আপনাদের ওখানে স্থানীয় থাইল্যান্ডের চারা পেয়ে থাকলে ওখান থেকে কিনে নেবেন। ভিডিওটিতে দুটো ফোন নাম্বার দেওয়া আছে। ফোন করলে ঠিকানা জেনে যাবেন। অনলাইনের ও ব্যবস্থা আছে। ঐ নার্সারি তে 17টাকা ,30টাকা ও 54 টাকার কাঠাল চারা পাওয়া যায়। এই নিয়ে অবশ্যই ভিডিও আনবো। কিন্তু আসল থাইল্যান্ড চারার দাম 165 টাকা । যে চারা বসালে 8 / 9 মাস পর থেকে ফুল চলে আসবে। আপনারা যদি ওখানকার স্থানীয় এর থেকে যদি কমদামের চারা পেয়ে যান তাহলে আপনাদের ওখান থেকে নিয়ে নেবেন তবে কিন্তু সঠিক বিচার করে।
আর একটা কথা বলি আমি আর আমার ছাত্র দুজনে আবার ওখানে ভিডিও করতে যাচ্ছি । আমাদের কাছে প্রচুর চারার অর্ডার আসছে। ওই নার্সারি বাগানের মালিক কে ওনার প্যাডে লিখে জানাতে হবে যে আমার এখান থেকে চারা কিনলে চাষীর বাগানের সব দায়িত্ব আমার এবং চাষী ঠকবে না। তবেই আপনাদেরকে ওখান থেকে চারা কিনতে বলবো । না হলে আপনারা থাইল্যান্ডের কাঁঠাল চারা অন্য ভালো নার্সারি থেকে ও কিনতে পারেন । জাত টা খুবই ভালো এবং লাভজনক চাষ।
je phone number 2 to deowa ache oi number a call korle apnara je narsarite video korte jaben oi narsari theke chara pabo to ? Amar bagan ready hoye geche sir ami home delivery chara pabo sir 30 pic
Sir amar Purba bardhaman er katwa te bari, ami ki bhabe korte pari jodi ektu bolen, ami prothome 15/20 piece diye suru korbo@@farmingadviseranathhalder7579
খুব সুন্দর স্যার। আপনাদের এই উদ্যেগে সত্যিই চাষি ভাইদের অনেক কাজে লাগবে। আপনার শরীর যেন সুস্থ থাকে এই আশা করি। আরেকটা কথা স্যার, আমি যখন বাজারে আড়তে মাছ বিক্রি করি বেশিরভাগ সময়ই কম দামে বেচতে হয়। যদিও হাটে বসে যারা বিক্র করে তারা সবসময় চড়া দামে ই বিক্রি করে।এই সমস্যা থেকে কী কী ভাবে মুক্ত হওয়া যাবে একটা ভিডিও বানাবেন।
অমি আপনার কথামতো চাষ করে ভালো ফল পাচ্ছি।আপনাকে অনেক ধন্যবাদ,এখন 10টি কাঁঠাল চারার জন্য কথা বলেছি।আপনি অনেক জায়গায় যাচ্ছেন একবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বালিচকে আসুন।
স্যার 🙏 নেবেন। আমি আপনার ভিডিও দেখি, এবং আমি আপনার এই ভিডিও টা দেখে খুবই অনুপ্রাণিত হয়েছি, এই কাঁঠাল গাছ বসাতে চাই, এখনই কি বসাতে পারবো? এখন কি গাছ পাওয়া 10:45 যাবে? আমার বাড়ি হুগলীর চুঁচুড়ার একটি গ্রামে।
আপনি কামার পুকুরের পাশের গ্রামে এসে শ্রীকান্ত দে রামকৃষ্ণ নার্সারি তে যোগাযোগ করুন। ওখানে 17 টাকা , 54 টাকার কাঁঠাল চারা পাওয়া যায়। ঐ চারা নেবেন না। ভালো ও সঠিক চারা কিনবেন। ওনাকে বলবেন ঠকে যেন না যেতে হয়। উনি যেন দায়িত্ব নেন তবেই কিনবেন।
আজ 20 টাকা কেজি পাইকারি দিলাম ঢেঁড়স। মথুরাপুর এ বাজার এর অবস্থা খুব খারাপ sir। তবে আমি এই কাঠাল চারা বসাবো বলে আগে থেকেই ঠিক করে রেখেছি। আনলে আমাকে দেবেন। কুল গাছ তুলে দিয়ে এগুলো বসাবো।♥️ আর আমি ওই লোকের ভিডিও টা দেখেছি আগে। আমারও ভালো মনে হয়েছে।
আমরা দুজন আবার ভিডিও করতে যাবো। ওই নার্সারির মালিক যদি আমাদের ঐ নার্সারির প্যাডে করে লিখে দেন যে আমার এখান থেকে চারা কিনলে চাষী ঠকবে না বা বাগানের সব দায়িত্ব আমার, তবেই আমি ওখান থেকে চারা কিনতে বলবো। না হলে অন্য জায়গা থেকে থাইল্যান্ডের কাঁঠাল চারা কিনতে পারেন। জাত টা খারাপ নয় ।
ঠিকই কথা বলেছেন। আমি আর আমার ছাত্র দুজনে আবার ওখানে ভিডিও করতে যাচ্ছি । ওই ভদ্রলোককে ওনার নার্সারি বাগানের প্যাডে লিখে দিতে হবে যে আমার কাছ থেকে চারা কিনলে চাষীর বাগানের সব দায়িত্ব আমার এবং চাষীর যদি ক্ষতি হয় তাহলে আমি সব দায়িত্ব নেব । এরকম লেখা যদি পাই তবে ই আমি ভিডিওতে জানাবো ওইখান থেকে চারা কিনতে। না হলে ওখান থেকে চারা কিনতে হবে না। থাইল্যান্ডের কাঁঠালচারা আপনি অন্য ভালো নার্সারি থেকেও কিনতে পারেন। জাত টা খুব ভালো এবং লাভজনক চাষ।
স্যার আপনার প্রতিটা ভিডিও নতুন চমক থাকে এক কথায় অসাধারণ,স্যার আপনি কোলকাতায় নিউ আলিপুরে যে দোকান উদ্বোধন করেছিলেন সেই দোকানের ফোন নং টা দিলে ভালো হয়,যে নং টা দেওয়া আছে সেই নং টা পাল্টে গেছে
স্যার এই বারোমাসি থাই ভ্যারাইটির পিংক কাঁঠাল এর দাম ১৫ থেকে ৩০ টাকা মধ্যে পড়েছে আমার। ছোটো গাছ(১হাতের চেয়ে সামান্য বড়), ৬ মাস বয়স এই মুহূর্তে ৭পিস কাঁঠাল এসেছে। আশা করছি মুচি গুলোর মধ্যে আরো অনেক কুঁড়ি অবস্থায় লুকিয়ে আছে। 😊 দাদার কাছে দাম শুনে আমি সত্যিই হতবাক 😢😢😢😢
@kaushikmaity5724 আমি নিজেই কিনেছি 2টি আমার ছাত্র নিয়েছে 20টি যে দাম টা নেওয়া হয়েছে সেটাই বলছি। আর আপনরা যদি এর থেকে কম দামে ভালো পেয়ে যান খুবই ভালো আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য আমার ভিডিওর দর্শক দের কাছে যেনো একটা করে এই বারোমাসী কাঠাল চারা থাকে। এই চাষের মাধ্যমে আর্থিক ভাবে এগিয়ে যেতে পারে। এই বাগান থেকেই যে কিনতে হবে এটা নয়। ঐ নার্সারি তে 17টাকা ,30টাকা ও 54 টাকার কাঠাল চারা পাওয়া যায়। এই নিয়ে অবশ্যই ভিডিও আনবো। কিন্তু আসল থাইল্যান্ড চারার দাম 165 টাকা । যে চারা বসালে 8 / 9 মাস পর থেকে ফুল চলে আসবে।
@AriyanMahatab ঐ নার্সারি তে 17টাকা ,30টাকা ও 54 টাকার কাঠাল চারা পাওয়া যায়। এই নিয়ে অবশ্যই ভিডিও আনবো। কিন্তু আসল থাইল্যানডের চারার দাম 165 টাকা । যে চারা বসালে 8 / 9 মাস পর থেকে ফুল চলে আসবে।
বলছিলাম স্যার গরমে শসা মাটিতে চাষ হবে ভালো??? জমিটা তে একটু নোনা আছে, ফাল্গুন মাসের শেষে শসা হারভেস্ট করতে চাচ্ছি কেমন হবে আমারচাষ (একটু মতামত দিন স্যার) প্লিজ
স্যার, এটা কি থাই ভ্যারাইটি? আমি ভিয়েতনামি all time variety জাতটির কথা জানি। আর এটা বেশ লাভজনক চাষ সেটাও জানি।আমি জানতাম বিঘা প্রতি তিন থেকে চার লাখ টাকা লাভ হয়।কিন্তু আপনি যা বলছেন তা দারুণ একটা ব্যাপার।এর পাইকারি বাজারদর কেমন?এর পরিচর্যার একটা video দেবেন।ভালো থাকবেন স্যার।
Sir baromas boro size r Kacha ichor + Paka kathal both khabar jono koun kathal vareity better? Thai All Time Pink Jackfruit na Viyetnam All time Super Early Pink Jackfruit?
