সত্যজিৎ রায়ের নিষিদ্ধ ছবি / Banned Film of Satyajit Ray

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • This video is about the Banned Film of Satyajit Ray ( সত্যজিৎ রায়ের নিষিদ্ধ ছবি ). The name of the film is 'Sikkim' ( সিকিম ) . It is actually a documentary film (তথ্যচিত্র) made by Satyajit Ray in the year 1971. After four years, in 1975, the Film was banned by India Government without any reason.
    সিকিমের রাজা চোগিয়াল এবং তার আমেরিকান স্ত্রী হোপকুক বিশ্ববন্দিত পরিচালক সত্যজিৎ রায়কে দিয়ে এই ছবিটি নির্মাণ করিয়েছিলেন। তাঁরা ভেবেছিলেন, এই ছবিটি দেখে পর্যটকরা সিকিমের প্রতি আকৃষ্ট হবেন। ভেবেছিলেন, ছবিটি সিকিমের পর্যটন ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটাবে। কিন্তু ছবিটি তাঁদের মোটেই পছন্দ হলো না, যদিও ছবিটি তৈরীর আগেই তারা সত্যজিৎ রায়কে পরিচালকের পূর্ণ স্বাধীনতার আশ্বাস দিয়েছিলেন।
    রাজা চোগিয়ালের নির্দেশে প্রস্তুত হল ছবিটির একটি ফরমায়েশি কাটছাঁট সংস্করণ যেখানে মূল ছবিটির একটা বড় অংশ--- প্রায় 40% সেখানে বর্জন করা হল। বলাবাহুল্য, সত্যজিৎ রায়কে ছবির সেই নতুন সংস্করণটি কখনো দেখানো হলো না।
    ১৯৭৫ সালে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হিসেবে সিকিমের অন্তর্ভুক্তি ঘটে। সে বছরেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সারা দেশজুড়ে জারি করেছেন এমার্জেন্সি। সেই উথাল-পাথাল সময়ে ভারত সরকার কোন রকম কোনো কারণ না দেখিয়ে সত্যজিৎ রায়ের সেই ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করে।
    দীর্ঘ ৩৫ বছর ধরে নিষিদ্ধ থাকার পর, বিভিন্ন বাধা পেরিয়ে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকার সত্যজিৎ রায়ের এই ছবিটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। ২০১০সালেই কলকাতার চলচ্চিত্র উৎসবে প্রথম এই ছবিটি প্রদর্শিত হয়েছিল।
    সত্যিই এক অবিশ্বাস্য কাহিনী!
    Now please watch the video and express your views in the comment section below.
    For making of this video, I am grateful to:
    তথ্যঋণ:
    ১) সত্যজিৎ : জীবন আর শিল্প
    Edited by সুব্রত রুদ্র
    ২) সত্যজিৎ রায়ের নিষিদ্ধ ছবি সিকিম
    by দিলীপ মুখোপাধ্যায়
    ৩) Firstpost
    ৪) Times of India
    ৪) উইকিপিডিয়া
    Photos are collected from internet. Grateful to the creators of the photos.
    Thanks a lot
    yours faithfully
    The Galposalpo
    #satyajitray #সত্যজিৎরায়
    #satyajit_ray

ความคิดเห็น • 97

  • @sankarbose5928
    @sankarbose5928 2 ปีที่แล้ว +20

    কি আসাধারণ কালেকশন আপনার, এ ঘটনা আমাদের সত্যিই অজানা ছিল, আপনার পড়াশুনার ও জ্ঞানের পরিধি আমাদের অনেক জানার সুযোগ করেদেয়

  • @sujandas1291
    @sujandas1291 2 ปีที่แล้ว +4

    আপনার তথ্য যুক্ত ভিডিও গুলি সত্যি অসাধারণ ৷ আপনার বাচনভঙিমা আমাকে খুব আকৃষ্ট করে । ধন্যবাদ স্যার ৷

  • @rinkumukherjee6890
    @rinkumukherjee6890 2 ปีที่แล้ว +2

    প্রনাম স্যার অনেক অজানা তথ্য জানতে পারলাম আর প্রনাম এবং শ্রদ্ধা সত্যজিৎ। রয় কে🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️🌼

  • @parthajitray7452
    @parthajitray7452 2 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo.

