ভারতে থেকেও এত ডিটেলে জানা ছিল না। সুমনদাকে অনেক ধন্যবাদ। One man's trash, is another man's treasure. এই প্রবাদটা মনে পরে গেলো। কাটোয়া পার্শবর্তী অঞ্চলে বা মায়াপুর ইসকন এ ভ্রমণের আমন্ত্রণ রইলো। ভালো থাকবেন।
অদ্ভুত খাদ্যাভাস নাগাদের। স্হান, সমাজ ও সংস্কৃতি অনুযায়ী মানুষের খাদ্যাভাস গড়ে ওঠে বলে আমি মনে করি। বাজারের দেখানো খাদ্য সামগ্রী গুলো দেখে হয়তো আমাদের অস্বস্তি লাগতে পারে, কিন্তু নাগাদের কাছে উপাদেয় বস্তু।
এক কথায় অতুলনীয়! নাগাল্যান্ডের খাদ্যাভাসের এই ভিন্নতা সুন্দর ভাবে ভিডিও ধারন করে উপস্থাপনের জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা, সর্বোপরি আন্তরিক অভিনন্দন। অপেক্ষায় রইলাম আরও কোন সুন্দর ভিডিও র জন্য। সব সময় আপনি 'এ মন বলি সকলই' দিয়ে, সকলের মন জয় করে আশীর্বাদময়, সুখময় ও সুস্বাস্থ্যময় থাকুন। শুভরাত্রি। -ললিত Uncle, কোলকাতা ।
বাবা সুমন। চেষ্টা করি তোমার সব উপস্থাপনা গুলি দেখার। এমন সব জায়গাতে তুমি আমাদের নিয়ে যাও, যেখানে বয়স হয়ে যাওয়ার জন্য আর যেতে পারব না। আমি ও আমার স্বামীর খুব পছন্দের তোমার অনুষ্ঠান গুলি। এই episode এ এক জায়গাতে তুমি কিছু বড় পাতাওয়ালা শাক দেখিয়েছো। এগুলি দেশে সচরাচর দেখা যায়না। এর নাম chard ।
নাগাদের খাদ্যাঅভ্যাস দেখে আজকের মতো খাবারের রুচিটাই চলে গেছে। যাক সুমন ভাই আপনার এই ভিডিওগুলো কতটা ভালো লাগে তা বুঝাতে পারবোনা। দোয়া করি আপনি এগিয়ে যান।আর আপনার কথাগুলো আমার খুব খুব খুব ভালো লাগে। মনেহয় ইউটিউবার মানেই সালাহউদ্দিন সুমন।
পূর্ব এশিয়ার সকল দেশসহ চীন,জাপান,কোরিয়া,ভারতের সেভেন সিস্টার্স রাজ্য গুলি এবং আমাদের পাহাড়ি উপজাতিদের খাদ্যাভ্যাস পুরোপুরি এক না হলেও অনেকটা কাছাকাছি।আর তাই তাদের খাদ্যতালিকা তাদের কাছে স্বাভাবিক হলেও আমাদের কাছে এক বিস্ময়কর জিনিস।
আপনার ভিডিও মানেই নতুন কিছু দেখা, নতুন কিছু জানা, নতুন কিছু শেখা । তাই আপনার ভিডিও দেখার লোভ সংবরণ করা সত্যি দুরূহ ব্যাপার । মানানসই আবহ সংগীত (Instrumental Music) -এর সমান্তরালে স্থানের বর্ণনা ও মনোমুগ্ধকর দৃশ্যের চমৎকার সংমিশ্রণ অন্তরে একরাশ প্রশান্তি নিয়ে আসে । অনুভূতির অপূর্ব প্রকাশভঙ্গীর কারণে আমরা দূরে বসেও যেন সেই অনুভূতির স্বাদ আস্বাদন করতে পারি । অনিন্দ্যসুন্দর প্রকৃতি, গ্রাম্য সহজ সরল মানুষের চিত্রায়ণের সাথে সাথে আপনার মনোমুগ্ধকর বাচনভঙ্গী, যথার্থ শব্দচয়ন, সুগভীর জীবনবোধ ও প্রকৃতিচেতনা আপনার ভিডিওগুলোকে করেছে অনবদ্য । আর এটাই আপনার অনন্যতা ।
আপনাকে বিশেষ ধন্যবাদ, কোহিমা নাগাল্যান্ডের রাজধানী আমার জন্মস্থান দেখানোর জন্য আপনাকে আর একবার ধন্যবাদ জানাই। আমার যাতে আমি নেপালি এখন আমি পশ্চিমবাংলা, জলপাইগুড়িতে থাকে।।।