Sir Namaskar 🙏🙏🙏apnar video gulo dekhei ami chas kori ebong upokrito hoi.. Tai kathaler chas amio korbo vabchi but ki kore ei chara pabo... Ami coochbehar theke bolchi.. Bolle valo hoto
এই বারোমাসি কাঁঠাল অর্থাৎ বছরের দুবার বা তিনবার ফলবে এই কাঁঠালের চারা এখন সমস্ত নার্সারিতে পাওয়া যাচ্ছে এবং দাম অনেক অনেক কম । ছোট চারা গুলো ৪০ / ৪৫ টাকা থেকে শুরু আর সাড়ে তিন ফুট থেকে ৪ ফুটের চারাগুলো একশ টাকার মধ্যে দাম হবে। যাচাই করে কিনবেন । ঠকে যাবেন না। আমি একটা ভিডিও করেছি এই কাঁঠাল চারার জালিয়াতি নিয়ে। আমার সাজেশন হলো আর দুমাস পরে একটু বড়ো দেখে চারা কিনবেন , যে চারাতে ছোট ছোট কাঠালের মুচি হয়ে আছে। তাহলে আর ঠকতে হবে না।
নমস্কার দাদা। আমি রতন কুমার আচার্জি, বাংলাদেশের বান্দরবান পার্বত্য জেলায় আমার বাড়ি। সরকারি চাকরি শেষ করে সবে আমার নতুন বাড়ির ছাদ ঢালাই দিয়েছি। আমার ছাদ বাগান করার খুব ইচ্ছে। তাই আপনার ভিডিও দেখে ইচ্ছে করছে আপনাকে দিয়ে আমার ছাদ বাগান শুরু করতে, যাতে তাড়াতাড়ি সফল হতে পারি। জানি আপনি ব্যস্ত মানুষ, তবুও বলছি - একবার এদেশে আসলে বেড়ানোও হতো, আমার ছাদ বাগানটাও আপনার হাতে শুরু করা যেতো। সময় সুযোগ করে কি একবার এদেশে বেড়াতে আসা যায়না ?
Sir, amader kumro gache kumro hochhe r sob kumro poche jache,,khub somossar modhye achi sir,onek bis dichhi but kichui hochhe na..pls sir aktu somadhan korun
বিভিন্ন ফল ঢাকা দেওয়ার জন্য খুব পাতলা সুতির কাপড়ের প্যাকেট পাওয়া যায়। ছোটো কুমড়ো হলে খুব সকালে হাত দিয়ে পরাগ মিলন করে ঐ প্যাকেটের মধ্যে বেঁধে রাখতে হবে। আর মাঝে মাঝে ছত্রাক নাশক ঔষধ স্প্রে করবেন।
ধন্যবাদ জানাই। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি, এখানে ফোন নাম্বার দিলে, আমি খুব অসুবিধায় পড়ে যাব, কারণ অনেকে কমেন্টের প্রশ্ন উত্তর গুলো দেখে । আমি সামলাতে পারবো না।
এখন এই চারা সমস্ত নার্সারিতে পাওয়া যাচ্ছে। চল্লিশ পঞ্চাশ টাকা থেকে শুরু ছোট চারা গুলো , একটু বড় চারা দেখে নিলে ১০০ টাকার মতো দাম নেবে। সব জায়গায় পাওয়া যাচ্ছে।
এখন এই চারা কিনবেন না আগামী পূজার পর কার্তিক অগ্রহায়ণ মাসে একটু বড়ো চারাতে কাঁঠালের মুচি ধরে আছে এমন চারা দেখে কিনবেন। এখান সব নার্সারি বাগানে এই চারা পাওয়া যাচ্ছে। 100 টাকার মধ্যে দাম নেবে।
স্যার প্রনাম নেবেন, এই বাগানের বড়ো এঁচোর তো একটাও দেখলামনা , পারলে বাংলার ভাদ্র মাসের এই বাগানের একটা video দেবেন | তবে বুঝবো এটা বারোমাসি এঁচোর _ কারন একটা Advance ভ্যারাইটি আছে আমার কাছে যেটা পৌষ মাস থেকে ফল দেয় দুই বার
নমস্কার স্যার ভালো আছেন আপনার পরামর্শমত চাষবাস করে কিছুদুর এগাতে পেরেছি আপনার কাছে প্রশ্ন যে কাঁঠাল গাছে এখন কোন ছত্রাক নাশক দিতে হবে এবং ওতে পোকার ওষুধ কি ব্যবহার করব
এখন কম দামের সাফ পাউডার প্রতি লিটার জলে দু গ্রাম মিশিয়ে কাঁঠালের মুচিতে এবং কাঁঠাল গাছের গায়ে ভালো করে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া দুই থেকে তিনবার । তাহলে আর পচে যাবে না ।এবার পোকার ওষুধ পরে ব্যবহার করবেন। আমার ভিডিও আছে ভিডিও দেখে এগিয়ে চলুন ।আপাতত মুচি ঝরে যাতে না যায় সেই জন্য সাফ পাউডার টা স্প্রে করে যাবেন।
ভালো কথা বলেছেন। একটা বিষয় জানাই আমি আর অসীম আবার ওখানে ভিডিও করতে যাচ্ছি। আমাদের কাছে প্রচুর চারার অর্ডার আসছে এখন । ওই ভদ্রলোককে ওই নার্সারি বাগানের প্যাডে লিখে জানাতে হবে যে আমার এখান থেকে চারা কিনলে চাষী ঠকবে না বা বাগানের সব দায়িত্ব আমার তবেই কিন্তু আমি চারা আপনাদেরকে কিনতে বলবো। যদি লিখে না দেন তাহলে কিন্তু ্ব চারা কিনতে বলবো না । তবে থাইল্যান্ডের কাঁঠাল চারা যেকোনো ভালো নার্সারি থেকে কিনতে পারেন ওখান থেকে কিনতেই হবে এমন কোনো মানে নেই। জাতটা সত্যিই খুব ভালো । খুব খুব খুব লাভজনক চাষ ।
