ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

হেরা গুহায় আল্লাহর ওহী নাজিল, আসল ঘটনাটা কি?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มี.ค. 2023

ความคิดเห็น • 98

  • @sujauddin9603
    @sujauddin9603 ปีที่แล้ว +16

    নবীজী পাহাড়ে উঠে গুহায় ঢুকে ধ্যানে মগ্ন থাকতেন কি ভাবে নবী হওয়া যায় সেই ধান্দায় l ধূর্ত শৃগাল যখন বোকা গর্ধভকে বলে "আমি তোমাদের রাসূল" তখন থেকে ধর্মের শুরু l ইসলাম ধর্মের ধূর্ত শৃগাল হলেন নবী মুহাম্মদ(সাঃ) এবং বোকা গর্ধভ হলেন আবু বক্কর(রাঃ) !! আপনি যদি আপনার ৬ বছরের কন্যার সাথে ৫১ বছরের মুমীনের বিবাহ দেন তাহলে আপনাকে আমি অবশ্যই 'বোকা গর্ধভ' বলবো !! 😎💝

    • @mahabubakhan4682
      @mahabubakhan4682 2 หลายเดือนก่อน

      😊😊😊

    • @mahabubakhan4682
      @mahabubakhan4682 2 หลายเดือนก่อน

      আরে ওস্তাদ কুরআন লখ্য
      বছর আগে লোহ মাফুজে রখিতো
      ছিল, সেখানে মারিয়া কৃতিয়া কে
      হালাল করলো কি ভাবে?

    • @aryanalif.8288
      @aryanalif.8288 หลายเดือนก่อน

      বিশ্বের জঘন্যতম মিথ্যুক ও প্রতারক ছিল মহাউন্মাদ দ্য গ্রেট।

  • @bonggojbihonggo991
    @bonggojbihonggo991 10 หลายเดือนก่อน +6

    হেরা গুহায় যদি সত্যি সত্যিই মোহাম্মদকে নবুয়ত দান করে কোরআনের আয়াত নাজিলের সূচনা হয়ে থাকতো, তাহলে ওহী নাজিলের দিন হতো মুসলমানদের ঈদের দিন, এবং হেরা গুহা হতো ইসলামের নামাজের কিবলা ও ইসলামের প্রধান কেন্দ্র।

    • @aryanalif.8288
      @aryanalif.8288 หลายเดือนก่อน +2

      হ্যাঁ, সবচেয়ে সম্মানীত স্থান হিরা গুহাই হওয়ার কথা।

  • @ifradhera2735
    @ifradhera2735 ปีที่แล้ว +3

    Ostad, thanks.

  • @mahbubmamun4358
    @mahbubmamun4358 ปีที่แล้ว +4

    So logical

  • @mdalomgirhossain6023
    @mdalomgirhossain6023 ปีที่แล้ว +10

    আসল ঘটনা আপনার মতন আমিও জানি

  • @sankarchakraborty2802
    @sankarchakraborty2802 11 หลายเดือนก่อน +7

    ওস্তাদ, আপনি যতই প্রমান দাখিল করেন না কেন তাল গাছটা কিন্তু আমার।

    • @aryanalif.8288
      @aryanalif.8288 หลายเดือนก่อน

      অন্ধদের আপনি যতই আলো দেন সে তো দেখবে না ও বুঝবে না, আগে তাদের চক্ষু দান করেন 😃।
      তখনও এরা অন্ধ থাকবে!
      কারণ তাদের মস্তিষ্ক বিকৃত করে ফেলেছে বাল কোরান বাল পাদিসে।

    • @aryanalif.8288
      @aryanalif.8288 หลายเดือนก่อน

      বঙ্গমুতলীমরা বুঝেও বুঝে না, জেনেও জানে না, মুলত এরা স্বর্থান্মেষি মিসগাইডেড, পথভ্রষ্ট বা মুনাফিক মুতলীম।

  • @ih7691
    @ih7691 4 หลายเดือนก่อน +2

    Mother Teresa also meets Angel

  • @user-rg6jb7kn6g
    @user-rg6jb7kn6g ปีที่แล้ว +6

    আপনি যে কোরআনের সময়ক্রম অনুযায়ী নাজিলকৃত সূরা আয়াতের বন'না করেন সেটার দলিল দিলে আরও সঠিক যূক্তি প্রতিস্ঠিত হয়, আপনার সবকিছুই খুবই অকাট্য, চালিয়ে যান সত্য কথা

    • @mdshopon163
      @mdshopon163 11 หลายเดือนก่อน

      Names of the Surahs in Quran Order and Place of Revelation and Verses - Kunn Islamic Academy

    • @aryanalif.8288
      @aryanalif.8288 หลายเดือนก่อน

      মুতলীমিদের সমস্ত কলেজ ইউনিভার্সিটি কচি আয়শার জঙ্গাচিপায়।

  • @rabindranathghosh2324
    @rabindranathghosh2324 11 วันที่ผ่านมา

    ঠিক ঠিক ঠিক !

