রবীন্দ্রনাথ vs শরৎচন্দ্র : ঐতিহাসিক লড়াই / Rabindranath vs Sharatchandra : Unforgettable Fight

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.พ. 2022
  • This video is about the historical clash between Rabindranath Tagore and Sharatchandra Chattopadhyay (রবীন্দ্রনাথ ঠাকুর vs শরৎচন্দ্র চট্টোপাধ্যায় : ঐতিহাসিক লড়াই) regarding their literary field. There are mainly four points behind this unforgettable clash happened during that period when they were both eminent literary figures in the field of Bengali literature. Among those points, the deepest tension aroused from the controversy of banning Sharatchandra's novel 'Pather Dabi'. This point has been discussed at the end of this video.
    For making this video, I am grateful to :--
    তথ্যঋণ
    ১) শরৎচন্দ্র
    By গোপাল চন্দ্র রায়
    ২) রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র
    By গোপাল চন্দ্র রায়
    ৩) উইকিপিডিয়া
    ৪) গুগল
    Now please watch this video and express your views in the comment box below.
    Thanks a lot
    yours faithfully
    The Galposalpo
    #rabindranathtagore #sharatchandra #রবীন্দ্রনাথঠাকুর #শরৎচন্দ্র_চট্টোপাধ্যায়

ความคิดเห็น • 189

  • @heisenberg2514
    @heisenberg2514 2 ปีที่แล้ว +30

    খুব সুন্দর ছিল video টা,,,, আমার পছন্দ চিরকাল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 🖤🖤🙏

    • @dipendusengupta9123
      @dipendusengupta9123 ปีที่แล้ว +2

      Porlam, onek kichhu janlam.ei due dikpaler bishoye kichhu likhbar moto dhristata amar nei .

  • @swatighoshdastidar2764
    @swatighoshdastidar2764 ปีที่แล้ว +6

    খুব ভালো লাগলো।রবি কে ছোঁয়া যায়না,শরত খুব কাছে র। দুজনকেই প্রণাম

  • @tapatibanerjee8932
    @tapatibanerjee8932 2 ปีที่แล้ว +6

    খুব ভালো লাগলো। ছোট বেলা থেকে যাঁদের লেখা পড়ে নিজে সমৃদ্ধ হয়েছি, জীবন ও জগৎকে
    জানতে শিখেছি তাঁদের সম্বন্ধে গবেষণা লব্ধ অনেক অজানা তথ্য জানতে পারলাম। আবার ও শিখলাম অনেক কিছু দুই মনীষীর স্নেহ শ্রদ্ধা বিধৃত টানাপোড়েনের সম্পর্ক থেকে। এনাদের প্রতিটা আচরণ ই শিক্ষণীয়, অনুকরণীয়। আমার প্রাণভরা জানাই ওঁদেরকে প্রতি পদক্ষেপে।🙏🙏

  • @sagarikahalder2199
    @sagarikahalder2199 2 ปีที่แล้ว +19

    সঠিক মূল্যায়ন করা হয়নি শরৎ চন্দ্র চটটোপাধ্যায়ের দুঃখের ব্যাপার।আমার প্রিয় শরৎ বাবু💚💚

    • @zz-ly4qd
      @zz-ly4qd ปีที่แล้ว

      রবীন্দ্রনাথ সাহসের দিকে খুবই কম সমৃদ্ধ। গুড বয় হয়ে সবার প্রশংসা পেতে গিয়ে নিজের গুন কে পালিশ করতে পারেন নি। এরা ভালো স্তআবক হন , পরিবর্তন করার চরিত্র এদের থাকে না ,কারণ ত্যাগ স্মিকার করা এদের পক্ষে কঠিন। সুখের পায়রা । বাস্তবে র রুক্ষ মাটিতে হাঁটা তার পক্ষে কঠিন। লুচি আলুর দম খেয়ে আমাশা হয়। 😁

  • @dulalchandraroy7595
    @dulalchandraroy7595 2 ปีที่แล้ว +13

    ধন্যবাদ ।সুন্দর উপস্থাপনা।আমার মনে হয় শরৎচন্দ্রের সঠিক মূল্যায়ন হয়নি।বড় দুঃখের ব্যাপার ।!

