Justice Abhijit Ganguly || Dr. Soumik Das

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 605

  • @atanurakshit6684
    @atanurakshit6684 8 หลายเดือนก่อน +86

    অসাধারণ লাগলো। আপনার এই আলোচনা/ সমালোচনার অর্থ বোঝার মতো বুদ্ধি বা মেধা খুব কম জনেরই আছে। সংকীর্ণ রাজনীতির উর্দ্ধে উঠে, মুক্ত মন দিয়ে বিচার করলে/ চিন্তা ভাবনা করলে তবেই এর অর্থ বোঝা যায়। ধন্যবাদ।

    • @soumikdasofficial
      @soumikdasofficial  8 หลายเดือนก่อน +4

      Dhonnyobaad

    • @apacheworld9402
      @apacheworld9402 8 หลายเดือนก่อน

      আপনিই পারলেন প্রকৃত বামপন্থী চেতনার আবরণ উন্মোচন করতে। প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে বামপন্থী চেতনা সঙ্গে নিয়েই কিন্তু সমাজ এবং রাষ্ট্র অধিকাংশ ক্ষেত্রেই সেই চেতনার ওপর একের পর এক আবরণের পর্দা চাপিয়ে অবরুদ্ধ করে রাখে এবং এই অবরুদ্ধ চেতনাটাকেই পাথেয় করে অনেকেই নিজেকে বামপন্থী বলে ভাবতে ভালবাসে।

    • @ajaykumarmodak3542
      @ajaykumarmodak3542 8 หลายเดือนก่อน +1

      Welcome

    • @sabbirrahmanansary6193
      @sabbirrahmanansary6193 8 หลายเดือนก่อน +1

      0:43

    • @sabbirrahmanansary6193
      @sabbirrahmanansary6193 8 หลายเดือนก่อน +1

      Many. Many thanks ! Dr soumik das khub. Khub valo laglo aponar. Kothha sunlam.

  • @narayandas7369
    @narayandas7369 7 หลายเดือนก่อน

    খুব মনের কথা বলেছেন। দূর্নীতি বিরুদ্ধে গর্জে ওঠা মানুষ যে দলেই যান না কেনো সাধারণ মানুষের(দেশ ও দশের) ভালোই করবেন।

  • @rajnayak909
    @rajnayak909 8 หลายเดือนก่อน +35

    আপনার এই মতামত পড়ে মানসিক শান্তি পেলাম. সত্যি বলতে কি আমার নিজের ও ঠিক ওইসব ধারণা হয়েছিল. এখন বেশ মনটা হালকা লাগছে.

  • @palas11
    @palas11 8 หลายเดือนก่อน +91

    অভিজিৎ বাবু যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তাঁর নিজস্ব সিদ্ধান্ত। গনতান্ত্রিক দেশে এটাই কাম্য।

  • @drsubrataghoshal_sobu
    @drsubrataghoshal_sobu 8 หลายเดือนก่อน +15

    সুন্দর ভাবে সত্যি আর বাস্তবটা তুলে ধরেছেন। ভাল থাকুন।

  • @arabindasaha525
    @arabindasaha525 7 หลายเดือนก่อน

    সৌমিক,ভাল লাগলো, কারণ তুমিও ভাল উদার মনের একজন মানুষ ।ধন্যবাদ

  • @sanjibadhikary8352
    @sanjibadhikary8352 7 หลายเดือนก่อน +1

    মন ছুঁয়ে গেলো দাদা। এটাইতো প্রতিটা মানুষের মানসিকতা হওয়া উচিত। ভালো থাকবেন।

  • @asiskumarbandyopadhyay4555
    @asiskumarbandyopadhyay4555 8 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর ও সাবলীল বিশ্লেষণ। আমারও এই একই মত। আপনার মতো করে সকলের এইভাবে প্রতিটি ব্যাপার বাবা উচিত।ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

