Service Holder | সার্ভিস হোল্ডার | Bangla Natok | Chanchal Chowdhury | Prova | Aa Kho Mo Hasan
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Natok : Service Holder
Cast : Chanchal Chowdhury, Sadia Jahan Prova, Brindabon Das, Aa Kho Mo Hasan, Shamim Zaman
Story : Brindabon Das
Director : Salauddin Lavlu
Language : Bangla
Label : G Series
For Mobile : Download RadioG and stream thousands of songs : ➤android.radiogb...
Subscribe to our Exclusive TH-cam Channels and get the latest entertainment
G Series Music : ➤psce.pw/LA9SD
G Series Movies : ➤psce.pw/L7QH3
G Series Drama : ➤psce.pw/KVKSW
G Series Bangla Movie Song : ➤psce.pw/J34SM
G Series World Music : ➤psce.pw/LL78R
G Series Kids : ➤psce.pw/LNSGZ
G Series Classics : ➤psce.pw/KHZR7
G Series Funny Clips : ➤psce.pw/KQVZZ
Newsg24 : ➤psce.pw/JUCSC
Newsg Lifestyle : ➤psce.pw/LDEFU
Get connected with us on Facebook : ➤psce.pw/LQETR
Get connected with us on Instagram : ➤psce.pw/JM7YX
Get connected with us on Twitter : ➤psce.pw/LTEWM
Get the latest news from : ➤www.newsg24.com
#ServiceHolder_NewNatok2021
#ChanchalChowdhury
#SadiaJahanProva
#BrindabonDas
#AaKhoMoHasan
#ShamimZaman
#AaKhoMoHasan_NewNatok2021
#ChanchalChowdhury_NewNatok2021
#Prova_NewNatok2021
#NewNatok2021
#BanglaNatok2021
#BanglaNewNatok2021
#BengaliDrama2021
#GseriesBanglaNatok
#সার্ভিস_হোল্ডার_নাটক
Agniveena, G Series, Hd, comedy natok 2021,
@GSeriesBanglaNatokTelefilm
** ANTI-PIRACY WARNING **
This content is Copyright to Central Music and Video [G Series]. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited from this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
All rights reserved by Central Music and Video [G Series]. This Visual and Audio Element is Copyrighted Content of Central Music and Video [G Series]. Any Unauthorized Publishing is Strictly Prohibited. © G Series Bangla Natok 2021 Bangladesh
আমি ভারতীয়, তোমরা কি জাদুকর? কত সুন্দর ভাবে মানুষের মন জয় করো নিজেদের অভিনয় দক্ষতার মাধ্যমে। তোমাদের সকলকে আমার সেলুট।
ধন্যবাদ দাদা, আপনাদের স্টার জলসা আর জি বাংলার সিরিয়ালের চেয়ে নিশ্চয়ই ভালো লেগেছে
Hmmmm
Thanks
আমাদের নাটকগুলিই সম্পদ
বাংলাদেশর মানুষরা এমনই??
বৃন্দাবন দাস ও সালাউদ্দিন লাভলু কে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া উচিত একমত হলে লাইক দিন
সহমত
R&
I am up for it
সহমত
সহমত
আ খ ম হাসানের অভিনয় যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। উনি জাত অভিনেতা।
বৃন্দাবন দা শুধু নাট্যকার নন, উনি যে একজন অসাধারণ অভিনেতা এই নাটকে তার প্রমাণ পাওয়া গেলো।
খুশীদি তো অসাধারণ। তার কথা বলে শেষ করা যায় না।❤️
সার্ভিস হোল্ডার নাটকটি মানুষের জীবনের সাথে মিলে গেছে । নাটকটি ভালো পুরস্কার পাওয়ার দাবি রাখে ।
Amar Sami r deborer Sathe besi milche
তোর মতো আমারো যদি এক্কান ভাই থাকতো রে মুজা, তাহলে আমিও আফিসার হয়ে যেতাম........ কথাটা কলিজায় লেগেছে।।
নাটকটা অসাধারণ।।।
সত্যি, ডায়লগটা অসাধারণ ছিলো।
@@road2jannat651 তাই নাকি টিটু ভাই
Yes
@@sabbirahmed3177 হ্যাঁ ভাই
Hum Bhai, Boro Bhaider Obodan Choto Bhai ra Emon Vabei Bhule Jaiiii
বলার কোনো ভাষা নেই এক কথায় অসাধারণ l শুধু শিক্ষিত হলেই মানুষ হয় না মানুষ হতে হলে মনুষ্যত্ব লাগে l😢
ভারত থেকে বলছি... কী যে ভালো লাগলো! বলে বোঝাতে পারব না! এরকম মর্মস্পর্শী নাটক খুব কম দেখেছি ! সকল অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই।
Thanks
Parbani?
👌
জোয়েন ফ্যামিলি নাটক টা ও..... দেখবেন৷৷
Forom Pakistan--love u
চোখের জল ধরে রাখতে পারলাম না নাটকটি দেখে। এতো নাটক নয়, এ যেন বাস্তব। স্যালুট জানাই বৃন্দাবন দা কে, লাভলু ভাইকে। আমি ভারতীয় হয়ে বলতে পারি এই উচ্চতর নাটক এখানে হচ্ছে না বর্তমানে।❤
অথচ আইজ আমার এত কস্টের ভাত...........
