ความคิดเห็น •

  • @taniachatterjee4319
    @taniachatterjee4319 ปีที่แล้ว +228

    বন্দে মাতরম শ্লোক শুনে চোখ দিয়ে কখন জল গড়িয়ে পড়েছে বুঝিনি। দুর্দান্ত অভিনয়। দুরন্ত আবেগ।
    আমি আনন্দমঠ পড়িনি, তবে আজ শুনে বুঝলাম কোনো ব্রিটিশ রা এই বই কে এত ভয় পেত।
    এই বই পড়লে কে না তাদের অন্যায় এর বিরুদ্ধে জ্বলে উঠবে?

    • @adityabaidya8139
      @adityabaidya8139 ปีที่แล้ว +14

      ইংরেজ আর কিছু ভারতীয় এই দেশ কে পরাধীন করেছে 😢

    • @iamtb100
      @iamtb100 ปีที่แล้ว +6

      ❤🇮🇳 ঠিক বলেছেন।

  • @ishanimondal7803
    @ishanimondal7803 ปีที่แล้ว +101

    "মায়া কাটাতে পারে কে !
    যে বলে আমি মায়া কাটিয়েছি, হয় তার মায়া কখনোই ছিল না, বা সে মিছেই বড়াই করে" - খুব সুন্দর♥️✨

    • @spofficialpage
      @spofficialpage 11 หลายเดือนก่อน

      ❤❤❤❤right

  • @somnaths.m5774
    @somnaths.m5774 ปีที่แล้ว +180

    সাহিত্য সম্রাট" বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের" " আনন্দমঠ" সমস্ত শ্রোতার কাছে এক বিশেষ.. প্রাপ্তি।💙❤️

    • @kajalbiswas5747
      @kajalbiswas5747 4 หลายเดือนก่อน

      এমন সৃষ্টি কে আনার জন্য ধন্যবাদ আপনাকে।

  • @DipankarDey-wl3pq
    @DipankarDey-wl3pq ปีที่แล้ว +51

    সত্যি 76 এর মন্মন্তর আর সন্ন্যাসী ফকির বিদ্রোহের এমন ভাবে ফুটিয়ে তুলে সেইসময় দেশবাসীকে উদ্ভদ্ব করতে পারেন এই সাহিত্য সম্রাট।আর এই উপন্যাস আমাদের দিয়েছে সেই সময়ের মানুষের মন্ত্র। বন্দেমাতরম বন্দেমাতরম

    • @spofficialpage
      @spofficialpage 11 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤

  • @Audiostoryclassic2597
    @Audiostoryclassic2597 ปีที่แล้ว +27

    43:22 "মায়া কাটাতে পারে কে? যে বলে মায়া কাটাতে পেরেছে হয় তাঁর মায়া কোনোদিন ছিলই না নাহয় তাঁরা মিথ্যে বড়াই করে " .......অসাধারণ❤

  • @asik6709
    @asik6709 ปีที่แล้ว +71

    2009 সালে এই উপন্যাসটা পড়েছিলাম দ্বিতীয় বর্ষের সিলেবাস ছিলো আর ঠিক 14 বছর পর আবার শুনছি গপ্প মীরের ঠেকে মীরদা এর কন্ঠে। কি যে ভালো লাগছে তা বর্ণনাতিত

  • @PakhiKar
    @PakhiKar ปีที่แล้ว +301

    সুর গুলো শুনলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়..... বুক ফাটা কান্না পায় যাদের জন্য.... তাদের চরণে শত কোটি প্রণাম জানিয়ে "আনন্দমঠ"শুনতে আরম্ভ করলাম....🙏❤️🌸🇮🇳

    • @itudey2632
      @itudey2632 ปีที่แล้ว +5

      HAA ARONYAK SUNTE CHAI

    • @deba123ful
      @deba123ful ปีที่แล้ว +2

      Ekhanei Bande matarom er sob theke beshi sundor abbritti sunlam. Mugdho hoye gelam. Gaye katao diyechilo.

    • @spofficialpage
      @spofficialpage 11 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @chirasreechakraborty3542
    @chirasreechakraborty3542 ปีที่แล้ว +5

    ভবানন্দের গলায় প্রথম বার বন্দেমাতরম ধ্বনি শুনে শিউরে উঠলাম! কী মধুর গলা!! সুজলাং সুফলাং মলয়জশীতলম্...মনে হলো শুনতেই থাকি শুনতেই থাকি

  • @MrityunjayDeathadder
    @MrityunjayDeathadder ปีที่แล้ว +23

    হাত কাঁপছে, চোখে জল, গায়ে কাঁটা, এ কেমন অনুভূতি হলো বন্দেমাতরম শুনে।

    • @spofficialpage
      @spofficialpage 11 หลายเดือนก่อน

      monta kady otha❤❤❤❤

  • @mousumidas4743
    @mousumidas4743 ปีที่แล้ว +24

    Murshidabad district er Lalgola theke bolchi Ami... Jekhaner Rajbarir Kali Madir e bose সাহিত্য সম্রাট প্রথম "Vandemataram" er বীজ বপন করেছিলেন। আনন্দমঠ পড়ার সুযোগ পায়নি কিন্তু আজ শুনে আমি শিহরিত। অসাধারণ উপস্থাপনা। Thank you Mir da 🙏💐

