বস্তায় চাষ দেখুন।। vegetable cultivation।।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 164

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 หลายเดือนก่อน

    বস্তায় চাষ পদ্ধতি দেখে আমার অনেক ভালো লাগলো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @bohayydfft3858
    @bohayydfft3858 หลายเดือนก่อน

    Khubsundar joyguru.... Jhargram.

  • @anirbanghosh1794
    @anirbanghosh1794 หลายเดือนก่อน

    Khub sundor laglo sir❤❤❤

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      ঐ ভাবে চারা গুলো কে বসাতে বাধ্য হচ্ছি।
      না হলে ফেলে দিতে হবে। মাটিতে বসানো যাচ্ছে না।

  • @rajibulmolla9541
    @rajibulmolla9541 หลายเดือนก่อน

    স্যার আমার বাড়ি সাউথ 24 পরগনা তে।আমার বয়েস 23 বছর ।আমি আপনার কটা ভিডিও দেখলাম খুব ভালো লাগলো। স্যার এই যে এগ্রিকালচার বিষয় টা আমার খুব ইন্ট্রেসিং বলে মনে হচ্ছে ।আমি এ কৃষি কাজ করে নিজে স্বাবলম্বী হতে চাই।আমাদের এই দিকটাতে মালচিন পেপার দিয়ে কোনো দিন চাষ হতে দেখিনি। স্যার আমি নিজে মালচিন পেপার দিয়ে চাষবাস করতে চাই। মালচিন পেপার দিয়ে যে কি ভাবে চাষ করে। মালচনি পেপার দেয়ার আগে কি ভাবে মাটি রেডি করে এই সব বিষয়ে আমার কেনো ধারণা নেই। যদি এ টপিক টা নিয়ে যদি আপনার সময় হয় একটা ভিডিও বানিও ।আমার মত অনেকে আছে যারা এ সেক্টর টা কে ভালো বাসে।এটাকে তারা ভবিষ্যৎ হিসেবে দেখে।।আপনার অনেক অভিজ্ঞতা আপনি যদি একটু আমাদের পাশে থাকেন❤❤❤❤

  • @mochashamohasa6398
    @mochashamohasa6398 หลายเดือนก่อน

    Good bless you Jay Jagannath

  • @SubhenduKuila-b9i
    @SubhenduKuila-b9i หลายเดือนก่อน

    Namaskar sir tarini beguner bej kothai powa jabe jodi bolen khub valo hoy. Er upore ekta video korun namaskar sir.

  • @amitkumerhalder9637
    @amitkumerhalder9637 หลายเดือนก่อน

    খুব সুন্দর ভিডিও।

  • @rajibroy1796
    @rajibroy1796 หลายเดือนก่อน

    Sir, Chaad bagane akhon tober jonno Halud, Pink Cauliflower ar Broccoli er beej bosano jabe. prothome beej ki bhabe bosate hobe?

  • @ruhulaminkhan9756
    @ruhulaminkhan9756 หลายเดือนก่อน

    স্যার সিমগাছে কালো কালো জাব পোকা, আমাদের অঞ্চলে ওটাকে জেবো বলে আর লেদার জন্য কি ওষুধ ব্যবহার করব

  • @karimulsekh-b7h
    @karimulsekh-b7h หลายเดือนก่อน

    স্যার liebigs কোম্পানি সুধা okra বীজ। shararhat মুল্লিকপুর পাবো কী? একটু জানাবেন?

  • @sankarbanerjee3317
    @sankarbanerjee3317 หลายเดือนก่อน

    দাদা। আপনি ভালো থাকুন।

  • @rahulgolder6753
    @rahulgolder6753 หลายเดือนก่อน

    Sir.... উচ্ছের কাটা পঁচা কালো দাগ আসছে একবারে কন্ট্রোল করতে কি ব্যাবহার করবো.......?.