  • @prithwirajmukherjee67
    @prithwirajmukherjee67 7 หลายเดือนก่อน

    কি ভালো বললেন দাদা, আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। 🙏

  • @হৃদয়েরভাষা-ড২হ
    @হৃদয়েরভাষা-ড২হ 8 หลายเดือนก่อน +4

    অনেকদিন পরে দেখলাম,,, খুব ভালো,,, দীর্ঘজীবী হোক আপনাদের সংগ্রাম,,,

  • @KaberiChatterjee-hu1dw
    @KaberiChatterjee-hu1dw 7 หลายเดือนก่อน +1

    অসাধারণ সঠিক বিশ্লেষণ!!!!!!আরো এই ধরনের সময়োপযোগী বিষয়ের উপর বিশ্লেষণ করুন।

  • @sibanibakshi5614
    @sibanibakshi5614 8 หลายเดือนก่อน +1

    অসাধারণ বিশ্লেষণ
    একদম ঠিক ঠিক কথাগুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ।

  • @prasantasengupta2831
    @prasantasengupta2831 7 หลายเดือนก่อน +1

    আপনার বক্তব্য শুনে খুব ভাল লাগল। আপনাদের মতো মানুষের এখন খুব প্রয়োজন রাজনীতিতে।

  • @tanmaybanerjee7862
    @tanmaybanerjee7862 7 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ। বর্তমান রাজনৈতিক পরিসরে দল মত নির্বিশেষে যুক্তির বড় অভাব। আপনার বিশ্লেষণটি ভাল লাগল অত্যন্ত যুক্তিনিষ্ঠ বিশ্লেষণের কারণে।

  • @suchanapal4021
    @suchanapal4021 8 หลายเดือนก่อน +21

    ❤❤❤❤খুব ভালো কথা বললেন।

  • @bablubanerjee6935
    @bablubanerjee6935 8 หลายเดือนก่อน +59

    এই করণেই আপনাকে এত শ্রদ্ধা করি।ভাল থাকবেন কমরেড।

    • @Arnab-Mahato
      @Arnab-Mahato 8 หลายเดือนก่อน +1

      I.N.D.I.A জোটে তৃণমূলও আছে

    • @soumikdasofficial
      @soumikdasofficial  8 หลายเดือนก่อน

      Sada Kalor Prithibi... Rongin choshma amader chokhe

    • @basabnandimajumdar5690
      @basabnandimajumdar5690 8 หลายเดือนก่อน +1

      @@Arnab-Mahatoসত্যিই আছে কি? INDIA জোটের পাটনা সভায় কিন্তু তারা অনুপস্থিত।তাছাড়া তৃণমূল এর নেত্রীর বক্তব্যই প্রধান মন্ত্রী এই জোটের বিরুদ্ধে তোপ হিসেবে ব্যবহার করেছেন সংসদে।

  • @jogsudbhumongor7633
    @jogsudbhumongor7633 8 หลายเดือนก่อน +17

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ,এতো সুন্দর বৈজ্ঞানিক মতামতের জন্য।আজ ভারতীয় রাজনীতিতে এমন মতামতের খুব প্রয়োজন।

  • @biprasisray6605
    @biprasisray6605 8 หลายเดือนก่อน +32

    সুন্দর একটা গনতান্ত্রিক আলোচনা । খুব সুন্দর বলেছেন। এটাই তো গনতান্ত্র । আমার বিপরীতের কেউই রাজনীতিতে গ্রহনযোগ্য নয় , এটা তো অগণতান্ত্রিক মনের পরিচয়।

  • @shantanumukhopadhyay5848
    @shantanumukhopadhyay5848 7 หลายเดือนก่อน

    অসাধারন বিশ্লেষণ
    ফ্যান তো ছিলামই তোমার আজকের পর মোহিত হয়ে গেলাম
    প্রনাম তোমাকে দাদা 🙏

  • @gautamganguly6581
    @gautamganguly6581 8 หลายเดือนก่อน +19

    কি সুন্দর বিশ্লেষণ। আপনি সত্যিই একজন গুণী মানুষ। আমাদের সম্পদ।

  • @krishnaganguli8498
    @krishnaganguli8498 8 หลายเดือนก่อน +1

    ভীষন রকম সত্যি কথা।এত সুন্দর বিশ্লেষণের জন্য আপনাকে ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই।

  • @satabdisen813
    @satabdisen813 8 หลายเดือนก่อน +72

    সবাই বলে system খারাপ কিন্তু কেউ system কে কেউ ঠিক করতে আসে না....উনি সেই system টা ঠিক করার চেষ্টা করছেন... এতো দিন ক্ষুদ্র পরিসরে উনি কাজ করছিলেন আবার বৃহত্তর স্বার্থে কাজে এসেছেন...উনি তো সুখের জীবন ছেড়ে সব fasility ছেড়ে এসেছেন.... এই রকম শিক্ষিত ,নির্ভীক,ainnoggo মানুষ তো আসবেন...নাকি sheaksahajan মতো মানুষ আসবে... ওনার আগামী জীবন প্রস্তুত হক...জয় হোক জয় হোক জয় হোক, শুভ হোক শুভ হোক শুভ হোক...❤❤❤❤

