সত্যি বলতে কি এরকম অনেক মানুষ আছে যারা দিনান্তে হয়তো একবার খাবার খেতে পান বড় কষ্ট হল আপনাকে ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রামটির সন্ধান আপনি দিলেন তাই অনেকে দেখতে পেল এবং জানতে পারল এদের দূরবস্থার কথা।
হাতে বানানো চড়কিটা কিন্তু দারুন লাগল। আদিবাসী মানুষদের খ্রিস্টান ধর্ম অবলম্বন করতে দেখেছি..... মুসলিম আদিবাসী এই প্রথম দেখলাম। কত গুণের, আর সরল মনের মানুষ এঁনারা ........
সত্যিই উনারা এতো ভালো মানুষ হওয়ার পরও কেন ঈশ্বর তাদের কষ্ট দেয় জানিনা। ঈশ্বরের কি নীলা মানুষের পক্ষে বুঝা ও জানা অসম্ভব। দিনে একবেলা খেয়ে থাকতে হয়। আরে ভাই যারা বলছে আপনাকে সাহায্য করার জন্য আপনি কজনকে সাহায্য করবেন? আপনার সাহায্যে হয়তো কদিন চলবে তারপর আবার সেই একই পরিস্থিতির মোকাবেলা করে বাঁচতে হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল তবে ভিডিওটি শেয়ার করবেন যাতে স্বেচ্ছাসেবী বা কোন সরকারি আধিকারিকের পর্যন্ত পৌঁছায় তাহলে এই গ্রামের এই মানুষগুলোর কিছুটা উপকার হবে
সুন্দর বনের সুন্দর একটা গ্রারাম তবে সুন্দর বনের কথা শুনলে ভয় লাগে আর সুন্দর বনের বাঘের কথা মনে পরে যায় খুব ভালো লাগল এই গ্রামে কি বাঘ আসে নাকি দাদা সত্যি এই গ্রামের মানুষ গুলোর মন এতো ভালো খুবি কষ্টকর এদের জীবন। 😢
মানুষ সবাই সমান দিদি মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই শুধু একটাই পার্থক্য সেটা হচ্ছে মানুষ আর অমানুষ যারা অমানুষ তারাই ধর্মের নামে মানুষের মধ্যে মানুষের দ্বন্দ্ব লাগায়
আলহামদুলিল্লাহ, আমি পূরো ভিডিওটা দেখেছি।মাশা আল্লাহ, অনে সুন্দর একটি গ্রাম,কিন্তু তাদের যে অনার জিবন সেটা দেখে কারাপ লেগেছে, হাই আল্লাহ সুবহানা তায়ালা আপনি তাদের কে হেফাজত করেন আমিন।
ধন্যবাদ দাদা অসাধারণ লেগেছে আমার কাছে আমার অত্যন্ত প্রিয় জায়গা আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আবারো ধন্যবাদ আপনাকে আমি দুবাই থেকে দেখছি আপনাকে
এখানে বেড়াতে যদি যান তাহলে আপনার যেতে হবে আমি আগে একটা ভিডিও ছেড়েছি ঠিক এই জায়গায় পৌঁছানোর সম্পূর্ণ বিবরণ তাতে দেওয়া আছে। সেই ভিডিওটা টাইটেল হচ্ছে পশ্চিমবঙ্গের লাক্ষা দ্বীপ। বা বাংলার নীল সৈকত এই টাইটেল এ আছে দেখবেন প্রথমটুকু প্রথম তিন চার মিনিটের মধ্যে আমি এই জায়গার বিবরণ দিয়েছি।
এই গ্রামটি সুন্দরবনের কোন অঞ্চলে ? এখানে যাওয়ার পথ যদি বলেন দাদাভাই তাহলে হয়তো আমাদের দেববাটি মিশন থেকে গিয়ে কিছু সহযোগিতা করার সুযোগ পাবো। অঞ্চলটির নাম জানাবেন। আমি কল্যাণী থাকি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏 শিয়ালদহ নামখানা লোকাল ধরে কাকদ্বীপ নামবেন । সেখান থেকে বাসে করে পাথর প্রতিমা বাজার পাথর প্রতিমা বাজার থেকে পাথর প্রতিমা বাসস্ট্যান্ড থেকে ইঞ্জিনভ্যানে করে রাক্ষস