সত্যিই কখন যে চোখের পানি গালকে ভিজিয়ে দিলো টের পাইনি।
এই দৃশ্য দেখে যদি কারো চোখে পানি না আসে বুঝতে হবে তার সমস্যা আছে।
বাংলার শরৎচন্দ্র বৃন্দাবন দাস।
হিন্দি সিনেমা না দেখে খুঁজে খুঁজে বৃন্দাবন দাস এর লেখা নাটক দেখলে মনে হয়না সময়টা বৃথা কাটালাম।
ভালোবাসা❤️💚💙🧡💜
Same vai
Osadharon bolechen vai
অনেক সুন্দর লিখেছেন, ভাই।। এ নাটকটা আমাদের জীবনের গল্প।। আর বৃন্দাবন দাস আমাদের শরত চন্দ্র।।।
এ
আমার বাবা কৃষক। ভাইকেও পড়িয়ে অফিসার বানিয়েছি।সে এখন এস ডি ও।যদিও এত বড় আত্মত্যাগ আমি করিনি,তবুও কিছুটা মিল আছে আমার জীবনের সঙ্গে এই নাটকের।ভাই স্বীকারই করে না কখনো আমি তার দাদা বলে।অসময়ে পাশে এসে দাঁড়ানো তো দূরের কথা, শত্রুর মতো আচরণ করে।জীবন থেকেই তো নাটক আসে।বাড়িতে এলেও ভাইয়ের দাবি তাকে সাব ডিভিশন্যাল ম্যাজিস্ট্রেট সাহেব বলেই ডাকা হোক! নাটকটি আমার মন ছুঁয়ে গেছে।বাস্তব এমনই হয়।
😭😭
আমাদের মামার ছেলে বড়ো চাকুরে ,সে হায়দ্রাবাদে চাকরি করে |আগে এক সঙ্গে সাইকেলে নিয়ে কত ঘুরেছি ,কত চপ মুড়ি খেয়েছি |সে এখন মস্ত বড়ো অফিসার পাত্তা দেয় না.
Arokom o hoi bhai bastove? Mon choto korien na. Ekta bhai na porichoi dik. Mone rakhben Amra sobai bhai bhai. Apnar anek bhai ache.
কথাটা শুনে খুব কষ্ট পেলাম ভাই সাহেব
Sorry
ভারত থেকে বলছি
সত্যিই দাদা হার্ট টাচিং নাটক ।
চোখের জল চলে এলো।
জ্বি ধন্যবাদ সবাইকে।
Hi
👍
বন্ধুদের সাথে বসে নাটকটি দেখছিলাম, তাই হাউমাউ করে কাঁদতে পারিনি। শুধু চুরি করে চোখের পানি মুছেছি বারবার।
I salute farmers.
আমি বহু নাটক দেখেছি তবে এই নাটকের মত অতি বাস্তব ও সত্য কাহিনী এতটাই নিপুণ যে একজন ১৮ বছরের যুবকের টনক নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট । ,,,, অসম্ভব সুন্দর ❤️ ,,, অসম্ভব অভিনয় পুরো টিম এর ,,,,,❤️❤️❤️
আমার জীবনের শ্রেষ্ঠ নাটক সার্ভিস হোল্ডার বৃনদাবনদাস পরিচালক তাকে হাজার স্যালুট
এত সুন্দর করে পুটিয়ে তুলেছে
অসাধারণ লেগেছে
আর কান্ন কার না আসবে এই নাটক দেখে
কলকাতা থেকে বলছি...... এত সাবলীল ভাবেও অভিনয় করা যায়!!!!!! বলিউড দেখে দেখে যখন ক্লান্ত হয়ে এরকম অভিনয় দেখি , তখন মনের সব ক্লান্তি দুর হয়ে যায়। এটা টাইপ করতে করতে আমার হাত কাঁপছে...... চোখ দিয়ে জল পড়ছে.....
Same bro
🧐
Bhai valo natok thik ase but indian movie shate compire koiren na
ঠিক তাই
Hii kmn acan ??
বৃন্দাবন দাস, ও সালাউদ্দিন লাভলু স্যার কে,, অনেক অনেক ধন্যবাদ। তোমরা আছো বলে, আমরা প্রবাসীরা বহু দুর থেকে, আমাদের গ্রাম প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই 😍😍
নাম দুটি ভালোবাশি
নাটকটি যতবারিই দেখি চোখের জ্বল ধরে রাখতে পারিনা।
@@sksajib3132,, hmm
ভারতীয় ভাই বোনেরা যখন আমাদের দেশের নাটক দেখে প্রসংশা করে তখন আমাদের খুবই ভালো লাগে
অপূর্ব লাগে (ভারত থেকে)
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
কি জন্য ভাল লাগে।বাল
বাংলাদেশের নাটক বেস্ট I liked
কমেন্ট গুলো পরতেছিলাম,,, আমাদের পশ্চিম বঙ্গের সবাই নাটক দেখে এতো প্রশংসা করলো দেখে অনেক ভালো লাগলো।
এই প্রথম নাটকটি দেখলাম। সত্যিই অসাধারণ। এমন নাটক হয়তো আর বানাতে পারবে না এখনকার পরিচালকরা। সবাই তার স্ব স্ব যায়গা থেকে খুব ভালো অভিনয় করেছেন। ❤️❤️❤️
আমার জীবন এ দেখা বেস্ট একটি নাটক,, যা দেখার পর ঘুমন্ত বিবেক জাগ্রত হয়ে যায়,,,আই স্যালুট ইউ বৃন্দাবন স্যার,,,,,
সত্যিই বলেছেন আমি নিজেকে আয়নায় দেখলাম।
কোথায় হারিয়ে গেল সেই সোনালী দিন।😢😢😢।। এই নাটকগুলো কখনো পুরান হবে না।
স্মৃতি হিসেবে রেখে গেলাম। 16=01=24
অপূরবো..অসাধারন.. আমি তো বৃন্দাবন দাসের fan হয়েগেলাম.. কলকাতা থেকে বলছি...