  • @mohammedalam1775
    @mohammedalam1775 2 ปีที่แล้ว +3

    Your all information educational, reliable, knowledgeable and finally excellent . So I am happy about your Chanel. That’s why I did subscribe only I need to know about history. Thanks for nice information.From USA 🇺🇸

  • @pallaberpathasala
    @pallaberpathasala 2 ปีที่แล้ว +23

    একজন মহানকে নিয়ে ভিডিও বানালেন | আরেকজনকে নিয়ে বানাবেন না ? এতদিন ধরে কবি জীবনানন্দকে নিয়ে একটা ভিডিও বানাতে বলে যাচ্ছি ... শুনছেন না ... কষ্ট হয়

    • @ds86496
      @ds86496 2 ปีที่แล้ว +1

      Sob thikache..kintu hemanta mukherjee ro 100th jonmoborsho chilo ager bochor... kintu take seirokom somman deoa holona keno? Keno hemanta babu ke niye kono documentary ba biopic hlona? Keno sorkar aj obdi tar songrohosala krlona?

    • @pallaberpathasala
      @pallaberpathasala 2 ปีที่แล้ว +1

      @@ds86496 সরকারকে জিজ্ঞাসা করুন আর নিজেকে জিজ্ঞাসা করুন ...

    • @jibankanai9037
      @jibankanai9037 2 ปีที่แล้ว

      We iyena a pepele

  • @jakirhossainchowdhury8850
    @jakirhossainchowdhury8850 ปีที่แล้ว +1

    আমরা গর্বিত এক জাতি বাংগালী যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি , ছবি নির্মাতা বাংলা র আকাশে একটি তাঁরা সত্যজিত রায় , বিনমর স্রদ্ধা শুভ জন্মদিন।

  • @sorifs9600
    @sorifs9600 2 ปีที่แล้ว +3

    আপনি এক জন ভালো গল্পকথক

  • @user-ur2fl9fb9j
    @user-ur2fl9fb9j 4 หลายเดือนก่อน

    Learning so many thing from all these wonderful episode. Thank you .

  • @sanjoychakrabarty6464
    @sanjoychakrabarty6464 2 ปีที่แล้ว +8

    Congratulations for your research and presentation.

  • @sanghamitrachowdhury1749
    @sanghamitrachowdhury1749 2 ปีที่แล้ว

    অজানা ছিল এ তথ্য ৷ অনেক ধন্যবাদ ৷ আরও জানতে আগ্রহী ৷

  • @samparoychowdhury2075
    @samparoychowdhury2075 2 ปีที่แล้ว

    Thanku soomuch anek na jana koha janlam,khub sundor bole chen

  • @sankalpahalder1496
    @sankalpahalder1496 2 ปีที่แล้ว

    Dada apner video ta asadharan laglo apna ke hats off dada

  • @ratnaroy7358
    @ratnaroy7358 2 ปีที่แล้ว +2

    Apnar Channel E Mrinal Sen, Ritwik Kumar Ghatak,Tapan Sinha Enader Opor Video Ache?

  • @bhadrabasu3552
    @bhadrabasu3552 2 ปีที่แล้ว

    অজানা বিষয়টি জেনে খুবই ভালো লাগলো !

  • @bikramghoshbubun1618
    @bikramghoshbubun1618 2 ปีที่แล้ว

    Apnake dhonnobaad jananor vasa nei. Kritoggo roilaam. Really u r great dada.

  • @madhumitadas771
    @madhumitadas771 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো l

  • @mitaghosh7132
    @mitaghosh7132 2 ปีที่แล้ว

    অনেক তথ্যে সমৃদ্ধ হলাম। খুবই ভাল লাগল।

  • @rinasarker3329
    @rinasarker3329 2 ปีที่แล้ว +2

    Good. Very good.

  • @pronabray2887
    @pronabray2887 2 ปีที่แล้ว +1

    Apnar bornona khub sundar.Ata amar songrokhon kora acha

  • @jayantabiswas5804
    @jayantabiswas5804 2 ปีที่แล้ว +2

    সিনেমাটার কিছু অংশ দেখানো যেতে পারতো !!!!

  • @manotoshdey3020
    @manotoshdey3020 2 ปีที่แล้ว

    Very very impressive and informative !

