ফোন রেখে বাস্তবে ফিরতে বললেন মোবাইলের আবিষ্কারক | Martin Cooper | Mobile Phones in Daily Life

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @AfzalOfficialTV
    @AfzalOfficialTV 2 ปีที่แล้ว +316

    সঠিক পরামর্শ।সব কিছুর ভাল খারাপ দিক আছে।তাই কোন জিনিসই প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না করা ভাল।।।

  • @rahataljihad990
    @rahataljihad990 2 ปีที่แล้ว +1582

    আমাদের সবার উচিত মোবাইল ফোনের ব্যবহার সীমিত করে বাস্তব জীবনকে উপভোগ করা। পাশাপাশি যার যার ধর্মীয় রীতি অনুসরণ করে জীবন পরিচালনা করা🥰🥰

  • @a.s.shorif9760
    @a.s.shorif9760 2 ปีที่แล้ว +524

    সত্যিই বর্তমান বিশ্বের সবার লাইফ স্টাইলটা এমনি হয়ে গেছে যে এটা ছাড়া চলে না, মোবাইলে চরম আসক্ত হয়ে গেছি সবাই।

  • @masrafiyanarif871
    @masrafiyanarif871 2 ปีที่แล้ว +253

    কী অদ্ভুত সে নিউজ টা আমরা ফোন দিয়ে দেখছি।সত্যি আমরা হারিয়ে ফেলেছি সেই দিন যা কল্পনাতে সুন্দর এখন।

    • @md.Alamin902.
      @md.Alamin902. 2 ปีที่แล้ว +4

      খুবই অদ্ভুত 🌹

  • @mehedhiahamedrock3769
    @mehedhiahamedrock3769 2 ปีที่แล้ว +69

    আবিষ্কারক (মার্টিন কুপার)খুবই ভালো মনের একজন মানুষ।

    • @Sonofpeace
      @Sonofpeace 2 ปีที่แล้ว

      ইহুদী সে

  • @shahnewazshamim593
    @shahnewazshamim593 2 ปีที่แล้ว +121

    আসলে সত্যিই বলেছেন, বাস্তব জীবনকে উপভোগ করতে হলে মোবাইল আর নেট দুনিয়া ছাড়তে হবে।

  • @muhammadsafollo8941
    @muhammadsafollo8941 2 ปีที่แล้ว +727

    জীবনটা এমন হইয়ে গেছে যে মোবাইল ছাড়া জীবন কল্পনা করা হয় না।

    • @laisasvlog
      @laisasvlog 2 ปีที่แล้ว +5

      আসলেই

    • @gamingpritom4918
      @gamingpritom4918 2 ปีที่แล้ว +4

      etai charte hobe

    • @mdelias9361
      @mdelias9361 2 ปีที่แล้ว +1

      Sotti bolchen vi

    • @Dproy
      @Dproy 2 ปีที่แล้ว +3

      এই জিবন থেকে বেরই আসুন ভাই। এটা মুল্যবান সময় খেয়ে ফেলে।

    • @itc___bd9579
      @itc___bd9579 2 ปีที่แล้ว

      রাইট

  • @TheDeshBangla
    @TheDeshBangla 2 ปีที่แล้ว +69

    যদি ব্যার্থ হও সিজদায় পড়ে যাও,সফলতার পথ আল্লাহ্ দেখাবেন ইনশাআল্লাহ! ❤️

    • @naimhossain8098
      @naimhossain8098 2 ปีที่แล้ว +1

      Jara bidhormi Tara kivabe sofol hon,ektu bolben...

    • @MDMAMUN-fs2be
      @MDMAMUN-fs2be 2 ปีที่แล้ว

      আল্লাহ আকবার 🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️

    • @Sonofpeace
      @Sonofpeace 2 ปีที่แล้ว

      হোগার মাতা

    • @arnabnath8428
      @arnabnath8428 ปีที่แล้ว

      bal

    • @arnabnath8428
      @arnabnath8428 ปีที่แล้ว

      Jodi tor taka poisa na thake tahole drain e pore Ja,drain er moila kheye beche thak 🥴☺️🤓😅😂.

