অনেক দিন সালাউদ্দিন ভাইয়ের সাথে মিরপুরের অনেক এলাকা ঘুড়েছি। অসাধারন বেহালা বাধক তিনি। আমিও তার কাছ থেকে একটা এক তাড়ের বেহালা কিনে কিছুদিন তার কাছে শিখেছিলাম। আল্লাহ্ সালাদ্দিন ভাইকে দীর্ঘ জীবন দান করুন।
সুর যখন কথা হয়, কথা তখন হারিয়ে যায়। তাই কোনো কথা বলার প্রয়োজন নাই। সাধারণ মানুষরাই ভাবে সাধারণদের কথা। সাধারন মানে শুধু সামাজিক পরিস্তিতি। প্রতিভা নয়। তাই তার স্বীকৃতি কামনা করি। এ পার বাংলার পুলক। নমস্কার
মাননীয় প্রধন মনত্রী ও সংস্কৃতি মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করছি বেহালা বাদক সালাউদ্দিন ভাইকে যেন থাকার ঘর তৈরী করা এবং এক কালীন বেশ কিছু টাকা অনুদান হিসাবে দেয়ার জন্য, তার বাকী জীবন যেন সুন্দর ভাবে কাটাতে পারে।
Mr Salauddin is one of greatest artists in the world.He has been playing violin based on one wire for the last forty years.He leads a miserable life .So everybody should come forward to help him. We are really proud having a man like him .May Allah bless him.Prof MdAbdul Matin Bhuiyan New York,
অনেক সুন্দর দয়াল দরদী ভাই আপনার ভিডিও দেখে আমার অনেক ভালো লাগলো।। আমরা সবাই ওনাকে সহযোগিতা করি ধন্যবাদ আপু আপনাকে উনাকে তুলে ধরার জন্য ভালো থাকবেন ধন্যবাদ 💮🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝💝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
অসাধারন। আমাদের পশ্চিম বঙ্গে আগে এমন একতারের বেহালা বাদক অনেক ছিলো। এখন কদাচিৎ গ্ৰামের মেলায় এক আধজনকে দেখা যায়। বিক্রিও করেন তারা। শান্তিনিকেতন পৌষমেলায় এখনও কিছু বাদক কে পাওয়া যায়।
আমিও প্রায় ৩০/৩৫ বছর আগে শখ করে শিখেছিলাম। এখনো বাজাতে পারি। একদিন বইমেলায় টিএসসির মোড়ে সালাহউদ্দিনকে বেহালা বাজাতে দেখে সেখানে তাঁর নিজের বেহালাটি একটু বাজাতে চেয়েছিলাম কিন্তু তিনি দেন নাই। বলেছিলেন বাজাতে পারবোনা। পরে একটা বেহালা কিনে নিয়ে যখন বাজানো শুরু করলাম তখন সবাই হাততালি দিয়ে উঠে, আর সালাহউদ্দিন অবাক হয়ে তাকিয়ে থেকে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। এক তারের বেহালা বাজানো সত্যি কঠিন। সম্ভবত এই একতারের বেহালা বাদক হিসেবে আমিই দ্বিতীয় ব্যাক্তি। বাংলাদেশে তৃতীয় আর কাউকে এখনো আমি দেখিনি। ♥️
বাংলাদেশ সরকার যদি এই এক তারের বেহালা বাদক শিল্পী সালাউদ্দিন ভাইকে অর্থ সাহায্য করতেন তাহলে খুবই খুশি হতাম। শিল্পী ও শিল্প সত্তাকে আমাদের বাঁচিয়ে রাখা উচিত।। উপস্থাপককে আমার আন্তরিক ধন্যবাদ।।
উনাকে বাংলাদেশের প্রায় সব মেলা অথবা উৎসবে দেখা যায়। আমি তাঁকে চট্টগ্রামের সবগুলো মেলাতে সেই ছোটবেলা থেকে আজ অব্দি দেখে আসছি। মজার ব্যাপার হচ্ছে, উনার কাছ থেকে যাঁরা বেহালা কেনেন তাঁরা কেউই উনার মতো বাজাতে পারেননা। আমি অনেক চেষ্টা করেও সফল হইনি!