এখন চারা কিনবেন না। আগামী পূজার পর কার্তিক অগ্রহায়ণ মাসে একটু বড়ো চারাতে কাঁঠালের মুচি ধরে আছে এমন চারা দেখে কিনবেন তাহলে ঠকতে হবে না। এখন এই চারা সব নার্সারিতে পাওয়া যাচ্ছে। দাম 40টাকা থেকে শুরু। বড়ো চারা হলে 100 টাকার কাছাকাছি দাম নেবে। এখন চারিদিকে এই চারা পাওয়া যাচ্ছে।
স্যার, আশা করি ভালো আছেন, ঝিঙা, উচ্ছে, শষা গাছে বীজ পত্র বাদে এক দুই পাতা করে পাতা ছাড়ছে, এই মুহুর্তের কীটনাশক আর ছত্রাকনাশক কি কি দেবো, প্লিজ বলুন, এবং এই ঝিঙা উচ্ছা, শষা ছোটো অবস্থার পরিচর্যা বিষয়ক কীটনাশক এবং ছত্রানাশক কি কি দিলে ভালো হবে, এই বিষয়ে একটি ভিডিও খুব জলদি ভিডিও বানান।
জেঠু আমার প্রণাম নেবেন। জেঠু state fertilizer যেমন আপনি বলেছেন ওভাবে আমি যদি dap বানাই তাহলে হবে কি । ওই ফসপেট পটাশ ইউরিযা সব একসঙ্গে মিশিয়ে যে কোন শবজি ভাটির উপরে ছাড়ালে কাজ হবে না মাটি চাপা দিতে হবে জানাবেন জেঠু। কাঠালের ভিডিও তারাতারি আনুন।
দাদা আশা করি ভাল আছেন ভালো থাকেন এই কামনাই করি আমি বাংলাদেশ থেকে বলছি চারার দাম কত ৩৩ শতক এক বিঘা জমিতে কত পিকচার লাগবে বাংলাদেশে দেওয়া যাবে কিনা তারপর এর পরিচর্যা কি কি ঔষধ ব্যবহার করতে হবে প্রতিটি চারা দাম কত জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ
ঠিক আছে। তবে এখন চারা কিনবেন না আগামী পূজার পর কার্তিক অগ্রহায়ণ মাসে একটু বড়ো চারাতে কাঁঠালের মুচি ধরে আছে এমন চারা দেখে কিনবেন তাহলে ঠকবেন না। 100 টাকার মধ্যে দাম নেবে। এখন এই চারা সব নার্সারিতে পাওয়া যাচ্ছে। আপনার ওখানকার স্হানীয় নার্সারি বাগানে খোঁজ করুন অবশ্যই পাবেন।
একটু ভিতরে হুগলি জেলার কামারপুকুরে । আমি মনে করি আপনার ওখানকার স্থানীয় ভালো নার্সারিতে থাইল্যান্ডের কাঁঠাল অথবা ভিয়েতনামের আর্লি সুপার জাত এই দুটো জাত খুঁজে দেখুন, আশাকরি নিশ্চিত পেয়ে যাবেন। তাহলে এতো দূরে আসতে হবে না।
@@farmingadviseranathhalder7579 স্যার, বিগত এক মাস খুব ব্যস্ততার জন্য দেখা হয়নি আপনার reply। আমি কামারপুকুর জানি । একটু কামারপুকুর এর কোথায় নার্সারি একটু বলেন, তাহলে খুব উপকৃত হব।🙏🏼
অবশ্যই অবশ্যই হবে। তবে এখন চারার দাম 40টাকা থেকে শুরু। আর এখন এই চারা কিনবেন না আগামী পূজার পর কার্তিক অগ্রহায়ণ মাসে একটু বড়ো চারাতে কাঁঠালের মুচি ধরে আছে এমন চারা দেখে কিনবেন। 100 টাকার মধ্যে দাম নেবে। তখন জানাবেন।
আমরা যে এ বছরে একবার করে যে কাঁঠালের ইচর খাই সেরকম স্বাদ হবে না এতো হাইব্রিড জাত বাজে স্বাদ । তবে চারা গুলোর দাম খুব কম , আমি আগামীকাল ভিডিও আনছি এটা মানুষকে ঠকানো হচ্ছে। এই বিষয়ে আপনাদের জানাবো।
Kaku bolcheki amar kamranga gacher kochi pata sada bariye side and kinara theke pure gacher theke jore pore jachhe ki korle sobuj pata bariye gach valo hoye jabe
কম দামের ওষুধ টাটা মাষ্টার প্রতি লিটার জলে দুই গ্রাম সেই সঙ্গে বোরন দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার। গাছের গোড়ায় জলসেচ দেবেন। তারপর প্রতি লিটার জলে দুই গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট ও পি জি আর দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন।
আর 40 / 45 দিন পর একটু বড়ো চারাতে কাঁঠালের ছোটো ছোটো মুচি ধরে আছে এমন চারা দেখে কিনবেন। দাম হয়তো 120/125 টাকা নিতে পারে ঐ চারা কিনবেন তাহলে ঠকতে হবে না।
গাছ মারা যাবে। আর এখন ঐ চারা কিনবেন না আগামী পূজার পর কার্তিক অগ্রহায়ণ মাসে একটু বড়ো চারাতে কাঁঠালের মুচি ধরে আছে এমন চারা দেখে কিনবেন। 100টাকার মধ্যে দাম নেবে। উঁচু জায়গায় বসাবেন।
স্যার নতুন বছরে আপনার মঙ্গল কামনা করি, আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর আমাদের এমন সুন্দর পরামর্শ দিতে থাকুন। স্যার আমার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার, জয়নগর থানার ধোসা হাটে, আমি আপনার সাথে দেখা করে কিছু পরামর্শ নিয়ে অরিজিনাল থাই কাঁঠাল চারা বসাতে চাইl আপনি কি একটু সময় দেবেন?