  • @hikingstart
    @hikingstart 2 ปีที่แล้ว +172

    একটা গান ৩/৪ বার শুনলে বিরক্ত লেগে যায় ।। কিন্তু আযান শুনলে মন ভাল হয়ে যায় 🥰🥰।। সুবাহানআল্লাহ ❤️❤️

  • @Shahabuddinncb
    @Shahabuddinncb 2 ปีที่แล้ว +73

    প্রযুক্তি আসলেই আমাদের জীবনকে অনেক ছোট করে ফেলেছে তাই আসল পৃথিবীকে দেখার সময়ই পাইনা 😢😢😢

    • @naimhossain8098
      @naimhossain8098 2 ปีที่แล้ว

      Bocacoda,projuktir karonei ajke prithibi dekha somvob hocche...🤣

  • @uvJ859
    @uvJ859 2 ปีที่แล้ว +106

    মোবাইলের মাধ্যমেও ফিতনাহ ছড়ায়। আল্লাহ ❤️ আমাদের সবাইকে হেফাজত করুন 🤲

    • @ml3246
      @ml3246 2 ปีที่แล้ว

      ,, বর্তমানে যত অপকর্ম হচ্ছে তার 90 ভাগই এই মোবাইল এর মাধ্যমে

    • @omansur3734
      @omansur3734 7 หลายเดือนก่อน

      একানেকি আপনে কি করেন😅😅😅😅

  • @abusulemanraja
    @abusulemanraja 2 ปีที่แล้ว +42

    এই নিউজ' টা শুনার জন্য মোবাইল ফোনের ও দরকার অপরিহার্য 🤗

    • @Satisfaction.14
      @Satisfaction.14 2 ปีที่แล้ว +15

      উনি ব্যবহার করতে নিষেধ করেন নি শুধু কমাতে বলেছেন

    • @GOLDDEAD6O9
      @GOLDDEAD6O9 2 ปีที่แล้ว

      @@Satisfaction.14 basi sonla ar ki hoiba 🤣🐸 mobile clita clita chokoh komdala 🐸

  • @Prionty880
    @Prionty880 2 ปีที่แล้ว +17

    মানুষ এখন মোবাইল ছাড়া কিছু বোঝে না😑এই নিয়ম চালু করা উচিত 👍👍খবরটা শুনে ভালো লাগলো 😍😍

  • @tommyvercety9846
    @tommyvercety9846 2 ปีที่แล้ว +25

    ভাই মানলাম মোবাইল ফোনের আবিষ্কার করেছিল প্রয়োজনীয় কাজের সার্থে কিন্তু এখনকার জেনারেশন মোবাইল ফোনকে নিজেদের জীবনের অন্যতম অঙ্গ হিসেবে দেখে😔😔
    যার ফলে মানুষজন সমাজথে কে দূরে সরে যাচ্ছে 🤧🥀

  • @fahimmarshadshuvo3105
    @fahimmarshadshuvo3105 2 ปีที่แล้ว +30

    তিনি সঠিক কথা বলেছেন😍

  • @Bristi9
    @Bristi9 2 ปีที่แล้ว +26

    আলহামদুলিল্লাহ💘বুঝতে দেরি হলেও বুঝতে পেরেছি।২ মাস আগেও আমি ১০-১২ ঘন্টা মোবাইল ইউজ করছি প্রতিদিন। এখন আসক্তি থেকে বের হয়ে গিয়েছি। ২ ঘন্টাও মোবাইল চালানোর সময় হয়না আমার নিজেকে এতোটা বিজি রাখি পড়াশোনা এবং পরিবারের মধ্যে।ফেসবুক ডিলিট দিয়ে দিয়েছি❤️যদিও প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছিলো।কিন্তু এখন আর হয় না।রিয়েল লাইফকে বেশি গুরুত্ব দিচ্ছি। জীবনটা আমার,তাই সঠিক সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে।লাইফে কিছু একটা করতে হবে।শুধু সপ্ন দেখলেই চলবে না পুরণও করতে হবে💝

  • @awledhushen3481
    @awledhushen3481 2 ปีที่แล้ว +5

    আমাদের সবার উচিৎ মোবাইলফনের আসক্তি তেকে বেরিয়ে এসে পাশের 😍মানুষের প্রতি আন্তরিকতা বারিয়ে বাস্তব জিবন উপভোগ করা💞✌️

  • @musafirjamal8918
    @musafirjamal8918 2 ปีที่แล้ว +4

    সত্যি বলেছেন, তবে আমরা যেভাবে আশক্ত হয়েছি ফিরে আসা প্রায় অসম্ভব! তবে জীবন উপভোগ করতে হলে ছাড়তেই হবে,,,,,

  • @rafsanahmmedpappu6584
    @rafsanahmmedpappu6584 2 ปีที่แล้ว +69

    মোবাইলে ভালো দিকের চেয়ে খারাপ দিকেই এখন কার প্রজন্ম বেশি যায়। 💯

    • @naimhossain8098
      @naimhossain8098 2 ปีที่แล้ว

      Tumi kharap use koro ,koi Ami toh Kori nah..?