  • @doyelmaity9328
    @doyelmaity9328 ปีที่แล้ว +7

    কি বলে যে ধন্যবাদ দেব দাদা জানিনা.....🙏🙏......অনেক ছোটবেলায় পড়েছিলাম..... কিছুটা বুঝেছিলাম কিছুটা বুঝিনি..... আজ শুনতে শুনতে চোখ দিয়ে জল গড়াচ্ছে....... অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপন করার জন্য...... ❤❤

  • @somnathbanerjee6203
    @somnathbanerjee6203 8 หลายเดือนก่อน +2

    অনবদ্য আনন্দমঠ-১ । ধন্যবাদ সবাইকে গপ্পো MIR-এর ঠেক । ধন্যবাদ মীর সাহেব।

  • @ranughosal9457
    @ranughosal9457 ปีที่แล้ว +13

    প্রায় ১৬ বছর আগে পড়েছি আনন্দমঠ। অসাধ্য সাধন করেছেন মীর দা আপনি এবং আপনার টীম। সাধু ভাষা তে বঙ্কিম রচনাবলী সাধারণত কেউ পড়ে না আজকাল। আপনাদের উদ্যোগে অন্তত এই উপন্যাস শুনে অনেকেই আসল উপন্যাসটি আশা করি আবার পড়ার চেষ্টা করবে এবং বঙ্কিম সমগ্র পড়বার জন্যে আগ্রহী হবে। ❤

  • @narattamhaldar6184
    @narattamhaldar6184 ปีที่แล้ว +5

    এই প্রতিদিনের ব্যস্ত জীবনে আমার প্রিয় লেখদের অনেক লেখাই এখনও To Do list এই রয়ে গেছে । সেগুলো যে কেউ একদিন এতো সহজ আর সুন্দর ভাবে উপস্থাপন করবেন সেটা আমি কখনো ভাবিনি। অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি।

  • @Akkhay28
    @Akkhay28 ปีที่แล้ว +9

    অপূর্ব এক জীবন সার্থক করা কাহিনী। ধন্য বঙ্কিমচ্দ্রের রচনা।
    ধন্যবাদ মীরদা সহ সকলদেরকে।
    আমার প্রণাম নেবেন। বন্দেমাতরম।ভারতমাতার জয় হোক।

  • @travelingsphere9539
    @travelingsphere9539 ปีที่แล้ว +172

    জানি না আবার জন্ম গ্রহণ করব কি না , কিন্তু যদি করি তাহলে একজন ভারতীয় হিসাবেই জন্মাতে চাই।। এই গল্পটা শুনে নিজেকে বাঙালি হিসেবে আরও গর্ব বোধ। হলো 😊 বন্দে মাতারাম 🙏

  • @amitgupta8565
    @amitgupta8565 ปีที่แล้ว +6

    মীর দা তোমায় আর তোমার টিম কে জানাই শুভ সন্ধ্যা। তোমাদের এই
    উপস্থাপনা নিয়ে আমার কোনো বক্তবো নেই কারণ ভাষা কোথাও যেন ঐ মঠের চারিপাশে হারিয়ে গেছে। মীর দা তোমার কাছে আমার একান্ত অনুরোধ যদি শ্রী প্রফুল্ল রায়ের দেশ ভাগের ওপর লেখা "কেয়া পাতার নৌকা" র শ্রুতিনাটক উপস্থাপন করো তাহলে সেই সময়ের যন্ত্রনা টা আমাদের মতো শ্রোতা রা কিছুটা হয়তো ভোগ করতে পারবো এবং তখনকার ইতিহাস এ ফিরে যেতে পারবো।
    আমার একান্ত অনুরোধ দাদা তোমার কাছে।
    ভালো থেকো এবং সুস্থ থেকো।
    অমিত গুপ্ত।

  • @susmitamondal8576
    @susmitamondal8576 ปีที่แล้ว +2

    Chotobelae porechilm tao purota na . Akhn porar somoy o hyna. Apnake aoshonkhyo dhonnobad apnar jnnoi kaj krte krte puro upanyash ta shona hoye jache. ♥️♥️♥️♥️

  • @jagannathloha5345
    @jagannathloha5345 ปีที่แล้ว +43

    দারুন, আমরা এই বিশ্ব সাহিত্যের খোঁজ করতে গিয়ে আমাদের মনি রত্ন গুলো ভুলেই যাচ্ছি। Thank you sir আমাদের গর্বের বাংলা সাহিত্য কে জীবন্ত করার জন্য। ভালো থাকবেন sir

  • @poulamidawn7158
    @poulamidawn7158 ปีที่แล้ว +23

    ওহ হো ।এমন জায়গায় এসে শেষ হলো পার্ট 1 ।এক সপ্তাহ অপেক্ষা করা কঠিন 😢। গায়ে কাঁটা দিয়ে উঠলো। গপ্পো মীর এর ঠেক এ এটাই আমার প্রথম কমেন্ট 😊।এরকম কালজয়ী উপন্যাস শোনার খিদে আরো বেড়ে গেলো।

  • @debojeetdas2574
    @debojeetdas2574 ปีที่แล้ว +42

    38:38 goosebumps guaranteed!!!😮😮❤

  • @alauddingharami436
    @alauddingharami436 ปีที่แล้ว +30

    একটা বিষয় কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, তা হল এই আনন্দমঠ উপন্যাসে সর্বপ্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় "বন্দেমাতারাম" এই দেশাত্মবোধক শব্দটি উচ্চারণ করেছিলেন।
    আজ 15 ই আগস্ট জয় হিন্দ!!!!!