খুব দুঃখ জনক বাস্তবতার কাহীনি,,, 😢😢😢😢😢 খুব সুন্দর লাগলো ভিডিও টি দেখে দারুণ অসাধারণ দোয়া রহিলো আপনার প্রতি 🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🥰🥰🥰🥰😍😍😍😍🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
নব্বইয়ের দশকে সংসদ ভবনের সামনে থেকে ওনার কাছ থেকে এক তারের বেহালা ১০/২০ টাকা দিয়ে কিনেছিলাম, অনেক চেষ্টা করেছি কিন্তু ওনার মতো সুর তুলতে পারিনি, দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হোন।
Oneek kasto pelam ei sat ebon mohaan manustar moner kasto upolobdhi kore... Aapnar ei vlog jate onaar ei kasto onekangse laghob korte pare ei prarthona kori..🙏🙏🙏🙏
Excellent video and performance অসাধারন অভিজ্ঞা সন্পূর্ন এক তারের বেহালা বাদক সালাউদ্দিন ভাইয়ের চমৎকার মনোমুগ্দকর বেহালা বাজানো দেখলাম খুবই ভালো লেগেজে সেই সাথে subscribes করে বন্বু হয়ে গেলাম
আমি আজ থেকে ৩০ বছর আগে অনার বেহালা বাজানো সোনার জন্য উনার পিছে পিছে হাঁটতাম তখন ২ টাকা করে এটা একটা বেহালা বিক্রি হতো আল্লাহ ওনাকে ভালো রাখুন দোয়া ও শুভকামনা রইল।
আমিও স্কুলে পড়ার সময় তাকে প্রাই দেখতাম বিএনপি বাজারের রাস্তায় বেহালা বাজিয়ে বাজিয়ে হাটতেন,আমিও একটা কিনেছিলাম ২০০৩ সালে, ক্লাস ৭ম শ্রেণীর ছাত্র ছিলাম আমি, আজ উনাকে দেখে সেই ছোট্ট বেলার কথা মনে পরে গেলো❤️❤️❤️থেংকইউ সো মাচ আপু❤️❤️❤️
মিরপুরের ছোট থেকে উনাদেরকে আমরা চিনি, উনার বাবা বিভিন্ন মানুষের থেকে বেহালা বাজানো শেখানোর কথা বলে টাকা নিতো, উনিও নেয় কিন্তু মন থেকে কাউকে শেখায় না, এজন্য আজকে এই করুণ দশা, যন্ত্রটি বাজানো শেখালে মানুষ মন থেকে তাদের জন্য দোয়া করত।
এই মানুষটাকে সহযোগিতা করার জন্য সবাই এগিয়ে আসবেন এটাই কামনা
অনেক ধন্যবাদ
৪০ বছর আগে উনাকে যা দেখেছি এখনো তাই উনাকে দেখছি। কোন পরিবর্তন নেই। এক মহান শিল্পী।
অনেক ধন্যবাদ কমেন্টস এর জন্য
আমি ও ৩০ বছর আগে ওনাকে যা দেখেছি তাই আছে আল্লাহু উনাকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া রইল।
সৃজনশীল মানুষ গুলো সবসময়ই মানুষের আনন্দের কারণ হয়ে থাকে, অথচ তার হৃদয়ে লুকায়িত যন্ত্রণা বুঝার লোক খুবই কম।
ঠিক বলেছেন।
বাংলাদেশের গর্ব সালাউদ্দিন ভাই। মহান আল্লাহ পাক যেন ওনাকে সাহায্য করেন
অনেক ধন্যবাদ।
সত্যিই এই অবহেলিত মানুষগুলোর জন্য হৃদয় কাঁদে।।
কমেন্টের জন্য ধন্যবাদ।
এক তারার বেহালাবাদক। প্রতিবেদনটি ভালো লাগলো। এই মানুষটাকে সহযোগিতা করার জন্য সবাই এগিয়ে আসবেন এটাই কামনা করি।
কমেন্টস করার জন্য আপনাকে ধন্যবাদ।
শিল্পী সালাউদ্দিনের কাছে অনেক শিখার আছে এদেশের মানুষের।
উপস্থাপনা অনেক সুন্দর,
খুব ভালো আবৃত্তি করতে পারেন, ছেলে বেলার সেই বেহেলা বাজানো লোকটা চলে গেছে বেহেলা নিয়ে,চলে গেছে গান শুনিয়ে। খুব সুন্দর।
