Meghomilon (মেঘ মিলন) - Tanjib Sarowar | Lyrics Video | Lyrics Formation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 567

  • @LM.Likhon245
    @LM.Likhon245 ปีที่แล้ว +1966

    আমি আজ থেকে ২ বছর আগে এক বড় ভাই এর মুখে এই গানটি শুনি। তারপর অনেক দিন পর একজনকে ঠিক গানের লাইনের মতো শিতলে বাতাসে দেখলাম তারপর থেকে গানটি দিন ২ থেকে ৪ বার শুনি। দেখা মানুষ টা আমার এবং কারো হয়নি সিগেল আছে। কিন্তু গানটা আমার হয়ে গেছে। তাই আপনারা যতবার কমেন্ট পরে লাইক দিবেন ঠিক ততবার গানের মায়ার টানে আবার ফিরে আসবো 🤗?

    • @Jarinislam-ym9iz
      @Jarinislam-ym9iz ปีที่แล้ว +25

      Akhon abar sunen😊

    • @Darklife..9898
      @Darklife..9898 ปีที่แล้ว +7

      ❤❤❤❤

    • @LM.Likhon245
      @LM.Likhon245 ปีที่แล้ว +3

      ​@@Jarinislam-ym9izNiscoi sonbo?

    • @Disopan02
      @Disopan02 ปีที่แล้ว +7

      @@LM.Likhon245
      Govir raat ,cigaret hate niye suntechi💀🙂

    • @amranhossainanik
      @amranhossainanik ปีที่แล้ว +3

      😊😊😊

  • @sabihakhandokar2811
    @sabihakhandokar2811 10 หลายเดือนก่อน +404

    খুব ছোট বেলার পছন্দের গান, আপুর প্রেমিক আপুকে গানটা প্রায় গেয়ে শুনাতো তখন থেকে পছন্দ আজ আপুর তিনটা বাচ্চা সেই প্রেমিকই বাচ্চার বাবা, আহা পূর্ণতা দেখতেও ভালো লাগে❤❤

    • @tanjirkhan7621
      @tanjirkhan7621 9 หลายเดือนก่อน +8

      আসলেই সুন্দর

    • @Karimajannat11
      @Karimajannat11 9 หลายเดือนก่อน +5

      অনেক বেশি ভালো লাগে 🥰

    • @Md_mahfuz69
      @Md_mahfuz69 9 หลายเดือนก่อน +6

      আমিও চাই গানটি আপনাকে গেয়ে শোনাতে 🙂

    • @opighosh-z6p
      @opighosh-z6p 9 หลายเดือนก่อน +1

      Ahaaa ki sundor 😅

    • @khondokarafridy5387
      @khondokarafridy5387 9 หลายเดือนก่อน +2

      দোয়া করবেন যেন আমার ভালোবাসাটা পূর্ণতা পায়..!❤❤❤

  • @MstJubydaKhanom
    @MstJubydaKhanom 8 หลายเดือนก่อน +24

    আহ্! মনের অজান্তেই আমার মন নস্টালজিক হয়ে গেছে ❤

  • @SukumarSarker-cd5pv
    @SukumarSarker-cd5pv 8 หลายเดือนก่อน +33

    হয়তো তাকে শীতল বাতাসে দেখিনি কিন্তু তাকে নিয়ে এক শীতল বাতাসের রাতে অনেকটা পথ হেটে মনের সব কথা বলব... হতেও পারে সেই দিন সে হয়তো বুঝতে পারবে আমি তাকে ছাড়া কিছু চাই না

  • @RakibHasan-ck3di
    @RakibHasan-ck3di 10 หลายเดือนก่อน +62

    সারাদিন মানুষ অভিনয় করে যায়, মাঝরাতে মানুষ অভিনয়ের কাছে হেরে যায়।..... 😊😊

  • @rupkothargolpo7795
    @rupkothargolpo7795 ปีที่แล้ว +50

    কেনো যে মানুষ হিন্দি গানের প্রতি মনোযোগ বেশি তা জানি না তবে তারা বাংলা এসব গানের লাইন মনের মধ্যে গেঁথে নিতে পাড়বে না আসলেই গান গুলোর মধ্যে একটা অসাধারণ অনুভূতি আছে 🥰🥰🥰😇
    নিঃস্বার্থ ভালোবাসা🥰

    • @FatemaKaeya
      @FatemaKaeya 10 หลายเดือนก่อน +2

      In the case of music, language doesn't matter. If you feel then you feel ❤❤❤

    • @monirasultanamukta6433
      @monirasultanamukta6433 7 หลายเดือนก่อน

      Always fan of Bengali song😊

  • @rasel1577
    @rasel1577 ปีที่แล้ว +56

    আসলে কিছু কিছু মানুষকে ভুলে থাকার মাঝেও ভুল করে মনে পড়ে, কি মায়া অসম্ভব মায়া ❤😅।
    যাই হক ভালো থাকুক সে ❤🤍

