Bhanga Railway Station।।ফরিদপুর ট্রেন সার্ভিস।।Faridpur Train Line।।Rajshahi To Bhanga Train।।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2022
  • #Dhaka_Faridpur_Bhanga_Train_Line_Review
    #Rajshahi_To_Bhanga_Train_Service
    #ফরিদপুর_ভাঙ্গা_ট্রেন_সার্ভিসঃ
    বর্তমানে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল করছে মাত্র ০২টি।। একটি আন্তঃনগর মধুমতি_এক্সপ্রেস_ট্রেন যে ট্রেনটি রাজশাহী_টু_ভাঙ্গা রুটে চলাচল করে এবং অপরটি রাজবাড়ি_এক্সপ্রেস বা ভাটিয়াপাড়া_এক্সপ্রেস ট্রেন যেটি গোপালগঞ্জের ভাটিয়াপাড়া_ঘাট স্টেশন থেকে রাজবাড়ির কালুখালী রেলওয়ে জংশন স্টেশন হয়ে ফরিদপুরের ভাঙ্গা রুটে চলাচল করে ।।
    #মধু মতি_এক্সপ্রেস_ট্রেনের_সময়সূচিঃ
    মধুমতি আন্তনগর ট্রেনটি সপ্তাহের বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী চলে।সকাল ৮টায় রাজশাহী থেকে ছেড়ে রাজবাড়ী হয়ে ফরিদপুর স্টেশনে পৌঁছায় দুপুর ১টা ১৫ মিনিটে। ফরিদপুরে ৩ মিনিট বিরতির পর ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে ভাঙ্গা স্টেশনে পৌঁছায় দুপুর ২টায়। সেখানে ২৫ মিনিটের বিরতি নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে ২টা ২৫ মিনিটে। ফরিদপুর স্টেশনে পৌঁছায় ২টা ৫৬ মিনিটে। ফরিদপুরে ৩ মিনিট বিরতির পর ২টা ৫৯ মিনিটে ফরিদপুর স্টেশন থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ৮ টা ২০ মিনিটে রাজশাহীতে পৌঁছায়।
    মধুমতি এক্সপ্রেস ট্রেনের ভাড়া - ফরিদপুর থেকে রাজশাহী-শোভন সাধারণ ২১০, শোভন চেয়ার ২৫০ এবং প্রথম শ্রেণির চেয়ার ৩৩৫ টাকা।
    (*সময়সূচি ও ভাড়া পরিবর্তনশীল)
    #রাজবাড়ি_এক্সপ্রেস_ট্রেনের_সময়সূচিঃ
    রাজবাড়ী এক্সপ্রেস-১ = রাজবাড়ী থেকে ছাড়ে সকাল ৬ টায়, ভাঙ্গা পৌঁছায় সকাল ৭টা ৫০ মিনিটে।
    রাজবাড়ী এক্সপ্রেস-২ = ভাঙ্গা থেকে ছাড়ে সকাল ৮টা ১৫ মিনিটে, রাজবাড়ী পৌঁছায় সকাল ৯টা ৫৫ মিনিটে।
    রাজবাড়ী এক্সপ্রেস-৩ = রাজবাড়ী থেকে ছাড়ে বিকাল ৫টা ১০ মিনিটে, ভাঙ্গা পৌঁছায় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে।
    রাজবাড়ী এক্সপ্রেস-৪ = ভাঙ্গা থেকে ছাড়ে রাত ৭টা ৩০ মিনিটে, রাজবাড়ী পৌঁছায় রাত ৯টা ৩০ মিনিটে।
    #বিশ্বে_প্রথম_রেললাইনঃ
    জর্জ স্টিফেনশনের বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের পর ১৮২৫ সালে ব্রিটেনে সর্বপ্রথম রেলওয়ে পরিষেবা চালু হয়।।
    #ভারতীয়_উপমহাদেশে_প্রথম_রেলওয়েঃ
    ব্রিটিশ শাসিত ভারতবর্ষে যাত্রীবাহী রেল ব্যবস্থা চালু হয় ১৮৫৩ সালে।। যদিও ১৮৫১ সালের ২২ ডিসেম্বর ভারতে প্রথম রেল চালু হয়।। রুরকিতে স্থানীয় একটি খাল নির্মাণকার্যে মালপত্র আনা নেওয়া করার জন্য এই ট্রেন চালু করা হয়েছিল।। পরবর্তীতে ১৮৫৩ সালের ১৬ এপ্রিল ভারতের মহারাষ্ট্র রাজ্যের বোম্বাইয়ে তথা বর্তমানে মুম্বাইয়ের বোরি বন্দর থেকে থানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা ঘটে।।
    #বাংলাদেশে_প্রথম_রেললাইনঃ
    ব্রিটিশশাসিত অবিভক্ত বাংলায় প্রথম রেলপথ চালু হয় ১৮৫৪ সালে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে হুগলি পর্যন্ত ৩৮ কিলোমিটার রেলপথ উদ্বোধনের মাধ্যমে।। আর বর্তমান বাংলাদেশে রেলওয়ের কোম্পানি কোলকাতা থেকে রাণাঘাট পর্যন্ত ব্রডগেজ (৫ ফুট ৬ ইঞ্চি) রেলপথ সেকশন টিকে ১৮৬২ সালের ২৯ সেপ্টেম্বর এবং রাণাঘাট থেকে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের গেদে এবং বাংলাদেশের এপাশে চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্ত হয়ে বর্তমান কুষ্টিয়া জেলার পোড়াদহ রেলওয়ে জংশন এলাকা হয়ে কুষ্টিয়া শহরের ৩ কিলোমিটার পূর্বেই অবস্থিত বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি পর্যন্ত রেলপথ সেকশনটি চালু করেছিল ১৮৬২ সালের ১৫ নভেম্বর তারিখে।।
    এর ঠিক ৯ বছর পর ১৮৭১ সালের ১লা জানুয়ারি এ রেলপথটি জগতি থেকে রাজবাড়ির গোয়ালন্দঘাট পর্যন্ত সম্প্রসারিত করে ঢাকা-কলকাতার মধ্যে রেল সংযোগ স্থাপন করা হয় এবং কার্যকর অর্থে যাত্রবাহী ট্রেন
    বিস্তারিত তথ্য সন্নিবেশের কাজ চলবে...
    #Bhanga_Railway_Station
    #Padma_Bridge_Rail_Link_Project
    #Dhaka_Mawa_Bhanga_Jessore_Rail_Route
    #Bhanga_Train_Station_Blog
    #Bhanga_Rail_Station
    #Bhanga_Train
    bhanga railway station,
    bhanga railway station bangladesh,
    faridpur bhanga railway station,
    bhanga bazar railway station,
    bhanga railway junction,
    banga railway station