    • @RaisaFashionzone
      @RaisaFashionzone 2 ปีที่แล้ว +1

      @@naimhossain8098 Doctor dekhaw.

    • @rafsanahmmedpappu6584
      @rafsanahmmedpappu6584 2 ปีที่แล้ว

      @@naimhossain8098 Hum tumi kharap use korba keno ???
      Tumi to bathroom theke hoj kore ascho.💯😂🤣

  • @masumahmed1337
    @masumahmed1337 2 ปีที่แล้ว +12

    অনেক ভালো একটা কথা বলেছেন তিনি। আজকে মোবাই ফোনের কারণে মানুষের দূরুত্ত বেড়ে গেছে।

  • @md.tanvirahmed122
    @md.tanvirahmed122 2 ปีที่แล้ว +5

    মার্টিন কুপার..... বস।
    অথচ তার প্রতি কৃতজ্ঞতা দেখিনা তেমন কারও!!

  • @TutorialsWithNayeem
    @TutorialsWithNayeem 2 ปีที่แล้ว +11

    আমি ১২ ঘন্টা ব্যবহার করি ।
    উনি বলেছেন ৫% এর কম সময় ফোনের পেছনে ব্যায় করতে ।
    ২৪ ঘন্টা এর ৫% = ১.২ ঘন্টা
    ১০ গুণ বেশি সময় ধরে ব্যাবহার করি
    "এইটা শুনে মন আমার কেমন কেমন করেহ"😭

  • @rjamirul
    @rjamirul 2 ปีที่แล้ว +3

    একটা সময় ছিল যখন আমরা স্কুল থেকে বাসায় ফিরে বিকাল বেলা খেলার মাঠে গিয়ে ক্রিকেট, ফুটবল, ভলিবল ইত্যাদি খেলতাম । আর রাতে বিদ্যুৎ চলে গেলে ই চাঁদের আলোয় উঠানে বসে হয় মা, দাদি, নানিদের মুখে রুপকথার গল্প শুনতাম না হয় কাজিনরা মিলে ছি বুড়ি বা এপেন্টি বায়োস্কোপ এগুলো খেলতাম । আহা বড় ই সুন্দর ছিল শৈশবের সেই সময়গুলো ❤️ সবকিছু আগের মতো ই আছে শুধু বদলে গেছি আমরা বদলে গেছে আমাদের বিনোদনের মাধ্যমগুলো 😥 এই মোবাইল ফোন এসে আমরা অনেক যান্ত্রিক আর কাল্পনিক জীবন যাপন করছি । যা আমাদের আবেগ, অনুভূতি, পারিবারিক ও ধর্মীয় শিক্ষাকে দূরে ঠেলে দিচ্ছে। আজ এই মোবাইল ফোন ও বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস এর মাত্রাতিরিক্ত ব্যবহার আমাদের বর্তমান প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আজ খেলার জন্য মাঠ থাকলেও মাঠে খেলার মতো সঙ্গী পাওয়া যায় না 😥 এখন বিনোদন এর জন্য কেউ আর মা, দাদি নানিদের কাছে রূপকথার গল্প শুনতে বসে না। সবাই এখন খেলাধুলা বলতে পাবজি, ফ্রি ফায়ারকে বোঝে । আর বিনোদন বলতে ফেসবুক, লাইকি, টিকটক কে বোঝে। ভীষণ মিস করি শৈশবের সেই সময়গুলোকে ❤️ আহা আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম তাহলে কত ভাল ই না হতো ।

    • @mdsaju3448
      @mdsaju3448 2 ปีที่แล้ว

      সত্যি অসাধারণ একটা পোস্ট ভাই আমার একদম সঠিক কথা

  • @technicbyalamin7844
    @technicbyalamin7844 2 ปีที่แล้ว +40

    আগে আমরা মোবাইল ইউস করতাম,,কিন্তুু বর্তমান সময়ে মোবাইলই আমাদের ইউস করছে।
    মোবাইল আমাদের জীবনের সব সুখ নষ্ট করে দিয়েছে

  • @mohammadabdullah8876
    @mohammadabdullah8876 2 ปีที่แล้ว +64

    এখনকার সময়ে দেখা যায় দুই বছরের বাচ্চাও মোবাইলের কোন যায়গায় কি আছে তা জানে যেমন আমার ছোট ভাগনী আর আমাদের সময় বিয়ের বয়স হয়ে যাওয়ার পরও মোবাইলের এতো কিছু জানতে পারিনাই

