তোমার সঙ্গে কথা হবে না আমার, দিন যাবে মাস যাবে এভাবে বছর পেরিয়ে যাবে.!🙂🌿

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • তোমার সঙ্গে কথা হবে না আমার।
    দিন যাবে, মাস যাবে, বছর পেরোবে,
    তোমার সঙ্গে কথা হবে না।
    কথা না হতে না হতে ভুলতে থাকব;
    তোমার সঙ্গে কথা বলাটা ঠিক কেমন ছিলো!
    কিভাবে হ্যালো বলতে,হাসিটা কেমন শোনাতো!
    তুমিও ভুলে যাবে আমায়;
    ভুলে যাবে কী রঙের পাঞ্জাবী পরতাম রোজ!
    ভুলে যাবে ভালোবাসার রোজকার প্রশ্ন;
    "আজ চাঁদ দেখেছেন?"
    তারপর এই ধরো,
    এভাবেই বয়স তোমার ষাট
    হঠাৎ করে ইচ্ছে হলো সমুদ্র দেখতে।
    খুব রাত তখন, এই ধরো মাঝরাত
    আমি সমুদ্রপাড়ে বসে তারা দেখছি,
    ঝুম জ্যোৎস্নায় নীল জলতরঙ্গে চলছে
    আমার জীবনের সাথে সন্ধির ঘূর্ণয়ন;
    চলছে নিঃসঙ্গতার সাথে বহু বছরের গোপন চুক্তি!
    এমন সময় আধো আলোয়ারীতে
    কারো অস্পষ্ট শরীরী ছায়া দেখে
    চমকে পিছন ফিরে তাকালাম-
    একি! তুমি?!
    তোমায় দেখে অদ্ভুত জিজ্ঞাসারা
    চোরা স্রোতে ভেসে যেতে যেতে প্রশ্ন করবে;
    "এ অবেলা তুমি কোথা হতে এলে?"
    তুমি বলবে- "আমি তো এই এখানেই ছিলাম,
    কোথাও যাইনি তোমায় ছেড়ে!"
    কপালে চার চারটে বলিরেখায়
    বিস্ময় ছড়িয়ে আমি বলবো;
    "তবে এতদিন কেনো মেঘের কোলে রোদ হাসেনি?
    জল পুকুরে পদ্ম ভাসেনি;
    তমনিশিতে আলো ঢেলে উঠোনে ফুল ফোটেনি?
    তবে সেদিন কেনো পঁচে যাওয়া বেওয়ারিশ লাশ;
    কেউ দেখেনি, কেউ খুঁজেনি?"
    মৃদু হাসি ওষ্ঠে জুড়ে তুমি বলবে;
    "তখন ছিল মেঘের বুকে বৃষ্টির ঢল,
    নিশি জাগরনে অশুভ ক্ষণ,
    উঠোন কোণে ধুলিস্তুপে
    পরে ছিল অবহেলায় দুটি মন"
    "তবে সেদিন কেন শ্মশানে এমন পোড়া গন্ধ ছিল?"
    তুমি বলবে- "দেহ পোড়া গন্ধটাই পেলে?
    মন পুড়েছিলো সেই কবে!"
    তারপর তুমি আমার বুকের কাছটায় এসে
    পাঞ্জাবীর বোতাম ঠিক করতে করতে বলবে;
    "পাঞ্জাবীর দু'টি বোতাম নেই! দেখোনি বুঝি?"
    আমি বলবো; "বুকের ভিতর যে হৃদপিন্ডটাই নেই,
    কে দেখেছে বলো?"
    বিস্ময়ে মরে গিয়ে তুমি আমার চোখে তাকাবে।
    গাল বেয়ে অশ্রুদানা গড়িয়ে পড়বে।
    আমি আলতো চুমোয় শুষে নেব লবনাক্ত বিষাদ;
    তারপর হাতটি টেনে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গেঁথে বলবো; "প্রতিক্ষার দীর্ঘ পথ পাড়ি দিয়ে বলতে এসেছি; খুব ভালোবাসি তোমায়। খুউব ভালোবাসি।
    আমার সাথে জীবনের শেষটুকু থেকে যাওনা।"
    বিনয়ের শত পৃষ্ঠা খামচে শেষ হতে হতে
    তুমি আমার বুক পশমে মুখ গুঁজে দেবে।
    হয়ে যাক আজ কিছু নতুন বিপ্লবের শুরু,
    হয়ে যাক নব ইতিহাসের নব সূচনা!
    হয়ে যাক এক পৃথিবী উলট-পালট,
    কী আসে যায় তাতে!
    আমার ভালোবাসা তো পাশে আছে!

ความคิดเห็น •