বাড়ি করবাে আজ থেকে তিন থেকে পাঁচ বছর পর। তাই প্রবল আগ্রহ ও স্বপ্ন নিয়ে সপ্তাহে বাড়ি তৈরির অনেক ভিডিও দেখা হয়। কিন্তু একটা বিষয় নিয়ে খেয়াল করেছি, আপনাদের মত অনেক ইউটিউবার আছে, তারা প্রকৃত খরচের তথ্য দেয় না। তাই তাদের খরচের হিসাবটা কোনটা আসল আর কোনটা নকল তা বুঝে উঠা আমাদের মতো মানুষের খুবেই মুশকিল।
ভাই আপনি খুব ভালো একটি বিষয় নিয়ে বলেছেন। আসলে আমরা খরচের তথ্য এখানে বলি না কারন এটা জমির অবস্থার উপর অনেকটা নির্ভর করে। ক্লায়েন্টর জমির সয়েল টেস্ট এবং জমির বর্তমান অবস্থা সহ আরো অনেক কিছু জানার পর আমরা একেবারে সঠিক খরচের হিসাব টা বলি। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ক্লায়েন্ট এর কাছ থেকে সঠিক ভাবে সব কিছু জেনে তারপর সঠিক তথ্য দিয়ে থাকি। বাড়ি সংক্রান্ত যে কোন বিষয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
আমি নিজে দুই বছর আগে বাড়ি করেছি। ৪ বা ৫ তলা ফাউন্ডেশন দিয়ে, নীচ তলা কমপ্লিট করতে নুন্যতম ২২০০/- প্রতি বর্গফুট এবং ১ম ও ২য় তলায় ১৮০০/- নুন্যতম এবং এর উপরে ৩ ও ৪ তলা ১৯০০/- টাকা খরচ হবে। এর নীচে অসম্ভব। তবে মাটি নরম হলে ৬/৭ লক্ষ টাকা বেশি হবে,(১৫০০ বর্গফিট) তবে দুই তলার ফাউন্ডেশন দিয়ে করলে মাটি নরমের কারনে ১ লক্ষ টাকা বেশি লাগবে। তবে জমি নীচু থাকলে মাটি ভরাট খরচ আলাদা হবে। ধন্যবাদ।
@@jalalwahid2686 জ্বী ভাই আপনি ঠিক বলেছেন। এ জন্য আমরা জমির অবস্থা সহ আরো অন্যনো অনেক বিষয় জেনে তারপর সঠিক হিসাবের খরচের বিষয়টা ধারনা দেওয়ার চেষ্টা করি।
যদি আপনার জমির সয়েল টেস্ট ভালো আসে তাহলে দুই তলা করতে ১৫-২০ এর মধ্যে করতে পারবেন আশা করি। এটা একটা আনুমানিক ধারনা মাত্র। আপনি আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত শেয়ার করুন আপনার কাছ থেকে আরো ভালো ভাবে জানার পর সঠিক ভাবে বলা যাবে। হয়তো তখন খরচ আরো কিছু কমানো যাবে। ধন্যবাদ আপনাকে।
আমি সিরাজগঞ্জ, দের শতাংশ জায়গায় দোতলা ফাউন্ডেশনের, তিন তলায় টালি টিন দিয়ে তৈরি করতে চাই, তিন ইঞ্চি ছাদ ঢালাই করে,রং বাহির এ বা ভিতরে এবং ওয়াল পরে করব। টাকা কম, ধীরে পরে করব ইনশাআল্লাহ। আপাতত তিন রুমে কত টাকা লাগবে।
BNBC নিয়ম অনুসারে তিন ইঞ্চি ছাদ দেওয়া ঠিক হবে না। আর আপনি যেভাবে বলছেন তাতে খুব বেশী খরচ হবে না। আপনি আমাদের সাথে হোয়াটস অ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জানিয়ে আপনি সঠিক খরচ জেনে নিতে পারেন। এর জন্য কোন চার্জ প্রযোজ্য নয়। ধন্যবাদ আপনাকে।
টাস মোবাইলে সমস্যা, করতেছে, বানান ভুল হয়েছে, প্লাস্টার আগে ভিতর থেকে করব না বাহিরে আগে করব, আমি টিপ টাপ করে ধিরে সময় নিয়ে নিয়ে একটি করে রুম শেষ করব,প্রথমে ৬/৭ লাখ টাকা হাতে নিয়ে শুরু করে দিতে পারব কি?
