উমা কাজি বিদ্রোহী কবি কাজী নজরুলকে নিয়ে সব্যসাচি সহ ক্রিস্টোফার রোডে কলকাতা থাকতেন যখন থাকতেন আমরা প্রতিবেশী ছিলাম। সর্বদা উমা কাজি আসতেন আমাদের বাড়িতে। আমরাও ছোট ছিলাম। দোকান থেকে কিছু আনার দরকার হলে এনে দিতাম। ক্রিস্টোফার রোডের দীর্ঘ দিনের বসবাসের স্মৃতির উল্লেখ করলে খুশি হতাম। তিন ছেলেমেয়েদের নিয়ে আর সঙ্গী সাহায্যকারী ঐ দাদুকে নিয়ে দোকান বাজার করতেন। খিলখিল, মিষ্টির সাথে খেলা করতাম আমরা। কবির জন্মদিনে কত ক্লাব,স্কুল থেকে ছাত্র ছাত্রীদের আনা হোত। মালা,ফুল, রজনীগন্ধার পাহাড় জমে যেত।পাশেই প্রমীলা দেবীর বড় ছবি থাকত। কবির গলায় মালা পরিয়ে দিলেন উনি ইশারা করে দেখাতেন যেন প্রমীলা দেবীর গলায় মালাটি পরানো হয়। বড় বড় শিল্পীরা এসে গান গেয়ে শ্রদ্ধা জানাতেন। গান থামালেই বিরক্ত হয়ে হারমোনিয়াম এ বাড়ি দিয়ে আবার গান গাইতে ইশারা করতেন। আমরা বহুবছর এক পরিবারের মত থেকেছি। উমা কাজির হয়তো এসব মনে পড়বে। খুব ভালো লাগলো আলোচনা শুনে। তাই স্মৃতি রোমন্থন না করে পারলাম না। ওনার এবং ওনার ছেলেমেয়েদের দীর্ঘ সুস্থ জীবন কামনা করছি। ধন্যবাদ।
ভীষণ ভালো লাগলো অনেক অজানা তথ্য জানতে পেরে। কবির ও তাঁর পরিবারের সদস্যদের জন্য অনেক দোয়া রইল। কবি যদি শেষ বয়স পর্যন্ত সুস্থ্য থাকতেন হয়তো তিনিও নোবেল পুরষ্কার পেতেন তাঁর কর্ম সৃষ্টির জন্য। এটা আমার দৃঢ় বিশ্বাস।
উমা কাজী কে লক্ষ লক্ষ সালাম। কাজী নজরুল ইসলাম বিশ্ব মানবতার গর্ব। তিনাকে নিয়ে আরো অনেক অনেক গবেষণার প্রয়োজন রয়েছে। তিনার ভাবধারা বিশ্বের প্রতিটি মানুষের জানা দরকার। কবি নজরুল ইসলাম এর পরিবারের সকল সদস্যদের জানাই আন্তরিক সালাম।
অসাধারণ একটি সাক্ষাৎকার উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজীর অপূর্ব উপলব্ধি শুনতে পেরে মুগ্ধ হলাম। শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলামের পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই।
কাজী নজরুল ইসলাম একজন মহান কবির নাম। আমার মনে হয় এমন কবি কিয়ামত পর্যন্ত আর পাবেনা জাতী। শুধু অন্তরের অন্তস্থল থেকে দোআ করি আল্লাহ পাক উনাকে জান্নাত নসিব করুন।
বিদ্রোহী কবি ছিলেন পৃথিবীর অন্যতম বড় মাফের কবি।তার থেকেই আমি বুজতে পারি সাম্যবাদি কাকে বলে।আর উনার কবিতার যে ধাপ ও ভঙ্গি তা নিয়ে যদি চিন্তা করি তো বলতে হবে পৃথিবীর সবচেয়ে বড় কবি ছিলেন নজরুল।তিনি অত্যাচারির বিরোদ্ধে আর গরীবের সহায়ক ছিলেন।আমি বিদ্রোহী পাঠ করেই অগণিতবার অশ্রুস্বজল হয়েছি।বাঙ্গালী জাতীর গর্ব ও অহংকার নামে যদি কিছু থাকে তো সে হল নজরুল।আমি আজীবন দোয়া করি আল্লাহ রাব্বুল আয়ালামিন যেন কবিকে জন্নাতে ঠাই দেয়(আমিন)
খুব সুন্দর প্রতিবেদন।কবির পরিবারের লোকজনকে দেখে নিজেকে ধন্য মনে হচ্ছে।কবি নজরুলের চরণে শ্রদ্ধাবনত প্রণাম জানাই এবং কবির পরিবারের সকলের জন্য শুভ কামনা রইল।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে এত সুন্দর একটা গবেষণা ধর্ম প্রতিবেদন প্রচার করার জন্য এবং আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অজস্র ধন্যবাদ। কবি পরিবারের জন্য শুভকামনা এবং দোয়া রইলো।
কবি কাজী নজরুল ইসলাম, এমন মানুষ আমার জানা মতে দেখি নাই বা শুনি নাই লোক টা খুবই ভাল মানুষ ছিল, এমন এক জন মানুষের জিবন বিতান্ত জানানোর বা ভিডিও করার জন্য মাই টিভির সকল কোলা কৌশুলিকে অশ্কো ধন্যবাদ, আর আমি দোয়া করি কবি কাজী নজরুল ইসলাম কে আল্লাহ তায়ালা বেহেস্ত নসিব করেন আল্লাহ হাফেজ
ভিডিওটা দেখে চোখে সত্যিই চোখে জল এসে গেল । সত্যিই আপনারা বড়োই ভাগ্যবান এমন একজন মহাজ্ঞানী মানুষের ঘরে জন্ম নিয়ে। তিনি একমাত্র কবি যিনি কঠিন বাস্তবতা কে খুব কাছে দেখেছেন।
Ki janye Asma Devi? jodi anya sampradaye bibaher janye i hoy tahole sudhu Uma kazi keno? Prasiddha abhinetri Waheeda Rahman ki Nargis Dutta ba Pandit Ravishankar er prothoma stree Annapurna Devir mato nari der o anek prayojon, tai na?
