ভাইয়া আপনি যা বুঝাতে চাচ্ছেন তা সুন্দর ভাবেই বুঝিয়েছেন। সো আপনার কথা গুলো অগোছানো নয় বরং অনেক গোছানো হয়েছে। আপনার ভিডিও কোয়ালিটিও অনেক ভালো মাশাআল্লাহ। আল্লাহ আপনার সুন্দর, সুস্থ, দীর্ঘায়ু জীবন দান করুক। আমিন।
আকবর ভাই নিজের সম্বন্ধে যা কিছু এত অকপটে তুমি তুলে ধরলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ততটুকু দেখেছি তাতে মনে হলো তুমি অনেক ভালো মনের মানুষ। ভালোবাসা রইলো ভাই।৩০/৮/২০২২
ছালাম নিবেন ভাই, গোছায়ে কথা বলার দরকার নেই, এই যেমন ভাবে কথা বললেন এটাই গ্রাম বাংলার সেই মেঠো সুরের মতো লাগছে, আল্লাহ যেন আপনার জীবনকে আরও বর্নালী করে দেয়.
আমরা গরিব গরিব দেশের মানুষ গরীবকে ভালোবাসি আপনার মাধ্যমে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের মানুষের সামাজিক অবস্থা পারিবারিক অবস্থা বিশেষ করে সেরা লিওনের গ্রাম অঞ্চলের বিভিন্ন ভিডিও আপনার মাধ্যমে দেখতে পাই তাদের জীবনযাপন কত কষ্টের কিন্তু তারা অত্যন্ত সহজ সরল মানুষ এই গরীব মানুষদের জন্য সমবেদনা ও দোয়া রইল আমি প্রায় সময়ই আপনার এই সব ভিডিও গুলো দেখি আপনি একজন মুসলমান হিসাবে সেরা লিওনের মুসলমান নারী-পুরুষদের কে যথাসম্ভব ইসলামের রীতিনীতি মেনে চলার দাওয়াত দিবেন বিনীত অনুরোধ রইলো আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু হাফেজ নজির আহমদ বানিয়াচং হাবিগঞ্জ বাংলাদেশ
He is not there to convert people, he is doing his job as travelling journalist to know about the other people and their cultures. Sierra Leone has two main religions Christians and Muslims, 50/ 50. And they are so united. Is part of their constitution. As your own country has more Muslims dominant. Sierra Leone is a peaceful country so far religion is concerned. Thanks
আসসালামু আলাইকুম।আপনার বেশ কিছু ভিডিও আমি দেখেছি এবং আমাকে মুগ্ধ করেছে।আপনার সহজ-সরল স্বীকারোক্তি এবং নিজেকে যেভাবে উপস্থাপন করলেন সেটা থেকে অনেক কিছু শেখার বা জানার আছে।আমি নিজেও একজন অতিসাধারণ জীবনযাপনে অভ্যস্ত।আপনার কাজ আমার খুব ভালো লেগেছে।আমার প্রবল ইচ্ছে যে আপনার মতো আমিও এসব কাজে সম্পৃক্ত হই।বর্তমানে আমি বাংলাদেশের একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে রিজিওনাল সেলস্ ম্যানেজার(আর,এস,এম) হিসেবে কর্মরত আছি।আমার এই আগ্রহ যদি আপনার মনে কোনপ্রকার সাড়া দেয় অথবা আমার বর্তমান পেশার সাথে কোন কো-রিলেটেড সুযোগ থাকে তাহলে আপনার সহযোগিতা কামনা করছি।আল্লাহ আপনাকে মংগল করুন।
ধন্যবাদ ভাই৷ আমিও এরিষ্টফার্মায় ৬ মাস কাজ করছি এমআর হিসেবে৷ এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে জব ছেড়ে দিয়ে আসছি্। ভাই আন্তর্জাতিক অরগানাইজেশান গুলো এনজিও অভিজ্ঞতা থাকলে নেয়৷