সবাই এগিয়ে আসলে অবশ্যই উনার দুঃখ থাকবেনা। গাজীপুর থেকে বলছি
আপনার সুন্দর কমেন্টস এর জন্য ধন্যবাদ।
অথচ আরেক ভিডিওতে দেখলাম তিনি হাসিমুখে বলছেন তার মাসে ১ লাখ টাকা আয় হয়, তার মেয়ে আমেরিকা ও ছেলে ইতালিতে থাকে
ওনার ছেলে মেয়ে রা নাকি বিদেশে থাকে ।
আহা...এ সুর কেমন জানি হৃদয়ে গিয়ে লাগে....❤️
💖💖💖
আপু আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। আপনি শীঘ্রই এগিয়ে যাবেন।
Thank you so much
বাহ্ খুব সুন্দর উপস্থাপনা সম্পন্ন একটি ভিডিও 👍
Thank you so much
এক কথায় অসাধারণ শেয়ারিং আপু
অনেক ধন্যবাদ ভাই
সাধনা অধ্যবসায়ের ফসল প্রতিভার স্ফূরণ অভিনন্দন। এইসব প্রতিভাবান শিল্পী জাতির সম্পদ হিসেবে নার্সিং করে জাতিকে গৌরব অমরত্ব প্রতিষ্ঠা করে এগিয়ে গেছে।
এককথায় অসাধারণ। মন ছুঁয়ে গেল দিদিভাই।
Thank you Dada vai
আসসালামু আলাইকুম আপু , চোখে পানি চলে এলো। ভিডিও ভালো লেগেছে।
Thank you so much
এই লোকটা অন্তত একজনকে হলেও যদি শিখিয়ে যায় তাহলে এই স্মৃতি টা থেকে যেতো।
অনেক ধন্যবাদ
অনেক দিন সালাউদ্দিন ভাইয়ের সাথে মিরপুরের অনেক এলাকা ঘুড়েছি। অসাধারন বেহালা বাধক তিনি।
আমিও তার কাছ থেকে একটা এক তাড়ের বেহালা কিনে কিছুদিন তার কাছে শিখেছিলাম।
আল্লাহ্ সালাদ্দিন ভাইকে দীর্ঘ জীবন দান করুন।
আমিন।
উনার সাথে যোগা্যোগের কোনো উপায় আছে?
অামি এ বেহালার মানুষের বেহালার সুরে মুগ্ধ, তাকে এখন অনেক মিস করি, ভালো থাকুক আমাদের মাঝে
অনেক ধন্যবাদ
সুর যখন কথা হয়, কথা তখন হারিয়ে যায়। তাই কোনো কথা বলার প্রয়োজন নাই। সাধারণ মানুষরাই ভাবে সাধারণদের কথা। সাধারন মানে শুধু সামাজিক পরিস্তিতি। প্রতিভা নয়। তাই তার স্বীকৃতি কামনা করি। এ পার বাংলার পুলক। নমস্কার
অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য
মন জুরানো সুর, উনার মধ্যে, হয়তো হারিয়ে যাবে একদিন, কিন্তু কোন মুল্য পেল না এই দেশে
কমেন্টস করার জন্য ধন্যবাদ
খুব সুন্দর হয়েছে ধন্যবাদ এত সুন্দর ভিডিও শেয়ার করা জন্য
Thank you so much
মাননীয় প্রধন মনত্রী ও সংস্কৃতি মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করছি বেহালা বাদক সালাউদ্দিন ভাইকে যেন থাকার ঘর তৈরী করা এবং এক কালীন বেশ কিছু টাকা অনুদান হিসাবে দেয়ার জন্য, তার বাকী জীবন যেন সুন্দর ভাবে কাটাতে পারে।
ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টস এর জন্য
সত্যি একজন বাহলা বাদক , বাংলা ঐতিহ্যের গর্ব ❤️
ধন্যবাদ।
Mr Salauddin is one of greatest artists in the world.He has been playing violin based on one wire for the last forty years.He leads a miserable life .So everybody should come forward to help him. We are really proud having a man like him .May Allah bless him.Prof MdAbdul Matin Bhuiyan New York,
Thanks. Same here...
