কবর আজাব-১/৩ ( মোল্লাদের বানোয়াট অস্ত্র না বাস্তব) কুরআন থেকে দলিলভিত্তিক সত্যতা যাচাই

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 105

  • @Zahidul.I.C
    @Zahidul.I.C 5 หลายเดือนก่อน +6

    আপনি একদম সঠিক কথা বলেছেন। আল্লাহ সকল মানুষকে কুরআন বোঝার সঠিক বুঝ দান করুক

  • @abashar3502
    @abashar3502 5 หลายเดือนก่อน +5

    সালামুন আলাইকুম। অসাধারণ, সুন্দর, চমৎকার আলোচনা। মহান আল্লাহ আপনাকে ভালো ও সুস্থ রাখুক। মাইজদী কোর্ট, নোয়াখালী। ❤️💥

  • @sahinhossain8632
    @sahinhossain8632 26 วันที่ผ่านมา +3

    আলহামদুলিল্লাহ, আমি সত্যিই অনুপ্রানিত, কারন কুরআন শরীফ পুরাটা বাংলা পড়া থাকলেই, এই গঠনমূলক আলোচনা বোঝা সম্ভব, অন্যথায় মিথ্যা বানোয়াট কল্পকাহিনী শুনে আর নেকির পিছনে ঘুড়ে দিন শেষ, সারাজীবন যে সিলেবাসের উপর ভিত্তি করে পড়াশোনা করলাম দিনশেষে দেখা যাবে কোনো প্রশ্নই পরীক্ষায় কমন পরেনি, তখন বলতে হবে ঐ ঐ অমুক হুজুরের কথা শুনেছি তখন উপায় একটাই,ফলাফল শূন্য।
    এমন গঠন মূলক আলোচনা সত্যিই আমাদের প্রয়োজন।

  • @masudrana3775
    @masudrana3775 5 หลายเดือนก่อน +11

    কবর আযাব নিয়েই জীবনে প্রথম ইসলামিক চিন্তা ভাবনা শুরু করেছিলাম, এবং প্রকৃত ইসলাম যে প্রচলিত ইসলাম নয়, সেটা অনুভব করেছিলাম.. সেই থেকে কুরআন পড়া/ গবেষণা শুরু...

    • @Dr.khan27
      @Dr.khan27 5 หลายเดือนก่อน

      তাই???

    • @nahidaafrin9077
      @nahidaafrin9077 5 หลายเดือนก่อน

      সুন্দর আলোচনা।

  • @RowshanMilli-i6n
    @RowshanMilli-i6n 5 หลายเดือนก่อน +4

    আস সালামু আলাইকুম, আমি নিয়মিত আপনার আলোচনা শুনি এবং আমার পেজে এবং গ্রুপে প্রচার করি আল্লাহ সকল মুমিন বান্দা - বান্দীকে কোরআনে তাফসির বুঝার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ।

  • @saidul5373
    @saidul5373 5 หลายเดือนก่อน +3

    কবর আযাব নিয়েই জীবনে প্রথম ইসলামিক চিন্তা ভাবনা শুরু করেছিলাম, এবং প্রকৃত ইসলাম যে প্রচলিত ইসলাম নয়, সেটা অনুভব করেছিলাম.. সেই থেকে কুরআন পড়া/ গবেষণা শুরু good topeck

  • @BAPPI776
    @BAPPI776 5 หลายเดือนก่อน +10

    ভাই আমার, ওরা কবরের আজাবের কথা বলে ভয় দেখিয়ে মানুষের কাছথেকে টাকা পয়সা কালেকশন করে এটাই ওদের পেট পালার কাজ।

  • @মানুষেরমুক্তিকোথায়
    @মানুষেরমুক্তিকোথায় 5 หลายเดือนก่อน +2

    সঠিক আলো শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @saikahossain855
    @saikahossain855 5 หลายเดือนก่อน +2

    সালামুন আলাইকুম
    আলহামদুলিল্লাহ
    খুব সুন্দর আলোচনা।

  • @ForidKhan-me7ev
    @ForidKhan-me7ev 5 หลายเดือนก่อน +1

    সালামুন আলাইকা খুব সুন্দর আলোচনা ❤❤❤❤

  • @SKMosaddek-dv8dl
    @SKMosaddek-dv8dl 5 หลายเดือนก่อน +1

    হ্যাঁ দাদা সঠিক উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক

  • @tuhinezabulhaq1357
    @tuhinezabulhaq1357 5 หลายเดือนก่อน +2

    সুন্দর উপস্থাপন ও ডকুমেন্টেশন।
    এভাবেই চালিয়ে যান।
    তবে অবশ্যই ধারাবাহিকতাটা বজায় রাখবেন প্লিজ।
    আল্লাহ আপনার মঙ্গল করুক