মাশাআল্লাহ ভাই সালাম ভালো আছেন আল্লাহর রহমতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামীন আরো তৌফিক দান করুক যেই লাইনে আছেন যে দেশে আছেন দিনের দাওয়াত গুলো এদের মাঝে পৌঁছায় দিবেন ফাঁকে ফাঁকে দ্বীনের দাওয়াত দিবেন এদেরকে দোয়া করি আমার বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ আমি সৌদি আরব থেকে বলছি ওকে আল্লাহাফেজ
I was in seira leon for one year as force chief engineer. Besides many important project, Me and my team constructed congo town bridge connecting two part of the city at free town in 2004. President of the country open the bridge in grand occasion. It was published in all media highlighting Bangladesh contribution . you can find the engraved literature of our effort on the bridge body. Can you please take a picture of the bridge and share with me. I would live to see the present condition.Thanking you in advance. Monwar
ভাইয়া আপনার কথাগুল মনযোগ দিয়ে শুনছিলাম আর ভাবছিলাম, আপনার সাথে যদি কথা বলতে পারতাম কতই না ভালো লাগত 🥰 আপনি খুবই উদার প্রকৃতির মানুষ সেটা আপনার কথা শুনে বুঝতে পেরেছি 🥰 অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য 🥰
Doctors without borders, ভূমধ্যসাগর অঞ্চলে এদের অনেক কাজ নিউজ চ্যানেল গুলিতে দেখেছি, very challenging! I like that organization. তবে হ্যাঁ, আপনি যে নোয়াখালির, সেটা আগেই বুঝেছি। আমার শ্বশুরবাড়ি নোয়াখলিতে, তাই। হ্যাঁ, আপনার মতো ঐরকম international organization এ কাজ করার ইচ্ছা আছে। Information দিন, help করুন, please.
আপনাকে ইউটিউবারও হতে হবে না; আঞ্চলিকতাও ত্যাগ করতে হবে না। আপনি আপনার মত করেই আমাদেরকে দেখান, আপনি যা দেখেন। আমরা আপনার মাধ্যমে অদেখাকে দেখছি। ভালো লাগে। । আপনার সহজ, সরল ও সাবলীল উপস্থাপনাই আমাদের পছন্দ। মহান আল্লাহ্ আপনাকে দীর্ঘ,সুস্থ ও নেক হায়াৎ দান করুন।
আসসালামু আলাইকুম। স্যার আমি MSF ( Holland+ Belgium) এ কাজ করেছি। সেখানে সুপারভাইজার পদে কর্মরত। এছাড়াও, আইলা ঘূর্ণিঝড় ডিজাস্টার কাজ করেছি। পরবর্তীতে IOM a কাজ করেছি। ইন্টার্নেশনাল স্টাফ হওয়ার জন্য অনেক ইচ্ছা। কিন্তু কারো কাছে কোনো দিকনির্দেশনা পাইনা। আপনি যদি দয়া করে আমাকে গাইড করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আমাকে আপনার ইমেইল আইডি অথবা ফেসবুক আইডি আমি পরবর্তীতে যোগাযোগ করব। আশা করি আমি আপনার সাহায্য পাব। ধন্যবাদ।
Brother, Iam an Indian Bengali. Really you are doing a great job.yours job is inspirable and enthusiastic to the new generation of this region.I also salute yours helping attitude to the job seekers in abroad.
