সব পর্ব একসাথে দিলে ভালো হয়। এতো সুন্দর আর মার্জিত ভাষায় কথা বলেছেন যা এক কথায় অসাধারণ অসাধারণ। কেমনে এতো স্মার্ট মানুষ গুলো দেশছাড়া হয় কে জানে। মেজর ডালিমের একটা সাক্ষাৎকার চাই।❤ সৎ আর সাহসী মানুষ দেখতে ভালো লাগে। ভালো থাকুন এই মানুষ গুলো।
৭৫ এর ১৫ আগষ্টেরর ঘটনার জন্য আরো অন্তত ২/৩ জনের সাক্ষাৎকার নেওয়া উচিত৷ উড়ো অনেক নিউজই মানুষ জানে কিন্তু প্রকৃত ঘটনা জানার অধিকার বাংলাদেশের সকল মানুষের রয়েছে৷ নেহাতপক্ষে একজনের সাক্ষাৎ নেওয়াটা ও বিরল ঘটনা৷ জিল্লুর ভাই এই সাক্ষাৎকার নিয়ে একটা বই লিখেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য৷ ধন্যবাদ ভাই৷
বাংলাদেশের সাংবাদিকতায় জিল্লুর রহমান ও তার টিমের এই সাক্ষাতকার ইতিহাস ও গবেষণার বিষয় হওয়া উচিত। আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য আপনাদের এই কাজটি অনুপ্রেরণা হয়ে থাকবে। ❤❤❤ একইসাথে এরকম বলিষ্ঠ সাংবাদিকতার প্রভাবও আমরা নিকট ভবিষ্যতে দেখতে পারবো বলে আমি আশাবাদী।
ওনার মুরগি উনি নিজ ইচ্ছায় জবাই দিবেন। আপনি তো আর ভিডিও দেখে জিল্লুরকে টাকা পাঠান না। তাইলে উনি কমেন্ট দেখে ডিসিশন চেঞ্জ করবে কেন? ভিউ থেকেই পয়সা কামাবে। Nothing is free in this world.
খন্দকার আব্দুর রশিদ মাশাল্লাহ খুবই মার্জিত, ভদ্র একজন মানুষ মনে হচ্ছে। আচ্ছা উনি কি এখনো বেচে আছেন? যদি বেচে থাকে তাহলে তার নতুন ইন্টারভিউ নেয়ার জন্য জিল্লুর সাহেবকে অনুরোধ জানাচ্ছি।
Zillur Sir did a great job . its a historical interview by so far in Bangladesh . Those who r impatient by the episode n crying for fast n full interview be patients , its better to test the fruit slowly otherwise u will get choked !
সহমত। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর নেতানেত্রীদের যদি দেশের সাধারণ জনগণের প্রতি মমত্ববোধ, জনমতের ওপর শ্রদ্ধা এবং নাগরিকদের সম্মান প্রদর্শনের সদিচ্ছা থাকতো তাহলে বাংলাদেশের গণতন্ত্রের আজ এই ভয়াবহ পরিণতি হতো না।
@@masrurbinmorshed4884 উনাদের অবদান না ভাই এইটা উনাদের কারণে বাংলাদেশের এই অবস্থা ঐ হত্যা পর উনারা দেশকে কার হাতে তুলে দিল এবং ৪৭ বছর পরেও কেন দেশের এই অবস্থা
It is very fact that no one reacted negative . I beleive 10 to 15 percent people was with awame leage. I was student of university level . Among the students 60 to 70 percent was supporting jsd . 10 percent was with vashani ,and muzaffar . 10 to 15 percent was with import ,export license and other financial facilities as given by awame leagers