  • @someng913
    @someng913 19 วันที่ผ่านมา

    Sir, দীর্ঘমেয়াদি ফসল বেগুন, লঙ্কা, ভেন্ডি Agromin gold 25 দিনে এবং 45 দুবার ব্যবহার করার পর মোট কতবার ব্যবহার করা যাবে কতদিন অন্তর জানাবেন।

  • @sahabkundu5771
    @sahabkundu5771 หลายเดือนก่อน

    কাকু নারকেল গাছে ভালো ফল ধরার ঙপায় বোলবেন

  • @DipDas-yy9lx
    @DipDas-yy9lx หลายเดือนก่อน

    September মাকে ফুলকপির চারা ফেলেছিলাম নোবেল কোম্পানির বর্ষা দানা দিয়েছিল দোকানদার এই কপির জাত শীতে ভালো হয় দিন দুয়েক পর জমিতে বসাবো কেমন জাত একটু বলবেন

  • @tanmoychakraborty5030
    @tanmoychakraborty5030 หลายเดือนก่อน

    Sir akhon kon jater sim , korola, lonka ar laou bosano jaba pls janaban

  • @LoknathSardar-z3m
    @LoknathSardar-z3m หลายเดือนก่อน

    Babu tomar Jana sona ak ta valo dhokanar nam bolun jakhan thaka ami valo bij home Dali vari niya pari amadar akhana valo bij pauwa jabe amadar akhane valo bij pauwa jay na

  • @lakshminandi6784
    @lakshminandi6784 หลายเดือนก่อน

    স্যার বিজয়া দশমীর প্রণাম নেবেন ।খুব ভালো সিস্টেম ।ভালো থাকবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      ধন্যবাদ জানাই।
      আপনি ও সপরিবারে ভালো থাকুন।

  • @ajoymandal-sy9in
    @ajoymandal-sy9in หลายเดือนก่อน

    স্যর একটা উন্নত মানের রায়ের বীজ এর নাম বলুন

  • @LoknathSardar-z3m
    @LoknathSardar-z3m หลายเดือนก่อน

    Babu vandir valo dam pata ki masa koto tarika bosabo

  • @tamimBiswas9754
    @tamimBiswas9754 หลายเดือนก่อน

    পিয়াজ চাষে সরিষার খোল কখন দেব??

  • @BibhutibhusanMondal-mi9we
    @BibhutibhusanMondal-mi9we 21 วันที่ผ่านมา

    স্যার রসুন চাষের ভিডিও অনুন

  • @someng913
    @someng913 27 วันที่ผ่านมา

    কাকু পুরুলিয়ার লাল কাকুড়ে মাটিকে উর্বর করতে গেলে কত tractor গোবর ও নিম ও সরিষা খোল দিতে হবে। ১ বিঘা জমিতে অগাহণ মাসে ঝিঙা চাষ করব জানাবেন কাকু। বিঘা পতি কত কুইন্টাল ফলন হবে জানাবেন।

  • @souravsaurav7304
    @souravsaurav7304 หลายเดือนก่อน +1

    লতি কচুর চাষ দেখাবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      আমাদের এদিকে ঐ চাষ হয় না।
      আর কেউ খায় না।

  • @samarghosh2741
    @samarghosh2741 หลายเดือนก่อน

    স্যার বিজয়া দশমীর প্রনাম নেবেন। ভালো থাকবেন।বানের জমির ধান ডুবে ছিল তাই ধানের শীষ বের হচ্ছে না একটা ভালো ভিটামিন বলুন যাতে ধানের শীষ তারাতারি বের হয় ।

  • @sribasgarai6393
    @sribasgarai6393 หลายเดือนก่อน

    Apni goto bochar j korola/uchha lagiyea chilen sei jater name ki?

  • @aptaruddinsekh6567
    @aptaruddinsekh6567 หลายเดือนก่อน

    Sir.amar sim gache akta doto ful aseche agam bajar dhurar poramarsh din 'please'.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      প্রতি লিটার জলে দুই মিলি সাগরিকা ও
      20 20 20 দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া তিন বার।

  • @aranyapattanayak2516
    @aranyapattanayak2516 หลายเดือนก่อน

    স্যার আমার বড়িতে প্রোচুর লোম্বা সাদা জোক হয়ছে। রাতেরবালা সব সাক ও সবজি গাছ খেয়ে জায়. কি করবো স্যার দয়া করে বলুন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      সন্ধ্যার সময় আলো জ্বেলে ধরে মেরে দিন খুব খুব খুব ভালো কাজ পাবেন।
      পর পর তিন দিন এই কাজ করবেন।

  • @sanatandandapat6279
    @sanatandandapat6279 หลายเดือนก่อน +1

    নমস্কার স্যার ভালো আছেন তো আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন ছিল আমার বারোমাসি সজনা গাছের ফুল না আসলে আপনি যে ওষুধগুলো দিতে বলেছিলেন সেগুলি ছাড়াও কি ওই গাছে কি 00 ,52, 34 গাছে স্প্রে করলে ফুল চলে আসবে আপনি জানালে তাহলে আমি ব্যবহার করতে পারব ❤❤

