vaiya apnake onek dhonnobad arokom informative vedio amader upohar deoar jonno. amar jibone icca ache je ami akta nijer company create korbo tar jonno ami boro boro company er ceo and owner der jiboni porchi janchi tara kivabe suru koreche. apnar vedio dekhe ami onek idea pacci. apnake onek dhonnobad. thanks a lot ❤❤❤
থট রিভিউ বানানো বেশ কষ্টের কাজ - ৩৩ মিনিট হয়ে গেছে এই ভিডিও টাও - আপনাদের যদি ভাল লেগে থাকে - তাহলে অবশ্যই ভিডিও তে একটা লাইক দেয়ার অনুরোধ করছি - এতে করে ভিডিও টা ইউটিউব আরো কিছু মানুষ কে দেখাবে। খুব ভাল হত যদি ভিউ এবং লাইক কাউন্ট সমান হত ভিডিও টার :p তা হওয়ার চান্স কম। ধন্যবাদ সবাইকে
আমি আপনার প্রায় সব ভিডিও দেখি, কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্বে আছি, আমি SSC পাস করেছি 2010 সালে কিন্তু যে কোন কারণে আর পড়াশোনা হয়নি, তবে ইংরেজি ভাষার ভালো দক্ষতা আছে এবং আরও ইমপ্রুভ করবো ইনশাআল্লাহ এখন প্রশ্ন হচ্ছে আমার এই নূন্যতম যোগ্যতা দিয়ে কি ডিজিটাল মার্কেটিং করা সম্ভব ? দয়া করে কিছু বলবে প্লিজ 🙏🙏🙏
সেরা...বিজনেস Learning ভিডিও!! ভিডিও গুলো আরো বড় হলে সমস্যা নাই... এইরকম ভিডিও আরো চাই...ধন্যবাদ প্রিয় ভাইকে এতো সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য।
32 মিনিট শুনতে পারলে আরো ১০/১৫ মিনিটও ব্যাপার না যদি কিছু শেখার থাকে। তাই বাদ না দিয়ে একটু বারিয়ে বলার চেষ্টা করলে ভালো হয়। প্রতিটা ভিডিওতে কিছু শিখি। ধন্যবাদ
প্রিয় মানুষ প্রিয় ব্যাক্তিত্ব! ❤️ ভাইয়ার ভয়েস শোনার জন্য হলেও কোনো প্রকার স্কিপ না করে সম্পুর্ন ভিডিও বিনা ক্লান্তিতে দেখা যায়। ভিডিও দেখা মানসিক প্রশান্তি, আর ভিডিও থেকে জ্ঞান নেয়াটা তো এক্সট্রা বেনিফিট। লাভ ফ্রম টাংগাইল, বাংলাদেশ। ভালোবাসার ভাই। ❤️
৩৩ মিনিটতো দেখি চোখের পলকেই চলে গেলো। বইটা পড়বো মাস্ট। কি সুন্দর স্টোরিটেলিং করলেন ভাই। আহা। এমন আরো অনেক অনেক বই আলোচনা চাই। ❤️ আর দুঃসময়ে ৫ হাজার ডলার দিয়ে বিশ্বাস করাটাই একটা বড় ব্যাপার ছিলো, আসলেই!
অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম এই বইয়ের আলোচনার জন্য! অনেক ধন্যবাদ ভাইয়া অসাধারণ রিভিউটার জন্য!😀 আর হ্যাঁ, ৩০-৪০ মিনিট বা তার বেশী সময় নিয়ে বই নিয়ে আলোচনা করলে শুনতে বেশ ভালো লাগে, কারণ খুব একটা বেশী এরকম ভিডিও নেই যারা অনেকটা সময় নিয়ে বই নিয়ে আলোচনা করে। আপনার প্রথম থট রিভিউ তে বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড বইটা ও পড়েছি আমি,বেশ ভালো বই!😀 ধন্যবাদ! নেক্সট থট রিভিউর অপেক্ষায়!❤️
এই Thought Review টার জন্য অনেকদিন থেকে অপেক্ষা করতেসিলাম।আপনি ট্রাইমোনিয়াল পডকাস্টের এক এপিসোডে বলেছিলেন Shoe Dog নিয়ে ভিডিও বানাবেন।তখন থেকেই অধীর আগ্রহে ছিলাম।পুরাটা শুনলাম।খুবই ফ্যাসিনেটিং গল্পটা। আশা করি আমিও এই বইটা পড়বো শীঘ্রই। আর হ্যা ব্যাকগ্রাউন্ডের সফট মিউজিকটা অনেক ভালো লেগেছে
Brilliant narration, Khalid bhai. 32 minutes felt like 5. A writer, a businessman, a traveller, an athlete and a revolutionist; life really does pay what you ask of it. I'm sure you will also know you're on the right path when you measure yourself by measuring the people around you who follow you. Please keep posting more of such content whenever you read a good book, it was super-inspiring and very fun to hear. Cheers!