  • @md.shawon9117
    @md.shawon9117 10 หลายเดือนก่อน +71

    গানগুলো যেমন অসম্ভব সুন্দর তেমনি গান শুনতে এসে মানুষ গুলো যে কমেন্ট গুলো রেখে যায়,একটার পর একটা পড়তে এত ভালো লাগে। আমি গুছিয়ে কমেন্ট লিখতে পারি না। কিন্তু মানুষের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে।
    আপনারা কিভাবে এমন সুন্দর করে কমেন্ট লিখেন????😊😇

  • @nahidhasan6420
    @nahidhasan6420 ปีที่แล้ว +144

    স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ এত গান টা শুনতে আসবে তখন কেও লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও ছুটে আসবো🥺🌸🫶🦋

  • @RifahTasniaNity
    @RifahTasniaNity ปีที่แล้ว +51

    বৃষ্টি তো থেমেছে অনেক আগেই,,, ভিজেছি আমি একাই...🖤🌸

    • @israfilislam420
      @israfilislam420 7 หลายเดือนก่อน +2

      "খোঁপা খুলে তোমার পিঠের উপর আছড়ে পড়া
      চুলের মতো বৃষ্টি নেমেছে শহরে"

  • @sakibulislam7340
    @sakibulislam7340 9 วันที่ผ่านมา +1

    কিছু কিছু শূন্যতা আছে মানুষের যা পুরো পৃথিবী দিলেও পূরন হবার না🙂😪
    (মন চায় তোমায় আজই পেতে) অসম্ভব সুন্দর লাইন

  • @taimumsultanahimi-rm4pd
    @taimumsultanahimi-rm4pd 9 หลายเดือนก่อน +21

    ভালোবাসি প্রিয় মানুষটাকে,,,থেকে যেও সারাজীবন,,, আর কাউকে হারাতে চাই না,,😌🥀(ifmum)

  • @MAMUNBHAi-v3v
    @MAMUNBHAi-v3v ปีที่แล้ว +27

    সে আমাকে ভালোবাসেনি,,,
    কিন্তু অসম্ভব মায়ায় ফেলেছিল,,😭💔

  • @jhrafin3610
    @jhrafin3610 ปีที่แล้ว +27

    এই গানটা শোনার অনুভূতি টাই অন্যরকম.... এই গানটা শুনলে শুধু একজনের কথাই মনে পড়ে....(s)❤

  • @rabeyarabu9700
    @rabeyarabu9700 ปีที่แล้ว +37

    বৃষ্টি তো থেমেছে অনেক আগেই
    ভিজেছি আমি একাই!💖
    Damn lyrics 🤍

  • @MdShoronAhmed
    @MdShoronAhmed 9 หลายเดือนก่อน +28

    আমি আজ থেকে ২ বছর আগে এক বড় ভাই এর মুখে এই গানটি শুনি। তারপর অনেক দিন পর একজনকে ঠিক গানের লাইনের মতো শিতলে বাতাসে দেখলাম তারপর থেকে গানটি দিন ২ থেকে ৪ বার শুনি। দেখা মানুষ টা আমার হয়নি। কিন্তু গানটা আমার হয়ে গেছে। তাই আপনারা যতবার কমেন্ট পরে লাইক দিবেন ঠিক ততবার গানের মায়ার টানে আবার ফিরে আসবো 🤗🤗

  • @Mohua_mou
    @Mohua_mou 9 หลายเดือนก่อน +13

    সব মনে পড়ে গেলো...!🙂❤️‍🩹 কতো সুন্দর ছিল দিন গুলো....!😅 কতো স্বপ্ন ছিল আপনাকে নিয়ে...!😊💔 কিছুই পূর্ণতা পেলো না...!!🙂💔

    • @israfilislam420
      @israfilislam420 7 หลายเดือนก่อน

      "খোঁপা খুলে তোমার পিঠের উপর আছড়ে পড়া
      চুলের মতো বৃষ্টি নেমেছে শহরে"

    • @ariy4n.x
      @ariy4n.x 6 หลายเดือนก่อน

      Haha sby emn hy! 🫠

  • @SabikunnaharSabiha-b4e
    @SabikunnaharSabiha-b4e 10 หลายเดือนก่อน +54

    আমি হুমায়ুন স্যারের একটা বানি পড়েছিলাম যেখানে লেখা ছিলঃ
    তোমার যদি কাউকে মনে পড়ে তাহলে তাকে তুমি কল করো । তোমার যদি কাউকে দেখতে ইচ্ছা করে তাহলে তাকে জানাও। তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে বলে দাও যে তুমি তাকে ভালোবাসো। কারন ৫ মিনিট বাঁ'চবা কিনা তা তুমি জানোনা!
    অপূর্ণতা নিয়ে কখনো দুনিয়া ছেড়ো না। ❤️🌸❤❤

    • @NosratJahanLaboni
      @NosratJahanLaboni 8 หลายเดือนก่อน +1

      Ecca thaka sorto ami parbo na Humayun sir er kotha mante.....