নাগাদের খাবারের দিকে আমি যেতে চাই না। ওরা এমন উদ্ভট ধরনের খাবার খায় যা আমাদের মতো সাধারন মানুষ চিন্তা করলে গা গুলিয়ে উঠবে। তাই ও সব থাক। নাগারা মানুষ হিসেবে খুবই সরল। আর আপনাকে ধন্যবাদ যে আপনি দুই মহিলার প্রান খোলা হাসিকে অতি সাবলীল ভাবে ক্যামেরা বন্দি করে রেখেছেন। ভালো লাগলো তবে হঠাৎ করে ভিডিও টা শেষ হওয়াতে কিছুটা খাপছাড়া লেগেছে। ভালো থাকবেন এরকম বিচিত্র ধরনের ভিডিওর অপেক্ষায় রইলাম।
Bhai sobai aisob khai na..Ami nija Nagaland a proti year 2-3 bar jai..amr uncle r bari seikhana..apni na jeno kichu bolban na..aga seikhana giya oi jaigar poeisthiti bojhar chesta korban tarpor bolan
আপনার প্রতিটা ভিডিও অসম্ভব ভালো লাগে দেখতে, যতো বড়োই হোক ভিডিও মন চায় আরো দেখি, যা কখনও সামনে থেকে দেখতে পারবোনা, যেখানে কখনও যেতে পারবোনা, সেটাই আপনার ভওডিও দেখে একটু দেখে নেই, ভাবি পৃথিবীতে কতো রকমের মানুষ আছে দেখতে আলাদা,ব্যাবহার আলাদা,জিবনজাপন আলাদা, 🥰🥰🥰
এটা জন্য মোটেও প্রস্তুত ছিলাম না 🥰 গতকাল রাতে ভিডিও দেখতে দেখতে আবার আজকে সত্যি অসাধারণ 💙💙💙 আজকে নাগাদের জীবন বৈচিত্র্য দেখে খুব ভালো লাগলো তারা খুব হাসিখুশি মানুষ মনে হয় তারা সবসময়ই হাসিখুশি থাকতে এবং রাখতে পছন্দ করে। #Salauddin_Sumon এর জন্য কতো কিছু জানতে এবং দেখতে পারলাম। 💚💚💚🍂🍂💙❣️
The street venders of Kohima are very poor but they can lough from the bottom of their hearts. So they are very rich with their mind. It is a marvelous side of their life style.
পুরনো দেখা নতুন করে দেখে কি যে ভালো লাগছে, নিজের ভাবাবেগ প্রকাশ করতে কোথায় যেন হারিয়ে যাচ্ছি , , , Dimapur এ ইন্ডান bottling plant এ প্রায় দুই মাস ছিলাম।
সুমন ভাই আপনার ভিডিও গুলো আমাকে আপ্লূত করে, বাংলার অনেক ইতিহাস আপনার মাধ্যমে উঠে এসেছে,আশা রাখি ভবিষ্যতে ও তুল আনবেন,তবে ইতিহাস থেকে এক বাঙালি মহাকাশ বিজ্ঞানীর অস্তিত্ব হারিয়ে গেছে, D.M. ABDUR RAHMAN KHAN ( PHD) Space Scientist.. 1955-2005.... আমি ও আপনার পথে হাটতে চাই,বাংলার হারানো ঐতিহ্য আর ইতিহাস তুলে ধরতে চাই😍
পরম করুনাময় ঈশ্বরের দুনিয়া কত বৈচিত্র্যময়। যাহার যেমন পছন্দ, তাহার তেমন খাদ্যাভাস। আমি গর্বিত আমি একজন ভারতীয় সনাতন হিন্দু ধর্মাবলম্বী। ভারতীয় নাগা অধিবাসীদের অনাবিল আনন্দ, নিস্পাপ হাঁসি দেখে মন প্রাণ জুড়িয়ে গেলো। ❤❤️❤️
Watching from usa,yep Naga food habits are different from the norm,lived in kohima for many many years,did my schooling in little flower school until 10th grade ,have Naga friends ,brings back so many memories, thank you
Must be missing eating Dogs ,Frogs. Cats, Bugs ,not legal in the US ,I can't believe savages from Nagaland were allowed in the US or any other civilized country .