খালি যাবার ঘাট যার আরেক নাম সুন্দরবনের এফ প্লট । তারপর সেই এফ প্লটে বা বড় রাক্ষস খালীতে পৌঁছানোর পর টোটো ধরে ব্রজ বল্লভপুর বাজার তার পর আবার অন্য টোটো ধরে গোবিন্দপুর আবাদ তাট। তারপর সেখান থেকে রাস্তার নেই অনেকটা হাঁটা পথে বাঁধের রাস্তা ধরে কিলোমিটার 2-3 মতো হাঁটতে হবে । হাঁটতে হাঁটতে আপনি দেখতে পারবেন বাংলার নীল সৈকত সি বিচ । ঠিক তার পাশেই আর ৫০০ মিটার মতো হাঁটতে হাঁটতে বাঘ ধরে এগিয়ে গেলেই একটাই মাত্র ইটের রাস্তা আছে যেখানে কটা বাড়ি দেখতে পারবেন একদম ছোট্ট একটা গ্রাম তার নাম "দুইয়ের ঘেরি আদিবাসী পাড়া" ওই আদিবাসী পাড়াতে গেলেই আপনি এনাদের কে দেখা পেয়ে যাবেন।
এই বিষয়টা স্যার আপনাদের ওপরে ছাড়লাম ওর জন্যই তো এই ভিডিওটা তৈরি করা যাতে আপনাদের মত মানুষ প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করে সরকারি এবং কোন স্বেচ্ছাসেবী সংস্থার কাছে পৌঁছে দেয় এই ভিডিওটা, যাতে তারা সহযোগিতা পায়
ভিডিওটা দেখে সত্যিই অবাক হলাম। এই 2024 সালে এসেও আমাদের দেখতে হচ্ছে সুন্দরবন অঞ্চলে মানুষ কিভাবে অসহায় ভাবে জীবন কাটাচ্ছে, এরা পেট ভরে দুবেলা খেতেও পায় না। সরকারিভাবে বা অন্য কোন ভাবে এইসব অসহায়, দুরবস্থা সম্পন্ন মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।
দাদা পরবর্তীতে আমি সুন্দরবন আবার যাচ্ছি যেখানে একদম টাটকা পুরো কোর এরিয়া সুন্দরবনের মধু পাওয়া যাবে এমন ফোন নাম্বার এবং তারা যাতে মানে পার্শ্ববর্তী এলাকাতে অনলাইন ডেলিভারি দিতে পারে কুরিয়ার মাধ্যমে সেই ব্যবস্থা আমি করে দেব।
বেশীর ভাগই তো আরবের ধর্মের ভারতীয় পানি খাবার খায় ও ভারতীর ভাষায় কথা বলে। এরা সাঁওতালি নয়। সাঁওতালদের ঘরবাড়ীর সৌন্দর্যই আলাদা। সবচেয়ে প্রাচীন ও ভারতীয় জনজাতি। তাদের লম্বা দাড়ি, টুপি থাকে না।
স্যার এটা ২০২৪ এ দাঁড়িয়ে কি ধরনের আজব ঘটনা পেটের দায়ে সে সমস্ত মানুষকে মৃত্যুর মুখে যেতে হয় বাঘের জঙ্গলে মাছ ধরার জন্য আর এনাদের পরিবারের বেশিরভাগ স্বামীদের কিন্তু হয় টলার ডুবে মারা গেছে বা বাঘে খেয়েছে বা কুমিরে নিয়ে গেছে। তো এই পরিবারের সাহায্যে যদি না করতে পারেন তাহলে ভিডিওটি শেয়ার করুন যাতে কোন স্বেচ্ছাসেবী সমস্ত বা কোন সরকারি আধিকারিক এর কাছে পৌঁছায় তাহলে তারা দেখে হয়তো এনাদের উপকারে আসতে পারে
স্যার ওখানে যেতে গেলে আমার একটু আগের ভিডিও দেখতে হবে যেখানে সম্পূর্ণ বিবরণ দেওয়া রয়েছে আপনি সহজেই ওখানে পৌঁছে যেতে পারবেন এই ভিডিওটা টাইটেল হচ্ছে বাংলার লাক্ষাদ্বীপ বাংলার নীল সৈকত এই ভিডিওটা দেখেন স্যার ওখানে সম্পূর্ণ আপনি বিবরণ পেয়ে যাবেন।
I convey my thanks for exposing the condition of the village. Apart from donations , attention of B D O , and D M of the district may be drawn for constructive development.