    • @himadrimondal1311
      @himadrimondal1311 8 หลายเดือนก่อน

      Hasalen party te keu system thik korte kai na, poisa nite jai

    • @soumikdasofficial
      @soumikdasofficial  8 หลายเดือนก่อน +16

      Amio chai uni society theke aborjona saaf korun

    • @tapatibanerjee443
      @tapatibanerjee443 8 หลายเดือนก่อน +12

      আজ যদি ভালো ,শিক্ষিত লোকেরা রাজনীতিতে যোগদান না করে তাহলে যে অবক্ষয় হয়েছে সেখান থেকে কোনোদিনই এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবনা ।

    • @dineshmahata893
      @dineshmahata893 7 หลายเดือนก่อน

      Thik bolechen didi

    • @dibyenduroy999
      @dibyenduroy999 7 หลายเดือนก่อน

      ঠিক 👌

  • @BiswajitMajumder-tj8rf
    @BiswajitMajumder-tj8rf 7 หลายเดือนก่อน +1

    ওহ্ সত্যিই অসাধারণ, আপনার কথাগুলো শুনতে শুনতে আমি যেন কোথায় হারিয়ে গেলাম।
    মনটা রড়ই বিষন্ন হয়ে পড়েছে 😢

  • @maitrayeesinharay0648
    @maitrayeesinharay0648 8 หลายเดือนก่อน +18

    অসাধারণ বক্তব্য। সত‍্যি C.P.I.M. এর page এ অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে তৃণমূলের মতো এই সমস্ত post ভীষণ হতাশ করছিল। আপনার পরিশীলিত বক্তব্য সকলকে সংযত করুক।

    • @tapaskotal8721
      @tapaskotal8721 7 หลายเดือนก่อน

      ও সে , মানে না মানা.....
      যাহ্ঃ ! চলে গেলেন....
      মাউ -সে- তুং--
      ইন দ্য club, জইন্ দ্যা ভাগ।
      No more red,no feel রাগ।
      কমরেড:- But, How মাউ cow???
      Only, পোড়া বিড়ি ফাউ।

  • @bhagatsingh5019
    @bhagatsingh5019 7 หลายเดือนก่อน +2

    Precisely explain, nice.

  • @mihirkumarchatterjee7269
    @mihirkumarchatterjee7269 7 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো আপনার বক্তব্য। লাল সেলাম কমরেড।

  • @prarthanaghosh5360
    @prarthanaghosh5360 8 หลายเดือนก่อน +11

    আমি বাম মনস্ক একেবারেই নই। কিন্তু বহু বামপন্থী মানুষকে আমি শ্রূদ্ধা করি। শ্রদ্ধা করি তাদের ব্যক্তি মানুষটার জন্য। কোনো মানুষের জীবনে নানাদিক আছে। আমার কাছে মানুষটা আদৌ মানুষের উপকারে লাগে কিংবা ক্ষতির কারণ হয় কিনা সেটাই বিবেচ্য। আপনার এই মানসিকতায় আমি মুগ্ধ হলাম। মানুষ যদি আপনার মত করে ভাবতো তাহলে জগৎটা অনেক বেশী সুরেলা হত।

  • @gautamkar2746
    @gautamkar2746 8 หลายเดือนก่อน +3

    আপনার এই স্বচ্ছ ধারণা এবং এই সঠিক Observation কে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া টা কে এখন আমি একটা সামাজিক দায়িত্ব বলে মনে করছি। ধন্যবাদ আপনাকে এই সোজা বিষয় টা কে সহজ ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

  • @khetrahalder2497
    @khetrahalder2497 7 หลายเดือนก่อน +1

    দাদা মন দিয়ে আপনার এই সূক্ষ্ম বিশ্লেষণ টি শুনলাম। অত্যন্ত সময়োপযোগী একটি
    প্রতিবেদন। আমাদের মতন দেশে প্রত্যেকটি মানুষের তার নিজের স্বাধীনতা
    আছে। তাঁকে সম্মান করাটাই আমাদের প্রত্যেকের কর্তব্য ‌সেটা আমার মনের মতো নাও হতে পারে।।