    • @mahrufur
      @mahrufur 6 หลายเดือนก่อน +1

      আর দুনিয়াতে এ নিয়ম চলে না

    • @welivesurvivedie6743
      @welivesurvivedie6743 หลายเดือนก่อน

      Etto abeg😂

  • @The__King_0_H
    @The__King_0_H 5 หลายเดือนก่อน +6

    তুমি আমার সেইই শূন্যতা যা পুরো পৃথিবী দিলেও পূরণ হবে না!!"💔

  • @ShamimOsman-ig6rn
    @ShamimOsman-ig6rn ปีที่แล้ว +137

    তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়।😇 স্মৃতি রেখে গেলাম😇।🙃যূগ যূগ থরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ ‌like দিলে notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা।

    • @Maisha_Naushin
      @Maisha_Naushin 8 หลายเดือนก่อน +3

      যে গান ই শুনতে যাই এই কমেন্ট🙂

    • @IslamMasuma-yo2dc
      @IslamMasuma-yo2dc 8 หลายเดือนก่อน +1

      Very old common...

    • @ashrafuzzamankhan3716
      @ashrafuzzamankhan3716 หลายเดือนก่อน

      এই কমেন্ট টা সব গানেই। বিরক্তিকর। প্রিয় মানুষের সাথে গানটা শোনা যেতো না?

  • @jannatulnayemamafia
    @jannatulnayemamafia 6 หลายเดือนก่อน +8

    এই গানটা যখন প্রথম শুনি তখনের অবস্থার সাথে গানটা মিলে ছিল শীতল বাতাসে প্রিয় মানুষের সাথে ভুল বুঝাবুঝি হয় হয়তো তখন তার সাথে যোগাযোগ বন্ধ না হলে এতসুন্দর গানটা হৃদয়ে দাগ কাটতো না... শীতল বাতাসের সাথে আমার জীবন থেকে উদ্দামতা হারিয়ে দিয়ে কঠিন বাস্তবের মুখেমুখি করেছিল এখনো শুনি দিনে সময় পেলেই ভালো থাকুক পৃথিবীর ভালোবাসা...

  • @MehnazNowmi
    @MehnazNowmi 6 หลายเดือนก่อน +4

    "ভুলে গিয়েছি মন শত অভিমান" This line is so touchy!😊

  • @FarihaRaisa-r5s
    @FarihaRaisa-r5s 5 หลายเดือนก่อน +4

    হয়তো তোমায় পাওয়া হয়ে গেলে এইসব গান শোনা হতো না,এত্তো তীব্র ভালবাসা অনুভব করতে পারতাম না,বেঁচে থাকুক সব গভীর হৃদয়ের মাঝে না বলা প্রথম ভালোবাসাগুলি!

  • @honestmahfuz1509
    @honestmahfuz1509 11 หลายเดือนก่อน +22

    ভালো থাকুক সে, যাকে আমি আমার কল্পনার চাদরে মুড়ে রেখেছি😊❤

  • @tajalislam6439
    @tajalislam6439 8 หลายเดือนก่อน +3

    শীতল বাতাসে দেখেছি তোমায় 💞🫶
    মেঘমিলনে চেয়ে রাগ করো না🌸❤️‍🩹

  • @dipikasaha2044
    @dipikasaha2044 7 หลายเดือนก่อน +18

    Ami Indian ..prothom ber gaan ta sunchi ..vishon sundor gaan ta ..Amr ek bondhur pathano 👌👌👌

  • @RozinCU
    @RozinCU 6 หลายเดือนก่อน +71

    সময়টা তখন ২০১৩-১৪ আমি তখন কলেজের ১ম বছর শেষ করেছি মাত্র, একটা মেয়ে ছিল আমার বেস্ট ফ্রেন্ড। আমার সব। বৃষ্টির দিনে প্রিয় বন্ধুটা আমাকে এইগানটা শুনাতো, আর হাতটা হুটতোলা রিক্সা থেকে বের করে বৃষ্টির পানি ছুয়ে দেখত। এত সুন্দর লাগতো ওরে। অনেক অভিমান জমা হয়ে মানুষ টা আজ অনেক দূরে, কিন্তু মাঝে মাঝে ফেইসবুক কিংবা ইউটিউবে এ গানটা আসলে, শুনি। মানুষ টার কথা মনে পড়ে। দিনগুলো কত সুন্দর ছিল। যেখানেই থাকিস, ভালো থাকিস বন্ধু ❤❤

    • @Sohailrana-nu8gh
      @Sohailrana-nu8gh 6 หลายเดือนก่อน

      ❤❤

    • @SabiaBintaSiraj
      @SabiaBintaSiraj 5 หลายเดือนก่อน

      ❤❤

    • @ThasinAkter-v6d
      @ThasinAkter-v6d 2 หลายเดือนก่อน

      Kothy gese apner best friend?