আপনার এই ভিডিও তে যে কথা গুলো বলে ছেন আপনি যে একজন সহজ ভালো এবং ভদ্রতারই প্রমাণ করে আমার কাছে আপনার এই কথাগুলো অত্যন্ত ভালো লেগেছে আপনাকে অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক অনেক ধন্যবাদ। আমি হাফেজ নজির আহমদ বানিয়াচং হবিগঞ্জ বাংলাদেশ
আসসালামু আলাইকুম ভাইয়া, আজ প্রায় দুই ঘন্টা আপনার ভিডিও গুলো দেখলাম। অসম্ভব ভালো লাগলো আপনার ভিডিও গুলো আমার ও ছোট একটা চেনেল আছে সেটার কাজ বাদ দিয়ে আপনার ভিডিও গুলো দেখলাম শুধু ভালো লাগল বলে ধন্যবাদ ভাইয়া আঞ্চলিক ভষায় কথা বলতে খুব ভালো লাগে আর মনের ভাব প্রকাশ করা যায় আপনার কথাগুলো খুব ভালো লাগল এগিয়ে যান ভাইয়া❤
ড্রিম জব💙 আমি আমার জেলা(নড়াইল,খুলনা)তে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করি..আমি ছোটবেলা থেকেই স্কাউটিং এবং ভলেন্টিয়ারিং করার মাধ্যমে সামাজিক কাজের প্রতি ভালোবাসায় জড়িয়ে পড়েছি...ইনশাল্লাহ,আল্লাহ যদি সহায় হন,আমি এইসএসসি পরিক্ষা শেষে ইউরোপ কান্ট্রিতে উচ্চ শিক্ষার জন্য এপ্লাই করব..আর যদি এমন কোন জব আমি কখনো করতে পারি,তাহলে এটা আমার জন্য শুধু প্রফেশন নয়,একটা প্যাশন❤️
ভাই আপনার ভিডিও গুলো দেখে অনেক ভালো লাগছে আপনাকে অনেক অনেক ভাই আপনার মনটা অনেক ভালো আপনার মত মানুষ হয় না আমার বাড়িও বাই নোয়াখালী বেগমগঞ্জ থানা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ভাল লেগে গেল, তাই সাবস্ক্রাইব করে ফেললাম। আফ্রিকানদের জীবন যাত্রা জানতেই বেশি ভাল লাগে। তাদের সাধারন খাবার কি, তাদের কিভাবে বিয়ে হয়, তাদের মাসিক আয় কেমন ইত্যাদি। ভিডিও পাব আশা করি......।।
You were so frank, natural and true when you talk. Go as are used too. Don't care about the native tone of your village of Noakhali. Be natural. Important is we can understand you. Good Luck
এটাই বেশি ভালো লাগলো যে আপনি অন্যদেরও উৎসাহ দিলেন এগিয়ে আসার জন্য এবং সেটা নিজে জব করা একটা সংগঠনে এটা খুব খুবই ভালো লাগলো❤️❤️❤️
ভাই আমরা কিভাবে দেশ ভ্রমণ করতে পারি
আপনি যখন যেই দেশে যাবেন ও-ই দেশের মানুষের জীবন যাপনের ভিডিও বানাবেন । তাহলে আমরা আপনার মাধ্যমে অনেক কিছুই জানতে পারবো
আসলে ভাই আপনাকে একজন সরল মনের মানুষ দোয়া করি আল্লাহ তায়ালা আপনাকে সুস্ত ও নেক হায়াত দ্বান করুন আমীন
আমীন
মাশা আল্লাহ! খুবই ভালো লাগছে ভাই। দোয়া রইলো আপনার জন্য। দীন চর্চা করুন, কাজের পাশাপাশি দীনের সঠিক চর্চা ছড়িয়ে দিন সবার মাঝে।
আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। দোয়া করি আল্লাহ যেন গরিব এবং অসহায় মানুষদের সেবা করার তৌফিক দান করে। আমিন।
আপনার সুুন্দর জীবন ও সফলতা কামনা করছি, আল্লাহ সহায়ক হউক....
Brother I am from India, you are an honest person. God bless you.
অনেক সুন্দর একটা কথা বলছেন। ভাষা কোন ব্যাপার না , কাজটা কি করছেন সে টা হল আসল।
আমার খুব ভালো লাগলো,আপনি বাংলা ও বাংলাদেশকে ভালোবেসে গর্ব করে সত্যি কথা বলার জন্য,আপনি খুব বড় ও ভালো মনের মানষ
ভাইয়া আপনি যা বুঝাতে চাচ্ছেন তা সুন্দর ভাবেই বুঝিয়েছেন। সো আপনার কথা গুলো অগোছানো নয় বরং অনেক গোছানো হয়েছে। আপনার ভিডিও কোয়ালিটিও অনেক ভালো মাশাআল্লাহ। আল্লাহ আপনার সুন্দর, সুস্থ, দীর্ঘায়ু জীবন দান করুক। আমিন।
আপনি যেভাবেই কথা বলেন সেটা দেশি হোক আর বিদেশি, আপনার সরল পৃান চঞ্চল ব্যবহারের জন্য সব ভাষার লোকই আপনার কথা বুজে। দোয়া করি এগিয়ে যান