Allaha, the supreme no way to realise has not sent you as Muslim. You just follow some belief and system administered by one or some people. Be free from all. 😂❤❤
India is a largest country and they have different types of foods, cultures, dresses , languages and more over but I am shocked while others Indians comment that they are unknown about India's cultures. It means that they don't know about the geography and history about my proud India....
@@jimmytwotimes2758 you barely saw the diversity of the place sir, the place is much civilised and developed then you may think, it is only the tradition and diverse food culture of nagaland shown here which is to showcase the tradition. You may love the place more if you research.
@@RealToTheWorld I know all about that region ,they are still in dark ages like fucking animals. Seeing dog meet selling like that in 2023 grossed me out as there are other options .Dogs are supposed to be companions , those people are savages, still live in their own savage world I am so glad Bangladesh did not get them as they were supposed to . Its a shame in todays world people like this exist ,even India doesn't give a shit about them . I am sorry but some traditions needs to be in the past just like fucking Nordics killing whales for their fucking traditions
পশ্চিমবঙ্গে দেশী কুকুর খামারে বয়লার মুরগির মত লালন পালন করলে নাগাল্যান্ড,কোরিয়া প্রভৃতি জায়গায় পাঠানো যায়।এতে আইগত বাধা না থাকলে বেকার যুবকরা এই কাজ করতে পারে।
ভারতে থেকেও এত ডিটেলে জানা ছিল না। সুমনদাকে অনেক ধন্যবাদ।
One man's trash, is another man's treasure. এই প্রবাদটা মনে পরে গেলো।
কাটোয়া পার্শবর্তী অঞ্চলে বা মায়াপুর ইসকন এ ভ্রমণের আমন্ত্রণ রইলো।
ভালো থাকবেন।
অদ্ভুত খাদ্যাভাস নাগাদের। স্হান, সমাজ ও সংস্কৃতি অনুযায়ী মানুষের খাদ্যাভাস গড়ে ওঠে বলে আমি মনে করি। বাজারের দেখানো খাদ্য সামগ্রী গুলো দেখে হয়তো আমাদের অস্বস্তি লাগতে পারে, কিন্তু নাগাদের কাছে উপাদেয় বস্তু।
Apni bujhdar bekti❤❤
সারা বিশ্বকেই আপনি এভাবে তুলে ধরবেন। শুভ কামনা বগুড়ার কৃতি সন্তান ❤️
আপনিও সফলকাম হোন, দাদা! দোয়া আছে সর্বদা।❤️❤️🙏
ভাই বগুড়া না বলে এটা বলেন বাংলাদেশের কৃতি সন্তান,কেননা দেশ একটাই এতো জায়গার পার্থক্য করে কি হবে
@@sojibislam5219?
@@fankar-e-azammohammedrafi.9180Q
বগুড়া??
আমার প্রিয় একজন মানুষ আপনি আপনার উপস্থাপনা অসাধারণ
এগিয়ে যান ঈশ্বর মঙ্গল করুক শুভ কামনা সব সময় ❤❤❤
কলকাতা থেকে।
আন্টির হাসি দেখে আমার হাসি থামাতে পারলাম না। সত্যিই তিনি খুব আন্তরিক। 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😇😇
দাদা এই vdo er অপেক্ষায় ছিলাম to... আপনাকে osongkho dhoonnobad...