    • @badalkarmakar2605
      @badalkarmakar2605 ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন | লোকটি মোটা মাথাৱ লোক |

  • @amarsathecholo
    @amarsathecholo 2 ปีที่แล้ว +10

    শরৎচন্দ্র আমার প্রিয় লেখক।শরৎচন্দ্র সবন্ধে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম।খুব ভালো লাগল।

  • @amitavabhattacharjee06
    @amitavabhattacharjee06 2 ปีที่แล้ว +9

    ভীষণই ভালো লাগলো। লক্ষণীয় যে এইসব মহান মানুষের মধ্যে মতপার্থক্য যতই থাকুক পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক তাতে চিড় খেত না। বিষয়টি আজকের দিনে অনুকরণীয়।

    • @Profhamidsiddiki2024
      @Profhamidsiddiki2024 ปีที่แล้ว

      উভয়ই সঠিক!..মাঝকানে পশ্চিমাদেরই আড়াল করা ভার্চুয়াল দেয়াল,যা রবি ঠাকুর চিনেছেন বটে অতিক্রম করার বেলায় বিব্রত ছিলেন।

  • @ranjanadhar9345
    @ranjanadhar9345 2 ปีที่แล้ว

    এই বিষয়টি আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন। দুজন মহান লেখকের মধ্যে দৃষ্টিভঙ্গির বিস্তর ফারাক। দুজনের লেখার ধরণ আলাদা। তাই মতপার্থক্য থাকবেই। শেখার বিষয় এটাই যে কেউই কাউকে অশ্রদ্ধা করেন নি। খুব ভালো লাগলো।

  • @riyadahmed7990
    @riyadahmed7990 11 หลายเดือนก่อน +1

    অসাধারণ স্যার আপনার প্রতিবেন খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে৷ শরৎচন্দ্র আমার প্রিয় তেমন কবি গুরু রবি ন্দ্রনাথ ঠাকুর ও আমার প্রিয় দুজনকে শ্রদ্দান্জলি জানাই

  • @ashokkumarroy75
    @ashokkumarroy75 2 ปีที่แล้ว +3

    ভিডিওটি দেখে খুব ভালো লাগলো। সুন্দর ও মনোগ্রাহী আলোচনা। অনেক ধন্যবাদ ♥

  • @cutegirlsumona8535
    @cutegirlsumona8535 2 ปีที่แล้ว

    আপনার কাছ থেকে কত কি অজানা তথ্য জানতে পারি। ভীষণ ভালো লাগলো। দুই মহারথীর মধ্যে যে ভালবাসা ও শ্রদ্ধা কত গভীর ছিল আপনার আলোচনা থেকে অনেক জানতে পারলাম ।

  • @ashokekumarroy2199
    @ashokekumarroy2199 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো অনেক অজানা কাহিনি শুনে। ভালো থাকবেন।

  • @nasimaparvin4469
    @nasimaparvin4469 ปีที่แล้ว

    দারুণ ভাই!! অনেক অজানা তথ্য জানতে পেরে সমৃদ্ধ হলাম।

  • @sulagnomukherjee692
    @sulagnomukherjee692 2 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো ভিডিও টা। ধন্যবাদ।🙏🙏

  • @bananeebanerjee1608
    @bananeebanerjee1608 ปีที่แล้ว

    অনেক নূতন তথ্য জানলাম, সমৃদ্ধ হলাম 🙏🙏

  • @diptikumarbhattacharjea6375
    @diptikumarbhattacharjea6375 2 ปีที่แล้ว

    গল্পদাদার গল্পগাছায় রবীন্দ্র-শরতের দুই ভিন্ন দৃষ্টি ভঙ্গির পরিচয় জেনে ঋদ্ধ হলাম এবং একের প্রতি অন্যের শ্রদ্ধা অটুট ছিল। বড় মানুষের এই গুনের জন্য-ই তা৺রা চির প্রণম্য। গল্পদাদাকে অনেক ধন্যবাদ।

  • @bipradaspal3808
    @bipradaspal3808 2 ปีที่แล้ว +1

    অপূর্ব অসাধারণ অভিনন্দন জানাই।

  • @taufiquealamtusan
    @taufiquealamtusan 2 ปีที่แล้ว +4

    Thank you dada to bring the two giants of Bengali literature before us to show how they confront each other with dialogues, even though their minds rarely meet but still how healthy and respectful their relationship was between them. Our learning from them will never come to an end.