  • @MahadiIslam-mo6je
    @MahadiIslam-mo6je 5 หลายเดือนก่อน +2

    আল্লাহতালা কখনো কারো উপর অবিচার করে না বরং মানুষ নিজেই নিজের উপর অবিচার করে সূরা ইউনুস আয়াত 14

  • @ruhulibramsrijon3523
    @ruhulibramsrijon3523 5 หลายเดือนก่อน +2

    Assalamualaikum oya rahmatullah sir. Sir apnake salam abong sroddha janai sir.

  • @JalalShajalal
    @JalalShajalal 5 หลายเดือนก่อน +3

    সুন্দর আলোচনা

  • @md.nazrulislam5662
    @md.nazrulislam5662 5 หลายเดือนก่อน +1

    মাশাল্লাহ,
    মারহাবা,
    আলহামদুলিল্লাহ।

  • @mdhdinislam4526
    @mdhdinislam4526 5 หลายเดือนก่อน +5

    কবরের আজাব বানানো গল্প,,, হিসাব তো একমাএ হাশরের মাঠেই হবে।

  • @MdBarekurjaman-nf2cm
    @MdBarekurjaman-nf2cm หลายเดือนก่อน

    সালামুন আলাইকুম শরীয়তপুর জেলা থেকে দেখছি

  • @abdunnoorlaskar2129
    @abdunnoorlaskar2129 5 หลายเดือนก่อน

    আমরা কোরআন বেশী পড়ি বেশী ছোয়াব পাওয়ার জন্যে আর খতম করি বা করাই মুর্দার কবরের আ
    জাব মাফ করানোর জন্যে।

  • @imdadullahabibi5896
    @imdadullahabibi5896 5 หลายเดือนก่อน

    লেকচারটি আমার কাছে সত্য মনে হয়।

  • @mrssufia1962
    @mrssufia1962 3 หลายเดือนก่อน +1

    সালাম আপনাকে ভাই।

  • @ExcitedAquariumFish-qk3yb
    @ExcitedAquariumFish-qk3yb 5 หลายเดือนก่อน +1

    Sir oi question korar por amr abbu mara gese 😢 video ta dekhe onek kisu clear hoilam apni onek sundor kore bujhan mashallah

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  5 หลายเดือนก่อน

      কোন কোয়েশ্চেন?

    • @ExcitedAquariumFish-qk3yb
      @ExcitedAquariumFish-qk3yb 5 หลายเดือนก่อน

      Ji amr Jana moto milad pora agula kisu na bt family er lok Jon r onek Manus agula milad porabe Ami na korar por kao amr Kotha sune na Ami ki korte pari kindly janben plz

  • @shafiqulislam-qs4jw
    @shafiqulislam-qs4jw 5 หลายเดือนก่อน +1

    Alhamdulillah

  • @MdRafiqulIslamRafiq-v7b
    @MdRafiqulIslamRafiq-v7b 5 หลายเดือนก่อน +2

    ভাই আমাকে বাংলা কোরআনের তাফসির pdf File দেওয়া যাবে?

  • @mdopukhan-e1d
    @mdopukhan-e1d 4 หลายเดือนก่อน +1

    সালামুন আলাইকুম 👏❤️

  • @mdtaherulislam926
    @mdtaherulislam926 5 หลายเดือนก่อน +1

    অসাধারণ আলো চনা

  • @kabitachowdhury4298
    @kabitachowdhury4298 5 หลายเดือนก่อน

    সদকায়ে জারিয়া নিয়ে আলোচনা করার অনুরোধ রইলো। উপকৃত হব।

    • @Nurulaminsaheen
      @Nurulaminsaheen 5 หลายเดือนก่อน

      জীবিত অবস্থায় দান সদকা অনেক গুরুত্বপূর্ণ আমাদের নিজ নিজ আমলের জন্য।। মরার পর সন্তান বা অন্যের কোন দান সদকা মৃত আমার কোনো কাজে আসে না।। মৃত্যুর পর আমলনামা ইল্লিন বা সিজ্জিনে রাখা হয়।।
      ওখানে আর কোনো সংযোজন, পরিবর্ধন, পরিমার্জন সম্ভব নয়।।
      আল্লাহ ন্যায় বিচারক।। আর বিচার ছাড়া শাস্তি দেওয়া অন্যায় ও জুলুম।।
      নিশ্চয়ই আল্লাহ জালিম নন। তিনি আজিজুল হাকিম, রহমানুর রাহীম!