কাকাবাবু পিয়াজেঁর ডগা লাল হচ্ছে কি উষুধ দুব এবং রসুন এর ডোগা লাল হচ্ছে কি দুব বা গম গাছের ডগা লালচে হচ্ছে বা পাসকাটির উষুধ বলবেন কিছু মনে করবেন না কাকাবাবু একসঙ্গে তিনটে প্রসন করলাম ভালো থাকবেন
গম গাছে প্রতি লিটার জলে দুই মিলি মিরাকুলান সেই সঙ্গে জিঙ্ক 12% EDTA দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন পাঁচ দিন ছাড়া দুবার। আর ঐ দুটোতে প্রতি লিটার জলে চার গ্রাম Blitox ও পি জি আর দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন পাঁচ দিন ছাড়া দুবার।
আপনাদের ওখানে স্থানীয় থাইল্যান্ডের চারা পেয়ে থাকলে ওখান থেকে কিনে নেবেন।
ভিডিওটিতে দুটো ফোন নাম্বার দেওয়া আছে। ফোন করলে ঠিকানা জেনে যাবেন। অনলাইনের ও ব্যবস্থা আছে।
ঐ নার্সারি তে 17টাকা ,30টাকা ও 54 টাকার কাঠাল চারা পাওয়া যায়।
এই নিয়ে অবশ্যই ভিডিও আনবো।
কিন্তু আসল থাইল্যান্ড চারার দাম
165 টাকা । যে চারা বসালে 8 / 9 মাস পর থেকে ফুল চলে আসবে।
আপনারা যদি ওখানকার স্থানীয় এর থেকে যদি কমদামের চারা পেয়ে যান তাহলে আপনাদের ওখান থেকে নিয়ে নেবেন তবে কিন্তু সঠিক বিচার করে।
Sir best agriculture book Bengali language name ta bolun
শসা গাছের ডগা কুকড়ে যাচ্ছে
কিন্তূ পকা মাকার নেই
Contact number please
গুরু শিষ্য জুটির সাফল্য কামনা করছি
সাদা মাছির উপদ্রব উলালা স্প্রে করুন16লিটার জলে 8-10গ্রাম🇮🇳@@sudiptamaity5162
বাটপারের দুনিয়ায় ইউটিউব এর মধ্যে এরকম একজন ভদ্রলোক মানুষ সৎভাবে কাজ করে যাচ্ছেন সত্যি প্রশংসা দাবিদার
আর একটা কথা বলি আমি আর আমার ছাত্র দুজনে আবার ওখানে ভিডিও করতে যাচ্ছি ।
আমাদের কাছে প্রচুর চারার অর্ডার আসছে।
ওই নার্সারি বাগানের মালিক কে ওনার প্যাডে লিখে জানাতে হবে যে আমার এখান থেকে চারা কিনলে চাষীর বাগানের সব দায়িত্ব আমার এবং চাষী ঠকবে না। তবেই আপনাদেরকে ওখান থেকে চারা কিনতে বলবো ।
না হলে আপনারা থাইল্যান্ডের কাঁঠাল চারা অন্য ভালো নার্সারি থেকে ও কিনতে পারেন ।
জাত টা খুবই ভালো এবং লাভজনক চাষ।
@@farmingadviseranathhalder7579 personal number paya ja be ki
আলুতে অ্যাক্রোবেট তিনবার মেরেছি তাও পুডা ধসা থামছে না কি করবো যদি বলেন
আপনি ঠিক বলেছেন ভাই
je phone number 2 to deowa ache oi number a call korle apnara je narsarite video korte jaben oi narsari theke chara pabo to ? Amar bagan ready hoye geche sir ami home delivery chara pabo sir 30 pic
থাইল্যান্ড কাঁঠাল না ভিয়েতনাম কাঁঠাল কোনটা বেশি ভালো
ভালো লাগলো আপনার উত্তরটা,ভালো থাকবেন, জয় হিন্দ
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
দাদা আপনি একদম ঠিক বলেছেন চাষ আগামী দিনের ভবিষ্যত ।
নমস্কার স্যার 🙏
বাংলাদেশ থেকে-আপনার প্রতিটা ভিডিও শিক্ষনীয়।
ভাই যোগাযোগ করে দেখেন আমিও নিতে চাই
আমি ও নিতে চাই
অসাধারণ একটি ভিডিও যা নিজে চোখে দেখে এলাম গত কাল
ঠিকই বলেছেন।
বাঁকুড়া কোন গ্রাম
আমি ও জানতে চাই, বা৺কুড়াতে আমার বাড়ি@@anantatantubay2622
স্যার এই কাঁঠাল গাছের যত্ন এবং সারা বছরের যত্ন ইত্যাদি বিষয়ে আলোচনা করলে ভালো হয়। ধন্যবাদ
Satty khub valuable information diye video suru karechen
Thanks you sir apnar video gulo kubo valo laga
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
বাস্তব কথা বলছেন। ডিসট্যান্স টা কম হলে পরামর্শ নিয়ে করতাম। কোচবিহার
ঠিক আছে এতো দূরে আসতে হবে না
আপনাদের ওখানে ভালো নার্সারি তে খোঁজ করুন আশাকরি পেয়ে যাবেন
একটা বা দুটো চারা বসিয়ে দেখুন।
সঠিক জাত পেলে ঠকবেন না।
যে ভাবে ভরসা দিচ্ছেন ৭ শতক জমিতে করবো। একটু পরামর্শ দেবেন। জানাবো অবশ্যই।
Sir amar Purba bardhaman er katwa te bari, ami ki bhabe korte pari jodi ektu bolen, ami prothome 15/20 piece diye suru korbo@@farmingadviseranathhalder7579
তুফানগঞ বারি যোগাযোগ করি চার এক সঙ্গে নেওয়া যাবে
Coochbehar amaro nazirhat e@@rkratul1k575
খুব সুন্দর স্যার।
আপনাদের এই উদ্যেগে সত্যিই চাষি ভাইদের অনেক কাজে লাগবে।
আপনার শরীর যেন সুস্থ থাকে এই আশা করি।
আরেকটা কথা স্যার, আমি যখন বাজারে আড়তে মাছ বিক্রি করি বেশিরভাগ সময়ই কম দামে বেচতে হয়। যদিও হাটে বসে যারা বিক্র করে তারা সবসময় চড়া দামে ই বিক্রি করে।এই সমস্যা থেকে কী কী ভাবে মুক্ত হওয়া যাবে একটা ভিডিও বানাবেন।
আচ্ছা চেষ্টা করবো।
অমি আপনার কথামতো চাষ করে ভালো ফল পাচ্ছি।আপনাকে অনেক ধন্যবাদ,এখন 10টি কাঁঠাল চারার জন্য কথা বলেছি।আপনি অনেক জায়গায় যাচ্ছেন একবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বালিচকে আসুন।
আচ্ছা চেষ্টা করবো।
Phone no den dada. Please
চারা কোথা থেকে নিয়েছিলেন?
গঙ্গাসাগর থেকে বলছি
Videogulo bhalo koren chaliye jan sir
ধন্যবাদ জানাই।
Akdom thik Sir , thank you 🙏🙏👍
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন। 🙏🌹🙏
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল
Ful niye video korle valo hoy
সুন্দর উপস্থাপনা ♥️
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
স্যার 🙏 নেবেন। আমি আপনার ভিডিও দেখি, এবং আমি আপনার এই ভিডিও টা দেখে খুবই অনুপ্রাণিত হয়েছি, এই কাঁঠাল গাছ বসাতে চাই, এখনই কি বসাতে পারবো? এখন কি গাছ পাওয়া 10:45 যাবে? আমার বাড়ি হুগলীর চুঁচুড়ার একটি গ্রামে।
আপনি কামার পুকুরের পাশের গ্রামে এসে শ্রীকান্ত দে রামকৃষ্ণ নার্সারি তে যোগাযোগ করুন।
ওখানে 17 টাকা , 54 টাকার কাঁঠাল চারা পাওয়া যায়।
ঐ চারা নেবেন না।
ভালো ও সঠিক চারা কিনবেন।
ওনাকে বলবেন ঠকে যেন না যেতে হয়।
উনি যেন দায়িত্ব নেন তবেই কিনবেন।
আজ 20 টাকা কেজি পাইকারি দিলাম ঢেঁড়স। মথুরাপুর এ বাজার এর অবস্থা খুব খারাপ sir। তবে আমি এই কাঠাল চারা বসাবো বলে আগে থেকেই ঠিক করে রেখেছি। আনলে আমাকে দেবেন। কুল গাছ তুলে দিয়ে এগুলো বসাবো।♥️
আর আমি ওই লোকের ভিডিও টা দেখেছি আগে। আমারও ভালো মনে হয়েছে।
আমরা দুজন আবার ভিডিও করতে যাবো। ওই নার্সারির মালিক যদি আমাদের ঐ নার্সারির প্যাডে করে লিখে দেন যে আমার এখান থেকে চারা কিনলে চাষী ঠকবে না বা বাগানের সব দায়িত্ব আমার,
তবেই আমি ওখান থেকে চারা কিনতে বলবো। না হলে অন্য জায়গা থেকে থাইল্যান্ডের কাঁঠাল চারা কিনতে পারেন। জাত টা খারাপ নয় ।
@@farmingadviseranathhalder7579কবে যাবেন স্যার আমিও যাবো...?
স্যার একটা ভ্যানিলা চাষের ভিডিও বানান। ভ্যানিলা গাছ কোথায় পাওয়া যায়।
Thank you sir , amar proyojon.