মাই টিভির সবচেয়ে সেরা প্রতিবেদন এটি। যতবার দেখি ততোবার মুগ্ধ হই। নিজের অজান্তেই চোখ দুটো ছলছল করে। শুধু বলবো শ্রদ্ধা তোমায় হে কবি চিরকালের কবি বিদগ্ধ কবি।
ধন্য আপনারা এমন জ্ঞানির ঘরে জন্ম নিয়ে, তিনি একজন মহা মানব, চৈতন্য পুরুষ, চির অমর, তাঁর প্রেম যিনি অমৃতরস সাধন করেছেন তিনি প্রভুর অনুভূতি বুঝেছেন....শান্তি শান্তি
নিশ্চই উমা কাজী অামাদের সর্বজন শ্রদ্ধেয়া, অামরা অামাদের প্রাণ প্রিয় জাতীয় কবির পরিচর্যা যতখানি করছি না, তাঁর পুত্রবধু তা কবির অবর্তমানেও এখনও করছেন। এখান থেকে অামাদের শিক্ষা নেয়া উচিত। শ্রদ্ধেয় উমাকাজী অাপনাকে অামার স্ব -শ্রদ্ধ সালাম হাজারবার। অাপনিও স্রস্টার নিকট পুরষ্কৃত হবেন নি সন্দেহে। দোয়া করি, কবি পরিবারের সকলকে যেন অাল্লাহপাক ভাল রাখেন। অামি চাই। যদি সম্ভব হয় সব মন্তব্যগুলো কবি পরিবারের কাছে পৌঁছে দেবার ব্যাবস্থা করা হোক।
সালাম শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই ওমা কাজী মহাশয়কে যিনি আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় কবি কাজী নজরুল ইসলাম কে সেবা যত্ন করেছেন সেজন্য আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিন
খুব ভালো লাগলো। অপূর্ব। কাজীর পরিবার কোথায় থাকেন জানা নেই। ওনাদের কোন আর্থিক অসুবিধা থাকলে কাগজ বা টিভি মারফৎ জানালে সমগ্র বাংলা র মানুষ এগিয়ে আসবেন বলে বিশ্বাস। বল বীর চির উন্নত মম শির যিনি লিখেছিলেন তাঁর পরিবারের লোকজন কেন আর্থিক অসুবিধায় কষ্ট পাবেন? কেন উনাদের শির নত হবে?
আমি গতকালই ভাবতেছি হঠাৎ করেই মনে পরে গেলো কাজি নজরুল ইসলামের কথা। যে তার কি ছেলে মেয়ে নাই,আজকে জানতে পারলাম যে তার দুইটি ছেলে ছিলো, অনুষ্ঠানটা দেখে মনে একটু শান্তি অনুভব করলাম।
যদি বাংলাদেশের মধ্যে কোন কবির অবদান থেকে থাকে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আর অন্য কোন কবির কোন অবদান নেই। তার উপরে যেই হোক, হোক সে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিচে অবদান। বাংলাদেশের সবচেয়ে বড় অবদান হলো কাজী নজরুল ইসলাম তিনি হচ্ছেন আমার কাছে মহান কবি বাংলাদেশের মধ্যে
হে নজরুল তোমাকে প্রণাম।উমা কাজীর মুখে নজরুল রচিত শ্যামা সংগীত শুনে মুগ্ধ। সত্যি ই নজরুল অসাম্প্রদায়িকতার প্রতীক।নজরুল চর্চা করলে ও আমরা আদৌ কি তার পূর্ণ চর্চা করছি?
