Bongso Rokhe | HD1080p 2017 | ft Mosharraf karim | Chonchol Chowdhury | Salah Ahmed

แชร์
ฝัง

ความคิดเห็น • 1.7K

  • @subratabala6009
    @subratabala6009 ปีที่แล้ว +242

    আমি ভারতীয়,,, কিন্তু কি বলব,,, বাংলাদেশের নাটক মানেই তুলনা হয় না,তার উপর চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিম মানে অসাধারণ,,,,,আমার প্রিয় অভিনেতা,,,,,

    • @rideformemories463
      @rideformemories463 ปีที่แล้ว +2

      Ekdom Mosharraf karim & chanchal both of them are Gem

    • @md.shamim8890
      @md.shamim8890 ปีที่แล้ว

      আমি যখন থেকে বুঝতে শিখছি ভারতের কুসংস্কার রীতিনীতি নাটক দেখি নাই।আমাদের সমাজ মেনে নিতে পারে না

    • @bdboygaming2095
      @bdboygaming2095 7 หลายเดือนก่อน

      ​@@rideformemories463X

    • @user-zb4gx1ol7o
      @user-zb4gx1ol7o 7 หลายเดือนก่อน +1

      ভারতের কোন জেলায়

  • @Akash_hossen921
    @Akash_hossen921 5 หลายเดือนก่อน +97

    ২০২৪ সালে এসেও যারা এই পুরানো নাটক গুলা দেখেন তারা আসলেই সবাই একটা করে লিজেন্ড ❤

    • @user-fp5ny6hw2p
      @user-fp5ny6hw2p 4 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @LiliAkter-ol4fh
      @LiliAkter-ol4fh 8 วันที่ผ่านมา

      লিজেন্ড না ভাই এই গ্রামের পুরোন নাটক গুলাই সেই ছোট বেলার কথা মনে করিয়ে দেয়

    • @user-hy7vp5es1x
      @user-hy7vp5es1x 8 วันที่ผ่านมา

      আমি আছি

  • @kakalichakraborty6081
    @kakalichakraborty6081 3 ปีที่แล้ว +297

    আমি ইন্ডিয়া থেকে।বাংলাদেশের নাটকের নেশায় পড়ে গেছি।ইউটিউবে প্রতিদিন নাটক না দেখলে ঘুম আসে না।মোশাররফ করিমের অন্ধ ভক্ত ছিলাম,এখন চঞ্চল চৌধুরিকেও অসম্ভব ভালো লাগছে।নাটকে বাংলাদেশ অনেক এগিয়ে।

    • @md.jahangiralam8889
      @md.jahangiralam8889 3 ปีที่แล้ว +6

      এরকম কয়েক হাজার ভালো নাটক আছে আমাদের বাংলাদেশে। গ্রামীন কিংবা শহুরে যে কোনো পরিবেশের নাটকই দুর্দান্ত। নিয়মিত দেখবেন। অসংখ্য ভালো অভিনেতা অভিনেত্রী আছে আমাদের।

    • @akshoyanandsingh3861
      @akshoyanandsingh3861 2 ปีที่แล้ว

      Same 4 me

    • @akshoyanandsingh3861
      @akshoyanandsingh3861 2 ปีที่แล้ว +1

      Right, Me too a non Bengali ardent fan of Bangla natok

    • @mdhossain5883
      @mdhossain5883 2 ปีที่แล้ว +1

      মন চাইলে।। সাকিন সারিসুরি নাটক দেখেতে পারেন

    • @kakalichakraborty6081
      @kakalichakraborty6081 2 ปีที่แล้ว

      @@mdhossain5883 দেখেছি কয়েকটা এপিসোড।সত্যিই অসম্ভব ভালো।

  • @sumon1776
    @sumon1776 3 ปีที่แล้ว +505

    ওরা কারা যারা সিনেমার থেকেও বেশি বাংলা নাটক দেখে ☺
    লাইক দিয়ে সাড়া দাও 👍

    • @shikharoy3148
      @shikharoy3148 ปีที่แล้ว +2

      দারুন নাটক

    • @nittanandomondal665
      @nittanandomondal665 ปีที่แล้ว

      Me

    • @skdilu901
      @skdilu901 ปีที่แล้ว

      @@shikharoy3148 হ

    • @RAKIBHASAN-ee1vv
      @RAKIBHASAN-ee1vv ปีที่แล้ว

      Watashi

    • @nayabali1450
      @nayabali1450 ปีที่แล้ว

      ​@@nittanandomondal665
      Sfbhvxnkxrgrs.Ghigjxkyoiikxkkixnhn
      😂rrr😅uje😮reef🎉f6gy 🎉.
      Minn 😮🎉😢😮😅😅😊😊😅😅😅😅😮 Fk}?#)27" 4😅

  • @RR-rf4gt
    @RR-rf4gt ปีที่แล้ว +22

    ইন্ডিয়া থেকে বলছি বাংলাদেশ নাটক এর দিক থেকে পৃথিবীর সেরা

    • @RajibKritania1971
      @RajibKritania1971 ปีที่แล้ว

      ভূতের মুখে রাম নাম

  • @mdsabir9870
    @mdsabir9870 3 ปีที่แล้ว +1163

    কি বলব রে ভাই আমি তো ইন্ডিয়ার মানুষ কিন্তু বাংলাদেশের নাটক ছাড়া দেখিনা আবার যদি পাড়া গ্রাম এর নাটক হলে তো কথাই নেই 😍😍