খুচরা বাজারে ১০০ টাকা কেজি বিক্রি করতে দেখেছি। তাহলে পাইকারি দাম অনেক কম হবে এটাই স্বাভাবিক।
বাংলাদেশ থেকে দেখছি।❤
ঠিক আছে।
তবু বলবো এটা লাভ জনক চাষ।
স্যর,
প্রণাম নেবেন।
'থাইল্যান্ড ভ্যারাইটি' আর 'ভিয়েতনাম সুপার আর্লি' কি একই জিনিস ?
দয়া ক'রে জানাবেন।
খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ কাকু ভালো থাকবেন শুভ কামনা রইলো মুর্শিদাবাদ জেলা থেকে সেলিম বলছি আমি এই কাঠাল চাষ করতে চাই
মুর্শিদাবাদ জেলা কোথায় বাড়ি হোসেন পুর
রাণীনগর থানা
আমি লালগোলা থেকে
Aapnar prottekta kotha mone chuye jai.
বাংলাদেশের কোথায় পাব বলেন।
বাংলাদেশে সরাসরি পাঠানো যাচ্ছে না ।
যদি পশ্চিমবঙ্গে আপনার আত্মীয়স্বজন থাকেন তাহলে
ওনাদের দ্বারা আপনাকে নিতে হবে।
একদম সঠিক
অসাধারণ
ধন্যবাদ জানাই।
আপনার জন্য শুভকামনা
ধন্যবাদ জানাই।
নদীয়া তে দেকছি ভালো ফলন হচ্ছে।
এখন এই চারা সব নার্সারিতে পাওয়া যাচ্ছে।
দাম অনেক কম।
40 টাকা থেকে শুরু 70টাকার মধ্যে ভালো চারা পাওয়া যাচ্ছে।
দাদা নদীয়ার কোথায় সঠিক চারা পাওয়া যাবে জানালে উপকৃত হতাম।🙏
ভেবেছিলাম সোনা ঝুড়ি গাছ বসাবো, কিন্তু না একটা ফলের বাগান করব, এই গাছ ও সংগ্রহ করব। ধন্যবাদ অনাথ স্যার
বাংলাদেশ থেকে বলছি ,আপনার ভিডিও নিয়মিত দেখি খুবই ভাল লাগে।একটা পরামর্শ দিলে খুবই খুশি হতাম। শসার জমিতে দ্বিতীয়বার শসা দেয়া যাবে কি? রমজান উপলক্ষে
😢 ধন্যবাদ স্যার ভালো থাকবেন আমাদের এখানে কাঁঠাল 50টাকা কিন্তু আসল চারা পাওয়া খুব কঠিন
আমি 2বছর আগে 200টাকা
চারা লাগিয়ে এখনো ফল হয়নি
ঠিকই কথা বলেছেন।
আমি আর আমার ছাত্র দুজনে আবার ওখানে ভিডিও করতে যাচ্ছি ।
ওই ভদ্রলোককে ওনার নার্সারি বাগানের প্যাডে লিখে দিতে হবে যে আমার কাছ থেকে চারা কিনলে চাষীর বাগানের সব দায়িত্ব আমার এবং চাষীর যদি ক্ষতি হয় তাহলে আমি সব দায়িত্ব নেব ।
এরকম লেখা যদি পাই তবে ই আমি ভিডিওতে জানাবো ওইখান থেকে চারা কিনতে।
না হলে ওখান থেকে চারা কিনতে হবে না। থাইল্যান্ডের কাঁঠালচারা আপনি অন্য ভালো নার্সারি থেকেও কিনতে পারেন। জাত টা খুব ভালো এবং লাভজনক চাষ।
Khub sundor
এখন এই চারা কিনবেন না আগামী পূজার পর কার্তিক অগ্রহায়ণ মাসে একটু বড়ো চারাতে কাঁঠালের মুচি ধরে আছে এমন চারা দেখে কিনবেন।
100 টাকার মধ্যে দাম নেবে।
*আচ্ছা স্ট্রবেরির ফলের মিষ্টতা বাড়ানোর জন্য কি চুন আর পটাশ দেব?*
পটাশ সার প্রয়োগ করবেন
আর পাতায় Calpro প্রতি লিটার জলে এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।
ভালো লাগলো দাদা
আসুন সকলকে নিয়ে এগিয়ে চলি।
স্যার আপনার প্রতিটা ভিডিও নতুন চমক থাকে এক কথায় অসাধারণ,স্যার আপনি কোলকাতায় নিউ আলিপুরে যে দোকান উদ্বোধন করেছিলেন সেই দোকানের ফোন নং টা দিলে ভালো হয়,যে নং টা দেওয়া আছে সেই নং টা পাল্টে গেছে
আমি আর ওখানে থাকি না কোনো যোগাযোগ নেই ওদের সাথে।
Pranam sir.valo thakben
খুব সুন্দর চাষ চারা কথায় পাওয়া যাবে
স্যার এই বারোমাসি থাই ভ্যারাইটির পিংক কাঁঠাল এর দাম ১৫ থেকে ৩০ টাকা মধ্যে পড়েছে আমার।
ছোটো গাছ(১হাতের চেয়ে সামান্য বড়), ৬ মাস বয়স এই মুহূর্তে ৭পিস কাঁঠাল এসেছে। আশা করছি মুচি গুলোর মধ্যে আরো অনেক কুঁড়ি অবস্থায় লুকিয়ে আছে।
😊 দাদার কাছে দাম শুনে আমি সত্যিই হতবাক 😢😢😢😢
kotha theke niyecho dada jogajog kora jabe online kuriyer service ache kii
ভাই আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো
@kaushikmaity5724 আমি নিজেই কিনেছি 2টি আমার ছাত্র নিয়েছে 20টি
যে দাম টা নেওয়া হয়েছে সেটাই বলছি। আর আপনরা যদি এর থেকে কম দামে ভালো পেয়ে যান খুবই ভালো আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য আমার ভিডিওর দর্শক দের কাছে যেনো একটা করে এই বারোমাসী কাঠাল চারা থাকে। এই চাষের মাধ্যমে আর্থিক ভাবে এগিয়ে যেতে পারে। এই বাগান থেকেই যে কিনতে হবে এটা নয়।
ঐ নার্সারি তে 17টাকা ,30টাকা ও 54 টাকার কাঠাল চারা পাওয়া যায়।
এই নিয়ে অবশ্যই ভিডিও আনবো।
কিন্তু আসল থাইল্যান্ড চারার দাম
165 টাকা । যে চারা বসালে 8 / 9 মাস পর থেকে ফুল চলে আসবে।
@AriyanMahatab ঐ নার্সারি তে 17টাকা ,30টাকা ও 54 টাকার কাঠাল চারা পাওয়া যায়।
এই নিয়ে অবশ্যই ভিডিও আনবো।
কিন্তু আসল থাইল্যানডের চারার দাম
165 টাকা । যে চারা বসালে 8 / 9 মাস পর থেকে ফুল চলে আসবে।
বলছিলাম স্যার গরমে শসা মাটিতে চাষ হবে ভালো??? জমিটা তে একটু নোনা আছে, ফাল্গুন মাসের শেষে শসা হারভেস্ট করতে চাচ্ছি কেমন হবে আমারচাষ
(একটু মতামত দিন স্যার) প্লিজ
স্যার, এটা কি থাই ভ্যারাইটি? আমি ভিয়েতনামি all time variety জাতটির কথা জানি। আর এটা বেশ লাভজনক চাষ সেটাও জানি।আমি জানতাম বিঘা প্রতি তিন থেকে চার লাখ টাকা লাভ হয়।কিন্তু আপনি যা বলছেন তা দারুণ একটা ব্যাপার।এর পাইকারি বাজারদর কেমন?এর পরিচর্যার একটা video দেবেন।ভালো থাকবেন স্যার।
স্যার
পুকুর পাড়ে এই কাঁঠাল চারা রোপণ করা যায় কি?