  • @mdjahangirislam8680
    @mdjahangirislam8680 2 ปีที่แล้ว +1

    অতি বাস্তব একটা কথা বলেছেন অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক ধন্যবাদ সময় টিভিকে

  • @JAHANGIRISCA
    @JAHANGIRISCA 2 ปีที่แล้ว +4

    আমাদের সকলের উচিত মোবাইল ফোনের যথাযত ব্যবহার করা।অযথা সময় নষ্ট না করা।

  • @harunorrasid1365
    @harunorrasid1365 2 ปีที่แล้ว +1

    good news,,,thanks somoy tv

  • @sarkarjoy5357
    @sarkarjoy5357 2 ปีที่แล้ว +34

    চিঠির যুগ টাই ভাল ছিল 💗💗

  • @alfaruqislamicmedia2130
    @alfaruqislamicmedia2130 2 ปีที่แล้ว +1

    সঠিক পরামর্শ। ধন্যবাদ

  • @MdRuhulMia-h2b
    @MdRuhulMia-h2b 2 ปีที่แล้ว +34

    *_আসলেই মোবাইল ফোন এর জন্য পৃথিবী টা আর আগের মত নেই..ছোট বেলায় আমরা যেমন প্রকৃতির সাথে খেলতাম..কিন্তু এখন কার ছেলে-মেয়ে রা মোবাইল ফোন এর পিছনেই পড়ে আছে.._*

  • @MdAbdullahAlMamun
    @MdAbdullahAlMamun 2 ปีที่แล้ว +4

    মারটিন কুপারের কথার সাথে আমি একমত । জীবনকে উপভোগ করতে হবে ।

  • @robiulislamictv1
    @robiulislamictv1 2 ปีที่แล้ว +13

    আর আমরা যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণই অফ থাকে বাকি সব সময় ডিভাইসের ভিতরেই থাকি 😥 এ রোগ থেকে মুক্তি পাওয়া মনে হয় অসম্ভব হয়ে যাচ্ছে

  • @ronikhndaker8262
    @ronikhndaker8262 2 ปีที่แล้ว +5

    মহান স্রষ্টা বলেছেন, তোমার জীবনকে ভারসাম্যপূর্ণ সময়ে অতিবাহিত করো।

  • @me.hasan1
    @me.hasan1 2 ปีที่แล้ว +19

    সত্যি, আমি আমার জীবন উপভোগ করার পক্ষে, আপনারাও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার কমিয়ে জীবনের প্রকৃত স্বাদ উপভোগ করুন।

  • @theshchannel7073
    @theshchannel7073 2 ปีที่แล้ว +3

    এটা ঠিক বলেছে বর্তমানে মোবাইল ছাড়া মানুষ আর কিছু বুঝেনা

  • @tuhinchakraborty3353
    @tuhinchakraborty3353 2 ปีที่แล้ว +39

    Proud to be a Motorola mobile user ❤️❤️❤️❤️
    This is a nostalgic brand 🔥🔥🔥🔥

    • @USE.SHOBUJ
      @USE.SHOBUJ 2 ปีที่แล้ว

      আমারো একি

    • @USE.SHOBUJ
      @USE.SHOBUJ 2 ปีที่แล้ว +1

      ১০

    • @tuhinchakraborty3353
      @tuhinchakraborty3353 2 ปีที่แล้ว

      @@USE.SHOBUJ kon model ??
      Amar Moto E7 Power 🔥🔥🔥

  • @farhadkhan384
    @farhadkhan384 2 ปีที่แล้ว +6

    Dhonnobad ❤️

  • @nayemislam3699
    @nayemislam3699 2 ปีที่แล้ว +15

    সবচেয়ে দুঃখ জনক হলো এটাই যে, ওনার কথা কেউ শুনবে না। আমাদের কর্নপাত হবে না কথা গুলো

  • @mdyaminsheikh8450
    @mdyaminsheikh8450 2 ปีที่แล้ว +12

    বর্তমানে এমন অবস্থা হয়েছে যে বন্ধুদের যদি খেলার জন্য আহ্বান করি তারা আমাকে বলে যে বাইরে কিসের খেলা আসল খেলাতেও মোবাইলের ভিতরে 😮

  • @ProthomaDitiya
    @ProthomaDitiya 2 ปีที่แล้ว +10

    সত্যিই বাস্তব জীবনে আমাদের ফিরে আসা উচিত 😀💌

  • @nayan006
    @nayan006 2 ปีที่แล้ว +3

    বাস্তব কথা বলেছেন। আমাদের মোবাইল ফোন ব্যবহার কমাতে ইতিবাচকও বে। না হলে আমরা অনেক সমস্যা মধ্যে পড়ে যাবো।