ম্যাডাম আপনি খান আপনার শরীরচর্চার জন্য কিন্তু এনারা সারাদিন বাঁকের জঙ্গলে গিয়ে হাড়ভাঙ্গা খাটনি খেটে এক বেলাতে ইনাদের শরীরের বেহাল দশা হয় শারীরিক চাহিদা পরিপূর্ণ হয় না। তার জন্য এনাদের হাইট এবং ব্রেনের গ্রোথ অনেক কম , আর একটা কথা হচ্ছে এনারা যে খায় না, না এনারা খেতে পারার মতো পরিস্থিতি নেই আর্থিক শক্তি নেই ভারতের কথা বাদ দিলাম বাচ্চাদের অবস্থাটা ভাবুন বাচ্চারা কি এক বেলা খেয়ে থাকতে পারে।
Vidio ta bhalo laglo. Erakam blog aaro aaro toiri kore deser sarkar tatha rajya sarkarer chokhe angul diye dekhano uchit eyi rakma manysh der janya tader ki ki kaj kaara uchit. Ruling parties and oppositions should think about such trives section of our societies for their livlihoods and improve their standard of living like their standard.
মাশাল্লাহ বাংলাদেশি এটি খুবই সুন্দর একটি গ্রাম এরকম গেরাম দেখলে আমার সেখানে ঘুরতে যেতে ইচ্ছে করে এবং ইচ্ছে করে সেই সমস্ত বাড়ি ঘরে গিয়ে আমি থাকি
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
এটা ভারতের সুন্দর বনের ভিডিও। আমার ও ওখানে যেতে ইচ্ছে করে। কিন্তু ভিসা লাগবে
দাদা গরিব হলে ওদের মনটা অনেক বড় ভিডিওটা দেখে সত্যি চোখে জল চলে এসেছে আমার😢
যেখানে রাজনীতির কালোছায়া নেই, সেখানেই সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে থাকতে পারে।
১০০ % সত্যি কথা
👍
Yes it's true
সব জাতির লোক এক সঙ্গে বসবাস করা খুবই আনন্দের ব্যাপার। শামসুদ্দিন কাকুর কথা গুলো ভাল লাগল। অসংখ্য ধন্যবাদ দাদাকে।❤️🇧🇩🌺🌹💐💯💯
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏 sir
দেখে খুব কষ্ট লাগছে। কারো যদি সে রকম সামর্থ্য থাকে তাহলে এদের পাশে দাঁড়ানো উচিত।
আমি আবার যাবো সেখানে এই পরিবার কে সাহায্য করতে
মানুষ মিলে মিশে থাকতে চাই। নেতারা সাধারণ মানুষের ধর্ম নিয়ে রাজনীতি করে।😢
@@jasmineislam3787 সঠিক তাই
সত্যি বলতে কি এরকম অনেক মানুষ আছে যারা দিনান্তে হয়তো একবার খাবার খেতে পান বড় কষ্ট হল আপনাকে ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রামটির সন্ধান আপনি দিলেন তাই অনেকে দেখতে পেল এবং জানতে পারল এদের দূরবস্থার কথা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
হাতে বানানো চড়কিটা কিন্তু দারুন লাগল।
আদিবাসী মানুষদের খ্রিস্টান ধর্ম অবলম্বন করতে দেখেছি.....
মুসলিম আদিবাসী এই প্রথম দেখলাম।
কত গুণের, আর সরল মনের মানুষ এঁনারা ........