  • @arjundebnath560
    @arjundebnath560 2 ปีที่แล้ว

    Darun subject and Darun bachon vongi

  • @ashimkumarroy329
    @ashimkumarroy329 2 ปีที่แล้ว

    সত্যিই অসাধারণ সংগ্ৰহ ।👍👍👍

  • @debprosadchatterjee4410
    @debprosadchatterjee4410 2 ปีที่แล้ว

    একদম অজানা একটা তথ্য জানলাম। ধন্যবাদ।

  • @sgkbp
    @sgkbp 2 ปีที่แล้ว +6

    একজন সত্যিকারের communist cinema তৈরী করলে এমনি বাস্তব সিনেমা তৈরী হবে। না কি রাস্তায় উন্মাদের মত নাচ গান।

    • @arjundebnath560
      @arjundebnath560 2 ปีที่แล้ว

      Apni kon communist...jara primary school English language bondho kore, computer ante badha kore, Dunlop bondho kore...ami kintu TMC ba congress ba BJP noi

  • @esobanglasikhi
    @esobanglasikhi 2 ปีที่แล้ว

    অসাধারণ উপস্থাপন। ভালো থাকুন।

  • @basabibanerjee9796
    @basabibanerjee9796 2 ปีที่แล้ว

    অসাধারণ-- জানা ছিল না
    কত অজানারে-- 🙏

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 ปีที่แล้ว

      একটা রবি ঠাকুরের গান : কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই । আর একটা শঙ্করে র উপন্যাস ' কত অজানারে '

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 2 ปีที่แล้ว +1

    Satyajit Rayer charoner sasrodhhyo pronam janai

  • @rabindralaldas5317
    @rabindralaldas5317 2 ปีที่แล้ว

    এ বিষয়টি জানাছিলনা, প্রতিবেদনটির জন্য় অসংখ্য় ধন্য়বাদ l

  • @shanzidajnu7353
    @shanzidajnu7353 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো। চিরকালই অপশক্তি সত্য কে বিনস্ট করতে চেয়েছে, আজও চায়।তাই বলে কি সত্য চাপা থাকে?

  • @shuvoDhar.5537
    @shuvoDhar.5537 2 ปีที่แล้ว

    Khub valo laglo 🙏🏻❤💐💐

  • @soumyadiptamajumder8795
    @soumyadiptamajumder8795 2 ปีที่แล้ว +1

    Requesting you to make detailed videos on the following topics:
    1. Historian Dr. Romesh Chandra Majumdar and Sir Jadunath Sarkar.
    2. Banned films of film director Ritwik Ghatak
    3. Banned literature penned by different authors in India

  • @MrSoaham
    @MrSoaham 2 ปีที่แล้ว

    দারুন তথ্য

  • @kaushikbhattacharya860
    @kaushikbhattacharya860 2 ปีที่แล้ว

    Excellent content

  • @ramanandadan1849
    @ramanandadan1849 2 ปีที่แล้ว

    Khub bhalo laglo

  • @kathanak2290
    @kathanak2290 ปีที่แล้ว +1

    এই চবিটা আমি গুয়াহাটী চিনে ক্লাবে সাপ্তাহিক শোটে দেখার সৌভাগ্য হয়েছিলো বছরটা মনে নেই খুব সম্ভব 2010 হবে ৷

  • @sudipbhaumik7331
    @sudipbhaumik7331 2 ปีที่แล้ว +2

    India's original role was to protect Sikkim, but GOI under Indira Gandhi annexed it. It was a total betrayal. That is why Indira Gandhi got the documentory banned.

  • @habibarrahman1148
    @habibarrahman1148 2 ปีที่แล้ว

    Truth cannot be suppressed for ever.This is one of the best emaples though your instant vedeo.

  • @shibanisamanta5587
    @shibanisamanta5587 2 ปีที่แล้ว +1

    ভালো লাগল।ট্যালেনটেড মানুষরা কখনো কখনো নিসিদ্ধ হয়।তবে যাঁর ছবি নিসিদ্ধ তিনি ই আবার ভারতরত্ম পান।ভাবতেই অবাক লাগে।

  • @urmimalabhattacharyya5186
    @urmimalabhattacharyya5186 2 ปีที่แล้ว

    অজানা এক নতুন তথ্য জানা গেল ধন্যবাদ ।রাজনৈতিক লাল ফিতের ফাঁসে কত বিষয় আবদ্ধ থেকে যায়

  • @shahsadeque393
    @shahsadeque393 2 ปีที่แล้ว

    Excellent.