এই পর্যন্ত অর্জিত দীর্ঘ ১৭ বছরের পেশাগত জীবনের অভিজ্ঞতার আলোকে আমি সুদৃঢ়চিত্ত ঘোষণা করছি যে: আসিফ নজরুল হলেন ভারতীয় “র” এর দীর্ঘমেয়াদী, লক্ষ্যভেদী, সুদুরপ্রসারী এবং অব্যর্থ পরিকল্পনার সবচেয়ে সাফল্যজনক ও গুরুত্বপূর্ণ একটি অংশ। ১৯৯২ ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সম্পাদক এবং পরিচালনা পরিষদের অন্যতম আহ্বায়ক ছিলেন এই আসিফ নজরুল। একসময়ের একজন প্রচন্ড রকমের জামাত শিবির বিরোধী অবস্থান গ্রহণকারী ও মুজিববাদী বাকশালের পূজারী বুদ্ধিজীবী থেকে হঠাৎ করেই ৩৬০ ডিগ্রি উল্টা ঘুরান দিয়ে বিএনপি জামাত শিবির অনুরাগী আসিফ নজরুল বিগত ১৭ বছর ধরে অতিরিক্ত রকমের ভারত বিরোধীতা করে জনগণের উপর তাঁর কথার যাদুর মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে ছলনার আশ্রয় নিয়েছিলেন। “র” এর গুপ্তচরবৃত্তির ইতিহাসে আসিফ নজরুলের অবদান অনস্বীকার্য। অত্যন্ত বিনম্র, বাগ্মী, সুবক্তা ও মিষ্টভাষী আসিফ নজরুলের মত মানুষের জন্যে বাংলাদেশের গ্রামে গঞ্জে আমাদের বেহেস্তবাসী ময়মুরব্বীগণ সুন্দর প্রবাদ প্রবচন বলে গেছেন: “মুখে মধু অন্তরে বিষ”। “সম্মুখ সমরে দাঁড়ানো হাজার হাজার সুপ্রস্তুত ও সহস্রগুণ শক্তিশালী শত্রুপক্ষের সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার চাইতেও লক্ষকোটি গুণে অধিক পরিমাণে কঠিন রণকৌশল হচ্ছে পরম মিত্রের বেশ ধরে বন্ধুরূপী অদৃশ্য শত্রুর ভয়ংকর আক্রমণের মোকাবিলা করা”। গণঅভ্যুত্থানের পর কিন্তু সবগুলো শয়তানই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে নিজেদেরকে লোকচক্ষুর আড়ালে রাখতে সক্ষম হয়েছে। তারপর তারা গণমাধ্যমের সাহায্যে সমন্বয়কদের বলির পাঁঠা হিসেবে মিডিয়ার মালিকদের সঙ্গে হাত মিলিয়ে হলুদ সাংবাদিকতার উপর ভর করে নিত্যনতুন গুজব ছড়িয়ে গণমানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে তৎপর রয়েছে। বিশ্বাস করুন আর নাই করুন, এইটা আমার শেষ কথা।
স্যার কে স্যালুট পাশাপাশি দুঃখ হচ্ছে যদি আপনে আওয়ামিলীগের প্রতি এই সততা না দেখাতেন তাহলে আজকে আমাদের এত সন্তানকে হারাতে হত না , এত ছেলে -মেয়ে আহত হত না। আর ১৬ বছরে যে ক্ষতি হয়েছে তা হত না।
গত পর্বে কি শুনেছিলাম আবার দেখতে হলো কারন আপনি এমন ভাবে প্রচার করতেছেন মনে হচ্ছে এ যেন আরেক আলিফ লায়লা But এটা আলিফ লায়লা নয় এটা তৎকালীন বাংলাদেশের মানুষের ভাগ্যের ভাল এবং মন্দের একটি ইতিহাস॥ ইতিহাস টির সর্ব শেষ পর্ব শুনার পর বুঝতে সক্ষম হবো আসলেই কি লাভ আর কি ক্ষতি হলো॥সুতরাং পর্ব গুলো দিয়ে দেন না জিল্লুর ভাই!!!