  • @mdshohagmia1443
    @mdshohagmia1443 2 ปีที่แล้ว +4

    বর্তমান সমাজের লোক আমরা সবাই ফোন ছাড়া এক মহূর্ত থাকতে পারি না এইটা বাস্তব,,,, এতে আমাদের কোন লাভ বা উপকারে আসে না উপকারের চেয়ে অপকার টাই বেশি হয়,,, তাই আমাদের ফোন থেকে বিরত থাকা দরকার,,,, এক বারে বিরত থাকতে না পারলেও আসুন আস্তে আস্তে অভ্যাস গড়ে তুলি,, আমি আজ থেকে শুরু করলাম ফোন থেকে বিরত থাকতে।

  • @nurhossainofficial5215
    @nurhossainofficial5215 2 ปีที่แล้ว +1

    বর্তমান সময়ে কে কার থেকে বেশি সময় অনলাইনে কাটাতে পারি এ নিয়ে চলে আমাদের মাঝে প্রতিযোগিতা যে বেশি সময় অনলাইনে থাকতে পারে তার কাছে হেরে যায় যে কম সময় কাটায় !! আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন আমীন 🧡

  • @mdsaruaralam5851
    @mdsaruaralam5851 2 ปีที่แล้ว +5

    সবার এই উপদেশ পালন করা উচিৎ 💖💖💖

  • @jakirhossain-bd5ut
    @jakirhossain-bd5ut 2 ปีที่แล้ว +15

    বাটন ফোন রেখে স্মার্ট ফোনগুলো ধ্বংস করা উচিত। কারণ স্মার্ট ফোনগুলো জীবনকে ধ্বংস করে দিচ্ছে।

  • @rayinakhan194
    @rayinakhan194 2 ปีที่แล้ว +1

    Thanks for sharing this

  • @shahin_alam6384
    @shahin_alam6384 2 ปีที่แล้ว +9

    সরি আবিষ্কারক ভাই এখন আর মোবাইল ছাড়া চলা সম্ভব নয়।

  • @kamran9685
    @kamran9685 2 ปีที่แล้ว +1

    Thanks 💜💜💜

  • @jibonmahmud1684
    @jibonmahmud1684 2 ปีที่แล้ว +5

    ফোন আবিষ্কার করে ওনি যে পাপ করেছেন,ঠিক তেমনি ভাবে পারলে এমন একটা প্রযুক্তি আবিষ্কার করুক যাতে করে বিশ্ববাসী তাদের প্রাকৃতিক ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, তা হলেই বুজবো প্রযুক্তি বাস্তবিক অর্থে মানুষের কল্যাণের জন্য কাজ করে।

    • @naimhossain8098
      @naimhossain8098 2 ปีที่แล้ว

      Unar pap tor hate keno?ABar ID khulchoss🤣

  • @ripamahmud1473
    @ripamahmud1473 2 ปีที่แล้ว +1

    মোবাইল ফোন প্রতিটি মানুষের পরম আত্বীয় হয়ে গেছে। মোবাইল থেকে দুরে থাকা অসম্ভব।

  • @atoz5304
    @atoz5304 2 ปีที่แล้ว +10

    ২৪ ঘন্টার ১২ ঘন্টাই কাটে মোবাইলে 😢😢 জীবনের অর্ধেক সময়ই চলে যাচ্ছে জীবনের😢😢😢

    • @greenkingdom285
      @greenkingdom285 2 ปีที่แล้ว

      Ami khawa dawa korar somoy o phone 😝😝 cokh geche pura '(

  • @laisasvlog
    @laisasvlog 2 ปีที่แล้ว +21

    মোবাইল ফোন ছাড়া বর্তমানে সব যেন মরুভূমি হয়ে যাবে ! আমরা ফোনের ব্যবহার এমন এক পর্যায় নিয়ে এসেছি এখন নেগেটিভ সাইড যতই থাকুক আর পিছনে ফিরে যাওয়া সম্ভব নয় ❤️❤️

  • @fhardinhossain5024
    @fhardinhossain5024 2 ปีที่แล้ว +3

    জীবনে কেউ না থাকলেও চলবে। কিন্তু মোবাইল ছাড়া চলবে না।একদমি না।

  • @mohammadmamun1307
    @mohammadmamun1307 2 ปีที่แล้ว +3

    সহমত প্রকাশ করছি ❤️

  • @musicalashik
    @musicalashik 2 ปีที่แล้ว +5

    জীবনের ভারসাম্য রক্ষায় অবশ্যই মোবাইল সহ কম্পিউটারের ব্যবহার পরিমিত করতে হবে।
    কারণ বর্তমানে একটা মার্কেটিং কৌশল চালু আছে, যাকে বলে এটেনশন ইকোনমি।
    এর কাজ হলো মানুষের মনযোগ আকর্শন করে
    ,নিজেদের পকেট ভারি করা।
    এতে গ্রাহক গোল্লায় যাক তাতে তাদের মাথা ব্যাথা নাই।