আহা কি সৌভাগ্য আপনাদের!! কাজী নজরুল ইসলামের মত মানুষের বংশধর আপনারা।ঊমা কাজীর প্রতি বিনম্র শ্রদ্ধা। আল্লাহ আপনাকে ভালো রাখুন।প্রিয় নজরুল ইসলাম বেহেশত বাসী হউন।❣️❣️
এক মহিয়ষী নারীর অপর নাম উমা কাজী। আমাদের গর্বের ধন বিশ্ব কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে সন্তানের মতো লালন পালন করছেন। মা আমার মা তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন অফুরান।
কাজী নজরুল ইসলাম এক সাধারন মানুষ ছিলেননা। তিনি ছিলেন এক সিদ্ধ পুরুষ, কোন বিশেষ ধর্মের গন্ডীতে আবদ্ধ ছিলেননা। তাঁর প্রতি লেখনীতে আমরা দেখতে পাই আদ্ধ্যাত্তিক চেতনার পরশ, যা আমাদের হৃদয়কে গিয়ে স্পর্শ করে। তাঁর দুই কৃতি সন্তান, সব্যসাচী ও অনিরুদ্ধ আমাদের আদরের মানুষ। তাঁদের দুই স্ত্রী কে প্রনাম। এই অসাধারন পরিবারের সকল সদস্যদের জানাই অভিনন্দন ও ভালোবাসা। ডঃ দেবজ্যোতি মুখোপাধ্যায় বম্বে, ২৮ মার্চ ২০২৩
আল্লাহ রাসুল কে নিয়ে কতই না নাত/হামদ করেছেন,,, তিনি একজন ওলি, দয়াল নবী পাক এর উপর কত নাত,হামদ করেছেন, যা জ্ঞানী ব্যক্তি ও ওলির ছাড়া সম্ভব নয়,,, উমা মা নিসন্দেহে একজন দয়াশীল নারী, খুব সরল মানুষ 💛💚💙💜❤
কিন্তু তার পরিবারের নিতি যে, একটা হিন্দু মিশ্রিত পরিবার। এটা আসলে বুঝলাম না। আবার আর এক ভিডিও তে দেখলাম এক মহিলা বলছে আমিও তার নাতনি কিন্তু সে মাথায় সিদুর কপালে টিপ আসলে এর হিন্দু নাকি মুসলিম আল্লাহই ভাল জানেন।
আমারা ধন্য এমন কবি পেয়ে তিনি এমন একজন কবি ছিলেন যে তার তুলনা হয় না আর হবে ও না তার তুলনা তিনি নিজেই মন থেকে দোয়া করি আল্লাহ আমাদের জানের কবি কে যেনো বেহেশতের উচু মাকাম দান করেন আমিন
কবি কাজী নজরুল ইসলাম আমার অত্যন্ত প্রিয় কবি।কবিকে নিয়ে কি বলবো এমন উদার এমন মহৎ, এমন প্রতিভাবান কবি বাংলা সাহিত্যে আর কোনো দিন ও জন্ম নিবে বলে মনে হয় না। হয়তো আরও অনেক বড়ো কবি জন্ম গ্রহণ করবেন।কিন্তু কাজী নজরুল ইসলাম এর মতো দ্বিতীয় জন হবে না।কবি কাজী নজরুল ইসলাম এর প্রতি রইলো গভীর ভালবাসা এবং ওমা কাজীর জন্য বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
সত্যিই আনন্দিত কবি পরিবারের সদস্যদের দেখে তাদেরকে শুনে তাদেরকে বুঝে তাদের মুখে কবি সম্পর্কে কিছু অজানা কথা জেনে আমি খুবই আনন্দিত বুক ভরা দোয়া ও ভালোবাসা রইলো কবি পরিবারের জন্য।
আমি দেরিতে হলেও এই অনুষ্ঠান দেখে আবেগাপ্লুত হয়ে গেছি, আমি গর্ব বোধ করি আমার জাতীয় কবির বংশধরদের
দেখে
কবি পরিবার এত সুন্দর করে কথা বল্লেন শুনে প্রানটা জুড়িয়ে গেল।
উমা কাজিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জাতিয় কবি নজরুল ইসলামকে সেবা যত্ন করার জন্য
বহুদিন পর প্রাণ খুলে কাঁদতে পারলাম.... উমা কাজীকে আমার আন্তরিক ভালোবাসা জানাই....নজরুলের মতো জীবন গড়ে তুলতে চাই...
অজান্তেই চোখে জল আসে, এর সাইকোলজি কি?
এত সুন্দর প্রতিবেদন তৈরি করে আমাদের দেখার সুযোগ
করে দেওয়ার জন্য ধন্যবাদ।
উমা কাজী কে ধন্যবাদ আমাদের জাতীয় কবিকে সেবা করার জন্য।
উমা কাজী কবির শেষ সময়ে সেবা করেন নি ১৯৭৪ মাঝামাঝি উনি অন্যত্র নতুন করে সংসার পেরেছেন কবি কন্যা র লেখায় পড়েছি
Pigia
@@sumitdutta5319 বই এর নাম টা কি ভাই