বটমলাইন: যেহেতু ক্যু হবেই, তাহলে যতটা সেইফ আর ম্যাচিউরিটি রেখে করা যায় সেটাই কর্নেল রশিদের চিন্তায় ছিল যেন কোন বাড়াবাড়ি অতিরিক্ত পর্যায়ে না হয় এমন ভাবে এটা করা যায়।
এতদিন পর আসল এপিসোডের অপেক্ষায় ছিলাম
প্রকৃত ইতিহাস জানার জন্য অপেক্ষায় ছিলাম প্রতিদিনই আমি আপনার চ্যানেল টা চেক করি,
আমিও
তিনটি সেনা অভ্যুত্থান বইটি পড়তে পারেন।
জিল্লুর রহমান সাহেব আপনি সবগুলো এপিসোড একসাথে দেন তাহলে মানুষ শুনে বুঝতে পারবে
সব পর্ব একসাথে দিলে ভালো হয়। এতো সুন্দর আর মার্জিত ভাষায় কথা বলেছেন যা এক কথায় অসাধারণ অসাধারণ। কেমনে এতো স্মার্ট মানুষ গুলো দেশছাড়া হয় কে জানে। মেজর ডালিমের একটা সাক্ষাৎকার চাই।❤ সৎ আর সাহসী মানুষ দেখতে ভালো লাগে। ভালো থাকুন এই মানুষ গুলো।
Smart to hobei onara army officer chilen r family background o valo tader!
@@SalmaAkter-uw6xn জী। ভালো থাকুক।
Correct. Thank you so much.
So true. His memory is so sharp and such nice talking style.
@@hasibmomen3570 thank you so much
ইতিহাস কখনো গোপন রাখা যায় না।
এই ভারে একদিন প্রকাশ পায়।
অনেক কিছু জানার আছে এখান থেকে।
Thanks for uploading Zillur mama. You have been the bravest Journalist who survived the Fascist Regime.
৭৫ এর ১৫ আগষ্টেরর ঘটনার জন্য আরো অন্তত ২/৩ জনের সাক্ষাৎকার নেওয়া উচিত৷ উড়ো অনেক নিউজই মানুষ জানে কিন্তু প্রকৃত ঘটনা জানার অধিকার বাংলাদেশের সকল মানুষের রয়েছে৷
নেহাতপক্ষে একজনের সাক্ষাৎ নেওয়াটা ও বিরল ঘটনা৷
জিল্লুর ভাই এই সাক্ষাৎকার নিয়ে একটা বই লিখেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য৷
ধন্যবাদ ভাই৷
আপনার সাথে আমি একমত। আমরা জানতে চাই
বাংলাদেশের সাংবাদিকতায় জিল্লুর রহমান ও তার টিমের এই সাক্ষাতকার ইতিহাস ও গবেষণার বিষয় হওয়া উচিত।
আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য আপনাদের এই কাজটি অনুপ্রেরণা হয়ে থাকবে। ❤❤❤
একইসাথে এরকম বলিষ্ঠ সাংবাদিকতার প্রভাবও আমরা নিকট ভবিষ্যতে দেখতে পারবো বলে আমি আশাবাদী।
অপ্রিয় হলেও সত্য সবসময়ই সত্য
ধন্যবাদ জিল্লুর ভাই। ভাই খুব ই বিরক্ত হয়েছি খুঁজে পেতে যে কোন পর্বের পর কোন পর্ব। সম্ভব হলে এক সাথে এক পর্বে দেন।
ধন্যবাদ জিল্লুর, ভাইকে এইসব ভিডিও যত্নে রাখার জন্য।
অনেক কিছু নতুন করে জানছি। বাকি যারা বেচে আছে, তাদেরও সাক্ষরতার হোক।
এই পর্ব গুলা কেটে দেওয়ার কারণে নিবিড় ভাবে শোনার পরেও আগাগোড়া বুঝা যায় না। জিল্লুর রহমান সাহেব কি মানুষের কমেন্ট দেখে না।
Tui president naki minister????