  • @pradipkumar1173
    @pradipkumar1173 ปีที่แล้ว

    রাজতান্ত্রিক সামন্ততন্রতান্ত্রিক পুঁজিতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত অবহেলিত উপেক্ষিত হয়ে থাকে সাধারণ মানুষের ন্যুনতম চাহিদা, প্রাথমিক প্রয়োজন ।। ধন্যবাদ, নমস্কার।

  • @jharnamukherjee4712
    @jharnamukherjee4712 2 ปีที่แล้ว

    অসাধারণ

  • @umaraychaudhury6759
    @umaraychaudhury6759 2 ปีที่แล้ว

    Kudos to your research

  • @sujitkumardas9947
    @sujitkumardas9947 2 ปีที่แล้ว

    সুরন ভালো লাগলো 💝

  • @dsrwelfaresocaity
    @dsrwelfaresocaity 2 ปีที่แล้ว

    অসাধারন

  • @dipakbose2677
    @dipakbose2677 2 ปีที่แล้ว +1

    Sikkim government financed that film but it made a mistake to give the contract to Ray.

  • @amitdeb5901
    @amitdeb5901 2 ปีที่แล้ว +1

    উনার, মতো একজন মহান পরিচালকের জন্য আমরা বাঙালীরা অনেক গর্ববোধ করি। কিন্তু আমার মনে হয় এই ভারতরত্ন পুরষ্কারটা সে সময় ভারত সরকার একটু চাপে পরেই দিয়েছিলেন ( যদিও এই পুরষ্কারটা উনার অনেক আগেই পাওয়া উচিত ছিল)। কারন এই পুরষ্কারটা পাওয়ার কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট নিজে কোলকাতায় এসে( নন্দনে) উনাদের দেশের সর্বোচ্চ সন্মানে সন্মানিত করে গিয়েছিলেন।তার কিছুদিন পর উনাকে অস্কার পুরষ্কারটা দেওয়া হয়।এর পরই তরিঘরি করে উনাকে ভারতরত্ন পুরষ্কারটা দেওয়া হয়।

    • @samratroy7600
      @samratroy7600 2 ปีที่แล้ว

      Francer award pawar onusthan ta Nandan e noi, national Library te onushthito hoyechilo.

  • @talibhossain2811
    @talibhossain2811 2 ปีที่แล้ว +3

    সত্যজিত রায় এবং মৃণাল সেন এর মধ্যকার চিঠি যুদ্ধ নিয়ে একটি ভিডিও করার আবেদন করেছিলাম।একটু বিবেচনায় রাখবেন।

    • @anjanabanerjee1452
      @anjanabanerjee1452 2 ปีที่แล้ว

      Amader. Sab. Bangali. Mahan. Chhilen. Ak. Samayjakhan. Bengali. Bengalitehi. Suddha. Bibah. Hoto. Jabe. Theke. Mix. Bibaha. Tabetheke. Sei. Talent. Nastahotechhe. Mrinalsen. Hrittwikghatak. Tapan sinha. Satyajit. Raer. Ageo. Bahu. Mahan. Genius'chhabi. O. Chhabir. Parichalakder. Bangla. O. Dehs. Peyechhe. Susilmajumder. Anandamukherjee. Devakibose. Pramathesbarua. Nitinbose. Bimalbose. Shishir batabyal. ErO. Kato. Mahaguni. Theatre. O. Cimemajagatke. Dnar. Koriyechhen. Aei. Bangalira. Paesediyenay. Matha. O. Parisramdiye. Asbe. Sab. Samne. Asbe. Onader. Pratyekke. Sasraddhapranam. Janalam,,jibanananda. Sukanta. Khudhiramer. Mato. Manusho. Bengali. Dada. Upni. Chestakorchhen. Kintu. Asankhya. Swarthatyagii. Bangali. Kader. Janaben. Kadernay. Tobu. Valo. Kajer. Sabtai. Valo.upnake dhanyabad

    • @biswajogot
      @biswajogot 2 ปีที่แล้ว

      @@anjanabanerjee1452 ফুল স্টপ দিয়ে লেখা ভরিয়ে দিয়েছেন। এটাই বাঙালির মহান এক চিন্তা থেকেই আসে।