আমাদের নাটক বেশি বেশি দেখবেন
কি বলবো। আমি বাকরুদ্ধ। অসম্ভব ভালো একটা নাটক 🎭 দেখলাম। সত্যিই অসাধারণ গল্প ও অভিনয় 👌। চোখে জল এসে গেল। অনেক অনেক শুভেচ্ছা রইল 🇮🇳 💗💗💗
আমি WB থেকে। অসাধারণ একটা নাটক। নাটকটা এত ভালো লেগেছে যে বলে বোঝাতে পারব না। নাটকটায় প্রত্যেকের অভিনয় খুব খুব সুন্দর হয়েছে।এ সমাজে কৃষকরাই সবচাইতে উত্তম সমাজসেবী।। প্রভা দিদির স্যালুট টাকে আমি সমর্থন করি। ধন্যবাদ বাংলাদেশ।
২০২৪ সালে এসে যারা নাটকটি দেখছেন তারা লাইক দেন অসাধারণ একটি নাটক
আমি গর্বিত আমার দেশে এমন সব জীবনমুখী মনজুড়ানো নাটক নির্মিত হয়🥀
বৃন্দাবন দা আপনি কি মানুষ না অন্য কিছু! কোটি কোটি প্রণাম দাদা আপনাকে, ঈশ্বর যেন সবসময় আপনাকে ভালো রাখে।🙏🙏💖
চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে 😢
স্যালুট জানাই সেই সব বড় ভাই দের।
যারা কিনা নিজের সুখ চিন্তা না করে,মাথার ঘাম পায়ে ফেলে
ছোট ভাইকে অফিসার বানায়💚💚
0
তখন এ কষ্ট লাগে যখন সে স্বীকার করে না বড় ভাইকে
যেমনটা হয়েছে আমার আব্বুর সাথে
আজও কষ্ট পায় সে
😔😔😔😔
কেমনে হয় বেঈমান,,, চাচা নতুন বিয়ে করার পর আমাদের বাসায় চাচীকে দাওয়াত দেওয়া হয়েছিল
ওনি আমাদের বাসায় এসে বলে কি নোংরা বাসা
😭😭😭
চাচা চাচী দুইজন এ dr cilo
আমারও সপ্ন cilo dr হবো
ওনারা বলেছিল dr হওয়া এত্ত সহজ না সবাই পারে না
কিন্তু আজ আমি ও একজন মেডিক্যাল কলেজের স্টুডেন্ট
মেডিক্যাল এ porteci
বাবার সপ্ন পূরণের জন্য
হম
@@dr.anamikakabir9926 অশুভকামনা 🥰
তুমি এগিয়ে যাও, দোয়া করি।
চোখের পানি আর আটকাতে পারলেম নে।
শেষ দৃষ্টি দেখে।
বৃন্দাবন দাসের শ্রেষ্ঠ নাটক এটা আমি মনে করি
আমিও বড় ভাইয়ের কষ্টের টাকায় বড় হওয়া একজন মানুষ,,,,,,,আমার ভাই যখন ৫০০০ টাকার বেতনে চাকরি করতো,,,তখন আমাকে লেখাপড়া করার জন্য মাসে ৩০০০ টাকা করে পাঠাতো,,,,এখন বুঝি কত কষ্ট করে টাকা পাঠাতো,,,ভালো থাকুক সব এমন রক্ত পানি করা বড় ভাইয়েরা,,❤️❤️❤️❤️
😥😥😥😥😥
Allah sobar vai der valo thakar tawfiq dan koruk. .sathe amar vai der o
@@best_techolve6746 কয়েক বছর ভিতরে এমন নটক দেখিনা।এখনকার নাটক ভাল লাগে না কিন্তু এই নাটক দেখে আমি কান্না থামাতে পারলামনা।
😥😥😥
ভাই?? আপনার ভাই কে ককনো কষ্ট দিবেন না???