ความคิดเห็น • 34

  • @shajhansheak502
    @shajhansheak502 27 วันที่ผ่านมา +1

    এক সময় এই ভাটিয়া পাড়া লঞ্চঘাট থেকেখুলনা লঞ্চ যেত আজ সেগুলোর রূপকথার গল্প ❤

    • @travelwithbiswas1081
      @travelwithbiswas1081  26 วันที่ผ่านมา

      এখন তো ছয় লেনের সড়ক সেতু হয়ে গেছে

  • @serajulmadbor2527
    @serajulmadbor2527 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর ফরিদপুর

  • @AlauddinTravels
    @AlauddinTravels 2 ปีที่แล้ว +1

    information is most important

  • @shahinsha402
    @shahinsha402 9 หลายเดือนก่อน

    Faridpur 😊

  • @kidsmom5789
    @kidsmom5789 2 ปีที่แล้ว

    GOOD INFORMATION...

  • @ramkrishnakirtunia6835
    @ramkrishnakirtunia6835 2 ปีที่แล้ว

    চমৎকার

  • @subratasaha5741
    @subratasaha5741 2 ปีที่แล้ว +1

    nice

  • @SarminSumi-vv2wk
    @SarminSumi-vv2wk ปีที่แล้ว +1

    ভাইয়া এই ট্রেনে কি বগুড়া যাওয়া যায় প্লিজ বলবেন

    • @travelwithbiswas1081
      @travelwithbiswas1081  ปีที่แล้ว

      এ ট্রেনটি রাজশাহী পর্যন্ত যাবে।।

  • @user-cz3fw3so6t
    @user-cz3fw3so6t 8 หลายเดือนก่อน +1

    অপশন আসবে অনলাইনে যকন রেল চলবে ভাঙ্গা টু রাজশাহী তকন এখন না

    • @travelwithbiswas1081
      @travelwithbiswas1081  8 หลายเดือนก่อน

      ঠিক বুঝলাম না ভাই?

  • @ashaakter2358
    @ashaakter2358 ปีที่แล้ว +1

    Khulna theke bhanga ki kono train ache?