জ্ঞান বৃদ্ধি মুলক এই সকল ভিডিও আমার খুব ভাল লাগে । আমি সব সময় যখন এই চ্যানেলের ভিডিও দেখি সবটা দেখি যার কারন প্রতি মুহূর্তে নতুন কিছু জানা যায় । একটা কথা লিখতে খুব মন চাইলো তাই লিখছি SEO একটা কথা আছে কনটেন্ট অনেক বড় হলে মানুষ তা পড়ে না । আমি এই কথার সাথে এক মত না । আমি মনে করি যদি মানুষ ইতিমধ্যে যা জেনেছে তা নিয়ে না লিখে নতুন কিছু যা মানুষ জানে না তা লিখে কিংবা বলে শুনানো হয় তাহলে মানুষ তা শুনবে কিংবা পড়বে তা যতই লম্বা হোক ।
ভাইয়া, আপনার ভিডিও গুলো দেখা হয় নিয়মিত কিন্তু একটা প্রব্লেম ফেস করে থাকি আর সেটা হলো সাউন্ড অনেক কম মনে হয় হেডফোন ইউস না করলে। বিষয়টি আশাকরি ভেবে দেখবেন। ধন্যবাদ 😍
ক্লিকবাইট থাম্বনেইলের জন্য আপনার ভিডিওতে ক্লিক করতাম না। তারপর একদিন সালমান মুক্তাদির ভাইয়ের স্টাটাস থেকে এনায়েত স্যারের সম্পর্কে জানতে পারি তারপর তার ভিডিও দেখা শুরু করি।এরপর ট্রাইনোমিয়াল পডকাস্ট। তারপর আপনার কথা বার্তা শুনে চ্যানেলে এসে দেখি একটা মানুষ সাদা শার্ট পরা মাইক্রোফোন সামনে নিয়ে কী যেন বলছে প্রথমে তেমন কেমন যেন লাগতো এক দুটা ভিডিও দেখার পর ভালো লাগতে শুরু করে তারপর অনেকগুলা ভিডিও দেখেছি। আমার মাও আপনাকে অনেক পছন্দ করে,আপনার কথা পছন্দ করে, মা দেখতে পারে কারণ স্মার্ট টিভিতে দেখি আপনার ভিডিও।গতপরশু আপনার বই রকমারীতে অর্ডার করলাম।সোশাল মিডিয়া বেশ অদ্ভুত।
Recently finished reading Shoe Dog, absolutely brilliant book. While reading the book , I realized Phil Knight is an amazing story teller, moreover, the amount of detail Phil has described, makes it more interesting and relatable. Even though, the book is huge in volume, still worth the time. Highly recommended!
আমি সাধারনত ভিডিওতে কোনরকমের কমেন্ট করি না, কিন্তু আজকের ভিডিওটা দেখে কমেন্টে না করে থাকতে পারলাম না। আপনাকে ধন্যবাদ এমন একটা সুন্দর ভিডিও বানানোর জন্য। আশায় থাকলাম ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার। আপনার সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। টা...টা..
Vaiia , ami onk age theke apnar subscriber .. apnar every video theke kisu na kisu shika jay. Ami free time e edik o dik na gia bed e gumiye gumiye apnar video deki🤩i love your video take love😊💟
This video was really good farhan bhaiya apnar story telling skill onek captivating and mesmerizing and kokhon je 30mins pass hoye gese ami bhujtei pari nai
ধন্যবাদ ফারহান ভাইকে,, এইরকম ভালো ভালো শিক্ষনীয় ভিডিও উপহার দেওয়ার জন্য... এইরকম বিভিন্ন কোম্পানির শুরুর গল্প নিয়ে ভিডিও চাই... এতে করে তরুন উদ্যোক্তারা তাদের বিজনেস সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা আরো বাড়াতে পারবে..... কোন কোম্পানি কিভাবে অপারেট করে এই বিষয় নিয়ে ভিডিও সিরিজ করলে অনেক হেল্পফুল হবে....
আমি জীবনের প্রথম এই বুক রিভিটা দেখেছি এবং এইটা দিয়ে বুক রিভিও দেখা সুরু হল। অসাধারন ছিল। বিঃদ্রঃ আমার বই পড়তে ভাল লাগে না তাই এর আগে কোন বই পড়ি নাই ( ক্লাস এর বই ছাড়া)। বাট এইটা আমার চিন্তাকে চেঞ্জ করে দিয়েছে। ধন্যবাদ ফারহান ভাই।
অসাধারণ ভিডিও।💝 এই ধরণের ভিডিওগুলো একটু বড় হলেও উপভোগ্য। আপনাকে বারবার ভিডিওর সময় নিয়ে একটু চিন্তিত হতে দেখলাম। আমি ইউটিউবের কার্যকৌশল খুব ভালো বুঝি না। তবে আমার মনে হয় ইউটিউবের কার্যকৌশলে ভিডিওর দৈর্ঘ্য নিয়ে কোনো সমস্যা না হলে এ ধরণের অনুপ্রেরণামূলক ভিডিওগুলোর দৈর্ঘ্য বিবেচনা না করে খুব সুন্দর করে উপস্থাপন করাকেই প্রাধান্য দেয়া উচিত। বিশেষ করে আপনার কণ্ঠে ব্যাবসা বিষয়ক এমন অনুপ্রেরণামূলক ঘটনা শুনতে খুবই ভালো লাগে। পুনরায় উল্লেখ্য এটা শুধুমাত্র আমার ব্যাক্তিগত মতামত। ভালোবাসা।💝
