বাংলাদেশের ঐতিহ্য গোলপাতার গুড় | The tasty and Rare Nipa alm juice | Shykh Seraj | Channel i |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 968

  • @mostafizurrahmanmostafiz701
    @mostafizurrahmanmostafiz701 6 ปีที่แล้ว +254

    আমি কখনো এই গাছের কাহিনী জানতাম না।এই গাছের এতো কিছু হয়।আল্লাহর অশেষ রহমত।

  • @pinakymukherjee8623
    @pinakymukherjee8623 4 ปีที่แล้ว +10

    নমস্কার ভারতবর্ষ থেকে লিখছি, আপনার এই ভিডিও থেকে আমাদের দুই বাংলার গর্ব সুন্দরবন এলাকার সমন্ধে অনেক কিছুই জানলাম।

  • @nirmalsaha4794
    @nirmalsaha4794 5 ปีที่แล้ว +84

    ভাই, আপনার বেশ কয়েকটি উপস্থাপনা দেখলাম । আহা, যা ভাষায় প্রকাশ অসম্ভব !
    আমি ভারতীয় । আপনার নানাবিধ অনুষ্ঠান
    বেশ গঠনমূলক যা অর্থনৈতিক সমৃদ্ধ ।
    ভালো থাকবেন ।

    • @goldenbengal3068
      @goldenbengal3068 4 ปีที่แล้ว +7

      শাইখ সিরাজ বাংলাদেশের কৃষিতে অসামান্য অবদান রেখেছেন। আমরা গর্ব করি তাকে নিয়ে। কৃষি পণ্য রপ্তানিতেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে -

    • @kkhabib8310
      @kkhabib8310 4 ปีที่แล้ว

      He is the living legend of Bangladesh. He has been awarded more than 100 national and international awards for his contribution in agriculture.

    • @yaoasafyaoasaf4836
      @yaoasafyaoasaf4836 4 ปีที่แล้ว

      আচ্ছালা মুআলাই কুম চার শাইখশিরাজ এই গোল পাতার চাষ। নোয়াখালীতে করা যাবে কিনা
      ।আপনি একটু বলবেন কিনা।

    • @srijatabagchi854
      @srijatabagchi854 4 ปีที่แล้ว

      Amio Indian. Nirmal babur sathe ami ekmat.Thanx.

    • @RuhulAmin-lm1qe
      @RuhulAmin-lm1qe 4 ปีที่แล้ว

      দাদা ধন্যবাদ আপনাকে, বাংলাদেশের অনুষ্ঠান দেখার জন্য।

  • @biswanathjana29
    @biswanathjana29 4 ปีที่แล้ว +26

    সত্যিই আপনাদের বাংলাদেশ খুব খুব সুন্দর দেশ৷ আপনাদের উপস্থাপনা, গাছের প্রতি ভালোবাসা অনন্য৷
    আমি একজন ভারতীয়৷

    • @mahabuburrashid7719
      @mahabuburrashid7719 2 ปีที่แล้ว +4

      শাইখ সিরাজ স্যারের যে কোন কাজই দৃষ্টান্ত অনুকরণীয় আমাদের দেশের কৃষির বিপ্লব ঘটানোর জন্য সিরাজ স্যারের এইসব কর্মকাণ্ড দৃষ্টান্ত হয়ে থাকবে

  • @araurrhoman4632
    @araurrhoman4632 4 ปีที่แล้ว +25

    আল্লাহ কিনা পারে লবন পানি থেকে মিস্টি গুর হয় সুবাহান আল্লাহ

  • @nazirahmed7564
    @nazirahmed7564 2 ปีที่แล้ว +5

    সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। আল্লাহ কত মেহেরবান। আল্লাহ তার বান্দার জন্য কত দয়ালু!!!🤲🤲🤲নিস্চয়,আল্লাহ তায়ালার অশেষ রহমত ও বিশাল নেয়ামত।

  • @sudippaul5239
    @sudippaul5239 4 ปีที่แล้ว +13

    অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভেবেছিলাম গোলপাতা দেখতে গোল গোল হবে ‌হয়ত. আমি ভারতীয় । আপনার নানাবিধ অনুষ্ঠান
    বেশ গঠনমূলক যা অর্থনৈতিক সমৃদ্ধ ।

  • @sajidstar
    @sajidstar 6 ปีที่แล้ว +131

    জীবনটাকে দারুন উপভোগ করেছেন স্যার, অনেক কিছু শিখিয়েছেন জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @didarulalam6607
    @didarulalam6607 4 ปีที่แล้ว +15

    হে আল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এতো সুন্দর না জানি তাহলে তুমি কতো সুন্দার।

  • @sarkar9761
    @sarkar9761 4 ปีที่แล้ว +2

    Ami India thaka apnar video Amar khub bhalo Laga.. thanks..