আজ নাটকটা দেখলাম আর কাঁদলাম
সত্যি অসাধারণ কাহিনি।
আমি আন্তরিক ভাবে অভিনন্দন জানাই বৃন্দাবন স্যারকে। এতো সুন্দর একটা নাটক আমাদেরকে উপহার দেয়ার জন্য।
কি যে এক চাপা কান্নায় বুক ভেঙে গেল কি করে বোঝায়। অসাধারণ, স্যালুট বৃন্দাবন দাস, সালাউদ্দিন লাভলু স্যার।বেঁচে থাকুন আজীবন। বেঁচে থাকুক আপনাদের এই অপরুপ সৃষ্টি।
পরিশেষে স্যালুট জানাই আমাদের দুই সৃষ্টিশীল মানুষকে, এত সুন্দর উপস্থাপনার জন্য, সত্যিই যে এই নাটকের মর্ম বুজবে তার চোখ ভিজবে, ধন্যবাদ।
এগুলোই হচ্ছে নাটক, এখানে শিক্ষার অনেক কিছুই আছে। ধন্যবাদ সালাউদ্দিন লাভলু ভাই।
Hip-TVexrfrt ftCTCTTV TV
বৃন্দবন দাশ,,,সালাউদ্দিন লাভলু নয়।
#Ripon আপনার ভুল হচ্ছে, এই নাটকের পরিচালক সালাউদ্দিন লাভলু।
@@Luku7767হুম,,, রচনা করেছেন বৃন্দবন দাশ
... খুব সুন্দর একটা নাটক...! সকলের অভিনয় অসাধারণ...! তবে এখানে সাদিয়া জাহান প্রভা-কে বেশ ভালো লাগলো। উনি উনার গন্ডি থেকে বেরিয়ে খুব আবেগ দিয়ে অভিনয় করেছেন...! প্রভা আপু, খুব ভালো লাগলো আপনার অভিনয়...! ❤️❤️❤️
বৃন্দাবন দাস , সালাউদ্দিন লাভলু ভাই সত্যি অসাধারণ ছিল নাটকটি
hi
২০২৪ এ আবার,,,,
Old is always Gold
নাটকটা অতিরিক্ত ভালো লেগেছে...চোখে জল এসে গেল....INDIA থেকে ভালোবাসা রইলো আর চঞ্চল sir fan ami
কৃতজ্ঞ দাদা।
বাংলাদেশ থেকে ভালোবাসা জানাই।
❤❤
@@amirhossain3371 অসংখ্য ধন্যবাদ আপনাকে
Me indian hu vai kaise ho
তোমাদের দেশে সব আজগুবি নাটক বানায়। শুধু বউ শ্বাশুড়ির ঝগড়া। পরকিয়া। আর নষ্টামি নিয়ে সিরিয়াল
পশ্চিমবঙ্গ থেকে নাটকটা দেখলাম। শুধু দেখলাম বলা ভুল হবে। দেখে হাউ হাউ করে কাঁদলাম বিশেষত শেষটা দেখে। বৃন্দাবন দাসের মত একজন দাদা পেলে অনেক ভাইয়ের জীবন উৎরে যেত। সেলাম বাংলাদেশ এই ধরনের জীবনমুখী নাটক উপহার দেবার জন্য। ভালোবাসা রইল।
আপনার প্রতিও রইলো বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা
alright brother i really feel it crying 💓
সেলাম অশুদ্ধ সালাম বলুন
এ নাটকটি দেখে কাঁদবে না, এমন কোন পাষাণও মনে হয় খুঁজে পাওয়া যাবে না।
প্রিয় দাদা বৃন্দাবন দাস❤️❤️🌺🌺🙏
আমিও একজন বড়ভাইয়ের কস্টের টাকায় মানুষ তাই আল্লাহর কাছে বলি যেন বড় ভাইয়ের সম্মানটা দিতে পারি।
আমি ও সেইম ভাই
insha'Allah.amin
@@jaforkhan9490 ))67)ññ8ķñ)ñ
Ĺñ 😕😕
@@jaforkhan9490 v
N,.
...mm
আমার বাবা নাই but আমাকে আমার বড় ভাই শহরে রেখেছে পড়াশোনা করার জন্য। আমার ভাই অন্যের কাজ করে আমাকে টাকা পাঠায়।৩/৪ মাস পর পর বাসায় যায়। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি বড় চাকরি করে বড় ভায়ের মুখ উজ্জ্বল করতে পারি।১০ বছর ধরে ফোন ব্যবহার করি but আজ এই প্রথম ইউটিউবে কমেন্ট করলাম।
বানিয়ে গল্প মারা বাদ দেন।
Kire tui robiul naki?
Amr teka de sala
হেডা মেয়া বাংলা কমেন্টের শাতে আবার ইংলিশ but লাগাই
আলহামদুলিল্লাহ্
১০ বছর যে মানুষ ফোন চালায় সে দশ বছর পর কমেন্ট করে তাও এতটা সাজিয়ে 😂?শালা মিথ্যুক কোথাকার 😂
I am an Indian. আমি যখন খুব ছোটো ছিলাম তখন বাড়িতে টিভি ছিল না। রেডিওতে সারাক্ষণ বাংলাদেশ বেতার শুনতাম। যাত্রা, নাটক, সিনেমার বিজ্ঞাপন, পন্যের বিজ্ঞাপন, আঞ্চলিক অনুষ্ঠান, সব এখনো আমার মনে আছে। নামাজ এবং বাংলা তর্জমা ও মুখস্থ করে ফেলে ছিলাম। আমার বাবা মা সরকারী স্কুলের টিচার ছিলেন। আমার মুখে আরবি নামাজ বাংলা তর্জমা শুনে খুব খুশি হয়েছিলেন। তখন আমি ক্লাস থ্রি ফোরে পরি।কেনো জানি না বাংলাদেশের সব কিছু আমাকে ভীষণ আকর্ষণ করে। আমার জীবনের সবচেয়ে বড় সাধ একবার বাংলাদেশে যেতে চাই। বাংলাদেশের মাটি জল হাওয়া মানুষ সব কিছুর স্পর্শ পেতে চাই।মাঝে মাঝে খুব মন খারাপ হয়, আমাদের ভাষা এক, অনুভূতি এক, শুধু ধর্ম টা আলাদা বলে প্রতিবেশী শত্রু হয়ে গেল!!