অনেক গুলো ভিডিও দেখতেছিলাম বেশ ভালোই লাগলো ধন্যবাদ ভাইয়া Next ভিড়িওর জন্য অপেক্ষায় রইলাম
Thanks brother.... R o onk Baki ase.. 200 tar upor video... 🙂🙂🙂
ভাই আপনার সব vlog গুলি দেখি অনেক ভালো লাগে আপনার ভিডিও
ধন্যবাদ ভাই আপনাকে।
আকবর ভাই নিজের সম্বন্ধে যা কিছু এত অকপটে তুমি তুলে ধরলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ততটুকু দেখেছি তাতে মনে হলো তুমি অনেক ভালো মনের মানুষ। ভালোবাসা রইলো ভাই।৩০/৮/২০২২
দাদা দোয়া করবেন
ভাতিজা আকবর তোমার চুল কাটা দেখতে এখন খুব ভালো লাগলো ।আর নিজের ভাষায় যে গ্রামের পরিচয় দিয়েছ এটাতো অসাধারণ ।
ধন্যবাদ চাচা
মা শা আল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। আমিন
আপনার ভিডিওগুলো ভালো লাগে চালিয়ে যান। বিশেষ করে ওদের কালচার, জীবনযাপন, ওদের দেশের ন্যাচারাল দৃশ্য
ছালাম নিবেন ভাই, গোছায়ে কথা বলার দরকার নেই, এই যেমন ভাবে কথা বললেন এটাই গ্রাম বাংলার সেই মেঠো সুরের মতো লাগছে, আল্লাহ যেন আপনার জীবনকে আরও বর্নালী করে দেয়.
আলহামদুলিল্লাহ।
আল্লাহ আপনার নেক হায়াত দান করুক।
প্রথম ভিডিও দেখে বুজতে পেরেছি আপনি।খুব ভালো মনের মানুষ
ধন্যবাদ আপনাকে
বাংলাদেশের এক্সপার্টগন কে আরো বিশ্বের সব স্থানে দেখতে চাই😍
দারুন ভাবে তুলে ধরেছেন।
আমরা গরিব গরিব দেশের মানুষ গরীবকে ভালোবাসি আপনার মাধ্যমে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের মানুষের সামাজিক অবস্থা পারিবারিক অবস্থা বিশেষ করে সেরা লিওনের গ্রাম অঞ্চলের বিভিন্ন ভিডিও আপনার মাধ্যমে দেখতে পাই তাদের জীবনযাপন কত কষ্টের কিন্তু তারা অত্যন্ত সহজ সরল মানুষ এই গরীব মানুষদের জন্য সমবেদনা ও দোয়া রইল আমি প্রায় সময়ই আপনার এই সব ভিডিও গুলো দেখি আপনি একজন মুসলমান হিসাবে সেরা লিওনের মুসলমান নারী-পুরুষদের কে যথাসম্ভব ইসলামের রীতিনীতি মেনে চলার দাওয়াত দিবেন বিনীত অনুরোধ রইলো আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু হাফেজ নজির আহমদ বানিয়াচং হাবিগঞ্জ বাংলাদেশ
He is not there to convert people, he is doing his job as travelling journalist to know about the other people and their cultures. Sierra Leone has two main religions Christians and Muslims, 50/ 50. And they are so united. Is part of their constitution. As your own country has more Muslims dominant. Sierra Leone is a peaceful country so far religion is concerned. Thanks
আসসালামু আলাইকুম।আপনার বেশ কিছু ভিডিও আমি দেখেছি এবং আমাকে মুগ্ধ করেছে।আপনার সহজ-সরল স্বীকারোক্তি এবং নিজেকে যেভাবে উপস্থাপন করলেন সেটা থেকে অনেক কিছু শেখার বা জানার আছে।আমি নিজেও একজন অতিসাধারণ জীবনযাপনে অভ্যস্ত।আপনার কাজ আমার খুব ভালো লেগেছে।আমার প্রবল ইচ্ছে যে আপনার মতো আমিও এসব কাজে সম্পৃক্ত হই।বর্তমানে আমি বাংলাদেশের একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে রিজিওনাল সেলস্ ম্যানেজার(আর,এস,এম) হিসেবে কর্মরত আছি।আমার এই আগ্রহ যদি আপনার মনে কোনপ্রকার সাড়া দেয় অথবা আমার বর্তমান পেশার সাথে কোন কো-রিলেটেড সুযোগ থাকে তাহলে আপনার সহযোগিতা কামনা করছি।আল্লাহ আপনাকে মংগল করুন।
ধন্যবাদ ভাই৷ আমিও এরিষ্টফার্মায় ৬ মাস কাজ করছি এমআর হিসেবে৷ এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে জব ছেড়ে দিয়ে আসছি্।
ভাই আন্তর্জাতিক অরগানাইজেশান গুলো এনজিও অভিজ্ঞতা থাকলে নেয়৷
Thanks brother.May Allah bless u.