  • @anchalickdarpan3453
    @anchalickdarpan3453 7 หลายเดือนก่อน

    অসাধারণ পর্যবেক্ষণ।অসংখ্য ধন্যবাদ।

  • @pashupatisanyal3036
    @pashupatisanyal3036 8 หลายเดือนก่อน +31

    খুব সুন্দর বলেছেন। সত্য কথা তুলে ধরেছেন। ধন্যবাদ জানাই।

  • @EngSteps
    @EngSteps 8 หลายเดือนก่อน +21

    অসাধারণ বক্তব্য স্যার।

  • @ritadas3939
    @ritadas3939 8 หลายเดือนก่อน +7

    অসাধারণ প্রতিবেদন।দাদা ভীষণ ভালো লাগলো আপনার সঠিক মন্তব্য। ভালো থাকবেন ।❤

  • @sanjaypoddar
    @sanjaypoddar 8 หลายเดือนก่อน +20

    খুব ভালো বলেছেন স্যার আপনি ❤❤❤

    • @Arnab-Mahato
      @Arnab-Mahato 8 หลายเดือนก่อน +2

      I N.D.I.A জোটে তৃণমূলও আছে

  • @sankarprasaddas6224
    @sankarprasaddas6224 8 หลายเดือนก่อน +6

    সাবাস কমরেড । খুব সুন্দর উপস্থাপনা ।

  • @schakraborty6395
    @schakraborty6395 8 หลายเดือนก่อน +2

    Asadharon laglo apner motamot. Apner proti . respect teengun bere galo. Pronam neben Sir. Apner gaan amar khub bhalo lage.

  • @sagarsamanta3190
    @sagarsamanta3190 8 หลายเดือนก่อน +15

    এটাই তো সুস্থ ভাবনা। খুব ভালো লাগল।

  • @jagannathdas3312
    @jagannathdas3312 8 หลายเดือนก่อน +1

    আপনী এতো ভাল বলেন, এতটা অন্তর থেকে বলেন যে আপনার প্রতিটা শব্দ চয়ন এবং প্রতিটা বাক্য বিশ্লেষণ আমাদের মনকে এমন ভাবে স্পর্শ করে যা বড়োই হৃদয়স্পর্শী । বারে বারে ফিরে আসুক আপনার বলা, অপেক্ষা করবো। প্রণাম নেবেন।।

  • @Debpanda3498
    @Debpanda3498 7 หลายเดือนก่อน

    গান ছাড়াও এত সুন্দর একটা প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানিয়ে গুরুত্ব কমাতে চাইছিনা।

  • @tapankumarray4695
    @tapankumarray4695 2 หลายเดือนก่อน

    আপনার এই প্রতিবেদনটি ধন্যবাদ যোগ্য। আপনার সর্বোত শুভ কামনা করি।

  • @dipakkabitasudha
    @dipakkabitasudha 8 หลายเดือนก่อน +8

    দারুণ ও যুক্তিযুক্ত কথা এবং আমি সহমত পোষন করি।

  • @koushikchoudhury9559
    @koushikchoudhury9559 8 หลายเดือนก่อน +9

    আমি ডান মানসিকতা হয়েও বলছি.... আপনার এই প্রতিবেদন আমার মন ছুঁয়ে গেলো।

    • @gopalchandramaity7304
      @gopalchandramaity7304 8 หลายเดือนก่อน

      Right🎉

    • @soumikdasofficial
      @soumikdasofficial  8 หลายเดือนก่อน +3

      Juktir daan Baam hoyna

    • @rahulkar5355
      @rahulkar5355 7 หลายเดือนก่อน

      Uni bam somporkeo janen bjp somporkeo janen tmc somporkeo janen.. Uni prothom jibone wbcs o 6ilen tar pir setao 6redie6ylen... Bjp k onar philosophyr sathe inclined monehoe6e tai ga6en.. R left eita nie jolghola kortegle nijei dombondho korbe nijek😊

  • @pradipneogi6633
    @pradipneogi6633 8 หลายเดือนก่อน +3

    Thank you very much.

