দুই বন্ধু, সুরকার মোঃ শাহ্ নেওয়াজ এবং গীতিকার ওসমান শওকত, বিটিভি’র সঙ্গীতানুষ্ঠান “সুর ও বাণী“ ( 1985) এর জন্য গান তৈরি করছিলেন। এবারের প্রযোজক ছিলেন প্রিয় জিয়া আনসারী। এসময় গীতিকার ওসমান শওকত “জীবনান্দ হয়ে সংসারে আজও আমি..” নিয়ে আসলেন প্রিয় বন্ধু শাহ্ নেওয়াজ-এর কাছে। আর আশা করলেন বন্ধুর কাছে গজল ঘরানার সুরের। সুর সৃষ্টি হচ্ছে, বাণী সুরে বসছে … শিল্পী কে হবে? বড় ভাইসুলভ জিয়া আনসারীও গানের সুরের ইন্দ্রজালে মগ্ন হয়ে যাচ্ছে। সুরকার শাহ্ নেওয়াজ প্রস্তাব করল নিয়াজ মোঃ চৌধুরীর নাম। সুরকার শাহ্ নেওয়াজ ও গীতিকার ওসমান শওকত এর বন্ধুত্তের বিশ্বস্ততা অপরিসীম। বন্ধু বলেছে বলে কথা। তৎকালীন গাজীপুর জেলার এনডিসি ওসমান শওকত এর সরকারী জীপ-এ চড়ে, বিটিভি থেকে দুই বন্ধু পুরানা পল্টন লাইন - এ আসলেন গায়ক নিয়াজ মোঃ চৌধুরীর কাছে। সুরকার শাহ্ নেওয়াজ-এর বিশ্বাস ছিল গজল ঘরানার আধুনিক বাংলা গানে নিয়াজ মোঃ চৌধুরী অন্যতম। সেই বিশ্বাসে চোখ বন্ধ করা বিশ্বাস ছিল গীতিকার ওসমান শওকত এর। বসলেন বাংলাদেশের সঙ্গীতের তিন তারকা সুরকার মোঃ শাহ্ নেওয়াজ , গীতিকার ওসমান শওকত এবং কণ্ঠ শিল্পী নিয়াজ মোঃ চৌধুরী। সৃষ্টি হল কালজয়ী গানের। সুরকার - মোঃ শাহ্ নেওয়াজ গীতিকার - ওসমান শওকত কণ্ঠ শিল্পী - নিয়াজ মোঃ চৌধুরী সুর ও বাণী (১৯৮৫)
অসম্ভব সুন্দর গেয়েছেন। গানের প্রতিটি কথাই মনে কিছু না কিছু ভাবাচ্ছিল। কিছু গান আছে বারবার শুনতে ইচ্ছে করে। এটা তেমনই। খুব ভালো লেগেছে। এ গানে যে শৈল্পিক গাম্ভীর্য ও অনুভূতিটুকু প্রয়োজন ছিল, আমার মনে হয়েছে ইউসুফ সাহেব তা পুরোপুরি দিয়েছেন। ধন্যবাদ।
Being a Jibonanondo Till now in my worldly life I deal with my business Having forgotten everything But still you are well Very well; Just like Bonolota sen in the poetry. There is no black shade in your wide eyes Still you have a dimple while smile Only god knows how you spell-binds Just like Bonolota sen in the poetry. Still you are as smart as before And there is no resonance of an event Can anyone live like this? Just like Bonolota sen in the poetry. Being a Jibonanondo Till now in my worldly life I deal with my business Having forgotten everything But still you are well Very well; Just like Bonolota sen in the poetry…
অসাধারণ একটি চমৎকার গান, আমার খুবই পছন্দ, অনেক পিছন থেকে সামনে একই রেশ ধরে এখনও বেশ টানটান হয়ে চলমান সময়ের মধ্যে ও অভিনন্দনের যোগান দিয়ে যাচ্ছেন, সুরেলা কন্ঠের ধ্বনিতে মুখরিত ছিলাম কিছুটা সময়, শিল্পী কে ধন্যবাদ
শেষে তবলার মুন্সিয়ানা গানটিকে না ছাপিয়ে গেলেই পারতো… দু:খিত… আমি শিল্পীর একজন বড় ভক্ত…
right
গানের যে কত অর্থ যে বুঞবে,অনুভব করতে পারবে কিন্তু কাহকে বুঝাতে পারবেনা❤❤❤❤❤❤!!!!"