মাশাআল্লাহ ভাই সালাম ভালো আছেন আল্লাহর রহমতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামীন আরো তৌফিক দান করুক যেই লাইনে আছেন যে দেশে আছেন দিনের দাওয়াত গুলো এদের মাঝে পৌঁছায় দিবেন ফাঁকে ফাঁকে দ্বীনের দাওয়াত দিবেন এদেরকে দোয়া করি আমার বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ আমি সৌদি আরব থেকে বলছি ওকে আল্লাহাফেজ
ধন্যবাদ ভাই। দোয়া করবেন
ধন্যবাদ, খুব ভালো লাগল, আরও ভিডিও বানান, যাতে আমরা বিভিন্ন জায়গা দেখতে পারি।
দূরত্ব তৈরি করে লাভ কি? সবাই জন্ম নেয় সবাই চলে যায়। এর মধ্যে কেউ ভালো কেউ খারাপ। কেউ বিক্ষ্যাত কেউ কুক্ষ্যাত। 💜💜💜
Mashaallah...
Sukria vaijan for your cordiality and love to country
আপনাকে অভিনন্দন, এগিয়ে যান ভাই।
Assalamualaikum Bhaijan aponi khob bhalo Manus dowa kori aponarjonoh agiye jan
Thank u bhai. Doa korben...
আইন বিষয় থেকে ফ্রেশার হিসেবে ইন্টারন্যাশনাল জব করার অপরচুনিটি নিয়ে ভিডিও করলে উপকৃত হবো। ইনফ্যাক্ট ফ্রেশারদের কাজের বিষয়ে আপনার উপদেশও বেশ সহায়ক হবে।
NGO development sector এ কাজ করতে হলে আহে আপনাকে বাংলাদেশের বিভিন্ন অরগানাইজেশানে কাজ করতে হবে...
ধন্যবাদ ভাই আপনাকে , আপনার সম্পর্কে আনেক কিছুই জানলাম ।
আর ভিডিও গুলোও খুবই ভাল লাগে অনেক কিছুই জানা যায় ।
আপনার এই আপ্রাণ চেষ্টা যেন স্বার্থক হয় 💖
মাশাল্লাহ্ ভাইয়া আপনার সম্পর্কে বিস্তারিত জানতে পেরে খুবই ভালো লাগল।সবসময় দোয়া আর শুভকামনা রইলো আপনার জন্য 🤲
Thank you Apu...
Bhaiya you are taking your mother language. I proud for you.
Assalamualaikum ...
Valo laglo apnar kotha ...
I was in seira leon for one year as force chief engineer. Besides many important project, Me and my team constructed congo town bridge connecting two part of the city at free town in 2004. President of the country open the bridge in grand occasion. It was published in all media highlighting Bangladesh contribution . you can find the engraved literature of our effort on the bridge body. Can you please take a picture of the bridge and share with me. I would live to see the present condition.Thanking you in advance. Monwar
স্যার এ ব্রীজের লোকেশনটা বলবেন আরও স্পেশিফিক করে। আমি মাকিনে থাকি। ফ্রীটাউন টু মাকেনি টু মাগবুরাকা টু মাইল ৯১.. এ জায়গাগুলো তে আমার যাওয়া হয়....
Masha Allah apnar kaj khub sundar
Help me
Moner jor ki bhane bare
Your experience is like a gold and it could be enriched more and more brother. Nice .
thaank uu...
আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ফর গুড লেসন।
ভাইয়া আপনার কথাগুল মনযোগ দিয়ে শুনছিলাম আর ভাবছিলাম, আপনার সাথে যদি কথা বলতে পারতাম কতই না ভালো লাগত 🥰 আপনি খুবই উদার প্রকৃতির মানুষ সেটা আপনার কথা শুনে বুঝতে পেরেছি 🥰 অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য 🥰
আমার সেই ইচ্ছে
অনেক ধন্যবাদ আপু। ইনশা আল্লাহ কথা হবে কোন এক সময়। দোয়া করবেন৷
সেলুট ভাই। খুব ভালো লাগলো আপনাকে।
Doctors without borders, ভূমধ্যসাগর অঞ্চলে এদের অনেক কাজ নিউজ চ্যানেল গুলিতে দেখেছি, very challenging! I like that organization.