  • @sksafratali7019
    @sksafratali7019 5 หลายเดือนก่อน +1

    কিয়ামত কি?হাসর কি তা কি সর্বদা ঘটে চলেছে? জানাবেন দাদা ❤❤❤❤❤

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  5 หลายเดือนก่อน

      Na

    • @aeyshaeman4752
      @aeyshaeman4752 4 หลายเดือนก่อน

      কিয়ামত হচ্ছে মহাবিশ্বের ধ্বংস আর এরপরই মৃত মানুষেরা পুনরায় জীবিত হবে তখন সবাই একসাথে সমবেত হবে সেটাই হাশর, এরপরই জান্নাত জাহান্নাম

  • @mdsofikul6065
    @mdsofikul6065 5 หลายเดือนก่อน

    সালামুন আলাইকুম

  • @nomanhossain2831
    @nomanhossain2831 5 หลายเดือนก่อน

    সালামুন আলাইকুম,,

  • @md.habiburrahman3712
    @md.habiburrahman3712 4 หลายเดือนก่อน

    আমরা পৃথিবী পৃষ্ঠে বাস করি পৃথিবী দৈনিক একবার ঘুরলে আমাদের বয়স হয় একদিন আর পৃথিবী বছরে সূর্যের চারিদিকে একবার ঘুরলে আমাদের বয়স হয় একবছর । পৃথিবী না ঘুরলে আমাদের কোন বয়স নেই অর্থাৎ আমরা সময়ের উর্ধে । বরযখে কি পৃথিবী পৃষ্ঠের মত রাতদিন বছর হয় কি যাতে মৃতরা বুঝবে বরযখে কত সময় অতিবাহিত হল ? সেখানে মৃতরা কি সময়ের উর্ধে নয় কি ? সেখানে কোন সময় নেই ।

  • @mdborhanuddin5126
    @mdborhanuddin5126 5 หลายเดือนก่อน +2

    এ বিষয়টি বোঝার জন্য মানুষের জীবন ও মৃত্যু সম্পর্কে বুঝতে হবে। কুরআন অনুসারে মানুষের জীবন ২টি ও মৃত্যু ২টি সূরা বাকারার ২৮ ও গাফিরের ১১ আয়াত। এই হিসাবে পৃথিবীতে বেঁচে থাকা ও বারযাখি জীবনের পর পুনরুত্থান দিবসে জীবিত হয়ে আর একটি জীবন এবং একই ভাবে রুহের জগতে রুহ সমূহ কে যার যার পিতার পিঠে প্রবেশ ও মায়ের পেট হতে জন্ম নেয়ার পর পৃথিবী হতে মৃত্যু এবং এরপর রুহ, নফস ও আমলনামা ইল্লিন বা সিজ্জিনে থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।
    যদি কবরে মানুষের দেহকে জীবিত করা হলে জীবন হবে ৩টি। ফলে কুরআনের আয়াতের সরাসরি বিপরীত যা কোনভাবেই সম্ভব না। সিজ্জিনে অবস্থান কারী আত্মা সকাল সন্ধ্যা ভয়ানক আজাবের দৃশ্য অবলোকন করে চূড়ান্ত শাস্তির জন্য পুনরুত্থান দিবসে উঠবে ও বিচারের পর জাহান্নামে যাবে।
    কবরের বিষয়ে আপনার অবশিষ্ট কথার সাথে একমত এবং এ বিষয়ে অসংখ্য হাদিস আছে যা কুরআনের সাথে কোন মিল নাই। ভালো থাকবেন।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  5 หลายเดือนก่อน