I am your Big Fan Sumon Bhai. 💞
আপনি এভাবে সারা দুনিয়াকে বাঙালির কাছে তুলে ধরুন। ❤️
আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, মুসলিম হিসেবে দুনিয়ায় পাঠানোর জন্য, আমিন
চচআআ
Muslim manei shuor
Amin
আলহামদুলিল্লাহ
@@rofikmia3703 Hazrat mohammad er pode ghorar bara
এক কথায় অতুলনীয়! নাগাল্যান্ডের খাদ্যাভাসের এই ভিন্নতা সুন্দর ভাবে ভিডিও ধারন করে উপস্থাপনের জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা, সর্বোপরি আন্তরিক অভিনন্দন। অপেক্ষায় রইলাম আরও কোন সুন্দর ভিডিও র জন্য। সব সময় আপনি 'এ মন বলি সকলই' দিয়ে, সকলের মন জয় করে আশীর্বাদময়, সুখময় ও সুস্বাস্থ্যময় থাকুন।
শুভরাত্রি।
-ললিত Uncle, কোলকাতা ।
বাবা সুমন। চেষ্টা করি তোমার সব উপস্থাপনা গুলি দেখার। এমন সব জায়গাতে তুমি আমাদের নিয়ে যাও, যেখানে বয়স হয়ে যাওয়ার জন্য আর যেতে পারব না। আমি ও আমার স্বামীর খুব পছন্দের তোমার অনুষ্ঠান গুলি।
এই episode এ এক জায়গাতে তুমি কিছু বড় পাতাওয়ালা শাক দেখিয়েছো।
এগুলি দেশে সচরাচর দেখা যায়না। এর নাম chard ।
অনেক ধন্যবাদ। আপনারা দেখেন বলেই আমি উৎসাহ পাই। আমার জন্য আশীর্বাদ করবেন।
@@SalahuddinSumon ❤❤❤
নাগাদের খাদ্যাঅভ্যাস দেখে আজকের মতো খাবারের রুচিটাই চলে গেছে। যাক সুমন ভাই আপনার এই ভিডিওগুলো কতটা ভালো লাগে তা বুঝাতে পারবোনা। দোয়া করি আপনি এগিয়ে যান।আর আপনার কথাগুলো আমার খুব খুব খুব ভালো লাগে। মনেহয় ইউটিউবার মানেই সালাহউদ্দিন সুমন।
অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
পূর্ব এশিয়ার সকল দেশসহ চীন,জাপান,কোরিয়া,ভারতের সেভেন সিস্টার্স রাজ্য গুলি এবং আমাদের পাহাড়ি উপজাতিদের খাদ্যাভ্যাস পুরোপুরি এক না হলেও অনেকটা কাছাকাছি।আর তাই তাদের খাদ্যতালিকা তাদের কাছে স্বাভাবিক হলেও আমাদের কাছে এক বিস্ময়কর জিনিস।
Na na amra assamer manus.ai sob ki na😂
সুমন সাহেবের চ্যানেল আর কথা বলার ভাষার উচ্চারণ আমার খুব প্রিয়। ভালো থাকবেন ভাই। দোয়া রইল।
আপনার ভিডিও বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা এটা মানতেই হবে❤️❤️❤️
ভালোবাসা ভাইয়া❤️❤️❤️❤️
তারা ইংলিশ বলে অনেক খুশি। সালাউদ্দিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অ্যান্টি আমার হৃদয় ছুঁয়ে নিয়েছে 😇 ওনার হাসি টা মারাত্মক 🥰🥰🥰
😍😍😍
জানার শেষ নেই, এতোদিন শোনা ছিলো এখন দেখছি পৃথিবীতে আসলেই অখাদ্য বলে কিছু নেই.
এ ভাইয়ের ভিডিও ইত্যাদির মতো আমি খুব বেশি পচ্ছন্দ করি। খুব ভালো মানের ভিডিও এগুলো
আপনি আছেন বলেই আমরা নতুন বিষয় জানতে পারি ভিন্ন রকম অনুভূতি পাই। ভালোবাসা অবিরাম..........