  • @chandansobhansasmal2487
    @chandansobhansasmal2487 8 หลายเดือนก่อน +3

    খুব সুন্দর বিশ্লেষণ, ভালো মানুষ রাজনীতিতে এলেই শুভ শক্তির বিকাশ ঘটবে।

  • @rupakroy12
    @rupakroy12 8 หลายเดือนก่อน +3

    একদম ঠিক আপনার বিশ্লেষণ।🙏🙏🙏

  • @sudiptochakraborty585
    @sudiptochakraborty585 8 หลายเดือนก่อน +12

    একদম ঠিক বলেছেন স্যার❤❤

  • @kumareshmandal2814
    @kumareshmandal2814 8 หลายเดือนก่อน +2

    আপনার বিশ্লেষণ অসাধারণ লাগল!! অন্য সবাই রাজনৈতিক ব্যক্তিগণকে অনুরোধ এই ভাবে ভাববার জন্য!!

  • @SumanDas-dt9yy
    @SumanDas-dt9yy 7 หลายเดือนก่อน

    নমস্কার, আপনি যে ভাবে ব্যক্তি স্বাধীনতার কথা বললেন, খুব ভালো লাগলো, ধীরে ধীরে ব্যক্তি স্বাধীনতা একটা বিরল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আজকাল। আর আমরা অনেকেই এখন বুঝি না, যে ভিন্ন ভিন্ন ধারণা ও দৃষ্টিভঙ্গি দরকার যেটাকে বিবিধতা বলা হয়, নাহলে সমাজ একমুখী হয়ে যাবে ও সমাজের উন্নতি স্তব্ধ হয়ে যাবে, আপনিও ভালো থাকবেন।

  • @sukhamoyghose8195
    @sukhamoyghose8195 8 หลายเดือนก่อน +1

    Sir, your presentation is perfect and relevant. Thanks.

  • @snehasishbhattacharyya7873
    @snehasishbhattacharyya7873 8 หลายเดือนก่อน +4

    Thanks Dr.Soumik Das for your logical presentation on a very important and delicate issue which will certainly clear lots of doubts and misunderstanding among a large no of people .

  • @pinakisankarsatpathi6978
    @pinakisankarsatpathi6978 8 หลายเดือนก่อน +2

    Thanks Somik da great Analysis

  • @BikashBarua-pe9xt
    @BikashBarua-pe9xt 7 หลายเดือนก่อน +1

    Very interesting & intuatual topics.Thanks.

  • @sikhabiswas2105
    @sikhabiswas2105 8 หลายเดือนก่อน +3

    আপনাদের মত মানুষেরা আছে বলেই আমরা ভালোভাবেই থাকতে পারছি ।আপনি এবং আপনাদের মত ভাল মানুষ খুব ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ।

  • @ujjalbiswas1045
    @ujjalbiswas1045 8 หลายเดือนก่อน +4

    Com. You are absolutely correct.

  • @mallikamandal8848
    @mallikamandal8848 8 หลายเดือนก่อน +5

    স্যার ভালো লাগলো আপনার এই প্রতিবেদন!😊

  • @tapasichatterjee3203
    @tapasichatterjee3203 8 หลายเดือนก่อน +12

    দাদা 🙏🙏🙏🙏🙏🙏🙏
    খুব সুন্দর ভাবে আপনি সবকিছু বললেন,
    আমি খুবই নগণ্য কিন্তু আমার সেই সাধারণ চিন্তা ভাবনা দিয়ে দেখছি আজ মানুষের মানষিকতা কতটা পরিবর্তন হযয়ে যাচ্ছে, মানুষের ধৈয্য কতটা কমে গেছে একটু সময় পেলেই আর একজনকে কতটা আঘাত হানতে পারবে যেন তারই প্রতিযোগিতা চলছে,সবাই আমরা আমাদের মনের মতো যখনই কিছু না হয় আমরা মেনে নিতে পারি না,
    কিন্তু এটা কেন হবে , আমাদের দেশটাকে কেন আমরা সবার ওপরে , নিজেদের ক্ষুদ্র স্বার্থের ওপরে রাখতে পারি না?
    মুখে বড়ো বড়ো কথা বললেই হবে না, দেশের, দশের জন্য ভাবাটাই একজন দেশভক্তের প্রধান কর্তব্য।
    মানী মানুষকে মান দেওয়া আমাদের দেশ থেকে অনেক দিন আগেই উঠে গেছে।
    দাদা আপনার ওপর আমার মত অতি সাধারণ মানুষ অনেক আশা করি তাই আরো এরোকম প্রদীপ জ্বালিয়ে যাবূন, অন্ধকার যেন ধুয়ে মুছে সাফ হয়ে যায়।
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Dr_S_B
    @Dr_S_B 8 หลายเดือนก่อน +1

    Awesome...just speechless... respect for your understanding and discussion!