উমা কাজি বিদ্রোহী কবি কাজী নজরুলকে নিয়ে সব্যসাচি সহ ক্রিস্টোফার রোডে কলকাতা থাকতেন যখন থাকতেন আমরা প্রতিবেশী ছিলাম। সর্বদা উমা কাজি আসতেন আমাদের বাড়িতে। আমরাও ছোট ছিলাম। দোকান থেকে কিছু আনার দরকার হলে এনে দিতাম। ক্রিস্টোফার রোডের দীর্ঘ দিনের বসবাসের স্মৃতির উল্লেখ করলে খুশি হতাম। তিন ছেলেমেয়েদের নিয়ে আর সঙ্গী সাহায্যকারী ঐ দাদুকে নিয়ে দোকান বাজার করতেন। খিলখিল, মিষ্টির সাথে খেলা করতাম আমরা। কবির জন্মদিনে কত ক্লাব,স্কুল থেকে ছাত্র ছাত্রীদের আনা হোত। মালা,ফুল, রজনীগন্ধার পাহাড় জমে যেত।পাশেই প্রমীলা দেবীর বড় ছবি থাকত। কবির গলায় মালা পরিয়ে দিলেন উনি ইশারা করে দেখাতেন যেন প্রমীলা দেবীর গলায় মালাটি পরানো হয়। বড় বড় শিল্পীরা এসে গান গেয়ে শ্রদ্ধা জানাতেন। গান থামালেই বিরক্ত হয়ে হারমোনিয়াম এ বাড়ি দিয়ে আবার গান গাইতে ইশারা করতেন। আমরা বহুবছর এক পরিবারের মত থেকেছি। উমা কাজির হয়তো এসব মনে পড়বে। খুব ভালো লাগলো আলোচনা শুনে। তাই স্মৃতি রোমন্থন না করে পারলাম না। ওনার এবং ওনার ছেলেমেয়েদের দীর্ঘ সুস্থ জীবন কামনা করছি। ধন্যবাদ।
Hindu ghorer meyader choto bela thakai sekhano hoi
Shoshur shushrir seba kortey
Ata hindu dhormer Shiksha
Uni sei shikshai shikhito
Apnara bujhben na
আজকে প্রথম দেখলাম কাজী নজরুল ইসলামের পরিবারের মানুষ গুলো কে❤️❤️❤️
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো 💖💖💖
প্রিয় কবি যেনো জান্নাতবাসী হোন (আমিন)
কবির স্বজনদের প্রতি ভালবাসা রইলো,
তবে কবির জীবনী বিশ্বের মাঝে তুলে ধরা হউক।
কবি গুরু কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানায়,,,,আল্লাহ উনাকে বেহেস্তের উচ্চ মাকাম দান করুন,,,( আমিন)
অবশ্যই৷
md youyou
md Hasan I know
May Allah grant Jannatul ferdoush... Ameen.
কাজী পড়িবারের প্রতি ভালোবাসা জানাই। বেশি কিছু বলার ভাষা নাই।
Ajosro Dhonnobad o suvokamonai doa roilo sakolke.
ভীষণ ভালো লাগলো অনেক অজানা তথ্য জানতে পেরে। কবির ও তাঁর পরিবারের সদস্যদের জন্য অনেক দোয়া রইল। কবি যদি শেষ বয়স পর্যন্ত সুস্থ্য থাকতেন হয়তো তিনিও নোবেল পুরষ্কার পেতেন তাঁর কর্ম সৃষ্টির জন্য। এটা আমার দৃঢ় বিশ্বাস।
উমা কাজী কে লক্ষ লক্ষ সালাম। কাজী নজরুল ইসলাম বিশ্ব মানবতার গর্ব। তিনাকে নিয়ে আরো অনেক অনেক গবেষণার প্রয়োজন রয়েছে। তিনার ভাবধারা বিশ্বের প্রতিটি মানুষের জানা দরকার। কবি নজরুল ইসলাম এর পরিবারের সকল সদস্যদের জানাই আন্তরিক সালাম।
জ্যজজ্যঞ্জ্য্যজৈঐ্ঝজৃঞঐ
ঞ্এজৃ্যে্যধ
ঞজজ্যে্য
এষষনজজ্য
এ
জ্যজৎ দরজ্যজ্যজ্ন্
জজৈ না ও
্এ
অসাধারণ একটি সাক্ষাৎকার উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের
পুত্রবধূ উমা কাজীর অপূর্ব উপলব্ধি শুনতে পেরে মুগ্ধ হলাম। শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলামের পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই।
কাজী নজরুল ইসলাম একজন মহান কবির নাম। আমার মনে হয় এমন কবি কিয়ামত পর্যন্ত আর পাবেনা জাতী। শুধু অন্তরের অন্তস্থল থেকে দোআ করি আল্লাহ পাক উনাকে জান্নাত নসিব করুন।
Amen