    • @gaming.Shakib.yt.999
      @gaming.Shakib.yt.999 2 หลายเดือนก่อน

      কই আছে আপনার বন্ধু

    • @RozinCU
      @RozinCU 2 หลายเดือนก่อน

      @@gaming.Shakib.yt.999 biye hye gece 4 months aghe, ami ore gari porjonto tule disilam 😊

  • @MDROHAN-ev2rz
    @MDROHAN-ev2rz 6 หลายเดือนก่อน +22

    তোমাকে পেয়ে গেলে হয়তো এমন কি ক্ষতি হতো । 😢 স্বরনকালের সর্ব সুখ তোমার হোক তবুও তুমি ক্ষমার অযোগ্য।😢😢

  • @User_Dead420
    @User_Dead420 5 หลายเดือนก่อน +10

    _ প্রতিদিন সকালে হলের বড় ভাই ঘুম থেকে উঠেই এই গান বাজাতো আমি ঘুমের মধ্যেই ভাইকে অনেক গালি দিতাম ।
    কিন্তু এখন ঠিকই বুঝতেছি গান টা আসলেই একটা masterpiece ।
    Miss you Bhai
    NGDC Shamsuddin Hostel ! 🔥

  • @kazizannatulnayem5374
    @kazizannatulnayem5374 ปีที่แล้ว +37

    এই গানটা শোনার অনুভূতি টাই অন্যরকম💜😊

  • @abdulhasan6087
    @abdulhasan6087 7 หลายเดือนก่อน +5

    এময় সময়ে এসে এই গানটা এত ভিশন ভালো লাগতেছে।।
    আসলে এক কথায় এই গানে মধ্যে অন্যরকম একটা মায়া আছে!! ❤🎵🎵

  • @ayushmanc2004
    @ayushmanc2004 9 หลายเดือนก่อน +10

    সেইদিন আকাশ কালো করে বৃষ্টি হচ্ছিলো আর বাতাশ। ওইদিন আমি কলেজের পিছনের বেন্স থেকে তাকে দেখতে দেখতে গানটা মনে মনে গাইছিলাম। আজও এই গানটা শুনলে সেই সময় টা মনে পরে। কখনই কিছুই বলে উঠা হয় নি। সে কিন্তূ আমাকে চাইতো কিন্তূ আমি সব হতে পেয়েও হারিয়ে ফেলেছি। আমার দিক থেকেই আমি ভুল ছিলাম। যাই হোক ওর মনে আমার জায়গা হয়েছিলো এতো টুকুই আমার প্রাপ্তি। ভালো থাকিস প্রিয়🌼

  • @mdababilarif5287
    @mdababilarif5287 ปีที่แล้ว +23

    গানটা শুনলে কিছু পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে ..😅💔

  • @Promi557
    @Promi557 8 หลายเดือนก่อน +2

    একা থাকো ভালো থাকো😊

  • @mostafizur.rahaman1
    @mostafizur.rahaman1 9 หลายเดือนก่อน +200

    2024 এ এসে কে কে শুনছো!!?

    • @Mahinur-ou9dt
      @Mahinur-ou9dt 9 หลายเดือนก่อน +2

      Ami 🤗

    • @princes7017
      @princes7017 9 หลายเดือนก่อน +2

      আমি

    • @SHARIAR-999
      @SHARIAR-999 9 หลายเดือนก่อน +3

      Me

    • @moonphase7123
      @moonphase7123 9 หลายเดือนก่อน +2

      Me❤

    • @TaslimaKhanun
      @TaslimaKhanun 9 หลายเดือนก่อน +2

      21 march 2024..Rat 12:30 pm..🎧😇🖤

  • @rakibulhasan-jn8iw
    @rakibulhasan-jn8iw 7 หลายเดือนก่อน +8

    এমন একজন মানুষছিলো দুইজন একসাথে গানশুনতাছি হঠাৎ করে এই গান টা চলে আসে। খুব ভালোলাগছিলো। বাট ওই মানুষটা যেমন প্রিয় ছিলো গানটাও তেমন প্রিয়ছিলো৷ প্রিয় মানুষটা ঠিকইচলে গেলে আজও গানটা শুনি 😭

  • @H.M.AhsanSikhdar
    @H.M.AhsanSikhdar 5 หลายเดือนก่อน +13

    তার কাছে মানসিক সান্তি চেয়েছিলাম... 😊
    মানসিক রোগী বানিয়ে দিয়ে চলে গেছে ❤️‍🩹😩

    • @ShareefBangladesh-o1r
      @ShareefBangladesh-o1r 5 หลายเดือนก่อน

      ai manushik 😓 ruger. 🤒 lokkhon ki.🤔.....?????? Vaia...😔😔😔

    • @mdmonna4804
      @mdmonna4804 3 หลายเดือนก่อน

      ☹️💔😢

  • @mdrihanhossen
    @mdrihanhossen ปีที่แล้ว +5

    অসাধারণ সুর এবং টং গান টা আমার খুব প্রিয় গান কোনো একদিন বৃষ্টির দিন আবার ও শুনবো