  • @user-cy2ud2yo5n
    @user-cy2ud2yo5n หลายเดือนก่อน

    ওস্তাদ, আপনার নতুন ভিডিও কোন ভাবেই পাচ্ছি না। নতুন ভিডিও দেখার ব্যাবস্থা করে দিবেন।

  • @mafruhaatabin1898
    @mafruhaatabin1898 ปีที่แล้ว +4

    Nobi farista kivabe chinlo ? Jiboneo to kono din dekhenai . Muhammad chara karo kase kono din farista r aslona kn ? Farista ra ekhon ki obosore?

  • @kkbangla995
    @kkbangla995 ปีที่แล้ว +4

    গল্প লেখা ভালো কিন্তু পরে সেটা বললে ভুল পাওয়া যাবে।

  • @Satterparash100
    @Satterparash100 ปีที่แล้ว +6

    Nofel are khadijar buddir kache amader muminra fell

    • @aryanalif.8288
      @aryanalif.8288 หลายเดือนก่อน

      ফেইল আর ফেল কি এককথা?

  • @parbatisamanta4448
    @parbatisamanta4448 ปีที่แล้ว +6

    Real talk দাদা আপনি অনেকটা উপলব্ধি করতে পেরেছেন কিন্তু কোরান নাজিল হওয়ার প্রকৃত বাস্তব কাহিনীটি কেউ সঠিক ভাবে বলতে পারেননি । হাদিসেই ঐ কাহিনীটি সঠিকভাবে উল্লেখ আছে।

  • @nawabali994
    @nawabali994 4 วันที่ผ่านมา

    ১ম ওহী আসার সময় আয়িশা(রাঃ) এর জন্ম হয়েছিল ?

  • @ABD-od2xh
    @ABD-od2xh ปีที่แล้ว +2

    wow...good analysis

  • @ih7691
    @ih7691 ปีที่แล้ว +17

    না বুজে ধর্ম পালন করাই ধর্ম

    • @quamrulsiddiqui4225
      @quamrulsiddiqui4225 10 หลายเดือนก่อน

      এই একটা দারুণ মন্তব্য করেছেন। মন্তব্যটা সনাতনী ব্রাম্মণ্যবাদের ক্ষেত্রেও প্রযোজ্য।

  • @triad-backintime9549
    @triad-backintime9549 ปีที่แล้ว +4

    Question: Syria/Jordan e jonmo/bere otha hole uni kon Kaba ghor e jeten? Kaba ki tokhon Jordan e chilo? Tahole bortomane Meccar Kaba kobe protishthito hoyeche?

    • @ManoranjanBasak
      @ManoranjanBasak ปีที่แล้ว +2

      See videos from Dan Gibson, Dr. Jay Smith to understand the real story of beginning of Islam.