  • @ashikpatwary1086
    @ashikpatwary1086 5 ปีที่แล้ว +40

    বিসমিল্লাহ বলা টা অনেক ভালো লাগলো "

  • @debojitdocumentary9239
    @debojitdocumentary9239 5 ปีที่แล้ว +1

    খুব ভালবাসি বাংলাদেশকে আমাদের পূর্বপুরুষ সব বাংলাদেশ থেকে এসেছিল

  • @kobirhossan3527
    @kobirhossan3527 7 ปีที่แล้ว +328

    আল্লাহতালা মানুষকে কিভাবে রিযিক দিয়ে রাখছেন,,,সুবাহান আল্লাহ

    • @manishksingha1987
      @manishksingha1987 5 ปีที่แล้ว +3

      সবাই এক লাইন বাংলায় 3-4 টে আরবী শব্দ । অথচ পৃথিবী, যেত এই বানান গুলি লিখতে পারেন না । লজ্জা হওয়া উচিত ।

    • @truthspeech7450
      @truthspeech7450 5 ปีที่แล้ว +5

      @@manishksingha1987 তোর হোগায় এতো জ্বালা করছে কেন বে?ইন্ডিয়ার হিন্দু রা যখন ওদের আর্মি মারা যায় তখন শহীদ উপাধি দেয় কেন?শহীদ ইসলামিক আর আরবি শব্দ তখন বুঝি লজ্জা করে না?

    • @manishksingha1987
      @manishksingha1987 5 ปีที่แล้ว +1

      @@truthspeech7450 আমি আরবী শব্দ ব্যবহারের বিপক্ষে কিছু বলিনি । বাংলা ভাষায় বরাবর ই নানা ভাষার শব্দের মিশ্রণ হয়েছে। কিন্তু বাংলাভাষী হয়ে সাধারণ বাংলায় এমন দৃষ্টিকটু বানান ভুল যে হওয়া উচিত নয় এই কথাটাই বলেছি।

    • @pinakymukherjee8623
      @pinakymukherjee8623 4 ปีที่แล้ว

      @@truthspeech7450 কথাটা হিন্দু-মুসলিম বা ভারতবর্ষ- বাংলাদেশ না। আসলে কথা হল আমাদের মাতৃ ভাষার অপমান নিয়ে। নিজের ভাষাতেই বানান ভুল করে অপর ভাষা লেখা কেন। মনে পরে ২১শে ফেব্রুয়ারীর কথা। বাঙালির প্রাণ "বাংলা ভাষা" এর সন্মান রেখে তবেই অন্য ভাষা লিখুন।। ধন্যবাদ।।

    • @badrulislam1525
      @badrulislam1525 4 ปีที่แล้ว

      thik amio aghe babtam gol pata gol hobe ekon deki tar ulru

  • @morshedmd4665
    @morshedmd4665 3 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ। গোল পাতা আমাদের জন্য আল্লাহ তায়ালার নেয়ামত। তাই আমাদের এই ঐতিহ্য টিকিয়ে রাখতে হবে।

  • @Arpita_Mim
    @Arpita_Mim 4 ปีที่แล้ว +7

    মাশাল্লাহ আমাদের বাংলাদেশটি কতো সুন্দর I wish আল্লাহ্ তায়ালা যেন আপনার মতো বাংলাদেশটাকে ঘুরে দেখার জন্য সৌভাগ্য দেন

  • @muhammadalamin3577
    @muhammadalamin3577 4 ปีที่แล้ว +42

    আমাদের দেশে গোল পাতা গাছ আছে তা যানতাম না সত্যি আমার দেশ টা আসলেই শোনার দেশ, আলহামদুলিল্লাহ।

  • @mohammadfoysal8347
    @mohammadfoysal8347 5 ปีที่แล้ว +16

    গ্রামের মানুষ গুলো সত্যি অনেক সহজ সরল অনেল সুন্দত প্রতিবেদন স্যার😍

  • @gourmalakar6149
    @gourmalakar6149 5 ปีที่แล้ว +6

    সুন্দরবন এ খেয়েছি গোলপাতা সাস... তাল নারকেল সুপারি গোলপাতার কোনো জিনিস বাদ যায় না.. তবে গুড় হয় গোলপাতার জানলাম প্রথম.. অনেক ভালো ভিডিও গুলো শিক্ষণীয়... অনেক ভালোবাসা কলকাতা থেকে গৌর

  • @moktarhussain1823
    @moktarhussain1823 5 ปีที่แล้ว +15

    Masallah
    Subhanallah..Allah is Great
    বাচ্চা ছেলেদের চাটাচাটি দেখে জিভে জল এসে গেল এবং আপনার পায়েস আর মুড়ি খাওয়া দেখেও😋😋😋😋😋😃

