মুখোমুখি ড. কুণাল সরকার-ড. সিদ্ধার্থ মুখোপাধ্যায় - THE ULTIMATE SHOWDOWN
ฝัง
- เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024
- Siddhartha Mukherjee in conversation with Kunal Sarkar || EPISODE 1
কর্কট রোগের আত্মচরিত লিখে পুলিৎজার পুরস্কার পেয়েছেন তিনি। কেবল রোগ সারিয়েই ক্ষান্ত নন, তিনি রোগের বীজকে সমূলে নষ্ট করতে বদ্ধপরিকর। প্রতি অঙ্গ-প্রত্যঙ্গকে কেবল নয়, তার ভেতরের সূক্ষ্মাতিসূক্ষ্ম কোষ ভেদ করে জেনে নিতে চান উৎস। সেই সব ভাবনার আলোচনায় ড. সিদ্ধার্থ মুখোপাধ্যায়। পর্ব ১।
ডাকবাংলা.কম কী?
যাঁরা পড়তে ভালবাসেন, তাঁদের জন্য আছে মৌলিক, অনবদ্য লেখা, শুধুমাত্র ডাকবাংলা.কম-এ।
যাঁরা বাংলা পড়েন না, কিন্তু এই ভাষা শুনতে ভালবাসেন, তাঁদের জন্য আছে ভ্লগ বা ভিডিও লগ, যার বিষয় শাস্ত্রীয় সঙ্গীত থেকে কবিতা, সামাজিক মাধ্যম থেকে পুরনো কলকাতার গল্প।
বাংলা ভাষার মাধুর্য ফিরে পেতে চান যাঁরা, ডাকবাংলা.কম তাঁদের কাছে ঘরে ফেরার গান। বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখকদের কলমে যত্ন-সংকলিত প্রবন্ধ-নিবন্ধ-গল্প-ধারাবাহিক আছে যেমন, অন্য ভাষার লেখাও থাকছে অনুবাদে। আমরা বিশ্ব-সাহিত্যে স্বাগত জানাতে চাই; অনুবাদের মারফৎ নানা ভাষার কল্পনা-চিন্তা-ধারণা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই।
শিল্প, শিল্পচিন্তা এবং তার আলোচনা যখন মূলস্রোতের বৈদ্যুতিন মাধ্যমের ভিড়ে ক্রমশ সঙ্কুচিত হয়ে চলেছে, ডাকবাংলা.কম নিয়ে আসছে গতকাল এবং আগামীর গল্প, নাটক, সঙ্গীত, চিত্রশিল্প ও আরও নানাবিধ বিষয়ে।
এ ছাড়া থাকছে ইংরেজি লেখা, বিশেষত তাঁদের জন্য, যাদের জীবনে রয়েছে দুটি ভাষারই সমান্তরাল চর্চা।
#interview #doctorlife #daakbangla #candidconversations #episode1 #healthtips
Daak bangla je level er content niye asche, bidesh er naam kora media channel har mene jabe.. ❤❤
So proud of this.. Thank you so much.
Darun akta alochona sunlam ebong deklam, 2nd part er jonno opekkhai rohilam. We need this kinds of podcast. Thanks a lot.
Waiting for next discussions since it is most valuable & effective.
❤
Thank you Daakbangla team for sharing this.