বিদ্রোহী কবি ছিলেন পৃথিবীর অন্যতম বড় মাফের কবি।তার থেকেই আমি বুজতে পারি সাম্যবাদি কাকে বলে।আর উনার কবিতার যে ধাপ ও ভঙ্গি তা নিয়ে যদি চিন্তা করি তো বলতে হবে পৃথিবীর সবচেয়ে বড় কবি ছিলেন নজরুল।তিনি অত্যাচারির বিরোদ্ধে আর গরীবের সহায়ক ছিলেন।আমি বিদ্রোহী পাঠ করেই অগণিতবার অশ্রুস্বজল হয়েছি।বাঙ্গালী জাতীর গর্ব ও অহংকার নামে যদি কিছু থাকে তো সে হল নজরুল।আমি আজীবন দোয়া করি আল্লাহ রাব্বুল আয়ালামিন যেন কবিকে জন্নাতে ঠাই দেয়(আমিন)
অসাধারণ, আমার ও বাক রুদ্ধ হয়ে গেল, সশ্রদ্ধ প্রণাম জানাই "মা"কে।তোমাদের সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা।❤
আমার নানু ও বলেছিলেন ব্রিটিশরা উনাকে অসুস্থ করে দিয়েছিলেন জেলে।
কবির পরিবারের লোকজন কে দেখে অনেক ভালো লাগছে। তাঁরা বাঙালিদের কাছে অনেক সম্মানিত লোক জন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরিবারকে আজীবন সম্মাননা দেওয়ার
এমন একটি অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ। পরম শ্রদ্ধা জানায় উমা কাজীকে।
পৃথিবীতে এমন কবি আর আসেনি আসবেও না। আল্লাহ ওনাকে আপনি উপরে ভালো রাখেন।
প্রিয় কবির কথা শুনলেই ইমোশনাল হয়ে পরি।
তার কষ্টের কথা শুনলে নিজেই কষ্ট পায়।
আল্লাহ প্রিয় কবিকে জান্নাতবাসী করুন।।
কবির আত্মীয় স্বজনদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল।।
আমিন
@@immunityhealthclub2224 I'll. no all K to
আমিন
উমা মুখার্জী / উমা কাজী আপনি লক্ষ বাঙালীর হৃদয়ে বেঁচে থাকবেন🙏🙏
খুব সুন্দর প্রতিবেদন।কবির পরিবারের লোকজনকে দেখে নিজেকে ধন্য মনে হচ্ছে।কবি নজরুলের চরণে শ্রদ্ধাবনত প্রণাম জানাই এবং কবির পরিবারের সকলের জন্য শুভ কামনা রইল।
উমা কাজী আপনাকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও দোয়া। আল্লাহ্ যেন তাহাকে ভালো রাখেন।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে এত সুন্দর একটা গবেষণা ধর্ম প্রতিবেদন প্রচার করার জন্য এবং আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অজস্র ধন্যবাদ। কবি পরিবারের জন্য শুভকামনা এবং দোয়া রইলো।
অপূর্ব উপস্থাপনা। ভীষণ ভালো লাগলো। কত অত্যাচার সহ্য করেছেন কবি। এমন নজরুল আর হবে না। কবি লহ প্লণাম শত শত।
১৯_৭৯ সালে আমি ন্যাশনাল মেডিক্যাল কলেজে নার্সিং ট্রেনিং এ ছিলাম। কাজী সব্যসাচী কে শেষ দেখা দেখতে হয়েছিলো। উমা মা ভালো থাকবেন।
কবি কাজী নজরুল ইসলাম, এমন মানুষ
আমার জানা মতে দেখি নাই বা শুনি নাই
লোক টা খুবই ভাল মানুষ ছিল, এমন এক জন মানুষের জিবন বিতান্ত জানানোর বা ভিডিও করার জন্য মাই টিভির সকল কোলা কৌশুলিকে অশ্কো ধন্যবাদ, আর আমি দোয়া করি কবি কাজী নজরুল ইসলাম কে আল্লাহ তায়ালা বেহেস্ত নসিব করেন আল্লাহ
হাফেজ
ekjon কবি তারা খারাপ হয় না টার আবর মনের মানুশ হয় তাই রবন্দ্রনাথ বলে আর নজ্রুল বলেন শুধু তাদের চিন্তাধারার পার্থক্য ।
চন্দন সাবান ছাড়া মাখতেন না,,,চোখে জল এসে গেল
ধন্যবাদ
ভিডিওটা দেখে চোখে সত্যিই চোখে জল এসে গেল ।
সত্যিই আপনারা বড়োই ভাগ্যবান এমন একজন মহাজ্ঞানী মানুষের ঘরে জন্ম নিয়ে। তিনি একমাত্র কবি যিনি কঠিন বাস্তবতা কে খুব কাছে দেখেছেন।
শ্রদ্ধেয় উমা কাজীর মতো নারীদের আমাদের প্রয়োজন বাংলায়। অনেক প্রয়োজন।
Ki janye Asma Devi? jodi anya sampradaye bibaher janye i hoy tahole sudhu Uma kazi keno? Prasiddha abhinetri Waheeda Rahman ki Nargis Dutta ba Pandit Ravishankar er prothoma stree Annapurna Devir mato nari der o anek prayojon, tai na?