  • @kothamoni7122
    @kothamoni7122 9 หลายเดือนก่อน +8

    যে মানুষটা ভালবেসে শুনিয়েছিলো,সে হয়তো এখন অন্য কাওকে শোনায়😊,

    • @israfilislam420
      @israfilislam420 7 หลายเดือนก่อน

      "খোঁপা খুলে তোমার পিঠের উপর আছড়ে পড়া
      চুলের মতো বৃষ্টি নেমেছে শহরে"
      এপিটাফ -

  • @CristianoRonaldoj8y
    @CristianoRonaldoj8y 2 หลายเดือนก่อน +5

    পরিবারকে রাজি করানোর পর তার ছেড়ে যাওয়াটা সুন্দর ছিল 😊

  • @iftiamahamudhridoy
    @iftiamahamudhridoy 4 หลายเดือนก่อน +6

    এই গান গুলোর Comment Section এ আসলে মন টা ভরে যায় এইটা ভেবে যে শুধু আমি না আমার মতো আরো হাজারো মন ভাঙা মানুষ এখানে আসে একটুখানি শান্তির খোঁজে 😊

  • @sumaiyaakter-vs5rv
    @sumaiyaakter-vs5rv 5 หลายเดือนก่อน +6

    সময়কাল ২০১৮ ,,প্রিয় একজন মানুষের মুখে গানটি শুনেছিলাম,,,প্রিয় মানুষ আমার হয়নি,,,
    অথচ গানটি আমার হয়ে গেছে❤❤❤

  • @soheltaj6480
    @soheltaj6480 8 หลายเดือนก่อน +4

    যদিও বহু বছর আগের কাহিনী ,যখন প্রথম প্রেমে পড়েছিলাম তখন এই গান টা শুনতাম অনেক ❤️

  • @MohammadZisann
    @MohammadZisann 5 หลายเดือนก่อน +17

    গান টা আরো আগে ও শুনতাম কিন্তু বতর্মান খুবই ভালো লাগে ❤🌙 কমেন্ট টা করে গেলাম লাইক করবেন যাতে আবার এসে শুনতে পারি ✨👌

  • @mdanzum602
    @mdanzum602 8 หลายเดือนก่อน +3

    তার সাথে আগে কথা বলার সময় আগে এই গানটা খুব enjoy করতাম৷ সময়ের সাথে গানটা এখনো আছে কিন্তুু নেই তার সাথে কাটানো মুহূর্ত 😅❤️‍🩹

  • @md.mehedihasan3031
    @md.mehedihasan3031 2 ปีที่แล้ว +33

    ৪ঠা ডিসেম্বর ২০২২; রবিবার সকাল ০৬:৫৮
    আমার প্রিয় মানুষের প্রিয় গান অথচ 'ভিজেছি আমি একা' এই লাইনটি কী নির্মমভাবে আমার নিজের জীবনের সত্য হলো! কিছুদিন পর থেকে সে অন্য কারোর সঙ্গে থাকবে; আমি তাঁর জন্য আগের মতোই অপেক্ষমান থাকবো। ভালো ও মন্দে, অভাব ও অনটনে, অসুখে-বিসুখে প্রাণভরে ভালোবেসে যাবো একা একাই।
    কোনও একদিন যদি সে আবার ফিরে আসে, আমাকে আবার ভালোবাসে- সেই নূন্যতম সম্ভাবনাটাই আমার বেঁচে থাকার অবলম্বন।

    • @Memer-sabbir
      @Memer-sabbir ปีที่แล้ว +1

      Heart touching story😢

    • @mdgiassuddin7614
      @mdgiassuddin7614 ปีที่แล้ว

      ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

  • @lamia912
    @lamia912 5 หลายเดือนก่อน +10

    বৃষ্টি তো থেমেছে অনেক আগেই। ভিজেছি আমি একা।
    মানুষ টা অনেক ভালোবাসতো আমায়। বিনিময়ে তাকেও দিয়েছি এক বুক নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু কখন যে বৃষ্টি থেমে গিয়েছিল আমি টের ই পাই নি। সে আমাকে দূরে ঠেলে দিয়ে আমার জায়গা অন্য কাউকে দিয়ে দিয়েছে। :'(

  • @njoyshi227
    @njoyshi227 9 หลายเดือนก่อน +2

    গানটা আমার ফ্রেন্ডের পছন্দের একটা গান🥰
    আগে কখনও গানটা শোনা হয় নি, ও লাইফে আসার পর, ওর জন্য গানটা শুনি 💙💙
    Now, I miss her and I am also hearing her favourite song💙

    • @arafat123tox
      @arafat123tox 6 หลายเดือนก่อน

      🌚🖤abar aso🤗

  • @sizanhasan6587
    @sizanhasan6587 4 หลายเดือนก่อน +3

    ২০১৬ সালে গান টা প্রথম শুনেছিলাম আজও শুনি।আমার পছন্দের একটা গান।গান টা শুনলে গা শিউরে উঠে🥰