    • @Onlybong0411
      @Onlybong0411 หลายเดือนก่อน

      উনি বন্দেমাতরম লিখেছিলেন বঙ্গভূমি নিয়ে, সারা ভারতকে নিয়ে নয়

  • @avijitsengupta1999
    @avijitsengupta1999 ปีที่แล้ว +32

    অসাধারণ বললেও কম বলা হয়। শ্রুতিমধুর ও ভারী উপভোগ্য। এই উপস্থাপন কালজয়ী হয়ে থাকবে। ধন্যবাদ শ্রী মীর-কে ও তার সুযোগ্য সকল সহশিল্পী - গণকে। সবার মঙ্গল প্রার্থনা করি।

  • @saswatiganguly7885
    @saswatiganguly7885 ปีที่แล้ว +12

    মীর তোমায় কি বলে ধন্যবাদ দেবো জানিনা। আনন্দমঠ পড়া ছিল কিন্তু তাকে যে এই ভাবেও সৃষ্টি সম্ভব ? মুগ্ধ হলাম। তোমার এই সৃষ্টি এই প্রজন্মের ছেলে মেয়েদের জন্য ভীষণ এক ভালো প্রয়াস।

  • @lagnajitadas1742
    @lagnajitadas1742 ปีที่แล้ว +10

    বন্দে মাতরম্ 🙏।
    বহুযুগ আগে পড়া, আজ আবার মনের মধ্যে ঝড় উঠলো ‌।

  • @askobita_2002
    @askobita_2002 ปีที่แล้ว +4

    গল্পটা পড়ে যতটা না কেঁদেছি তার ৩ গুন আজ এই গল্পটা শুনে কাঁদলাম। এই কান্নার মধ্যেও মনের মধ্যে শান্তি ছিল , thank you মীর দা

  • @soumighosh9134
    @soumighosh9134 ปีที่แล้ว +29

    বন্দেমাতরম 🙏🏾🙏🏾
    গায়ে কাঁটা দিচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে
    কী সুন্দর উপস্থাপনা 🙏🏾🙏🏾

    • @spofficialpage
      @spofficialpage 11 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

  • @shilpaghosh2120
    @shilpaghosh2120 ปีที่แล้ว +11

    উপন্যাস টা পড়ার ইচ্ছে ছিল কিন্ত পড়া হয়ে ওঠেনি। অনেক ধন্যবাদ দাদা সত্যি চোখে জল এসে গেল কত মানুষ কত কষ্ট করেছে।
    বন্দে মাতরম 🧡🤍💚🇮🇳

  • @sutrishnadas6708
    @sutrishnadas6708 11 หลายเดือนก่อน +4

    যতক্ষন পর্যন্ত উপন্যাসটি শুনেছি ততক্ষণ পর্যন্ত বারেবারে শুধু গায়ে জালকাঁটা দিয়েছে আর বন্দেমাতরম গান শুনে এসেছে চোখে জল 🥺।এত সুন্দর উপস্থাপনার জন্য পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ 🙏

    • @spofficialpage
      @spofficialpage 11 หลายเดือนก่อน

      ato valo lagcy vasa hariac❤❤

  • @pradyutroy8195
    @pradyutroy8195 ปีที่แล้ว +7

    এখন পর্যন্ত অন্যতম সেরা ঠেকে তো বটেই সব প্ল্যাটফর্মের অডিওস্টোরী প্লে লিস্টে। সাহিত্য সম্রাটের এ অমর সৃষ্টি আপনাদের বদান্যতায় শুনতে পেলাম তার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্দেমাতরম 🙏

  • @birbhumersanskritikmanch9948
    @birbhumersanskritikmanch9948 ปีที่แล้ว +198

    ভাষা হারিয়েছি এত সুন্দর উপস্থাপনা গায়ে কাঁটা দিচ্ছে চোখে জল আসছে ধন্যবাদ মির দা ও তার টিম কে "বন্দেমাতরম" 🇮🇳 শত কোটি প্রণাম 🙏

  • @mrigankaghosh6564
    @mrigankaghosh6564 ปีที่แล้ว +24

    উফফ অসাধারণ দারুন দারুন.গল্প... গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছিলো বারংবার, বন্দে মাতরম 🇮🇳🫡🙏।।।আমাদের ভারতমাতাকে 🇮🇳 ভালো রাখার জন্য যারা শহীদ হয়েছেন তাঁদের শতকোটি প্রনাম জানাই 🙏 আর...সেই মহান ব্যক্তির নাম না বলে চলে না যাহার জন্য এতো সুন্দর একটা গল্প উপহার পেয়েছি শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রণাম 🙏এবং মীরদার পুরো টিম কে অনেক অনেক ধনবাদ এতো সুন্দর ভাবে গল্প টা আমাদের মধ্যে এতো সুন্দর ভাবে তুলে ধরার জন্য 🙏🙂