মানুষগুলো কতো সহজ সরল ! খুব ভাল লাগলো এই প্রতিবেদন। অন্তর ভাল হলে কষ্টকে জয় করা যায়।❤❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
কষ্টের মাঝেই কত সুখ খুব ভালো লাগল
তবে সবার কাছে শেয়ার করে দিন। আর আত্মীয় পরিজনদের বলুন শেয়ার করতে যাতে স্বেচ্ছাসেবী সংস্থা পর্যন্ত পৌঁছায় আর এনাদের জীবনের কিছু উন্নতি ঘটে
সত্যিই উনারা এতো ভালো মানুষ হওয়ার পরও কেন ঈশ্বর তাদের কষ্ট দেয় জানিনা। ঈশ্বরের কি নীলা মানুষের পক্ষে বুঝা ও জানা অসম্ভব। দিনে একবেলা খেয়ে থাকতে হয়। আরে ভাই যারা বলছে আপনাকে সাহায্য করার জন্য আপনি কজনকে সাহায্য করবেন? আপনার সাহায্যে হয়তো কদিন চলবে তারপর আবার সেই একই পরিস্থিতির মোকাবেলা করে বাঁচতে হবে।
স্যার আপনি একদম সঠিক কথা বলেছেন। তবুও সামনে থেকে চোখে এমন দেখলে খারাপ তো লাগেই না । তাদের জীবন পরিবর্তন করার হয়তো আমার বা আমাদের ক্ষমতা নেই।
মিন্টু ভাই তোমাৰ ভিডিঅটা দেখে চক্ষেৰ জল ধৰে ৰাখতে পাৰলামনা। আহাৰে,,,, 😢মানুষেৰ কত দুখ কষ্ট। 😢
আপনি ভিডিওটিকে শেয়ার করবেন স্যার যাতে কোন স্বেচ্ছাসেবী সংস্থা বা সরকারি আধিকারিক এর কাছে পৌঁছায় তাতে এই সমস্ত লোকেরদের কিছু উপকার হবে।
সাধারণ গ্রামের দৃশ্য গুলি প্রবাস থেকে দেখতেছি মালয়েশিয়ায় এদের মন গুলা অনেক ভালো কথাগুলো
আজ ও ভাই জান সভ্যতার নিদর্শন রয়েছে এই গাঁয়ে। জীবন নিয়ে খেলা করতে এই তো আসল মজার। শান্তি আছে কিছু থাক বা থাক। আপনাদের জন্য দোয়া রইল ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল তবে ভিডিওটি শেয়ার করবেন যাতে স্বেচ্ছাসেবী বা কোন সরকারি আধিকারিকের পর্যন্ত পৌঁছায় তাহলে এই গ্রামের এই মানুষগুলোর কিছুটা উপকার হবে
@@minturoyvlogBhai jekhane bjbr shashon nai oi khanei hindu muslim ak shathe thakte pare.
Very very nice video . Mousumi ghosh
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো ম্যাডাম 🥰💌🙏🙏🙏
তৃণমূল রাজনীতির মতো বিষাক্ত কীটগিরি না করে এভাবে তৃণমূল মানুষ গুলোর সেবা করা অনেক মহৎ কাজ । এমন কাজই প্রকৃত ভগবানের কাজ।
অনেক ধন্যবাদ আপনারা দুই জনকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
ভিডিওটি শেয়ার করবেন এবং আশীর্বাদ করবেন যাতে দুস্থ অসহায় পাশে থাকতে পারি
সুন্দর বনের সুন্দর একটা গ্রারাম তবে সুন্দর বনের কথা শুনলে ভয় লাগে আর সুন্দর বনের বাঘের কথা মনে পরে যায় খুব ভালো লাগল এই গ্রামে কি বাঘ আসে নাকি দাদা সত্যি এই গ্রামের মানুষ গুলোর মন এতো ভালো খুবি কষ্টকর এদের জীবন। 😢
আমিও আদিবাসী/সাঁওতাল মেয়ে হয়ে আমি গর্বিত. আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর
Hello
মানুষ সবাই সমান দিদি মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই শুধু একটাই পার্থক্য সেটা হচ্ছে মানুষ আর অমানুষ যারা অমানুষ তারাই ধর্মের নামে মানুষের মধ্যে মানুষের দ্বন্দ্ব লাগায়
@@mdsultan7551thik koiso
আপনার সাথে বন্ধুত্ব করতে চাই
অনেক ভালো লাগছে
Bhai darun lagche tomar erokom video dekhe
স্যার ভিডিওটিকে শেয়ার করবেন যাতে কোন স্বেচ্ছাসেবী সংস্থা বা সরকারি আধিকারিক এর কাছে পৌঁছায় তাহলে এই গ্রামের এই মানুষদের কিছুটা সাহায্য বা উপকার হয়
Alhamdulillah 🌹💐🌹🙏 খুবই সুন্দর 😮
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
👌👌👌👌👌Your channel is my favourite. I always watch your uploads. Best wishes to you from our side. Thank you.❤❤❤❤❤
স্যার আপনাকে অসংখ্য অসংখ্য শ্রদ্ধা ভরা প্রণাম ও শুভেচ্ছা রইল । সুস্থ থাকবেন ভালো থাকবেন
Khub sundor akta gram r manus gulo koto boro moner . Allah sobar ruji o hayate borkot din .