অসম্ভব ভালো লাগলো ভিডিওটি।এরকম ভিডিও আরো দেখতে চাই । সাথে থাকবেন কেমন।
অশেষ ধন্যবাদ...
আপনি অনেক দুর এগিয়ে যাবেন...
কেউ আটকাতে পারবে না।
চালিয়ে যান।
Thank you so much... Doa korben.
দিনে দিনে আমাদের দেশের ঐতিহ্য গুলো হারিয়ে যাচ্ছে
🙏🙏🙏
বাহ্ কি চমৎকার সুর ১তারার বেহালায়,
কিন্তু
দুর্ভাগ্য কেউই আমরা মূল্যায়ন করতে পারি না-ই -----
ধন্যবাদ।
উপস্থাপনা দারুণ হইছে।। ভয়েসটা ও ক্লিয়ার 🥰🥰
আপনাকে অনেক ধন্যবাদ
অনেক সুন্দর দয়াল দরদী ভাই আপনার ভিডিও দেখে আমার অনেক ভালো লাগলো।। আমরা সবাই ওনাকে সহযোগিতা করি ধন্যবাদ আপু আপনাকে উনাকে তুলে ধরার জন্য ভালো থাকবেন ধন্যবাদ 💮🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝💝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
Thank you so much
অসাধারন। আমাদের পশ্চিম বঙ্গে আগে এমন একতারের বেহালা বাদক অনেক ছিলো। এখন কদাচিৎ গ্ৰামের মেলায় এক আধজনকে দেখা যায়। বিক্রিও করেন তারা। শান্তিনিকেতন পৌষমেলায় এখনও কিছু বাদক কে পাওয়া যায়।
অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য
সবার এগিয়ে আসা দরকার মাননিও প্রধান মন্ত্রি আগিয়ে আসবে আটাই কামনা করি ইন্সা আল্লাহ্
🙏🙏🙏🙏
পুরুষের কান্না অনেক কস্টের।।।
🙏🙏🙏
অসাধারণ এক তারের বেহালা। সালাউদ্দিন ভাইকে স্যালুট জানাই। আমাদের বাংলাদেশে অনেক শিল্পী আছে তাদের আমরা কোন মূল্যায়ন করি না।
🙏🙏🙏
সত্য অসাধারণ, সালাউদ্দিন, ভাই,,, তাকে,,হেলপ,,করা,একান্ত দরকার
অনেক ধন্যবাদ
আমিও প্রায় ৩০/৩৫ বছর আগে শখ করে শিখেছিলাম। এখনো বাজাতে পারি। একদিন বইমেলায় টিএসসির মোড়ে সালাহউদ্দিনকে বেহালা বাজাতে দেখে সেখানে তাঁর নিজের বেহালাটি একটু বাজাতে চেয়েছিলাম কিন্তু তিনি দেন নাই। বলেছিলেন বাজাতে পারবোনা। পরে একটা বেহালা কিনে নিয়ে যখন বাজানো শুরু করলাম তখন সবাই হাততালি দিয়ে উঠে, আর সালাহউদ্দিন অবাক হয়ে তাকিয়ে থেকে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। এক তারের বেহালা বাজানো সত্যি কঠিন। সম্ভবত এই একতারের বেহালা বাদক হিসেবে আমিই দ্বিতীয় ব্যাক্তি। বাংলাদেশে তৃতীয় আর কাউকে এখনো আমি দেখিনি। ♥️
কমেন্টস করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ছেলেবেলায় আমিও বেহালা বাজাতে চেয়েছিলাম। কিনেছিলাম একটা। কিন্তু বাজাতে পারিনি। সালাউদ্দিন ভাইয়ের জন্য শুভকামনা। আর আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ কমেন্টের জন্য।
এই এক তারের বেহালা আমি নিজে বানাইয়াছি এবং বাজাইয়ছি।