আপনি অবশ্যই আসবেন
অবশ্যই আসবেন , বাংলার মাটির মানুষের অথিতিয়তা দেখে যাবেন 🥰
প্রতিবেশী শত্রু নয়।বন্ধু।
@@mdyousufali5311 আমি মনে প্রানে তাই ই বিশ্বাস করি। আমার এ বিশ্বাস চিরকাল অটুট থাকবে। কিছু মানুষের কারনে সমগ্র বাঙালি জাতির অপমান আমি কিছুতেই মেনে নেবো না। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমনি ,হিন্দু তাহার প্রান। বাংলাদেশের উন্নতি হলে, বিশ্বের দরবারে সমৃদ্ধ হলে আমার খুব আনন্দ হয়। আমার দেশের প্রতি সম্মান রেখেই বলছি, বাঙালির উন্নতিতে আমি কোনো সীমানা, কাঁটা তারের বেড়া দেখতে পাই না ।খুব ভালো থাকবেন দাদা। শুভ শারদীয়ার প্রতি শুভেচ্ছা ও ভালবাসা নেবেন স্যর।
বাংলাদেশের মানুষ অন্য ধর্ম কে যথেষ্ট সম্মান করে যতোটুকু দেখেছি
সা লা রা চোখের পানি বের করেই ছারলো সুপার অভিনয়,,,
Right vai
ভাইয়া আপনার বকার মধ্যে ভাললাগা আছে
Same to you bro
অনেক কষ্ট লাগলো দেখে। আসলে বাস্তব জীবনে আমি এমন কষ্ট না পেলেও এটা দেখে আমার চোখে পানি আসছে।
Golam Rahman Hajra hi
কারা মূর্খ আর কারা জ্ঞানী, এই কথা অনেক সুন্দর লাগছে, বৃন্দাবন দাস সেরা পরিচালক ও অভিনেতা
33:54 -36:16
অসাধারণ অভিনয় , যেন পল্লী গ্রামের বিদায় মাখা এক স্মৃতির গল্প লুকিয়ে লুকিয়ে কোন ক্যামেরাম্যান ভিডিও করেছে ।
বৃন্দাবন দাস স্যার ও লাভলু স্যারের অসাধারণ কৃতিত্ব😮
এমন মীরজাফর এর অভাব নেই 💔💔 পিতা-মাতার কষ্ট বড় ভাইয়ের কষ্ট অনেকেই ভুলে যায় 🙏
নাটকটা দেখতে গিয়ে কখন যে চোখের পানি এলো কিছুই বুঝতে পারলাম না। এক কথায় অসাধারণ নাটক। এই নাটক টা এই দেশের অনেক মানুষের জীবনের সাথে মিলে যায়।ব্রিন্দাবন দাশ ও সালাউদ্দিন লাভলু স্যারের প্রতি অনেক শুভকামনা রইলো
অনেক অনেক salute বৃন্দাবন বাবু এবং তাঁর total team কে,এমন ভাবে চোখে জল আসবে ভাবিনি,ঈশ্বর আপনাদের ভালো রাখুন- - - - কলকাতা
বৃন্দাবনদাস আর সালাউদ্দিন লাভলু ভাই,,, চোখের পানি বের করে নিলো,,,,আহ কি সুন্দর অপরুপ গল্প,,,,,,বিশ্বসেরা মানের গল্প/নাটক❣️❣️❣️❣️❣️
অসাধারণ, আমরা বাঙালি, নেতারা আমাদের এক হতে দেয় না। তাই তো কঁটাতারের বেড়া টপকে মনটা ওপার বাংলায় চলে যায়। এমন সুন্দর নাটক দেখে পঃ বঙ্গ থেকে বাঙালি হিসাবে গর্ব বোধ করছি।
ধন্যবাদ ভাই
ভাই আমার বাংলার নাটক,গোটা পৃথিবীর সেরা নাটক।
বাঙালি হতে পেরে আমরাও গর্বিত
আমাদের আঞ্চলিক ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হয় না? এটা পাবনার আঞ্চলিক ভাষা।।
@swapan kumar dada sharajiboner ei afsos niyei amader cholte hohe. 1 Banglar moddhe jara kata tarer bera diyechhe tader kokhono maf korbona.
আমি ভারতীয়,, আমার জীবনের দেখা এটি একটি সেরা নাটক সত্যি প্রতিটা দৃশ্যই আমার চোখ দিয়ে জল বের হয়েছে
Ar tomader natok vai sudu porokia
Bhi it is not a serize of star jalsa. It is called bengali real natok presented our Lovlu and Binadabon & other strongest performer .mind it.
একজন ভারতীয় হিসাবে বাংলাদেশের যতগুলো নাটক দেখেছি, এই নাটকটি প্রথম দশের মধ্যে থাকবে।
হুমম
Apni,, Monpora Movie Ta Dakhen,, Choncal Sir Er,💝Kub Valo Lagbe
@Dr Saikat Chowdhury Lou by
Tefwhry56ewdgjbfsyuregvcvjiyewwgjiuesgjkddjjfsshuraznkkkywrirwgvsg
@@উচিতজবাব-প৭ন the
এত সুন্দর অভিনয় বিশেষ করে দাদার ।সত্যি I salute farmers.
২০২৩ সালে আবারও কে কে আসছেন এই অসাধারণ নাটকটি দেখার জন্য একটা লাইক দিয়ে সারাদিন ধন্যবাদ??