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
Khub sundor video dada.. Onk dhukkho pelam enader jibon dekhe..
আপনাকে অনেক শুভেচ্ছা রইল ।
তবে সত্যি ইনাদের জীবন খুবই কঠিন আমি আবার যাব এখানে গিয়ে এই পরিবারের জন্য কিছু সাহায্য করে আসবো আবার
তোমার ভিডিও খূব ভালো লাগল ।ওখানে মানুষের পরিস্থিতি দেখে খুব খারাপ লাগছে। কতো কষ্টে দিন কাটাচ্ছেন ওনারা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
ভিডিও দেখে খুব ভালো লাগলো,,
আমি বাংলাদেশ থেকে❤
আলহামদুলিল্লাহ, আমি পূরো ভিডিওটা দেখেছি।মাশা আল্লাহ, অনে সুন্দর একটি গ্রাম,কিন্তু তাদের যে অনার জিবন সেটা দেখে কারাপ লেগেছে, হাই আল্লাহ সুবহানা তায়ালা আপনি তাদের কে হেফাজত করেন আমিন।
খুবই সুন্দর জায়গা। দেখে হলাম ধন্য।কেন,হলো না আমার এই জায়গায় জন্ম।
ধন্যবাদ দাদা অসাধারণ লেগেছে আমার কাছে আমার অত্যন্ত প্রিয় জায়গা আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আবারো ধন্যবাদ আপনাকে আমি দুবাই থেকে দেখছি আপনাকে
Dada khub valo laglo সবথেকে বেশী খুশী হলাম তুমি তার পাতের থেকে আলু মাছের টুকরো খেলে ❤❤একদিন বুড়োবুড়ি তটে গিয়ে ভিডিও বানাও
দাদা বানিয়েছি গত মাসে দেখুন
Sundorboner graamin jibon tule dhorar jonno osongkhho.dhonnobad apnake
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
সত্যি সুন্দর একটা গ্রাম। বেড়াতে যাবো কিভাবে বলেন।
এখানে বেড়াতে যদি যান তাহলে আপনার যেতে হবে আমি আগে একটা ভিডিও ছেড়েছি ঠিক এই জায়গায় পৌঁছানোর সম্পূর্ণ বিবরণ তাতে দেওয়া আছে। সেই ভিডিওটা টাইটেল হচ্ছে পশ্চিমবঙ্গের লাক্ষা দ্বীপ। বা বাংলার নীল সৈকত এই টাইটেল এ আছে দেখবেন প্রথমটুকু প্রথম তিন চার মিনিটের মধ্যে আমি এই জায়গার বিবরণ দিয়েছি।
@minturoyvlog ভাই আপনার আগের ভিডিও পাই নাই। কিন্তু যেতে ইচ্ছা করছে।
Bhisan valo Ekta pratibedan common people jiban nia.
Khub valo Ekta effort humanity er jonno.
Anek thanks apnader.
❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
এই ভিডিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে দেখানো আর বুঝানোর একান্তভাবে দরকার ।
Ora kostey thake ter jonnow allhapak 500 bochor aage zannat paben.iswer oder valo rakun. P, bangla.