এখনো বাজাইতে পারি
এটা সাধনার ব্যাপার কেউ পারবে না সে কথা টিক না🌹🌹🌹🌹
🙏🙏🙏
সালাউদ্দিন ভাইয়ের তুলনা নেই অপুর্ব
আমি ওনাকে খুব শ্রদ্ধা করি।আমি সরাসরি
দেখেছি,খুব সুন্দর বেহেলা বাজায়।আমি তাহার মঙ্গল কামনা করি।
অনেক অনেক ধন্যবাদ।
আপনার ভিডিওটা ভালো লাগলো, সবাই মিলে উনার পাশে থাকলে উনার সমস্যার সমাধান হবে এবং সরকারি অনুদানও পাওয়া চেষ্টা করা উচিত, কলকাতা থেকে লিখলাম
অনেক অনেক ধন্যবাদ
21 কি অপূর্ব বেহালা বাজান পুরোটা শুনে নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম আশা করি আপনিও আসবেন আমার ঘরে অপেক্ষায় রইলাম। পাশে থাকলে পাশে পাবেন সবসময়🙂🔔👍
অনেক ধন্যবাদ। আমিও বন্ধু হলাম।
Sokoler tore sokole amra, protteke amra porer tore. Line ti mone korie dilen apnar video r moddhe die.onek onek dhonnobad.
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার। পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর। 🎁🎂🎉
Thank you so much
আপনার উপস্থাপন সত্যি ই চমৎকার।
অনেক ধন্যবাদ
আপু তুমি সত্যি ভালো কিছু তোলে ধরেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। সত্যি তুমি খুব ভালো একজন মানুষ
ধন্যবাদ
বাংলাদেশ সরকার যদি এই এক তারের বেহালা বাদক শিল্পী সালাউদ্দিন ভাইকে অর্থ সাহায্য করতেন তাহলে খুবই খুশি হতাম। শিল্পী ও শিল্প সত্তাকে আমাদের বাঁচিয়ে রাখা উচিত।। উপস্থাপককে আমার আন্তরিক ধন্যবাদ।।
আপনার সুন্দর কমেন্টস এর জন্য অনেক ধন্যবাদ।
সেই ছোট বেলা থেকেই ঢাকার রাছতা ঘাটে তার বেহালার সুর সুনছি ওনেক ভাল লাগেছে তার সুর
অনেক ধন্যবাদ কমেন্টস এর জন্য
He is a unique artist on this instrument.
এ মহান শিল্পীকে আর্থিক সহযোগিতার জন্য মাননীয় প্রধানৃন্ত্রীর সদয় দৃষ্টি আশা করি।
অনেক ধন্যবাদ
সালাউদ্দিন কে আমি চিনি। চমৎকার একতারের বেহালাশিল্পী। আমি তার মঙ্গল কামনা করি।
ধন্যবাদ।
সৃষ্টিকর্তা সালাউদ্দীন ভাইয়ের সহায় হউন....প্রার্থনা করি....
অনেক ধন্যবাদ কমেন্টস এর জন্য।
মিরপুরে 10 নাম্বার যখন থাকতাম 80/90এর দশকে উনার বেহালা 🎻 কিনেছিলাম। উনাকে অনেক দিন পর দেখে শৈশব কালের কথা মনে পড়ে গেল। জনাব কে আমার সালাম।
অনেক ধন্যবাদ।
এই বাদ্য যন্ত্রটি বাজানো শেখার খুবই শখ ছিলো, কিন্তু দুঃখের বিষয় সেই সময়টি আমার আর হয়ে ওঠেনি,তাই আমার এই শখের এখানেই দাফন হয়ে গেলো 😂😅😢
আসসালামু আলাইকুম আপি, আপনার ভিডিও দেখলে কেন জানি অন্য রকম ভালো লাগা কাজ করে, ভালোবাসা নিবেন প্রিয় আপি💗💗
ওলাইকুম সালাম... অশেষ ধন্যবাদ আপু...