Balo
আপনার ভিডিও মানেই নতুন কিছু দেখা, নতুন কিছু জানা, নতুন কিছু শেখা । তাই আপনার ভিডিও দেখার লোভ সংবরণ করা সত্যি দুরূহ ব্যাপার । মানানসই আবহ সংগীত (Instrumental Music) -এর সমান্তরালে স্থানের বর্ণনা ও মনোমুগ্ধকর দৃশ্যের চমৎকার সংমিশ্রণ অন্তরে একরাশ প্রশান্তি নিয়ে আসে । অনুভূতির অপূর্ব প্রকাশভঙ্গীর কারণে আমরা দূরে বসেও যেন সেই অনুভূতির স্বাদ আস্বাদন করতে পারি । অনিন্দ্যসুন্দর প্রকৃতি, গ্রাম্য সহজ সরল মানুষের চিত্রায়ণের সাথে সাথে আপনার মনোমুগ্ধকর বাচনভঙ্গী, যথার্থ শব্দচয়ন, সুগভীর জীবনবোধ ও প্রকৃতিচেতনা আপনার ভিডিওগুলোকে করেছে অনবদ্য । আর এটাই আপনার অনন্যতা ।
আপনার মূল্যায়ন আমার কাছে অমূল্য অলংকার। জানি না, এই অলংকারের যোগ্য কিনা আমি। তবে আপনাদের এই ভালোবাসাই আমার চলার পথের শক্তির উৎস।
এই প্রথম দেখলাম ধন্যবাদ ভাই ।
ওই দুইটা মহিলা সুমন ভাইয়ের সাথে মজা নিচ্ছে দেখে আমি হাসতে হাসতে বেহুস, আজকের এপিসোড টা অনেক মজার ছিল ধন্যবাদ সুমন ভাই love From Dhaka❤️❤️
Khub bhalo laglo vidio ta ,ami Nagaland er Phek a ,21 bochho theke chhilam .Akhon Kolkatay bose dekhchhi r enjoy korchhi.
সুমন ভাই আপনার প্রতিটি প্রতিবেদন আমি দেখি। খুব ভাল লাগে। ধন্যবাদ।
যে কোনো জাতি যেমনই হোক, যাই খেয়ে থাকুক, যে কোনো ধর্ম ও সংস্কৃতি অনুসরণ করুক না কেনো সবাইকে সন্মান করা জরুরী।
সুমন ভাই বিট পাতার মত যেগুলো দেখলেন ওগুলো জার্মানিতে ও পাওয়া যায়। টক স্বাদের হয়।
Thank you so much vaiya. Amader majhe atto ojana jinis gula tole dhorar jonno..❤️
আপনার চ্যানেল এর মাধ্যমে সারা বিশ্বকে দেখতে চাই ভাই❤️❤️❤️❤️আপনার ভিডিও গুলার জন্যে আপনাকে অনেক পছন্দ করি ভালবাসি ভাই ❤️❤️
ধন্যবাদ ভাইয়া খুব ভালো লাগলো আমার কাছে এমন অজানা তথ্য গুলো জানতে পেরে
সুমন ভাই আজকের ভিডিও টি বেশ মজাদার হয়েছে।
খুব ভালো লাগলো ভাই আরো এরকম লং ভ্লগ চাই
সুমন ভাইের ভিডিওগুলো অসাধারণ। খুব ভালো লাগে। ধন্যবাদ সুমন ভাই।
অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই ❤
Background music খুবই ভাল,চালিয়ে জান!
আপনাকে বিশেষ ধন্যবাদ, কোহিমা নাগাল্যান্ডের রাজধানী আমার জন্মস্থান দেখানোর জন্য আপনাকে আর একবার ধন্যবাদ জানাই। আমার যাতে আমি নেপালি এখন আমি পশ্চিমবাংলা, জলপাইগুড়িতে থাকে।।।
❤️❤️❤️❤️
সুমন ভাই আপনাকে সালাম আপনি এগিয়ে যান, তবে নাগাদের এই খাদ্যাভ্যাসকে আমি ঘৃণা করি 1
Besh valo laglo.Bolar dharono khub sundor.