কিভাবে ৩২.৫১ মিনিট কেটে গিয়েছে বুঝতেই পারিনি.... ঘটনাগুলো খুবই Inspiring... ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আরও এমন সুন্দর সুন্দর ভিডিও পাবো !!! আপনি এবং খাদিজাতুল কুবরা আপু একসাথে কখনো ভিডিও বানাতে পারলে দারুণ হয় বিষয়টা !!! ভালোবাসা এবং দোয়া 😍😍
খুবই অসাধারণ লাগলো। আপনার শব্দচয়ন অনেকটা সময় কে অল্পক্ষন করে দেয়। এক বসায় শুনে ফেললাম।আরও ১০-১৫ মিন বাড়ালে মন্দ হতো না। আমি একটা বই পড়ছি এখন,সেইটা শেষ হইলে এইটা পড়তে হবে। ইনশা আল্লাহ 😃😃
টাইমলাইনে বড় ভিডিও দেখলে সেটা রাতে একবারে দেখার জন্য আলাদা সময় করে রাখি। সাথে সাথে দেখি না। আমার মনেহয় অনেকেই ক্ষেত্রেই ব্যাপারটা সত্য, Views পরে পাবার সাথে এটার একটা মিল থাকতে পারে। গল্পটা চমৎকার লেগেছে
আমার কাছে পারসোনালি আপনার লেকচার টাইপ ভিডিও দেখতে খুব ভালো লাগে। আপনার কথা বলার স্টাইল ভালো। বিরক্তি ভাব আসে না। ভিডিও ২০-৩০ মিনিট হলেও সমস্যা নেই। আপনি ভিডিও ডিউরেশন এর চিন্তা করে কম তথ্য দিবেন না আশা করি। আপনার লম্বা ভিডিও এর ও এক পর্যায়ের ভিউয়ারদের পছন্দ আছে। আশা করি এ ব্যাপারে বিবেচনা করবেন
কি সুন্দর একটা গল্প, কি সুন্দর উপস্থাপন, কত চমৎকার ইনফর্মেশন, প্রচুর লাইক!!! আমি যেই মুহূর্তে লিখছি সেই মুহূর্ত পর্যন্ত 26 টা ডিজলাইক!!! প্রায়ই অনেক সুন্দর সুন্দর ভিডিওতে বা লেখায় ডিজলাইক দেখতে পাই, অনেক চিন্তা করেও এই রহস্য আমি উদঘাটন করতে পারিনি l এর আসল কারণটা কি? এদের কাছে কেন মনে হয় ডিজলাইক দেওয়া উচিত?
This was AWESOME. kivabe 33 minutes par hoeche bujhte parlam na, love the way you talk Bro. Ami mone holo ekta short film dekhlam jekhane Phil, Bowerman, Penelope era shobai chilo.
Ami apnake recommend korbo apni aro onk thought review video make koren... Facebook, TH-cam Valo jinis olpo...apnara joto vlo kicu make korben Amar ta dekhe vlo kicu sigte parbo..
dear Fahran, 1) good one, of course 2) motivational 3) constructive instruction included & 4) guitar and a song, may be small or short but a song with the wonderful Gumbo Guitar...plz thanks
Ami akjon businessman hote cai kfc er moto tai apnar video gula dekhte amar valo lage video kokhon ses hoye jay jani na but apni jei bisoy gulay besi janen tar detail video banan akjon teacher er moto apni onek valo bujaite paren
ভিডিও টা অনেক ইন্টারেস্টিং। খুবই দারুণ অনুভূতি পেলাম ভিডিও টা দেখে। আমি সাধারণত কোন ভিডিও তে কমেন্ট করি না। কিন্তু আমি কমেন্ট করতে বাধ্য হলাম এটা বলার জন্য যে, এইরকম কন্টেন্ট আরও চাই। আপনি সাধারণত এইরকম ভিডিও কম বানান, সেদিন পডকাস্টে বলছিলেন, আপনার নাকি স্পন্সর না আসলে ভিডিও করার ফিল আসে না। সেক্ষেত্রে আপনাকে বলতে চাই, এমন ভিডিও বানিয়ে আপনি যেটা পাবেন সেটা টাকার থেকে ও অনেক বেশি মূল্যবান। তারপরও জীবনটা আপনার, আপনি কি নিয়ে সন্তুষ্ট থাকবেন সেটাও আপনার ইচ্ছা ।
বুক রিভিউ আমার অনেক পছন্দের ভিডিও ক্যাটাগরি। আজ পর্যন্ত কোন বুক রিভিউ ভিডিওতে কমেন্ট করি নাই। আপনার বুক রিভিউ দেখে মনে হল ৩৫ মিনিটের বায়োগ্রাফি মুভি দেখলাম। ডিওটা সত্যিই অসাধারণ হয়েছে।
Thank you eto shundor ekta golpo shonanor jonno. Actually ami onek age thekei business er bepare khub e agrohi, kintu kon business korbo etai khuje pai na. Jahok shobmiliye golpo ta oshadharon.