  • @yourview1124
    @yourview1124 ปีที่แล้ว +3

    আমার শোনা সেরার সেরা 🙏
    চোখে শুধু জল আসছে
    ধন্যবাদ দেবার ভাষা নেই

  • @iamaindian5467
    @iamaindian5467 ปีที่แล้ว +32

    সমস্ত দৃশ্যটা যেন চোখের সামনে ভেসে উঠলো (০_০)...
    What a presentation 💔
    কোনো video তেও এতটা feelings অনুভূত হবেনা
    Love You Mir Da ❤

  • @arghya3005
    @arghya3005 ปีที่แล้ว +34

    যারা রেডিও তে গল্প শুনে বড়ো হয়েছে তাদের সবচেয়ে কাছের একটা নাম "মির আফসার আলী" ওরফে ক্যাপ্টেন। আপনি ছিলেন বলেই আমাদের শৈশব,কৈশোরের দিনগুলো কাটছে রামধনুর রঙের মত।
    ❤❤❤়
    তাছাড়া সাহিত্যসম্রাট বঙ্কিমচ্ন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা "আনন্দমঠ" যে আমাদের মত শ্রোতাদের কাছে বিশাল এক প্রাপ্তি, সেটা নিশ্চয় বলে দিতে হয় না।🎉🎉

  • @rumide1967
    @rumide1967 ปีที่แล้ว +8

    সত্যি কিছু বলার নেই, মানে বলার ভাষা নেই,শরীরে মনে শিহরণ জাগানো উপস্থাপনা।বন্দে মাতরম ✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏

  • @srijanikabasiroll_9sec_bcl436
    @srijanikabasiroll_9sec_bcl436 ปีที่แล้ว +38

    প্রথম যখন আনন্দমঠ পড়ি তখন নবম কি দশম শ্রেণী হবে আমার, আর আজ এতো বছর পর শুনলাম, যেন সিনেমা দেখলাম অসাধারণ উপস্থাপনা গায়ে কাঁটা দিয়ে গেল 🙏🏻 বন্দেমাতরম, বন্দেমাতরম, বন্দেমাতরম

  • @rajadey1222
    @rajadey1222 ปีที่แล้ว +4

    সত্যি ই সে সাহিত্য সম্রাট... আর আপনি কন্ঠ সম্রাট।

  • @swarnalikar6671
    @swarnalikar6671 ปีที่แล้ว +38

    বন্দে মাতরম্।।🙏
    বাংলা সাহিত্যের এই ক্লাসিকস্ গুলো পরিবেশন করার জন্য ধন্যবাদ মীর দা। 🙏💛
    উপন্যাস টা আবার পড়তে হবে।🤞
    পরিবেশনার জন্য ভাষান্তর (সাধু থেকে চলিত) খুব‌ই প্রয়োজন বুঝতে পারি, কিন্তু কেন জানি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই শক্ত ভাষায় পড়তেই ভালো লাগে। সেই বড়ো বড়ো বিশেষণের ঘনঘটা..❤

  • @sanjuktosamanta4139
    @sanjuktosamanta4139 ปีที่แล้ว +21

    অসাধারণ শিহরণ..... মুহূর্তে মুহূর্তে পুরো শরীরে কাঁটা দিয়ে উঠছে...... মীর দা আপনাকে আর আপনার টিম কে বিনম্র প্রণাম....... ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @Smondalforyou3483
    @Smondalforyou3483 ปีที่แล้ว +39

    কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি , চোখ বুজে এতক্ষণ শুনছিলাম, মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়ে উঠছে , আমি আনন্দমঠ পড়িনি তাই আরো আগ্রহ নিয়ে শুনতে শুরু করেছি ,সব কিছু চোখের সামনে যেন ফুটে উঠছে, এ এক অনন্য অনুভূতি । অসংখ্য ভালোবাসা রইলো মীর দা ❤❤ ধন্যবাদ দাদা..... বন্দেমাতরম 🇮🇳

  • @subasishchakraborty6781
    @subasishchakraborty6781 ปีที่แล้ว +2

    যাক মীর দা আমার কথায় সারা দিয়েছেন বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প শোনাতে বলেছিলাম I কবে পড়েছি, আবার মীরদার কল্যাণে নতুন ভাবে উপলব্ধি করলাম ধন্যবাদ দাদা I মীরদার উপস্থাপনা অতুলনীয় বন্দেমাতরম্ ।

  • @somnathpatra1509
    @somnathpatra1509 ปีที่แล้ว +10

    সত্যিই উনি সাহিত্য সম্রাট ❤ যেমন লেখনী তেমনই উপস্থাপনা। কখনো চোখে জল এনে দেয় কখনোবা চোয়াল শক্ত ও করে দেয় ।।

  • @ananyadepal5546
    @ananyadepal5546 ปีที่แล้ว +9

    আমার খুব পছন্দের উপন্যাস এটি, আরো একটি অসাধারণ উপন্যাস রাজসিংহ পাঠের অনুরোধ রইল। মীর দা সহ অন্যান্য শিল্পীদের নমস্কার, বন্দেমাতরম্ যিনি গাইলেন তাঁর কন্ঠ অনবদ্য 😊।