      ১.রুহ হচ্ছে আল্লাহর আদেশ।
      আপনি রুহ আর নফস সম্ভবত গুলিয়ে ফেলেছেন স্যার।
      সুরা নিসা আয়াত -৪...পড়লে নফস বিষয়ে পরিষ্কার হবেন।
      আর এটা মাত্র প্রথম পর্ব স্যার।
      আরো পর্ব আসছে।
      ২। ইল্লিন সিজ্জিনে আত্মা বা নফস থাকেনা স্যার।
      থাকে আমলনামা।।

  • @hossainshahriar8569
    @hossainshahriar8569 2 หลายเดือนก่อน +1

    অনেক কবর থেকে অক্ষত লাশ পাওয়া জায়।এবেপারে কি কিছু বলবেন।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  2 หลายเดือนก่อน +1

      লাশের সাথে জীবনের কোন সম্পর্ক নাই।
      আমলনামা চলে যায় ইল্লিন সিজ্জিনে

  • @MahadiIslam-mo6je
    @MahadiIslam-mo6je 5 หลายเดือนก่อน +1

    ভাইয়া জান্নাতে গিয়ে যদি জান্নাতে হুর নাই পাওয়া যায় তাহলে জান্নাতে গিয়ে কি লাভ জান্নাতে এমন কি আছে যেটার জন্য জান্নাতে যেতেই হবে কারণ বেশিরভাগ মুসলমানই তো জান্নাতে যাওয়ার যেতে চায় শুধুমাত্র জান্নাতে পৌর পাওয়ার আশায় এখন জান্নাতে উচ্চতা নাই পাওয়া যায় তাহলে জান্নাতে কেন যাব জান্নাতে হুরের চাইতে বেটার কিছু কি জান্নাতে আছে যেটার জন্য জান্নাতে যেতে চাইবো😊 আশা করি ভাইয়া উত্তর দিবেন

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  5 หลายเดือนก่อน +3

      জান্নাতে কি লাভ জানিনা তবে জাহান্নামে গেলে যে জীবন বরবাদ তা গ্যারান্টি দিয়ে বলা যায় স্যার

  • @amustafa3485
    @amustafa3485 5 หลายเดือนก่อน

    Salaam
    রুহ এবং নফস এর আলোচনা আগে করে নিলে মানুষের জন্য বুঝতে সুবিধা হতো

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  5 หลายเดือนก่อน

      রুহ এবং নফসের আলোচনা আছে তো স্যার।
      আপনি সম্ভবত পুরো ভিডিও দেখেন নি

  • @NazrulBhuiyan-j3z
    @NazrulBhuiyan-j3z 5 หลายเดือนก่อน

    Is there any hint about imam Mahdi in holy Quran, please make a video about that. Thank you

    • @yahmed4274
      @yahmed4274 5 หลายเดือนก่อน +1

      No, there is no hint. It is a conflicting hadith between Jews and Shiah.

    • @NazrulBhuiyan-j3z
      @NazrulBhuiyan-j3z 5 หลายเดือนก่อน +1

      @@yahmed4274 Thank you for your reply. May Allah bless you.

  • @MahbubAli-nc8sk
    @MahbubAli-nc8sk 5 หลายเดือนก่อน

    এক্কেবারে দলিল দিয়ে খুব সুন্দর করে বলেছেন আপনি। তবে একটা কথা জানার জন্য জানতে চাচ্ছি, তারা কবর আজাবের ব্যাপারে কোরআনের ৪০ নং সুরার ৪৬ নং আয়াত দেখিয়ে বলে যেখানে ফেরাউন সম্পর্কে বলা হয়েছে। তাকে সকাল-সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হয়। আর কিয়ামতে কঠিন আজাবে দাখিল করা হবে। এই ব্যাপারটা যদি একটু বলতেন তাহলে অনেকের জ্ঞান আরও সম্বৃদ্ধ হতো। ধন্যবাদ আপনাকে

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  5 หลายเดือนก่อน +1

      নেক্সট পর্বে ইনশাআল্লাহ

    • @mdamran3119
      @mdamran3119 5 หลายเดือนก่อน

      বদকারেরসরদারছিল

    • @sanbarshamim9840
      @sanbarshamim9840 5 หลายเดือนก่อน

      ফেরাউনের তো কবরই দেয়া হয়নাই।
      মোল্লারাও তা স্বিকার আসছে। বারযাখে জাহান্নামিদের শাস্থি দেয়া হয়। পাপিদের আমলনামা সিজ্জিনে থাকে। সিজ্জিনেই শাস্তি দেয়া হয় ধরনা করা হয়।

  • @antarabiswas3443
    @antarabiswas3443 4 หลายเดือนก่อน

    ভাইয়া, আমাদের কি পুনর্জন্ম হবে পৃথিবীতে?