    • @anjanabanerjee1452
      @anjanabanerjee1452 2 ปีที่แล้ว

      @@biswajogot Amar. Foostop. Niye. Atodin. Dhore. Prachurkatha sunte. Hoyechhe. Upni. Bujhlen. Asal. Kathata. Jibane. Pratiti. Sabder. Mullya. Achhe..suvasakal. Dhanyabad Ami. Ak. Charam. Ashikhsar. Pradesethaki. Jekhane. Lekhapara. Goru. Mosher. Theke. Mulyaban. Nay. Er. Parasuna. Kenabechar. Bastu. Amarswami. Private. Chakri. Kore.o Prachur. Chestakore gachhen parisramkore banglar matichharahoyeO Paribartan. Ante. AmiO. Aklant. Kastakore a. Abadhi. Asechhi. Charidik. Andhakar. Maha. Ashikhsitera. O. Asavyera. Ajj. Bakider. Chalachhe. Jiban. Saber. Byartha. Tobu. Chesta. Kori.Avyes to. Maranei. Jabe. Anek. Parihas. Sahyakori..kintu hal. Chharini. Halchherona bandhu. Akathata. Bangalirai. Boltepare. Kore. Dekhay.

  • @tarakbiswas1661
    @tarakbiswas1661 2 ปีที่แล้ว

    খুব ভালো

  • @aliajammallick3043
    @aliajammallick3043 2 ปีที่แล้ว

    ওই বক্তব্যের শুরুতে ছিল এ কথা অনস্বীকার্য যে প্রতিটা সফল মানুষের পিছনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য আর এটাতে এটাও ছিল এই গ্রেড টিচার লাইক এ ক্যান্ডেল স্যার প্লিজ স্যার এটা আপলোড করুন শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর আসতে চলেছে।

    • @thegalposalpo
      @thegalposalpo  2 ปีที่แล้ว

      এই মাসের শেষে ওটা আপলোড করব।

  • @kpbiswas3238
    @kpbiswas3238 2 ปีที่แล้ว

    গজেন্দ্রকুমার মিত্র মহাশয়ের জীবনী জানতে পারলে ভালো লাগত

  • @swapnachandboral9790
    @swapnachandboral9790 2 ปีที่แล้ว

    2010...calcuttas..film...festivaals..open..this

  • @shantashreebhattacharya4480
    @shantashreebhattacharya4480 2 ปีที่แล้ว

    অনেক কিছু জানতে পারলাম ।

  • @bhusanghosh8658
    @bhusanghosh8658 2 ปีที่แล้ว

    বিনম্র শ্রদ্ধা

  • @nigamroy
    @nigamroy 2 ปีที่แล้ว

    Read the book Sikkim Dawn of democracy. By G B S Sidhu a former secretary of RAW.

  • @chinmoyeeroy67
    @chinmoyeeroy67 2 ปีที่แล้ว

    Apner theka anek jana jai

  • @mukteswardas1600
    @mukteswardas1600 2 ปีที่แล้ว +1

    এখন তো নিষেধ নাই!তবে কেন এখনো বদ্ধ সেই ছবি!
    কিন্তু কোন প্রধানমন্ত্রীর আমলে???

    • @kanikamistry8383
      @kanikamistry8383 2 ปีที่แล้ว

      ইউটিউব এ সার্চ করুন পেয়ে যাবেন। কিছুদিন আগে আমি দেখেছি।

  • @nigamroy
    @nigamroy 2 ปีที่แล้ว

    This film/ documentary is again under stay order by a Sikkim court after it has been screened for one time in film festival. The argument is between private documentary and film for public.