হ্যা রোদ্দুর ভালো থাকলে বসাবেন।
Sir baromas boro size r Kacha ichor + Paka kathal both khabar jono koun kathal vareity better? Thai All Time Pink Jackfruit na Viyetnam All time Super Early Pink Jackfruit?
Sir Namaskar 🙏🙏🙏apnar video gulo dekhei ami chas kori ebong upokrito hoi.. Tai kathaler chas amio korbo vabchi but ki kore ei chara pabo... Ami coochbehar theke bolchi.. Bolle valo hoto
এই বারোমাসি কাঁঠাল অর্থাৎ বছরের দুবার বা তিনবার ফলবে এই কাঁঠালের চারা এখন সমস্ত নার্সারিতে পাওয়া যাচ্ছে এবং দাম অনেক অনেক কম ।
ছোট চারা গুলো ৪০ / ৪৫ টাকা থেকে শুরু আর সাড়ে তিন ফুট থেকে ৪ ফুটের চারাগুলো একশ টাকার মধ্যে দাম হবে। যাচাই করে কিনবেন । ঠকে যাবেন না। আমি একটা ভিডিও করেছি এই কাঁঠাল চারার জালিয়াতি নিয়ে।
আমার সাজেশন হলো আর দুমাস পরে একটু বড়ো দেখে চারা কিনবেন ,
যে চারাতে ছোট ছোট কাঠালের মুচি হয়ে আছে। তাহলে আর ঠকতে হবে না।
@@farmingadviseranathhalder7579 🙏🙏🙏
নমস্কার দাদা। আমি রতন কুমার আচার্জি, বাংলাদেশের বান্দরবান পার্বত্য জেলায় আমার বাড়ি। সরকারি চাকরি শেষ করে সবে আমার নতুন বাড়ির ছাদ ঢালাই দিয়েছি। আমার ছাদ বাগান করার খুব ইচ্ছে। তাই আপনার ভিডিও দেখে ইচ্ছে করছে আপনাকে দিয়ে আমার ছাদ বাগান শুরু করতে, যাতে তাড়াতাড়ি সফল হতে পারি। জানি আপনি ব্যস্ত মানুষ, তবুও বলছি - একবার এদেশে আসলে বেড়ানোও হতো, আমার ছাদ বাগানটাও আপনার হাতে শুরু করা যেতো। সময় সুযোগ করে কি একবার এদেশে বেড়াতে আসা যায়না ?
Bandarban tripurar sabrumer kache
Sir, amader kumro gache kumro hochhe r sob kumro poche jache,,khub somossar modhye achi sir,onek bis dichhi but kichui hochhe na..pls sir aktu somadhan korun
বিভিন্ন ফল ঢাকা দেওয়ার জন্য খুব পাতলা সুতির কাপড়ের প্যাকেট পাওয়া যায়।
ছোটো কুমড়ো হলে খুব সকালে হাত দিয়ে পরাগ মিলন করে ঐ প্যাকেটের মধ্যে বেঁধে রাখতে হবে।
আর মাঝে মাঝে ছত্রাক নাশক ঔষধ স্প্রে করবেন।
Onek onek dhonyobad sir❤❤
খুব সুন্দর
আপনার ভবিষ্যৎ উদ্ভাবন শক্তি এই প্রজন্মের জন্য আশির্বাদ । যোগাযোগের নম্বর দিলে ভালো হয়
ধন্যবাদ জানাই।
তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি,
এখানে ফোন নাম্বার দিলে,
আমি খুব অসুবিধায় পড়ে যাব,
কারণ অনেকে কমেন্টের প্রশ্ন উত্তর গুলো দেখে ।
আমি সামলাতে পারবো না।
নমস্কার স্যার থাইল্যান্ড কাঁঠাল চারাকোথাই পাওয়া যায় দয়া করে জানাবেন আমি বীরভূম রামপুরহাট থেকে বলছি
এখন এই চারা সমস্ত নার্সারিতে পাওয়া যাচ্ছে।
চল্লিশ পঞ্চাশ টাকা থেকে শুরু ছোট চারা গুলো ,
একটু বড় চারা দেখে নিলে ১০০ টাকার মতো দাম নেবে। সব জায়গায় পাওয়া যাচ্ছে।
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ স্যার
Dada ami 50 to 100 pis chara lagabo .apnar paramarsa chaichi.ami apner sab video dhekhi.
এখন এই চারা কিনবেন না আগামী পূজার পর কার্তিক অগ্রহায়ণ মাসে একটু বড়ো চারাতে কাঁঠালের মুচি ধরে আছে এমন চারা দেখে কিনবেন।
এখান সব নার্সারি বাগানে এই চারা পাওয়া যাচ্ছে।
100 টাকার মধ্যে দাম নেবে।
স্যার প্রনাম নেবেন, এই বাগানের বড়ো এঁচোর তো একটাও দেখলামনা , পারলে বাংলার ভাদ্র মাসের এই বাগানের একটা video দেবেন | তবে বুঝবো এটা বারোমাসি এঁচোর _ কারন একটা Advance ভ্যারাইটি আছে আমার কাছে যেটা পৌষ মাস থেকে ফল দেয় দুই বার
স্যার নমস্কার,
আন্তরিক ছালাম ও শুভেচ্ছা রইলো। স্যার এই চারাগুলো কি বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আনা সম্ভব কিনা। দয়া করে একটু বললে উপকৃত হোতাম। ধন্যবাদ।
পরের ভিডিওতে জানানোর চেষ্টা করছি।
@@farmingadviseranathhalder7579 অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।
কুল চাষ বা বড়ই চাষ নিয়ে অনুগ্রহ করে একটি প্রতিবেদন করবেন এবং এর ব্যবস্থাপনা পরিচর্যা ও সকল রোগ-বালাই বিষয়ে বিস্তারিত বলবেন ধন্যবাদ আপনাকে।
এখন কথা দিতে পারছিনা।
তবে চেষ্টা করবো।
@@farmingadviseranathhalder7579 Thank you
স্যার আমি দক্ষিণ ২৪ পরগনার, নামখানা থেকে দেখছি, এই চারা পাব কি করে
নমস্কার স্যার ভালো আছেন আপনার পরামর্শমত চাষবাস করে কিছুদুর এগাতে পেরেছি আপনার কাছে প্রশ্ন যে কাঁঠাল গাছে এখন কোন ছত্রাক নাশক দিতে হবে এবং ওতে পোকার ওষুধ কি ব্যবহার করব
এখন কম দামের সাফ পাউডার প্রতি লিটার জলে দু গ্রাম মিশিয়ে কাঁঠালের মুচিতে এবং কাঁঠাল গাছের গায়ে ভালো করে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া দুই থেকে তিনবার ।
তাহলে আর পচে যাবে না ।এবার পোকার ওষুধ পরে ব্যবহার করবেন। আমার ভিডিও আছে ভিডিও দেখে এগিয়ে চলুন ।আপাতত মুচি ঝরে যাতে না যায় সেই জন্য সাফ পাউডার টা স্প্রে করে যাবেন।
আপনি বলেছেন মানে ঠকার কোনো যায়গা নেই ভালো থাকবেন
আপনার ওখানকার স্হানীয় নার্সারি তে খোঁজ করতে পারেন যদি থাইল্যান্ডের কাঁঠাল চারা পাওয়া যায় তাহলে ওখান
থেকে কিনবেন ।
এতো দূরে আসতে হবে না।
Darun sir❤❤❤
ধন্যবাদ জানাই।
আমাদের কে আপনি সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা ধন্য যে আপনার মতো এক জন মানুষ পেয়েছি, কিন্ত আমাদের পরে র প্রজন্ম কে, এই ভাবে এগিয়ে কে নিয়ে যাবে?