তবে হ্যাঁ, আপনি যে নোয়াখালির, সেটা আগেই বুঝেছি। আমার শ্বশুরবাড়ি নোয়াখলিতে, তাই।
হ্যাঁ, আপনার মতো ঐরকম international organization এ কাজ করার ইচ্ছা আছে।
Information দিন, help করুন, please.
আপনাকে ইউটিউবারও হতে হবে না; আঞ্চলিকতাও ত্যাগ করতে হবে না। আপনি আপনার মত করেই আমাদেরকে দেখান, আপনি যা দেখেন। আমরা আপনার মাধ্যমে অদেখাকে দেখছি। ভালো লাগে। । আপনার সহজ, সরল ও সাবলীল উপস্থাপনাই আমাদের পছন্দ। মহান আল্লাহ্ আপনাকে দীর্ঘ,সুস্থ ও নেক হায়াৎ দান করুন।
ধন্যবাদ ভাই
শিক্ষনীয় ভিডিওর জন্য ধন্যবাদ।।
very nice Akbar brother. Best of luck.
এটাই দেশ প্রেম দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা ! 🙏🙏🙏😘❤️❤️❤️❤️❤️❤️🌻🌻🌻🌻🌻🌻
Khuuuboi Sundor Vai Shuvokamona Sobsomoy
Thanks brother
আসসালামু আলাইকুম।
স্যার আমি MSF ( Holland+ Belgium) এ কাজ করেছি। সেখানে সুপারভাইজার পদে কর্মরত। এছাড়াও, আইলা ঘূর্ণিঝড় ডিজাস্টার কাজ করেছি।
পরবর্তীতে IOM a কাজ করেছি।
ইন্টার্নেশনাল স্টাফ হওয়ার জন্য অনেক ইচ্ছা।
কিন্তু কারো কাছে কোনো দিকনির্দেশনা পাইনা।
আপনি যদি দয়া করে আমাকে গাইড করেন
তাহলে আমি এগিয়ে যেতে পারবো।
আমাকে আপনার ইমেইল আইডি অথবা ফেসবুক আইডি আমি পরবর্তীতে যোগাযোগ করব।
আশা করি আমি আপনার সাহায্য পাব।
ধন্যবাদ।
কোন প্রোগ্রামে কাজ করছেন আপনি? মানে আপনার কোয়ালিফিকেশন কোন এরিয়াতে?
mdakbardu@gmail.com
A Haider sir ami ak jon medical Techologist ami MSF a kaj korte chai plz sir help me and sir plz give me your contact number or mail.
ওহ ভাই, আন্নে দেখি আর এলাকার। আঙ্গো বাড়ি পুর্ব- সৈয়দ পুর, চরশাহী. আপনার ভিডিও গুলো খুবই ভালো লেগেছে।
Thank u এলাকার ভাই
Brother, Iam an Indian Bengali. Really you are doing a great job.yours job is inspirable and enthusiastic to the new generation of this region.I also salute yours helping attitude to the job seekers in abroad.
thank u very much bhai
Great person Great Personally ❤❤❤❤
ভাই আই লক্কুরাতুন আপনের ভিডিও দেখতেছি।।
হুনি ভালা লাগলো আননে আমগো বাড়ির কাছের😊😊
খুশি অইলাম, জেলাত ভাই
আপনাকে আল্লাহ তাআলা হিফাজতে রাখুন। আপনার চাকরিটা অনেক রিক্স কারণ নতুন কোন দেশে গেলে তাদের সাথে মিশতে কস্ট হবেই। ধন্যবাদ আকবর ভাই।
Thanks brother
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার ভিডিও গুলো অসাধারণ আজকে প্রথম দেখলাম সাবস্ক্রাইব করলাম ওমান তেখে
Thank u bhai....
মাশাআল্লাহ ভাই শুভকামনা রইল।
Bhai, apnake khubi bhalo laglo.
Jane Khushi holam. Dhonnobad.