কাজী নজরুল ইসলামের নাতি নাতনিদের কে আর পুত্রবধুকে আরও হাইলাইটস করা উচিত, তার বংশধরদের সম্মান জানানো উচিত
Correct
মাই টিভির সবচেয়ে সেরা প্রতিবেদন এটি। যতবার দেখি ততোবার মুগ্ধ হই। নিজের অজান্তেই চোখ দুটো ছলছল করে। শুধু বলবো শ্রদ্ধা তোমায় হে কবি চিরকালের কবি বিদগ্ধ কবি।
অনেক অনেক শ্রদ্ধা, উনি প্রিয় কবির সেবা করেছেন
আমার একজন প্রিয় কবি দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দান করুক(আমিন)। সত্যি তার জীবনি শুনে এবং দেখে আমার অশ্রু দিয়ে পানি আসলো।
ধন্য আপনারা এমন জ্ঞানির ঘরে জন্ম নিয়ে, তিনি একজন মহা মানব, চৈতন্য পুরুষ, চির অমর, তাঁর প্রেম যিনি অমৃতরস সাধন করেছেন তিনি প্রভুর অনুভূতি বুঝেছেন....শান্তি শান্তি
অন্তত জীবনের শেষ সময়টা অবহেলায় কাটেনি।
অসংখ্য ধন্যবাদ উমা কাজী'কে
আল্লাহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জান্নাত বাসী করুন
ওমা কাজীর মতো মা
যেন সকল মায়েরা হয়।
বাঙালী জাতির স্মৃতি বিজড়িত এই মহান ব্যক্তিকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে নসিব করুক।
ভাই তার বংসধর সবাই হিন্দু ধর্মের অনুসারী
নিশ্চই উমা কাজী অামাদের সর্বজন শ্রদ্ধেয়া, অামরা অামাদের প্রাণ প্রিয় জাতীয় কবির পরিচর্যা যতখানি করছি না, তাঁর পুত্রবধু তা কবির অবর্তমানেও এখনও করছেন। এখান থেকে অামাদের শিক্ষা নেয়া উচিত। শ্রদ্ধেয় উমাকাজী অাপনাকে অামার স্ব -শ্রদ্ধ সালাম হাজারবার। অাপনিও স্রস্টার নিকট পুরষ্কৃত হবেন নি সন্দেহে। দোয়া করি, কবি পরিবারের সকলকে যেন অাল্লাহপাক ভাল রাখেন। অামি চাই। যদি সম্ভব হয় সব মন্তব্যগুলো কবি পরিবারের কাছে পৌঁছে দেবার ব্যাবস্থা করা হোক।
ধন্যবাদ উমা কাজীকে
Kobi najrul tumi dhanoy
সালাম শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই ওমা কাজী মহাশয়কে যিনি আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় কবি কাজী নজরুল ইসলাম কে সেবা যত্ন করেছেন সেজন্য আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিন
হৃদয়ের অকৃতিম ভালবাসা আমার প্রিয় কবির পরিবারের জন........আল্লাহ এই পরিবারকে হেফাজত করুক......
মা আমার মা
উমা কাজির প্রতি অফুরন্ত শ্রদ্ধা জানাচ্ছি ❤💞
বতর্মান বিশ্বের অন্যতম সঠিক মানুষ হিসেবে কাজী নজরুল ইসলামের প্রয়োজন।।
খুব ভালো লাগলো। অপূর্ব। কাজীর পরিবার কোথায় থাকেন জানা নেই। ওনাদের কোন আর্থিক অসুবিধা থাকলে কাগজ বা টিভি মারফৎ জানালে সমগ্র বাংলা র মানুষ এগিয়ে আসবেন বলে বিশ্বাস। বল বীর চির উন্নত মম শির যিনি লিখেছিলেন তাঁর পরিবারের লোকজন কেন আর্থিক অসুবিধায় কষ্ট পাবেন? কেন উনাদের শির নত হবে?
প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে প্রণাম ও অন্তরের গভীরের থেকে শ্রদ্ধাঞ্জলি জানাই, ওনাকে মাতৃস্নেহে সেবা করা ওনার পুত্রবধূকে প্রণাম জানাই 🙏🙏🙏🙏❤️
আমাদের পিয়ো কবি কাজীনজরু ইসলাম আল্লাহু ওনাকে বেহেশত নছিব করো আমিন
বলার ভাষা নেই। আমি নিজেই আপ্লুত।
মহান কবি কে প্রনাম জানাই। অসামান্য প্রতিবেদন টির জন্য, আপনাকে অশেষ ধন্যবাদ।
ভিডিও টা দেখতে পেয়ে ভাগ্যবান মনে হচ্ছে ।
কবি কে প্রণাম ।
বর্ধমান থেকে।
Sortti ato valobasa bujina kno muslim hote hoy ..ato educated family teo ..onekta IAS Tina Dabi are moto obostha
উমা কাজীকে মহান আল্লাহ জাননাত নসীব করূন । আমিন
প্রিয় পরিবারের আপনজনদের মুখে কবির কথা শুনে জীবন্ত লাগছে সব,কবির পরিবার তো ১৬ কোটি বাংলাদেশির পরিবার,ধন্যবাদ মাই টিভিকে। উমা কাজী,সালাম আপনাকে জননী।
আমি গতকালই ভাবতেছি হঠাৎ করেই মনে পরে গেলো কাজি নজরুল ইসলামের কথা। যে তার কি ছেলে মেয়ে নাই,আজকে জানতে পারলাম যে তার দুইটি ছেলে ছিলো, অনুষ্ঠানটা দেখে মনে একটু শান্তি অনুভব করলাম।
যদি বাংলাদেশের মধ্যে কোন কবির অবদান থেকে থাকে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আর অন্য কোন কবির কোন অবদান নেই। তার উপরে যেই হোক, হোক সে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিচে অবদান। বাংলাদেশের সবচেয়ে বড় অবদান হলো কাজী নজরুল ইসলাম তিনি হচ্ছেন আমার কাছে মহান কবি বাংলাদেশের মধ্যে
Ato hin manusikota kano, apni na bujhachan najrul, na bujhta parechan rabindranath ka parla ai kotha boltan na
নজরুল রচনাবলী পড়েছিস। আগে পড়ে দেখ । ছাগল কোথাকার !