    • @chetonabaaz7298
      @chetonabaaz7298 3 ปีที่แล้ว +12

      Bjp

    • @ahmedrayhan4483
      @ahmedrayhan4483 3 ปีที่แล้ว +11

      স্বাগতম আপনাকে দাদা,, বাংলা নাটকে

    • @kamrulhasan7141
      @kamrulhasan7141 3 ปีที่แล้ว +15

      ধন্যবাদ দাদা আপনি যেহেতু আমাদের দেশের নাটক পছন্দ করেন ঠিক তেমনি আমরা আপনাদের দেশের সিনেমা বিশেষ করে তেলেগু দক্ষিণ ভারতীয় মুভি কলকাতার মুভি মুম্বাইয়ের মুভি আমরা সব পছন্দ করি।

    • @abirmridha965
      @abirmridha965 3 ปีที่แล้ว +6

      তুই শালা , বাংলাদেশী মাল , ইন্ডিয়া আসছো তাই ইন্ডিয়ার মানুষ তাই না ।

    • @tilokbarua2592
      @tilokbarua2592 3 ปีที่แล้ว +5

      তুই মিথ্যুক বাংলা‌দেশী

  • @srksamir99
    @srksamir99 4 ปีที่แล้ว +240

    সালেহ আহমেদ, উনি আমার দাদা হন। বাস্তব ক্ষেত্রেও উনি অনেক মজার লোক ছিলেন। সমাজের সকলের সাথে উনি খুব হাসি খুশি ব্যবহার করতেন। ছোট বাচ্চারা রাস্তায় উনাকে হাটতে দেখলে পিছু ছাড়তো না। কারণ উনি বাচ্চাদের দেখলে পকেট থেকে দুটো করে চকলেট বের করে দিতেন। খুব মিস করি দাদাকে। আজ তার নাটক দেখে আরো বেশি মিস করছি। ভালো থাকুন পরপারে। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন।

  • @onlinejagat886
    @onlinejagat886 5 หลายเดือนก่อน +5

    ২০২৪ সালে এসে কেকে দেকতেছেন❤❤❤❤

  • @israfilhossain1445
    @israfilhossain1445 5 ปีที่แล้ว +412

    বৃন্দাবন দাস ♥
    চঞ্চল চৌধুরী ♥
    মোশারফ করিম ♥
    একেক জন আমাদের রত্ম।
    ভালোবাসা ♥♥♥

    • @sohansikdar8572
      @sohansikdar8572 3 ปีที่แล้ว +3

      What about Saleh Ahmed acting? He is one of the most talented actor all of but without Proper Recognition.

    • @adnantibro850
      @adnantibro850 3 ปีที่แล้ว +5

      আ খ ম খানের কথাটা বলা দরকার ছিল

    • @sanjoyroy8000
      @sanjoyroy8000 3 ปีที่แล้ว +1

      Aar A KHA MA HAASAN... Darun actor...

    • @rubaiyatahnaftazwar3154
      @rubaiyatahnaftazwar3154 2 ปีที่แล้ว +4

      সালাউদ্দিন লাভলু কই যাবে?

    • @sahebdeysarkar6293
      @sahebdeysarkar6293 2 ปีที่แล้ว

      একদম সত্যি কথা ❤❤❤

  • @prince1608
    @prince1608 2 ปีที่แล้ว +20

    Top list
    1 বৃন্দাবন দাশ
    2 সালাহ উদ্দিন লাভলু
    3 চনচল চৌধুরী
    4 আ খ ম হাসান
    5 মোশাররফ করিম
    আরো আছে সারিসুরি নাটকের বিষেশ চরিত্রের মান্নান ভাই🥰 এছাড়াও শাহানাজ খুশি সহ সারিসুরি নাটকের মোট অভিনেতা /অভিনেত্রি💝💝💝💝
    বাংলার অন্য এক ধারা বাহিক নাটক হার কিপটে

  • @noyanahamed98
    @noyanahamed98 3 ปีที่แล้ว +78

    বর্তমান যুগের নাটকের চাইতে
    অতীতের নাটক গুলোই best ❤️❤️❤️

  • @tofaelahamed4612
    @tofaelahamed4612 4 ปีที่แล้ว +177

    নাটকের এই জেনারেশনটা ছিলো বেস্ট।এরপর আসলো পরবর্তী জেনারেশন তারা নাটকের গুস্টি উদ্ধার করে পেললো।বাংলা নাটকের অকাল মৃত্যু ঘটে গেলো।

  • @dipakdas7346
    @dipakdas7346 4 ปีที่แล้ว +403

    সত্যিই খুব সুন্দর নাটক,2020তে কেকে দেখেছেন like দিয়ে বুঝিয়ে দিন

  • @mdyasirarafatsaikat626
    @mdyasirarafatsaikat626 4 หลายเดือนก่อน +4

    হার কিপটে নাটকের প্রতিটি অভিনেতার অভিনয় আমাকে এতটাই মুগ্ধ করেছে যার রেষ সারাজীবন থেকে যাবে।
    আর এই অভিনেতাদের যেকোনো নাটক মনোমুগ্ধকর।

  • @mdjahidhasan3227
    @mdjahidhasan3227 ปีที่แล้ว +20

    বাংলাদেশ এর নাটক বিশ্বের সবচেয়ে সেরা

  • @user-bw9lo7yy9h
    @user-bw9lo7yy9h 2 ปีที่แล้ว +78

    এখন ২০২১ সাল,আজ থেকে ২০ বছর পর হয়তো আমাদের দেশ অনেক উন্নত হবে,সাথে মানুষগুলোও।কিন্তুু পাড়া গায়ের এই রকম মজার নাটক গুলো ভুলে যাওয়ার নয়,সত্যিই অসাধারণ ❤️❤️