  • @mithubhattacharyadas
    @mithubhattacharyadas ปีที่แล้ว +21

    চোখে জল চলে আসলো সত্যি বলছি কুর্নিশ জানাই আপনাদের, গায়ে কাঁটা দিয়ে উঠল 🙏 বন্দে মাতরম ❤️

  • @suvadipmaiti9576
    @suvadipmaiti9576 ปีที่แล้ว +76

    স্বাধীনতা দিবসের প্রাক্কালে সাহিত্য সম্রাট ও তার সৃষ্টি শুনে দেশপ্রেম বোধে আরএকবার উদ্বুদ্ধ ও গর্বিত 🙏💙.. পর্ব 2 এর অপেক্ষায় রইলাম😊.... বন্দেমাতরম 🙏

  • @jayasreeroy6638
    @jayasreeroy6638 ปีที่แล้ว +3

    ছোট বেলায় আনন্দ মঠ পড়েছি কিন্তু আজ এমন নাট্য রূপ অভিনয় অসাধারণ। আগের দুটি পর্ব রাজলক্ষী আর তারপর আনন্দ মঠ আমাদের মন ভরিয়ে দি ল।
    কাঞ্চন মল্লিক এর এই অভিনয় বুঝিয়ে দিল তার বাউন্ডারী শুধু নিছক হাসানো নয় কি অসাধারণ অভিনয় করলেন সত্যানন্দ এর রূপে।🙏🙏

  • @osimakhatun310
    @osimakhatun310 ปีที่แล้ว +6

    দূর্দান্ত,, ভবানন্দর কন্ঠে 🙏বন্দে মাতরম 🙏 শ্লোকটা শুনে, চোখে ঝাপসা দেখলাম মীর আফসার আলী.. পনেরোই আগস্ট উপলক্ষে সাহিত্য সম্রাট 🙏বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়🙏 এর আনন্দ মঠ গল্পটা নির্বাচন করে দারুণ একটা উপহার, উপহার দিলে mirafsarali.. 🎉👍🙏🤗🙏🤗🙏🌻🌹🥰

  • @jasminjulekha8298
    @jasminjulekha8298 ปีที่แล้ว +5

    রাজর্ষি শ্রীকান্ত আনন্দমঠ এই তিনটে mir goppo theke r আমার কাছে সবথেকে পছন্দের গল্প বারবার শুনতে ইচ্ছা করে

  • @mou512
    @mou512 ปีที่แล้ว +1

    Amar pathyo chhilo Anondomoth. Jokhon theke sunte suru korechi chokher jol pore jachhe. Jokhon porechhilm tokhon etota Hridoyodhgom korte parini. Jeta ekhon korlm. Mir da sob tomar jonno. Joy mirer joy. Moharaj tumi onobodhyo.

  • @gouravkayal4650
    @gouravkayal4650 ปีที่แล้ว +1919

    দাদার কণ্ঠে কে কে বিভূতিবাবুর লেখা 'আরণ্যক' উপন্যাসটি শুনতে চাও ??? 😊❤

  • @dedicatedbangali
    @dedicatedbangali ปีที่แล้ว +10

    জানিনা সম্ভব কিনা তাও বলছি যদি মহাভারত টা এরম গল্পের আকারে উপস্থাপিত হতো কতো সুন্দর শুনতে লাগতো

  • @iranibhattacharya9625
    @iranibhattacharya9625 ปีที่แล้ว +21

    Masterpiece!! সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র এবং স্বরসম্রাট মীর একত্রে! 🙏🏼❤🙏🏼

  • @uttarinbag2838
    @uttarinbag2838 ปีที่แล้ว +3

    মীরদা আমি আপনার খুব বড় fan, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এত সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করার জন্য। আপনার কাছে আমার অনুরোধ দয়া করে আপনি যদি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের "বিপ্রদাস" উপন্যাসটি উপস্থাপন করেন তাহলে খুব খুশি হতাম 🙏🙏

  • @ananyasinha1789
    @ananyasinha1789 ปีที่แล้ว +4

    gaye kanta dicche.. asadharon..shob shilpi der amar pronam o onek bhalobasha.

  • @uttarinbag2838
    @uttarinbag2838 ปีที่แล้ว +7

    সত্যি বলছি এতসুন্দর গল্পের presentation শুনে just মুগ্ধ হয়ে গেছি, নিজের ভাব প্রকাশ করার মত ভাষা খুঁজে পাচ্ছি না। গল্পটার কিছু কিছু জায়গা 4 বার থেকে 5 বার পর্যন্ত শুনেছি।
    Just Splendid ❤❤

  • @saswatibose7591
    @saswatibose7591 ปีที่แล้ว +17

    গপ্পো মীরের ঠেক বাঙালিকে বাংলা চেনাচ্ছে এটা কি কম কথা! ধন্যবাদ তোমাদের সকলকে, এভাবে আরো আরো অনেক বাংলা ক্লাসিক শুনতে চাই❤

  • @parthamahato5711
    @parthamahato5711 ปีที่แล้ว +33

    দৃশ্য টা চোখের সামনে ভেসে উঠছে যেনো...স্বামীজির সেই বানী মনে পড়ছে । "তোমরা জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত।।।

    • @balarampatra6110
      @balarampatra6110 2 หลายเดือนก่อน +2

      Jyy Swami ji ,satti Swamiji r oii kothata gaye akhono kata dey

  • @poushalibhattacharjee6459
    @poushalibhattacharjee6459 ปีที่แล้ว +14

    উপন্যাস টি পড়বার ইচ্ছা ছিল অনেক দিন ধরে... কিন্তু পড়া আর হচ্ছিল না...আজ শুনে মন ভরে গেলো 😊... দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় রইলাম 😊❤️...