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      অবশ্যই অবশ্যই পাঁচ দিন ছাড়া ছাড়া স্প্রে করবেন প্রতি লিটার জলে তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।

  • @quick2637
    @quick2637 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @rahulgolder6753
    @rahulgolder6753 หลายเดือนก่อน

    স্যার শুভঃ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা 🙏
    খুব ভালো থাকবেন....
    আর রাহুল ( হাবড়া ) কে একটু মনে রাখবেন...
    এটাই রিকোয়েস্ট...

  • @someng913
    @someng913 หลายเดือนก่อน

    কাকু মুসুর চাষের আদর্শ সময় কখন। 1 বিঘাতে কত বীজ লাগবে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      বিঘাপ্রতি 33 শতকে চার থেকে পাঁচ কেজি বীজ বুনতে হবে।
      বীজ ও ডি এ পি সার ছড়িয়ে দিয়ে
      মাটি পাওয়ার টিলার দিয়ে চাষ দেবেন ।
      আর 15 দিনের মধ্যে বীজ বুনতে বুনলে খুব খুব ভালো ফলন পাবেন।

  • @nirmalgarai4162
    @nirmalgarai4162 หลายเดือนก่อน +1

    😊

  • @srvr-gq6qu
    @srvr-gq6qu หลายเดือนก่อน

    শুভ নবমীর শুভেচ্ছা ও প্রণাম নেবেন। 🙏

  • @pintumondal3431
    @pintumondal3431 หลายเดือนก่อน

    নমস্কার স্যার, শুভ বিজয়ার শুভেচ্ছা জানায়, স্যার ভালো পেয়াজের বীজ আর ভালো ভুটার বীজ কোথায় পাওয়া যায় বলেন যদি খুব উপকার হয়, স্যার আগের বছর আমাদের গ্রামে ভুটা ভালো ফলন হয়নি সেই জন্য আপনার কাছে জিজ্ঞেস করছি,স্যার আমাদের গ্রামে গ্রামে বালাজি ৯০৫৫ বীজ পাওয়া যাচ্ছে ভালো হবে??

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      3355 জাতের ভুট্টা বীজ বুনতে পারেন।
      আর সুখ সাগর পেঁয়াজ চাষ করতে পারেন।

    • @pintumondal3431
      @pintumondal3431 หลายเดือนก่อน

      ধন্যবাদ স্যার আপনাকে

  • @noyonsk195
    @noyonsk195 หลายเดือนก่อน

    ভালো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      চারা ফেলে দেবেন না।
      এইভাবে চারা গুলো রোপণ করবেন।

  • @LoknathSardar-z3m
    @LoknathSardar-z3m หลายเดือนก่อน +1

    Babu vandir chora bajar dhorte ki masa koto tarike duti. Valo bijar Nam bolun please

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน +1

      এবার শীতের ভেন্ডি বীজ বুনতে পারেন।
      1001 জাত নজুভেদু কোম্পানির বীজ।

    • @LoknathSardar-z3m
      @LoknathSardar-z3m หลายเดือนก่อน

      @@farmingadviseranathhalder7579 babu Tarik ta bolben

  • @rashidulislam3670
    @rashidulislam3670 หลายเดือนก่อน

    আমি বাংলাদেশ থেকে দেখছি!
    সময় উপযোগী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারবো?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      কি জানতে চান লিখে জানান আমি চেষ্টা করবো উত্তর দিতে।

  • @Mostafizurrahman-dr1wx
    @Mostafizurrahman-dr1wx หลายเดือนก่อน +1

    sirআমার বরবটি পখিতে অনেক খাচ্ছে sir এর কি কোন ঔষদ আছে পাখি না মেরে ফসল রক্ষা করা

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      কম দামের পুরানো ইলিশ মাছ ধরা জাল
      কিনে টাঙিয়ে দিন।

  • @প্রান্তিককিষান
    @প্রান্তিককিষান หลายเดือนก่อน

    Sir
    Dreep line দিয়ে কি
    10.26.26 সার গাছে দেওয়া যাবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      না
      ওটা মাটিতে ব্যবহার করতে হবে।
      যে গুলো স্প্রে করা হয় ঐ সার দিতে হবে।