    • @travelwithbiswas1081
      @travelwithbiswas1081  ปีที่แล้ว

      না বর্তমানে তেমন কোন ট্রেন নেই তবে অচিরেই যশোর ঝিনাইদ মাগুরা হয়ে পদ্মাসেতুর উপর দিয়ে ঢাকাগামী ট্রেন চালু হলে খুলনা থেকে খুব সহজেই ভাঙ্গা এবং ঢাকা পৌছে যেতে পারবেন আশা রাখি... আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ।।

  • @sajibahamad7299
    @sajibahamad7299 3 หลายเดือนก่อน +1

    ফরিদপুর টু ভাটিয়াপাড়া
    ফরিদপুর থেকে টিকিট করে যেতে পারবো?? নাকি রাজবাড়ী বা কলুখালি থেকে আবার টিকিট করতে হয়। এবেপারে কিছু জানেন?

    • @travelwithbiswas1081
      @travelwithbiswas1081  3 หลายเดือนก่อน

      এটা লোকাল ট্রেন... রাজবাড়িতে ২০-২৫ মিনিটের মতো যাত্রাবিরতি দিবে... ওখান থেকে অনায়াসে টিকেট কাটতে পারবেন ধন্যবাদ

  • @chandankm9389
    @chandankm9389 2 ปีที่แล้ว +1

    ২০২৪ সালে পদ্মা সেতু প্রকল্পে রেলওয়ে সার্ভিস চালু হলে, ঢাকার সাথে কোন কোন রুট কিভাবে সংযুক্ত হবে?

    • @travelwithbiswas1081
      @travelwithbiswas1081  2 ปีที่แล้ว

      দাদা, আপনি যথার্থই জ্ঞানীর মতো প্রশ্ন করেছেন।। আসলেই আরো জানতে হবে ।। তবে এ বিষয়ে আমার ভাসাভাসা ধারণা আছে এরকম...
      #ভাঙ্গা হয়ে যশোর বেনাপোল কোলকাতা রুটের দুরত্ব কমবে প্রায় ১৫০ কিলোমিটার।।
      #ভাঙ্গা হয়ে গোপালগঞ্জ, বরিশাল এবং পটুয়াখালীর পায়রা বন্দর যাবে ট্রেন
      #রাজশাহী টু ভাঙ্গা পর্যন্ত যে লাইন রয়েছে সেদিক থেকেও ঢাকার ট্রেন চলবে
      #মাগুরা-ঝিনাইদহ রুটেও ট্রেন চলবে
      #রেলওয়ের বিদ্যমান ০২টি অঞ্চলকে ভেঙ্গে ০৪টি অঞ্চল করার ঘোষণা দেয়া হয়েছে যার একটি হবে ফরিদপুর।।
      মোদ্দাকথায় ২০২৪ সালে কোন কোন রুট চালু হবে তা সময়ই বলে দিবে তবে ২০২৩ সালের জুনের মধ্যেই কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলার কথা দাদা।।

  • @mdmosarrof7134
    @mdmosarrof7134 ปีที่แล้ว +1

    ভাঙ্গা টু রাজশাহী ট্রেনের টিকিট অনলাইনে কিভাবে কাটবো সেটা জানান প্লিজ । অনলাইনে অপশন আসে না।

    • @travelwithbiswas1081
      @travelwithbiswas1081  ปีที่แล้ว

      সবচেয়ে ভালো হয় যদি ভাঙ্গা রেলওয়ে স্টেশনের ফোন নম্বরে কথা বলে নেন। সম্ব:বত মধুমতি ট্রেনটা এখনও পুরোপুরি অনলাইন নেটওয়ার্কের মধ্যে আসেনি তবে ৩০ এপ্রিল পর্যন্ত আপনি ভাঙ্গা স্টেশন থেকে সরাসরি টিকেট কাটতে পারবেন...
      আর অনলাইনে পোড়াদহ টু রাজশাহী দিলে আসে কিনা একটু দেখেন তো... ধন্যবাদ

    • @mdmosarrof7134
      @mdmosarrof7134 ปีที่แล้ว

      @@travelwithbiswas1081 ফোন নাম্বার টা ম্যানেজ করে দিতে পারবেন?

    • @mohammedhafizurrahman9387
      @mohammedhafizurrahman9387 ปีที่แล้ว +1

      Online এ মধুমতি এক্সপ্রেস ট্রেন নামে আসে।
      Rajshahi to bhanga to Rajshahi। চেষ্টা করে দেখতে পারেন।
      ধন্যবাদ

    • @mohammedhafizurrahman9387
      @mohammedhafizurrahman9387 ปีที่แล้ว +1

      Modhumoti express, train no 756,
      Shovon 230/-, chair 280/-, first class 456/-