😔
আমি
Dekteci
Ami
😢
যদিও 3 বছর পর দেখলাম।
ভারত থেকে লিখছি। অসাধারণ! চোখে জল এসে গেলো।
আমাদের নাটক দেখার জন্য ধন্যবাদ,,, আমাদের নাটক দেখবেন
Akdom bastab katha amio kedechhi natok dekhte dekhte
বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ
বাংলাদেশের নাটক মানে কিছু শিক্ষনীয় বিষয় ধন্যবাদ দাদা।
দুধ িিিিিওওুএধদদ িুগগওপহ
শেষের ৫ মিনিটে যদি কারো চোখে পানি না এসে থাকে,তাহলে বলবো সে এক অনুভূতিহীন পাথর।।।
স্যালুট নাটকের সাথে সম্পৃক্ত সবাইকে💓💓💓💓
এই নাটক দেখ পানি ধরে রাখা অসম্ভব,😭😭
ঠিক বলেছেন
Akdom amro choke pani chole aseche 😢😢
শুধু চোখে পানি আসেনি,মনের ভিতর চাপা কান্না কাউকে শেয়ার করতে পারি নাই।
নাটকটা খুব সুন্দর
নাটক একটা সমাজের আয়না তা এসব নাটক না দেখলে মানুষ অনুভব করতে পারবে না। ❤❤❤❤
আমি ভারতীয় কিন্ত অবাক হয়ে যাই আপনাদের নাটক গুলো দেখে,স্টার জলসা,জি বাংলার থেকে হাজার গুণ ভালো আপনাদের নাটক গুলো।
সাকিন সারিসুরি নাটক দেখার আমন্তন রইলো
বাংলাদেশের সিনেমার চেয়ে নাটক গুলো অনেক ভালো। ধন্যবাদ আপনাকে
পঃবাংলার চ্যানেলের সঙ্গে যুক্ত লেখক পরিচালক প্রযোজকদের পূর্ব বাংলা থেকে ট্রেনিং দেয়ার ব্যবস্থা করুন যাতে উনাদের পরিবেশিত অখাদ্যকর নাটকের কিছুটা হলেও উন্নত হয়।
অগুনক ভালো
জ্বি
ত্রিপুরা থেকে বলছি.....
সত্যিই এটা অসাধারণ নাটক 👍👍 ❤️
পড়ালেখা বেশি করিনি যতটুকু করছি
বড় ভাইয়ের অবদান কখনো বুলবোনা
ভাই আমার, আমার বাবার সমতুল্য,
অসাধারণ অসাধারণ খুব সুন্দর হয়েছে, আমাদের দেশের চলচ্চিত্রের ছবি এরকম সুন্দর করে বানাইলে, আমার মনে হয়, বাংলার সবাই ছবি দেখতে আগ্রহবুদ্ধ করবে
অনেক সুন্দর একটা নাটক বার বার দেখি
th-cam.com/video/N4c0TAM4xtk/w-d-xo.html
আমি ভারতীয়(পশ্চিমবঙ্গ).....আমার দেখা সেরা নাটক এটা.....অনবদ্য script....অসাধারণ অভিনয় প্রতিটা শিল্পীর....মন ছুঁয়ে গেল.....😊😥
th-cam.com/video/zMtvaRR5jgc/w-d-xo.html
বাংলাদেশে এরকম হাজার হাজার নাটক আছে।
Asadharan ,anabadya ekti natak .ami natakti dekhe abhibhuto apurba acting , story & director anek anek suvechha o bhalobasa puro team .chokher jal dhare rakhte parchilam na asankha dhnyabad bangladesher natakguli ke kolkata theke♥️♥️♥️
কি অপূর্ব! অসাধারণ লাগলো নাটকটি। কত সুন্দর অভিনয় প্রত্যেকের, মনে দাগ কেটে গেল। ভারতে এই ধরনের নাটক হয় ই না। ধন্যবাদ সকল কলাকুশলীদের।
শ্রীরামপুর, ভারতবর্ষ
সত্যি একদম মন ছুঁয়ে গেলো 🥺বৃন্দাবন দাস,akhomo হাসান ,চঞ্চল চৌধুরী ❤❤❤ love from coochbehar west bengal
বড় ভাই ও ভাবির চরিত্র টা অসাধারণ ছিলো। স্যালুট এ রকম ভাই-ভাবি দের!
ওদের দেখে বাবা-মা কে খুব বেশি মনে পরছে আজ! 😥😥😥
বিন্দাবন দাস একজন ভালো পরিচালক ও ভালো অভিনেতা। তার অসাধারণ রচনা সমাজে ভ্রাতৃত্ববোধ বন্ধনে আবদ্ধ করে।
এই নাটক রচনা করেছেন সেই বড় ভাই। বৃন্দাবন দাস। অসাধারণ হয়েছে।
@@bikashroy3465 রাইট বলেছেন
ভিতরের " ভিত "নাড়িয়ে দিল।
অসাধারণ নাটক।
চোখের জল কখন বেড়িয়ে পড়েছে বুঝতে পারিনি।
মুর্শিদাবাদ
পশ্চিমবঙ্গ
ভারত
❤️
thanks
oll
কেন ভাই আমাদের জী বাংলা স্টারজলসা এরা অস্কার পেয়েছে, সংসার ভাঙ্গার জন্য
মমৌহহপওওই9ইউওওপওঘঃঃইইওওও৮৮মঢওপতওহহএঘহগহ
2021 সালে সার্ভিস হোল্ডার এই নাটকটি যারা দেখেছেন একটা লাইক দিন শুধু তাদেরকেই দেখতে চাই
নাটক মানুষের দরপন আর এইসব নাটক মানুষের দরপন সঞ্চলিত করে। ❤❤❤
বৃন্দাবন দাদারে,,,,,আমার যদি টাকা থাকত,,,,তাহলে তোমার এই নাটকের জন্য ১ লক্ষ টাকা পুরস্কার দিতাম।।।অসাধারণ গল্প,, অভিনয়।।।
এই নাটকের ২য় সিকুয়াল চাই।অনুরোধ
এমন মান সম্মত নাটক পৃথিবীর আর কোথাও হয় কিনা জানিনা,এক কথায় অসাধারন এক নাটক বানিয়েছেন।ধন্যবাদ লেখক এবং পরিচালককে।
আমি ভারতীয় কিন্তু নিয়মিত brindabon babur ও চঞ্চল বাবুর নাটক দেখি l আর এই natok টি অসাধারণ l
আমাদের নাটক দেখার জন্য ধন্যবাদ,,, এবং বেশি বেশি আমাদের নাটক দেখবেন
বৃন্দাবন বাবু আর চঞ্চল বাবু না বৃন্দাবন দাস আর চঞ্চল চৌধুরী
সত্যি আমি খুব খুশি এতো সুন্দর একটা নাটক সকলের মাঝে তুলে ধরার জন্য লেখার অনেক কিছু ছিলো কিন্তু আমার চোখের পানি আমাকে আটকে দিলো সব শেষ এটুকু বলতে পারি সকলের জন্য শুভ কামনা রইলো 👍♥️
মন ছুয়ে গেলো নাটক টা,আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা একটু উচ্চশিক্ষিত হয়ে অতিথ ভুলে যায় বড় ভাইয়ের অবদান ভুলে,তাদের মত শিক্ষিত লোকদের আমি ঘৃনা করু।
I'm from India, This is a UNIQUE SHORT FILM I HAVE EVER SEEN BEFORE... ....I want to salute the writer and the director as well as the actors...you guys just AWESOME !!