    • @shiprasen1042
      @shiprasen1042 ปีที่แล้ว

      Rabindranath Tagore kokhono Sarat babu ke confront koren ni. Eta thik kotha uni kokhono sarasari rajniti koren ni. Sarat Babu desperate kind lok chilen.

    • @taufiquealamtusan
      @taufiquealamtusan ปีที่แล้ว

      @@shiprasen1042 Both are great men in their own way. Obviously Rabindranath stands higher than any other Bengalis in stature, but he would never like to allow himself to be compared with others. Saratchandra may look desperate from the ordinary point of view, but actually he was a rebel. He wanted to expose the mask of our society.

  • @basude4330
    @basude4330 2 ปีที่แล้ว +1

    Fantastic আলোচনা। খুব ভালো লাগলো।

  • @lokjay2012
    @lokjay2012 ปีที่แล้ว

    Great presentation and some new information. Healthy debate , being mutually respectful to one another..is something to learn.

  • @mdferdous6545
    @mdferdous6545 ปีที่แล้ว +5

    নিঃসন্দেহে শরৎ বাবুর লেখা রবীর থেকে অনেক বেশি পঠিত।

  • @debasisbose6302
    @debasisbose6302 2 ปีที่แล้ว +5

    এটি গল্প না ঘটনা সেই বিতর্কে না গিয়ে এর মাধুর্য আস্বাদন করি । গ্রাম থেকে কিছু মানুষ প্রতি বছর শরৎচন্দ্রের দক্ষিণ কলকাতার বাস ভবনে আসতেন জন্মদিনে শুভেচ্ছা জানাতে । একবার শরৎচন্দ্র ওদের বলেন, তোরা তো আমার জন্মদিনে প্রতি বছর আসিস । আচ্ছা উত্তর কলকাতায়ে যে দাড়িওয়ালা মানুষটা লেখালেখি করেন, তার জন্মদিনে যাস ? উত্তর আসে, না । শরৎচন্দ্র কারন জানতে চান । উত্তর আসে 'উনি কি তোমার মত লিখতে পারেন' । কথাটি শুনে শরৎচন্দ্র বলেন, ভূল বোলিস নি । আসলে আমি লিখি তোদের জন্য, উনি লেখেন আমাদের জন্য ।

  • @gosthamalik1767
    @gosthamalik1767 2 ปีที่แล้ว +1

    অসাধারণ সমৃদ্ধ আলোচনা

  • @malobikaroy2933
    @malobikaroy2933 ปีที่แล้ว

    অসাধারণ উপস্থাপনা। নমস্কার 🙏

  • @ggnoaz
    @ggnoaz ปีที่แล้ว +4

    As a Bengali whoever got a chance to read Sharat Chandra are fortunate. Because his writing was natural & appropriate for the time he lived through to put to Bengali readers. It’s not too late to read few but you have to take your self about 90 or 100 years back. I respected him a lot.

    • @achintyabiswas5388
      @achintyabiswas5388 ปีที่แล้ว

      Rabindranath was not supportive of freedom struggle Gandhijee had also differences with him

  • @mintughorui3939
    @mintughorui3939 2 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ দাদা

  • @mukulbanerjee4098
    @mukulbanerjee4098 ปีที่แล้ว

    Thanks and regards

  • @Dsk94
    @Dsk94 2 ปีที่แล้ว

    Thanks for sharing this with us 💞 valo thakben 🌹🤝

  • @babu6719
    @babu6719 2 ปีที่แล้ว +1

    সুন্দর উপস্থাপনা।

  • @suryakantadas8000
    @suryakantadas8000 2 ปีที่แล้ว

    Thanks again

  • @rumanandi2729
    @rumanandi2729 2 ปีที่แล้ว

    খোব ভালো লাগলো আলোচনা।

  • @nazrulkabirkhondakar9128
    @nazrulkabirkhondakar9128 4 หลายเดือนก่อน

    Excellent analysis.