  • @rubelchoudhury9505
    @rubelchoudhury9505 2 ปีที่แล้ว +45

    বাংলাদেশের একজন টেলেন্ট অভিনেতা ছিল সালেহ আহমেদ, উনার কথা বলার ষ্টাইল ও অভিনয় এক কথায় অসাধারণ।

  • @sabbirahamad2467
    @sabbirahamad2467 ปีที่แล้ว +14

    ২০২৩ এই নাটক কারা দেখতেছেন জাতি জানাতে চাই

  • @rubeldas4983
    @rubeldas4983 4 ปีที่แล้ว +31

    চঞ্চল চৌধুরী মোশাররফ করিম দুজনই বাংলা নাটকের সেরা অভিনেতা

    • @mdbijoy5991
      @mdbijoy5991 3 ปีที่แล้ว

      অনেক সুন্দর নাটক এটা

    • @mdrabbi796
      @mdrabbi796 2 ปีที่แล้ว

      মুশারফ বেস্ট নাকি চঞ্চল বেস্ট

    • @fayezbiswash5660
      @fayezbiswash5660 15 วันที่ผ่านมา

      তাদের পাশাপাশি ফারুক আহমেদও আছে সেরার তালিকায়

  • @koushikbarua2556
    @koushikbarua2556 3 ปีที่แล้ว +39

    সালেহ আহমেদ আসলে অনেক বড় অভিনেতা।। হুমায়ুন স্যার খুব ভালো জানতেন।। উনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন।।উনার মূল্যায়নটা সেভাবে হয়নি।।।। আফসোস।।। চঞ্চল, মোশারফ আর ডলি জহুরের তো কোন তুলনা নাই।।।

  • @md.mohibulislamshovon7993
    @md.mohibulislamshovon7993 4 ปีที่แล้ว +59

    সালেহ আহমেদ কি অসাধারণ অভিনেতা.....!!!

  • @apurbadas5146
    @apurbadas5146 3 ปีที่แล้ว +55

    বৃন্দাবন দাশের রচনা মানে গল্প টা অসাধারণ হবে❤️

  • @sunnyakash635
    @sunnyakash635 2 ปีที่แล้ว +216

    আমার মত কে কে আছেন ২০২২ এ এসে এখনো এই নাটক গুলো দেখেন.?? লাইক হবে

  • @sukumarbanerjee1167
    @sukumarbanerjee1167 2 ปีที่แล้ว +24

    সশ্রদ্ধ প্রনাম জানাই প্রতিটি কুশলীদের। অনবদ্য অভিনয়। মন মুগ্ধ পরিবিশনা। আমি ইন্ডিয়া থেকে আপনাদের দেশের এই সকল প্রতিটি নাটকের নিয়মত দর্শক।

  • @gourbiswas891
    @gourbiswas891 4 ปีที่แล้ว +190

    বাংলাদেশের চঞ্চল চৌধুরী আমার প্রিয় অভিনেতা আমি তার অন্ধ ভক্ত অসাধারণ অভিনয় সত্যি ভাবা যায় না এত মজার মানুষ উনি অসাধারণ অসাধারণ উনার নাটক গুলো খুবই ভালোবাসি পশ্চিমবঙ্গ থেকে

    • @nabinghosh3736
      @nabinghosh3736 3 ปีที่แล้ว +1

      Ho

    • @mstanzil1933
      @mstanzil1933 2 ปีที่แล้ว +1

      চঞ্চল চৌধুরীর সাকিন সারি সুরি নাটক টা বেস্ট

    • @mdmijan1147
      @mdmijan1147 2 ปีที่แล้ว

      ধন্যবাদ ইন্ডিয়া থেকে দেখার জন্য

    • @prodipbiswas3642
      @prodipbiswas3642 ปีที่แล้ว +2

      আমি আসাননগর, নদীয়া, পশ্চিমবঙ্গের (ভারতের) থেকে রোজই বাংলাদেশের নাটকগুলো দেখি ভীষণ ভালো লাগে খুঁজে পাই বাংলা সাংস্কৃতির সঠিক ঠিকানা ( কখনো বাংলার ঘরবাড়ী মাঠ খেলাধূলা বাংলার গান বাংলার আঞ্চলিক ভাষা নদনদী বাংলার খাবারদাবার একান্নবর্তী পরিবারের ঝলক আরো কতকিছু আর যাইহোক এবাংলার মতো একটা ছেলের বিয়ের পর আর একটা মেয়ে জোরজবরদস্তি করে সেই ছেলের সাথেই সম্পর্ক গড়বার চেষ্টার সব নাটকগুলো যা বাংলার সাংস্কৃতির সাথে মেলে না ইউরোপীয় কালচারে মিলিয়ে দেওয়ার চেষ্টা।) বাংলাদেশের নাটকগুলো খুব ভাললাগে বেঁচে গেছি । বাংলাদেশের নাটকগুলোর কাহিনি এক একটা আলাদা আলাদা ভাবে লেখা আমাদের দেশের নাটকগুলোর মতো একই কাহিনীর নাম বদলিয়ে লেখা না ওরা আরো উন্নতি করুন বাংলা সাংস্কৃতিকে এমনিভাবেই ধরে রাখুক আশা রাখি।

    • @AnamulHaque-pw4fd
      @AnamulHaque-pw4fd ปีที่แล้ว

      @@prodipbiswas3642 Humayun ahmed,brindabon daser lekha natokgulo dekhen onek valo lagbe