Bepar ta mojar,ek jaygay bosei kotha bola hoy nay,asole 30 min ekjaygay bose manush kotha bola manush video ta continue korte moja pabe kina,eta o matha rakha,amazing 💖
৩৩ মিনিটের ভিডিও। এতো বড় ভিডিও তাই দেখার আগে কিছুটা আলসেমি অনুভব করছিলাম, কারণ দেখতে অনেক্ষণ সময় লাগবে। কিন্তু দেখা শুরু করার পর মনেহলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেলো। এক মুহূর্তের জন্যেও বোর হইনি, খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন ভাইয়া। আর ব্যাকইয়ার্ডে কি গাছ লাগাতে চান? চাইলে আমি আইডিয়া দিতে পারি।
বাংলা ও ইংরেজিতে Top বইয়ের Summary পড়ুন ও শুনুন এখানে: mashedbrain.com/
vaiya apnake onek dhonnobad arokom informative vedio amader upohar deoar jonno. amar jibone icca ache je ami akta nijer company create korbo tar jonno ami boro boro company er ceo and owner der jiboni porchi janchi tara kivabe suru koreche. apnar vedio dekhe ami onek idea pacci. apnake onek dhonnobad. thanks a lot ❤❤❤
00
থট রিভিউ বানানো বেশ কষ্টের কাজ - ৩৩ মিনিট হয়ে গেছে এই ভিডিও টাও - আপনাদের যদি ভাল লেগে থাকে - তাহলে অবশ্যই ভিডিও তে একটা লাইক দেয়ার অনুরোধ করছি - এতে করে ভিডিও টা ইউটিউব আরো কিছু মানুষ কে দেখাবে।
খুব ভাল হত যদি ভিউ এবং লাইক কাউন্ট সমান হত ভিডিও টার :p তা হওয়ার চান্স কম।
ধন্যবাদ সবাইকে
Ha bhi.....
আজকের ভিডিও টা অনেক ভালো হইছে
আমি আপনার প্রায় সব ভিডিও দেখি, কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্বে আছি, আমি SSC পাস করেছি 2010 সালে কিন্তু যে কোন কারণে আর পড়াশোনা হয়নি, তবে ইংরেজি ভাষার ভালো দক্ষতা আছে এবং আরও ইমপ্রুভ করবো ইনশাআল্লাহ এখন প্রশ্ন হচ্ছে আমার এই নূন্যতম যোগ্যতা দিয়ে কি ডিজিটাল মার্কেটিং করা সম্ভব ? দয়া করে কিছু বলবে প্লিজ 🙏🙏🙏
We want more video like this 🙂
ভাইয়া, আপনার থট রিভিউটা অনেক মিস করছিলাম ধন্যবাদ ভিডিওটা বানানোর জন্য সামনে ইনশাল্লাহ আরও অনেক বানাবেন সে অপেক্ষায় রইলাম।
সেরা...বিজনেস Learning ভিডিও!!
ভিডিও গুলো আরো বড় হলে সমস্যা নাই... এইরকম ভিডিও আরো চাই...ধন্যবাদ প্রিয় ভাইকে এতো সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য।
Farhan bhaiya, we want more "Thought Review". I think this series helps so many people even it's help me a lot to know better something ♥️
যখনই আপনার ভিডিও দেখি তখনই অনেক কিছু শিখতে পারি। যদিও ব্যবসা সম্পর্কে আমি কিছুই জানিনা তবুও জীবনে চলার পথের অনেক কিছু শিখতে পারি।🥰🥰
আমার ফেবারিট ব্র্যান্ড, আমি আজ প্রথম জানলাম এই ব্র্যান্ডের উত্থানের কাহীনি। ধন্যবাদ খালিদ ফারহান।
32 মিনিট শুনতে পারলে আরো ১০/১৫ মিনিটও ব্যাপার না যদি কিছু শেখার থাকে। তাই বাদ না দিয়ে একটু বারিয়ে বলার চেষ্টা করলে ভালো হয়। প্রতিটা ভিডিওতে কিছু শিখি। ধন্যবাদ
সেটাই, আরেকটু বড় হলে যদি ক্ষুধা মিটে তাহলে বড় হওয়াই ভালো
কীভাবে স্বার্থপর হওয়া যায় এই নিয়ে একটা ভিডিও চাই স্যার।অনেক বার বেমবো খাইছি সহজ সরল হওয়ার জন্যে।আপনিই সেরা ব্যাক্তি এই বিষয়ে।
Subtle Art of Not Giving a F*ck বইটা পড়তে পারেন।
প্রিয় মানুষ
প্রিয় ব্যাক্তিত্ব! ❤️
ভাইয়ার ভয়েস শোনার জন্য হলেও কোনো প্রকার স্কিপ না করে সম্পুর্ন ভিডিও বিনা ক্লান্তিতে দেখা যায়।
ভিডিও দেখা মানসিক প্রশান্তি, আর ভিডিও থেকে জ্ঞান নেয়াটা তো এক্সট্রা বেনিফিট।
লাভ ফ্রম টাংগাইল, বাংলাদেশ।
ভালোবাসার ভাই। ❤️
৩৩ মিনিটতো দেখি চোখের পলকেই চলে গেলো। বইটা পড়বো মাস্ট। কি সুন্দর স্টোরিটেলিং করলেন ভাই। আহা। এমন আরো অনেক অনেক বই আলোচনা চাই। ❤️
আর দুঃসময়ে ৫ হাজার ডলার দিয়ে বিশ্বাস করাটাই একটা বড় ব্যাপার ছিলো, আসলেই!
অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম এই বইয়ের আলোচনার জন্য! অনেক ধন্যবাদ ভাইয়া অসাধারণ রিভিউটার জন্য!😀
আর হ্যাঁ, ৩০-৪০ মিনিট বা তার বেশী সময় নিয়ে বই নিয়ে আলোচনা করলে শুনতে বেশ ভালো লাগে, কারণ খুব একটা বেশী এরকম ভিডিও নেই যারা অনেকটা সময় নিয়ে বই নিয়ে আলোচনা করে।
আপনার প্রথম থট রিভিউ তে বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড বইটা ও পড়েছি আমি,বেশ ভালো বই!😀
ধন্যবাদ! নেক্সট থট রিভিউর অপেক্ষায়!❤️
এই Thought Review টার জন্য অনেকদিন থেকে অপেক্ষা করতেসিলাম।আপনি ট্রাইমোনিয়াল পডকাস্টের এক এপিসোডে বলেছিলেন Shoe Dog নিয়ে ভিডিও বানাবেন।তখন থেকেই অধীর আগ্রহে ছিলাম।পুরাটা শুনলাম।খুবই ফ্যাসিনেটিং গল্পটা। আশা করি আমিও এই বইটা পড়বো শীঘ্রই। আর হ্যা ব্যাকগ্রাউন্ডের সফট মিউজিকটা অনেক ভালো লেগেছে
Brilliant narration, Khalid bhai. 32 minutes felt like 5. A writer, a businessman, a traveller, an athlete and a revolutionist; life really does pay what you ask of it. I'm sure you will also know you're on the right path when you measure yourself by measuring the people around you who follow you. Please keep posting more of such content whenever you read a good book, it was super-inspiring and very fun to hear. Cheers!
জ্ঞান বৃদ্ধি মুলক এই সকল ভিডিও আমার খুব ভাল লাগে । আমি সব সময় যখন এই চ্যানেলের ভিডিও দেখি সবটা দেখি যার কারন প্রতি মুহূর্তে নতুন কিছু জানা যায় । একটা কথা লিখতে খুব মন চাইলো তাই লিখছি SEO একটা কথা আছে কনটেন্ট অনেক বড় হলে মানুষ তা পড়ে না । আমি এই কথার সাথে এক মত না । আমি মনে করি যদি মানুষ ইতিমধ্যে যা জেনেছে তা নিয়ে না লিখে নতুন কিছু যা মানুষ জানে না তা লিখে কিংবা বলে শুনানো হয় তাহলে মানুষ তা শুনবে কিংবা পড়বে তা যতই লম্বা হোক ।
onek shundor video....full dekhlam...aro chai erokom video
vai your storytelling capacity is so damn good, please continue this series ♥
ভাইয়া, আপনার ভিডিও গুলো দেখা হয় নিয়মিত কিন্তু একটা প্রব্লেম ফেস করে থাকি আর সেটা হলো সাউন্ড অনেক কম মনে হয় হেডফোন ইউস না করলে। বিষয়টি আশাকরি ভেবে দেখবেন।
ধন্যবাদ 😍
ক্লিকবাইট থাম্বনেইলের জন্য আপনার ভিডিওতে ক্লিক করতাম না। তারপর একদিন সালমান মুক্তাদির ভাইয়ের স্টাটাস থেকে এনায়েত স্যারের সম্পর্কে জানতে পারি তারপর তার ভিডিও দেখা শুরু করি।এরপর ট্রাইনোমিয়াল পডকাস্ট। তারপর আপনার কথা বার্তা শুনে চ্যানেলে এসে দেখি একটা মানুষ সাদা শার্ট পরা মাইক্রোফোন সামনে নিয়ে কী যেন বলছে প্রথমে তেমন কেমন যেন লাগতো এক দুটা ভিডিও দেখার পর ভালো লাগতে শুরু করে তারপর অনেকগুলা ভিডিও দেখেছি। আমার মাও আপনাকে অনেক পছন্দ করে,আপনার কথা পছন্দ করে, মা দেখতে পারে কারণ স্মার্ট টিভিতে দেখি আপনার ভিডিও।গতপরশু আপনার বই রকমারীতে অর্ডার করলাম।সোশাল মিডিয়া বেশ অদ্ভুত।
ভিষণ ভালো লাগছে ভিডিও টা! অনেক সুন্দর করে কথা বলেন আপনি!😍 অসংখ্য ধন্যবাদ আপনাকে।😊
Recently finished reading Shoe Dog, absolutely brilliant book. While reading the book , I realized Phil Knight is an amazing story teller, moreover, the amount of detail Phil has described, makes it more interesting and relatable. Even though, the book is huge in volume, still worth the time.
Highly recommended!
Bangla Translation available?
থ্যাংকিউ সো মাচ ফারহান ভাই !! ফর দিস ইন্টািরেস্টিং ভিডিও !!😍😍😍 দিনের শুরুতেই মনটা একদম রিফ্রেশ হয়ে গেল!!😊💕
জাস্ট অসাধারণ ভাই। গল্পের ভেতর এতটাই ঢুকে গিয়েছিলাম যে আশেপাশের কোনো খবরই পেলাম না। 😍😍😍
32 minutes and 51 second# i cant skip a single part,your words worth more than the Gold.
অবিরাম ভালোবাসা খালিদ ফারহান ভাই💗
মনটা খুব খারাপ ছিল, আপনার অসাধারণ গল্পটা খুবই আশাজাগানিয়া লাগছে💗
Thought Review jinista onk beshi joss hoyche vai..bivinno udoktoder jibon niye evabe vdo banale khudro bebsatider besh upokar hobe..proti soptahe ekta erokom vdo hole darun hobe...shuvokamona apnr jnno..
ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেছি, খুব ভাল লাগলো NIKE কোম্পানীর বিষয়টি আমার অজানা ছিলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ধৈর্য সহকারে ভিডিটি করার জন্য।
টেসলা, বোরিং, হাইপার লুপ, নিউরালিঙ্ক, Star link, স্পেসএক্সের
সকলের প্রিয় ইলন vaiya কে নিয়ে কি
Video হবে?
এমন একটা ভিডিও তো খুবই জরুরি।
আমি সাধারনত ভিডিওতে কোনরকমের কমেন্ট করি না, কিন্তু আজকের ভিডিওটা দেখে কমেন্টে না করে থাকতে পারলাম না। আপনাকে ধন্যবাদ এমন একটা সুন্দর ভিডিও বানানোর জন্য। আশায় থাকলাম ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার। আপনার সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। টা...টা..
Vaiia , ami onk age theke apnar subscriber .. apnar every video theke kisu na kisu shika jay. Ami free time e edik o dik na gia bed e gumiye gumiye apnar video deki🤩i love your video take love😊💟
হুট করে ভিডিওতে "bored already? " লেখাটা চোখে পড়াতে বেশ মজা পেয়েছি...... আশা করি এমন রিভিও আরোও পাবো..... ❤️
koto minite a broM
This video was really good
farhan bhaiya apnar story telling skill onek captivating and mesmerizing and kokhon je 30mins pass hoye gese ami bhujtei pari nai
ভালোবাসা অবিরাম, বাংলাদেশের লিজেন্টদের মধ্যে আপনাকে আমি একজন মনে করি 🥰🥰
😁😁
ধন্যবাদ ফারহান ভাইকে,, এইরকম ভালো ভালো শিক্ষনীয় ভিডিও উপহার দেওয়ার জন্য...
এইরকম বিভিন্ন কোম্পানির শুরুর গল্প নিয়ে ভিডিও চাই...
এতে করে তরুন উদ্যোক্তারা তাদের বিজনেস সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা আরো বাড়াতে পারবে.....
কোন কোম্পানি কিভাবে অপারেট করে এই বিষয় নিয়ে ভিডিও সিরিজ করলে অনেক হেল্পফুল হবে....
onekei 32 min dekhe video ta dekhbe na.. but believe me eta 2021 er best content so far...
One of the best book I've ever read and best review on the book. I also translated the book for an online portal. Great video 💞
Really!gimme the book’s link,sauce or whatever
৩২ মিনিটের ভিডিও দেখতে সামান্যটুকু বিরক্ত বোধ করি নাই।Thank you KF vai🖤
থ্যাংকু আমার মন খারাপের দিন টাকেও সুন্দর করে দেয়ার জন্য☺️
University te chance hoinai nki? Mon kharap
@@shariarbadhon7722 chance to 2 years agei hoye gese re bhai🥴
MashAllah MashAllah
ভালই বলছেন। 🥰
thanku
৩২ মিনিট ৫১ সেকেন্ড ভিডিও, সত্যি বলতে সময় যে কেমন করে গেলো বুঝতেই পারলান না। খুব খুব ভালো গেগেছে এই ভিডিওটা। লাভ ইউ ব্রাদার
Valobashi vaiya❤️
Apnar Kash theke aro onek kisu sikhte chai🙂
আমি জীবনের প্রথম এই বুক রিভিটা দেখেছি এবং এইটা দিয়ে বুক রিভিও দেখা সুরু হল। অসাধারন ছিল। বিঃদ্রঃ আমার বই পড়তে ভাল লাগে না তাই এর আগে কোন বই পড়ি নাই ( ক্লাস এর বই ছাড়া)। বাট এইটা আমার চিন্তাকে চেঞ্জ করে দিয়েছে। ধন্যবাদ ফারহান ভাই।
Farhan bhaiyar oshadaron comeback
Ek second er jonno o bored fell kori nai
❤️❤️❤️
এক কথায় অসাধারণ,,, Love You brooo🥰🥰
When he said "phil oga moga Kew na "
That was really hilarious 😂😂
অসাধারণ ভিডিও।💝 এই ধরণের ভিডিওগুলো একটু বড় হলেও উপভোগ্য। আপনাকে বারবার ভিডিওর সময় নিয়ে একটু চিন্তিত হতে দেখলাম। আমি ইউটিউবের কার্যকৌশল খুব ভালো বুঝি না। তবে আমার মনে হয় ইউটিউবের কার্যকৌশলে ভিডিওর দৈর্ঘ্য নিয়ে কোনো সমস্যা না হলে এ ধরণের অনুপ্রেরণামূলক ভিডিওগুলোর দৈর্ঘ্য বিবেচনা না করে খুব সুন্দর করে উপস্থাপন করাকেই প্রাধান্য দেয়া উচিত। বিশেষ করে আপনার কণ্ঠে ব্যাবসা বিষয়ক এমন অনুপ্রেরণামূলক ঘটনা শুনতে খুবই ভালো লাগে। পুনরায় উল্লেখ্য এটা শুধুমাত্র আমার ব্যাক্তিগত মতামত। ভালোবাসা।💝
কিভাবে ৩২.৫১ মিনিট কেটে গিয়েছে বুঝতেই পারিনি.... ঘটনাগুলো খুবই Inspiring... ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আরও এমন সুন্দর সুন্দর ভিডিও পাবো !!! আপনি এবং খাদিজাতুল কুবরা আপু একসাথে কখনো ভিডিও বানাতে পারলে দারুণ হয় বিষয়টা !!! ভালোবাসা এবং দোয়া 😍😍
খুবই অসাধারণ লাগলো। আপনার শব্দচয়ন অনেকটা সময় কে অল্পক্ষন করে দেয়। এক বসায় শুনে ফেললাম।আরও ১০-১৫ মিন বাড়ালে মন্দ হতো না। আমি একটা বই পড়ছি এখন,সেইটা শেষ হইলে এইটা পড়তে হবে। ইনশা আল্লাহ 😃😃
বোয়ারম্যান লোকটার ঘটনা খুব ইন্টারেস্টিং লেগেছে।ফিল নাইটের ভ্রমণ কাহিনী সত্যি অসাধারণভাবে বলেছেন।
Wow....