আপনি রাগ করে না দেখলেই হয়।
জিল্লুর রহমান বাটপার
আপনি ১৫ আগস্ট নিয়ে কয়েকটা বই পড়েন। তাহলে বুঝবেন এই কথাগুলো
ওনার মুরগি উনি নিজ ইচ্ছায় জবাই দিবেন। আপনি তো আর ভিডিও দেখে জিল্লুরকে টাকা পাঠান না। তাইলে উনি কমেন্ট দেখে ডিসিশন চেঞ্জ করবে কেন? ভিউ থেকেই পয়সা কামাবে। Nothing is free in this world.
অনেক আগ্রহে ছিলাম এইটা দেখার জন্য
Thanks Zillur Rahman Bhai❤From Oman 🇴🇲
আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিন। আমীন৷ ❤❤❤❤❤।
ঐ হারামজাদা কি কইলি?
তোকে হত্যা করলে ঐ ব্যাক্তিকে কি তুই জান্নাতে যাইতে বলবি?
He is alive
অপেক্ষায় থাকি
খন্দকার আব্দুর রশিদ মাশাল্লাহ খুবই মার্জিত, ভদ্র একজন মানুষ মনে হচ্ছে। আচ্ছা উনি কি এখনো বেচে আছেন? যদি বেচে থাকে তাহলে তার নতুন ইন্টারভিউ নেয়ার জন্য জিল্লুর সাহেবকে অনুরোধ জানাচ্ছি।
ফাঁসি দিয়েছে
@@MdJakaria-kokhon mia
খন্দকার আব্দুর রশীদ এইখানে নিজেকে নির্দোষ প্রমান করার চেষ্টায় আছে! অনেক কথা চেপে গেছেন! উনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন এইটা স্বচ্ছতা কতটুকু! যারা বঙ্গবল্টু হত্যার সাথে জড়িত এইরকম আরেক জনের সাক্ষাৎকার নেন,তাহলে সব সত্যতা পাওয়া যাবে।
@@IbrahimKhalilyousha সোর্স দিন।
@@JesminIslam-fv1dp খন্দকার আব্দুর রশীদ এইখানে নিজেকে নির্দোষ প্রমান করার চেষ্টায় আছে! অনেক কথা চেপে গেছেন! উনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন এইটা স্বচ্ছতা কতটুকু! যারা বঙ্গবল্টু হত্যার সাথে জড়িত এইরকম আরেক জনের সাক্ষাৎকার নেন,তাহলে সব সত্যতা পাওয়া যাবে।
Zillur Sir did a great job . its a historical interview by so far in Bangladesh .
Those who r impatient by the episode n crying for fast n full interview be patients , its better to test the fruit slowly otherwise u will get choked !
True. Mostly, they would watch and listen to this interview by skipping. 😂
I was waiting for this episod. Thanks for uploading❤
রাইট
মেজর ডালিম সাহেবের বক্তব্য ম্যানেজ করতে পারলে অনেক ভালো হতো
unar boi porlei hoy
Amar kase ase
জনগণ তাঁদের অবদানকে মূল্যায়ন করে অথচ রাজনৈতিক দলগুলোর কোনো ভাবান্তর নেই 😢
সহমত। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর নেতানেত্রীদের যদি দেশের সাধারণ জনগণের প্রতি মমত্ববোধ, জনমতের ওপর শ্রদ্ধা এবং নাগরিকদের সম্মান প্রদর্শনের সদিচ্ছা থাকতো তাহলে বাংলাদেশের গণতন্ত্রের আজ এই ভয়াবহ পরিণতি হতো না।
@@masrurbinmorshed4884 উনাদের অবদান না ভাই এইটা উনাদের কারণে বাংলাদেশের এই অবস্থা ঐ হত্যা পর উনারা দেশকে কার হাতে তুলে দিল এবং ৪৭ বছর পরেও কেন দেশের এই অবস্থা
Shudu power chai political party gulo
উনাদের বিএনপি মূল্যায়ন করলে আওয়ামী লীগ আরো প্রোপাগাণ্ডা ছড়াতো মুজিব হত্যার জন্য জিয়াউর রহমান দায়ী। বিএনপি খুনীদের পৃষ্ঠপোষক করে
সঠিক কথা বলছেন আপনি
সবগুলো পর্ব একসাথে দেখতে চাই!
Thank you
জিল্লুর ভাই এভাবে খণ্ডাকারে না দিয়ে ১ ঘন্টা করে আপলোড করলে শুনতে ভালো হবে সবার জন্য। আশা করি পরবর্তী এপিসোড গুলো সম্পূর্ণ আকারে প্রকাশ করবেন
অনেক ভালো করছেন আপনারা
সাংবাদিকয়তা স্রষ্ঠা সাক্ষাৎকার এমন উপস্থাপনা আর কেউ করতে পারেনি 😢😢
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের এর সাথে তৃতীয় মাত্রায় আলোচনা পর্বটি ইউটিউবএ প্রচার করার জোর অনুরোধ জানাই।
By 5:07
ধন্যবাদ।
মনে হচ্ছে উনাদের ক্ষমা করে দেয়া উচিত।
ভাই এরকম করলে কেমন হয় আলিফ লায়লার মত পূর্বে যা দেখেছেন এখন যা দেখবেন আগামীতে যা দেখবেন 😂😂😂
😂
এরকম হলে ভালো হয়। 😊
great talk show
মিথ্যা ক্ষণস্থায়ী সত্য চীরস্থায়ী।
জিয়ার সংশ্লিষ্টতার কথা বলায় নি এখন এটা বলতেছেন 😁
He talks so smoothly and doesn't give any distractions to the brain. This interview is epic for the history of Bangladesh.
So the second independence of Bangladesh was in 1975
@@marjuksajid
How
Many
This
Got
INDEPENDENCE
জিল্লুর ভাই এ সাক্ষাৎ কার প্রকাশ করে খুব ভাল করলেন। জাতি জানতে পারলেন প্রকৃত ঘটনা। ধন্যবাদ জিল্লু ভাই।
অপেক্ষা করতে ভালো লাগে নান।
একদিনে সব একসাথে আপলোড দেন
জিল্লুর ভাই, এই এপিসোড গুলো দেখি আর মনে হয় "কিরনমালা" দেখতেছি!
পুরা বিষয়টা একটা এপিসোড এর মাধ্যমে করা উচিত ছিল
আমিও তাই বলি। আপনি এর প্রতিবাদে এই এপিসোড গুলো দেখা বন্ধ করে দিন।
Thanks sir
It is very fact that no one reacted negative . I beleive 10 to 15 percent people was with awame leage. I was student of university level . Among the students 60 to 70 percent was supporting jsd . 10 percent was with vashani ,and muzaffar . 10 to 15 percent was with import ,export license and other financial facilities as given by awame leagers
এই পর্যন্ত অর্জিত দীর্ঘ ১৭ বছরের পেশাগত জীবনের অভিজ্ঞতার আলোকে আমি সুদৃঢ়চিত্ত ঘোষণা করছি যে: আসিফ নজরুল হলেন ভারতীয় “র” এর দীর্ঘমেয়াদী, লক্ষ্যভেদী, সুদুরপ্রসারী এবং অব্যর্থ পরিকল্পনার সবচেয়ে সাফল্যজনক ও গুরুত্বপূর্ণ একটি অংশ। ১৯৯২ ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সম্পাদক এবং পরিচালনা পরিষদের অন্যতম আহ্বায়ক ছিলেন এই আসিফ নজরুল। একসময়ের একজন প্রচন্ড রকমের জামাত শিবির বিরোধী অবস্থান গ্রহণকারী ও মুজিববাদী বাকশালের পূজারী বুদ্ধিজীবী থেকে হঠাৎ করেই ৩৬০ ডিগ্রি উল্টা ঘুরান দিয়ে বিএনপি জামাত শিবির অনুরাগী আসিফ নজরুল বিগত ১৭ বছর ধরে অতিরিক্ত রকমের ভারত বিরোধীতা করে জনগণের উপর তাঁর কথার যাদুর মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে ছলনার আশ্রয় নিয়েছিলেন। “র” এর গুপ্তচরবৃত্তির ইতিহাসে আসিফ নজরুলের অবদান অনস্বীকার্য। অত্যন্ত বিনম্র, বাগ্মী, সুবক্তা ও মিষ্টভাষী আসিফ নজরুলের মত মানুষের জন্যে বাংলাদেশের গ্রামে গঞ্জে আমাদের বেহেস্তবাসী ময়মুরব্বীগণ সুন্দর প্রবাদ প্রবচন বলে গেছেন: “মুখে মধু অন্তরে বিষ”। “সম্মুখ সমরে দাঁড়ানো হাজার হাজার সুপ্রস্তুত ও সহস্রগুণ শক্তিশালী শত্রুপক্ষের সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার চাইতেও লক্ষকোটি গুণে অধিক পরিমাণে কঠিন রণকৌশল হচ্ছে পরম মিত্রের বেশ ধরে বন্ধুরূপী অদৃশ্য শত্রুর ভয়ংকর আক্রমণের মোকাবিলা করা”। গণঅভ্যুত্থানের পর কিন্তু সবগুলো শয়তানই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে নিজেদেরকে লোকচক্ষুর আড়ালে রাখতে সক্ষম হয়েছে। তারপর তারা গণমাধ্যমের সাহায্যে সমন্বয়কদের বলির পাঁঠা হিসেবে মিডিয়ার মালিকদের সঙ্গে হাত মিলিয়ে হলুদ সাংবাদিকতার উপর ভর করে নিত্যনতুন গুজব ছড়িয়ে গণমানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে তৎপর রয়েছে। বিশ্বাস করুন আর নাই করুন, এইটা আমার শেষ কথা।
Could you kindly upload these as a one-hour video, similar to the Tritio Matra videos? Thank you!
আহা উনারা এতো কষ্ট করে দেশটা স্বাধীন করেও নিজ দেশে থাকতে পারে নাই 😢😢
জিল্লুর রহমান ভাই কে সত্য ঘটনা নতুন প্রজন্ম জানার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করা হল
সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ
প্রকৃত ইতিহাস জানার জন্য অপেক্ষায় ছিলাম ❤️
কিভাবে বুঝলেন এটা প্রকৃত ইতিহাস
@KnowledgeHub-f4z আফসোস লীগ 😆😆
@arefinsayem8186 আমি কোন পার্টির তাবেদারি করিনি করবোও না। তোর সমস্যা হচ্ছে তুই বই খাতা না পড়ে মনে করছিস তুই অনেক কিছু জানিস।
ভাই তর সইতেছেনা অন্তত এক ঘন্টার একটা এপিসোড একসাথে দেন
সত্যকে কখনো মিথ্যা দিয়ে ডেকে রাখা যায় না
অনেক গুরুত্বপূর্ন তথ্য বেরিয়ে এলো যা ছিল অজানা..
স্যার কে স্যালুট পাশাপাশি দুঃখ হচ্ছে যদি আপনে আওয়ামিলীগের প্রতি এই সততা না দেখাতেন তাহলে আজকে আমাদের এত সন্তানকে হারাতে হত না , এত ছেলে -মেয়ে আহত হত না। আর ১৬ বছরে যে ক্ষতি হয়েছে তা হত না।
তৎকালীন জাসদ আরও ভয়ংকর ছিল। উনাদের হাতে অপশন বেশি ছিল না।
সঠিক
আমিও ভেবেছিলাম এই কথাটাই লিখবো,যাক আপনি আমার মনের কথাটা বলে দিলেন।
২৪ এসেও আমরা সেই একই ভুল করছি এটাই আমার দুঃখ।
Tokhon bnp ei 16 bochore aro beshi korto
জিল্লু ভাই আপনি বিউ ব্যবসা থেকে বিরত থাকেন সবগুলো এপিসোড একসাথে আপলোড করেন,ধন্যবাদ।
হ তার সংসার আপনি চালাইবেন
আপনি একটা কাজ করেন আপনিও এই এপিসোডগুলো দেখা থেকে নিজেকে বিরত রাখেন।
দেখতে শুরু করলাম
সাথে আছি
১ ঘন্টা করে না দেওয়াতে পূর্বের পর্বের সাথে ম্যাচ করতে প্রবলেম হয়।
বাকি পর্বগুলো তাড়াতাড়ি দিয়েন
আপনারা অবশ্য ই সাহসী এবং দেশপ্রেমিক। ১৫ আগস্ট না ঘটলে দেশ অন্য দিকে চলে যেত।
আসসালামু আলাইকুম ভাই আপনি পর্বগুলো এমন ভাবে দিলেন শুনবার ইচ্ছা নষ্ট হয়ে গেছে 😢😢😢
গত পর্বে কি শুনেছিলাম আবার দেখতে হলো কারন আপনি এমন ভাবে প্রচার করতেছেন মনে হচ্ছে এ যেন আরেক আলিফ লায়লা But এটা আলিফ লায়লা নয় এটা তৎকালীন বাংলাদেশের মানুষের ভাগ্যের ভাল এবং মন্দের একটি ইতিহাস॥ ইতিহাস টির সর্ব শেষ পর্ব শুনার পর বুঝতে সক্ষম হবো আসলেই কি লাভ আর কি ক্ষতি হলো॥সুতরাং পর্ব গুলো দিয়ে দেন না জিল্লুর ভাই!!!
জেজমীন ইসলাম, হ্যা, কর্নেল আব্দুর রশিদ, এখনো বেচে আছেন,তবে অনেক বৃদ্ধ হয়ে গেছে, থাকেন যথা সম্ভব ক্যানাডায় আছেন,
pure gentleman..
মাহমুদুর রহমান আর আওয়ামীলীগের সকল নেতা কী করে পালিয়ে গেল এ নিয়ে একটি পর্ব করেন।
মাহমুদুর রহমান কি?
পালাতে না দিলে এক জন মানুষের পক্ষেও পালানো সম্ভব না। ৬৩২ জনকে প্রথমে আশ্রয় দেয়া হলো। তারপর তাদের পালাতে দেয়া হলো। ইন্টারেস্টিং 😂
হাফিজকে ad করে কৌশল করছেন
এখনই জিজ্ঞেস করলে একই কথা বলতে পারবে?
جَزَاكَ ٱللَّٰهُ خَيْرً
মেজর ডালিমের সাক্ষাৎ চাই😊
National Hero ❤
বটমলাইন: যেহেতু ক্যু হবেই, তাহলে যতটা সেইফ আর ম্যাচিউরিটি রেখে করা যায় সেটাই কর্নেল রশিদের চিন্তায় ছিল যেন কোন বাড়াবাড়ি অতিরিক্ত পর্যায়ে না হয় এমন ভাবে এটা করা যায়।
Now we need to take this type of action against BAL in 2024
Good
এত সময় নিয়ে কথা বলে আমার তো ধৈর্য্য ধরে না😢
1.25x এ দেখেন
তাহলে এই অনুষ্ঠান আপনার জন্য না!