  • @shobujmali6635
    @shobujmali6635 5 ปีที่แล้ว +147

    চঞ্চল চৌধুরী দাদা আপনি একজন মজার মানুষ, আমি আপনার অনেক বড় ভক্ত

  • @manabendrakhan8497
    @manabendrakhan8497 2 ปีที่แล้ว +30

    আমি পশ্চিমবাংলার ছেলে, এত ভালো নাটক, এত সুন্দর অভিনয় খুব কম দেখেছি, ধন্যবাদ সমস্ত নাটকের কলাকুশলীদের।

  • @udayali4837
    @udayali4837 3 ปีที่แล้ว +18

    🇮🇳💛🇧🇩anek bhalo akta natok. Musharraf bhai Chanchal best always acting. Thank you very much.💙💚🇮🇳🇮🇳🇮🇳

  • @kamalshiek4468
    @kamalshiek4468 4 ปีที่แล้ว +33

    মোশারফ করিম আর ছন্চল চৌধুরী থাকলে নাটক দেখার মজাই আলাদা

  • @khanrobin2
    @khanrobin2 2 ปีที่แล้ว +26

    বাংলা নাটকের কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী 🥰🥰

  • @monirmolla7915
    @monirmolla7915 4 ปีที่แล้ว +31

    মোশারফ করিম, চনচল চৌধুরী দুইজন ভালো অভিনয় করে

  • @sm.shagor4980
    @sm.shagor4980 4 ปีที่แล้ว +86

    বাংলার প্রান,,,/,,,গর্ব
    হুমায়ুন আহমেদ
    সালাউদ্দিন লাভলু
    ব্রিন্দাবন দাস
    চঞ্চল বস,,,১

  • @md.tahsanariyankhan1932
    @md.tahsanariyankhan1932 ปีที่แล้ว +39

    ' মহানবী (সঃ) এর বিদয় হজ্বের ভাসণ আপনার জীবনকে আলোর পথ দেখাবে '

    • @ashimdeuri
      @ashimdeuri ปีที่แล้ว

      বাল ফালাবে বোকাচোদা

    • @mithunacharya2846
      @mithunacharya2846 ปีที่แล้ว

      একেবারেই সত্যি। কিন্তু বিদায় হজ্ব এর ভাষণ কয় জনে মানে, ভাই?

    • @md.tahsanariyankhan1932
      @md.tahsanariyankhan1932 ปีที่แล้ว

      @@mithunacharya2846 হাসরের ময়দানে প্রতিটা ব্যক্তির হিসেব যখন আলাদা আলাদা হবে, এই দুনিয়ায় সবার উচিৎ ভাল আমল করে নেয়া

    • @basude4330
      @basude4330 26 วันที่ผ่านมา

      কিন্তু কাকাবাবু ধান ভানতে শিবের গীত কেন??
      হচ্ছে নাটকের কথা আর আপনি ধর্মগিরী ফলাতে শুরু করে দিলেন। জীবনে সবই তো দুনম্বরী কাজ করেন আর এখানে নবীগিরী দেখাইতেছেন? এটাই সবচেয়ে বড় ভণ্ডামির লক্ষন। সবাই আপনার মত আকাট নয়। বুঝলা?

  • @protibadi2021
    @protibadi2021 ปีที่แล้ว +12

    অসাধারণ অভিনয় সেলু গাজীর সঙ্গে চঞ্চল দা,মোশারফ দা।।ভারত থেকে শুভেচ্ছা রইলো।

    • @Adnan1URL
      @Adnan1URL ปีที่แล้ว

      মোশারফ কেও দা বানিয়ে দিলেন দাদা?

  • @dipankerdey5426
    @dipankerdey5426 2 ปีที่แล้ว +23

    আমি সৌদি আরব থেকে দেখতেছি, বৃন্দাবনের নাটক মানি আলাদা তৃপ্তি পাওয়া। অসাধারণ নাটক। আমরা অপেক্ষায় থাকি কখন এই ধরনের নাটক আসতেছে। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।

  • @rajadas5825
    @rajadas5825 4 ปีที่แล้ว +21

    অপূর্ব,অপূর্ব সব কিছুই,খুবই মজাদার নাটক আর চঞ্চল বাবু তুলনাহীন ------ - - - 👌💐🎂🎂👍
    কলকাতা থেকে

    • @AnamulHaque-pw4fd
      @AnamulHaque-pw4fd ปีที่แล้ว

      Humayun ahmed,brindabon daser lekha natokgulo dekhen onek valo lagbe

  • @prodipray7738
    @prodipray7738 4 ปีที่แล้ว +86

    সালাউদ্দিন লাভলু ও বৃন্দাবন দাস অনেক দিন বাচুক আর অনেক সুন্দর নাটক উপহার দিয়ে মানুষকে আনন্দ দিক

    • @uttamkumararya3159
      @uttamkumararya3159 2 ปีที่แล้ว

      সহমত দাদা কোথায় আছেন এখন

    • @prodipray7738
      @prodipray7738 2 ปีที่แล้ว

      কে আপনি..?