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  4 หลายเดือนก่อน

      দুইবার জন্ম দুইবার মৃত্যু আছে কুরআনে।
      কবর আজাব সিরিজের অন্য পর্বে আলোচনা করা হয়েছে

  • @higuli5684
    @higuli5684 5 หลายเดือนก่อน +1

    মানুষ মাটির তৈরি। এখানে (মাটি) ভুল অনুবাদ করা হয়েছে। মানুষ কার্বন(সাইন্টিফিক কোরয়ান এবং আরবি অভিধান ) দিয়ে তৈরি।

  • @TanvirAhmed-uc6be
    @TanvirAhmed-uc6be หลายเดือนก่อน

    [৪০:৪৬] আল মু'মিন
    النّارُ يُعرَضونَ عَلَيها غُدُوًّا وَعَشِيًّا وَيَومَ تَقومُ السّاعَةُ أَدخِلوا آلَ فِرعَونَ أَشَدَّ العَذابِ
    বায়ান ফাউন্ডেশন:
    আগুন, তাদেরকে সকাল-সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয়, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে (সেদিন ঘোষণা করা হবে), ‘ফির‘আউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও।’
    এই আয়াতের ব্যাক্ষা কি হবে?

  • @SKMosaddek-dv8dl
    @SKMosaddek-dv8dl 5 หลายเดือนก่อน

    দাদা 9 নম্বর সূরা আল তওবার 101 নম্বর আয়াতে এখানে বলেছে দুবার শাস্তি দেওয়া হবে আর বলা হচ্ছে চূড়ান্ত শাস্তি দেওয়া হবে এই শাস্তি দিয়ে মানুষ কবরে আজাব বজায়

    • @syedanwar772
      @syedanwar772 5 หลายเดือนก่อน +2

      মৃত্যুর সময় প্রথমবার আর বিচারের পর দ্বিতীয়বার।

    • @Nurulaminsaheen
      @Nurulaminsaheen 5 หลายเดือนก่อน

      ওখানে পৃথিবীতে দ্বিগুণ শাস্তির কথা বলা হয়েছে, কবরের না।।

    • @hasibulhasan286
      @hasibulhasan286 5 หลายเดือนก่อน

      আল্লা কাফেরদের শাস্তি নির্ধারন করে দিয়েছে দুনিয়া ও আখিরাতে,
      দুনিয়াতেও আজাব আসে,আর জাহান্নামের আজাব তো আর গুরুতর

  • @bmruhulamin1160
    @bmruhulamin1160 5 หลายเดือนก่อน

    তাহলে একটা প্রশ্ন? অনেক মানুষের লাশ পচেনা কেন?একটু জানতে চাই।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  5 หลายเดือนก่อน

      স্যার আরো পর্ব আসছে

    • @mdamran3119
      @mdamran3119 5 หลายเดือนก่อน

      নেককারদেরলাশপছেনা

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  5 หลายเดือนก่อน

      মানুষ বলতে আপনি শরীর ও বডি বোঝেন?
      আমরা নফস বুঝি।
      বডির দুই আনা দাম নাই।

    • @BAPPI776
      @BAPPI776 5 หลายเดือนก่อน

      ভাই আমার কিছু মনে করবেন না আপনি দেখেছেন এমন লাশ যেটা পচেনাই?????

  • @dr.biswaspsychiatrist9590
    @dr.biswaspsychiatrist9590 5 หลายเดือนก่อน +1

    Idòt

  • @salehabegum9949
    @salehabegum9949 5 หลายเดือนก่อน +2

    আমার একজন ধর্মান্ধ বান্ধবী একবার আমাকে একটা কবরে-আযাবের ক্যাসেট পাঠিয়েছিলো। তারপর একদিন ফোন করে জিজ্ঞাসা করলো, "ক্যাসেটা প্লে করে দেখেছি কি না"? আমি উত্তর দিলাম, "না, আমি দেখিনি, কারণ এটা ভূয়া! ক্যাসেট তৈরী করার জন্য ক্যামেরা নিয়ে কবরে কে গিয়েছিলো"?????😂
    বোখারীগং মানুষের জীবনকে আতংকিত করে রেখেছে ; আরব্য রজনীর গল্প বানিয়ে😂😂😂😂😂😂
    আল্লাহ মানুষকে সঠিক জ্ঞান দাদুন,আমীন 🤲!