@@TapanDas-g4c আন্তরিক ভালবাসা
অসাধারণ গান,এবং তবলা যিনি বাজিয়েছেন আহ আরও অসাধারণ, খুব ভালো লেগেছে।😍🤗
দুই বন্ধু, সুরকার মোঃ শাহ্ নেওয়াজ এবং গীতিকার ওসমান শওকত, বিটিভি’র সঙ্গীতানুষ্ঠান “সুর ও বাণী“ ( 1985) এর জন্য গান তৈরি করছিলেন। এবারের প্রযোজক ছিলেন প্রিয় জিয়া আনসারী। এসময় গীতিকার ওসমান শওকত “জীবনান্দ হয়ে সংসারে আজও আমি..” নিয়ে আসলেন প্রিয় বন্ধু শাহ্ নেওয়াজ-এর কাছে। আর আশা করলেন বন্ধুর কাছে গজল ঘরানার সুরের। সুর সৃষ্টি হচ্ছে, বাণী সুরে বসছে … শিল্পী কে হবে? বড় ভাইসুলভ জিয়া আনসারীও গানের সুরের ইন্দ্রজালে মগ্ন হয়ে যাচ্ছে। সুরকার শাহ্ নেওয়াজ প্রস্তাব করল নিয়াজ মোঃ চৌধুরীর নাম। সুরকার শাহ্ নেওয়াজ ও গীতিকার ওসমান শওকত এর বন্ধুত্তের বিশ্বস্ততা অপরিসীম। বন্ধু বলেছে বলে কথা। তৎকালীন গাজীপুর জেলার এনডিসি ওসমান শওকত এর সরকারী জীপ-এ চড়ে, বিটিভি থেকে দুই বন্ধু পুরানা পল্টন লাইন - এ আসলেন গায়ক নিয়াজ মোঃ চৌধুরীর কাছে। সুরকার শাহ্ নেওয়াজ-এর বিশ্বাস ছিল গজল ঘরানার আধুনিক বাংলা গানে নিয়াজ মোঃ চৌধুরী অন্যতম। সেই বিশ্বাসে চোখ বন্ধ করা বিশ্বাস ছিল গীতিকার ওসমান শওকত এর। বসলেন বাংলাদেশের সঙ্গীতের তিন তারকা সুরকার মোঃ শাহ্ নেওয়াজ , গীতিকার ওসমান শওকত এবং কণ্ঠ শিল্পী নিয়াজ মোঃ চৌধুরী। সৃষ্টি হল কালজয়ী গানের।
সুরকার - মোঃ শাহ্ নেওয়াজ
গীতিকার - ওসমান শওকত
কণ্ঠ শিল্পী - নিয়াজ মোঃ চৌধুরী
সুর ও বাণী (১৯৮৫)
গানটা যার কন্ঠেই শুনি,
মন প্রাণ ভরে উপভোগ করি।।
অসম্ভব সুন্দর গেয়েছেন। গানের প্রতিটি কথাই মনে কিছু না কিছু ভাবাচ্ছিল। কিছু গান আছে বারবার শুনতে ইচ্ছে করে। এটা তেমনই। খুব ভালো লেগেছে। এ গানে যে শৈল্পিক গাম্ভীর্য ও অনুভূতিটুকু প্রয়োজন ছিল, আমার মনে হয়েছে ইউসুফ সাহেব তা পুরোপুরি দিয়েছেন। ধন্যবাদ।
@@HasibTum আন্তরিক ভালবাসা
চমৎকার গান টা অসাধারণ ভালো লাগলো মামা
জীবনান্দ হয়ে সংসারে আজো আমি--
অসাধারন!
তবলা বাদককে ও অভিনন্দন!
অনেক ধন্যবাদ
@@MusicalYousuf
স্বাগতম আপনাকে !!!
সুরের উঠানামার প্রতি আরও মনোযোগী হতে হবে ।
আমি চেষ্টা করব। দোয়া করবেন
পছন্দের গান পছন্দের মানুষের কণ্ঠে....অসাধারণ... অতুলনীয়...অপূর্ব...
Hoyto..
Doa korben
@@MusicalYousuf hmm...sobsomay doa thakbe...valobasha roilo onk...
অনেক অনেক শুভকামনা রইল ❤
Onnk onnk sundor gan geyechen
আপনাকে দেখি বি এ এফ শাহীন, মেয়ে বলল আমাদের নতুন গানের টিচার। আমার প্রিয় শিল্পী ধন্যবাদ।
@@upamasharmin অনেক অনেক আদর বাবুর জন্য
মনটা ভরে গেল। ধন্যবাদ
Outstanding!
@@chupakabra1604 ধন্যবাদ
কি যে মায়া এই গান গুলাতে❤️অসাধারণ গেয়েছেন🙏
অসাধারণ
ইউসুফ ভাই খুব সুন্দর গেয়েছেন 💐🌹💖🌺
আমার জীবনের খুব প্রিয় একটি গান ।
ভাই দারুন। অনেক ভালোবাসা। ❤
আন্তরিক ভালবাসা
অসাধারণ গায়কী মুগ্ধ হয়ে গেলাম।
আন্তরিক কৃতজ্ঞতা
Ato shundor gaan please Yousuf bhai aro kichu bhalo gaan shunte chai apnar kache.
আমি চেষ্টা করব, দোয়া করবেন
Gaanta ek kothay opurbo!! Onek onek shuvokamona r valobasha..