  • @ranajoydutta9060
    @ranajoydutta9060 หลายเดือนก่อน

    Sir ami ki 0.0.50 er songe 0.52.34 ki spree korte parbo 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manasmondal4685
    @manasmondal4685 หลายเดือนก่อน

    স্যার প্রনাম নেবেন। চেস কখন এবং কী পরিমাণ স্প্রে করব ??🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      শোষক পোকা লাগলে প্রতি লিটার জলে এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন ধান গাছের গোড়ায়।

  • @prasenjit5652
    @prasenjit5652 หลายเดือนก่อน

    Sir sim gacher ful chore jacha ki dibo

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      কম দামের ওষুধ সাফ পাউডার প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।

  • @Organic-e5r
    @Organic-e5r หลายเดือนก่อน

    Sir, kamini gacher pata kinara dhore holud hoye jhore jachhe. Ki osudh dobo ....? R ata kano hochhe ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      ম্যাগনেসিয়াম সালফেট প্রতি লিটার জলে দুই গ্রাম সেই সঙ্গে সাগরিকা দু মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া তিন বার।

  • @anandaghosh4299
    @anandaghosh4299 หลายเดือนก่อน

    স‍্যার গাধা ফুল গাছ কালো করতে পারছিনা কি ব‍্যাবহার করবো এর জন‍্য স‍্যার বলেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      Calpro প্রতি লিটার জলে দুই গ্রাম সেই সঙ্গে সাগরিকা দু মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।

  • @sanide2841
    @sanide2841 หลายเดือนก่อน

    Sir....
    সুজাতা আর ছোট চেতন এই দুটি শসার জাত কোন কোম্পানির????
    Please 🙏🙏🙏🙏
    Reply????

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      ছোটো চেতন এই ভিডিও তে যে শসা গাছ দেখিয়েছি ঐ জাত থাই চিয়াং সীডস্ কোম্পানির।
      আর সুজাতা ব্যাঙ্গালোরের বীজ
      নাজির সেখ প্যাকেট করে বিক্রি করছে
      নাফিসাঃ বীজ কলা কেন্দ্র

  • @malaymazumder8422
    @malaymazumder8422 หลายเดือนก่อน

    স্যার,আমার লঙ্কা চারা লাগানোর ১২দিন হল ,কিছু চারা ঝিমিয়ে মারা যাচ্ছে।তুলে দেখলাম মূল শিকড় লাল হয়ে উপরের দিকে উঠে মারা যাচ্ছে,করনীয় উপায় কি?

  • @Abdullahmahdi5580
    @Abdullahmahdi5580 หลายเดือนก่อน

    স্যার,২৮ লিটার একটা টবে কয়টা লাউ গাছ বসানো যাবে।জানাবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      দুটো গাছ রাখবেন। দশ দিন ছাড়া ছাড়া সরিষার খোল পচানো জল দিয়ে যাবেন।
      আর পাতায় সার স্প্রে করবেন বিকাল বেলায়।

  • @Joynarayan-d5h
    @Joynarayan-d5h หลายเดือนก่อน

    বরবটি শীম এর পাতার হলুদ রঙের হচ্ছে কি ব্যাবহার করব বৃদ্ধির বাধা পাচ্ছে ফলে ছোট গাছ এর ফুল চলে আসছে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      Tridev প্রতি লিটার জলে আড়াই মিলি সেই সঙ্গে সাগরিকা দু মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া তিন বার।

    • @rahulgolder6753
      @rahulgolder6753 หลายเดือนก่อน

      ​@@farmingadviseranathhalder7579technical name ki etar?