Dada khub valo lege apnar video gulo
Thanks
আমার লাগবে এই ডিজাইন
আসল খরচ কত লাগবে জাতি জানতে চায়।
বাড়ি করবাে আজ থেকে তিন থেকে পাঁচ বছর পর। তাই প্রবল আগ্রহ ও স্বপ্ন নিয়ে সপ্তাহে বাড়ি তৈরির অনেক ভিডিও দেখা হয়। কিন্তু একটা বিষয় নিয়ে খেয়াল করেছি, আপনাদের মত অনেক ইউটিউবার আছে, তারা প্রকৃত খরচের তথ্য দেয় না। তাই তাদের খরচের হিসাবটা কোনটা আসল আর কোনটা নকল তা বুঝে উঠা আমাদের মতো মানুষের খুবেই মুশকিল।
ভাই আপনি খুব ভালো একটি বিষয় নিয়ে বলেছেন। আসলে আমরা খরচের তথ্য এখানে বলি না কারন এটা জমির অবস্থার উপর অনেকটা নির্ভর করে। ক্লায়েন্টর জমির সয়েল টেস্ট এবং জমির বর্তমান অবস্থা সহ আরো অনেক কিছু জানার পর আমরা একেবারে সঠিক খরচের হিসাব টা বলি।
আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ক্লায়েন্ট এর কাছ থেকে সঠিক ভাবে সব কিছু জেনে তারপর সঠিক তথ্য দিয়ে থাকি।
বাড়ি সংক্রান্ত যে কোন বিষয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ আপনাকে।
আমি নিজে দুই বছর আগে বাড়ি করেছি। ৪ বা ৫ তলা ফাউন্ডেশন দিয়ে, নীচ তলা কমপ্লিট করতে নুন্যতম ২২০০/- প্রতি বর্গফুট এবং ১ম ও ২য় তলায় ১৮০০/- নুন্যতম এবং এর উপরে ৩ ও ৪ তলা ১৯০০/- টাকা খরচ হবে। এর নীচে অসম্ভব। তবে মাটি নরম হলে ৬/৭ লক্ষ টাকা বেশি হবে,(১৫০০ বর্গফিট) তবে দুই তলার ফাউন্ডেশন দিয়ে করলে মাটি নরমের কারনে ১ লক্ষ টাকা বেশি লাগবে। তবে জমি নীচু থাকলে মাটি ভরাট খরচ আলাদা হবে। ধন্যবাদ।
@@jalalwahid2686 জ্বী ভাই আপনি ঠিক বলেছেন। এ জন্য আমরা জমির অবস্থা সহ আরো অন্যনো অনেক বিষয় জেনে তারপর সঠিক হিসাবের খরচের বিষয়টা ধারনা দেওয়ার চেষ্টা করি।
কি বাভে করবো যোগাযোক
হোয়াটস অ্যাপে নক দিন বা ফোন দিন
+8801750088885
ভাইয়া একশতক জায়গাতে ডুপ্লেক্স বাড়ির ডিজাই দিবেন নিচতালায় হলরুম রান্না ঘর ভাতরুম দোতলায় একটা বেডরুম একটা রান্না ঘর বেলকুনি দিয়ে দিবেন একটা ইস্টর রুম
আমি সিরাজগঞ্জ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি দের শতাংশ এর মধ্যে করব ইনশাআল্লাহ কিন্তু বাহির এ প্লাসেন্টাল আগে করব না ভিতররে আগে করব প্লিজ বলবেন
যদি আপনার জমির সয়েল টেস্ট ভালো আসে তাহলে দুই তলা করতে ১৫-২০ এর মধ্যে করতে পারবেন আশা করি। এটা একটা আনুমানিক ধারনা মাত্র। আপনি আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত শেয়ার করুন আপনার কাছ থেকে আরো ভালো ভাবে জানার পর সঠিক ভাবে বলা যাবে। হয়তো তখন খরচ আরো কিছু কমানো যাবে। ধন্যবাদ আপনাকে।
nice brother
Thanks
এই বাড়িটির খরচ কত হবে জানাবেন প্লিজ ভাইয়া
এটা আসলে নির্ভর করে আপনার জায়গার উপর।
আপনি বিস্তারি জানতে আমাদের সাথে হোয়াটস অ্যাপে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ।
আমি সিরাজগঞ্জ, দের শতাংশ জায়গায় দোতলা ফাউন্ডেশনের, তিন তলায় টালি টিন দিয়ে তৈরি করতে চাই, তিন ইঞ্চি ছাদ ঢালাই করে,রং বাহির এ বা ভিতরে এবং ওয়াল পরে করব। টাকা কম, ধীরে পরে করব ইনশাআল্লাহ। আপাতত তিন রুমে কত টাকা লাগবে।
BNBC নিয়ম অনুসারে তিন ইঞ্চি ছাদ দেওয়া ঠিক হবে না। আর আপনি যেভাবে বলছেন তাতে খুব বেশী খরচ হবে না। আপনি আমাদের সাথে হোয়াটস অ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জানিয়ে আপনি সঠিক খরচ জেনে নিতে পারেন। এর জন্য কোন চার্জ প্রযোজ্য নয়। ধন্যবাদ আপনাকে।
অফিস ঠিকানা চাই, এবং মোবা: নং
@@bmruhulamin1160 Description Box এ সব দেওয়া আছে ভাই।
টাস মোবাইলে সমস্যা, করতেছে, বানান ভুল হয়েছে, প্লাস্টার আগে ভিতর থেকে করব না বাহিরে আগে করব, আমি টিপ টাপ করে ধিরে সময় নিয়ে নিয়ে একটি করে রুম শেষ করব,প্রথমে ৬/৭ লাখ টাকা হাতে নিয়ে শুরু করে দিতে পারব কি?
Description Box আমাদের সাথে যোগাযোগ করার সব দেওয়া আছে ভাই। আপনি যা, যা জানতে চান বিস্তারিত আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। ধন্যবাদ।