  • @Mrrobot58
    @Mrrobot58 2 ปีที่แล้ว

    সত্যি ফোন us আমাদের অনেক বেশি হয়েছে।এটি কমিয়ে দিয়ে বাস্তব জীবনে ফিরে আসতে হবে । জীবন কে সুন্দর ও সফল করতে হবে

  • @realff_youtube
    @realff_youtube 2 ปีที่แล้ว +5

    সপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে ;
    সপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না।

  • @اااا-ق1ش9ع
    @اااا-ق1ش9ع 2 ปีที่แล้ว +2

    কতোই না সুন্দর হতো আমাদের জীবন যদি এই নেশা ছেড়ে দিতে পারতাম

  • @shuvrobiswas3254
    @shuvrobiswas3254 2 ปีที่แล้ว +12

    মোবাইল ছাড়া তো এক মুহুর্ত থাকা যায় না। মোবাইল না চালাতে পারলে তো জীবনটা শেষ হয়ে যাবে। অনেক আসক্ত মোবাইলে আমি।

  • @obaidurrahmanraju2945
    @obaidurrahmanraju2945 2 ปีที่แล้ว +3

    আমি একমত পোষণ করছি
    মোবাইল থেকে বিরত থাকতে চাই
    বাস্তববাদী হয়ে সুস্থ জীবন চাই ধন্যবাদ 💜🇧🇩🖤

  • @islammylife6028
    @islammylife6028 2 ปีที่แล้ว +5

    মোবাইল ছাড়া একদিন থাকা টা অসম্ভব

  • @নিরবমন-ধ৬ম
    @নিরবমন-ধ৬ম 2 ปีที่แล้ว

    যদি মোবাইল ছেড়ে সাধারণ জীবনযাপনে মানুষ ফিরে আসতে তাহলে জীবন মানুষের অনেক শান্তিময় থাকতো

  • @TAZULISLAM-px2lr
    @TAZULISLAM-px2lr 2 ปีที่แล้ว +4

    মার্টিন কুপার এখনও জীবিত আছেন!
    জেনে ভালোই লাগল।

  • @rajonraju9919
    @rajonraju9919 2 ปีที่แล้ว

    উনার কথা যুক্তি যুক্ত। এইসব ডিভাইস থেকে দূরে থাকা উচিত। তাহলেই জীবনের আসল সুখ খুঁজে পাওয়া যাবে।

  • @hasantanvir9510
    @hasantanvir9510 2 ปีที่แล้ว +7

    We should minimize the excessive use of mobile phones.......and Enjoy real life......The Natural Life that is gifted to Us is very precious....think about it....

  • @মিজানুররাহমানবাবু

    এই ভিডিও টা ও দেখছি মোবাইল দিয়ে
    তাহলে মোবাইল ছাড়া কি ভাবে সম্ভব?

  • @sifathrobi6472
    @sifathrobi6472 2 ปีที่แล้ว +6

    মোবাইল না থাকলে এখন এই নিউজটাও জানতে পারতাম না!
    বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে কিন্তু মাত্রাতিরিক্ত না

  • @hridoypervez4945
    @hridoypervez4945 2 ปีที่แล้ว +3

    আমার মনে হয়,সিম কার্ড নিতে ঠিক যেমন এনআইডির কার্ড এর ব্যবহার করা হয়।।তেমননি ফোন কিনতেও যেন এনআইডির এর প্রয়োজন হয়।কারণ এখন যারা ফোন ব্যবহার করেন তাদের বড় একটা অংশ শিক্ষার্থীরা!☹️

  • @thepathofjannah2224
    @thepathofjannah2224 2 ปีที่แล้ว +33

    *সকল ধরনের স্মার্টফোনগুলো বন্ধ করা হোক* ✊
    *বাটন ফোন শুধু কথা বলার জন্য ব্যবহার হবে* 👍