  • @mdbondhon1588
    @mdbondhon1588 2 ปีที่แล้ว +1

    ভাই ফরিদপুর থেকে ঠাকুরগাঁওয়ে কেমনে যাবো। একটু বলবেন 🙏🙏🙏

    • @travelwithbiswas1081
      @travelwithbiswas1081  2 ปีที่แล้ว +1

      ভাই,
      ফরিদপুর থেকে সরাসরি ঠাকুরগাঁও কোনো বাস বা ট্রেন আছে কিনা আমার জানা নেই। তবে বরিশাল থেকে রংপুর-দিনাজপুর রুটে বিআরটিসিসহ আরো কয়েকটি বাস চলাচল করে বলে শুনেছি।। আর ফরিদপুর থেকে রাজশাহীগামী মধুমতি ট্রেনে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে কোন লিংকেজ ট্রেন আছে কিনা খোঁজ করতে পারেন।। তারপরও আমি বিস্তারিত জানার চেষ্টা করছি আদৌ ফরিদপুর দিয়ে কোন বাস ঠাকুরগাঁওতে যায় কিনা।। জানতে পারলে অবশ্যই জানাব।।
      আর ভাই ঠাকুরগাঁও এ আমি গেছিই একবার তাও শুধু ট্রানজিট ওয়েতে খাবার জন্যে সেজন্য আমার ধারনা কম।। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।।

    • @travelwithbiswas1081
      @travelwithbiswas1081  2 ปีที่แล้ว +1

      ভাই, বরিশাল টু রংপুর ঠাকুরগাঁও রুটে বিআরটিসি বাস চলে বিআরটিসির ঠাকুরগাঁও কাউন্টারের মোবাইল নম্বরঃ ০১৭১৮-১৭০৫৮০
      ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনেরও বাস চলেঃ ০১৭৩৩-৩৯৯৮০১
      তুহিন পরিবহনের গাড়িও চলেঃ ০১৭২৫-৪৯৭৬৩৯
      এসকল মোবাইল নম্বরই নেট থেকে নেয়া কথা বলে দেখতে পারেন হয়ত ধারণা পেয়ে যাবেন।।
      আর হ্যাঁ আপনি কি ঠাকুরগাঁও অঞ্চলের নাগরিক ?

    • @mdbondhon1588
      @mdbondhon1588 2 ปีที่แล้ว +1

      না ভাই। আমি ফরিদপুর এর বাসিন্দা। একজনের সাথে দেখা করতে যাবো ঠাকুরগাঁও। তো কখনো যাওয়া হয়নি অত দূরে। যাইতে হবে একা । চিনি না ভালো করে তাই একটু সহজভাবে যাইতে চাইছিলাম।

    • @mdbondhon1588
      @mdbondhon1588 2 ปีที่แล้ว

      ভাই আমাকে একটা সহজ রাস্তা বলে দিয়েন পারলে।

    • @travelwithbiswas1081
      @travelwithbiswas1081  2 ปีที่แล้ว

      ভাই আপনি ফরিদপুর থেকে রংপুরগামী তুহিন পরিবহন, বিআরটিসি বাস এবং গোল্ডেন লাইন বাসে চেপে ঠাকুরগাঁও যেতে পারবেন।।
      সম্ভবতঃ বিআরটিসি বাস ঠাকুরগাঁও পর্যন্তও যায় একটু খোঁজ করে নিয়েন।।

  • @shakilamin1234
    @shakilamin1234 8 หลายเดือนก่อน

    ভাঙ্গা থেকে গোপালগঞ্জ যাবার কোনো ট্রেন আছে ভাইয়া?

    • @travelwithbiswas1081
      @travelwithbiswas1081  8 หลายเดือนก่อน

      না।। তবে ভাঙ্গা থেকে সকালে ফরিদপুর,রাজবাড়ি ও কালুখালী জংশন হয়ে মধুখালী, বোয়ালমারী হয়ে গোপালগঞ্জের কাশিয়ানী ভাটিয়াপাড়া পর্যন্ত রাজবাড়ি এক্সপ্রেস নামে একটা লোকাল ট্রেন আছে "

    • @shakilamin1234
      @shakilamin1234 8 หลายเดือนก่อน

      @@travelwithbiswas1081 ভাঙ্গা থেকে ট্রেণটা কখন ছাড়ে? আর ভাটিয়াপাড়া যেতে কত সময় লাগে?

    • @travelwithbiswas1081
      @travelwithbiswas1081  8 หลายเดือนก่อน

      ভাঙ্গা থেকে সকাল ৮:১৫ মিনিটে ছেড়ে এসে ভাটিয়াপাড়া ঘাট স্টেশনে পৌছায় দুপুর ১:১৫ মিনিটে ট্রেনটা লোকাল আর ঘুরপথে যায় বিধায় একটু বেশি সময় লাগে!