  • @animeshnandy3548
    @animeshnandy3548 8 หลายเดือนก่อน +9

    আপনার কথাগুলো একজন প্রকৃত বামপন্থির মতো। এরকম বিশ্লেষণ সমাজ মাধ্যমে শুনিনি। খুব ভালো লাগলো।

  • @amitroy853
    @amitroy853 8 หลายเดือนก่อน +6

    Monta sotti bhalo hoy gelo onek bhul bojhar obosan dhonnobad 🙏

  • @subhanjanbhattacharyya4225
    @subhanjanbhattacharyya4225 8 หลายเดือนก่อน +5

    অসাধারন দাদা এই কথা মানুষ বুঝছে না!

  • @pcchakrabarti2650
    @pcchakrabarti2650 8 หลายเดือนก่อน +23

    একদম ঠিক বলেছেন, চুলচেরা বিশ্লেষণ ❤❤

  • @pravatghosh2961
    @pravatghosh2961 7 หลายเดือนก่อน

    প্রিয় ডাঃ বাবু আপনার সুন্দর বিশ্লেষণ আমাদের হ্নদয় কেড়েছে
    অনেক ধন্যবাদ আপনাকে। জাস্টিস গাঙ্গুলী র জন্যই গোটা শিক্ষা দপ্তর আজও জেলে পাঠানো
    বড়ো কাজ করে দিয়েছেন।

  • @kabitasarkar2932
    @kabitasarkar2932 8 หลายเดือนก่อน +5

    মস্তিষ্কের এলোমেলো ভাবনাগুলো, কতো সহজে অবসান হয়ে গেল, আপনার এই কয়েক মিনিটের বিশ্লেষণে।
    ধন্যবাদ কমরেড 🙏, সত্যিটাকে বুঝিয়ে দেওয়ার জন্য।

  • @babulmandal7648
    @babulmandal7648 8 หลายเดือนก่อน +8

    খুব ভালো বলেছেন

  • @technicalmaster2018
    @technicalmaster2018 8 หลายเดือนก่อน +8

    আমি বিজেপি সমর্থিত একজন সাধারন মানুষ। কই আমার তো একটুও খারাপ লাগলো না আপনাকে এবং আপনার এই বিশ্লেষণ কে। আপনার সমস্ত গানই আমার সোনা।❤

  • @atanumitra8590
    @atanumitra8590 8 หลายเดือนก่อน +3

    সুন্দর বিশ্লেষণ। খুব ভাল লাগল।

  • @bjana18
    @bjana18 7 หลายเดือนก่อน

    Darun . Appreciating arguments

  • @amarnathbanerjee4867
    @amarnathbanerjee4867 8 หลายเดือนก่อน +1

    Thanks. A very logical and reasoned argument. I fully support.

  • @chandanpal7940
    @chandanpal7940 8 หลายเดือนก่อน +22

    ভদ্রলোকের মুখে ভদ্রকথা মানায় আর আপনি সেই ভাবেই শোনালেন বুঝালেন। ভালো থাকুন কমরেড

    • @soumikdasofficial
      @soumikdasofficial  8 หลายเดือนก่อน +2

      Ovadro hote 2 second lage... Vadrotar jonnyei practice proyojon

  • @essbeedee4121
    @essbeedee4121 7 หลายเดือนก่อน

    Really appreciate your analysis. As a Justice his verdicts never biased. Let us stop questioning his credibility as a Justice. We can only question him if he takes decision which is against the good of general public

  • @Ramacollections982
    @Ramacollections982 8 หลายเดือนก่อน +9

    Soumik Babu apni akjon dayitto shil nagorik . Apnar moto chinta dharar r akjon manush ke Jodi pawa jay tahole onek duruho somossa r samadhan kora jeto .

  • @kalyankumarsinha4538
    @kalyankumarsinha4538 7 หลายเดือนก่อน

    Excellent analysis.