ভালো কথা বলেছেন।
একটা বিষয় জানাই আমি আর অসীম আবার ওখানে ভিডিও করতে যাচ্ছি। আমাদের কাছে প্রচুর চারার অর্ডার আসছে এখন ।
ওই ভদ্রলোককে ওই নার্সারি বাগানের প্যাডে লিখে জানাতে হবে যে আমার এখান থেকে চারা কিনলে চাষী ঠকবে না বা বাগানের সব দায়িত্ব আমার তবেই কিন্তু আমি চারা আপনাদেরকে কিনতে বলবো। যদি লিখে না দেন তাহলে কিন্তু ্ব চারা কিনতে বলবো না ।
তবে থাইল্যান্ডের কাঁঠাল চারা যেকোনো ভালো নার্সারি থেকে কিনতে পারেন ওখান থেকে কিনতেই হবে এমন কোনো মানে নেই।
জাতটা সত্যিই খুব ভালো ।
খুব খুব খুব লাভজনক চাষ ।
Sir, health, agriculture and education ta chheredilen
হ্যাঁ
ঠিক ই বলেছেন।
তবে আমি বলতে চাচ্ছি দুটো খুব
জোর গতিতে চলবে।
অন্যান্য গুলো থেমে থাকবে না,
গতি মন্থর হয়ে যাবে।
আমার গ্রাম এ এক জন ৬বিঘা জমি তে এই চাষ করেছেন
যদি সঠিক জাতের চারা হয় আর
ভালো পরিচর্যা করেন ,
তাহলে অবশ্যই অবশ্যই খুব ভালো টাকা আয় করতে পারবেন।
আমি হলদিয়া থেকে লিখছি এখানে একটা চারা পাঠানো যাবে কি
এখন চারা কিনবেন না।
আগামী পূজার পর কার্তিক অগ্রহায়ণ মাসে একটু বড়ো চারাতে কাঁঠালের মুচি ধরে আছে এমন চারা দেখে কিনবেন তাহলে ঠকতে হবে না।
এখন এই চারা সব নার্সারিতে পাওয়া যাচ্ছে।
দাম 40টাকা থেকে শুরু।
বড়ো চারা হলে 100 টাকার কাছাকাছি দাম নেবে।
এখন চারিদিকে এই চারা পাওয়া যাচ্ছে।
স্যার প্রনাম নিবেন । বীরভূমে একটা চারার সেন্টার করলে খুব ভালো হয়
আমি ঐ নার্সারি মালিক কে বলবো।
হয়তো পরে চেষ্টা করবেন।
স্যার, আশা করি ভালো আছেন,
ঝিঙা, উচ্ছে, শষা গাছে বীজ পত্র বাদে এক দুই পাতা করে পাতা ছাড়ছে, এই মুহুর্তের কীটনাশক আর ছত্রাকনাশক কি কি দেবো, প্লিজ বলুন,
এবং এই ঝিঙা উচ্ছা, শষা ছোটো অবস্থার পরিচর্যা বিষয়ক কীটনাশক এবং ছত্রানাশক কি কি দিলে ভালো হবে, এই বিষয়ে একটি ভিডিও খুব জলদি ভিডিও বানান।
আমার ভিডিও দেখে এগিয়ে চলুন।
জেঠু আমার প্রণাম নেবেন। জেঠু state fertilizer যেমন আপনি বলেছেন ওভাবে আমি যদি dap বানাই তাহলে হবে কি । ওই ফসপেট পটাশ ইউরিযা সব একসঙ্গে মিশিয়ে যে কোন শবজি ভাটির উপরে ছাড়ালে কাজ হবে না মাটি চাপা দিতে হবে জানাবেন জেঠু। কাঠালের ভিডিও তারাতারি আনুন।
নাইট্রোজেন সার টা ইউরিয়া না দিয়ে
এমোনিয়াম সালফেট সার নিয়ে তৈরি করতে হবে।এর মধ্যে 20% নাইট্রোজেন আছে।
তবে DAP তৈরি হবে।
দাদা আশা করি ভাল আছেন ভালো থাকেন এই কামনাই করি আমি বাংলাদেশ থেকে বলছি চারার দাম কত ৩৩ শতক এক বিঘা জমিতে কত পিকচার লাগবে বাংলাদেশে দেওয়া যাবে কিনা তারপর এর পরিচর্যা কি কি ঔষধ ব্যবহার করতে হবে প্রতিটি চারা দাম কত জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ
Dada amra lagate chailew lagate parchi na karon hathir upodrob protidin amader supari Bagan nosto kore chole jai department konokichu kore na
তাহলে খরচ করে ঐ চারা বসাবেন না।
Nice video 🎥📷👍
Ami chandrokona town a thaki
Ami chara ke kora pabo please nursary jogajog ta ke kora pabo
ঠিক আছে।
তবে এখন চারা কিনবেন না আগামী পূজার পর কার্তিক অগ্রহায়ণ মাসে একটু বড়ো চারাতে কাঁঠালের মুচি ধরে আছে এমন চারা দেখে কিনবেন তাহলে
ঠকবেন না।
100 টাকার মধ্যে দাম নেবে।
এখন এই চারা সব নার্সারিতে পাওয়া যাচ্ছে।
আপনার ওখানকার স্হানীয় নার্সারি বাগানে খোঁজ করুন অবশ্যই পাবেন।
Katal chas o paricharja ful aasar par paricharja video banan
আচ্ছা চেষ্টা করবো।
*স্যার বাড়ির জমিতে এখন ODC 3 সজনে চারা রোপণ করা যাবে? সাধারণ সজনের সাথে পার্থক্য কি?*
বৎসরে তিন বার ফসল পাবেন।
Apnar ae prochasta sarthak hobei hobe.
বর্ষায় জল বাঁধলে কাঠাল গাছ মারা যাবার হাত থেকে কিভাবে বাঁচাবো বলে দিলে খুব উপকার পেতাম।
বীরভূমের রামপুরহাট বা তার আসে পাশে যদি এই চারা পাওয়া যেত তবে খুব ভালো হতো।
তাহলে আমি নিতাম।
আশাকরি আপনার ওখানকার স্হানীয় নার্সারি বাগানে অবশ্যই এই চারা পাওয়া যাবে।
এতো দূরে আসার দরকার নেই।
এই জায়গাটা খুব ভিতরে।
Nurseryr thikana ta ektu bolun sir. Khub upokrito hoi🙏
একটু ভিতরে হুগলি জেলার কামারপুকুরে ।
আমি মনে করি আপনার ওখানকার স্থানীয় ভালো নার্সারিতে থাইল্যান্ডের কাঁঠাল অথবা
ভিয়েতনামের আর্লি সুপার জাত এই দুটো জাত খুঁজে দেখুন,
আশাকরি নিশ্চিত পেয়ে যাবেন।
তাহলে এতো দূরে আসতে হবে না।
@@farmingadviseranathhalder7579 স্যার, বিগত এক মাস খুব ব্যস্ততার জন্য দেখা হয়নি আপনার reply। আমি কামারপুকুর জানি । একটু কামারপুকুর এর কোথায় নার্সারি একটু বলেন, তাহলে খুব উপকৃত হব।🙏🏼
Saby ches korla dam pabana
Ey katal ful ki pakena r Chara ki vave hoy tar vidio den plisse
এটা সবজি হিসেবে খাওয়া হয়।
পরের ভিডিওতে সব জানাবো।
আমি মুর্শিদাবাদ থেকে বলছি মুর্শিদাবাদের বহরমপুরে কি চারা online এ পাঠানো যাবে
Phone number দেওয়া আছে ভিডিওটিতে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ।
পরের ভিডিওতে জানাবো।
Sir chaler guro mesano matite ful foll sob rokomer gach lagano jabe.