  • @ContentForestHills-xy6gi
    @ContentForestHills-xy6gi 9 หลายเดือนก่อน +4

    ১০-১১বছর হয়ে গেল তবুও এই গানটা নতুনই মনে হয়❤️❤️

  • @_muhammad_basit
    @_muhammad_basit 5 หลายเดือนก่อน +2

    তার প্রতি একটা আলাদা টান রয়েছে যেটা সবার প্রতি আসে না.!🌺🖤 Miss you.......(DR) 😭🌺

  • @ShemantaDas-p5y
    @ShemantaDas-p5y 10 หลายเดือนก่อน +1

    এই গানটা শোনার অনুভূতি টাই অন্যরকম.....এই গানটা শুনলে শুধু একজনের কথাই মনে পড়ে.... Ratri🥹😅

  • @UthsaDhar
    @UthsaDhar 5 หลายเดือนก่อน +4

    আসলে যারে যাদের বেশি ভালোবাসি তারাই ধোকা দেয়😊 তাও সব ভুলে তাদের সাথে ভালো থাকার জন্য ছ্যাসরার মত জাই৷ কিন্তু দিন শেসে তারাই অবহেলা করে 💔💔
    আসলর মন থেকে ভালোবাসতে হলে যে কথা কস্ট পেতে হয়,, তা বলে বুঝানো সম্ভব না, কিন্তু দিন শেসে তাকেই ভালোবাসি 🥰,,
    🥀💔😅

  • @SHAJEDAAKTERRUMA-z9g
    @SHAJEDAAKTERRUMA-z9g 9 หลายเดือนก่อน +2

    সত্যিই সুন্দর গান টা ❤

  • @Aimasultanaeitu77
    @Aimasultanaeitu77 2 หลายเดือนก่อน

    তোমাকে প্রথম দেখার পর যে মনের মধ্যে অন্য রকম অনূভুতি হয় তা গান টার মধ্যে দিয়ে প্রকাশ পায়.❤
    আমি প্রতিদিন ১বার গান টা শুনি😌🌸

  • @Sanafgaming-o5v
    @Sanafgaming-o5v หลายเดือนก่อน +4

    🥀সবাই ছেকা খেয়ে এই গানটা শুনতে আসে না, কেউ কেউ সাময়িক প্রশান্তির জন্য ও আসে🥀🥰🥀

  • @NithiRabita
    @NithiRabita หลายเดือนก่อน

    আমার এতো পছন্দ এই গানটা। এজন্য আমার ফেসবুক আইডি তে এই গান টা দিছি। দারুন ❤😊

  • @foysal.maruf098
    @foysal.maruf098 28 วันที่ผ่านมา +1

    এসব গান যখন আমরা বুড়ো হবে তখন ও পুরাতন হবে না,লাভ ফর লিরিক্স

  • @tofayelahmed4305
    @tofayelahmed4305 ปีที่แล้ว +17

    অনুভূতির শির্ষ স্থান 🙂🥲

  • @NiloyRoy-iw4wt
    @NiloyRoy-iw4wt ปีที่แล้ว +1

    Amar sob theke favourite song aita...just mind blowing ❤❤

  • @Imranahmed00000
    @Imranahmed00000 4 หลายเดือนก่อน +2

    এতো মায়ায় পরে জাবো কখনও ভাবি নি 😅💟

  • @gamingwithsami1027
    @gamingwithsami1027 8 หลายเดือนก่อน +1

    Aj theke aro 2,3 bochor age ai gan ta last shunechilam ar ajk hotath kore shamne ashlo💘

  • @Jahid_Official..-qo3fz
    @Jahid_Official..-qo3fz หลายเดือนก่อน +1

    গানটা শুনছি প্রায় ৭ বছর আগে কিন্তু এখনো সেই আগের মতো ভালো লাগে❤

  • @raisulislammaruf7380
    @raisulislammaruf7380 5 หลายเดือนก่อน +2

    তুমাই বোধ হয় আর পাওয়া হলো না এই গানের মধ্য দিয়ে তোমায় বিসর্জন দিয়ে দিলাম ভালো থাকো যেখানে আছো বা যেখানে থাকো...,!!🖤🌸

  • @MdSopon-ku2gg
    @MdSopon-ku2gg 5 หลายเดือนก่อน +5

    Vai koli jata kepe gelo ai gan sone....
    Oii site somoy suncilam 😅😅

  • @mhhossen8053
    @mhhossen8053 4 หลายเดือนก่อน

    মেঝো ভাইয়ার মুখে গান টা শুনার পর থেকে, এখন আমিও প্রতিদিন শুনি গান টা এত ভালো লাগে ❤😊