আপনার এই ভিডিও তে যে কথা গুলো বলে ছেন আপনি যে একজন সহজ ভালো এবং ভদ্রতারই প্রমাণ করে আমার কাছে আপনার এই কথাগুলো অত্যন্ত ভালো লেগেছে আপনাকে অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক অনেক ধন্যবাদ। আমি হাফেজ নজির আহমদ বানিয়াচং হবিগঞ্জ বাংলাদেশ
ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন সব সময়
খুবই খুবই ভালো লাগলো আপনার সহজ সরল উপস্থাপনা। অভিভূত।
দারুন ভালো লাগলো আপনার কথা শুনে, শুভ কামনা রইলো আপনার জন্য....
Plz watch this new video: cant upload in TH-cam.. That's why uploaded in Facebook page:
fb.watch/dJoeLkERGv/
অসাধারণ আপনার আন্তর্জাতিক ভুমিকায় সুন্দর উপস্থাপন ।
ইসলামের আলোচনা আলোকচিত্র প্রত্যক্ষরূপে তুলনামূলকভাবে ফুটিয়ে তুলুন ভাইজান।
আপনার আঞ্চলিক ভাষায় চমকপ্রদ চমৎকার শব্দ।
আগামীর শুভকামনা রইল।
আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। আমার দৃষ্টিতে আপনি যথেষ্ট খোলামনের এবং সহজ সরল সত্যবাদী মানুষ।
Keep it up brother… Great job
Bhai amar bari laxmipur, ramganj a ...Apnar sob video dkhi...Onek bhalobasha apnar jonno bhai ❤
ধন্যবাদ জেলাত ভাই। দেশে গেলে আপনাদের রামগঞ্জে ক্যাপসিকামে আড্ডা দিতে যাওয়া হয়...
আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল
Apnar mango khaoya valo lage,amr gurar khub issa,ekdin ingshaAllah dekha hobe.Doctors der recruitment tw bes tough baire,tao process janaben
বাংলাদেশে কক্সবাজারে এনজিও তে জব করে অভিজ্ঞতা নিয়ে এরপর পারবেন। আমাদের মেডিকেল অরগানাইজেশান ্ কাজেই এনজিও অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারের জব সহজ...
@@cpAkbarDu Thanks a lot
ভাই আপনি খুব ভালো মনের মানুষ,ভালো থাকবেন দোয়া করি।
আসসালামু আলাইকুম ভাইয়া, আজ প্রায় দুই ঘন্টা আপনার ভিডিও গুলো দেখলাম।
অসম্ভব ভালো লাগলো আপনার
ভিডিও গুলো
আমার ও ছোট একটা চেনেল আছে
সেটার কাজ বাদ দিয়ে আপনার ভিডিও গুলো দেখলাম
শুধু ভালো লাগল বলে ধন্যবাদ ভাইয়া
আঞ্চলিক ভষায় কথা বলতে খুব ভালো লাগে আর মনের ভাব প্রকাশ করা যায়
আপনার কথাগুলো খুব ভালো লাগল
এগিয়ে যান ভাইয়া❤
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
আপনার সাবলীল উপস্থাপনা খুব ভালো লেগেছে। ধন্যবাদ
ভাই আপনাকে দেখার পরেঅনেক ভাল লাগলো ,অনেক শুভকামনা।আমি মালয়শিয়া থেকে দেখছি।
ধন্যবাদ ভাই
Vy ki pass lagbe compokhe seta bolen
কে বলেছে আপনি ভালভাবে কথা বলতে পারেন না ⁉️ আপনার কথাগুলো তো অত্যন্ত স্পষ্ট,গোছালো, চমৎকার সুন্দর এবং প্রাণবন্ত❗
ধন্যবাদ ভাই
ড্রিম জব💙
আমি আমার জেলা(নড়াইল,খুলনা)তে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করি..আমি ছোটবেলা থেকেই স্কাউটিং এবং ভলেন্টিয়ারিং করার মাধ্যমে সামাজিক কাজের প্রতি ভালোবাসায় জড়িয়ে পড়েছি...ইনশাল্লাহ,আল্লাহ যদি সহায় হন,আমি এইসএসসি পরিক্ষা শেষে ইউরোপ কান্ট্রিতে উচ্চ শিক্ষার জন্য এপ্লাই করব..আর যদি এমন কোন জব আমি কখনো করতে পারি,তাহলে এটা আমার জন্য শুধু প্রফেশন নয়,একটা প্যাশন❤️
আমি দিনাজপুর থেকে দেখছি।আমার নাম মোঃআকবর আলী।আমি আপনার প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করি।আল্লাহ আপনার সহায় হোন।
ভাই ভালো লাগলো, আমি রামগঞ্জ থেকে এখন আছি আইসিআরসি, ইথিওপিয়ায় !