  • @প্রান্তিককিষান
    @প্রান্তিককিষান หลายเดือนก่อน

    Sir
    আমার Grafted Tomato
    250 টা গাছ, আমি এ পর্যন্ত 12 কেরেট টমেটো তুলেছি
    আমি কিছু দিন থেকে, মানে বৃষ্টির পর পরই দেখছি আমার টমেটো গুলো ফেটে ফেটে যাচ্ছে।
    এগুলো কি বৃষ্টির জন্য হচ্ছে , না কি বোরণ কমের জন্য হচ্ছে?
    আমি 2 বার বোরন 20gm/15L জলে স্পে করেছি ।
    আমার প্রতিটা টমেটো গাছে ছোট ছোট প্রচুর ফল ধরেছে। ( প্রতি গেছে কম করে 30 টি টমেটো আছে )
    আমি ভাবছি 250 টা টমেটো গাছের গোড়ায় 250 gm বোরন জলে গুলে দেঞ্চিং/ Denching করে দেবো।
    এটা কি ঠিক হবে ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      হ্যাঁ গাছের গোড়ায় ও ব্যবহার করতে পারেন।
      এখন গরম আবহাওয়ার জন্য বেশি গাছকে উত্তেজিত করা চলবে না ।
      আরো 20 দিন পর চেলাকল প্রতি লিটার জলে হাফ গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।

  • @khagenmahata-o2x
    @khagenmahata-o2x หลายเดือนก่อน

    স্যার শুভ শারদীয়া বিজয়া প্রণাম প্রণাম নেবেন আমি মেদিনীপুর টাউন এর কাছাকাছি থাকি কিন্তু ভিবি এল কোম্পানির বরবটি বীজ পাওয়া যাচ্ছে না আপনার জানা থাকলে জানালে খুব উপকৃত হব আপনার আদর্শে আমি এগিয়ে যাচ্ছি এবং ভালো ফলো করছি আপনি যদি পাশে থাকেন তাহলে আমাদেরকে আটকায়

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      মেদিনীপুর টাউনে সামন্ত বীজ ভান্ডার
      সঞ্জয় সামন্তর দোকানে খোঁজ করুন।

  • @someng913
    @someng913 20 วันที่ผ่านมา

    কাকু আপনি বললেন রাধিকা জাতটি এখন ফলন আগের মত হচ্ছে না। আপনি বললেন নজুবেদা কোম্পানির জাতটি ভালো। এই জাত টির বাজার চলিত নাম কী ।

  • @AfrojaRouf
    @AfrojaRouf หลายเดือนก่อน

    স্যার আদাব। কুড়ি কুড়ি কুড়ি ও শূন্য শূন্য পঞ্চাশ কী আমরা বুঝি না। বাংলাদেশের দোকানে কী নামে চাইব। আমরা বাংলাদেশি

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      আপনাদের ওখানে গিয়ে দোকানদারের বলবেন স্প্রে করার জন্য যে সব সার বাজারে এসেছে ঐ সার দিতে হবে।

  • @aviksaha1867
    @aviksaha1867 หลายเดือนก่อน

    নমস্কার স্যার। গাঁদার বীজ germinate হচ্ছে না। কি করব?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน +1

      পুরানো বীজ নয়তো ?
      যাইহোক একবার খুব খুব খুব হালকা মাটিতে বা ভার্মি কম্পোস্ট সার এর ম না বীজ বুনবেন।

  • @sardaryudhisthir72
    @sardaryudhisthir72 หลายเดือนก่อน

    স্যার আমাদের লঙ্কার চারা পারে বসার আগে কি মুরগির গূঢ় ছরিয়ে দিতে পারি

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      পুরানো পোল্ট্রির লিটার ছড়িয়ে দিতে পারেন ।

  • @SumanGorai1
    @SumanGorai1 หลายเดือนก่อน

    স্যার স্বর্ন ধানে থোড় আসার সময় মিরাকুলান, ০-৫২-৩৪, বোরন, কনটাফ প্লাস একসাথে মিশিয়ে স্প্রে করা যাবে কি? প্রতি লিটার জলে কোনটা কি পরিমান দেব প্লিজ বলবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      রোগের ওষুধ প্রতি লিটার জলে এক মিলি সেই সঙ্গে বোরন হাফ গ্রাম ও 0 5234 দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।

    • @SumanGorai1
      @SumanGorai1 หลายเดือนก่อน

      ধন্যবাদ স্যার

  • @sanide2841
    @sanide2841 หลายเดือนก่อน

    Sir...
    আপনি শসা আর ভেন্ডি কী জাতের বসিয়ে ছেন???