আস সালা মালাইকুম, ভাই অনেক।দিন পর আপনার নাগাদের ভিডিও দেখলাম।অনেক ভালো।লাগলো,
Sala tur hundirtte bans dhukaium
নাগাদের খাবারের দিকে আমি যেতে চাই না। ওরা এমন উদ্ভট ধরনের খাবার খায় যা আমাদের মতো সাধারন মানুষ চিন্তা করলে গা গুলিয়ে উঠবে। তাই ও সব থাক। নাগারা মানুষ হিসেবে খুবই সরল। আর আপনাকে ধন্যবাদ যে আপনি দুই মহিলার প্রান খোলা হাসিকে অতি সাবলীল ভাবে ক্যামেরা বন্দি করে রেখেছেন। ভালো লাগলো তবে হঠাৎ করে ভিডিও টা শেষ হওয়াতে কিছুটা খাপছাড়া লেগেছে। ভালো থাকবেন এরকম বিচিত্র ধরনের ভিডিওর অপেক্ষায় রইলাম।
অনেক ধন্যবাদ, স্বপন দা❤️
Bhai sobai aisob khai na..Ami nija Nagaland a proti year 2-3 bar jai..amr uncle r bari seikhana..apni na jeno kichu bolban na..aga seikhana giya oi jaigar poeisthiti bojhar chesta korban tarpor bolan
@@kishandas1234 শুধু এটুকুই বলছি আমি 1986 থেকে 1989 পর্যন্ত নাগাল্যান্ডের কোহিমায় ছিলাম।
ভাইয়া তোমার ভিডিও এর Notification পেলে আর ঠিক থাকতে পারি না আমি ❤️❤️
আপনার প্রতিটা ভিডিও অসম্ভব ভালো লাগে দেখতে, যতো বড়োই হোক ভিডিও মন চায় আরো দেখি, যা কখনও সামনে থেকে দেখতে পারবোনা, যেখানে কখনও যেতে পারবোনা, সেটাই আপনার ভওডিও দেখে একটু দেখে নেই, ভাবি পৃথিবীতে কতো রকমের মানুষ আছে দেখতে আলাদা,ব্যাবহার আলাদা,জিবনজাপন আলাদা, 🥰🥰🥰
এটা জন্য মোটেও প্রস্তুত ছিলাম না 🥰 গতকাল রাতে ভিডিও দেখতে দেখতে আবার আজকে সত্যি অসাধারণ 💙💙💙 আজকে নাগাদের জীবন বৈচিত্র্য দেখে খুব ভালো লাগলো তারা খুব হাসিখুশি মানুষ মনে হয় তারা সবসময়ই হাসিখুশি থাকতে এবং রাখতে পছন্দ করে। #Salauddin_Sumon এর জন্য কতো কিছু জানতে এবং দেখতে পারলাম। 💚💚💚🍂🍂💙❣️
The street venders of Kohima are very poor but they can lough from the bottom of their hearts. So they are very rich with their mind. It is a marvelous side of their life style.
সবে মাত্র খেতে বসেছিলাম ভিডিওটি সামনে আসায় প্লে করলাম ,
কিন্তু ভিডিওটির কিছু অংশ দেখা মাত্রই আমার খাওয়ার ইচ্ছা চলে গেছে
Proud be an Indian as it's diversity ❤
Apnar kotha bola khub sundar.bhalo thakun happy durgapujo.
Apnar kotha gula onk valo lage....ar prokiti sobari valo lage...
Hasi dekhlei bujha jay onek valo moner manush and mishuk😍
পুরনো দেখা নতুন করে দেখে কি যে ভালো লাগছে, নিজের ভাবাবেগ প্রকাশ করতে কোথায় যেন হারিয়ে যাচ্ছি , , , Dimapur এ ইন্ডান bottling plant এ প্রায় দুই মাস ছিলাম।
সুমন ভাই আপনার ভিডিও গুলো আমাকে আপ্লূত করে, বাংলার অনেক ইতিহাস আপনার মাধ্যমে উঠে এসেছে,আশা রাখি ভবিষ্যতে ও তুল আনবেন,তবে ইতিহাস থেকে এক বাঙালি মহাকাশ বিজ্ঞানীর অস্তিত্ব হারিয়ে গেছে, D.M. ABDUR RAHMAN KHAN ( PHD) Space Scientist.. 1955-2005....