  • @ratnanaskar5881
    @ratnanaskar5881 ปีที่แล้ว +40

    এবার পথের পাঁচালীর পালা। বাংলা সাহিত্যের ক্লাসিক গল্প মীর দা ই যথাযথ ভাবে তুলে ধরতে পারেন।

    • @debapomdas5895
      @debapomdas5895 ปีที่แล้ว +2

      ভালো করে দেখুন উনি মূলত public domin এর গল্পই করছেন

  • @asishsikder9825
    @asishsikder9825 ปีที่แล้ว +6

    Mir da Jules Verne ar adventure golpo chai.
    1.Mysterious Island
    2. journey to the centre of the earth
    3. 20000 leagues under the sea
    4. Journey to the centre of the earth
    5.From the earth to the moon
    6.five weeks in a balloon etc

  • @sukritsingh9402
    @sukritsingh9402 7 หลายเดือนก่อน +2

    "মায়া কাটাতে পারে কে? যে বলে 'আমি মায়া কাটিয়েছি', হয় তার মায়া কখনোই ছিল না, বা সে মিছেই বড়াই করে" What a line 🙏

  • @osimakhatun310
    @osimakhatun310 ปีที่แล้ว +12

    "সু জ লা ম, সু ফ লা ম, ম ল য় জ শী ত লা ম.. বন্দে মাতরম 🙏 🙏 🙏..
    এমন বিষের পরিণতি, মেয়ের মা এর চির নিদ্রায় শান্তি.. বীভৎস কষ্টের উপলব্ধি কল্যাণীর কন্ঠে.. আর মহেন্দ্র সিংহের বুকফাটা আর্তনাদ.. উফ উফ উফ, অসহ্য বেদনাদায়ক.. দুঃখ কষ্টের ক্ষুধাতুর দুর্ভিক্ষের এমন পরাধীন যুদ্ধের দামামা,, আনন্দ মঠ গল্পেই বুঝি স্বাধীন চেতনার উৎস.. 👏🙏👏🇮🇳🎉🇮🇳😢😢😢🎉🎉🎉😢😢😢❣️❣️

    • @Brewliciouscafe
      @Brewliciouscafe ปีที่แล้ว

      বন্দে মাতরম 🇮🇳

    • @osimakhatun310
      @osimakhatun310 ปีที่แล้ว +1

      @@Brewliciouscafe 🇮🇳🙏🇮🇳

  • @mrprus1026
    @mrprus1026 ปีที่แล้ว +5

    Hollly Shtttt 😱
    Tahole Mir _ Dadar Voice a Finally Kono Professional Team Er hathe Elo ~ The Legendary ANANDAMATH "

  • @mainakbanik6480
    @mainakbanik6480 ปีที่แล้ว +7

    "Vande Mataram".. onek dhnyobad Mir Da & team ke..Emon ek asadharon uposthaponaor jonyo

  • @MartinaSahaMitra
    @MartinaSahaMitra ปีที่แล้ว +2

    Vandematram.... Eto sundor uposthapna, just kichu bolar vasa nei.... Darun

  • @prosadbakuli5774
    @prosadbakuli5774 ปีที่แล้ว +5

    স্যতি অসাধারণ 👏,গুরুদেব ,,,,,,
    জয় সণাতন 🚩 বন্দেমাতারাম 🇮🇳

  • @fourthinternationalist_1917
    @fourthinternationalist_1917 ปีที่แล้ว +4

    38:38 বারবার এই জায়গায় ফিরে আসবো!

  • @pampadutta6489
    @pampadutta6489 ปีที่แล้ว +19

    প্রত্যেক শিল্পী দের আমার কুর্নিশ জানাই। দুর্দান্ত অভিনয় 🙏🙏🙏

  • @pratikmukherjee5882
    @pratikmukherjee5882 ปีที่แล้ว +23

    To summarize ... Patriotism !!!! Goosebumps !!!! Emotions !!!! and again Goosebumps !!!!!!