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      ভেন্ডি শীতের নজুভেদু কোম্পানির 1001
      আর শসা ছোটো চেতন। এটা থাইল্যান্ডের বীজ।

  • @santanusardar3461
    @santanusardar3461 หลายเดือนก่อน

    শিম গাছ 15 দিনের, গোড়ায় কী কী সার দিতে হবে? Calas এর ksp 155shashi জাত

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      10 26 26 ও সরিষার খোল দিয়ে মাটি চাপা দেবেন।

  • @ishwarchandragarai8136
    @ishwarchandragarai8136 หลายเดือนก่อน

    নমস্কার sir প্রনাম নেবেন। আমি বীরভূম জেলা থেকে বলছি টমেটো গাছে সারমাটি লাগিয়ে দেবো এখন না কিছু দিন পর দেবো।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      চারা রোপণের বয়স 20 দিন হলে ঐ কাজ করবেন।

  • @barunmandal3670
    @barunmandal3670 หลายเดือนก่อน

    জামরুল গাছে বাসি ভাত আর পুকুরের পাঁক দেওয়া যাবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน +1

      অবশ্যই অবশ্যই অবশ্যই দেবেন।
      খুব ভালো ফলন পাবেন।

    • @barunmandal3670
      @barunmandal3670 หลายเดือนก่อน

      ​@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ দাদু

  • @somnathkumbhakar9892
    @somnathkumbhakar9892 หลายเดือนก่อน

    স্যার আপনি কেমন আছেন,ekon kon জাতের শসা লাগালে ভালো হবে

  • @প্রান্তিককিষান
    @প্রান্তিককিষান หลายเดือนก่อน

    Sir
    আমার টমেটো গাছের কচি টমেটো গুলো নিচের দিকের অংশ পচে যাচ্ছে
    আপনার ভিডিও দেখতে দেখতে এটুকু শিখতে পেরেছি যে, এটা ক্যালসিয়াম এর অভাব
    আপনার ভিডিও তে বলা আছে চুন ভিজিয়ে রাখার পরের দিন চুন না গুলিয়ে উপরের জল নিয়ে সেটা ভালো জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে
    তো আমি মাশরুম চাষ করি
    আমি চুন ব্যাবহার করি ( এই চুন খাওয়া যায় না, রাজস্থান থেকে আসে, এটা একটা খনিজ পদার্থ)
    এই চুন কি ব্যাবহার করা যাবে।
    না কি অন্য কোনো কিছু ব্যাবহার করতে হবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      চেলাকল প্রতি লিটার জলে হাফ গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
      অন্য ওষুধের সঙ্গে ও মিশিয়ে স্প্রে করতে পারেন।

  • @skminahammadali6195
    @skminahammadali6195 หลายเดือนก่อน

    Sir আপনি আমাকে 20 20 20 আর মিরাকুলান স্পেরে করতে বলেছিলেন আমার ধানের গাছ ছোট হয়ে বসে আছে বলে, মিরাকুলান পাওয়া যাচ্ছে না এর পরিবর্তে কি দেব একটু বলবেন প্লিজ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      বিপুল ( গোদরেজ কোম্পানির তৈরি)
      ব্যবহার করতে পারেন।

  • @buddhadevmaity3725
    @buddhadevmaity3725 หลายเดือนก่อน

    স্যার উচ্ছে চারার বয়স 25দিন , গাছের পাতা শুকিয়ে শুকিয়ে গাছ কিছু দিনের মধ্যে মারা যাচ্ছে,কি ঔষধ দেবো বলে দিন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน +1

      Amister Top দশ লিটার জলে দশ মিলি সেই সঙ্গে streptocycline দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার । গাছের গোড়ায় ও ভিজিয়ে দেবেন।

  • @dipankarraj1015
    @dipankarraj1015 หลายเดือนก่อน

    স্যার, ফলের ক্যারেটে আদা চাষ করা যাবে?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      অবশ্যই অবশ্যই চাষ করবেন।
      আমি ও চাষ করে আপনাদের দেখাবো।

    • @dipankarraj1015
      @dipankarraj1015 หลายเดือนก่อน

      @@farmingadviseranathhalder7579 sir, please dekhan.

