুন্দর অভিনয় ,অসাধারন ডায়লগ, যাইতি না তুই থাকবি কই?... দেশে ... বাবা ভাই কারো কাছে নয় দেশে। এক কথায় অনবদ্য ।

  • @Tbhatia25
    @Tbhatia25 8 หลายเดือนก่อน +5

    অতুলনীয় একটি মুভি দেখলাম,, চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সিনেমা এটি,,

  • @SwapanKarmakar-c2n
    @SwapanKarmakar-c2n 8 หลายเดือนก่อน +33

    দেশান্তরী খুব কষ্টের....
    জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী...🙏