  • @kaustavm1978
    @kaustavm1978 2 ปีที่แล้ว

    মশাই, স্ক্রিপ্ট এর বাঁধুনি খুবই ভালো, তবে আপনার শেষের উক্তি টি সম্বন্ধে মোটেই এক মত নই, এমন উদাহরণ প্রচুর দেখা যায় যে কোনো ব্যাক্তিকে বা তার কাজ কে একদিকে পুরস্কার দেওয়া হচ্ছে আর অপরদিকে তাকে নিষিদ্ধ, বা কখনো জেলে বন্দী করা হচ্ছে, কোর্ট নামের একটি মারাঠি সিনেমা কয়েক বছর আগে জাতীয় পুরস্কার পেয়েছিল, কিন্তু তখন সেই সিনেমার কিছু চরিত্র ও সঙ্গীত পরিচালক ও গায়ক জেলে, কারণ তারা দলিতের ওপর সরকারি নিপীড়নের বিরোধিতা করেছিলেন, বা নেলসন ম্যান্ডেলা বা মায়ানমারের সান সু কির কথা কে না জানে, যাদের একদিকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে, তাদের জেলে পোরা হয়েছে তাদের সামাজিক চিন্তা ও অবস্থানের জন্য, এটাই তো এই সমাজের বৈশিষ্ট্য, এরা পুরস্কার দেবে আপনার ভালো কাজ কে, কিন্তু যদি এদের মানে মালিক/সরকার এর শোষণ ব্যাবস্থার বিরুদ্ধে আওয়াজ তোলেন বা মানুষের সঙ্গে গিয়ে দাড়ান তবে তারা যা খুশি তাই করতে পারে, কারণ তাদের হাতে শাসন যন্ত্র আছে।

  • @maitreyeesarkar1341
    @maitreyeesarkar1341 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @shyamalchattopadhyay5556
    @shyamalchattopadhyay5556 2 ปีที่แล้ว

    ছবিটি আমি দেখেছি । ছবিটি দেখার পর কেন ছবিটিকে ভারত সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল তা আমার ক্ষুদ্র বুদ্ধিতে বোধগম্য হয়নি।

  • @ds86496
    @ds86496 2 ปีที่แล้ว

    Sob thikache..kintu hemanta mukherjee ro 100th jonmoborsho chilo ager bochor... kintu take seirokom somman deoa holona keno? Keno hemanta babu ke niye kono documentary ba biopic hlona? Keno sorkar aj obdi tar songrohosala krlona?

  • @jagadishbose4482
    @jagadishbose4482 ปีที่แล้ว

    সিকিমের মহারাজার কাছেই তো এক কপি পাওয়া যেতে পারত
    ব্রিটিশ ও আমেরিকান এমব্যাসিতে
    না গিযে ।

  • @sumantamukherjee4363
    @sumantamukherjee4363 2 ปีที่แล้ว

    Kichu ta jantam baki ta apnar thaka janlam

  • @santanuchakraborty4315
    @santanuchakraborty4315 2 ปีที่แล้ว

    Ajit panja r notibinodini natok ta r link ta daban kau

  • @rakeshmallick8040
    @rakeshmallick8040 2 ปีที่แล้ว

    Sir what is your name?
    Where do you live?
    or are you a fulltime TH-camr?.
    I stumbled upon your channel a couple of days ago.
    Your channel and the content is very interesting and informative very useful as well.
    Thanks for making this lovely videos?

  • @maitreyeeghosh2905
    @maitreyeeghosh2905 2 ปีที่แล้ว

    U Tube এ পাওয়া যাবে কি?

    • @thegalposalpo
      @thegalposalpo  2 ปีที่แล้ว

      ইউটিউবে পার্ট পার্ট করে দেওয়া আছে। আপনি Google এ Sikkim Dailymotion লিখে search করলে পেয়ে যাবেন।

  • @imranhossen624
    @imranhossen624 2 ปีที่แล้ว

    ছবিটার নাম কি, এবং কবে প্রকাশ পাবে।

    • @thegalposalpo
      @thegalposalpo  2 ปีที่แล้ว

      ভিডিওটি না দেখেই এসব লিখে দিলেন!

  • @BiswajitMondalbjm
    @BiswajitMondalbjm 2 ปีที่แล้ว

    40% jodi kata hoy tahole r ki baki thake ?

  • @chinmoyeeroy67
    @chinmoyeeroy67 2 ปีที่แล้ว

    A bhaba atka dioa silpir abomanona

  • @mastshabnammustory6151
    @mastshabnammustory6151 2 ปีที่แล้ว

    ছবিটির নাম কি?

    • @thegalposalpo
      @thegalposalpo  2 ปีที่แล้ว

      ভিডিওতে নাম বলেছি।

  • @rafiuddinmondal3775
    @rafiuddinmondal3775 2 ปีที่แล้ว

    Ektu Kim how gelo

    • @aquoraishi294
      @aquoraishi294 2 ปีที่แล้ว

      Beautiful. Beautifully said and expressed.