    • @uttamkumararya3159
      @uttamkumararya3159 2 ปีที่แล้ว

      ড্যাফোডিল মেসের দাদা উত্তম কুমার আর্য।

    • @prodipray7738
      @prodipray7738 2 ปีที่แล้ว

      @@uttamkumararya3159 ও, মেসেঞ্জারে আস।

  • @user-xj5mj2qr8b
    @user-xj5mj2qr8b 4 ปีที่แล้ว +40

    বাংলাদেশের নাটক গুলো সত্যি দারুন।

  • @nilmaniroy9505
    @nilmaniroy9505 2 ปีที่แล้ว +13

    চঞ্চল আমি ভারতীয় তোমার নাটক আমার খুব ভালো লাগে।

    • @RajibKritania1971
      @RajibKritania1971 ปีที่แล้ว

      ভূতের মুখে রাম নাম

  • @dilipbiswas6693
    @dilipbiswas6693 2 ปีที่แล้ว +11

    এই রকম একটা ভালো নাটক দর্শকদের উপহার দেবার জন্য নাটকের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানাই |

  • @mdismailhossain5745
    @mdismailhossain5745 4 ปีที่แล้ว +11

    চরম উপভোগ জগ্য অনুষ্ঠান।আসলে চন্চল ভাই এর অভিনয় তুলনা হইনা।।

  • @Rokomari1
    @Rokomari1 4 ปีที่แล้ว +40

    চঞ্চল চৌধুরীর পোশাকের সাজসজ্জা খুবই ফানি ছিলো আর নাক টানার ধরন টাও বেশ হাস্যকর ছিলো। হাহাহাহাহা😃😃😃😂😂😂

  • @shibaprosadmandal4312
    @shibaprosadmandal4312 ปีที่แล้ว +5

    দারুন, এতো কিছু মানুষের পাল্টে গেছে। কিন্তু এই নাটক দেখতে দেখতে যে কত ভাল লাগছে বলার ভাষা পাচ্ছি না। অপূর্ব।

  • @AmraGamerOfficial
    @AmraGamerOfficial 2 ปีที่แล้ว +7

    আগে থেকেই চঞ্চল চৌধুরি + মোশাররফ করিম জুটি 😍 আর সালেহ আহমেদ স্যার কতটা প্রাণবন্ত ছিলেন।আল্লাহ উনার রুহের মাগফেরাত করুন🤲।

  • @user-ms1vo3hl5q
    @user-ms1vo3hl5q 4 ปีที่แล้ว +49

    চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, সালাহউদ্দিন লাভলু এর কম্বিনেশন বেস্ট। গ্রামীণ প্রেক্ষাপটের নাটক খুবই সুন্দর ও চমৎকার।

    • @mdmostafa4583
      @mdmostafa4583 8 หลายเดือนก่อน +1

      সাথে আ খ ম হাসান

  • @mdrobinhasan383
    @mdrobinhasan383 4 ปีที่แล้ว +19

    চঞ্চল চৌধুরীর রক্তে যেন অভিনয় মিশে আছে অসাধারণ অভিনয় করেন চঞ্চল চৌধুরী তার নাটক যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায় মোশারফ করিম অনেক সুন্দর নাটক করে সুন্দর অভিনয় এই নাটকে সবাই অভিনয় সুন্দর করেছে বৃন্দাবন দাস অনেক সুন্দর রচনা করেন সালাউদ্দিন লাভলুর অসাধারণ নাটক সবার জন্য দোয়া করি সবাই ভাল থাকেন সুস্থ থাকেন

  • @palashmondal210
    @palashmondal210 หลายเดือนก่อน +1

    আমি ইণ্ডিয়া কেরালা থেকে বাংলাদেশের নাটক দেখি,
    প্রতিদিন অন্তত চার থেকে পাঁচটি,
    কোনো কোনোদিন রাত দুটো আড়াইটাও বেজে যায়।
    এমন নাটক দেখার নেশা যে দেখতেই হবে,
    আর গ্ৰাম বাংলার দৃশ্য হলে তো কথাই নেই

  • @sohagmohammad8557
    @sohagmohammad8557 9 หลายเดือนก่อน +9

    ২০২৩ সে এসেও এখনো এই নাটক গুলো দেখি গ্রামের সহজ সরল নাটক গুলো অনেক ভালো লাগে ❤❤❤❤❤। খুব মিছ করি সে কালের দিন গুলো

  • @mdbabulmia7316
    @mdbabulmia7316 6 ปีที่แล้ว +34

    নাটকটা কম্পিউটারে দেখেছিলাম অনেক আগে আজ আবার দেখলাম অনেক মজা পাইলাম ।।।

  • @dipakghosh6299
    @dipakghosh6299 4 ปีที่แล้ว +12

    সুন্দর নাটক । চঞ্চলের কথা আলাদাভাবে বলতেই হচ্ছে । বিশেষ এই মুখ ও বাক-ভঙ্গী খুব ভালো লেগেছে ।

  • @MasudSk-nz6fn
    @MasudSk-nz6fn 11 หลายเดือนก่อน +6

    আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ জেলা রেজিনগর থেকে দেখছি নাটক মানেই বাংলাদেশের ❤❤। এককথাই ওসাধারণ বাংলাদেশের নাটক গ্রামে গুলো খুব সুন্দর লাগে বাংলাদেশের গ্রামের সিন গুলো ❤❤

    • @mohammadali6663
      @mohammadali6663 11 หลายเดือนก่อน

      Morsidabad amader cilo

  • @Kazipur-media.1
    @Kazipur-media.1 ปีที่แล้ว +7

    6 December 2022,,, নাটক টি খুজে পেলাম।অনেক সুন্দর পরিবেশ, অভিনয়,,মোটকথা এরকম নাটক আর হয়ই না।ধন্যবাদ সবাই কে।।

  • @probirbera7281
    @probirbera7281 5 ปีที่แล้ว +200

    চঞ্চল চৌধুরী হিজ দ্য বেস্ট একট্যার
    ইন্ডিয়া তরফ থেকে সকল কর্মকর্তাকে অনেক অনেক ধন্যবাদ