পশ্চিম বাংলা থেকে দেখলাম চোখে জল এসে গেল ।অনেক অনেক অনেক সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য লেখক
ও সকল কলাকুশলি দেরকে অজস্র ধন্যবাদ ।সবাই ভাল থাকবেন।
আমাদের আঞ্চলিক ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হয় না? এটা পাবনার আঞ্চলিক ভাষা।।
সুধু একটা নাটকি নয়, একটা জীবনের বাস্তব গল্প।
ধন্যবাদ ভারতীয় দের বাংলাদেশি নাটক দেখার জন্য
সত্যি নাটকটা অসাধারণ, হৃদয় কেপে উঠার মতো এক অভিনয় এবং কথা গুলো!!!!
নাটকটা আজ সামনে আসলো,আগে দেখি নাই।
সত্যি চোখে কখন যে পানি চলে আসলো নিজের অজান্তেই বুঝতেই পারলাম না।
আমার মতো কে কে ২০২১ এসে প্রথম দেখলেন
হ
ami dekhlam choke jal ane dilo
ঠিক ভাই
আজই দেখলাম।সত্যি চোখে জল চলে আসলো
@@lightofislam4906 চফবাংলান্সতপক
সত্যি অসাধারণ!
সর্বকালের সেরা নাটক গুলোর একটা এটা।
আমি ভারতীয় তোমাদের নাটক গুলো মন কেরে নেয়। যেমন অভিনয়, তেমনি কাহিনী আমি সেলুট জানাই বাংলাদেশের নাটক শিল্পীদের। 👌👌
Ll
আমাদের নাটক, আপনাদের চলচ্চিত্র ভালো লাগে ।
Thanks vai
আমি একজন বাঙালী, তারপর আমি ভারতীয়,
আমি এই নাটকগুলি খুব ভালোবাসি,
অ খ মো হাসান, মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস,
I like them
২০২১ সালে এসেও কারা এই নাটকটি দেখেছেন তারাই লাইক দিন।আসলে নাটক লেখক ও পরিচালকের তুলনা হয় না। এই নাটকটির আরও পর্ব চাই
নাটক দেকতে গিয়ে চোখে পানি চলে আসল
আমি
এর পরে আর কোনো পর্ব শুরু করে নাই
বৃন্দাবন বাবু কোন প্রশংসাই আপনার জন্য যথেষ্ট নয় l যেমন আপনার লেখা তেমন আপনার ও সকলের অভিনয় l চোখের জলের বাঁধ ভেঙে গেল আটকাতে পারলাম না l অনেক অনেক শুভ কামনা l ❤️
What a story , script, dialogues, acting everything are like pure 24 caret gold. 🙏 from 🇮🇳
🙈😁😁😀😄😇
Amar mote sera natok dekhlam ajke mone rakhbar moto sobar ovinoy ami malda w b india theke bolchi
বৃন্দাবন দাস ও সালাউদ্দিন লাভলু কে আজীবন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া উচিত। একমত হলে লাইক দিন।
২০২৪ সালে এসেও বৃন্দাবন দাসের নাটক দেখি😘🥰
অথচ আইজ আমার এত কস্টের ভাত এভাবে ফেলে চলে যাচ্ছে😭😭
কথাটা কলিজায় গিয়ে লাগছে
আমারও চোখে জল এসে গেছে, সত্যি
সত্যি আই সেলুট ফারমার্স
সব বড় ভাই এমন হয় না আজ আমি আমার মা বাবা কে নিয়ে খুব কষ্টে জীবন জাপন করতেছি শুধু বড় ভাই নামক জানোয়ার গুলার কারনে???😭😭😭😭😭😭
পৃথিবীতে এরকম মানুষের অভাব নেই
@@দুঃখবিলাসীহাবিব Right
আমি একজন ভারতীয়। এটি নাটক নয়। বাসতব জীবনেরপ্রতিচছবি। অতীত ই মানুষকে বাঁচিয়ে রাখে কিন্তু সেই অতীতকে ভুললে চলবে না। বৃন্দাবন ভাই আপনাকে শতকোটি সালাম। আমরা শুধু ব ই পড়ি কিন্তু জ্ঞান অর্জন করি না ।তাই আমাদের অন্তর অন্ধকারে ডুবে থাকে।
।
সত্য কথা
u r right
I am also Indian but sotti natok to dekhe mugdho hoa gelm.