This was really amazing bhaiya.
This now one of my favourite video of yours. 🤍
Enjoyed the whole video.
Want more like this
Ami apnar all video dekhi and onnnek onek vlo lage amr video gula .. Almost shob topic e vlo lage.❤️
সত্যিই অসাধারন ! খালিদ ফারহান ভাই আমাদের রত্ন!
টাইমলাইনে বড় ভিডিও দেখলে সেটা রাতে একবারে দেখার জন্য আলাদা সময় করে রাখি।
সাথে সাথে দেখি না। আমার মনেহয় অনেকেই ক্ষেত্রেই ব্যাপারটা সত্য, Views পরে পাবার সাথে এটার একটা মিল থাকতে পারে।
গল্পটা চমৎকার লেগেছে
আমার কাছে পারসোনালি আপনার লেকচার টাইপ ভিডিও দেখতে খুব ভালো লাগে। আপনার কথা বলার স্টাইল ভালো। বিরক্তি ভাব আসে না। ভিডিও ২০-৩০ মিনিট হলেও সমস্যা নেই। আপনি ভিডিও ডিউরেশন এর চিন্তা করে কম তথ্য দিবেন না আশা করি। আপনার লম্বা ভিডিও এর ও এক পর্যায়ের ভিউয়ারদের পছন্দ আছে। আশা করি এ ব্যাপারে বিবেচনা করবেন
আধা ঘন্টার ভিডিও শুরুতে ভেবেছিলাম দেখব না। পড়ে শুরু করলাম, যেই কথা সেই কাজ। ভাইয়ার গল্প শোনা শুরু করলাম- ব্যাস আধা ঘন্টা শেষ! কই দিয়ে সময় গেছে টের পাই নি।...
ভাইয়ার এক্সপ্লেইন স্টাইল মারাত্মক! ✨✌️
ভালো লেগেছে❤️❤️
মনে হল চোখের সামনে ঘটনাগুলো দেখলাম, এত সুন্দর করে বললেন।
Apnar mukhe golpo sune boita porar iccha bere gelo. Thank you bhai.
খুব খুব ভালো লেগেছে ভাইয়া। এত সুন্দর করে কথা গুলো গুছিয়ে বলেছেন। অনেক নতুন কিছু জানলাম, শিখলাম।
খুবই ভালো লাগলো ভাই, যা বলে বোঝাতে পারবো না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ❤️
সত্যি বলতে মন খারাপ ছিল ভিডিও টা দেখার আগে, কিন্তু আপনার কথা গুলো শোনার পরে আগের থেকে একটু হলেও ভালো লাগছে।❤
oshadharon golpo ta and apnar review ta besh valo legeche as usual.
Best thought review ever! thanks @khalid farhan vai.
প্রথম মিনিটেই দেখছি ভাই 😃😃💙
ভাইয়া আপনার কথা গুলো আমার খুব ভালো লাগে।
প্রতি দিন আপনার কথা গুলো আমি ওয়াজ এর মতো মনযোগ দিয়ে শুনি।😀
কি সুন্দর একটা গল্প, কি সুন্দর উপস্থাপন, কত চমৎকার ইনফর্মেশন, প্রচুর লাইক!!! আমি যেই মুহূর্তে লিখছি সেই মুহূর্ত পর্যন্ত 26 টা ডিজলাইক!!! প্রায়ই অনেক সুন্দর সুন্দর ভিডিওতে বা লেখায় ডিজলাইক দেখতে পাই, অনেক চিন্তা করেও এই রহস্য আমি উদঘাটন করতে পারিনি l এর আসল কারণটা কি? এদের কাছে কেন মনে হয় ডিজলাইক দেওয়া উচিত?
Vaiya apnar story telling capability darun..! Please give us this type of video more and more..! ❤️❤️
Nice Video... vai amra protidin video chai💜💜👍👍
This was AWESOME. kivabe 33 minutes par hoeche bujhte parlam na, love the way you talk Bro. Ami mone holo ekta short film dekhlam jekhane Phil, Bowerman, Penelope era shobai chilo.
One of the best Video evar🥺🥰
প্রত্যেকটা ভিডিও এতো দারুন লাগে।💜🌹
ভাইয়া বেশ ভালো লাগল
Ami apnake recommend korbo apni aro onk thought review video make koren... Facebook, TH-cam Valo jinis olpo...apnara joto vlo kicu make korben Amar ta dekhe vlo kicu sigte parbo..