  • @bonggojbihonggo991
    @bonggojbihonggo991 10 หลายเดือนก่อน +3

    বর্তমানে যিনি ইসলাম ধর্মের প্রবর্তক মোহাম্মদ নামে পরিচিত, তাঁর জন্মের পরে তাঁর দাদা আব্দুল মুত্তালিব তাঁর নাম রেখেছিলেন কাথেম, তথা কাথেম ইবনে আবদ-আল-লাত (Qathem Ibn Abd-Al-Lat)। কাথেম যখন সন্তানের পিতা হলেন তখন তাঁকে তাঁর ছেলে কাশেমের পরিচয়ে ডাকা হতো আবুল কাশেম। (উল্লেক্ষ্য, মোহাম্মদের জন্মের তিন বছর আগে আব্দুল মুত্তালিবের কাথেম নামে এক ছেলে মাত্র ৯ বছর বয়সে মারা যায়। প্রিয় সন্তানটির মৃত্যুতে আব্দুল মুত্তালিব খুব শোকাহত ছিলেন। পুত্র আব্দুল্লাহর বিধবা স্ত্রীর যখন ছেলে জন্মালো তখন সন্তান শোকসন্তপ্ত আব্দুল মুত্তালিব তাঁর মৃত ছেলে কাথেমের স্মরণে নাতির নাম রাখেন কাথেম।)
    কাথেম ইবনে আবদ-আল-লাত ওরফে আবুল কাশেম যখন ইহুদী-খ্রিস্টান ধর্মের অনুকরণে কোনো প্রমাণ ছাড়াই নিজেকে সৃষ্টিকর্তার নবী-রসূল দাবী করলেন, এবং তাঁর পিতার নামের সাথে জড়িত দেবতা আল-লাতকেই একমাত্র উপাস্য প্রতিষ্ঠিত করতে চাইলেন, দেবতা আল-লাত বাদে বাকীসব মূর্তির বিরুদ্ধে বলতে লাগলেন, তখন মূর্তিপূজক কোরাইশরা কাথেম ইবনে আবদ-আল-লাত ওরফে আবুল কাশেমকে 'মুযাম্মাম’ বা নিন্দিত বলে অভিশাপ দিচ্ছিলো। কাথেম ইবনে আবদ-আল-লাত ওরফে আবুল কাশেম তখন বলেছেন, "তারা আমাকে ’মুযাম্মাম’ বা নিন্দিত নামে গালাগালি করে এবং ’মুযাম্মাম’-কে অভিসম্পাত দেয়। অথচ আমি মুহাম্মাদ’ বা প্রশংসিত, 'মুযাম্মাম' বা নিন্দিত নই।" সেই সময় থেকে আবুল কাশেমকে তার সাহাবী-উম্মতদের দ্বারা মোহাম্মদ নামে ডাকা হতে থাকে।
    কিন্তু মোহাম্মদ অর্থ প্রশংসিত। কোরআনের সূরা ফাতিহাসহ কিছু আয়াতে সকল প্রশংসার মালিক আল্লাহ বলা হয়েছে। সুতরাং কাথেম ইবনে আবদ-আল-লাত ওরফে আবুল কাশেম যদি নিজেকে প্রশংসিত তথা মোহাম্মদ দাবী করেন, তাহলে তিনি নিজেকেই আল্লাহ বা নিজেই দুনিয়ায় মানুষ রূপে আল্লাহ দাবী করেছেন।
    মক্কার প্রভাবশালী শাসক পরিবারে পিতার মৃত্যুর অনেক পরে কাথেম ওরফে মোহাম্মদের জন্ম হওয়ায় তাঁর আসল পিতা কে তা নিয়ে চারদিকে কানাকানি-হাসাহাসি শুরু হয়। সামাজিক লজ্জা থেকে রেহাই পেতে প্রভাবশালী পরিবারটি শিশু কাথেমকে দূরের এক বেদুইন নারীর কাছে পালন করতে দেয়।
    কাথেম কিছুটা বড় হলে এবং লোকজন ঘটনা প্রায় ভুলতে বসলে প্রভাবশালী শাসক পরিবারটি শিশু কাথেমকে এনে নিজেদের ছাগল-দুম্বা-উটের রাখাল হিসেবে নিয়োগ দেয়। কিন্তু কাথেম পরিবারের সন্তানের পূর্ণ স্বীকৃতি পান না, তাই স্বাভাবিকভাবেই পিতার সম্পত্তির উত্তাধিকারও পান না। অবহেলা অনাদরে রাখাল হিসেবেই কাথেম সবকিছু মেনে নিয়ে টিকে থেকেই শৈশব কৈশোর পেড়িয়ে যুবক হন।
    এমন সময় যুবক কাথেম খাদিজার ব্যবসা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পান। যুবক কাথেমের কাজে একনিষ্ঠতা ও সততা খাদিজার মনোযোগ আকর্ষণ করে। যুবক কাথেমের মধ্যে যে বুদ্ধিমত্তা, দূরদর্শিতা ও সম্ভাবনা ছিলো খাদিজার মহৎ ভালোবাসাপূর্ণ সহযোগিতায় সেসব বিকশিত হবার সুযোগ পায়, এবং কাথেম সেসব বাস্তবায়নেরও সুযোগ পান। ৪০ বছর বয়সী খাদিজা একাধিক সন্তানসহ বিধবা ছিলেন, ২৫ বছর বয়সী কাথেমকে বিয়ে করে ব্যবসা পরিচালনার দায়িত্ব দেন। প্রতিষ্ঠিত কাথেম পিতৃ পরিবারে নিজের অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টায় কৌশলের জাল বুনতে থাকেন।
    কাথেম ওরফে মোহাম্মদের বাপ-দাদা-চাচার পরিবারটি মক্কার শাসক পরিবার হিসেবে প্রভাবশালী পরিবার হওয়ায় তিনি সেই পরিবারে অর্থ-বিত্তের উৎস ও ক্ষমতার কেন্দ্র নানান মতপথের উপাস্যের নানান মূর্তির উপাসনালয় কাবাঘরটি দখলের পরিকল্পনা করেন।
    কিন্তু কাথেমের একার পক্ষে তা কখনো সম্ভব নয় তা তিনি বুঝতে পেরে বিরাট সংখ্যক লোককে নিজের অনুসারী বানানোর কৌশলের জাল বুনতে থাকেন। কাথেম তাঁর খ্রিস্টান স্ত্রী খাদিজার সংস্পর্শে থাকায় ইহুদী-খ্রিস্টান ধর্মের অনেক কিছুই শুনে জেনেছেন। খৃস্টিয় বিশ্বাসের গড-মেসেঞ্জার-প্রফেট, স্যাটান, এঞ্জেল, তাওরাত, যবুর, ইঞ্জিল ধারণার সাথে নিজের জন্মসূত্রে পাওয়া কাবাঘরে থাকা আল্লাহর মূর্তির পূজা ও আল্লাহর অনুমোদিত মূর্তির পূজাকে মিলিয়ে-মিশিয়ে একটি ধর্মমত তৈরী করেন।
    (কমেন্টের বাকী অংশ নীচের কমেন্ট বক্সে)

