৫০ লাখ টাকার ডুপ্লেক্স , লস দিয়ে কাজ শেষ করলাম !! প্রজেক্ট নাম:- মুহূর্ত
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025
- প্রজেক্ট নাম:- মুহূর্ত
ঠিকানা:- ছয়ঘরিয়া, চান্দিনা, কুমিল্লা।
আয়তন:- নিচ তলায় ১০৫০ স্কয়ারফিট এবং দ্বিতীয় তলায় ১২০০ স্কয়ারফিট।
বাজেট:- আনুমানিক ৫০ থেকে ৫৫ লক্ষ টাকার মধ্যে আমরা পুরো কাজ করে চাবি বুঝিয়ে দিয়ে আসবো ইনশাআল্লাহ।
এই প্রজেক্ট এর মালিকের স্বপ্ন ছিলো কম বাজেটে ছোট্ট কিন্তু সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি বানাবেন। তাই উনি বর্ণা ইঞ্জিনিয়ারিং এর সাথে যোগাযোগ করেন।
বর্ণা ইঞ্জিনিয়ারিং এর টিম প্রথমে চান্দিনা গিয়ে উনার জমি দেখে মেপে এবং সকল ডিটেইলস নিয়ে আসে। তার পরে আমরা ডিজাইন করে দেই। উনার পছন্দ অনুযায়ী আমরা ডিজাইন করে দেয়ার চেষ্টা করেছি।বাড়ির মালিক খুব ব্যস্ত থাকায় এই প্রজেক্টটি আমরা নিজেরাই কনস্ট্রাকশন করছি।ম্যাটারিয়ালস থেকে শুরু করে সবধরনের মিস্ত্রি এবং সুপারভিশন সবকিছুই আমরা করছি। আমরা সবকিছু কমপ্লিট করে উনাকে চাবি বুঝিয়ে দিবো।
বাড়িটির কনস্ট্রাকশন কাজ আলহামদুলিল্লাহ শেষ করেছি ।
ভবনটির ডিটেইলসঃ
নিচতলাতে আছে-
১) একটি ড্রইং রুম
৩) একটি ডাইনিং রুম
৪) একটি কিচেন সাথে বারান্দা।
৫) একটি গেস্ট বেড।
৬) একটি কমন বাথরুম।
৭) একটি পার্কিং।
দ্বিতীয় তলাতে আছেঃ
১) তিনটি বেডরুম সাথে তিনটি এটাচ বাথরুম এবং তিনটি বারান্দা।
২) একটি ফ্যামিলি লিভিং রুম।
৩) একটি পোর্চ।
ছাদে ল্যান্ডস্ক্যাপিং এর কাজ করা হয়েছে।এছাড়াও পুরো বাড়িটিতে বাউন্ডারি দিয়ে একটা ল্যান্ডস্কেপিং এর মধ্যে নিয়ে আসা হয়েছে৷
ডিজাইন টিমঃ
আর্কিটেক্টঃ ড্যানিয়েল ডেভিড
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারঃ এ এস এফ সিদ্দিকী, আয়শা সিদ্দিকা মুক্তি।
থ্রিডি ডিজাইনারঃ আল আমিন বসনি।
এস্টিমেটরঃ আহমেদ সাবিল।
ক্যাড ডিটেইলসঃ সুরঞ্জিত দাস,সাইফুল ইসলাম।
রো প্রজেক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে কল করুন
Engr. Boshor Siddiqe
মোবাইল - 01763851107
ইমো - 01763851107
What's app - +8801763851107