  • @dilipchandra2728
    @dilipchandra2728 2 ปีที่แล้ว

    Splendid sir

  • @rockingsutanumallik4247
    @rockingsutanumallik4247 ปีที่แล้ว

    অতীব সুন্দর।

  • @buludebnath4024
    @buludebnath4024 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগল

  • @sankarbose5928
    @sankarbose5928 2 ปีที่แล้ว +1

    খুব সুন্দর লাগলো, এই সব authentic document আপনি ছাড়া কোথায় পাব, এখনো আপনি বলবেন আপনি একজন scholar নন, যাইহোক একবারে শুরু শ্রীকান্ত থেকে পথেরদাবী পযর্ন্ত সব ইতিহাস জানতে চাই

  • @bimanmondal4627
    @bimanmondal4627 2 ปีที่แล้ว

    Right you are.

  • @debupal196
    @debupal196 2 ปีที่แล้ว

    Amazing.

  • @salildas2203
    @salildas2203 ปีที่แล้ว

    তথ্য সমৃদ্ধ ও অন্যান্য

  • @bimanmondal4627
    @bimanmondal4627 2 ปีที่แล้ว

    Really you are resercher Blogger

  • @supriyabiswas8844
    @supriyabiswas8844 2 ปีที่แล้ว

    Darun poribeshon.

  • @raselhossain4254
    @raselhossain4254 ปีที่แล้ว +5

    বাংলা সাহিত্যের দুই প্রবাদ পুরুষ 🙏

  • @ballaribhattacharya5474
    @ballaribhattacharya5474 2 ปีที่แล้ว

    Khub bhalo laglo

  • @anupbag5604
    @anupbag5604 หลายเดือนก่อน

    Excellent

  • @sarodrau4602
    @sarodrau4602 ปีที่แล้ว

    This is called balanced creation and freedom of opinion...

  • @keshobbhowmick9572
    @keshobbhowmick9572 2 ปีที่แล้ว +1

    তথ্য সমৃদ্ধ

  • @satyajitroy922
    @satyajitroy922 2 ปีที่แล้ว

    খুব সুন্দর

  • @amitsen41
    @amitsen41 2 ปีที่แล้ว

    খুব সুন্দর ভিডিও

  • @bimanmondal4627
    @bimanmondal4627 ปีที่แล้ว

    I know some thing drama, thank you for your reserching blooge

  • @fazlulhoque6674
    @fazlulhoque6674 2 ปีที่แล้ว +3

    বাংলা সাহিত্যের দুই মহারথী রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র নিয়ে গবেষনাধর্মী তথ্যমূলক আলোচনায় অনেক কিছু জানতে পারলাম৷ তবে ব্যক্তিগত স্তরে মনোমালিন্য হলেও বরাবরই শরৎচন্দ্র রবীন্দ্রনাথ কে গুরুর আসনে অধিষ্ঠিত করেছিলেন অনুরূপভাবে শরৎচন্দ্রকে অতি নিকটাত্মীয় হিসাবে স্হান দিয়েছিলেন রবীন্দ্রনাথ ৷ ধন্যবাদ

    • @achintyabiswas5388
      @achintyabiswas5388 2 ปีที่แล้ว

      Rabindranath was not in favor of our freedom struggle. Compare his Ghare baire novel. He had differences with Gandhi ji also in this matter.

    • @achintyabiswas5388
      @achintyabiswas5388 2 ปีที่แล้ว

      He was not against British rule.

    • @fazlulhoque6674
      @fazlulhoque6674 2 ปีที่แล้ว

      @@achintyabiswas5388 Are you a ex lecturer in Bengali of jadavpur university ? If yes then I am a favourite of your student . even may be I am a wrong idea . biswa kavi Rabindra Thakur was not like ugro british birodhi movement and freedom of india . Thanks

  • @bulbulray.1234
    @bulbulray.1234 2 ปีที่แล้ว

    দাদা আমার প্রণাম নেবেন এই ভাগের জন্য

  • @mriduldey2966
    @mriduldey2966 ปีที่แล้ว

    দাদা প্রণাম রইল

  • @AnowarHossain-uy7eq
    @AnowarHossain-uy7eq 2 ปีที่แล้ว +4

    Even after Shorot Chondro was the real patriot of India.