  • @durbaslifedestination8498
    @durbaslifedestination8498 ปีที่แล้ว +32

    I love your voice mir da.....তোমার গলার আওয়াজ শোনার জন্য পুরো সপ্তাহ আমি অপেক্ষায় থাকি ..❤❤❤❤

  • @nooralamvandaryi1122
    @nooralamvandaryi1122 ปีที่แล้ว +11

    যা হয়তো কখনও পড়ে শেষ করতে পারতামনা,তার চেয়েও অনেক বেশি পেয়েছি, জেনেছি মীর ভাইয়ের কল্যাণে, মীর ভাই আপনি অনেক ভালো থাকুন, বাংলাদেশ থেকে

    • @spofficialpage
      @spofficialpage 11 หลายเดือนก่อน

      ❤❤❤❤ami roj golpo suni tumioky ti

  • @sumitpandit5164
    @sumitpandit5164 ปีที่แล้ว +15

    সত্যি বলতে কোনদিন ই ভাবিনি এই গল্প গুলো শুনতে পাবো জানতে পারবো 😇☺️😌

  • @souviknandi8059
    @souviknandi8059 ปีที่แล้ว +11

    আমাদের তরফ থেকে আপনাকে অনুরোধ রইলো ,পূর্ন আরন্যক উপন্যাস টি। আপনার মূল কণ্ঠে পাঠ করে শোনান( ভাই সকল লাইক দিয়ে দৃষ্টি আকর্ষণ করুন)

  • @debajyotimishra8534
    @debajyotimishra8534 ปีที่แล้ว +5

    ভবানন্দ যখন বন্দেমাতরম গাইলো,তখন গায়ে কাঁটা দিয়ে উঠলো।🔥👌👌 জাস্ট অসাধারণ উপস্থাপনা❤❤

  • @parthojitbiswas7856
    @parthojitbiswas7856 ปีที่แล้ว +8

    সত্যি ভাষা হারিয়ে ফেলেছি🥺🥺🥺🥺এরপর দেবী চৌধুরানী শুনতে চাই

  • @sachinbarman7355
    @sachinbarman7355 ปีที่แล้ว +5

    Ami akjon class 10 ar student ,amar patto Itihas boite ANANDAMATH niye akti topic ache ,oi aktu adto jenechi ANANDAMATH sampokhe 🙃🙃 ,ichhe chilo je akdin puro Uponass ti porbo kintu somoy hoye utteni 🙄😓kintu aj GOLPO MIR ar jonno puro sunte pelam asongkho dannobad Mir,Sir ke ❤❤💝💝.

    • @soumyadipmukherjee51
      @soumyadipmukherjee51 ปีที่แล้ว +1

      We are in same class

    • @soumyadipmukherjee51
      @soumyadipmukherjee51 ปีที่แล้ว +1

      আমি আগেই পড়েছি আনন্দমঠ, ইতিহাসে পড়ার পর😅

    • @sachinbarman7355
      @sachinbarman7355 ปีที่แล้ว

      @@soumyadipmukherjee51💝💝💝😇😇

  • @bijoybgbd
    @bijoybgbd ปีที่แล้ว +5

    শুরু থেকে শুনে আসছি সব গুলো গপ্পো এতো দারুণ ভাবে ঠেক করে রেখেছে যেনো ইচ্ছে হচ্ছে ক্যাপ্টেন মীরের কন্ঠে বাংলা সাহিত্যের জগৎটাই যেনো শুনে যেতে পারি।
    Bangladesh 🇧🇩 থেকে বগুড়ায় দই খাওয়ার নিমন্ত্রণ রইলো 😍😍

  • @joyitadas2248
    @joyitadas2248 ปีที่แล้ว +47

    বন্দেমাতারাম শুনলে এখনো গায়ে কাঁটা দিচ্ছে অসাধারণ লাগলো শুনতে

  • @banglasikshok7435
    @banglasikshok7435 ปีที่แล้ว +2

    ❤🙏বন্দেমাতরম্🙏❤

  • @abhijitdeylove
    @abhijitdeylove ปีที่แล้ว +6

    বন্দে মাতরম্ ৷
    সুজলাং সুফলাং
    মলয়জশীতলাম্
    শস্যশ্যামলাং
    মাতরম্ !

  • @রঙ্গমঞ্চ-ঞ১শ
    @রঙ্গমঞ্চ-ঞ১শ ปีที่แล้ว +41

    স্বাধীনতার প্রাক্কালে এই উপস্থাপনা খুবই ভাল লাগল। চোখের সামনে সেই সন্তানদের যেনো দেখতে পেলাম।❤

  • @mainakchatterjee09
    @mainakchatterjee09 ปีที่แล้ว +3

    গল্পটা সোনার খুব ইচ্ছে ছিল, এখুন শুনে গায়ে কাঁটা দিয়ে উঠছে। এক কথায় অসাধারণ

  • @chemophile7919
    @chemophile7919 ปีที่แล้ว +2

    সাহিত্যসম্রাটের অতুলনীয় অবর্ণনীয় সৃষ্টি এতদিন কেন যে আমার স্বাদান্বেষণ হয়নি, তা ভাবতেই অবাক লাগে। মীরের এই প্রয়াস অদূর ভবিষ্যতেও চিরঅম্লান থাকবে।

  • @RealKhan342
    @RealKhan342 ปีที่แล้ว +17

    What a adorable, aristrocracy and leadership voice!! Kanchan at his best!❤ মীর দা একটা রত্না খুজে পেয়েছে🥀🥀

    • @spofficialpage
      @spofficialpage 11 หลายเดือนก่อน

      ❤❤❤❤😮

  • @suman_mishra70
    @suman_mishra70 8 หลายเดือนก่อน +1

    সত্যি উপকৃত হলাম। নিজেকে সমৃদ্ধ করলাম। 43:00 গায়ের লোমগুলো দাঁড়িয়ে পড়েছে। ❤❤❤ মীরদা