  • @silvia-no7jl
    @silvia-no7jl 4 ปีที่แล้ว +3

    জাযাকাল্লাহ খায়ের স্যার
    অসাধারণ সুন্দর একটি ভিডিও। আমার জীবনের প্রথম এমন জিনিস দেখলাম। গোলপাতা দিয়ে যে এতকিছু হয় তা আমি আজ প্রথম জানলাম। আল্লাহ পাক আপনার উসিলায় এত সুন্দর একটা ব্যাপার জানার সুযোগ দিয়েছেন। দোয়া করছি আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন আর আপনার সৎকর্মগুলোকে কবুল করুন

  • @dgitptk
    @dgitptk 5 ปีที่แล้ว +11

    অসংখ্য ধন্যবাদ স্যার। গর্বিত আমরা বাংঙ্গালী হিসেবে। ধন্য আমাদের দক্ষিণ অঞ্চলেন খেটে খাওয়া মানুষ।

  • @ujjalchakraborty7912
    @ujjalchakraborty7912 4 ปีที่แล้ว +9

    এত চমৎকার তথ্যচিত্র জীবনে খুবই কম দেখেছি ।

    • @razcreationsbd7036
      @razcreationsbd7036 3 ปีที่แล้ว

      গোলপাতা যে গোল নয় এই প্রথম জানলাম।

  • @mohammadyousuf7380
    @mohammadyousuf7380 4 ปีที่แล้ว +3

    সুবহানাল্লাহ..
    বাতাসে গুল পাতার শব্দগুলো দরুণ...❤️
    শহরের জটিল জীবনধারা থেকে গ্রামের সহজ সরল জীবন অনেক ভাল...

  • @krishnachandra8287
    @krishnachandra8287 4 ปีที่แล้ว +2

    স্যার আদাব আমি একজন সৌদি প্রবাসী আপনার অনুষ্ঠান দেখতে আমার খুব ভালো লাগলো গোল পাতার রস গোলপাতার পায়েস আপনার খেতে দেখে আমার জিভে তে পানি চলে এলো

  • @md.azadhossain6940
    @md.azadhossain6940 7 ปีที่แล้ว +39

    আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুণ। আপনার মাধ্যমে আমরা অনেক অজানা তথ্য জানতে পারছি।

    • @iktiarmashud9699
      @iktiarmashud9699 5 ปีที่แล้ว +1

      May Allah bless you mr Sheikh Siraj

  • @MM-lr5hv
    @MM-lr5hv 4 ปีที่แล้ว +2

    ভাল লাগল । গোল পাতার গুড হয় জানতাম না , বীচি ও প্রথম দেখলাম, তালের শাঁসের মত খাওয়াও যায় । উত্তর বংগের লোকদের জানার কথা নয় । ধন্যবাদ জানানোর জন্য। সুন্দর কাজ।

  • @mdnoyon7442
    @mdnoyon7442 6 ปีที่แล้ว +30

    প্রথমবার দেখলাম গোলপাতা গুর ও গোল গাছের বিস্তারিত ব্যাখ্যা। দেশীও সংষ্কৃতি বেচে থাকুক স্যার আপনার মাধ্যমে... :)

  • @rijbisopon8085
    @rijbisopon8085 2 ปีที่แล้ว +2

    আহ্ আমার সোনার বাংলাদেশ❤️,কতোই না সুন্দর, যার কোনো তুলনা হয়না🥰! সূদুর প্রবাস থেকে খুব মিস করি,প্রিয় জন্মভূমি কে ! 🥺

  • @tasrinasheuly4799
    @tasrinasheuly4799 8 ปีที่แล้ว +22

    আমি জীবনের প্রথম গোলপাতা গাছ,রস,ফল দেখলাম.ধন্যবাদ স্যারকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য.

  • @mamunmollah1643
    @mamunmollah1643 4 ปีที่แล้ว +49

    গোলপাতা গাছ থেকে যে গুড় হয় আজই প্রথম জানলাম।

  • @radiatextiles1216
    @radiatextiles1216 3 ปีที่แล้ว +1

    সকল প্রশংসা একমাত্র আল্লাহর যিনি সকল কিছু সৃষ্টি করেছেন এবং ধংস করার ক্ষমতা রাখেন

  • @kalyanbiswas3773
    @kalyanbiswas3773 4 ปีที่แล้ว +3

    মহাশয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।বাপ দাদাদের মুখে গোল পাতার নাম শুনে মনেকরতাম যার পাতা গেলাকার অকারের সেই বুঝি গোল পাতা।আপনার আর‌ও ভিডিও দেখেছি ভালো লাগে।ভারত ।