This is the first time I saw a full video. Love it❤️
আপনাকে পেয়েছি বলেই, আজ আমাদের অনেক উন্নতি....ধন্যবাদ প্রিয় ভাই..❤️❤️❤️❤️
Best of luck 💕💕💕.. Vaia... thanks 👍👌💕.
দুই মাস আগে থেকে আপনার ভিডিও দেখা হয় ভাইয়া
আজকে প্রথম কমেন্ট করলাম
One of your best videos, love it 👍
ভাই উইকিপিডিয়া থেকে অনেক কষ্ট করে কপি মাইরা এখানে রিডিং চালিয়ে দিলেন অসম্ভব ভালো লাগলো
ভাই আমার নিজের জুতার কারখানা আছে, এবার সেটিকে ব্র্যান্ড হিসেবে প্রস্তুত করার মটিবেশন পেলাম💜💜Best of luck for me
Just loved the video,,,,,you made the story more greenish,,,,😘
Such a great storytelling definitely made my day! 😌❤️
dear Fahran,
1) good one, of course
2) motivational
3) constructive instruction included
&
4) guitar and a song, may be small or short but a song with the wonderful Gumbo Guitar...plz
thanks
I have been wanting to get an idea about the book for a long time. Finally, I got it through you. Thank you
পুরো ভিডিও টা অনেক সুন্দর ছিলো। আরো বড় হলেও সমস্যা হত না ।
The way you tell the entire story is out of the universe. Long live bhaiya. Wait for so many masterpieces like this ❤️
ভাই ভিডিও টা আসলেই সুন্দর হইছে। তবে সাউন্ড একটু বাড়ালে বেটার হয়
Ami akjon businessman hote cai kfc er moto tai apnar video gula dekhte amar valo lage video kokhon ses hoye jay jani na but apni jei bisoy gulay besi janen tar detail video banan akjon teacher er moto apni onek valo bujaite paren
Apnar bolar moto ami like and comment korlam
Tbh video ta asholei bhalo chilo
ভিডিও টা অনেক ইন্টারেস্টিং। খুবই দারুণ অনুভূতি পেলাম ভিডিও টা দেখে।
আমি সাধারণত কোন ভিডিও তে কমেন্ট করি না। কিন্তু আমি কমেন্ট করতে বাধ্য হলাম এটা বলার জন্য যে, এইরকম কন্টেন্ট আরও চাই।
আপনি সাধারণত এইরকম ভিডিও কম বানান, সেদিন পডকাস্টে বলছিলেন, আপনার নাকি স্পন্সর না আসলে ভিডিও করার ফিল আসে না।
সেক্ষেত্রে আপনাকে বলতে চাই, এমন ভিডিও বানিয়ে আপনি যেটা পাবেন সেটা টাকার থেকে ও অনেক বেশি মূল্যবান।
তারপরও জীবনটা আপনার, আপনি কি নিয়ে সন্তুষ্ট থাকবেন সেটাও আপনার ইচ্ছা ।
বুক রিভিউ আমার অনেক পছন্দের ভিডিও ক্যাটাগরি। আজ পর্যন্ত কোন বুক রিভিউ ভিডিওতে কমেন্ট করি নাই।
আপনার বুক রিভিউ দেখে মনে হল ৩৫ মিনিটের বায়োগ্রাফি মুভি দেখলাম। ডিওটা সত্যিই অসাধারণ হয়েছে।
Thank you eto shundor ekta golpo shonanor jonno. Actually ami onek age thekei business er bepare khub e agrohi, kintu kon business korbo etai khuje pai na. Jahok shobmiliye golpo ta oshadharon.
Bepar ta mojar,ek jaygay bosei kotha bola hoy nay,asole 30 min ekjaygay bose manush kotha bola manush video ta continue korte moja pabe kina,eta o matha rakha,amazing 💖
প্রচুর ভালোবাসা ভিডিওটার জন্য ভাইয়া ❤❤❤❤
Video er kicu ongsho dekhte dekhte i comment kortesi, but it's a awesome video🙂
Really enjoyed this! Till unmoved.
Great video Bhai!
Not a single minute felt boring
খুব ভাল লাগলো । এরকম আরো ভিডিও ছাড়লে দারুন হতো ।
Like your raw and natural style of talking .. about things ..
মনে হচ্ছিল আরো কিছুক্ষণ যদি গল্প বলতেন মনটা আরো ভালো হয়ে যেত😍😍
এই প্রথম আপনার একটা ভিডিও আমাকে নাড়া দিলো ঘুম থেকে উঠে বসতে
আগের ভিডিও গুলো ও ভলো ছিলো
আসলে আমি গল্পের মাজে হারিয়ে গেছিলাম
যাক সব মিলিয়ে ভালোই হলো 🙄😅🙄
The greatest channel I've ever subscribed! 🙂
৩৩ মিনিটের ভিডিও। এতো বড় ভিডিও তাই দেখার আগে কিছুটা আলসেমি অনুভব করছিলাম, কারণ দেখতে অনেক্ষণ সময় লাগবে। কিন্তু দেখা শুরু করার পর মনেহলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেলো। এক মুহূর্তের জন্যেও বোর হইনি, খুবই ভালো লেগেছে।
ভালো থাকবেন ভাইয়া। আর ব্যাকইয়ার্ডে কি গাছ লাগাতে চান? চাইলে আমি আইডিয়া দিতে পারি।