  • @sanjibchattopadhyay3936
    @sanjibchattopadhyay3936 ปีที่แล้ว +4

    অসাারণ, অভিভূত হলাম। চোখে জল এলো। শুধু গল্পের গুড়তা এর জন্যে নয়, উপস্থাপনার জন্যও। নমস্কার তার জন্য যিনি এই বঙ্কিম ভাষার অনুবাদ করেছেন।

  • @halderarifulla
    @halderarifulla ปีที่แล้ว +35

    যত বার বন্দেমাতরম ধ্বনি কানে এসে কম্পিত হয় ঠিক তখন গায়ে কাঁটা দিয়ে ওঠে

  • @chiranjitmandal3273
    @chiranjitmandal3273 ปีที่แล้ว +19

    এত সুন্দর উপন্যাস গপ্পো মির এর ঠেকে শুনবো ভাবতে পারিনি।খুব ভালো লাগলো।টিম এর সবাই কে অনেক ধন্যবাদ।

  • @Jiya962
    @Jiya962 8 หลายเดือนก่อน +1

    "দেশের এক কাঠা জমি পেলে তোমায় নিয়ে আমি স্বর্গ তৈরি করতে পারি.."ভালোবাসা এতটাই সরল এবং সুন্দর🙂

  • @অভিদীপ
    @অভিদীপ ปีที่แล้ว +3

    চোখের সম্মুখে উড্ডীয়মান ত্রৈবর্ণিক কেতন।কানে আনন্দমঠ।আহা!উপন্যাস এমন লেখো যে ম্লেচ্ছ-যবনের চোখের ঘুম উড়ে যায়।হরে মুরারে মধুকৈটভারে! হরে মুরারে মধুকৈটভারে! বন্দে মাতরম্ 🧡🤍💚

  • @THRILLERLAND
    @THRILLERLAND ปีที่แล้ว +3

    পরবর্তী পর্বের জন্য আর তর সইছে না! অনবদ্য! ❤️🙏

  • @SRXM60
    @SRXM60 ปีที่แล้ว +9

    দারুণ উপস্থাপনা 🙏🏼
    বুক ভরা গর্ব, চোখ ভরা জল।
    বন্দেমাতরম 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @susovansarkar3585
    @susovansarkar3585 ปีที่แล้ว +10

    সানডে সাসপেন্স এ "দুর্গেশনন্দিনী" এর পর এবার
    এখানে "আনন্দ মঠ " ধন্যবাদ মীর দা এবং সকল কে সাহিত্য সম্রাট এর এই অমর সৃষ্টি গুলো কে সকলের সামনে তুলে ধরতে 🙏🏻🙏🏻😊

  • @suparna84
    @suparna84 ปีที่แล้ว +5

    পুরানো sunday suspense এর মজা ফিরিএ আনুন দাদা । সেই suspense, সেই ভয় , সেই মজা টা আবার ফিরে পেতে চাই . 😢😢😔😞

  • @ankitaghosh544
    @ankitaghosh544 ปีที่แล้ว +27

    গায়ে কাঁটা দেওয়া অনুভূতি ....ভাষার প্রকাশ হারিয়েছি.....নিজে এই পাঠ গ্ৰহণ করলে হয়তো এই রোমাঞ্চ অনুভব করতে পারতাম না...যা এখন অনুভব করছি. ...❤️🙏🏻
    বাঙালি হয়ে জন্মানোর একটা অহংকার বোধ আগেই ছিল..আজ সেটা আরো প্রসারিত হল....,🍁

  • @sufalbasu2851
    @sufalbasu2851 ปีที่แล้ว +7

    বন্দে মাতরম সুনে গায়ে কাঁটা দিয়ে উঠল। ধন্যবাদ ক্যাপ্টেন।

    • @spofficialpage
      @spofficialpage 11 หลายเดือนก่อน

      😮😮😮❤❤❤❤

  • @somamaji786
    @somamaji786 ปีที่แล้ว +8

    সুদীপ স্যার এর voice আমার অসাধারণ লাগে ❤️❤️ মির স্যার কেও ধন্যবাদ এত সুন্দরভাবে present করার জন্য।
    চোখ বুজে শুনছিলাম মনে হচ্ছিল চোখের সামনে রিয়ালিটি দেখছি সব। সমস্ত চরিত্র অসাধারণ ভাবে ভেসে উঠেছে অজান্তেই চোখের সামনে, সবারই ডায়লগ প্রেজেন্টেশন অসাধারণ, তবে মহেন্দ্র চরিত্রটি আমার বেশ ভালো লেগেছে ✌️✨

  • @Jiyanofficial5134
    @Jiyanofficial5134 ปีที่แล้ว +56

    এটা শোনার পর আবার যখন আনন্দমঠ পড়বো.... তখন এই Voice গুলো মাথায় ঘুরবে.... ❤️❤️

    • @ananyadepal5546
      @ananyadepal5546 ปีที่แล้ว +1

      আমিও আবার পড়ব আনন্দমঠ

  • @subhajitghosh9269
    @subhajitghosh9269 ปีที่แล้ว +2

    Hats off, মীর দা তুমি সত্যিই সেরা।
    বাংলার সাহিত্য ভান্ডার এর রত্ন পরিবেশন করেই চলেছ।