  • @Bdpowersignal
    @Bdpowersignal 4 ปีที่แล้ว +1

    জীবনে প্রথমবার দেখলাম গোলপাতার গাছ থেকে গুড়, সত্যিই আপনার অনুষ্ঠান গুলো থেকে অনেক কিছু শিখার আছে।

  • @MdRony-sz4bt
    @MdRony-sz4bt 8 ปีที่แล้ว +5

    sir আমি যতই আপনার অনুষ্ঠান দেখি যে নিজেকে proud মনে করি. আপনার মত person থাকার কারনে হয়তো বা আমারা আপনার অনুষ্ঠান দেখতে পাই.এবং কিছু শিখার বিষয় .........sir I am proud
    Rony মিশর থেকে

  • @copernicusbruno2609
    @copernicusbruno2609 4 ปีที่แล้ว +2

    গোল পাতার বহুবিধ ব্যবহার এই প্রথম দেখলাম , শাইখ সিরাজ স্যারকে অনেক ধন্যবাদ !!!

  • @pankajsarma9272
    @pankajsarma9272 4 ปีที่แล้ว +16

    I am from India and strange to know the fact of Golpata for the first time. Many many thanks for the video Sir. Wish for a prosperous Bangladesh.

    • @Turjoplayz
      @Turjoplayz ปีที่แล้ว

      Thank you for your comment

    • @mahadevdas6679
      @mahadevdas6679 ปีที่แล้ว

      So if
      .. Na. , Na na ata

  • @saswatideymajumder1327
    @saswatideymajumder1327 3 ปีที่แล้ว +1

    Sir, ami West Bengal a thaki, apnar ai video ta amar khub valo laglo, notun anayk kichu jantay parlam, golpatar gachayr ato gunagun ami sottie jantam na, apnakay antorik dhonnobad ,

  • @shankarsaha969
    @shankarsaha969 4 ปีที่แล้ว +3

    This is one of the best channel of Bangladesh. From India.

  • @gitasreesarkar3301
    @gitasreesarkar3301 ปีที่แล้ว

    ঈশ্বর এর অপরূপ কাজ।আমি গোলপাতা বিষয়ে কিছুই জানতাম না।অনেক ধন্যবাদ এই পরিবেশনা র জন্য।আমি ভারত থেকে বলছি

  • @arunnakshatra1003
    @arunnakshatra1003 5 ปีที่แล้ว +6

    ভগবান ভালো রাখুক সবাই কে

  • @alokeray9171
    @alokeray9171 5 ปีที่แล้ว +1

    Ki Apurbo! Mon vore jai! Onek dhannobad apnake!

  • @dipakmajumdar4209
    @dipakmajumdar4209 4 ปีที่แล้ว +7

    Fantastika !!! Thanks very much Shykh Seraj Saheb. Excellent informative video, first time in my life. I have never seen such a video. Wonderful presentation and nicely explained. Expecting more such videos. Many many thanks. May God bless you a long life.

  • @mostafijurrohoman2206
    @mostafijurrohoman2206 5 ปีที่แล้ว +1

    আমি উত্তরবঙ্গের সন্তান। দক্ষিণবঙ্গের কিছুটা জীবনযাত্রা, তাঁদের কৃষি সম্পর্কে জেনে সমৃদ্ধ হলাম। আমাদের এই ছোট্ট দেশের জীবনযাত্রা কম বিচিত্র নয়, পদে পদে বাংলা মায়ের মন মতানো নতুন রুপ।

  • @ferdowsislam4194
    @ferdowsislam4194 8 ปีที่แล้ว +120

    গোলপাতা সম্পর্কে না জানা অনেক তথ্য জানতে পারলাম,,,,,ধন্যবাদ স্যার...

    • @mdrobull6485
      @mdrobull6485 8 ปีที่แล้ว +12

      Ferdows islam Anik আমিও জানতাম না রস হয় গুর হয়। ধন্যবাদ

    • @تمبنبتتنينينقننع
      @تمبنبتتنينينقننع 7 ปีที่แล้ว +2

      Ferdows islam Anik বা;লাগান

    • @masoodulalam3977
      @masoodulalam3977 6 ปีที่แล้ว

      Ferdows islam Anik

    • @mrmobile9138
      @mrmobile9138 4 ปีที่แล้ว

      ami ooo

  • @rabinsarder3088
    @rabinsarder3088 3 ปีที่แล้ว +1

    গোলপাতার গুড়ের নাম শুনেছি কিন্তু কখনো দেখা হয় নাই। আপনার মাধ্যমে গোলপাতার গুড় দেখতে পেলাম সে জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @SaidurRahman-nh4qk
    @SaidurRahman-nh4qk 8 ปีที่แล้ว +17