আমি ও আপনার পথে হাটতে চাই,বাংলার হারানো ঐতিহ্য আর ইতিহাস তুলে ধরতে চাই😍
ধন্যবাদ অনেক কিছু জানা গেল নাগাদের খাবারের ব্যাপারে
ইউটুবে যদি সুমন ভাই কে না পেতাম ইতিহাস সম্পর্কে কিছুই জানতে পারতামনা !
ধন্যবাদ এতো সুন্দর ভিডিও করার জন্য
আপনার প্রতি শুভকামনা রইল ইনশাল্লাহ একদিন অনেক দূর যাবেন আপনি
পরম করুনাময় ঈশ্বরের দুনিয়া কত বৈচিত্র্যময়। যাহার যেমন পছন্দ, তাহার তেমন খাদ্যাভাস। আমি গর্বিত আমি একজন ভারতীয় সনাতন হিন্দু ধর্মাবলম্বী। ভারতীয় নাগা অধিবাসীদের অনাবিল আনন্দ, নিস্পাপ হাঁসি দেখে মন প্রাণ জুড়িয়ে গেলো। ❤❤️❤️
Watching from usa,yep Naga food habits are different from the norm,lived in kohima for many many years,did my schooling in little flower school until 10th grade ,have Naga friends ,brings back so many memories, thank you
I thanks naga fruit your favorite
😁😁😁😁
Must be missing eating Dogs ,Frogs. Cats, Bugs ,not legal in the US ,I can't believe savages from Nagaland were allowed in the US or any other civilized country .
Pi
আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম।
ধোন কাটতে কে বলেছে যে বলেছে সে সুয়ার ওটা ধর্ম নয় নবীজি কখনো বলতে পারে না
@TAPAS KUMAR BHOWMIK chup malaun bacca
Give 3 reason why you proud to be a Muslim
বাংলাদেশী মুর্খ , ইন্দোনেশিয়া মুসলিম রা কি খায় জেনে আয়। আর শ্রেষ্ঠ হওয়ার মতো 3 কারণ বল আবাল
এই ভিডিওটা আপনার সেরা ভিডিওর তালিকায় থাকবে।
আপনার ভিডিওগুলো আমি বরাবরের মতোই দেখি। খুব ভালো লাগে অনেক কিছু জানতে পারি। নানা রকমের ইতিহাস ও বৈচিত্র্য পৃথিবীর 😍
❤
মাশাআল্লাহ ভাই শুভেচ্ছা আপনাকে বিউটিফুল লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবসময়
সত্যিই অজানা কিছু জানতে পারলাম নাগাদের খাওয়া খাদ্য বিচিত্র ধরনের খাদ্য যা চায়নাদের সাথে পুরোপুরি মিল আছে
বাজারের টমেটো গুলো খুব সুন্দর লেগেছে।
Onek dn dore sesta korsi apnar Nagaland er video gulo dekbo karon amar ei jaiga nie onek janar agroh. deki koita dekte pari
আপনার নাগাল্যান্ডের প্রতিটি পর্ব দেখেছি এবং মুগ্ধ হয়েছি। আপনার পরবর্তী ডেসটিনেশন যদি কাশ্মীর হয় তাহলে ভাল লাগবে
সুমন ভাই বেশী করে ভিডিও আপলোড করবেন ❤️
Wooow...good information
Good voice so far
বিভিন্ন জনপদের জীবনযাত্রা নিয়ে ভিডিও বেশ উপভোগ্য
আলহামদুলিল্লাহ্ আল্লরকাছে লাখো কোটি শুকরিয়া আমাকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন
Give 3 reason why you proud to be a Muslim
Allaha, the supreme no way to realise has not sent you as Muslim. You just follow some belief and system administered by one or some people. Be free from all. 😂❤❤
Suman da apnat hasi behavior amar khub valo lage.
India is a largest country and they have different types of foods, cultures, dresses , languages and more over but I am shocked while others Indians comment that they are unknown about India's cultures. It means that they don't know about the geography and history about my proud India....
Absolutely correct
Absolutely, it’s right for extremist.
Savages that are thousands of years behind civilization
@@jimmytwotimes2758 you barely saw the diversity of the place sir, the place is much civilised and developed then you may think, it is only the tradition and diverse food culture of nagaland shown here which is to showcase the tradition. You may love the place more if you research.