@@shreyachakraborty534 nozrul best .bd sobai kase nozrul no1 kobi
@@tamalislam8219 To ki kora jabe? India te Rabindranath e best Kobi
কথায় কথায় নজরুল
রবীন্দ্রনাথ কে তুলনা
কতটুকু মুর্খতার পরিচয় তা কি জানি
আমরা? ছি:ছিঃ
ভালোবাশি আপনাকে খুব..!! জাতীয় কবি ,,,আল্লাহ্ তাকে জান্নাত বাশি করুন
আজকোথায় হারিয়ে গেল সে সোনালী দিনগুলো । তারে কি কোথায় খুজে পাওয়া যায় ? ফিরে আসুক সে সোনালী দিন ।
প্রিয় কাজি নজরুল ইসলাম কে আল্লাহ তালা জান্নাত বাসি করুক, আমিন,
আমাদের জাতীয় কবি বেছে আছেন সবার অন্তরে, কবির সজনদের জন্য দোয়া করি ভালো তেকো🌺
ধন্যবাদ, আল্লাহ আমাদের কবি কাজী নজরুল ইসলামকে জান্নাত নসিব করুন।
কাজী নজরুল ইসলামের পরিবারের সদস্যদের প্রত্যেককে আল্লাহ্ যেন সুখে রাখেন, এটাই আল্লাহর নিকটে সহৃদয় আবেদন রাখি; আমিন ।
হে নজরুল তোমাকে প্রণাম।উমা কাজীর মুখে নজরুল রচিত শ্যামা সংগীত শুনে মুগ্ধ। সত্যি ই নজরুল অসাম্প্রদায়িকতার প্রতীক।নজরুল চর্চা করলে ও আমরা আদৌ কি তার পূর্ণ চর্চা করছি?
আহা কি সৌভাগ্য আপনাদের!! কাজী নজরুল ইসলামের মত মানুষের বংশধর আপনারা।ঊমা কাজীর প্রতি বিনম্র শ্রদ্ধা। আল্লাহ আপনাকে ভালো রাখুন।প্রিয় নজরুল ইসলাম বেহেশত বাসী হউন।❣️❣️
আল্লাহ পাক প্রিয় কবিকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আমিন।
তার পুত্র বধু কন্ঠে এত সুন্দর গাইলেন
সরকারের কাছে অনুরোধ তাদের কে যেন সরকার সম্মানি ভাতা প্রদান করে।
Sohomoth
Royalty koto pay apnar kono idea ache?😆 vai
একমত
এক মহিয়ষী নারীর অপর নাম উমা কাজী। আমাদের গর্বের ধন বিশ্ব কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে সন্তানের মতো লালন পালন করছেন। মা আমার মা তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন অফুরান।
খিলখিল কাজী আমাদের প্রিয় জাতীয় গর্বের নাতনী কে শুভেচ্ছা ও অভিনন্দন।
অসংখ্য ধন্যবাদ।।অসংখ্য প্রনাম।।কাজী নজরুল ইসলামকে অসংখ্য প্রনাম।।উনি বিশ্বের কবি।।
কবির পুত্র বধু ভালো মনের মানুষ, কথা শুনেই বোঝা যাচ্ছে,, কতটা সরল সাদা❤️
আমার প্রিয় আল্লাহ ও রাসুল প্রেমিক কবিকে সেবা করেছেন স্বয়ং হাকিকী মসজিদের সেবা করেছেন মা,আপনারি চরণে অবনত শিরে সালাম জানাই মা।
খুব খুব খুব ভালো লাগলো চোখে জল এসে গেল
অসাধারণ অসাধারণ অসাধারণ 100 বার অসাধারণ গান টি এত ভালো লেগেছে অসাধারণ বলার ভাষা নাই।
কাজী নজরুল ইসলাম এক সাধারন মানুষ ছিলেননা। তিনি ছিলেন এক সিদ্ধ পুরুষ, কোন বিশেষ ধর্মের গন্ডীতে আবদ্ধ ছিলেননা। তাঁর প্রতি লেখনীতে আমরা দেখতে পাই আদ্ধ্যাত্তিক চেতনার পরশ, যা আমাদের হৃদয়কে গিয়ে স্পর্শ করে। তাঁর দুই কৃতি সন্তান, সব্যসাচী ও অনিরুদ্ধ আমাদের আদরের মানুষ। তাঁদের দুই স্ত্রী কে প্রনাম। এই অসাধারন পরিবারের সকল সদস্যদের জানাই অভিনন্দন ও ভালোবাসা।
ডঃ দেবজ্যোতি মুখোপাধ্যায়
বম্বে, ২৮ মার্চ ২০২৩
উমা কাজীর কাছে আমরা চির কৃতজ্ঞ!!!