সত্যি ভালো লাগলো ভাই, ধন্যবাদ আপনাকে
মনোবিজ্ঞান নিয়ে কিছু ভিডিও করতে পারেন। অনেকের উপকার হবে
Ji insa Allah
শুভকামনা সামনে আরো ভালো কিছু জানবো আপনার থেকে আশায় আছি ভাই❤️
এভাবেই কথা বলবেন ভাই,এটাই অনেক ভালো লাগে। ইনশাআল্লাহ আপনার অনেক রিচ হবে।
দোয়া করবেন আর শেয়ার করবেন প্লিজ। ❤️😊
অনেক ভালো লাগলো ভাই আপনার কথা শুনে।
দেশি খুব ভালো লাগলো এগিয়ে যান। রায়পুর।
আপনার সহজ সাবলীল ভাষা বলে দেয় আপনি অনেক জ্ঞানী।
মাশাল্লাহ আপনার নর ভিডিও গুলো খুব ভালো
ভাই আপনার ভিডিও গুলো দেখে অনেক ভালো লাগছে আপনাকে অনেক অনেক ভাই আপনার মনটা অনেক ভালো আপনার মত মানুষ হয় না আমার বাড়িও বাই নোয়াখালী বেগমগঞ্জ থানা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ধন্যবাদ ভাই। থাকেন কোথায়? আজকে আমি চৌরাস্তায় ২ বার গিয়েছিলাম 😊
Apnar protiti bisoy dekhi valo lage .( pabna)
You are great....I'm medical person,,,Diploma in Integrated Medicine.
Thank u Sir..
ভাই এই দেশে আমি 2002 সাল থেকে 2003 সাল পর্যন্ত ছিলাম আপনার ভিডিওটা দেখে স্মৃতি মনে পড়ছে
শান্তি রক্ষা মিশনে?
অনেক অনেক দোয়া ও ভালোবাসা।খুবই ভালো লাগলো।কিভাবে হতে পারি আপনার মতো,
Gorib desh gorib poribar excellent
অনেক বাঁধার মুখোমুখি হতে হয়ছে আপনার ভাই 💐💐💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️
vaiya,apnar sathe Cox's bazar kaj korchi.
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আন্চলিক ভাষায় কথা বলেন।।।
আপনাকে ও ধন্যবাদ। সাবস্ক্রাইব করার জন্য..
Ami aponer video sab smy dekhi
ভাল লেগে গেল, তাই সাবস্ক্রাইব করে ফেললাম। আফ্রিকানদের জীবন যাত্রা জানতেই বেশি ভাল লাগে। তাদের সাধারন খাবার কি, তাদের কিভাবে বিয়ে হয়, তাদের মাসিক আয় কেমন ইত্যাদি। ভিডিও পাব আশা করি......।।
Insa Allah korbo esob nie.. Thanks for subscribing...
bhai ami india theke mofijul hoque bolchi ami kaj korte chai ki ki jogyata lagbe ektu bolle bhalo hoi
ami computer er kaj jani
মাশাল্লাহ আপনি অনেক শিক্ষিত দোয়া রইলো ভাইজান
না ভাই, বেশি শিক্ষিত না। শুধু মাস্টার্স করা 😊
@@cpAkbarDu সত্যি আপনি সুন্দর সাদামাটা মনের মানুষ । আপনার মনের মধে অহংকার নেই একেই বলে শিক্ষিত
Bhi textile engineering a BSc kortasi.
..apner Moto amn dunia gurar job kmne pamu?
I'm seeing from Nadia West Bengal India very nice Akbar vay
thank u
You were so frank, natural and true when you talk.
Go as are used too. Don't care about the native tone of your village of Noakhali.
Be natural. Important is we can understand you.
Good Luck
thaank u very much
@@cpAkbarDu You are welcome Akbar Bhai