  • @TanvirAhmed-uc6be
    @TanvirAhmed-uc6be หลายเดือนก่อน

    কবর আজব নেই তো এই আয়াতের ব্যাখ্যা কি? জানালে উপকৃত হতাম। [৪০:৪৬] আল মু'মিন
    النّارُ يُعرَضونَ عَلَيها غُدُوًّا وَعَشِيًّا وَيَومَ تَقومُ السّاعَةُ أَدخِلوا آلَ فِرعَونَ أَشَدَّ العَذابِ
    বায়ান ফাউন্ডেশন:
    আগুন, তাদেরকে সকাল-সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয়, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে (সেদিন ঘোষণা করা হবে), ‘ফির‘আউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও।’

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  หลายเดือนก่อน

      ভাইজান আপনি কবর আজাব এর সব গুলো পর্ব দেখুন তারপর মন্তব্য করুন

    • @AshrafulIslam-rx4jr
      @AshrafulIslam-rx4jr 6 วันที่ผ่านมา

      ​আপনি মহা পন্ডিত। আপনার কবরের আজাবের পর্বগুলো সব কেনো দেখতে হবে উনি কি ভুল রিফারেন্স দিয়েছেন। ​@@Quran.Research.Intelligence

  • @Dr.khan27
    @Dr.khan27 5 หลายเดือนก่อน +1

    অনলি কুরআন রিসার্চ কেনো! হাদিস ছাড়া কুরআন ব্যখ্যা করবেন কিভাবে? ?
    ফেতনা থেকে সবাইকে সাবধান থকায়ার অনুরোধ করছি।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  5 หลายเดือนก่อน

      শিয়ারা সুন্নিদের হাদীস ছাড়া যেভাবে ব্যখ্যা করে
      সুন্নিরা শিয়াদের হাদীস ছাড়া যেভাবে ব্যখ্যা করে
      সেভাবে স্যার

    • @Dr.khan27
      @Dr.khan27 5 หลายเดือนก่อน +1

      আপনি যদি মুসলিম হয়ে থাকেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আর যদি চক্রান্তকারী হয়ে থাকেন, তাহলে আল্লাহ ই আমাদের ইমান হেফাজতের জন্য যথেষ্ট!

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  5 หลายเดือนก่อน

      ok Sir
      Thank you Sir
      YOU Are genius Sir
      Salute YOU Sir

    • @MOKBULMOLLIK-nz9np
      @MOKBULMOLLIK-nz9np 3 หลายเดือนก่อน +3

      কোরআন দিয়ে হাদিস যাচাই করা যাবে, কিন্তু হাদিস দ্বারা কোরআন বিশ্লেষণ করা যাবে না। হাদিস দিয়ে কোরআন বিশ্লেষণ করলে বোঝা যায় কোরআন হাদিসের চেয়ে ছোট। এইসব ফালতু ধারণা থেকে বেরিয়ে আসুন। কোরআনে বলা আছে এই কোরআন সহজ সরল ভাষায় প্রেরণ করা হয়েছে যাহাতে তোমরা সহজে বুঝতে পারো।

    • @MOKBULMOLLIK-nz9np
      @MOKBULMOLLIK-nz9np 3 หลายเดือนก่อน +4

      সঠিকভাবে কোরআন প্রচার হইলে ধর্মব্যবসায়ীদের পেটে ভাত থাকবে না।​@@Dr.khan27

  • @tamannakhuke-7746
    @tamannakhuke-7746 5 หลายเดือนก่อน +5

    ভাই কবরের আজব বলতে কিচ্ছু নেই নোয়াখালী মাইজদী

  • @tamannakhuke-7746
    @tamannakhuke-7746 5 หลายเดือนก่อน +3

    ভাই স্বপ্ন নিয়ে একটা ভিডিও দিয়েন

  • @সর্টভিডিওকাটিংপ্লাস
    @সর্টভিডিওকাটিংপ্লাস 22 วันที่ผ่านมา +1

    আমার প্রশ্ন কিছু কিছু কবরের লাশ পচে না কেনো? এমন প্রমান তো বেশ দেখা যায়