  • @amitasarkar675
    @amitasarkar675 8 หลายเดือนก่อน +4

    আপনার ভাবনা, আপনার কথা, আপনার বিশ্লেষণ একজন বামপন্থী হিসেবে মনে প্রাণে সমর্থন করি। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।❤✊

  • @beautybandyopadhyay8263
    @beautybandyopadhyay8263 8 หลายเดือนก่อน +2

    Sampurno sathik katha bolechhen .namoskar janben .

  • @srimantabasu3166
    @srimantabasu3166 7 หลายเดือนก่อน

    Wonderful speech congratulations

  • @admiralgeneralaladeen7445
    @admiralgeneralaladeen7445 8 หลายเดือนก่อน +13

    একদম ঠিক কথা বলেছেন 👍

  • @totalelectronics7501
    @totalelectronics7501 8 หลายเดือนก่อน +4

    যুক্তিপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ

  • @dijendraayantika
    @dijendraayantika 8 หลายเดือนก่อน +54

    বিচারকরা ভোট দেন, সুতরাং তাঁদের গণতান্ত্রিক অধিকার আছে কোন দল করবেন। আমি আপনার সাথে একমত।

    • @ADsocrates0010
      @ADsocrates0010 8 หลายเดือนก่อน +1

      আপনি একটা একপাক্ষিক বিশ্লেষণ করলেন। অভিজিৎ গাঙ্গুলি সুবিধেবাদী পথে হেঁটেছেন। উনি আগামী চারমাস বিচারপতি পদে থাকতে পারতেন। তাহলে জনগনের পক্ষে রায় বা নির্দেশ দিতে পারতেন। কিন্তু উনি সে পথে হাঁটলেন না। উনি তড়িঘড়ি অবসর নিলেন। ভোটের হাওয়া টা কাজে লাগাবেন বলে। অভিজিৎ নিজস্ব দল তৈরি করতে পারতেন। মানুষ দুই হাত তুলে তাকে সমর্থন জানাত। কিন্তু উনি ভারতের ক্ষমতাসীন দলেই যোগ দিলেন। উনি ধান্দাবাজ ও স্বার্থান্বেষী। ওনার কাছে অনেক বিকল্প থাকতেও উনি সবথেকে সস্তা ও নিকৃষ্ট বিকল্প বেছে নিয়েছেন যাতে উনি রাতারাতি বিখ্যাত হতে পারেন।

    • @soumikdasofficial
      @soumikdasofficial  8 หลายเดือนก่อน

      Dhonnyobaad

  • @shibsankarchoudhury3471
    @shibsankarchoudhury3471 8 หลายเดือนก่อน +11

    খুব ভালো লাগলো।

  • @asishdatta1547
    @asishdatta1547 8 หลายเดือนก่อน +15

    আপনাকে ধন্যবাদ এরকম একটা অসাধারণ এবং সময়োপযোগী প্রতিবেদন উপস্থাপন করার জন্য।

  • @anjanmallik1053
    @anjanmallik1053 8 หลายเดือนก่อน +5

    I fully understand & agree your opinion.

  • @prasantakumardeytechno4260
    @prasantakumardeytechno4260 8 หลายเดือนก่อน +27

    সত্যই বলেছেন... প্রত্যাশা অতিরিক্ত হয়েগিয়েছিল...🙏

    • @soumikdasofficial
      @soumikdasofficial  8 หลายเดือนก่อน

      Pratyashar oporeo ekta self control thaka uchit

  • @swapanbose5613
    @swapanbose5613 7 หลายเดือนก่อน

    Soumlk da আপনার কথাগুলো অমূল্য ।যারা জীবনের জয়গান গেয়ে মানুষকে দলবদ্ধ করেছিলেন, নিজের জন্য নয় বরং সকলের জন্য। তাদের প্রতি কৃতজ্ঞতা, বিশ্বাস স্মৃতিবাহী চেতনা যাদের নেই ,তারাইতো এমন লেখে,পরকাশ করে। অভিজিৎ দা আগেও যেমন ছিলেন পরেও তেমনি থাকবেন মানুষের কাছে ভালোবাসা ভালোলাগার মানুষ হয়ে।আমি ওনাকে শ্রদ্ধা জানালাম, আপনাকেও।