    সিরাজ স্যার আপনাকে অনেক ধন্যবাদ।
    এই প্রথম আমি গোল পাতার বহুবিধি ব্যবহার সম্পর্কে জানলাম এবং একটি সুস্বাদু গুরের সাথে পরিচিত হলাম।
    স্যার যদি আন্টিও যদি গুর বানানোর কৌশল দেখাতো তাহলে আরো শোভা র্বিদ্দি পেত।😀😀😀

  • @jashimabdulmalek4886
    @jashimabdulmalek4886 7 ปีที่แล้ว +2

    ছোটবেলায় গোলপাতা সমর্পকে অনেক শুনেছি ,,, বইয়েতে পড়েছিলাম কিন্তু স্যার আজ জানতে পারলাম এটার বেব্যহার।,,, অসংখ ধন্যবাদ স্যার

  • @mareamm9037
    @mareamm9037 8 ปีที่แล้ว +10

    খুব ভাল লাগলো
    তার চেয়ে বড় কথা এই গোল পাতা প্রথম দেখলাম ।।।

  • @tapatipal4826
    @tapatipal4826 5 ปีที่แล้ว +1

    Sotti osadharon laglo ... Dada apnake onek dhonnobad janai . Mone holo kichukhoner jonno onno kothao hariye giyechilam.

  • @gobindamondal1477
    @gobindamondal1477 4 ปีที่แล้ว +5

    Sir I am from Kolkata. You programes make me emotional. Carry on sir and may your Allaha bestow his blessing to you.

  • @amirhamza7199
    @amirhamza7199 4 ปีที่แล้ว +2

    সবচেয়ে ভালো লাগলো স্যার যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোলপাতার শ্বাস খেলেন।

  • @chaitalisaha8491
    @chaitalisaha8491 5 ปีที่แล้ว +4

    Excellent video. Enjoyed thoroughly. Very informative also.

  • @aqmibrahim
    @aqmibrahim 5 ปีที่แล้ว +1

    আমার ভালবাসার একজন মানুষ আপনি। আল্লাহ আপনাকে সর্বদা সুস্থ রাখুক।

  • @mosamia6828
    @mosamia6828 7 ปีที่แล้ว +12

    আমি দেশের বাহিরে আছি দেশেগেলে অবশ্যই সেখানে যাব ইনশাআললাহ। মধু নয়ার জন্য।।

  • @mprancher4966
    @mprancher4966 5 ปีที่แล้ว +1

    আল্লাহ্ র সৃষ্টি, কোনটাই ফেলনা নয়!
    আলহামদুলিল্লাহ!!!

  • @sudiptachakraborty7244
    @sudiptachakraborty7244 5 ปีที่แล้ว +15

    একটি নতুন ধরনের গুড় এর নাম জানলাম, ভারতে এটা পাওয়া যায় কিনা জানিনা, যাইহোক খুব ভালো লাগলো।

    • @altafhossen4944
      @altafhossen4944 2 ปีที่แล้ว +1

      বালের দেশ ভারত হাঁ হাঁ হাঁ

  • @hmrayhan4025
    @hmrayhan4025 3 ปีที่แล้ว +2

    স্যার এই গাছ এই প্রথম আপনার মাধ্যমে দেখলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।।

  • @gamehchannle8981
    @gamehchannle8981 5 ปีที่แล้ว +3

    কী সহজ সরল মানুষ, সহজ জীবন❤❤❤❤❤

  • @gitasreesarkar3301
    @gitasreesarkar3301 ปีที่แล้ว

    সত্যিই আশ্চর্য।আমি কিছু ই জানতাম না ।ভগবানের খ
    কি অপরূপ কাজ

  • @rredwanothersbd1245
    @rredwanothersbd1245 7 ปีที่แล้ว +14

    that's our natural gift by Allah!

  • @didaralam4703
    @didaralam4703 4 ปีที่แล้ว +1

    আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য অনেক নেয়ামত রাখছেন আলহামদুলিল্লাহ

  • @shafiqbangi1344
    @shafiqbangi1344 8 ปีที่แล้ว +12

    ধন্যবাদ, গুলপাতা চিনতাম আগেথেকে কিন্তু কখনো ধারনা ছিলনাযে এর থেকে গুড় তৈরি হয়!!

  • @mostofa47
    @mostofa47 4 ปีที่แล้ว +1

    স্যার শাঈখ সিরাজ,
    আপনার প্রতি কৃতজ্ঞতা জানালেই
    শেষহবেনা আমার হৃদয়ের আকাঙ্খা।
    শুভ কামনা রইলো আপনার জন্য।

  • @roychowdhury4348
    @roychowdhury4348 4 ปีที่แล้ว +4

    Thank you for bringing this educational presentation. Nature is amazing. We should enact policies and implement them to nurture nature.