এই গ্রামটি সুন্দরবনের কোন অঞ্চলে ? এখানে যাওয়ার পথ যদি বলেন দাদাভাই তাহলে হয়তো আমাদের দেববাটি মিশন থেকে গিয়ে কিছু সহযোগিতা করার সুযোগ পাবো। অঞ্চলটির নাম জানাবেন। আমি কল্যাণী থাকি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
সম্পূর্ণ ঠিকানা আপনাকে দিচ্ছি
@@minturoyvlogকি ভাবে যাবো বলুন প্লীজ দয়া করে
বলুন
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
শিয়ালদহ নামখানা লোকাল ধরে কাকদ্বীপ নামবেন । সেখান থেকে বাসে করে পাথর প্রতিমা বাজার পাথর প্রতিমা বাজার থেকে পাথর প্রতিমা বাসস্ট্যান্ড থেকে ইঞ্জিনভ্যানে করে রাক্ষস খালি যাবার ঘাট যার আরেক নাম সুন্দরবনের এফ প্লট । তারপর সেই এফ প্লটে বা বড় রাক্ষস খালীতে পৌঁছানোর পর টোটো ধরে ব্রজ বল্লভপুর বাজার তার পর আবার অন্য টোটো ধরে গোবিন্দপুর আবাদ তাট। তারপর সেখান থেকে রাস্তার নেই অনেকটা হাঁটা পথে বাঁধের রাস্তা ধরে কিলোমিটার 2-3 মতো হাঁটতে হবে । হাঁটতে হাঁটতে আপনি দেখতে পারবেন বাংলার নীল সৈকত সি বিচ । ঠিক তার পাশেই আর ৫০০ মিটার মতো হাঁটতে হাঁটতে বাঘ ধরে এগিয়ে গেলেই একটাই মাত্র ইটের রাস্তা আছে যেখানে কটা বাড়ি দেখতে পারবেন একদম ছোট্ট একটা গ্রাম তার নাম "দুইয়ের ঘেরি আদিবাসী পাড়া" ওই আদিবাসী পাড়াতে গেলেই আপনি এনাদের কে দেখা পেয়ে যাবেন।
Khub taratari ami jabo dada bhai
Onek onek Valo laglo.
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
আসলে জীবন সংসার অনেক কঠিন এ দেখার কি কেউ নাই।সৃষ্টি কর্তার আশির বাদেই ভালই আছে।
Thik Bolechen Apni
সুন্দর হয়েছে ভিডিওটা
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
সারা বাংলাদেশের পরিস্থিতি এরকমের হওয়া উচিত তাহলে কেউ রাজনীতি করবে না
সবাই সবাইকে ভালবাসবে মিলেমিশে থাকবে
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
অনেক সুন্দর ভিডিও মালয়েশিয়া থেকে দেখছি ভাই ১৩,১১,২০২৪
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
খুব সুন্দর লাগলো ভাই ❤ বনগাঁ আমার প্রিয় বন্ধুর বাড়ি❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
Khube kasto laglo dekhe aapni sarkarke dekhan ader poristhi
এই বিষয়টা স্যার আপনাদের ওপরে ছাড়লাম ওর জন্যই তো এই ভিডিওটা তৈরি করা যাতে আপনাদের মত মানুষ প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করে সরকারি এবং কোন স্বেচ্ছাসেবী সংস্থার কাছে পৌঁছে দেয় এই ভিডিওটা, যাতে তারা সহযোগিতা পায়
Khub valo dada ghore Bose sundaebon dekhchi
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
সত্যি এনাদের সাহাজের খুব দরকার। আমি চাই সরকার এদের দিকে একটু নজর দিক 😢।
ঠিক বলেছেন
ভিডীঅটা ভালো লাগলো। তবে দুখ জনক।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
তবে ভিডিওটি শেয়ার করুন যাতে আধিকারিক এবং স্বেচ্ছাসেবী সংস্থার কাছে পৌঁছায় তাতে তারা উপকৃত হবেন
ভিডিওটা দেখে সত্যিই অবাক হলাম। এই 2024 সালে এসেও আমাদের দেখতে হচ্ছে সুন্দরবন অঞ্চলে মানুষ কিভাবে অসহায় ভাবে জীবন কাটাচ্ছে, এরা পেট ভরে দুবেলা খেতেও পায় না। সরকারিভাবে বা অন্য কোন ভাবে এইসব অসহায়, দুরবস্থা সম্পন্ন মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।
স্যার এমনভাবে শেয়ার করবেন যাতে কোন স্বেচ্ছাসেবী সংস্থা বা সরকারি আধিকারিক এর কাছে পৌঁছায় তাহলে হয়তো এ সমস্ত মানুষদের কিছু উপকার হবে বা
Sotti boro kothin poristhiti, Enader mon sotti khub bhalo.