  • @swapanchakraborty6196
    @swapanchakraborty6196 8 หลายเดือนก่อน +7

    অতিরিক্ত ভাবাবেগ মানুষকে হঠকারী করে দেয়। আপনার অভিমত একদম ঠিক।

  • @somadutta2731
    @somadutta2731 8 หลายเดือนก่อน +14

    সুপ্রভাত আপনাকে 🌹
    আমি চেয়েছিলাম মন থেকে
    উনি একটা এমন platform
    এ থাকুন
    যেখানে সব ধর্মের মানুষ
    সব দলের মানুষ
    নিপীড়িত অসহায় দিকভ্রান্ত
    মানুষ
    সেই platform এ গিয়ে ওনার
    সাহচর্য পায়
    ওনার আশ্বাস বাণী
    ওনার হাতটা মাথায় রেখে বলবেন
    আমি তো আছি
    যেখানে কারোর অঙ্গুলি হেলনে
    ওঠবোস করতে হবে না।
    চমকানি ধমকানি খেতে হবে না। 🙄🤔
    ঠিক বলেছেন
    অত্যধিক চেয়ে ফেলে ছিলাম।😔🙏

    • @pritamroy3766
      @pritamroy3766 7 หลายเดือนก่อน

      Aapnar ey chaoa ta impractical chaoa, ebong sei sathe inactive amd non effective akta chaoa. Anekta oi rog ba asukh hole mondire giye pujo korar moton.

  • @prasenjitchakrabarti5831
    @prasenjitchakrabarti5831 8 หลายเดือนก่อน

    দারুণ বিশ্লেষণ, খুব ভালো লাগলো❤

  • @tapasibose5538
    @tapasibose5538 8 หลายเดือนก่อน +5

    অসাধারণ যুক্তিপূর্ণ উপস্থাপন

  • @tanujabasu8008
    @tanujabasu8008 8 หลายเดือนก่อน +4

    আপনার সাথেই সহমত পোষণ করি। অভিজিৎ বাবু র বর্তমান কথা ইগনোর করাটাই ঠিক হবে।

  • @chandana3251
    @chandana3251 7 หลายเดือนก่อน

    🙏এই ধরণের বক্তব্য রাজনীতিতে খুব প্রয়োজন।

  • @subratachowdhury9125
    @subratachowdhury9125 8 หลายเดือนก่อน

    ধন্যবাদ ।আপনার বক্তব্য ভাল লাগল।

  • @utpalmukherjee4788
    @utpalmukherjee4788 8 หลายเดือนก่อน +1

    Excellent observation thank you for your nuteral speech

  • @sandipbarman9134
    @sandipbarman9134 8 หลายเดือนก่อน

    Khub sundor bisleson Dada.
    Asole Manus eta mante parchena Justice Ganguly ar Politician Ganguly ek non. Dujone alada tader kormokhetro alada.
    Personally ami Justice Ganguly kei mone rakhte chai tar May bichar er jonno.🙏

  • @ujjaldasgupta4456
    @ujjaldasgupta4456 8 หลายเดือนก่อน +3

    আপনার সঙ্গে আমি একমত।

  • @subhendu2134
    @subhendu2134 8 หลายเดือนก่อน +1

    Kuhb valo laglo apnar video ta dekhe

  • @subirsen2809
    @subirsen2809 8 หลายเดือนก่อน

    খুব ভাল লাগল আপনার আলোচনা,আমি অভিজিত গাংগুলিকে সম্মান করি,উনার সম্পূর্ণ অধিকার আছে কোন দলে উনি থাকবেন। এখন থেকেই এত বিরোধিতা করার কি আছে? উনাকে কাজ করতে দিন।

  • @tarunghatak2679
    @tarunghatak2679 8 หลายเดือนก่อน +1

    এমন বিশ্লেষণ খুবই সময়োপযোগী।সুন্দর।

  • @rajudas6443
    @rajudas6443 8 หลายเดือนก่อน +7

    Darun observation

  • @niyantaghosh127
    @niyantaghosh127 8 หลายเดือนก่อน

    Asadharon... Bhalo thakben... Apnader moto manusher dirghayu hok... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SIBAPRASADGANGULY
    @SIBAPRASADGANGULY 7 หลายเดือนก่อน +1

    লাল সেলাম কমরেড ❤✊🏾✊✊🏻

  • @arindamsengupta2667
    @arindamsengupta2667 8 หลายเดือนก่อน

    চমৎকার বিশ্লেষণ.....অনেকেই উপকৃত হবেন আশা করি।✊