দারুন সালাউদ্দিন ভাই। আলহামদুলিল্লাহ 💖
আমি মীরপুর ১নাম্বারে থাকতাম। সালাহউদ্দিন ভাইকে দেখেছি বলে মনে পড়ে। আপনি অসাধারণ একটি ভিডিও করেছেন।
Thanks
আপনার প্রতিবেদনটি খুব ভালো লাগলো।
ধন্যবাদ ভাই।
উনাকে বাংলাদেশের প্রায় সব মেলা অথবা উৎসবে দেখা যায়। আমি তাঁকে চট্টগ্রামের সবগুলো মেলাতে সেই ছোটবেলা থেকে আজ অব্দি দেখে আসছি। মজার ব্যাপার হচ্ছে, উনার কাছ থেকে যাঁরা বেহালা কেনেন তাঁরা কেউই উনার মতো বাজাতে পারেননা। আমি অনেক চেষ্টা করেও সফল হইনি!
ধন্যবাদ। ঠিকই বলেছেন, ওনার মতো সুর আসে না।
সালাউদ্দিন ভাইয়ের বেলার সুর আমি নিজেও পছন্দ করতাম
Bah..
আমাদের দেশের সংসকৃতি তে এই বাদ্য যোগ করে রাখার দরকার বলে মনে করি,,
ধন্যবাদ
খুব দুঃখ জনক বাস্তবতার কাহীনি,,, 😢😢😢😢😢 খুব সুন্দর লাগলো ভিডিও টি দেখে দারুণ অসাধারণ দোয়া রহিলো আপনার প্রতি 🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🥰🥰🥰🥰😍😍😍😍🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
অনেক ধন্যবাদ।
সেই কবে দেখেছিলাম উনাকে মিরপুরে। আজ অনেক দিন পর আবার দেখলাম। আমি অনেক বেহালা কিনেছিলাম, কিন্তু বাজাতে পারিনি।
লোকটাকে আমিও দেখেছি এবং তার বেহালার সুর সত্যিই মনোমুগ্ধকর।
অনেক ধন্যবাদ।
নব্বইয়ের দশকে সংসদ ভবনের সামনে থেকে ওনার কাছ থেকে এক তারের বেহালা ১০/২০ টাকা দিয়ে কিনেছিলাম, অনেক চেষ্টা করেছি কিন্তু ওনার মতো সুর তুলতে পারিনি, দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হোন।
কমেন্টস এর জন্য অনেক ধন্যবাদ
ওনাকে আমি দেখেছি অনেকবার। ওনাকে দেখলে ছোটবেলায় হারিয়ে যাই।
অনেক ধন্যবাদ
Oneek kasto pelam ei sat ebon mohaan manustar moner kasto upolobdhi kore...
Aapnar ei vlog jate onaar ei kasto onekangse laghob korte pare ei prarthona kori..🙏🙏🙏🙏
অনেক ধন্যবাদ।
উনাকে অনেকবার দেখেছি এই বেহালা হাতে,,, ছোটবেলা ওনার বেহালা বাজানো অনেক শুনেছি , ❤❤
অনেক ধন্যবাদ
Bajna sunlam kub bhalo laglo
অনেক অনেক ধন্যবাদ
Thanks for great sharing my dear friend 👍
Thank you so much
Very beautiful dhun from india
Thank you so much
Nice mashaallah .
অনেক দিন পর আপনার একটি ভিডিও দেখেছি ।
সত্যি মানব জীবন অনেক কঠিন 😭
তাই আমাদের সকলের উচিৎ কল্যানে পথে চলা,
মানে নামায পড়া 🤲
অনেক অনেক ধন্যবাদ
ভগবান ওনার মংগল করুক কৃপা করুক। হরে কৃষন। দিলীপ চনদ্র সুএধর কুমিললা
🙏🙏🙏
ভীষণ ভালো লাগলো।ওনার পাশে দাড়াতে চাই।এপার বাংলা থেকে কি ভাবে সাহায্য করবো?
অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য ।
ওনাকে বই মেলায় দেখেছিলাম খুব সুন্দর বাজায় উনি
ধন্যবাদ
আমি জয়েন আছি। সিলেট জেলার বিয়ানীবাজার থানা সদর থেকে।
অনেক ধন্যবাদ
আমি বিয়ানীবাজারে থানার পুলিশ সদস্য
অনেক ধন্যবাদ ওনাকে নিয়ে প্রতিবেদন করার জন্য, মোহাম্মদপুর ঢাকা ২০০৮ /২০০৯ সালে তাকে দেখতাম৷ কিনেছি এই বেহালা কিন্তু বাজাতে পারিনি।
Excellent video and performance অসাধারন অভিজ্ঞা সন্পূর্ন এক তারের বেহালা বাদক সালাউদ্দিন ভাইয়ের চমৎকার মনোমুগ্দকর বেহালা বাজানো দেখলাম খুবই ভালো লেগেজে সেই সাথে subscribes করে বন্বু হয়ে গেলাম
Thanks for ur nice comment.
@@MyChannel-q3y welcome
আপু অনেক সুন্দর হয়েচে
ধন্যবাদ।
কাফরুল এলাকায় বহুবার বেহালা বাজাতে দেখেছি উনার বেহালার সুর শূনতে অনেকটা দূর পর্যন্ত যেতাম ।
কমেন্টস করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
So nice sharingg appii
Thank you so much
সালাউদ্দিন ভাই আমি একজন বীর মুক্তি যোদ্ধা হয়ে আকুল আবেদন করছি তোমার এই একতারা বাজানো শিকাইয়া যাইবেন।
অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য।
আমি আজ থেকে ৩০ বছর আগে অনার বেহালা বাজানো সোনার জন্য উনার পিছে পিছে হাঁটতাম তখন ২ টাকা করে এটা একটা বেহালা বিক্রি হতো
আল্লাহ ওনাকে ভালো রাখুন দোয়া ও শুভকামনা রইল।
24! Like nc sher😍😍😍
Thank you so much
অনেক ভালো লাগলো ভিডিওটা
অনেক ধন্যবাদ।
nice information apu
আমিও স্কুলে পড়ার সময় তাকে প্রাই দেখতাম বিএনপি বাজারের রাস্তায় বেহালা বাজিয়ে বাজিয়ে হাটতেন,আমিও একটা কিনেছিলাম ২০০৩ সালে, ক্লাস ৭ম শ্রেণীর ছাত্র ছিলাম আমি, আজ উনাকে দেখে সেই ছোট্ট বেলার কথা মনে পরে গেলো❤️❤️❤️থেংকইউ সো মাচ আপু❤️❤️❤️
আপনাকেও অনেক ধন্যবাদ।
সেলুট জানাই সার আপনাকে ভালো থাকবেন ধন্যবাদ দোয়া রইলো আমিন
আপনাকে অনেক ধন্যবাদ।
অসাধারণ বেহালা বাদক
সোমা আপুকে ধন্যবাদ অসহায়ের পাশে দাড়ানোর জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ।
। উনার বেহালার সুর শুনলেই দৌড়ে চলে যেতাম রাস্তায় ।
হুম ঠিক বলেছেন।
মিরপুরের ছোট থেকে উনাদেরকে আমরা চিনি, উনার বাবা বিভিন্ন মানুষের থেকে বেহালা বাজানো শেখানোর কথা বলে টাকা নিতো, উনিও নেয় কিন্তু মন থেকে কাউকে শেখায় না, এজন্য আজকে এই করুণ দশা, যন্ত্রটি বাজানো শেখালে মানুষ মন থেকে তাদের জন্য দোয়া করত।
অনেক ধন্যবাদ
Oshadharon
Thank you so much
ভালো কাজ করেছেন
অনেক ধন্যবাদ।
Oshadharon👌
Thank you so much
Thanks for this video.
Welcome
Mam u r saluted to have presented such rare meritorious artist.We should respect him
Thank you so much
চমৎকার।
ধন্যবাদ