@@RealToTheWorld I know all about that region ,they are still in dark ages like fucking animals.
Seeing dog meet selling like that in 2023 grossed me out as there are other options .Dogs are supposed to be companions ,
those people are savages, still live in their own savage world
I am so glad Bangladesh did not get them as they were supposed to .
Its a shame in todays world people like this exist ,even India doesn't give a shit about them .
I am sorry but some traditions needs to be in the past just like fucking Nordics killing whales for their fucking traditions
Alhamdullilah,,,,,,,,Allahor kache lakh lakh shukria ami akjon muslim ❤❤❤
পৃথিবীর বিচিত্র জাতির বিচিত্র খাবার।অনেক কিছু জানতে পারলাম সুমন ভাইর মাধ্যমে।
আরো ভালো কিছুর অপেক্ষায় রইলাম ভাই
অসাধারণ ভিডিও
কন্ঠ শুনেই বুজতে পারি এটা আমার প্রিয় সালাউদ্দিন সুমন ভাই ।
দাদা আপনার ভিডিও দেখে অবাক হলাম,ধন্যবাদ আপনাকে ভিডিও টি দেওয়ার জন্য।
Sumon vai banglar Ethihas niye 1ta video banan please 🙏
Amder bangla koto boro chilo Bharat er koita somrajjo niye❤
চাচির হাসিটা সেই 😆😂😂😂😆
Alhamdulillah For Being A Muslim 🕌☪️❤
Alhamdulillah allah amake ek jon Muslim hisave ei World de patiacen
Give 3 reason why you proud to be a Muslim
প্রতিদিন রাতে সুমন ভাইয়ের ভিডিও না দেখলে মনে হয় কি যেন করা হয়নি। ভালোবাসা নিয়েন ভাই❤
অনেক ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা। অফুরন্ত ভালোবাসা💕❤️💕
Darun Ekta Vlog . Onek Onek Thanks
এখানে এককালে হেড-হান্টার ছিল। ভোগে লেগে যেতে পারেন। খুব শাবধান সুমনভাই
Really most Knowledgeable video of Nagaland. Thank you !
Ji thik bolsen, onk sundor.
একটা সুন্দর ভিডিও। কোহিমা শহরের স্ট্রিট ভিউ দেখাবেন।
Apner vidio dakla pran juriya jai
Sumon.vae.hajaro.salam..vae.ame.potom.sunlam.apnar.bare.bogura.tae..notun.kori.abar.silut.karon.apne.amr.nitar.deshir.luk..
Our northeast our pride. Most proud to be a part of it
Thank you so much brother. From Guwahati Assam.
Shunechi Nagara jadu biddyai khub parodorshi..From Bangladesh
Sottii oi khabar gulo dekhe amar khide chole gelo 🙂
Apnar Video Dekhle Amr Mon Valo hoye jay
Excellent your video ❤
এতদিন মানুষের মুখে শুনে আসলাম নাগাল্যান্ডের মানুষ কুকুরের মাংস খায়
আজ আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম নাগাল্যান্ড মানুষ কুকুর সত্যিই খায়।
Ami nijer chokhe dekhechhi.
পশ্চিমবঙ্গে দেশী কুকুর খামারে বয়লার মুরগির মত লালন পালন করলে নাগাল্যান্ড,কোরিয়া প্রভৃতি জায়গায় পাঠানো যায়।এতে আইগত বাধা না থাকলে বেকার যুবকরা এই কাজ করতে পারে।
ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে
এদের খাবারের সাথে চাইনিজ দের প্রায় সব কিছুই মিল পাওয়া যায়।
অজানা গুলি জানা/অদেখাগুলি দেখা ৷চালিয়ে যান ৷
খুব সুন্দর লাগলো।
আর রাতে পাহাড়ে লাইট জ্বলে । ওটা অবশ্যই দেখবেন। খুব সুন্দর দেখতে।
কতই না বিচিত্র মানুয়ের খাদ্য অভ্যাস !!!! মানুষ সবকিছুই খায় 😂 ভাই আপনার সঙ্গে বেড়ানোর মজা ই আলাদা 👌