আল্লাহ তায়ালা যেন আমাদের প্রিয় কবিকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেন, আর উনার পরিবারের জন্য রইল অফুরন্ত ভালোবাসা,,,,,খুবই ভালো লাগলো
ইসলামের শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম
কবি নজরুল আমাদের অন্তরে চিরকাল বেঁচে থাকবেন।
আল্লাহ প্রিয় কবি কে জান্নাতবাসি করুন।
আল্লাহ রাসুল কে নিয়ে কতই না নাত/হামদ করেছেন,,, তিনি একজন ওলি, দয়াল নবী পাক এর উপর কত নাত,হামদ করেছেন, যা জ্ঞানী ব্যক্তি ও ওলির ছাড়া সম্ভব নয়,,, উমা মা নিসন্দেহে একজন দয়াশীল নারী, খুব সরল মানুষ 💛💚💙💜❤
প্রিয় কবি মনের ভাব কতো সুন্দর করে লিখেছেন মসজিদেরি পাশে আমাই কবর দিও ভাই আল্লাহ উনার মনের আশা পূরণ করেছেন দোয়া করি আল্লাহ প্রিয় কবিকে জান্নাত নসীব করুন আমিন
কিন্তু তার পরিবারের নিতি যে, একটা হিন্দু মিশ্রিত পরিবার। এটা আসলে বুঝলাম না। আবার আর এক ভিডিও তে দেখলাম এক মহিলা বলছে আমিও তার নাতনি কিন্তু সে মাথায় সিদুর কপালে টিপ আসলে এর হিন্দু নাকি মুসলিম আল্লাহই ভাল জানেন।
শ্রদ্ধেয় উমা কাজীকে অনেক ভালো লাগল, কবি পরিবারের সব সদস্যদের নাম, ছবি ও সংক্ষিপ্ত পরিচয় দিলে ভালো লাগতো।
dhonnobad প্রেসেন্তে টর কে ।খুব ভালো লেগেছে ,আমি এমন প্রোগ্রাম আজ ই প্রথম দেখলাম শুনলেও আমিকাজির ফামিলিকে চিনতাম না আজ ই দেখাল্ম চিনলাম ,পড়েছি অএঙ্ক কিন্তু দকুমেন্তারি আর টার ছেলের বউ নাতি নাত্নি আজ ই প্রথম দেখলাম ,অনেকনেক ধন্যবাদ
ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি।
আমারা ধন্য এমন কবি পেয়ে তিনি এমন একজন কবি ছিলেন যে তার তুলনা হয় না আর হবে ও না তার তুলনা তিনি নিজেই মন থেকে দোয়া করি আল্লাহ আমাদের জানের কবি কে যেনো বেহেশতের উচু মাকাম দান করেন আমিন
আমাদের জাতীয় কবি, প্রানের কবি কাজী নজরুল ইসলাম কে,উমা কাজী যে সেবা যত্ন করতেন,তার জন্য উমা কাজীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানায়।
খুব গর্ব বোধ হয় । আল্লাহ তায়ালা উনাকে জান্নাত নসীব করুন।
ত্রিশাল গিয়ে ছিলাম, মনে হলো নজরুল এর পদচারণা এখনো লেগে অাছে। উপলব্দি করলাম বিষয়টি।
উমা কাজীর জন্য সুভ কামনা রইল
অনেক অজানা কথা জানা হলো। মহীয়সী উমা কাজী আরো আরো বহু বছর সুস্থতার সাথে বেচে থাকুন এই দোয়া করি ।
কবি নজরুল একজন মহান ব্যক্তি।যার কথা ও কাজ একই সুত্রে গাথা। আল্লাহ তাকে বেহেশতে দাখিল করুক।
এদের বলে পুত্রবদু আল্লাহ সকলে নেক হায়াত দিক সুস্থ রাখুক ইজ্জতের সাথে রাখুক
পৃথিবীর সকল ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা রইল প্রিয় কবির পরিবারের জন্য,,,
কবি কাজী নজরুল ইসলাম আমার অত্যন্ত প্রিয় কবি।কবিকে নিয়ে কি বলবো এমন উদার এমন মহৎ, এমন প্রতিভাবান কবি বাংলা সাহিত্যে আর কোনো দিন ও জন্ম নিবে বলে মনে হয় না। হয়তো আরও অনেক বড়ো কবি জন্ম গ্রহণ করবেন।কিন্তু কাজী নজরুল ইসলাম এর মতো দ্বিতীয় জন হবে না।কবি কাজী নজরুল ইসলাম এর প্রতি রইলো গভীর ভালবাসা এবং ওমা কাজীর জন্য বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন।
কি যে ভালো লাগলো। মুগ্ধ হয়ে শুনলাম ও দেখলাম। খুব ভালো লাগলো 🙏🙏
অনেক শুভেচ্ছা রইলো।
নজরুল পরিবারকে আজীবন সম্মাননা প্রদান করার অনুরোধ করছি সরকারের প্রতি।❤❤❤❤
সারা বাংলাদেশ তোমাদের ভালোবাসে,তোমারা আমাদের গৌরব।।
সত্যিই আনন্দিত কবি পরিবারের সদস্যদের দেখে তাদেরকে শুনে তাদেরকে বুঝে তাদের মুখে কবি সম্পর্কে কিছু অজানা কথা জেনে আমি খুবই আনন্দিত বুক ভরা দোয়া ও ভালোবাসা রইলো কবি পরিবারের জন্য।
এসব কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারি না।
উমা কাজিকে আল্লাহ্ যেন উত্তম প্রতিদান দিন আমিন ।
উমা কাজীর কাছে আমরা বাংলাদেশ এর মানুষ চিরকৃতজ্ঞ উনি আমাদের জাতীয় কবি হৃদয়ের কবি কাজী নজরুল ইসলাম কে সেবা করেছেন"
আমাদের জাতীয় কবি র কবিতা চল চল চল উদ্ধ গগনে বাজে মাদল নিরমি উতলা ধরনি তল অরুণ রবির তরুন দল চল চল চলরে চল , অসাধারণ কবিতা ☺
আমাদের জাতীয় কবি,,,, আমাদের অহংকার
প্রায় দুর্লভ এবং অসাধারণ উপস্থাপনা,ধন্যবাদ!