  • @pabitrasarkar73
    @pabitrasarkar73 หลายเดือนก่อน

    স্যার ধানের পোকার ওষুধ বলুন যাতে সব ধরনের পোকা মরবে, মাঝারি দামে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      , profex super প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন।
      সব রকম পোকার জন্য কম দামের ওষুধ।

  • @samarghosh2741
    @samarghosh2741 หลายเดือนก่อน

    বানে জমির ধান ডুবে গেছে ধানের শীষ বের হচ্ছে না কি করলে শীষ বের হবে বলুন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      0 52 34 প্রতি লিটার জলে তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া দুবার।

  • @sanatandandapat6279
    @sanatandandapat6279 หลายเดือนก่อน

    স্যার বিজয় দশমীর প্রণাম নেবেন আমার সিম গাছে যে ফুল ঝরে যাচ্ছিল আপনি যে ওষুধ বলেছিলেন সেটা প্রয়োগ করেছি তার সঙ্গে লেদা পোকা ও লাগছে আমি আম্প্লিগো ওষুধ টা ব্যবহার করেছি তবুও এখনো গাছে ছোট ছোট লেদা পোকা দেখা যাচ্ছে এখন আর কোন ওষুধ ব্যবহার করব জানাবেন স্যার❤

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      King doxa প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।
      লেদা পোকার জন্য মাঝারি দামের ওষুধ।

  • @swapanshit9356
    @swapanshit9356 หลายเดือนก่อน

    স্যর সুপারি গাছে ফলন আসার সময় হয়ে এসেছে এখন প্রতি গাছ পিছু কি পরিমান কি কি সার দেব? যদি ভিডিও থাকে দেবে ন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      10 26 26 সার 400 গ্রাম দিয়ে মাটি চাপা দেবেন।

  • @emranbegh663
    @emranbegh663 หลายเดือนก่อน

    আপ্নি সবজি ক্ষেতে ইউরিয়া দিতে বারন করেন এটার কারন কি জানতে পারি? আমাদের বাংলাদেশের কৃষকতো ইউরিয়া সব্জিতে ব্যবহার করে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      তাড়াতাড়ি গাছকে নরম করে দেয় ,
      পাতা খেতে পোকার খুব খুব ভালো লাগে
      তাছাড়া সহজে রোগ আক্রমন করে।
      এজন্য ধীরে ধীরে গাছ কে উত্তেজিত করতে হবে।

  • @santanumazumder3832
    @santanumazumder3832 หลายเดือนก่อน

    স্যার,ধান শিষ বেরোনোর পর ব্যাকটেরিয়া জনিত শিষ পোড়া দেখা যাচ্ছে কিছু শিষ এ । কি করবো ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      ব্যাকটেরিয়ার জন্য এখন আর কিছু করতে হবে না।
      শুধু শুধু টাকা নষ্ট হবে।

    • @santanumazumder3832
      @santanumazumder3832 หลายเดือนก่อน

      @@farmingadviseranathhalder7579 পাতায় কোনরূপ কোনো লক্ষণ নেই কিন্তু শিষ এ অল্প অল্প দেখা যাচ্ছে।

  • @rayhanhosen5939
    @rayhanhosen5939 หลายเดือนก่อน

    স্যার, কুল গাছে গুটি হলুদ হয়ে যাচ্ছে কি করবো?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      ইলেকট্রন প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া দুবার।

    • @rayhanhosen5939
      @rayhanhosen5939 หลายเดือนก่อน

      @@farmingadviseranathhalder7579 স্যার, বাংলাদেশে পাওয়া যাবেনা তো কোন গুরুপের ঔষধ বলে দিলে উপকার হয়।

  • @subratode8949
    @subratode8949 หลายเดือนก่อน

    ধানের শীষ বেরিয়ে এসে ছে এই মত অবস্থাই ভিটামিন ওষুধ দেওয়া হয়েছে কিন্তু আমার একটি প্রশ্ন ছিল যে ধানের ভিটামিন ওষুধ কি?

    • @Plantgarden225
      @Plantgarden225 หลายเดือนก่อน

      Trasco 5 দিয়ে দিন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      সাগরিকা , বায়ো ভিটা এক্স ,
      ইত্যাদি।

  • @Mostafizurrahman-dr1wx
    @Mostafizurrahman-dr1wx หลายเดือนก่อน +1

    পান বরজ এর ভিডিও করেন না কেন?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน +1

      আসলে আমি এখন চুঁচুড়াতে কাজ করছি।
      এখানে পানের বরজ নেই।
      যদি পান চাষের এলাকায় যাই
      তখন নিশ্চয়ই ভিডিও করে জানাবো।

  • @santanughosh9499
    @santanughosh9499 หลายเดือนก่อน

    ভালো আদার বীজ কোথায় পাবো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      কলকাতার বড়ো বাজারে আদা পটীতে
      শিলিগুড়ির বীজ আদা পাবেন।

  • @RohitMondal-mv5du
    @RohitMondal-mv5du หลายเดือนก่อน

    বৃষ্টির জন্য কিছু করা হচ্ছে না দাদু

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน +1

      হ্যাঁ
      সঠিক কথা ।
      শীতের সবজি চাষ পিছিয়ে যাচ্ছে।

  • @pintughorui1472
    @pintughorui1472 หลายเดือนก่อน +1

    সুভ শুভ শারদীয়ার শুভেচ্ছা❤স্যার শিতের কুমড়ো বীজ বোনার সময় হয়েছে???