    • @ujjalbarman3021
      @ujjalbarman3021 5 ปีที่แล้ว

      thank you

    • @towhedfrance6242
      @towhedfrance6242 4 ปีที่แล้ว +3

      আমি একজন বাঙ্গালী হিসাবে আপনাকেও ধন্যবাদ

    • @mdujjolmahmud2707
      @mdujjolmahmud2707 4 ปีที่แล้ว +2

      আপনাকেও ধন্যবাদ ভাই।

    • @selimbd5584
      @selimbd5584 4 ปีที่แล้ว

      TAJUL ISLAM

    • @emotionbd6376
      @emotionbd6376 4 ปีที่แล้ว

      m.th-cam.com/video/2Om_DZcsVq0/w-d-xo.html

  • @mdtaleb6221
    @mdtaleb6221 4 ปีที่แล้ว +10

    বাংলাদেশের বেস্ট অ্যাক্টর চঞ্চল চৌধুরী

  • @dipurehmansheikh7312
    @dipurehmansheikh7312 4 หลายเดือนก่อน +2

    ডলি জহুর, লাবণী সরকার, ভারতীয় উপমহাদেশের সেরা দুই অভিনেত্রী __❤❤

  • @mohinsardar8620
    @mohinsardar8620 2 ปีที่แล้ว +3

    বাংলাদেশের একজন‌ই মোশারফ করিম আর আসবে না

  • @JISHAN472
    @JISHAN472 5 ปีที่แล้ว +71

    খুবই পছন্দ হয়েছে চনচল চৌধুরীর অভিনয় ।

  • @greenmango7184
    @greenmango7184 6 ปีที่แล้ว +156

    চঞ্চল সবচেয়ে মেধাবী অভিনেতা

  • @tapaskumarsett6786
    @tapaskumarsett6786 3 ปีที่แล้ว +15

    অপূর্ব নাটক। সবার অভিনয় অতি সাবলীল। বৃন্দাবন দাসের লেখা ও সালাউদ্দিন লাভলুর পরিচালনার তুলনা নেই। আপনাদের গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি নাটকগুলি বড় ভালো লাগে। আপনাদের Tv চ্যানেলগুলি আমরা দেখতে পাইনা বলে বড় দুঃখ হয়।শুভকামনা ও প্রণাম রইল বাংলাদেশী নাট্যশিল্পী ও বাংলাদেশী ভাই বোনেদের জন্যে। (বিহার, ভারত থেকে)

    • @Royal-World
      @Royal-World 7 หลายเดือนก่อน

      অনেক অনেক ভালোবাসা 🇧🇩

  • @pampadas2738
    @pampadas2738 2 ปีที่แล้ว +6

    আমি কলকাতার মঞ্চনাটকের নিয়মিত দর্শক।কিন্তু বাংলাদেশের টেলি নাটক বিশেষত বৃন্দাবন দাশের লেখা চঞ্চল চৌধুরী অভিনীত সমস্ত নাটক দেখি।চঞ্চল চৌধুরী অসামান্য অভিনেতা।এই নাটকে ওই হাসি,ঐ বাচন ভঙ্গি খুব বড় অভিনেতা নাহলে সম্ভব নয়।সালাহ উদ্দিনের অভিনয় মনোজ মিত্রের অভিনয় মনে করায়।মোশারফ করিম ও খুব বড় অভিনেতা।

    • @antaraanikapiya
      @antaraanikapiya ปีที่แล้ว

      Watch humayun Ahmed’s natok as well. I am sure you would love them as well.

  • @nirmalsaha4794
    @nirmalsaha4794 6 ปีที่แล้ว +138

    মহাশয় বৃন্দাবন দাস একা ধারে লেখক এবং সমাজ সচেতক । প্রতিটি নাটক শিক্ষামূলক । চঞ্চল চৌধুরী এবং করিমবাবু অভিনয় অনবদ্য ।বাঙ্গালি সমাজ এইভাবে নাটকের মাধ্যমে পরিশুদ্ধ হতে পারে । এক ভারতীয়র শুভেচ্ছা সকল কর্মকর্তাকে । ধন্যবাদ ।

    • @shafiqhasan5956
      @shafiqhasan5956 5 ปีที่แล้ว

      Nice

    • @muhammadmahbuburrahmanrati6323
      @muhammadmahbuburrahmanrati6323 5 ปีที่แล้ว

      আপনাকেও!😊😊

    • @bdonly8132
      @bdonly8132 5 ปีที่แล้ว

      Tnx dada

    • @milonhossain5623
      @milonhossain5623 5 ปีที่แล้ว

      NIRMAL SAHA বাংলা কালচার কে অনেক ভালবাসি বাংগালি হয়ে নিজেকে গরবো মনে করি ঢাকা থেকে

    • @milonhossain5623
      @milonhossain5623 5 ปีที่แล้ว

      NIRMAL SAHA বাংলাদেশে চলে আসুন

  • @user-pi7sh9sb4q
    @user-pi7sh9sb4q 4 ปีที่แล้ว +89

    মোশারফ করিম কমেন্ট
    চন্চল চৌধুরী লাইক

  • @RupakJoadder
    @RupakJoadder 2 ปีที่แล้ว +3

    চঞ্চল চৌধুরী কি লেবেলের অভিনেতা। বাপরে বাপ....

  • @jewelrana1984
    @jewelrana1984 4 ปีที่แล้ว +20

    আমেরিকা থেকে এই নাটকটা দেখলাম। খুব ভাল লাগলো। ইংলিশ ছবি আর হিন্দি ছবি দেখতে দেখতে বোরিং লাগে।

    • @babulahmed3895
      @babulahmed3895 3 ปีที่แล้ว +2

      আমেরিকা বলতে হয় নাকি ওরে মা

    • @farjanahappy9056
      @farjanahappy9056 3 ปีที่แล้ว

      😂😂 America ki bolce Hindi or English movie dekhte bolce? Amara to bangla e dekhi. Amra o sei dese thaki.

