শ্রী শ্রী চন্ডীপাঠ,,, স্মৃতি বিজড়িত কিছু ছবি দিয়ে তৈরি ভিডিওটি।
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- আমার কিছু স্মৃতিজড়িত ছবি দিয়ে তৈরি আলবাম, যা কখনো ভূলে যাবার নয়। ভাবলাম এই সব স্মৃতিজড়িত ছবিগুলো কখনো মনের অজান্তে ডিলিট হয়ে যায়, তাহলে হয়তো বা আমার জীবন থেকে হারিয়ে যাবে সেইসব স্মৃতিমধুর স্বরণীয় দিনগুলি। আর সেই অতিবাহিত হয়ে আসা সেই ফেলে আসা স্মৃতিকে স্বরণীয় করে রাখতেই আমার এই প্রচেষ্টা। জানি যদিও সময়কে বেধে রাখতে পারবো না, যদিও আমার জীবনে সেই সময়টা আর কখনো ফিরে আসবেনা কিন্তু প্রযুত্তির কল্যাণে এই ছবিগুলো তো আবেগের চাদরে জড়িয়ে রাখতেই পারি। সেই লক্ষ্যেই আজ এই আলবামের সুচনা করা,,, পরিশেষে একটাই কথা, ভাল থাকুক আমার জীবনে সঙ্গী হয়ে চলা মানুষগুলো, এপারে কি বা ওপারে ভাল থাকুক সকল সৃষ্টিশীল মানুষ। যারা পৃথিবীর কল্যাণে সৃজনকার্যে লিপ্ত,,,, ধন্যবাদ সবাইকে..........