Khub bhalo laglo vlog ta ❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
খুব ভালো লাগলো দেখতে ভিডিও টা
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
Mintu Dada Emotional Hoye GeLam❤
অতি সাহসী ভূমিকা , খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
সত্যিই অনবদ্য গ্রামের কষ্টের জীবন ভাবার বাইরে আমরা কত ভালো আছি তাই ভাবছি 😢 সরকার এনাদের দিকে নজর দিন
Khub sundor lagche video ta
আমি ইতালি থেকে দেখছি দাদা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
VERY NICE ❤ THANKS FOR SHARING 🙏🌼🌼🌼🙏
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
Go ahead and God bless you
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
খুব সুন্দর গ্রামটি খুব সুন্দর
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
Dada upnar oonak video dakchi khub valo lage
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
খুব সুন্দর লাগলো ভিডিও টা ❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
অনেক অনেক ভালো লাগলো ❤❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
Allah ae bandaderke hafajot kore nek hayat Dan korun Ameen
Very well vedio addressing thanks
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
Very. Good. Video. Paritosh. Sarkar. Assam
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
Khubkhub Valo Laglo
স্যার ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন যাতে কোন স্বেচ্ছাসেবী সংস্থা বা কোন সরকারি আধিকারিক এর কাছে পৌঁছায় তাহলে এই সমস্ত ব্যক্তিরা উপকৃত হবেন
❤ সুন্দর লাগছে
শামসুদ্দিন সাহেব কিন্তু একজন মুসলমান যার জন্য আপনি এই প্রস্তাবটা পেয়েছেন
ভাল, চালিয়ে যাও ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
খুবই ভালো
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
খুব সুন্দর ভিডিও
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
ভাইয়া ভালো মধু পাওয়া জাবে এমন কোনো মোয়ালদের সাথে যোগাযোগ করার সুজুগ করে দিতেন জদি
দাদা পরবর্তীতে আমি সুন্দরবন আবার যাচ্ছি যেখানে একদম টাটকা পুরো কোর এরিয়া সুন্দরবনের মধু পাওয়া যাবে এমন ফোন নাম্বার এবং তারা যাতে মানে পার্শ্ববর্তী এলাকাতে অনলাইন ডেলিভারি দিতে পারে কুরিয়ার মাধ্যমে সেই ব্যবস্থা আমি করে দেব।
ধন্যবাদ আপনাকে
গ্রামটার নাম কি কোন অঞ্চলে এবং কোন থানা আপনারা কি নদী পথে গিয়েছিলেন?
এটা সুন্দরবনের শেষ গ্রাম এটা সুন্দরবনের বড় রাক্ষস খালের একেবারে শেষে দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত গোবিন্দপুর আবাদ তটের দুই এর ঘেরী আদিবাসী পাড়া
KHUB SUDOR LAGA VI VIDEO GOLO
আমি সান্তালি। পুরুলিয়া থেকে বলছি
তিন যুগ আগে বনগাঁ এলাকায় এই রকম পরিস্থিতি দেখা যেত ।
সত্যিই এই দিদিভাইকে সাহায্যের দরকার আমি। কিছু জমা প্যান্ট দিতে চাই ওনার পরিবারকে । দুর্গা পূজার আগেই আমাকে জানাবেন কিভাবে আপনি এটা করতে পারবেন
অবশ্যই আমি আগামী সপ্তাহেই যাবো
@@minturoyvlog0:56
This is very informatic video. Really this is appreciable at this point.