  • @rohitdutta543
    @rohitdutta543 29 วันที่ผ่านมา

    Sir apnar songe dekha korte chai ebong apnar kach theke kichu chara ante chai,, kivabe jogajog korbo address ta deben ebong contract no ta dile valo hoi🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  28 วันที่ผ่านมา

      আমি বাড়িতে খুব খুব খুব কম আসি ।
      বাহিরে বাহিরে দিন কাটে।
      বিভিন্ন জায়গায় কাজ করি।
      কি বলবো।

  • @babusonasarkar6237
    @babusonasarkar6237 หลายเดือนก่อน

    দাদা টমেটো চার একটি থেকে আরেকটি দুরত্ব কতটা দেবো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      আড়াই ফুট দূরে বসাবেন।
      কারন পুরো শীতের সময় ফসল উঠবে।
      গাছের চেহারা খুব ভালো হবে ফলন বেশি হবে।

  • @SajjadHossien-j8g
    @SajjadHossien-j8g หลายเดือนก่อน

    আপনার মোবাইল নাম্বারটা পাওয়া যাবে দাদা

  • @glossygarden9473
    @glossygarden9473 หลายเดือนก่อน

    স্যার,❤মাটিতে লাগানো ১০ দিনের লাউ গাছ আর ২০ দিনের সীম গাছে প্রথম খাবার হিসাবে কোন খাবার দেবো?? ঘরোয়া এবং বানজ্যিক রাসায়নিক ভাবে দুটোই বলবেন প্লিস। ❤

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน +1

      সরিষার খোল ও 10 26 26 সার ব্যবহার করবেন।

  • @প্রান্তিককিষান
    @প্রান্তিককিষান หลายเดือนก่อน +2

    Sir
    আমি সুবল বৈরাগী
    Kotulpur, Bankura
    আমি জুলাই 19, 2024 টমেটো ( সিং জিনটা বাহু )
    লাগাইছি। সপ্তাহ 2 আগে থেকে টমেটো তুলছি। মানে বিক্রি করছি
    আমি আগের বছর সাহু লাগাইছিল
    শেষের দিকের ফল গুলো এত ছোট হয়েছিল যে, আমি বাজারে বিক্রি করতে পারিনি।
    আপনি কি সাহু টমেটোর সাইজ একই রকম রাখার জন্য বিশেষ কিছু ব্যাবস্থা নিয়েছেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      আমি সবে চারা বসাচ্ছি।
      নিশ্চয়ই শেষের দিকে ট্রিটমেন্ট করবো।
      ভিডিও তে জানাবো।

  • @RezaulIslam-yv8bc
    @RezaulIslam-yv8bc หลายเดือนก่อน +2

    দাদা মাফ করবেন আপনাকে বিরক্ত করলাম। দাদা আমাকে একটা সহজ হিসাব দিন প্লিজ। বোরো মৌসুমে ডাঙা জমিতে প্রতি শতাংশে কতটুকু করে ইউরিয়া, পটাশ এবং টিএসপি সার দিব । ইউরিয়া তিন কিস্তিতে প্রতি শতাংশে কতটুকু করে দিব।

  • @arunjana3164
    @arunjana3164 หลายเดือนก่อน

    স্যার প্রণাম নেবেন। এভাবে ছটি চারা গত বছর বসিয়ে ছিলাম।এ বছর ও বসিয়েছি। ফলন গাছ প্রতি ১-৫কেজির বেশি হয়নি। ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  หลายเดือนก่อน

      বস্তায় একটু ফলন কম হবে।
      আমি ভিডিও তে বলেছি এটা চাষ
      পদ্ধতি নয় । চারা গুলোর অনেক বয়স হয়ে
      যাচ্ছে
      কেনো ফেলে দেবেন বা নষ্ট করবেন
      এজন্য বলেছি ঐ ভাবে রোপন করুন।