  • @mdayman_45
    @mdayman_45 6 หลายเดือนก่อน +53

    কমেন্টা রেখে গেলাম কেউ রিপ্লাই বা লাইক দিলে আবার এসে শুনা হবে 😊

    • @rjrabbyrijbe3474
      @rjrabbyrijbe3474 15 วันที่ผ่านมา +2

      vai gan ta sone jan

    • @mdayman_45
      @mdayman_45 13 วันที่ผ่านมา

      @rjrabbyrijbe3474 ❤️❤️

  • @IsraatAlam
    @IsraatAlam 2 หลายเดือนก่อน

    মেঘমিলনে তুমি রাগ করো না🥹
    This line hits different 🫶🏻

  • @MstMajedaBegum-cg5hp
    @MstMajedaBegum-cg5hp 6 หลายเดือนก่อน +1

    Asadharon gan tah....🥰🥰

  • @niloyxyz8118
    @niloyxyz8118 9 หลายเดือนก่อน +2

    সত্যি বলতে তার মতো আর কাউকে এতো ভালো লাগে না😢😢

  • @SayemDewan-g8r
    @SayemDewan-g8r 29 วันที่ผ่านมา +1

    Ay gaan ta sonle mone pore tumak .... R..❤ .

  • @ZibuNaharBHUIYAN
    @ZibuNaharBHUIYAN 9 หลายเดือนก่อน +1

    অসাধারণ একটি গান,,,,,,,,,কে কে একমত আছেন,,,,,,,,,

  • @mdnayeemsk3217
    @mdnayeemsk3217 9 หลายเดือนก่อน

    জীবন ছোট গানটা আমাদের বড় কিছু শিখিয়ে দিল🥀🌸

  • @tabassumtanha3228
    @tabassumtanha3228 2 ปีที่แล้ว +10

    I Love this song 💓💓

  • @rakhimondal7826
    @rakhimondal7826 9 หลายเดือนก่อน +1

    জানি কখনো ভালোবাসোনি🥺,কিন্তু তোমার অভিনয় গুলো আজও সত্যি মনে হয় 💔

  • @limualam4758
    @limualam4758 ปีที่แล้ว +2

    এই গান টা যত বার শুনি তত বার তোমাকে মিস করি,,,ভুলতে পারি নি তোমার মুখে শুনা এই গানটা💔😔

  • @kabboofficial9556
    @kabboofficial9556 10 หลายเดือนก่อน +1

    এ গানের সুরে যেন তোমায় বার বার এভাবেই দূর থেকে ছুঁতে পারি চিরকাল।❤️❤️❤❤❤❤

  • @SabbirHossain-eg3cu
    @SabbirHossain-eg3cu 2 หลายเดือนก่อน

    শীতল বাতাসে,দেখেছি তোমায়
    মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
    মন চায় তোমায় আজি রাতে (২)
    বৃষ্টি তো থেমেছে অনেক আগেই
    ভিজেছি আমি একাই
    আসতো যদি নীল বিভীষিকা
    খুঁজেও পেতেনা আমায়।
    মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
    মন চায় তোমায় আজি রাতে রাতে রাতে ।
    ঝুমঝুম পাতালি হাওয়ার সাথে
    খুঁজেছি শুধুই তোমায়
    পেছাতে পারেনি ঝড়ো হাওয়া
    খুঁজেই নিয়েছি তোমায়
    ভুলে গিয়েছি মন শত অভিমান
    মন চায় তোমায় কাছে পেতে
    শীতল বাতাসে,দেখেছি তোমায়
    মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
    মন চায় তোমায় আজি রাতে রাতে রাতে😌😌

  • @orniislamTamannabintesuhasini
    @orniislamTamannabintesuhasini 9 หลายเดือนก่อน +1

    Valobasiiii tomay..
    (Tamim)🥺🌻

  • @mogbulhosain742
    @mogbulhosain742 8 หลายเดือนก่อน

    খুবই relaxing একটা গান 😊😊

  • @jobayedhossain2270
    @jobayedhossain2270 22 วันที่ผ่านมา

    এই গানটা থেকে যাবে মনের গহীনে...

  • @MisSumonaIslamIslam
    @MisSumonaIslamIslam 3 หลายเดือนก่อน

    এক শীতল রাতে তাকে নিয়ে অনেকটা পথ হেঁটে মনের সব কথা বলেছি 🥰 আবাও ফিরে আসছে সেই শীতল রাত 🌃 💙💝

  • @jijoy253
    @jijoy253 2 หลายเดือนก่อน

    মন জুড়ানো গান 🌸

  • @AsadUzzaman-x3y
    @AsadUzzaman-x3y ปีที่แล้ว +1

    একটা সময় ছিলো কোনো গান রিলিজ হলেই সংগ্রহ করে তোমাকে দেওয়া।
    সেই দিন গুলো হাজার বার ফিরে পেতে চাই