Sir please share this video
Thank you 🙏
Very Nice Culture ❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
এদের কষ্ট দেখে খুব খারাপ লাগছে। 😢
বেশীর ভাগই তো আরবের ধর্মের ভারতীয় পানি খাবার খায় ও ভারতীর ভাষায় কথা বলে। এরা সাঁওতালি নয়। সাঁওতালদের ঘরবাড়ীর সৌন্দর্যই আলাদা। সবচেয়ে প্রাচীন ও ভারতীয় জনজাতি। তাদের লম্বা দাড়ি, টুপি থাকে না।
খুবই ভালো লাগলো কিন্তু বেদনাদায়ক কি অদ্ভুত বিংশ শতাব্দীর মানুষ না খেয়ে থাকে।
স্যার এটা ২০২৪ এ দাঁড়িয়ে কি ধরনের আজব ঘটনা পেটের দায়ে সে সমস্ত মানুষকে মৃত্যুর মুখে যেতে হয় বাঘের জঙ্গলে মাছ ধরার জন্য আর এনাদের পরিবারের বেশিরভাগ স্বামীদের কিন্তু হয় টলার ডুবে মারা গেছে বা বাঘে খেয়েছে বা কুমিরে নিয়ে গেছে। তো এই পরিবারের সাহায্যে যদি না করতে পারেন তাহলে ভিডিওটি শেয়ার করুন যাতে কোন স্বেচ্ছাসেবী সমস্ত বা কোন সরকারি আধিকারিক এর কাছে পৌঁছায় তাহলে তারা দেখে হয়তো এনাদের উপকারে আসতে পারে
খুব সুন্দর
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
সবসময় ভালো
Thanks for video
Bahu bachar par eirakym dokan dekhte pelam.❤
Kamon achan Dada? Ami Akter Bangladesh thake. Dubai thake dhakchi apnar vlog. Anok Valo laglo Dada
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
@@minturoyvlog Bangladesh a ashben invite roylo
Dekhe khb valo lagche,
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
আমার ওখানে খুব যেতে এবং বসবাস করতে মন চাইছে।ওখানে কি করে যাওয়া যায়?
স্যার ওখানে যেতে গেলে আমার একটু আগের ভিডিও দেখতে হবে যেখানে সম্পূর্ণ বিবরণ দেওয়া রয়েছে আপনি সহজেই ওখানে পৌঁছে যেতে পারবেন এই ভিডিওটা টাইটেল হচ্ছে বাংলার লাক্ষাদ্বীপ বাংলার নীল সৈকত এই ভিডিওটা দেখেন স্যার ওখানে সম্পূর্ণ আপনি বিবরণ পেয়ে যাবেন।
I convey my thanks for exposing the condition of the village.
Apart from donations , attention of B D O , and D M of the district may be drawn for constructive development.
ভিডিও টা দেখে খুব দুঃখ পেলাম।
Very good ❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
ভারতবর্ষের যদি এই অবস্থা হয় তাহলে ছোট দেশ গুলোর কি ভয়াবহতা
খুব সুন্দর ভিডিও
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
একবেলা খাওয়া ভালো । টা নাহলে মেদ জমে পেটে । আমি নিজেও এক বেলা খাই আর সকালে হালকা নাস্তা। খাবার কম তার জন্য নয় চর্বির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ।
ম্যাডাম আপনি খান আপনার শরীরচর্চার জন্য কিন্তু এনারা সারাদিন বাঁকের জঙ্গলে গিয়ে হাড়ভাঙ্গা খাটনি খেটে এক বেলাতে ইনাদের শরীরের বেহাল দশা হয় শারীরিক চাহিদা পরিপূর্ণ হয় না। তার জন্য এনাদের হাইট এবং ব্রেনের গ্রোথ অনেক কম , আর একটা কথা হচ্ছে এনারা যে খায় না, না এনারা খেতে পারার মতো পরিস্থিতি নেই আর্থিক শক্তি নেই ভারতের কথা বাদ দিলাম বাচ্চাদের অবস্থাটা ভাবুন বাচ্চারা কি এক বেলা খেয়ে থাকতে পারে।
Vidio ta bhalo laglo. Erakam blog aaro aaro toiri kore deser sarkar tatha rajya sarkarer chokhe angul diye dekhano uchit eyi rakma manysh der janya tader ki ki kaj kaara uchit. Ruling parties and oppositions should think about such trives section of our societies for their livlihoods and improve their standard of living like their standard.
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
আপনারাও শেয়ার করুন যাতে এনাদের কিছু সুবিধা হয়
Very nice video dada
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
হালকা পাতলা ছবি দেখা হলো সুন্দরবন টা দেখা বাকি আছে এটাই দেখব
স্যার আমি সুন্দরবনের অনেক আলাদা আলাদা দ্বীপগুলোর জীবন সংক্রান্ত বিষয়ে ভিডিও করেছি পারলে আমার চ্যানেলটা একবার দেখে আসবেন।
Khub valo vdo❤❤❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
Ame tripura theke dekhe si 😂❤👍🙏
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
Vlo
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