স্বাধীন বাংলাদেশে এতটা খাদ্য সংকট দেখা দিল কেন ? ১৯৭৪

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • প্রথমে ইংরেজ ও পরে পাকিস্তান হানাদার থেকে দেশ স্বাধীন হবার ২ বছর তিন মাসের মাথায় দেশে দেখা দেয় ভয়াবহ খাদ্য সংকট। সরকারি হিসেবে খাবারের অভাবে মারা যায় ২৭ হাজার মানুষ ।
    বেসরকারি হিসেব বলছে এই সংখ্যা ৩-৪.৫ লাখ । শুধু খাবার অভাবে মারা যায় এতগুলো প্রাণ । এ সংখ্যা নিয়েও দ্বিমত আছে গবেষকদের । তার বলছেন ১৯৭৪ সালের দূর্ভিক্ষের ফলে মারা গেছে মোট ১৫ লাখের মতো মানুষ। কিন্তু কেন এই দুর্ভিক্ষ ?
    #১৯৭৪

ความคิดเห็น • 3

  • @mdiabram7470
    @mdiabram7470 11 หลายเดือนก่อน +2

    Ab Bangal Mein Dube Ke Hoga 2030 mein Jay Bharat

    • @BanglaBox
      @BanglaBox  11 หลายเดือนก่อน

      🥲🥲🥲🥲♥️

    • @freethrough7886
      @freethrough7886 5 หลายเดือนก่อน

      তারপর গজ্বায়ে হিন্দ হবে, তারপর লোহার বেরি পরিয়ে ভারতের শাসককে দামেস্কে নিয়ে যাবে কিন্তু কত সালে বলতে পারবো না । একমাত্র আল্লাহ্ ভাল জানেন।