  • @mdshanikhen5884
    @mdshanikhen5884 5 ปีที่แล้ว +27

    আসলে ছুটির দিনে এ রকম নাটক দেখার মজাটাই আলাদা

    • @mollimukherjee1839
      @mollimukherjee1839 4 ปีที่แล้ว

      Beche achi ei natok dekhe. Bangla desh thik ei rokom kina janina tobe bharoter theke onek modhur Jemon vhasha temon babohar.

  • @hasanmurad314
    @hasanmurad314 ปีที่แล้ว +4

    চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আ খ ম হাসান এরা একসাথে নাটকে থাকলে পুরো নাটক টা জমে যায়

  • @mdbaijid9674
    @mdbaijid9674 3 ปีที่แล้ว +15

    নাম্বার ওয়ান অভিনেতা চঞ্চল চৌধুরী।
    অামার প্রিয় একজন অভিনেতা তাকে আমি অসম্ভব ভালবাসি। তার নাটক আমি মিস করি না কোন সময় ভুলেও।

  • @sajeebhasan9387
    @sajeebhasan9387 4 ปีที่แล้ว +26

    এই সব অভিনেতা বাংলাতে সাত জন্মেও জন্মাবে না।অার ধন্যবাদ,লাভলু অার বৃন্দাবন ভাইকে

  • @mojiruddin1217
    @mojiruddin1217 5 ปีที่แล้ว +19

    বুড়োর অভিনয় দারুন অসাধারণ😮😮 ।আল্লাহ্ উনাকে মাফ করুন ।😭😭

  • @shuvasishsenshuvo5322
    @shuvasishsenshuvo5322 5 ปีที่แล้ว +64

    চঞ্চল ভাইয়ের কোন তুলনা হয়না।

  • @mdkamrul9009
    @mdkamrul9009 ปีที่แล้ว +6

    ২৩ সালে এসে আরেকবার দেখলাম ❤️❤️

  • @odhisarkar3071
    @odhisarkar3071 4 ปีที่แล้ว +8

    💖বৃন্দাবন দাশ
    💖💖সালাউদ্দিন লাভলু
    বাংলাদেশের শ্রেষ্ট কারিগর।।।।।

  • @dr.avirupsaha3076
    @dr.avirupsaha3076 2 ปีที่แล้ว +15

    বৃন্দাবন দাসের লেখা ও চঞ্চল চৌধুরী অভিনীত নাটকের কোন তুলনা হয় না । Bingo combination!❤❤

  • @MdMonir-py2fo
    @MdMonir-py2fo 4 ปีที่แล้ว +8

    সালাউদ্দিন লাবলু ভাই কে অনেক অনেক ধন্যবাদ নাটক টা আমার অনেক ভালো লাগছে চনচলের অভিনয় টা অনেক সুন্দর লাগছে

  • @atiqurmamun6579
    @atiqurmamun6579 2 ปีที่แล้ว +2

    দারুন স্ক্রিপ্ট, এরকম ঘটনা প্রত্যন্ত গ্রাম বাংলায় অনেক রয়েছে। দারুন পরিচালনা এবং অভিনয় সবমিলিয়ে অসাধারণ।

  • @pampabiswas9636
    @pampabiswas9636 2 ปีที่แล้ว +7

    চঞ্চল চৌধুরী ,, মোশারফ করিমের ,, নাটক গুলো সত্যিই অসাধারণ ,, আমার পরিবারের সকলের খুব প্রিয় ,, আমার ইন্ডিয়ান হয়ে ও এনাদের নাটক গুলো দেখি

  • @nahid7976
    @nahid7976 3 ปีที่แล้ว +6

    সালেহ আহমেদ অনেক বড় একজন সেরার থেকে সেরা অভিনেতা

  • @noyonmazhar226
    @noyonmazhar226 ปีที่แล้ว +12

    এইই সকল নাটক দেখে আমি সত্যি ১০ বছর আগের হারানো দিন গুলো যেন ফির খুজে পাই

  • @samiislam7253
    @samiislam7253 ปีที่แล้ว +5

    বলবো রে ভাই আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশের নাটক মানেই বিন্দাস

  • @tapolabdhaghosh9608
    @tapolabdhaghosh9608 2 ปีที่แล้ว +2

    হাস্য রসাত্মক কৌতুকপূর্ণ নাটক বিনোদনের আঙ্গিকে উৎকৃষ্ট।সে ক্ষেত্রে বাংলাদেশের জুড়ি মেলা ভার। নাটকটি এক কথায় অতুলনীয় ।তার উপর সেই নাটক যদি চঞ্চল চৌধুরী,মোশারফ করিমের মতো নাট্য ব্যক্তিত্বের বলিষ্ঠ অভিনয় গুনে সম্মৃধ্য হয় তাহলে তো সোনায় সোহাগা।যত দেখি তত মুগ্ধ্য হই।ধন্যবাদ পরিচালক লেখক ও সমস্ত কলা কুশলী কে এত সুন্দর একটা নাটক উপহার দেবার জন্য।(পশ্চিমবঙ্গ ভারত)।

  • @shuvasishsenshuvo5322
    @shuvasishsenshuvo5322 5 ปีที่แล้ว +33

    বাংলা নাটকের তুমিই গুরু, তুমি বস। চঞ্চলই সবার সেরা।।

  • @musfikahmed4437
    @musfikahmed4437 4 ปีที่แล้ว +47

    এতো সুন্দব় নাটক ধাব়াবাহিক কব়লে খুবেই ভাল হত।
    ফজলুব় ব়হমান বাবু, মুশ্বাব়ব়ফ কব়িম, আখম হাসান , জাহিদ হাছান, চঞ্চল চৌধুব়ী এব়া হলো বাংলাব় ব়ত্ন ।