    • @aryanalif.8288
      @aryanalif.8288 หลายเดือนก่อน +1

      ক্বাছিম বিন আব্দুল্লাত ( Kathim bin Abd Al Lat.

  • @Satterparash100
    @Satterparash100 ปีที่แล้ว +4

    Amra sundor ondho Manus

    • @aryanalif.8288
      @aryanalif.8288 หลายเดือนก่อน

      মস্তিষ্কবিকৃত বা ধোলাইকৃত।

  • @rajumallick9698
    @rajumallick9698 ปีที่แล้ว +1

    ঠিক

  • @zislam7003
    @zislam7003 ปีที่แล้ว +1

    ভাইজান!
    আরিফুল হকের কমেন্ট দেখেছেন?

  • @skchakraborty840
    @skchakraborty840 ปีที่แล้ว +21

    কুরআন বুজতে হাদিস লাগে, তবে আল্লাহ বড়ো না বুখারী।

    • @aryanalif.8288
      @aryanalif.8288 หลายเดือนก่อน

      উজবেকদের পাদিসগুলো সব ভুয়া।

    • @aryanalif.8288
      @aryanalif.8288 หลายเดือนก่อน

      আল্লার চেয়ে বড় কাছিম বিন আব্দুল্লাত নামক জঘন্যমুর্খ বা প্রতারকের।

  • @dr.muhibbulhuq5377
    @dr.muhibbulhuq5377 6 หลายเดือนก่อน

    Awesome 😅😅😅

  • @tokresali
    @tokresali ปีที่แล้ว +1

    আরও প্রত্নতাত্ত্বিক গবেষনার দরকার।

  • @mohammedfarooque8337
    @mohammedfarooque8337 ปีที่แล้ว +5

    ওস্তাদ,এই হাদীস'টির মর্ম 000,100,03 % লাহ্হুওয়াল মানুষের লাহ্হুওয়াল বর্ণনা।ধন্যবাদ। ওস্তাদ,আপনার জন্ম স্থান কি নো'খলী ন'কি। এত ভুল ধরেন কেনো?। যদি ইবনে হিশাম জানতেন, আপনার আগমন ঘটবে,তা হলে,তিনি কখনোই আল্লাহ্‌ ও তাঁর উম্মীর নবীর নামে মিথ্যা হাদীস লিখতেন না।ধন্যবাদ।

    • @jashimuddi100
      @jashimuddi100 ปีที่แล้ว +1

      আপনার ওস্তাদ আমান উদ্দিন 'সিলেই টটা ।

    • @mohammedfarooque8337
      @mohammedfarooque8337 ปีที่แล้ว

      @@jashimuddi100 সিলেইট টা বাংলাদেশ ভূ'খন্ড থেকে কোনো বাহিরের অন্য অংশ নাকি?।

  • @zahidhosssin9811
    @zahidhosssin9811 10 หลายเดือนก่อน +1

    আল্লাহ্ নামে কি কোন মূর্তি ছিল

    • @জাগরণ
      @জাগরণ 3 หลายเดือนก่อน

      ছিলো.. কারন হিন্দু ধর্মে সকল দেব দেবীর পুজো হয় কিন্তু ব্রহ্মা পুজো হয় না কারন ব্রহ্মা হলো জগত সৃষ্টি কর্তা তাও তার পুজো হয় না..আর সেটাই হলো আল্লাহ..