  • @sanjuktabagchi2404
    @sanjuktabagchi2404 4 ปีที่แล้ว

    গোলপাতা গাছ থেকে যে গুড় ও হয় আজ জানলাম ও দেখলাম খুব সুন্দর ভিডিও টি।

  • @chandanroy1559
    @chandanroy1559 4 ปีที่แล้ว +4

    Seraj sir, the way you explain that's really great. Love from India ❤️

  • @fulmatsiddqueagrofarm3765
    @fulmatsiddqueagrofarm3765 4 ปีที่แล้ว +1

    একটা গাচ থেকে এত নেয়ামত,তাও তো আমাদের শোকর নাই, তাই এত গজব,আললাহ আমাদের কে বুজার শক্তি দান করুক,

  • @timirdas-e8u
    @timirdas-e8u 5 ปีที่แล้ว +5

    Syraj da...all of your presentations are unique. Your approach to prople is so humble and this humility makes your documentaries great to see. Congratulations from Tripura

  • @md.zakariazakaria9597
    @md.zakariazakaria9597 3 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো তথ্যবহুল আর্টিকেলটি। সাধারণ গোলপাতা গাছ থেকে গুড় আর পাতা দিয়ে ঘর ছাউনি ও পাটি তৈরী করে বাড়ীতে ব্যবহার করা সত্যিই অভাবনীয়।

  • @srmazumder888
    @srmazumder888 4 ปีที่แล้ว +1

    অনেক অনেক ধন্যবাদ পরম শ্রদ্ধেয়
    শাইখ সিরাজ ভাইকে।আপনার জন্য
    অনেক সুন্দর ও তাৎপর্যপূর্ণ একটি
    ভিডিও উপভোগ করতে পারলাম।
    আমাদের গ্রামপ্রধান প্রিয় মাতৃভূমি
    বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয়
    সম্পর্কে আপনার মাধ্যমে জানতে পারি।
    এমনকি বহির্বিশ্বের কৃষি সম্পর্কিত
    তথ্যাদিও আপনার মাধ্যমে জানতে
    পেরে আনন্দিত হই।
    আপনাকে আবারও ধন্যবাদ।শুভ
    কামনা রইলো আপনার জন্য এবং
    পরিবারবর্গ প্রত্যকের জন্য।।

  • @rubymukherjee3036
    @rubymukherjee3036 7 ปีที่แล้ว +102

    মহাশয় দোয়া করে .. এমন সুন্দর গুড়ের পায়েস , দর্শকের সামনে খাবেন না... দর্শক দুঃখী হয়

    • @T2sEpicTravel
      @T2sEpicTravel 6 ปีที่แล้ว

      ruby mukherjee hahaha

    • @koushikroy3978
      @koushikroy3978 4 ปีที่แล้ว +1

      ruby mukherjee 🤣🤣🤣

    • @irafnmunna5071
      @irafnmunna5071 4 ปีที่แล้ว +1

      😅😅

    • @acdas1
      @acdas1 4 ปีที่แล้ว +2

      আহা দুঃখ করবেন না। আপনি এখানে আসুন, স্বাদ গ্রহন করতে পারবেন।

    • @MdSojib-rl8ef
      @MdSojib-rl8ef 4 ปีที่แล้ว

      ১০০% ঠিক বলেছেন

  • @khokanchandradas8178
    @khokanchandradas8178 ปีที่แล้ว

    এক অসাধারণ অভিঞ্জতা অর্জন করলাম।
    আগে কখনোই এই গোলপাতার কথা জানতামনা।

  • @europeeveryday8909
    @europeeveryday8909 8 ปีที่แล้ว +4

    sotte a jano ak sopno pure,video ta dakar por amr monta akono oi gulpatar bagany pory asy,thank you sir,for this vidio

    • @NBTB497
      @NBTB497 7 ปีที่แล้ว +1

      অনেক সুনদরভাবে দেখানো হইছে ।

  • @prantosarker2086
    @prantosarker2086 5 ปีที่แล้ว

    অসাধারণতা ডুকুমেন্টারী,,,
    ধন্যবাদ গোলপাতা গুড় চাষিদের!!
    যাদের জন্য গোলপাতার এতো এত সুমিষ্ট গুড় পাচ্ছি আমারা

  • @shamim033
    @shamim033 8 ปีที่แล้ว +4

    amazing Bangladesh love Bangladesh.. thanx to sir Shykh seraj n lots of doughy for him

    • @goldenbengal3068
      @goldenbengal3068 4 ปีที่แล้ว

      শাইখ সিরাজ বাংলাদেশের কৃষিতে অসামান্য অবদান রেখেছেন। আমরা গর্ব করি তাকে নিয়ে। কৃষি পণ্য রপ্তানিতেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে -

  • @0312amar
    @0312amar 2 ปีที่แล้ว

    চমৎকার ডকুমেন্টারি স্যার। আপনার পিকচারাইজেশনের মাধ্যমে আপনি আমাদের সাথে সংযোগ স্থাপন করেছেন (ভারত থেকে)। আমি সংস্কৃতি, ভাষা, মাটি এবং সহজ জীবনযাপনের সাথে একটি বন্ধন অনুভব করি। যেন অবিভক্ত বাংলা। দীর্ঘজীবী হন।

  • @mdmamdud7044
    @mdmamdud7044 8 ปีที่แล้ว +6

    ma sha allah ..onik sondor ami dektache

  • @ranariislam8301
    @ranariislam8301 4 ปีที่แล้ว +1

    সার অাপনার অনুষ্টান গুলো অনেক ভালো লাগে।

  • @mohadinmd3998
    @mohadinmd3998 8 ปีที่แล้ว +4

    আসলে আগে কখনো দেখিনি খুব সুুন্দর

  • @eaminkhan1578
    @eaminkhan1578 3 ปีที่แล้ว

    মহান আল্লাহর প্রতি শুকরিয়া। আপনাকে অনেক ধন্যবাদ এত সুনদর কিছু দেখানোর জন্য।

  • @mostafaalmamun3526
    @mostafaalmamun3526 8 ปีที่แล้ว +5

    কি চমৎকার........................।।ধন্যবাদ স্যার

  • @shahjalalislam9605
    @shahjalalislam9605 3 ปีที่แล้ว

    এই ভিডিও টি দেখে অনেক অনেক ভালো লাগল মনে চায এখনই যেতে এবং গোলপাতা গুড়ও রস খেতে,,বার বার জিবে পানি আসে। যারা ভিডিও তৈরী করছেন তাদেরকে হাজারো ধন্যবাদ।

  • @KobirAhmedAnik
    @KobirAhmedAnik 6 ปีที่แล้ว +163

    আমি বুঝিনা এরকম ভিডিওতে কোন আবালেরা unlike দে যারা এত সুন্দর ভিডিওতে আনলাইক দেন তারা সত্যি আবালের বংশধর

    • @ninjanaz5328
      @ninjanaz5328 6 ปีที่แล้ว +5

      যারা আনলাইক দিচ্ছে,তারা মনে করছেএটি লাইক,এ বদমাইশগুলিকে
      জুতা মারলেও হবে না,ইংরেজীর প্রভাব এটি,বাংলায় এটি লাইক না বললেও কানে নেয় না। এগুলি কি দশা হবে ভবিষ্যতে, এরা উল্লুক।

    • @bangletwist31
      @bangletwist31 6 ปีที่แล้ว +1

      Over smart tai 🤣🤣🤣🤣

    • @habiburrahman3852
      @habiburrahman3852 4 ปีที่แล้ว +2

      আপনারা এতো অধইর্য কেন! যিনি আপনার চেয়ে ভালো গ্যান রাখেন তিনি দিমত পোসন করতেই পারেন, আপনিও তার সাথে দিমত হতে পারেন। তাই বলে গালাগাল করা ঠিক নয়। ধইর্য্য মহত্তের লক্ষণ।

    • @ranas2080
      @ranas2080 4 ปีที่แล้ว +1

      Khankir pola

    • @sirajulislam5163
      @sirajulislam5163 4 ปีที่แล้ว +1

      একমত

  • @robiulmit5835
    @robiulmit5835 4 ปีที่แล้ว +1

    স্যারের উপস্থাপনা অসাধারণ ,মাশাল্লাহ পরিবার পর্দাশীন.

  • @dumplingkd5927
    @dumplingkd5927 7 ปีที่แล้ว +46

    ভেবেছিলাম গোলপাতা দেখতে গোল গোল হবে ‌হয়ত, আকাশ থেকে পড়লাম!☹️

  • @mhtv2126
    @mhtv2126 5 ปีที่แล้ว +1

    খুবই ভাল লাগলো আল্লাহর এই অপূর্ব মহিমা দেখে, ধন্যবাদ সিরাজ আঙ্কেল এরকমের ডুকুমেন্টারী উপহার দেয়ার জন্য

    • @goldenbengal3068
      @goldenbengal3068 4 ปีที่แล้ว

      শাইখ সিরাজ বাংলাদেশের কৃষিতে অসামান্য অবদান রেখেছেন। আমরা গর্ব করি তাকে নিয়ে। কৃষি পণ্য রপ্তানিতেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে -

  • @Mstasfique
    @Mstasfique 8 ปีที่แล้ว +12

    অনেক ভাল লাগল স্যার, অনেক তথ্যবহুল ছিল। যাজাকআল্লাহু খায়রান

    • @goldenbengal3068
      @goldenbengal3068 4 ปีที่แล้ว

      শাইখ সিরাজ বাংলাদেশের কৃষিতে অসামান্য অবদান রেখেছেন। আমরা গর্ব করি তাকে নিয়ে। কৃষি পণ্য রপ্তানিতেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে -

  • @soumensarkar8673
    @soumensarkar8673 4 ปีที่แล้ว +2

    I am from India, i see your last few vedio, just Awsm and enjoyed me........Bangladesh is a very sweet country now i understood sir

  • @romankhanroman3818
    @romankhanroman3818 5 ปีที่แล้ว +16

    2019 এ কে কে দেখছেন

  • @fokirmasud8717
    @fokirmasud8717 4 ปีที่แล้ว

    বিনম্র শ্রদ্ধা ভরা সালাম রইলো শাইখ সিরাজ ভাই আপনাকে। আল্লাহর সৃষ্টি যে এতো সুন্দর এতো মনমুগ্ধকর সত্যিই বিমুগ্ধ হয়েছি।যাহা কিনা প্রশংসার ভাষা নেই।। অনেক অনেক ভাল লেগেছে আপনার জন্য শুভকামনা, সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ আপনাকে হেফাযত করুন দীর্ঘায়ু দিন। (আমিন)

  • @babulmohd4557
    @babulmohd4557 8 ปีที่แล้ว +4

    প্রথম দেখলাম

  • @mdmoktar6710
    @mdmoktar6710 ปีที่แล้ว

    শায়েখ সিরাজ স্যারকে ধন্যবাদ গোল পাতার ব্যবহার সম্পর্কে জানানো।

  • @mukutpathan8074
    @mukutpathan8074 8 ปีที่แล้ว +4

    Really awesome and heritage of our rural culture.

  • @abdussabursikder8546
    @abdussabursikder8546 ปีที่แล้ว

    ধন্যবাদ সাইখ সিরাজ স্যারকে,মাটি ও মানুষের সাথে মিশেছেন নিবিড় ভাবে।

  • @kaziziaullatif1742
    @kaziziaullatif1742 7 ปีที่แล้ว +20

    অনেক সুন্দর, প্রতিবেদন টি দেখে মনে হলো যেন ঐ এলাকায় ঘুরে এলাম ।
    ধন্যবাদ ঐ এলাকার বাসিন্দা দের সেই সাথে আপনি এবং আপনার টিমের
    সকল কে ।
    ছৌদিআরব থেকে কাজী জিয়াউল লতিফ ।

  • @pritam913
    @pritam913 4 ปีที่แล้ว

    অত্যন্ত মনোগ্রাহী ও তথ্য সমৃদ্ধ উপস্থাপনা ভীষণ অনুপ্রাণিত হলাম ও সমৃদ্ধ হলাম 😊

  • @kanasarker472
    @kanasarker472 6 ปีที่แล้ว +49

    আমাদের আদি বাড়ি, সিরাজ স্যার আপনি আমাদের সরকার বাড়িতে গিয়েছেন দেখে খুব ভালো লাগল

    • @মোহাম্মদহাছানমোহাম্মদহাছান
      @মোহাম্মদহাছানমোহাম্মদহাছান 5 ปีที่แล้ว +3

      গোল পাতার রস আছে জানতাম না এতোবছর পর জানলাম এগাছ নিয়ে কতো খেলা করছি ছোটোবেলা

    • @moktarhussain1823
      @moktarhussain1823 5 ปีที่แล้ว

      Ahon koi thaken

    • @MdRobiul-bd4cj
      @MdRobiul-bd4cj 5 ปีที่แล้ว

      Kana Sarker আমাদের নিবেন কি

    • @goldenbengal3068
      @goldenbengal3068 4 ปีที่แล้ว +1

      শাইখ সিরাজ বাংলাদেশের কৃষিতে অসামান্য অবদান রেখেছেন। আমরা গর্ব করি তাকে নিয়ে। কৃষি পণ্য রপ্তানিতেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে -

    • @aslambabukazi5841
      @aslambabukazi5841 4 ปีที่แล้ว

      Ti

  • @nomananik9130
    @nomananik9130 4 ปีที่แล้ว

    গোলপাতার রসের বিষয়ই অজানা ছিলো। আলহামদুলিল্লাহ। সৃষ্টির বিস্ময়

  • @biplobcarpenter5426
    @biplobcarpenter5426 4 ปีที่แล้ว +4

    Wonderful presentation. I would like to suggest brother Siraj that if possible then prepare a disciple for you who has same passion for agriculture sector so that this type presentation can be seen from generation to generation. Thanks for your hardship. May God guide you in His ways.

  • @mdshahinalom64
    @mdshahinalom64 4 ปีที่แล้ว

    অনেক ভালো লাগলো । অজানা কিছু জানতে পারলাম , আলহামদুলিল্লাহ !
    আসলেই আল্লাহর রহমত নেয়ামতের শেষ নেই