কম করে 20 / 25 দিন চালের গুঁড়া ও মাটি সামান্য জল মিশিয়ে রাখার পর ব্যবহার করবেন।
দাদা আমি উত্তর দিনাজপুর থেকে দেখছি, এখানে 52 শতকে বিঘা। আমার 6 বিঘে জমি আছে। এই কাঁঠাল গাছ এদিকে হবে একটু জানাবেন।
অবশ্যই অবশ্যই হবে।
তবে এখন চারার দাম 40টাকা থেকে শুরু।
আর এখন এই চারা কিনবেন না আগামী পূজার পর কার্তিক অগ্রহায়ণ মাসে একটু বড়ো চারাতে কাঁঠালের মুচি ধরে আছে এমন চারা দেখে কিনবেন।
100 টাকার মধ্যে দাম নেবে। তখন জানাবেন।
Sir ei Knaathal-chaara ki vabey paabo o er rate koto ? Aami Coochbehar thekey bolchhi....
আপনি তো অনেক দূরে আছেন
এজন্য বলবো আপনার ওখানকার স্হানীয় নার্সারি বাগানে খোঁজ করুন
আশাকরি থাইল্যান্ডের কাঁঠাল চারা পাওয়া যাবে।
ওখান থেকে চারা কেনা ভালো।
জাতটা ঠিক হলেই চলবে।এটা সত্যিই
লাভজনক চাষ।
আমার ইচ্ছে অনেক কিছু করবো এ রকম কিন্তু জমি নেই ভাগ্যে চাষ করার
ঠিক আছে।
না থাকলে কি করবেন ।
দাদা নমস্কার, গতকাল তারাপীঠএ হোটেলে এই কাঁঠাল খাইলাম,স্বাদ একেবারেই নাই, ভালো থাকবেন, জয় হিন্দ
আমরা যে এ বছরে একবার করে যে কাঁঠালের ইচর খাই সেরকম স্বাদ হবে না এতো হাইব্রিড জাত বাজে স্বাদ ।
তবে চারা গুলোর দাম খুব কম ,
আমি আগামীকাল ভিডিও আনছি এটা মানুষকে ঠকানো হচ্ছে। এই বিষয়ে আপনাদের জানাবো।
Sir seminis er saksam tomato seed ta online pachina,kothay gele pawa jabe ektu jodi doya kore bolen,tahole khub valo hoy..
আমতলায় একবার খোঁজ করতে পারেন।
স্যার, নার্সারি মালিকের নাম্বারটা কোনটা প্রথম টা শেষের টা? অসীম নস্কর , না পরের টা?
শেষের টা
Thankyou sir shyama pada santra
Kaku bolcheki amar kamranga gacher kochi pata sada bariye side and kinara theke pure gacher theke jore pore jachhe ki korle sobuj pata bariye gach valo hoye jabe
কম দামের ওষুধ টাটা মাষ্টার প্রতি লিটার জলে দুই গ্রাম সেই সঙ্গে বোরন দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
গাছের গোড়ায় জলসেচ দেবেন।
তারপর প্রতি লিটার জলে দুই গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট ও পি জি আর দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন।
স্যার আমি নার্সারিতে গিয়ে কি করে বুজবো যে এটা থাই Verity kathal gachher chara?
আর 40 / 45 দিন পর একটু বড়ো চারাতে
কাঁঠালের ছোটো ছোটো মুচি ধরে আছে এমন চারা দেখে কিনবেন।
দাম হয়তো 120/125 টাকা নিতে পারে
ঐ চারা কিনবেন তাহলে ঠকতে হবে না।
অস্বগন্ধা চাষ সমন্ধে একটি ভিডিও দিন
Jomi te jol jomle sei jomi te ki chas hobe
গাছ মারা যাবে।
আর এখন ঐ চারা কিনবেন না আগামী পূজার পর কার্তিক অগ্রহায়ণ মাসে একটু বড়ো চারাতে কাঁঠালের মুচি ধরে আছে এমন চারা দেখে কিনবেন।
100টাকার মধ্যে দাম নেবে।
উঁচু জায়গায় বসাবেন।
স্যার নতুন বছরে আপনার মঙ্গল কামনা করি, আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর আমাদের এমন সুন্দর পরামর্শ দিতে থাকুন। স্যার আমার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার, জয়নগর থানার ধোসা হাটে, আমি আপনার সাথে দেখা করে কিছু পরামর্শ নিয়ে অরিজিনাল থাই কাঁঠাল চারা বসাতে চাইl আপনি কি একটু সময় দেবেন?
Dada, Amar bari Joynagar..apni ki gaj perecho..tahole Ami kichu gaj nitam
Good wishes dada
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
প্রনাম নেবেন, আমার ২০ শতক মত জমি আছে, যাতে বছরের ৪/৫ মাস জল থাকে, ঐ জমিতে কি চাষ করা যেতে পারে
জল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কচু বসিয়ে দিতে পারেন এবং আষাঢ় মাসে জল জমা শুরু হলে তুলে বিক্রি করে দেবেন।
All time jacket fruit which variety is better
ভিয়েতনামের
আর্লি সুপার জাত ভালো।
এই জাতগটিরনাম ভিয়েতনাম সুপার আরলি আমরা নাশারী মালিকরা পিঙ্ক কাঠাল বলি❤❤
যদি সঠিক জাতের চারা রোপণ করা যায় তাহলে অবশ্যই অবশ্যই ভালো টাকা আয় করা যাবে।
নমস্কার স্যার। জৈব মিক্সড সার অর্থাৎ (সর্ষে খোল, হাড় গুড়, সিং কুচি, বাদাম খোল, নিম খোল) এগুলোর মিশ্রণ কত দিন অন্তর এবং কতটা পরিমাণে একটা 10 ইঞ্চি মাটির পাত্রের গাছে দেওয়া উচিৎ? 🙏
বলছি যে স্যার এই কয়েকদিন আগে যে বৃষ্টি হলো ওই বৃষ্টিতে আমার মটরশুটি জমিতে মটরশুঁটির ফল পচে যাচ্ছে এখন কি ওষুধ দেয়া যাবে একটু বলে দেন
6:38 chara kothy paoa jabe
আপনার ওখানকার স্হানীয় নার্সারি বাগানে খোঁজ করুন আশাকরি পেয়ে যাবেন।
এতো দূরে আসতে হবে না।
না পাওয়া গেলে ঐ ফোনে কথা বলে আসবেন।
নমস্কার স্যার। দেশী ধানের বীজ পাওয়া যাবে।
নদীয়া জেলার ফুলিয়া Agriculture Training centre ওখানে খো খোঁজ করুন আশাকরি পেয়ে যাবেন।
কাকাবাবু পিয়াজেঁর ডগা লাল হচ্ছে কি উষুধ দুব এবং রসুন এর ডোগা লাল হচ্ছে কি দুব বা গম গাছের ডগা লালচে হচ্ছে বা পাসকাটির উষুধ বলবেন কিছু মনে করবেন না কাকাবাবু একসঙ্গে তিনটে প্রসন করলাম ভালো থাকবেন
গম গাছে প্রতি লিটার জলে দুই মিলি মিরাকুলান সেই সঙ্গে জিঙ্ক 12% EDTA
দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন পাঁচ দিন ছাড়া দুবার।
আর ঐ দুটোতে প্রতি লিটার জলে চার গ্রাম Blitox ও পি জি আর দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন পাঁচ দিন ছাড়া দুবার।
কাকাবাবু পরামর্শ দিয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন