#GoppoMirerThek

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 6K

  • @sritamabiswas9630
    @sritamabiswas9630 ปีที่แล้ว +335

    শেষের পাঁচ মিনিট আর চোখে জল ধরে রাখা গেল না। শুধু কথার মাধ্যমে এত সুন্দর দৃশ্য ফুটিয়ে তোলার জন্য সত্যই তোমাদের সেলাম...💐

    • @Edit_with_Bishal
      @Edit_with_Bishal ปีที่แล้ว +5

      Akdom 😭

    • @MustafizurRaihan
      @MustafizurRaihan 11 หลายเดือนก่อน +1

      K❤❤❤😅😅😅😅😅😅😅😅

    • @MustafizurRaihan
      @MustafizurRaihan 11 หลายเดือนก่อน

      ❤😅❤😅😅😅😅❤😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @saikatdey8893
      @saikatdey8893 4 หลายเดือนก่อน

      Sottie tai ❤

    • @itzkousik2934
      @itzkousik2934 3 วันที่ผ่านมา

      শেষের পাঁচ মিনিট কি হলো জানি না ! নিজের অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে এলো । ভালবাসা সুন্দর কিন্তূ শেষ টা .......😅

  • @manoranjansarkar2343
    @manoranjansarkar2343 ปีที่แล้ว +484

    শরৎচন্দ্রকে একহাজার বছর মনে রাখার জন্য দেবদাস উপন্যাসটাই যথেষ্ট , ধন্যবাদ মীরদাকে এতো সুন্দর ভাবে গল্পটাকে উপস্থাপন করার জন্য

  • @debikaguha11
    @debikaguha11 ปีที่แล้ว +1799

    কন্ঠের দ্বারা শ্রোতাকে কাঁদানো,
    এইখানেই বোধহয় শিল্পীর স্বার্থকতা ❤

  • @Shilpapolley18
    @Shilpapolley18 9 หลายเดือนก่อน +16

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর 'দেবদাস' যুগ যুগ ধরে শ্রোতাদের চোখে জল আনবে..❤ মীর দা ও সোমক দা কে অনেক ধন্যবাদ... তোমাদের অসাধারণ কন্ঠস্বর শ্রোতাদের চোখে জল আটকে পারে না.. অতুলনীয় ❤️

  • @kamalendubera2838
    @kamalendubera2838 ปีที่แล้ว +620

    " গপ্পো মীরের ঠেকে " এর সবথেকে বড় উপহার হলো এই " দেবদাস " ।
    অনেকবার অনেক ইমোশনাল গল্প পড়েছি শুনেছি ,কিন্তু আজ প্রথম " দেবদাস " শুনে না কেঁদে থাকতে পারলাম না ।
    অনেক ধন্যবাদ গপ্পো মীরের ঠেক । ❤

    • @laughter_boy_surya
      @laughter_boy_surya ปีที่แล้ว +7

      সহমত দাদা ❤️

    • @the420guy7
      @the420guy7 ปีที่แล้ว +6

      Ami ai 1st time golpo ti sunlam ar age porar i66a 6ilo but somoy hoye otheni ami cinema Tao dakhini 😢😢😢😢but akhon ❤❤❤❤ just kadia dile bosss..........

    • @pararp883
      @pararp883 ปีที่แล้ว +9

      বাকরুদ্ধ ।। সত্যি সবচাইতে বড় উপহার পেলাম

    • @Alikhan-nn6im
      @Alikhan-nn6im ปีที่แล้ว +5

      Heart touching story but sotti chokhe jol ashe gelo😢😢😢

    • @PrasenjitDas-wz5lu
      @PrasenjitDas-wz5lu ปีที่แล้ว +1

      Sotti tai ❤

  • @facebookshortvideo3238
    @facebookshortvideo3238 ปีที่แล้ว +522

    মনে হল হিন্দি সিনেমার থেকেও , সুন্দর ও অসাধারণ দৃশ্য সাজিয়ে তোলা হয়েছে , মীর দা কেবলমাত্র বাংলাতে নয় সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ একজন বক্তা ❤❤❤

  • @subratamondal7541
    @subratamondal7541 ปีที่แล้ว +109

    যদিও গল্পটা পড়া ছিল তবুও মনটা সত্যি ভারি হয়ে উঠলো। অসাধারণ
    বিশ্বকবির চোখের বালি উপন্যাসের অনুরোধ রাখলাম মীরদা

  • @ConfusedBowtieCat-lq6oq
    @ConfusedBowtieCat-lq6oq 11 หลายเดือนก่อน +20

    ❤এই গল্প শোনার পর ‌চোখ দিয়ে জল ঝরেনি ।বোধহয় এমন‌ কেউ নেই। শতকোটি প্রনাম কথাশিল্পী শরৎচন্দ্র মহাশয় কে । তিনি ছাড়া এমন গল্প অলংকার হীন ।তার প্রায় প্রতিটি গল্প চোখ দিয়ে জল ঝরতে বাধ্য করে। আর মীরদা তোমরা একেবারে কাঁপীয়ে দিয়েছো। তুমি ছাড়া এমন‌ গল্প মানায় না। সত্যিই দারুন অসাধারণ। ভালো থেকো।আর এমন কাতর করা গল্প বানাতে ভুলনা।❤

  • @ShamindraChattopadhyay
    @ShamindraChattopadhyay ปีที่แล้ว +73

    বহু দিন পর অঝোরে চোখ ফেটে জল গড়িয়ে পড়ছিল গল্পটা
    শোনার সময়। অসাধারণ উপস্থাপনা! অজস্র ধন্যবাদ মীরদাকে শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের অনবদ্য উপন্যাস গুলোকে আমাদের জন্য বেছে নেওয়ার জন্যে। এক কথায় মন্ত্রমুগ্ধ।

  • @Mampi_lifestyle-z3l
    @Mampi_lifestyle-z3l ปีที่แล้ว +154

    সত্যি মন ছুঁয়ে গেলো। কোনো গল্প যে এতো সুন্দর করে উপস্থাপন করা যায় সেটা মীর দা ছাড়া সম্ভব নয়।
    সোমক দা দেবদাস চরিত্রে অনবদ্য।❤❤

  • @gyanpapi
    @gyanpapi ปีที่แล้ว +157

    মিরদা সমস্ত অভিজ্ঞতা নিংড়ে দিয়েছে । পুরো গল্পটাকে সশরীরে শ্রোতা এর সামনে নিয়ে চলে এসেছে ।

  • @biswajitpal6788
    @biswajitpal6788 10 หลายเดือนก่อน +10

    আসাধারণ। চোখে জল এনে দেওয়ার মতো গল্প। এবং মির স্যার এর টিম সেটা কে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছে। সত্যি অতুলনীয়। মির স্যার জিন্দাবাদ

  • @jibansarkar637
    @jibansarkar637 ปีที่แล้ว +75

    এই গল্পটা শোনার পর মীরদার প্রতি ভালোবাসা আর শরৎবাবুর প্রতি সন্মান আরো কয়েক গুণ বেড়ে গেলো...
    পরিণীতা, চরিত্রহীন, পথের দাবি র মতো মাস্টারপিস যে কবে মিরদার গলায় শুনতে পাব সেই অপেক্ষায় রইলাম.....

  • @mdayatullakhomani2919
    @mdayatullakhomani2919 ปีที่แล้ว +316

    উপন্যাসটি বহুবার পড়েছি আর কেঁদেছি। শরৎবাবুর কি অসাধারণ সাহিত্য প্রতিভা! লেখককে অফুরান শ্রদ্ধা। আর এতো সুন্দর উপস্থাপন করার জন্য ঠেককে রইলো ভালোবাসা❤।

    • @uditabaitalik8676
      @uditabaitalik8676 ปีที่แล้ว +5

      Akdom tik bolchen jakhon sah rukh ke dekhachilm takhon khub mon kharap hoyachilo. Ufffff darun. Kal to sotti kande falam

    • @srabontichakrabarti9332
      @srabontichakrabarti9332 ปีที่แล้ว +3

      অসাধারণ অভিনয়।আর অফুরন্ত আনন্দ দিল দেবদাস।

    • @thorapyarthoramuskan5338
      @thorapyarthoramuskan5338 ปีที่แล้ว +3

      চোখের জল বাঁধ মানেনা।।

    • @arghaghosh2347
      @arghaghosh2347 ปีที่แล้ว

      thik bolechen

    • @dghhhhg
      @dghhhhg ปีที่แล้ว

      Ekdom na,Baje golpo 🙄

  • @indrajitpatra9097
    @indrajitpatra9097 ปีที่แล้ว +144

    বলার ভাষা নেই। চোখ দিয়ে শুধু জল ঝরে পড়ছে। এরকম পরিনতি যেনো কারো না হয়।😭😭😭😭 মীর দা, সৌমক দা,দিতিপ্রিয়া পুরো টিম❤️❤️❤️ দেবদাস 🫂 ❤️

    • @lordrm3529
      @lordrm3529 ปีที่แล้ว +1

      Sotti tai 😢

    • @RuhulAmin-sp6fx
      @RuhulAmin-sp6fx ปีที่แล้ว +1

      খুব কষ্ট দেয় এটা😢বুকে ব্যাথ্যা দেয় এটা, মনের ব্যাথ্যা বড় ব্যাথা

  • @itz_suman_4331
    @itz_suman_4331 4 หลายเดือนก่อน +77

    প্রথম বার গল্পটা শুনে চোখে জল এসেছিল ঠিকই, কিন্তু দ্বিতীয় বার আবার গল্পটা শোনার ইচ্ছাটাকে মনের মধ্যে চেপে ধরে রাখতে পারলাম না তাই আবার শুনলাম।
    আর, রেখে গেলাম এই ছোট্ট স্মৃতিটা। এই স্মৃতিতে যদি আবার কখনো "Notification" আসে তখন না হয় আবার এসে গল্পটা শুনতে শুনতে নিজের অজান্তেই চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়বে, পড়ুক না তাতে কি ?🙃

  • @pranayghorui9746
    @pranayghorui9746 ปีที่แล้ว +52

    হৃদয় যে কতটা বিদীর্ন হতে পারে উপলব্ধি করলাম। এই ভাবে গল্প টা অনুভব করা যায়, কল্পনাও করিনি । আপনার প্রতি অনেক শ্রদ্ধা মীর দা।

  • @hironmoyghoshvlogs5755
    @hironmoyghoshvlogs5755 ปีที่แล้ว +271

    "ইহকালে নাই বা হলো পরকালে দিও দেখা ,
    দুচোখে তে আবছা স্মৃতি আগলে ধরে রাখা।" awesome represented "Devdas " by galpo mirer thek❤❤❤❤❤

  • @sudipmalik967
    @sudipmalik967 ปีที่แล้ว +82

    " ইহকালে নাইবা হলো পরকালে দিয়ো দেখা..." গানটি অসাধারন সুন্দর লাগল, এটি officially release করতে অনুরোধ রইল...❤️❤️❤️

  • @santanumondal2591
    @santanumondal2591 10 หลายเดือนก่อน +180

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায় .....
    শুধু একটা নাম না । ভারতীয়দের কাছে এটা একটা emotion......

    • @epicIndia487
      @epicIndia487 5 หลายเดือนก่อน +2

      বিশেষ করে বাংলি দের কাছে

    • @AnanyaMistri-mm2us
      @AnanyaMistri-mm2us 4 หลายเดือนก่อน

      ❤❤❤🙏🏻🙏🏻

  • @totaimondal9941
    @totaimondal9941 ปีที่แล้ว +57

    উপন্যাস মানুষকে কাঁদায় তার বাস্তব উদাহরণ "দেবদাস" ।
    এক কথায় অসাধারণ ছিল ❤

    • @soumodipkarmakar402
      @soumodipkarmakar402 ปีที่แล้ว

      Accha ami ei golpo ta sunlei hobe na asol novel ta porbo? Konta valo hobe bolte paren?

  • @rupaksenapati9630
    @rupaksenapati9630 ปีที่แล้ว +41

    জীবনে অনেক কেঁদেছি হয় তো ,,,,, আজ আরেকবার কাদতে হলো দেবদাসের জন্য ❤গপ্পো শুনে যে চোখে জল আসে এটা মীর দার গপ্পো না শুনলে হয় তো জানা যেত না ❤u Mir da ,,,, আপনি থাকছেন স্যার আপনি থাকবেন স্যার ❤

  • @souravsantra8909
    @souravsantra8909 ปีที่แล้ว +59

    কৈশোরে অপরিণত বয়সে এই উপন্যাসের মর্ম উপলব্ধি করতে পারি নি, আজ এই উপস্থাপনা টা সেই অপ্রাপ্তি টা পূরণ করে দিলো। অনেক ধন্যবাদ গল্প মীরের ঠেক কে।🖤

  • @taskinkhan6862
    @taskinkhan6862 8 หลายเดือนก่อน +48

    কি শোনালে মীরদা 😭 ভালোবাসা সত্যিই অপূর্ব, এমনও বিচ্ছেদ, এমনও আধপোড়া লাশ যেন আর কাউকে না হতে হয়।
    শেষের পাচঁমিনিট সত্যিই আমায় কাদালে🙁

  • @namratamitra8316
    @namratamitra8316 ปีที่แล้ว +474

    যারা SLB আর SRK এর জন্য Devdaas জেনেছে, তাদের জন্য এটা খুব দরকার ছিল। আর আমাদের মত শরৎচন্দ্রের অন্ধ ভক্তদের জন্য, এটা বইয়ের পাতা থেকে তুলে আনা চরিত্রদের জীবন্ত চালচিত্র ছিল। ❤

    • @rozaparvin-1387
      @rozaparvin-1387 ปีที่แล้ว +7

    • @pallabghosh2946
      @pallabghosh2946 ปีที่แล้ว +11

      ami jhokon SRK er debdas deke6ilm thokon khub i 6oto 6ilm , ato bojhar khomota hoyni . kintu aj choker kon e jol chole elo......ato subdor ata....

    • @kushkumarkotal9846
      @kushkumarkotal9846 ปีที่แล้ว

      ​Cfg

    • @musferazahan2156
      @musferazahan2156 ปีที่แล้ว

      ঠিক বলেছেন

    • @Official-yc6rw
      @Official-yc6rw ปีที่แล้ว

      ঠিক বলেছেন

  • @anuradhaghosh800
    @anuradhaghosh800 ปีที่แล้ว +95

    মন ছুঁয়ে গেলো..এখনো পর্যন্ত সেসব গল্পঃ পরিবেশন হয়েছে, তার মধ্যে সবচেয়ে সেরা। বলে আমার মনে হলো..
    অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে..এতো ঝকঝকে কাজ সত্যিই মুগ্ধ করলো..সকলে খুব ভালো থাকুন❤❤❤❤

  • @bosesattwik3148
    @bosesattwik3148 ปีที่แล้ว +100

    শরৎচন্দ্রের সৃষ্টি র, মীর র কণ্ঠে শেষ দশ মিনিটে চোখ দিয়ে জল গড়িয়ে গেল। অনবদ্য ❤

  • @islamiclive1853
    @islamiclive1853 2 หลายเดือนก่อน +4

    পরিণীতা সোনার পর দেবদাস এক আলাদা অনুভতি,দুটো গল্পের উপস্থাপনা চোখে জল এনে দেবার মতো মির দা কে ধন্যবাদ সবার ভালোবাসা যেনো পরিপূর্ণতা পায়।

  • @sayanmitra2199
    @sayanmitra2199 ปีที่แล้ว +104

    বাংলা সাহিত্য যদি বাংলার শ্রেষ্ঠ বক্তার দের দ্বারা পাঠ করা হয়ে তালে তো শ্রেষ্ঠত্ব এক অন্য মাত্রা লাভ করবেই ❤ অসংখ্য ধন্যবাদ মীর স্যার। দিনের পর দিন বহু গল্প শোনার পর আজ আর কোনো গল্প শুনে ভয়ে বা কষ্ট লাগে না তবে আজ চোখের জল ধরে রাখতে পারলাম না ❤️

    • @dirtymind8352
      @dirtymind8352 ปีที่แล้ว

      একদম ঠিক বলেছেন

    • @mrityunjoypaul3841
      @mrityunjoypaul3841 ปีที่แล้ว

      সত্যিই তাই, বুকে ফেটে গেলো।

    • @mahbubulalammilon5923
      @mahbubulalammilon5923 8 หลายเดือนก่อน

      কী অসাধারণ "দেবদাস" উপন্যাসের উক্তি মালা । যতবার শুনি ততবারই শুনতে মন চাই । কখনো অতৃপ্তির রেশ বয়ে আসেনা । কী অনুপম মহা বাক্যের শ্রুতিমালা ! বড় আপ্লুত হলেম কষ্টের সীমারেখা পথ পেড়িয়ে দেবদাস, চন্দ্রমুখি ও পারবতীর নিগূঢ় নিপুণ অনুরাগের কথা ভেবে ।

  • @hacibulhaque1
    @hacibulhaque1 ปีที่แล้ว +30

    বিগত তিন দিন ধরে রাতে ঘুমানোর আগে শুনতে শুনতে ঘুমায় আজ শেষ হলো। পুরো গল্পে কয় একবার মনের অজান্তেই চোখে পানি চলে এসেছিলো। এত সুন্দর গল্পের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাজার বছর আমাদের মাঝে থাকবেন।
    আর এই দেবদাসকে পূর্নতা দিলো মীরদার গপ্প মীরের ঠেক।
    ভালোবাসা নিও দাদা ❤️

  • @dipikaraha7029
    @dipikaraha7029 ปีที่แล้ว +39

    বাংলা সাহিত্য প্রাণ পাচ্ছে মীরদার হাত ধরে। যতই প্রশংসা করা যায় কম হয়। যাদের বই পড়তে তেমন আগ্রহ নেই, তারাও গল্প শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে। আমরা সতিই কৃতজ্ঞ তোমার কাছে। সোমক দা আর অয়ন্তিকা দিকে পেয়ে আমাদের মত গল্প লোভীদের সত্যিই পোয়া বারো হয়েছে। এই ঠেক দীর্ঘজীবী হোক❤

  • @rahulnasksr9187
    @rahulnasksr9187 4 หลายเดือนก่อน +4

    চোখের জল আর আটকাতে পারলাম না,খুব মনটা ভারী হয়ে গেলো, একমাত্র তুমিই পারো মির দা,এই ভাবে গল্পকে সত্যি করে তুলতে,I salut mirda,I salut😢

  • @osimakhatun310
    @osimakhatun310 ปีที่แล้ว +62

    গল্পের শুরু হতেই তো,, শরীর মন মোচড় দিচ্ছে.. চোখ ছলছল করছে.. 😢😢 আর "শরৎচন্দ্র চট্টোপাধ্যায়" এর প্রতি শ্রদ্ধায় মাথা নত হচ্ছে বারবার.. 🙏🌻🙏🌻🙏 এমন হৃদয় বিদারক কত গল্প যে তিনি রেখে গেছেন তার ইয়ত্তা নেই.. আজ গপ্পো মীর এর ঠেক, যেন সোনা মানিক খচিত গল্পের খনিতে সেজে উঠেছে.. 🎉🔥🎉 আর সবটাই মীর আফসার আলীর মনমুগ্ধকর প্রচেষ্টায়.. 🤗 😂❤😂❤ 😂🙏🌻🙏💫✌️💫

  • @souravpore9597
    @souravpore9597 ปีที่แล้ว +71

    এখনো পুরোটা শোনা হয়নি ৫৪ মিনিট মতো বাকি কিন্তু এখন ই ৫-৬ বার চোখ জলে ভিজে গেছে... কতবার গলায় কান্না আটকে গেছে.. কিছু মুহূর্ত সত্যিই magical🙏

  • @brendedbiki3640
    @brendedbiki3640 ปีที่แล้ว +100

    সেই পুরোনো ক্ষত আবার তাজা হয়ে গেলো দেবদাস শুনে
    অনেক অনেক ধন্যবাদ গপ্প মিরের ঠেক😢😢

  • @ruprekhabeautymakeupacadem3655
    @ruprekhabeautymakeupacadem3655 11 หลายเดือนก่อน +6

    অনেক বছর আগে উপন্যাসটি পড়েছিলাম 😪 সিনেমা গুলিতে আধুনিকতার ছোঁয়া থাকলেও সমস্তটাই দর্শকদের বিনোদনের জন্য 😌 ধন্যবাদ মীরদা🙏 এই প্রণয় ধর্মী উপন্যাসটি উপহার দিয়ে সকল শ্রোতাদের কাঁদিয়ে দিলেন.....

  • @gouravkayal4650
    @gouravkayal4650 ปีที่แล้ว +83

    শেষটা শুনে অজান্তেই চোখের কোণ ভিজে উঠেছিল
    নিজের কণ্ঠের দ্বারা সবাইকে কাঁদিয়ে দিলে দাদা 😊

  • @sanchaitasengupta3750
    @sanchaitasengupta3750 ปีที่แล้ว +23

    Just mind blowing,, নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল😢😢 গপ্পো মীরের ঠেক কুর্ণিশ নিও🙏🙏🙏

  • @barnalichatterjee1885
    @barnalichatterjee1885 ปีที่แล้ว +53

    উপন্যাসটি অনেকবার পড়া,সিনেমা দেখা তবুও শুনতে শুনতে চোখের জল ধরে রাখতে পারলাম না....অনেক শুভেচ্ছা গপ্পো মীরের ঠেক কে আরও এমন শুনতে চাই❤❤❤

  • @Sarmitabiswas272
    @Sarmitabiswas272 11 หลายเดือนก่อน +55

    শেষে জানা গেলো দেবের কথা
    জানা গেলো তার জীবন দিয়ে ভালোবাসার ব্যাখ্যা,
    শুধু পারো-র কাহিনী শেষের পাতায়
    আধা ছেঁড়া, আধা মোছা অবস্থায়।
    আগলে রাখা ভালোবাসা
    বুকের ভেতর জমানো ব্যাথা,
    গোপন প্রেম গোপনই রইলো
    শেষ বেলায় গেলো না দেখা।
    লোক মুখে শুধু দেবের কথা
    দেবের নামে চিঠির খাম,
    প্রমাণ যদি দিতেই হয়
    সাথে নিও পারোরও নাম।।

  • @anushka_nag
    @anushka_nag ปีที่แล้ว +54

    সারারাত জেগে গল্পটা শুনলাম । এর আগেও নিজে পড়েছি , সিনেমা দেখেছি তবে পড়ে যে অনুভূতিটা হয়েছিল তার থেকেও বেশি অনুভূতি জেগে উঠলো এই গল্পের উপস্থাপনায় ❤

  • @Meghraj_004
    @Meghraj_004 ปีที่แล้ว +61

    আজ থেকে যখন 5 বছর আগে প্রথম যখন দেবদাস পড়ি ; গল্পের শেষে নিজের অজান্তেই চোখ ভিজেছিল। আজও সেই ঘটনার পুনরাবৃত্তি।
    পাঠক এবং শ্রোতা হিসেবে বলতে চাই এখানেই হয়তো লেখক এবং একজন শিল্পীর(গল্পকার) সার্থকতা❤
    অসাধারণ সোমক দা, অয়ন্তিকা দি, সাথে দিতিপ্রিয়া❤
    মীর দা তুমি যে সেরা সেটা তুমি বারবার প্রমাণ করেছো , করছো আর করবে❤

    • @goldsilverworker
      @goldsilverworker 8 หลายเดือนก่อน +1

      ❤ সত্যিই নিজের অজান্তেই চোখ ভিজে গেল 😢😢😢😢

    • @Etikapoddar-j4z
      @Etikapoddar-j4z 3 หลายเดือนก่อน

  • @Krishna-v6h3o
    @Krishna-v6h3o ปีที่แล้ว +63

    সারারাত ডিউটি শেষ করে এসে সকালে গল্প শুনে ঘুমানোর অভ্যাস কিন্ত আজ ঘুমাতে দিলো না গল্প টা ।। শেষে চোঁখে জল এনে দিল 😔

    • @Asif1998
      @Asif1998 ปีที่แล้ว +2

      Same here হুবহু এক

  • @nimaisamanta3498
    @nimaisamanta3498 4 หลายเดือนก่อน +1

    কত সুন্দর সাবলম্বী ভাবে লিখে গেছেন । আর প্রতিটা শৈল্পিক সত্তা জীবন্ত কিংবদন্তী হয়ে ফুটে উঠেছে । সত্যি চোখে জল আসার উপক্রম। কত ক্ষুদ্র ঋণ একরাশ পিপাসায় বিলীন হয়ে গেলো সে খবর কেউ রাখেনি।

  • @girirajpal3235
    @girirajpal3235 ปีที่แล้ว +108

    I read Devdas when I was in school. I watched Devdas when I was 17 yrs old. Now I am listening this epic when I am 25 yrs old. I am feeling the same goosebumps at the end of this. The beautiful narration and magical voice of Mir, Somak, Ditipriya and Ayantika took this story to another level. Loved it. R sesh er oi gaan ta..❤
    Love from Germany ❤

  • @sayanchatterjee347
    @sayanchatterjee347 ปีที่แล้ว +346

    ইশ্বর প্রথমে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে সৃষ্টি করলেন তারপর মীরদা কে সৃষ্টি করলেন গল্প গুলো আমাদের মত সময় না থাকা যুবসমাজ এর কাছে পৌঁছানোর জন্য।❤❤❤

    • @chandbabu2093
      @chandbabu2093 ปีที่แล้ว

      Tik bola6o vai

    • @diluali6612
      @diluali6612 7 หลายเดือนก่อน +2

      আহা! শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও মীর আফসার আলীর যুগলবন্দী! 🥰❤️

  • @alenjay117
    @alenjay117 3 หลายเดือนก่อน +1

    "দেবদাস" উপন্যাসটির অসাধারণ অডিও উপস্থাপনা শুনে মুগ্ধ হয়েছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কালজয়ী রচনা, যা প্রেম, বেদনা ও জীবনের জটিলতা তুলে ধরে, সেটিকে এত সুন্দরভাবে শোনানোর জন্য "গপ্পো মিরের ঠেক" চ্যানেলকে ধন্যবাদ। গল্পের আবেগ এবং চরিত্রগুলোর গভীরতা অডিওতে আরও জীবন্ত হয়ে উঠেছে। এ ধরনের উপস্থাপনা বাংলা সাহিত্যের মণিমুক্তোগুলোকে নতুনভাবে সবার কাছে পৌঁছে দিচ্ছে। ভালবাসা রইল গপ্পো মিরের ঠেক এর টিমের সবার জন্য। ❤❤❤

  • @avijit_05
    @avijit_05 ปีที่แล้ว +90

    শেষ টা কেঁদেই ফেললাম! ❤
    যেমন অসাধারণ লেখনী ততটাই অসাধারণ পরিবেশন!
    ❤❤❤❤❤
    Somak da & Ayantika di & Ditipriya mind-blowing
    And Mir da is Gem 💎❤

  • @s0me0neAnoNym0us
    @s0me0neAnoNym0us ปีที่แล้ว +36

    কি ভীষণ সুন্দর,গল্পের চেয়েও বেশি সুন্দর যেন।Kudos to Somak Da, উনি একাই ফাটিয়ে দিয়েছেন❤"দেবদাস"এর আগেও পড়েছি, দেখেছি আর এই প্রথম শুনলাম এবং মনে দাগ কেটে গেল। অসাধারণ বললেও কম বলা হবে🔥Mir Da'কে অনেক ধন্যবাদ🙏আমার একবার মনে হয়েছিল গল্পটা শেষ না হলেই ভালো হয়

  • @tahrimajamanpia575
    @tahrimajamanpia575 ปีที่แล้ว +27

    দেবদাস এর হাত কোলে নিয়ে চন্দ্রমুখী যে কথাগুলো বললো,মন ছুঁয়ে গেছে😍
    অয়ন্তিকা দিদির উপস্থাপনা দারুণ❤❤❤❤❤❤

  • @SouravMondal-j7i
    @SouravMondal-j7i 3 หลายเดือนก่อน +1

    এক কথায় অসামান্য, অডিও গল্প যে চোখের সামনে একেবারে জীবন্ত ছবি হয়ে ফুটে ওঠে তা একমাত্র Sunday suspense এবং গপ্পো মীরের ঠেকের গল্প গুলোতেই সম্ভব,
    শরৎচন্দ্র কি ভেবে দেবদাস রচনা করেছেন জানিনা তবে ভালোবাসা, প্রেমের এতটা মহিমা দেবদাসের মত পুরুষ-ই ধরে রাখতে পারে । একজন পুরুষের মাঝেই আছে নিজেকে এতটা ক্ষত বিক্ষত করার ক্ষমতা, জীবনকে নষ্ট করার এতটা জেদ যা অন্য কারো মাঝে থাকতে পারেনা।।।। 😢
    গল্পটা একেবারে অসাধারণ হয়েছে, ধন্যবাদ জানাই মীর এবং গপ্পো মীরের সকল সহযোগীকে।
    প্রায় পুরো গল্পটা জুড়েই কেঁদেছি আর শেষের অংশটুকু তো একেবারে হৃদয় বিদারক ।
    অপেক্ষায় থাকবো এরকম আরো অসামান্য গল্পের জন্য

  • @prantikbhandari1411
    @prantikbhandari1411 ปีที่แล้ว +50

    ভাগ্গিস আমি বাঙালি হয়ে জন্মেছি। অসাধারণ ❤❤❤❤ আপনাদের মধ্যে দিয়ে বাংলা সাহিত্যর অমূল্য সম্পদ গুলো আবার নতুন হয়ে আমাদের সামনে ফিরে আসছে। ধন্যবাদ আপনাদের। আরও এই রকম গল্প আমাদের উপহার দিন।

  • @trisahalder5058
    @trisahalder5058 ปีที่แล้ว +23

    শেষের "ইহকালে নাইবা হলো পরকালে দিয়ো দেখা" গানটা গল্পে আলাদা একটা মাত্রা এনে দিলো!!
    আহা বড়োই সুন্দর!!♥️

  • @somitghorui
    @somitghorui ปีที่แล้ว +24

    অসম্ভব সুন্দর,
    গল্প এমনও হয়..! যেন চোখের সামনে ভাসছে ছবির মতো।
    এমন-ই বজায় থাকুক, আমাদের ঐতিহ্যের সাহিত্য আর বাঙালিয়ানা।
    ❤🤗

  • @susmitabag1862
    @susmitabag1862 9 หลายเดือนก่อน +2

    রাত 2.10 পুরোটা শুনলাম টানা একভাবে । শেষটা চোখের জল আটকাতে পারলাম না । অসাধারণ উপস্থাপনা।

  • @anukar7205
    @anukar7205 ปีที่แล้ว +27

    যাদের জীবনে বিশেষ কোনো মানুষ নেই,যাদের একাকীত্বই নিত্য সঙ্গী তাদের জীবনে Sunday suspense, গপ্পো মীরের ঠেক অত্যন্ত বিশেষ।❤

    • @PranabKoley-o1i
      @PranabKoley-o1i ปีที่แล้ว

      কোন মানুষ ই একা নয়,যেমন পারো,চন্দ্রমুখী ছাড়া দেবদাস ,....

  • @surajitmanna4253
    @surajitmanna4253 ปีที่แล้ว +24

    আর কতো কাঁদাবে এই ক্ষুদ্র শ্রোতাকে😢
    গল্পের শেষ মুহূর্তে আসল জীবনকে হার মানায় ।
    ধন্য মির দা তুমি ছাড়া গপ্পো মির এর ঠেক শ্রোতাদের জীবন শূন্য♥️♥️♥️♥️

  • @pranayghorui9746
    @pranayghorui9746 ปีที่แล้ว +17

    সর্বকালের সেরা presentation, marvelous, background music, song everything is perfect. Ei dhoroner presentation apnar pokkhei somvob. Salute to you Mir Da

  • @sujandey7163
    @sujandey7163 ปีที่แล้ว +1

    সত্যি অজান্তেই চোখে থেকে অঝোরে অশ্রুধারা পড়ে যাচ্ছিল, দুর্দান্ত উপস্থাপন এবং শব্দচয়ন। সত্যি সেলাম জানাই তোমাকে মীর দা আর দেবদাসের চরিত্রে সোমক দা এবং পার্বতী এর চরিত্রে দিতিপ্রিয়া কোনো অংশেই কম নয়। "ইহলোকে নাই বা হলো পরকালে দিও দেখা, দুচোখে তে আবছা স্মৃতি আগলে ধরে রাখা"...🖤🍁 এভাবেই বজায় থাকুক আমাদের গর্বের সাহিত্য...🥺❤

  • @PAYEL-bm9yp
    @PAYEL-bm9yp ปีที่แล้ว +10

    খুব সুন্দর ❤♥
    দেবদাস ❤❤সিনেমার দৃশ্য যা দেখে ছিলাম,,,
    সেইটাও হার মানায়,,,,
    সত্যি বলতে অনবদ্য সৃষ্টি এই গল্প চোখের জলে শেষ হলো,,
    Mir da ও somak da 🙏🙏
    এমন গপ্পো আরও শুনতে চাই ❤❤

  • @amartyabali739
    @amartyabali739 ปีที่แล้ว +25

    এই উপন্যাসের কথা তো অনেক শুনেছিলাম, আজ শোনা হল.......।
    শেষ টা সত্যিই মন ছুঁয়ে গেল ❤
    🫡🫡🫡 Mir sir & Somok da...

  • @asitnaskar2007
    @asitnaskar2007 ปีที่แล้ว +12

    এইমাত্র শেষ করলাম গল্পটা। এর আগে পড়েছি, সিনেমা দেখেছি কিন্তু 'গপ্পো মীরের ঠেক' এ শোনার পর যে পরিমানে চোখ থেকে জল পড়ছে আগে কোনোবার পড়েনি ❤️ অসংখ্য ধন্যবাদ মীর দা, সোমক দা, দ্বিতিপ্রিয়া এবং পুরো 'গপ্পো মীরের ঠেক' টিমকে প্রতিটা চরিত্র এমন জীবন্ত করে তোলার জন্য ❤️❤️

  • @saikatsain1218
    @saikatsain1218 ปีที่แล้ว +1

    দেবদাস এর এত সুন্দর উপস্থাপনা আর কোথাও কখনও দেখা যায়নি।এ যে ভীষণ সুন্দর। শুধু কথার মাধ্যমে এমন অনুভূতি প্রকাশ.... আহা! নির্বাক করে দিলো।

  • @mynulislam3394
    @mynulislam3394 ปีที่แล้ว +287

    মীরের কন্ঠে শরৎচন্দ্রের উপন্যাস সে যেন নাটক সিনেমার থেকে কতটা মজার তা বলে বুঝানো যাবে না 😍😍
    পরিনীতা,চরিত্রহীনসহ শরৎচন্দ্রের আরও উপন্যাস চাই আপনাদের কাছে 🙏🙏

    • @soumyadipnandi5431
      @soumyadipnandi5431 ปีที่แล้ว +1

      চরিত্রহীন একদম অসামান্য ❤

    • @uditabaitalik8676
      @uditabaitalik8676 ปีที่แล้ว

      Akdom tik bolechen. Akhane somak da avuto purba r ditipriya

    • @prasmitroy7364
      @prasmitroy7364 ปีที่แล้ว +1

      উপন্যাস টি পরিপূর্ণ রূপ পেল মীর দার কন্ঠে।

    • @toxicprince979
      @toxicprince979 ปีที่แล้ว

      😊Vv😊😊v

    • @suvo3479
      @suvo3479 ปีที่แล้ว

      Ar last er oii gan taa....
      Iho kaale naai ba holo,poro kale dio dekha..

  • @sakilahamed5070
    @sakilahamed5070 ปีที่แล้ว +3125

    সোমক দা❤ কে গপ্পো মীরের ঠেকে নিয়মিত শুনতে চায় । কে কে একমত?

  • @jayamukherjee8529
    @jayamukherjee8529 ปีที่แล้ว +18

    আমি বাকরূদ্ধ হয়ে গেছি। Hindi Devdas দেখে কেঁদেছিলাম। আজ এতোদিন পর একই কারণে আবার কাঁদলাম। অভূতপূর্ব উপস্হাপনা 👏🏻👏🏻

  • @avijitroy8327
    @avijitroy8327 6 หลายเดือนก่อน +1

    এইরকম সাহিত্যের সৃষ্টিকর্তা শরৎ বাবুকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই টিম 'গপ্পো মীরের ঠেক'কে। কী অসাধারণ উপস্থাপনা।এইরকম ভালোবাসা শুধু সাহিত্যেই সম্ভব-টক্সিক।মনে করি ভারতীয় সাহিত্যে শ্রেষ্ঠ ট্রাজেডির নাম-দেবদাস।

  • @আকাশেরনীল-ঝ৮ণ
    @আকাশেরনীল-ঝ৮ণ ปีที่แล้ว +29

    আপনাদের কারণে ২-৩ ঘণ্টার অডিয়ো বুক শুনেই আমরা নামকরা লেখকদের সাহিত্যকর্ম জানতে পারছি। গল্প পড়ার সময় ও ধৈর্য নেই, কিন্তু শুনতে বড় ভালো লাগে। ধন্যবাদ মীর ভাই। ❤

  • @soumenpatra8331
    @soumenpatra8331 ปีที่แล้ว +42

    চোখের জল ধরে রাখতে পারলাম না মীর দা। এতো সুন্দর একটি গল্প দেবার জন্য ধন্যবাদ 🙏

  • @asminamolla6728
    @asminamolla6728 ปีที่แล้ว +52

    আমি দেবদাস মুভি দেখিনি , তবে আজকে সব যেনো দেখতে পেলাম এই গপ্পো মীরের ঠেকে এসে 😢😢, নিজের অজান্তেই চোখে জল যে কখন এসে গেছে , তা বুঝতেই পারলাম না , সব দেবদাসের জন্য অনেক শুভ কামনা রইল 😢❤

    • @craftbd4574
      @craftbd4574 11 หลายเดือนก่อน +1

      না দেখে ভাল করেছেন।শোনার পর দেখবেন

    • @sahanajshares
      @sahanajshares 10 หลายเดือนก่อน

      Ta thik bolechen pore dekhe aro moja hobe amio devdas de​khini ebar sonar por dekhbo bhabchi@@craftbd4574

  • @mdalamgirgaziDefender
    @mdalamgirgaziDefender 4 หลายเดือนก่อน +1

    শেষের অংশে তো আমি কেঁদেই ফেললাম,,,,
    অসাধারণ,,,, আমার শরৎচন্দ্রের উপন্যাস অনেক ভালবাসি,,,,, মহেশ, অভাগীর স্বর্গ, পথের দাবী, দেবদাস,,, অসাধারণ।
    তবে একটি মাত্র নাটক রাজিয়া ও পড়েছি,,,

  • @rajaramdolui1130
    @rajaramdolui1130 ปีที่แล้ว +21

    কোন ভাষা নেই ❤ যেই মাপের গল্প ,সেই মাপের উপস্থাপনা 😊 অনবদ্য মীর দা সাথে সোমক দা ও দিতিপ্রিয়া দির গলা সেই লেভেলের ❤

  • @indrajitboral4364
    @indrajitboral4364 ปีที่แล้ว +34

    দুর্দান্ত উপস্থাপনা ❤
    শেষের আধ ঘণ্টা বলার ভাষা নেই,
    মন ভরে গেলো ❤️❤️
    অসংখ্য ধন্যবাদ মীর দা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস টি কে এইভাবে ফুটিয়ে তোলার জন্যে 🙏🏼❤️

  • @sudipsachatterjee2007
    @sudipsachatterjee2007 ปีที่แล้ว +37

    Speechless. চোখ ভিজিয়ে দিলেন আপনারা 🥺🥺। আজ প্রথমবার গল্পটা ডিটেইলে শুনলাম, কেন যে ওনাকে অমর কথাশিল্পী বলা হয়, আজ যেনো আরও ভালো করে অনুভব করলাম। আপনারা ম্যাজিক সৃষ্টি করলেন। ❤️❤️❤️❤️

  • @chhandaray4963
    @chhandaray4963 4 หลายเดือนก่อน +4

    শরৎ রচনাবলী প্রত্যেকটা গল্পই খুবই সুন্দর। সেই মাধ্যমিক পরীক্ষার পর ছুটির সময় 3:21 পড়েছি।আর সময় হয়নি পড়ার। আপনার জন্যই এ স্বর্গ সুখ পেলাম।। ধন্যবাদ আপনাকে

  • @debanajndas8750
    @debanajndas8750 ปีที่แล้ว +13

    এই রাতে ট্রেনে করে বাড়ি ফিরছি, এমনিতে সত্যি বলতে সেরকম কোনো সিনেমা বা গল্প শুনে বা পড়ে আমার চোখে জল আসেনি, কিন্তু এই প্রথম এরকম এক সৃষ্টি শুনছি আর জানালার দিকে চেয়ে চোখ গড়িয়ে জল পরে যাচ্ছে, ভালো থেকো দেবদাস, ভালো থেকো পার্বতী, ভালো থেকো চন্দ্রমুখী🙂

  • @gunjanroy1474
    @gunjanroy1474 ปีที่แล้ว +10

    সত্যি দেবদাস বাংলা এবং হিন্দি মুভি দুটোই দেখেছি কিন্তু তার থেকে এই গল্পটা অনেক অনেক সুন্দর লাগলো মন ছুঁয়ে গেল এতটাই মনে লেগেছে যে গল্পের শেষে চোখের জল ধরে রাখতে পারিনি । অনেক অনেক ধন্যবাদ মির দাদা এবং আপনাদের সকল গপ্পো মিরের ঠেকের পরিরবারকে❤❤❤

  • @susmitadutta1328
    @susmitadutta1328 ปีที่แล้ว +362

    এবার মীর দার কণ্ঠে
    "পথের পাঁচালি" শুনতে চাই😌♥️ কে কে একমত 🌚

  • @JhilikNandy-p2w
    @JhilikNandy-p2w 4 หลายเดือนก่อน +1

    অসাধারণ উপস্থাপনা মীরদা। সোমকদা এই চরিত্রে একদম পারফেক্ট। দিতিপ্রিয়াও খুব ভালো। তার সাথে গানটাও খুব ভালো। গপ্পো মীরের ঠেকের পুরো টিমকে কুর্নিশ।

  • @dipjyotideb2998
    @dipjyotideb2998 ปีที่แล้ว +12

    ধন্য তোমরা। দীর্ঘ ১৫ বছর আগে পড়েছিলাম। যেন এখন শোনে আবার অনেক প্রশ্ন মনে উকি দিতে লাগলো।
    অপেক্ষাতে রইলাম: গৃহদাহ, সম্পূর্ণ শ্রীকান্ত ও রাজলক্ষী।❤

  • @justfollowwhatyourheartsays
    @justfollowwhatyourheartsays ปีที่แล้ว +43

    "Babuji ne kaha gaon chor do, Sab ne kaha Paro ko chor do, Paro ne kaha sharab chor do,
    Ekdin ayega jab wo kahenge, Duniya hi chor do".. Jotobar Devdas er kotha ase ei line ta mone pore jay.. Sei cinema dekha, aj abar Audio sunbo ❤

  • @debobratachatterjee3754
    @debobratachatterjee3754 ปีที่แล้ว +25

    গল্পঃ টা অনেক টা মন খারাপ দিয়ে গেলো, দেব দাস এর মত হতভাগা কেউ যেনো না হয়। খুব সুন্দর পরিবেশনা 😊❤️

    • @munmunmukherjee9724
      @munmunmukherjee9724 ปีที่แล้ว +1

      Thik e bolechan ay golpo ta joto bar suni kokan j du chok Jole veja Jay sothii khub kosto hoy

    • @debobratachatterjee3754
      @debobratachatterjee3754 ปีที่แล้ว

      হুঁ, দেবদাসের জন্য খুব কষ্ট হয় । দেবদাস "হতভাগ্য, অসংযমী পাপিষ্ঠ" হতে পারে কিন্তু সে তার পার্বতী ভালোবেসেছে মিত্যুর আগে অবধি , দেবদাস তার কথা রেখেছে , কিন্তু শেষ দেখা আর হলো না 😢

  • @Mistu_1510
    @Mistu_1510 หลายเดือนก่อน +1

    গল্প শুনেও যখন চোখ থেকে জল বেরোয় তখন সেখানেই গল্পের সার্থকতা। অসম্ভব সুন্দর উপস্থাপনা।

  • @সুরজিতসেনগুপ্ত
    @সুরজিতসেনগুপ্ত ปีที่แล้ว +115

    পল্লীসমাজ, চরিত্রহীন,পরিণীতা এইগুলোও শুনতে চাই।🙏🙏🙏

    • @sritamabiswas9630
      @sritamabiswas9630 ปีที่แล้ว +6

      দত্তা, শেষের কবিতা, নকশী কাঁথার মাঠ , নৌকাডুবি, পথের পাঁচালী, আরণ্যক, শকুন্তলা....😊

    • @aishanimukherjee5476
      @aishanimukherjee5476 5 หลายเดือนก่อน +1

      পল্লীসমাজ শুনতে চাইছি প্লিজ। 🙏🙏🙏

    • @birbalhaldar8086
      @birbalhaldar8086 5 หลายเดือนก่อน

      Yes chai..khub taratari chai..

  • @sanjoymahapatra5807
    @sanjoymahapatra5807 ปีที่แล้ว +14

    "ইহলোকে নাই বা হলো পরকালে দিও দেখা ❤ দুচোখে তে আবছা স্মৃতি আগলে ধরে রাখা " ধন্যবাদ গল্পঃ মিরের ঠেক ❤ ধন্যবাদ মির দা one of the best ❤

  • @akmanhalsana7038
    @akmanhalsana7038 ปีที่แล้ว +62

    সর্বকালের সেরা বুকফাটা কান্না জড়ানো উপন্যাস।😢
    আমি বর্ধমানের হাতিপোতায় গিয়েছিলাম ওখানে দেবদাস স্মৃতি মেলায়।

    • @UttamKumar-dm8fq
      @UttamKumar-dm8fq 9 หลายเดือนก่อน

      কখন হয় সে মেলা । জানাবেন ?

    • @DwipBasak-nz7sh
      @DwipBasak-nz7sh 5 หลายเดือนก่อน +1

      আমার বাড়ির কাছেই 💗

    • @tusarmondal837
      @tusarmondal837 4 หลายเดือนก่อน

      Ai ghotona ta ki sotti

    • @akmanhalsana7038
      @akmanhalsana7038 4 หลายเดือนก่อน +1

      @@UttamKumar-dm8fq January month a.

    • @sayanisaha1040
      @sayanisaha1040 4 หลายเดือนก่อน

      তাই? বাহ!

  • @susmitachakraborty6518
    @susmitachakraborty6518 10 หลายเดือนก่อน +2

    গপ্পো মীরের ঠেক এর 'the best' উপস্থাপনা। Team Mirvana কে সেলাম জানাই 🙏 চোখের জল বাঁধ মানলো না। আবার বলি মহারাজা তোমারে সেলাম🙏

  • @gouravkayal4650
    @gouravkayal4650 ปีที่แล้ว +459

    দেবদাসের পর শরৎবাবুর লেখা 'পরিণীতা' উপন্যাসটি কে কে শুনতে চাও ??? 😊❤

  • @lipikaroymukhopadhyay4207
    @lipikaroymukhopadhyay4207 ปีที่แล้ว +17

    অতুলনীয়, হৃদয়গ্রাহি, মর্মস্পর্শী, কালজয়ী এই উপস্থাপনা. মীর, সোমক.....immense gratitude to both of you & all other of the team.

  • @sadhanamajumdar566
    @sadhanamajumdar566 ปีที่แล้ว +8

    এখন রাত ২ টো। বারোটার কিছু পরে শোনা শুরু করেছিলাম পুরোটা শুনে উঠতে পারলাম না। সোমক স্যারের ওই কথা গুলো _আমার যে তার কথা বড় মনে পরে.... আহ কি অসাধারণ। চোখে জল এসে গেল। কি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন এই বেদনা নিজের কণ্ঠে। প্রকৃত শিল্পী বুঝি এমনই হয় ❤ কুর্নিশ

  • @arindambarman5875
    @arindambarman5875 7 หลายเดือนก่อน +1

    গল্পের শুরুতে যেমন অসাধারণ সুর এবং অসাধারণ একটা গান দিয়ে শুরু হয়েছে ঠিক তেমনই সম্পূর্ণ গল্পটা অসাধারণ হয়েছে। গল্পটা যতই শুনছি ততই ভালো লাগছে । সত্যি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পটির চমৎকার বেতার রূপান্তর যা মন ছুঁয়ে গেল।

  • @AnupkumarAsh
    @AnupkumarAsh ปีที่แล้ว +9

    মীরের বর্ণনা, সোমক ও দিতিপ্রিয়ার কন্ঠ ও উপস্থাপনা। অনবদ্য, অনবদ্য। ভাষার ব্যবহার, শব্দ প্রয়োগ, মিউজিক, পরিবেশ আবহাওয়া। মনে হয় কোন কিছুরই কমতি ছিল না! অনবদ্য, অসাধারণ! দেবদাস, তোমাদের উপস্থাপনায় আজ তা দেবদাসয়। মনে থাকবে চিরকাল। অনবদ্য!

  • @surajmondal8342
    @surajmondal8342 ปีที่แล้ว +6

    কান্না যে থামাতে পারছি না ।
    অসাধারণ পাঠ শুনলাম। গপ্পো মীর এর ঠেক - --------- I love you.

  • @uttarinbag2838
    @uttarinbag2838 ปีที่แล้ว +52

    যখন গল্পের শুরুতেই তার presentation এর সৌন্দর্য্য প্রকাশ পায়, তখন গল্প শোনার আগ্রহ ১০ গুণ বেড়ে যায় ❤️❤️✨💫

  • @ranjan443
    @ranjan443 2 หลายเดือนก่อน +2

    মীর ভাই ।আমি বাংলাদেশ থেকে প্রতিনিয়ত শুনছি । প্রতি টা গল্পই শুনি । "পার্বতী" হিসেবে যে ভয়েজ দিচ্ছেন তার প্রতি টা গল্পে একটি মায়ার স্পর্শ পাই । তার এই ভয়েজ এবং তার বলার ধরনের জন্য তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমার এই বার্তা তার কাছে পৌঁছে দেবেন অনুগ্রহ করে ।

  • @somnaths.m5774
    @somnaths.m5774 ปีที่แล้ว +120

    "শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের"লেখায় যে সৌন্দর্য ,যে মাধুর্য, প্রেম, সত্যি না শুনলে বা অধ্যায়ন করলে ভাবাই যায় না। ধন্যবাদ Mir Sir একটি নিষ্প্রাণ লেখা কে জীবন্ত করে তোলার জন্য।❤❤

    • @SandipLouha-p5x
      @SandipLouha-p5x ปีที่แล้ว +10

      মীর দা তো কি বলবো অসাধারন কোনো তুলনায় হয়না।কিন্তু এটা নিষ্প্রাণ কে বললো আপনাকে?

    • @mitalidasgoswami4917
      @mitalidasgoswami4917 ปีที่แล้ว

      দেবদাস হোক বা শরৎচন্দ্রের যেকোনো লেখা'' নিষ্প্রাণ বলার মতো ঔদ্ধত্য কিন্তু মোটেই সহনীয় নয়।

    • @tuhinbarman8425
      @tuhinbarman8425 ปีที่แล้ว +5

      Nishpran?😂

    • @iamdrindranil
      @iamdrindranil ปีที่แล้ว +10

      অধ্যয়ন টা (অধ্যায়ন না কিন্তু) যত্ন সহকারে করলে ভাই সোমনাথ শরৎচন্দ্র সাহিত্য নিষ্প্রাণ লাগতো না।

    • @bikashbhattacharyya3622
      @bikashbhattacharyya3622 ปีที่แล้ว +4

      আপনি নিস্প্রান বলতে কি বোঝেন ??? শরৎ বাবু কে কি নিস্প্রান বলছেন-.....

  • @somabiswas4408
    @somabiswas4408 ปีที่แล้ว +20

    সত্যিই অনবদ্য একটি গল্প ❤️❤️ মন ছুয়ে যাওয়ার মত। এই পৃথিবীতে প্রত্যেকটি দেবদাস যেন তার শেষ মুহূর্তে তার কাছের মানুষটির থেকে একটু ভালোবাসা পেয়ে যেতে পারে ❤️

  • @piyascreation5295
    @piyascreation5295 ปีที่แล้ว +7

    শেষের দিকে গায়ে কাঁটা ও চোখে জল চলে এসেছিল।।। সত্যিই গপ্পো মীরের ঠেককে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উপস্থাপনার জন্য।।।❤❤

  • @Vicky-sp6ny
    @Vicky-sp6ny 6 หลายเดือนก่อน +2

    সতি্য্য অসাধারণ, চোখে জল চলে এল, পার্বতী ও চন্দ্রমুখির মত আগলে রাখার মানুষের বড্ড বেশী অভাব ❤🌾😌

  • @santanusaha8884
    @santanusaha8884 ปีที่แล้ว +11

    সত্যিই শেষে চোখে জল ধরে রাখতে পারলাম না.....
    ধন্যবাদ মীর দা.....নতুন করে দেবদাস আমাদের সামনে তুলে ধরার জন্য❤❤