Continue
জিল্লুর ভাই এখানে অনেক কিছু কথা hide করেছে।
ভাই এভাবে ভিডিওগুলো ছাড়ার জন্য সে উপহার হিসেবে আন লাইক পাবে
এক সাথে দেখতে চাই পর্ব গুলো
সঠিক ইতিহাস
Cornal rashid abong cornal dalim una ra sobai real hero❤❤❤❤❤❤❤❤❤❤
কর্নেল রশিদকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। খুবই বিনয়ী মানুষ। ৭৫ এর পরিবর্তন আবশ্যক ছিল। বর্তমান প্রজন্ম এই সাক্ষাৎকারটা অবশ্যই শুনা অত্যন্ত জরুরি।
পাকিস্তানি রাজাকার
আমিও দেখতে শুরু করলাম
জিল্লুর ভাই ২০ টেকা দিমু।
আগামী ২ পর্ব একসাথে দেন।
❤❤❤
দেখছি, শুনছি আর গায়ের লোম দাড়িয়ে যাচ্ছে!
কুমিল্লা গর্ব 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💯💯💯❤️❤️💪💪💪🇵🇸🇵🇸🇵🇸🇮🇷🇮🇷🇦🇫🇦🇫🇾🇪
আমরা অনেক কিছুই জানি না জানা খুবই জরুরি
মানুষটা কাজ করেছে মহান তবে কেনো যেনো মনে হচ্ছে কথা গুলার সাথে সত্য মিথ্যার সংমিশ্রণ হচ্ছে
বাকি পর্ব দেখার অপেক্ষা।
বিরতিহীন ভাবে সবগুলো পর্ব প্রচার করার জন্য অনুরোধ রইল
সত্যিই কর্নেল রশিদ বাংলার বীরপুরুষ
This is the main plot ! Not sure why Mr. Rashid and Faruq has different versions whether Zia knew the plan or not ?
কিরন মালার এপিসোট থেকে কম নাটকিয় হচ্ছে না আপনার প্রকাশের ধরন 😢
🤣
এপিসোডের কোন তাল মিল খুঁজে পাচ্ছি না
মেজর ডালিম সাক্ষাৎ চাই
মেজর ডালিম সাক্ষাৎ চাই
মেজর ডালিম কোথায় আছেন
মেজর ডালিম কথা সুনতে চাই
মেজর ডালিম সাক্ষাৎ দেখতে চাই
InshaAllah ashben, dekhte paben
Allah Hu Akbar Allah Hu
তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে লিবিয়ায় আছেন
আসল হিরো হচ্ছে উনি আর উনার ভায়েরা ফারুক, আর আপনারা সবাই ডালিমকে হিরো বানিয়ে বসে আছেন
ভাই তারাতাড়ি সব এপিসোড আপলোড করেন। 😔
আলহামদুলিল্লাহ উনি এখনো বেঁচে আছেন উনি আমাদের পাশের বাড়ির মানুষ উনার আত্মীয়-স্বজনের এখনো উনার সাথে কথা হয়
ওনি কোথায় আছেন ।ওনি দেশের মংগলের জন্য কাজটি করেছেন সুতুরং ওনি অন্যায় করেন নাই । আমরা ওনার জন্য দোয়া করি ।
@@salimfarazi3554 উনি কোন দেশে আছেন এটা আমি সঠিক জানিনা
@@salimfarazi3554মাদারবোর্ড,,, তুই রাজাকারের বাচ্চা
পর্ব গুলো কে না ভেংগে একসাথে দেন। এভাবে দেখে ভাল তৃপ্তি পাচ্ছি না। প্রতিটি পর্ব আলাদা আলদা দেন।
Pls, upload all episodes together.
টান টান উত্তেজনা। ভিডিও গুলো একসাথে দিলে ভালো হতো।
❤❤❤❤❤❤❤❤
উনার আরেকবার ইন্টারভিউ নেওয়া হোক
👍❤
প্লেলিস্ট আপডেট করেন
12:42 Sheikh Kamal's father-in-law was Mr. Dabiruddin Ahmed, an engineer of Dhaka University.
ধন্যবাদ আপনাকে।