  • @bikashchandrahowlader4820
    @bikashchandrahowlader4820 4 ปีที่แล้ว +3

    Chanchal Chowdhury ki ovinoyta korlo..ek kothaye osadharon

  • @AlAmin-ts6rn
    @AlAmin-ts6rn ปีที่แล้ว +2

    চঞ্চল চৌধুরীর অভিনয় এবং অঙ্গভঙ্গি দুর্দান্ত

  • @knowtheunknown9194
    @knowtheunknown9194 4 ปีที่แล้ว +18

    ওরে হাসি রে....! মাথাই নষ্ট চঞ্চল ভাই😂😃😂😅😅

    • @rehenabegum6096
      @rehenabegum6096 3 ปีที่แล้ว

      🙄🤔😂😂😂😂🤣🤣🤣🤣🤣😁😁😁😁

    • @mdasad7945
      @mdasad7945 3 ปีที่แล้ว

      😃😃😃😃😃

    • @onlineboss8596
      @onlineboss8596 3 ปีที่แล้ว

      😃😃😃😛😛

  • @d.b.0
    @d.b.0 4 ปีที่แล้ว +51

    ভোঁদড় এর অভিনয়টা দুরন্ত। ওর হাসিটা আর দুহাত ফাক করে হাঁটা----- এককথায় অসাধারণ। নাট্যকার আর পরিচালক এদের কথা না বললেই নয়। জিনিয়াস! দুজনেই আমার প্রিয়। অত্যন্ত প্রিয়। আপনাদের ভালো হোক।

  • @akter5641
    @akter5641 3 วันที่ผ่านมา +1

    গ্রামের নাটক আসলেই অনেক সুন্দর 👍👍

  • @farjanasharmin9683
    @farjanasharmin9683 3 ปีที่แล้ว +39

    এরকম বংশ রক্ষার নামে কত জন কে যে বুড়ো বয়সে ভীমরতি ধরে তার শেষ নেই😜😜😜এই নাটকে যদিও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে নি। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই অঘটন ঘটে যায়।

    • @mdnayeem5666
      @mdnayeem5666 ปีที่แล้ว

      তোমার বাবা মায়ের মতো যেসব বাবা মায়েরা টাকা আর অর্থের লোভে বুড়া বেডার কাছে বিয়া দেয় সম্পূর্ণ তাদের দোষ

    • @RaselIalsm-ht2ef
      @RaselIalsm-ht2ef 5 หลายเดือนก่อน

      অনেক মেয়ে আছে টাকার লোভে বুড়ো বিয়ে করেছে। টম ও মিষ্টি

  • @m_a_mamun_akash123
    @m_a_mamun_akash123 5 ปีที่แล้ว +33

    এই যৌথ নাটক গুলো সত্যি অনেক সুন্দর ছিল!!! এখন আর সেই মজা পাওয়া যায় না!!

  • @loser4116
    @loser4116 6 ปีที่แล้ว +132

    সাল্লাহ্উদ্দিন এবং বিন্দাবন দাশ থাকলে নাটক ভালো হতেই হবে

  • @akramkhan-le4zz
    @akramkhan-le4zz 3 ปีที่แล้ว +3

    মোশারুফ করিম বস,, সব থেকে বড় অভিনেতা হইলো মোশারফ🥰😍🤩🤩🥰😍🧡❤️❣️

  • @AbuSufian-cv6gw
    @AbuSufian-cv6gw 4 ปีที่แล้ว +8

    সত্যিসত্যিই অসাধারণ চন্চলের অভিনয় দারুণ হয়েছে

  • @princeprince1726
    @princeprince1726 4 ปีที่แล้ว +19

    Chanchal chowdhury is the best actor in Bangladesh.

  • @mdshahinalom64
    @mdshahinalom64 3 ปีที่แล้ว +6

    চঞ্চল চৌধরী আর মোশারফ করিম আসলেই জাত অভিনেতা মানতে হবে !
    তবে চঞ্চল চৌধরীর অভিনয় আমার কাছে বেশি ভালো লাগে ।
    আমার সাথে একমত হলে লাইক দিন !

  • @emrankhin3466
    @emrankhin3466 4 ปีที่แล้ว +11

    হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেলো এরকম নাটক আরো দেকতে চাই

  • @subratabanerjee9094
    @subratabanerjee9094 2 ปีที่แล้ว +11

    What an amazing acting by CHANCHAL CHOWDHURY
    ❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @mdforkan9785
    @mdforkan9785 5 ปีที่แล้ว +52

    চঞ্চল চৌধুরী রে তুমি একটা জিনিসরে ভাই,তুমার হাসি দেখে আমি হাসতে হাসতে মরে গেলাম

    • @tinkusikdar8493
      @tinkusikdar8493 3 ปีที่แล้ว

      হ ভাই ঠিক ক ইছেন

  • @mozammelkhan8979
    @mozammelkhan8979 ปีที่แล้ว +15

    আগের এই নাটক গুলো দেখে যেমন মনে তৃপ্তি পাই এখনকার নাটক দেখে আর মনে সেরকম তৃপ্তি পাই না। তাই বার বার এই নাটকগুলো দেখি।

  • @tajharulhaque1560
    @tajharulhaque1560 2 ปีที่แล้ว +10

    Saleh ahamed was a real gem.
    Lots of love from India❤❤

  • @santo5895
    @santo5895 2 ปีที่แล้ว +5

    সালাউদ্দিন লাভলু ভাইয়ের নাটক মানেই ভালোকিছু...