  • @biswajitbanerjee1015
    @biswajitbanerjee1015 9 หลายเดือนก่อน +2

    মহম্মদের একটা গুন ভালো ছিলো নিখুঁত গল্পের মাস্টার মশাই।তার মতো কেউ এতো কম সময়ে কোনো মতবাদ প্রচার করতে পারে নি এটাও একটা বিশেষ গুন তার।সব মিলিয়ে মুর্খ হলে কি হবে হাতের লেখা খুব সুন্দর ছিলো এটা সবাইকে মানতে হবে।

    • @aryanalif.8288
      @aryanalif.8288 หลายเดือนก่อน

      এটা একা করে নাই হেতে ও তার গ্যাং মিলিয়ে করেছে।

  • @nasreenbanu1613
    @nasreenbanu1613 10 หลายเดือนก่อน +1

    আল্লাহ নিরাকার হলে আরসে সিংহাসনে বসবে কিভাবে? ওরাকা বিন নোবেল খ্রিষ্টান হলে ওহি লেখার জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছিল কেন? ধন্যবাদ।

  • @khalidrezwan9988
    @khalidrezwan9988 3 หลายเดือนก่อน

    উনি এক ঈশ্বর এর ধারণা আগে থেকেই করতেন বলে ধরা যায় কারণ এক ঈশ্বরবাদী ইহুদী দের মধ্যে সেই ধারণা ছিল

  • @MdZakirHossain-nw2ke
    @MdZakirHossain-nw2ke ปีที่แล้ว +5

    শাসন ক্ষমতা সমুন্নত করার জন্যই তো আকবর দ্বীন-ই-ইলাহী নামক একটা ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা করেন।

  • @labibulahad6254
    @labibulahad6254 2 หลายเดือนก่อน

    Not Iran it's Uzbekistan, because Bukaris mother land is uzbekistan

  • @subhashissaha6491
    @subhashissaha6491 2 หลายเดือนก่อน

    Allah Md are same man & tout batpar.

  • @arifulhaque7628
    @arifulhaque7628 ปีที่แล้ว +3

    আপনি কোন দেশ থেকে কথা বলেন? নিশ্চিত বাংলাদেশ থেকে নয়। জানতে চাই,জানাতে হবে ।

    • @kushalmukhopadhayayuhi3314
      @kushalmukhopadhayayuhi3314 ปีที่แล้ว +1

      May be US.

    • @Sirajul151
      @Sirajul151 ปีที่แล้ว +3

      কেন জানতে চান ?

    • @mdraihankhan6155
      @mdraihankhan6155 ปีที่แล้ว +6

      নিশ্চয়ই লালু হুজুরের কল্লা ফেলে দেওয়ার জন্য😂😂

    • @jibankumerdas1258
      @jibankumerdas1258 ปีที่แล้ว +2

      Israel

    • @ajaysarkar9593
      @ajaysarkar9593 ปีที่แล้ว +5

      আপনার সমস্যা কী?

  • @ahsanbadrul-ms6if
    @ahsanbadrul-ms6if ปีที่แล้ว

    ভুখারা ইরানে নয় রাশিয়াতে অবস্থিত !

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 10 หลายเดือนก่อน

      বুখারা বর্তমান উজবেকিস্তানে।

    • @aryanalif.8288
      @aryanalif.8288 หลายเดือนก่อน

      বোখারা উজবেকিস্তানের একটি শহর, তখন ছিল ঈরানের অংশ ও পার্সি ভাষাভাষী, পরে রাশিয়া দখল করে নিয়েছিল, এখন স্বাধীন।

  • @mdshopon163
    @mdshopon163 11 หลายเดือนก่อน

    কোরআনের সূরার নাম এবং নাযিলের স্থান এবং আয়াত - Names of the Surahs in Quran Order and Place of Revelation and Verses - Kunn Islamic Academy --- th-cam.com/video/X8occFO-fb4/w-d-xo.html

  • @aryanalif.8288
    @aryanalif.8288 หลายเดือนก่อน

    এর মানে পিচলাম নামক বিষ্ঠাকে টিকিয়ে রাখতে মিথ্যাচার এর পর মিথ্যাচার করে যেতে হয়।