thanks bro
ঠিক বলেছেন ভাই। মানুষের অতিত তার জন্য অনেক বড় কিছু।
আমি ইন্ডিয়ান, বাংলাদেশের নাটক খুবই ভালো লাগছে,
আপনাদের সিরিয়াল গুলোতে ৩ মাথা ছাড়া আর কিছু নেই । প্রথমে দুজনের প্রেম পরে আর একজন জুটে।
সত্যি নাটকটা অসাধারণ এই প্রথমবার দেখতে এলাম। যা আমারর ফ্যামিলির মধ্যে প্রায় অনেকটাই মিল আছে। বাস্তবসম্মত অভিনয়
এ ভাই তুই কাদিস কেন। অাজ অামার এত কস্টর ভাত। কথা গুলো কলিজায় লাগে। what a actor by brindabon das ❤️❤️
আমি একজন ভারতীয় ।দীর্ঘদিন পর একটা ভালো নাটক দেখলাম ।এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ।এই নাটকটিকে সুন্দর ভাবে উপস্থাপিত করার জন্য নাটক নির্মাতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।
এই নাটকটা দেখার পরে যে বিবেকবান মানুষ যার হৃদয় আছে তারা তাদের চোখের জল আটকিয়ে রাখতে পারবেন না আমি ১০০% সিওর।
যারা হযরত মোহাম্মদ (স) কে ভালোবাসেন তারা লাইক দিন
হযরত মুহাম্মদ ছিল খুনী,ধর্ষক,ডাকাত,শিশুকামী,যৌনপিপাসু
Mane khub kasto pylam. Tabe apnar kachhe theke er cheye beshi kichu asha kara jayna.
@@mdfaridul2442
যা সত্য তাই বলেছি ।মুহাম্মদ ছিল খুনী,ধর্ষক,ডাকাত
@@ramkrishnasarkar3935 tore ke je korbo valo kotha bol
@nadia sultana এই নাদিয়া খানকি, এইটা কি নবী (সাঃ) কে নিয়ে লেখার জায়গা, খালি লাইক চাও, আর মানুষ ভাবুক তুই ধার্মিক। দেখ, তোর এই লেখায় এক হিন্দু শয়তান যে তোর বাপ লাগে আমার নবীকে কি জঘন্য ভাষায় গালি দিল।
কার কার কাছে সার্ভিস হোল্ডার নাটক টা ভালো লেগেছে দেখি সেই বন্ধুগুলোকে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে
Such heart touching natoks I never watched on India.It is Brindaban Das by whom only possible to write such natoks.This will make him immortal..All acted well
Amar Valo Legeche
ড়ড়
Amar❤️
Amaro
কিরে এত তাড়াতাড়ি ভুলে গেলি একই স্কুলে পড়েছি নদীতে গোসল করেছি ,,আখম হাসানের কথাগুলো শুনে ,,চোখ দিয়ে পানি চলে এসেছে আমার।
Hummm
Amar o
@@ariyanahmed8086 ßßসসসসসসসসসসসসসসসসসসসসসসßসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসßসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসßßßßসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসßßসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসď
কত বার দেখছি তার হিসাব নেই নাটক টি। আজও দেখলাম তবুও কাঁদলাম। দোয়া করি বৃন্দাবন দাস, লাভলু স্যার দীর্ঘজীবী হোন। তাঁদের এমন কোন নাটক নেই যা আমি দেখি নি। তবে আশা করি সামনের দিনগুলোতেও আরো ভালো কিছু দেখবো।
আমি একজন ভারতীয়। এই অসাধারণ নাটক টি কত মানুষের জীবনের সাথে মিল খায়
কিন্তু দাদা আপনার কথা তো ভারতীয়দের সাথে মিল খায় না
@@ahasanhabib4115 কোথায় কি রিপ্লাই দিলেন!!?
Hun bhai
@@alpacino9226 aie natokti kono desh ullekh Kore banano hoini atate jeta hoi seta dekhano hoyechhe Jodi apnar jibone ata hoini tobe apni bhagoban. Apni bharot barser kotha bole bhul korechhen. Amio bharotiyo
@@ahasanhabib4115 bharotio itihas pore kotha bolun. Apnader deser natok dekhte anek bhalo lage .pry sob natok kichhu na kichhu sikchha dei. Kono aggayan loker kotha sune a sob reply diben na plz
বৃন্দাবন দাস মানে ভালো লেখকঃ পরিচালক আর চঞ্চল চৌধুরী মানেই ভালো অভিনেতা
অসাধারণ নাটক
ভারতবাসী হয়েও এই বাংলাদেশী নাটক মন জয় করে নিয়েছে এত সুন্দর একটা নাটক দেখার সুযোগ আপনারা না থাকলে হয়তো হতো না।
আপনাদের এই নাটক কতটা ভালো লেগেছে টা বোঝাবার মতো ভাষা আমার কাছে নেই আপনাদের আমার হৃদয় দিয়ে স্যালুট জানাচ্ছি।
❤❤❤অসাধারণ ❤❤❤
নাটকের শেষ দৃশ্যে চোখের জল ধরে রাখতে পারলাম না। ভারত(পশ্চিম বঙ্গ) থেকে বলছি।
আমিও
বছর ১২ বছর আগেও মেমোরি কার্ডে দেখেছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি সেদিন।
Apnara jokhn amader natoker prosongsa koren tkhn khub sarthok gorbito lage
আপনার যে-মন ভালো লাগছে তদরুপ আমারও ভালো লাগছে।