    • @laisasvlog
      @laisasvlog 2 ปีที่แล้ว +1

      Thik

    • @najmulhossen4657
      @najmulhossen4657 2 ปีที่แล้ว +3

      তাহলে পৃথিবী 50 বছর পিছিয়ে যাবে

    • @zaman2486
      @zaman2486 2 ปีที่แล้ว

      @@najmulhossen4657 oh hell nah🤣

    • @thepathofjannah2224
      @thepathofjannah2224 2 ปีที่แล้ว +2

      @@najmulhossen4657 পৃথিবী আরো আগায় যাবে পিছাবে না কখনো ঠিক আছে 😏

    • @thepathofjannah2224
      @thepathofjannah2224 2 ปีที่แล้ว +1

      এই স্মার্টফোনগুলো পৃথিবী কে ধ্বংস করে দিচ্ছে আরো বেশি করে 💔

  • @manikazad9393
    @manikazad9393 2 ปีที่แล้ว +1

    Sir
    Martin Cooper আপনার জন্য থাকলো ভালোবাসা ❤ 🧡💛

  • @sheikhsaniofficial
    @sheikhsaniofficial 2 ปีที่แล้ว +5

    ❤️🖤 মহান আল্লাহ এই করোনা মহামারীর পর মানুষের জীবনকে সুন্দর ময় করে তুলুক। আর এই বর্তমান বিশ্ব বাজার এর যে অবস্থা এই দুর্ভিক্ষ থেকে সবাই রক্ষা করুক। আমিন।...🥀

  • @msrworld5940
    @msrworld5940 2 ปีที่แล้ว +1

    Really he is right
    We should obey his talk....

  • @jamilBhaiii
    @jamilBhaiii 2 ปีที่แล้ว +4

    কথা সত্য ❤

  • @Heartbreak-11
    @Heartbreak-11 2 ปีที่แล้ว +2

    যেটা একবার শুরু হয় সেটার শেষ এক মাত্র তিনিই পারেন।

  • @ars0x
    @ars0x 2 ปีที่แล้ว +123

    উনি শুধু কথা বলার জন্য ফোন তৈরি করছেন,আর মানুষ...

    • @laisasvlog
      @laisasvlog 2 ปีที่แล้ว +13

      আমরা মানুষ রা এত মিসউউজ করি !😢

    • @k.msayed3992
      @k.msayed3992 2 ปีที่แล้ว

      R manus fucking khuje

    • @zerogravity1990
      @zerogravity1990 2 ปีที่แล้ว

      আর মানুষ পানু দেখিয়া নিজের টুনটুনি-ঝুনঝুনি সব নিঃশেষ করে ফেলছে

  • @shrabonahmed6052
    @shrabonahmed6052 2 ปีที่แล้ว +1

    একদম সঠিক কথা বলেছেন তিনি।

  • @mdrashedulislammri64
    @mdrashedulislammri64 2 ปีที่แล้ว +5

    আমাদের সবার উচিৎ প্রয়োজনের তুলনায় বেশি ফোন ব্যাবহার না করা।এই ফোনের কারনে ছোট ছোট বাচ্চারা খেলা ধুলা বাদ দিয়ে সব সময় ফোন নিয়ে ব্যস্ত থাকে।এতে করে বাচ্চারা খারাপ দিকে দাবিত হচ্ছে। তাই সবার উচিৎ বাচ্চাদের খেলার পরিবেশ তৈরী করে দেওয়া।

  • @winnertv8050
    @winnertv8050 2 ปีที่แล้ว

    খুব খুব সুন্দর কথা 💐💐💐💐💐💐 🇧🇩

  • @mdsujankhan2078
    @mdsujankhan2078 2 ปีที่แล้ว +51

    আমি সর্বোচ্চ ১৩ ঘন্টা ব্যবহার করেছি। আর রেগুলার প্রায় ৮-১০ ঘন্টা ব্যবহার করা হয়।

  • @ashiqurrahman9815
    @ashiqurrahman9815 2 ปีที่แล้ว

    Yes ..this topics is right .

  • @thedarkhorse3598
    @thedarkhorse3598 2 ปีที่แล้ว +12

    সেটা আর সম্ভব নয়।।
    মোবাইল ছাড়া একটা মুহূর্তও কল্পনা করা যায় নাহ

  • @BdJobUpdate-l9o
    @BdJobUpdate-l9o 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ দৈনিক ৫ ওয়াক্ত সালাত আর প্রতি ওয়াক্তে হাদিস পাঠ অনেক চিন্তার প্রসার ঘটায়*
    আমিও অনেক addicted ছিলাম_তবে জিবনের ২৪ বছর বয়সে আল্লাহ আমায় সঠিক পথের দিশার সন্ধান দিয়েছেন_আল্লাহ আমাদের সবাই কে শয়তানের ধোকা থেকে মুক্তি দিক*