Dhonnobad..
কিছু বলার নাই এক কথায় অসাধারণ ।
Nice
অনেক সুন্দর ভয়েস।
honored
Being a Jibonanondo
Till now in my worldly life
I deal with my business
Having forgotten everything
But still you are well
Very well;
Just like Bonolota sen in the poetry.
There is no black shade in your wide eyes
Still you have a dimple while smile
Only god knows how you spell-binds
Just like Bonolota sen in the poetry.
Still you are as smart as before
And there is no resonance of an event
Can anyone live like this?
Just like Bonolota sen in the poetry.
Being a Jibonanondo
Till now in my worldly life
I deal with my business
Having forgotten everything
But still you are well
Very well;
Just like Bonolota sen in the poetry…
আন্তরিক কৃতজ্ঞতা
অসাধারণ একটি চমৎকার গান, আমার খুবই পছন্দ, অনেক পিছন থেকে সামনে একই রেশ ধরে এখনও বেশ টানটান হয়ে চলমান সময়ের মধ্যে ও অভিনন্দনের যোগান দিয়ে যাচ্ছেন, সুরেলা কন্ঠের ধ্বনিতে মুখরিত ছিলাম কিছুটা সময়, শিল্পী কে ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ
Love this song ammu Abbu thike atto bar shunechi
So Honored.// Take Love
Osadaronn lagllooo mashallaha thanks bangaladesh wonderful songs ❤️🧡💚💕❤️
বাবার করা নজরুলের গানগুলোও আপলোড কোরো ভাই তাহলে সবাই খুব উপকৃত হবে ❤️❤️❤️
@@nazninakhter1059 চেষ্টা করবো
Boss🙏🙏🙏🙏apurbo dada
Hridoye dola lagano ekti gaan..r ja gailen vaia...kono kotha hobe na ...compliment korle kom hoye jabe..best of luck vaia...
Ahare.. Thanks sona
tobla ta just awesome
Just amazing ❤
Opurbo 💕love your voice!
Osadaron
প্রাণ জুড়িয়ে গেল
ইউসুফ ভাই চালিয়ে যান
Aha ki modhur
Ki santi masa allah
পাগল হয়ে যাবো যখন গানের কথা গুলিতে হৃদয় স্পর্শ করছে
আন্তরিক ধন্যবাদ
Ami jeno ek ratri,,, gan ta apnar konthy shunte parbo ki?
Kivabe shunte chan? Show te? Ami live e geyechi.. But footage paini.. Ar.. Ami ei gaan ta khub valobashi..
Ami gan ta onek shuni,but mon vore na bar bar shunte issa hoy,
Pele nishchoi dibo
তবলা খুব সুন্দর বাজিয়েছেন , খুব ভালো লেগেছে .
Usuf mane hosse Mon shoye jawa gaan'
আমার কাছে এই গানটি তার কন্ঠে বেশি ভলো লাগে নি কারণ আমি এই গানটি আমার বাবার কন্ঠে অনেক শুনছি এবং কি বাবা অনেক ভালো গায় এই গানটি।
আন্তরিক কৃতজ্ঞতা, দোয়া করবেন
আপনি একটা গান বেলেছেন।লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না।সেই গানটি আমার অনেক ভালো লেগেছে।আর আমি আপনার গান টি অনেক বার শুনেছি।
Aha❤
তবলা❤
Love your voice brother ❤️
Superb...
তবলা বাদক দাদার নাম কি?
দারুণ বাজিয়েছে❤️
এত ভালো গান
ভাইয়া আমি আপনার কন্ঠে অনুপ ভট্টাচার্য দাদুর গান শুনতে চাই
@@MdRasel-mk9bv চেষ্টা করবো
সত্যি অসাধারণ গেয়েছেন "!!!
Onekta niazzir sad pachi
Valobasha janai
Uff marattok laglo..etobar sunechi tarporo sunte mon chai❤️
Gan ta valo legase
Pronam janai ami mugdha
দারুন ইউসুফ
অসাধারণ 💝💝💝💝
খুব সুন্দর। একেবারে নিয়াজ স্যারের মতো হইছে। অনেক অনেক ভালোবাসা তোমাকে। এগিয়ে যাও।
Ki darun...apni kakhono hindi ghazal koren na?
Ashole amar uccharon hoyto totota valo hobena.. Tai gaini.. Karon hindi r urdu gazal er uccharoner opor onek meaning change hoye jay.. Khub sensitive
@@MusicalYousuf that's true...but still...anyway that's upto you...
আহা, আবার বনলতা সেন
Baah ki darun
Lov this songs
Me2
❤🙏
❤️❤️❤️
প্রিয় গান
অসাধারন।
Excellent.
Super
তবলা বাজাইসে কোন পাগলে
খানটি লেখক কে??
ইউসুফ ভাই খুব সুন্দর গেয়েছেন 💐🌹💖🌺
অসাধারণ