  • @Khaled_Mahmud_07
    @Khaled_Mahmud_07 8 หลายเดือนก่อน +2

    মনটা খুব খারাপ ছিল। ভীষণ কষ্ট হচ্ছে এখনো । কারণ গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হইছে । দুইজনই দুইজনকে প্রচণ্ড ভালোবাসি। কিন্তু এই ভালোবাসার কারণেই হয়তো একদিন আমার মৃত্যু হবে । একটু ঝগড়া লাগলেই মনে হয় সুইসাইড করি । আমার একটু রাগ বেশি , কিন্ত আমি মানুষটা অতো খারাপ না । বাপ - মা এত কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে , শেষ পর্যন্ত কোনো মেয়ের জন্য জীবন না চলে যায় 😅
    যাইহোক এইসব বাংলা গানগুলো শুনে মনটা ভালো হয়ে গেছে । তাই মাথা থেকে সব আজাইরা চিন্তা আপাতত বাদ 🤧

  • @arifaislam1234
    @arifaislam1234 11 หลายเดือนก่อน +6

    Gan ta ei 2dine amr eto prio hye geche je bar bar shuni ektu por poe TH-cam e eshe eto vlo laga kaj kre song ta shunle stty.... Ettw sndr ekta song.. ❤️ 20j January Rat 2:10e ekhn song ta shunci earphone kane diye...sriti rekhe gelam joto jone like dibe torobar shunbo ei Song 🥰🥰
    20 January 2024

  • @jonybegum1550
    @jonybegum1550 9 หลายเดือนก่อน +1

    কেন যেন এ গানটা আমার অনেক ভালো লাগে 😊😊😊

  • @mhgazi2273
    @mhgazi2273 ปีที่แล้ว +1

    Kicu gan sunle mone hoy kothao jno hariye geci.....❤😊

  • @Nadiatul.Nargis
    @Nadiatul.Nargis 10 หลายเดือนก่อน +1

    Just wow lyrics..!

  • @SumaiyaAktherPriya-l3b
    @SumaiyaAktherPriya-l3b 9 หลายเดือนก่อน +2

    Kicu purono kosto bar bar coker samne bese ute 😅😅jodi haste jai tahole mone pore jai sey bicri jontonar kota 💔💔🥀

  • @antorcosta527
    @antorcosta527 6 หลายเดือนก่อน +1

    গানটি অনেক ভালো লাগে! ❤

  • @crazypeople019
    @crazypeople019 ปีที่แล้ว

    সত্যি......
    গান টা যতোবারই শুনি তোমার স্মৃতি মনে পড়ে যায়.....🙂

  • @mainuddinshaon1048
    @mainuddinshaon1048 2 หลายเดือนก่อน

    আমার বেশি পছন্দের গান নাই, যে কয়টা আছে হাজার বার শুনা হয়ে গেছে।

  • @rojaislamislam624
    @rojaislamislam624 ปีที่แล้ว +2

    Man vagano gan.. Amezing ❤

  • @carzy1624
    @carzy1624 9 หลายเดือนก่อน +2

    কোনো এক সময় মানুষ টা ছিলো এখন আর নাই সে 😢

  • @MugdhoSarkar-y7p
    @MugdhoSarkar-y7p 5 หลายเดือนก่อน

    গানটা যতই শুনি ততই ভালো লাগে একটা আবেগ জড়িয়ে গেছে মুগ্ধ আমার নাম

  • @MarufHasan-f5f
    @MarufHasan-f5f 5 หลายเดือนก่อน +2

    স্মৃতি রেখে গেলাম কেউ লাইক দিলে প্রিয় গানটা আবার এসে শুনবো। ☺

  • @mdtanvir7456
    @mdtanvir7456 9 หลายเดือนก่อน

    রাতের বেলা জানালার কাছে বসে জানালা টা খুলে গানটা শোনার অনূভুতি টা একটু বেশীই সুন্দর!🙂❤️‍🩹🫶

  • @moriumhassan-yb4qk
    @moriumhassan-yb4qk 9 หลายเดือนก่อน +1

    মেঘ ও মিলনে ❤❤❤

  • @motivestatus368
    @motivestatus368 6 หลายเดือนก่อน

    শীতল বাতাসে,দেখেছি তোমায়
    মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
    মন চায় তোমায় আজি রাতে (২)
    বৃষ্টি তো থেমেছে অনেক আগেই
    ভিজেছি আমি একাই
    আসতো যদি নীল বিভীষিকা
    খুঁজেও পেতেনা আমায়।
    মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
    মন চায় তোমায় আজি রাতে রাতে রাতে ।
    ঝুমঝুম পাতালি হাওয়ার সাথে
    খুঁজেছি শুধুই তোমায়
    পেছাতে পারেনি ঝড়ো হাওয়া
    খুঁজেই নিয়েছি তোমায়
    ভুলে গিয়েছি মন শত অভিমান
    মন চায় তোমায় কাছে পেতে
    শীতল বাতাসে,দেখেছি তোমায়
    মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
    মন চায় তোমায় আজি রাতে রাতে রাতে 😘😘😘