  • @antornautiyal2846
    @antornautiyal2846 2 ปีที่แล้ว +3

    সুন্দর কথা বলেছেন কুপার স্যার 💝
    সহমত পোষণ করিলাম 🙏

  • @eaminmoral5258
    @eaminmoral5258 2 ปีที่แล้ว

    গুরুত্বপূর্ণ তথ্য

  • @arfatahmed4796
    @arfatahmed4796 2 ปีที่แล้ว +23

    আপনাদের এই নিউজটা মোবাইল ফোনেই দেখছি😄😄😄

  • @ahnaftahmid6827
    @ahnaftahmid6827 2 ปีที่แล้ว

    Best background music.... Awesome

  • @princeleo9426
    @princeleo9426 2 ปีที่แล้ว +5

    ঠিক বলেছেন। Nokia যদি সেই পুরনো বাটন ফোন গুলো যদি আবার তৈরি করতো।

  • @বিবাড়িয়াচ্যানেল

    Very nice

  • @siponmultimedia
    @siponmultimedia 2 ปีที่แล้ว +3

    মার্টিন কুপার প্রথম মোবাইল আবিস্কার করছেন,এবং তিনি যে প্রথম মোবাইলটি আবিস্কার করছেন সেই মোবাইলটির ওজন ছিল প্রায় ২ কে.জি।

  • @ridwanahmadkhan4354
    @ridwanahmadkhan4354 2 ปีที่แล้ว +1

    Nice.

  • @saifulislam-qg7se
    @saifulislam-qg7se 2 ปีที่แล้ว +5

    আবদুল্লাহ ডোর এন্ড ফার্নিচার এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা

  • @পাখি-ব১জ
    @পাখি-ব১জ 2 ปีที่แล้ว

    ইস কি সুন্দর একটা বিজ্ঞাপন অনেক ভালো লাগলো ধন্যবাদ

  • @mdanamul2543
    @mdanamul2543 2 ปีที่แล้ว +4

    সত্যি বলতে মোবাইল ছাড়া এক মুহূর্ত থাকা অসম্ভব হয়ে পড়েছে

  • @ranakhan1088
    @ranakhan1088 2 ปีที่แล้ว

    যিনি অসম্ভবকে সম্ভব করেছেন......
    আবার তিনিই অসম্ভবকে সম্ভব করার কথা বলছেন!

  • @banglarkotha2474
    @banglarkotha2474 2 ปีที่แล้ว +66

    চাচা যদি আগেই জানতেন তাহলে কেন ছাড়লেন আমাদের মাঝে মোবাইল নামক যন্ত্রণাদায়ক যন্ত্রটা

    • @laisasvlog
      @laisasvlog 2 ปีที่แล้ว +2

      Right

    • @refatahmed500
      @refatahmed500 2 ปีที่แล้ว +19

      ব্যবহারকারীর উপর নির্ভর করে যে সে কুফুল নিবে না সুফল নিবে। একটা চাকু দিয়ে সবজি কাটা যায় আবার গলাও কাটা যায়। কোনটাতে ব্যবহার করবে তা ব্যবহারকারীর উপর নির্ভর করে।

    • @noface618
      @noface618 2 ปีที่แล้ว

      @@refatahmed500 right

    • @mdjamaluddin2539
      @mdjamaluddin2539 2 ปีที่แล้ว +1

      @@refatahmed500 সুন্দর কথা

    • @rabbiahmed7150
      @rabbiahmed7150 2 ปีที่แล้ว +5

      উনার তৈরী মোবাইলে কোন সমস্যা নেই। সমস্যা বেশী স্মার্টফোনে।

  • @kazishohag483
    @kazishohag483 2 ปีที่แล้ว

    আমি চাই এ প্রযুক্তিটি ধ্বংস হয়ে যাক

  • @Hasantechlinebd
    @Hasantechlinebd 2 ปีที่แล้ว +4

    বর্তমানে বলতে বলতে গেলে মোবাইল হচ্ছে আমাদের জীবনসঙ্গী করণ মোবাইল সব ধরনের কাজে ব্যবহার করা হয়

  • @hasanulbanna6406
    @hasanulbanna6406 2 ปีที่แล้ว

    একবার আসক্ত হয়ে গেলে, স্বাভাবিক জীবনে ফিরে আসা অনেক কঠিন বিষয়। যেটা আমি এখন উপলব্ধি করছি।

  • @cloudysky6499
    @cloudysky6499 2 ปีที่แล้ว +9

    mbl তুলে নেন তাহলে নিরুপায় হয়ে অবশ্যই আমরা মোবাইল ছাড়াই জীবন কাটাবো,ইনশাল্লাহ।