  • @hiranmaysaha9876
    @hiranmaysaha9876 2 ปีที่แล้ว +1

    খুব অল্প হয়ে গেল sir ....এর ওপর আরেকটা ভিডিও হলে দারুণ হয় ।।

  • @mitaghosh7132
    @mitaghosh7132 2 ปีที่แล้ว

    ভীষন ভাল লাগল। তবে একটাই কথা , এই ধরনের কোনও আলোচনায় বিজ্ঞাপন ঢুকে পড়লে খুব খুব খুব খুবই বিরক্তি বোধ করি।

  • @shorifdewan9578
    @shorifdewan9578 2 ปีที่แล้ว

    That would be the strong way to fight against one another by leteral or literarical.The war of wise.so....thanks.

  • @badalkarmakar2605
    @badalkarmakar2605 ปีที่แล้ว +5

    টেগৱ ইংৱেজ ঘেসা ছিলেন | শৱৎ এৱ দৱদী মনেৱ পাদদেশেও টেগৱ পৌছতে পাৱেনি |

    • @mallikadas2857
      @mallikadas2857 ปีที่แล้ว

      রবীন্দ্রনাথ সম্বন্ধে আপনার জ্ঞান তো অসাধারণ! রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র জীবনী, তাঁর দর্শন তো দেখছি আপনার ঠোঁটস্থ। --- বাদল কর্মকারের উদ্দেশ্যে

  • @prodipbiswas3206
    @prodipbiswas3206 2 ปีที่แล้ว

    🙏নমস্কার, বিজ্ঞানী নিউটন সম্পর্কে অন্ততপক্ষে একটি ভিডিও জন্য অনুরোধ রইল ।

  • @subhodipmallik9188
    @subhodipmallik9188 ปีที่แล้ว

    Sir,Upnar Post Gulo Khub Mon Dihe Shuni Khub Bhalo Laghe Upni Aebar Sri Aurobindo Upor Kichu Post korhen Khubi Bhalo Laghbe.

  • @aparupkundu5955
    @aparupkundu5955 2 ปีที่แล้ว

    Nice very good

  • @deadsoul8338
    @deadsoul8338 ปีที่แล้ว +5

    শরৎ বাবু গ্রেট!!

  • @samikchak
    @samikchak 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @arponmondal3695
    @arponmondal3695 หลายเดือนก่อน

    হে অনিলা দেবি তুমিই আমার সাহিত্য জীবনের প্রথম ভালোবাসা।

  • @sraboni1489
    @sraboni1489 ปีที่แล้ว +2

    প্রিয় শরৎচন্দ্র 🌼🌼🙏

  • @chandankundu4210
    @chandankundu4210 2 ปีที่แล้ว

    👍👍

  • @pintukarak1062
    @pintukarak1062 ปีที่แล้ว

    Both are great. Your presentation is also too good

  • @biswajitnaskar8264
    @biswajitnaskar8264 ปีที่แล้ว

    Both are great and most favourite to me but I think the little difference between them may be because Saratchandra was closer to the soil than our Kobiguru.

  • @shreyadas7148
    @shreyadas7148 ปีที่แล้ว +1

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সবসময় আমার একজন খুবই প্রিয় লেখক শুধু লেখক নয় প্রিয় মানুষ ও।
    আগা গোড়াথেকেই আমার কবি গুরুর ওপর অল্প ক্ষোভ রয়েছে, জানি না শরৎচ্দ্রের প্রতি এত টা ভালোবাসার জন্য কিনা তবে কবি গুরু কে সকলকেই ওপরে উঠতে সাহায্য করতে হতো যা তিনি করেছেন তো অবশ্যই তবে কিছু সময় নিজের ক্ষমতাও দেখিয়েছেন তবে তিনি নিঃসন্দেহেই আমাদের কবি গুরু তাই তার প্রতি শ্রদ্ধা থাকবে

    • @amitavasaha7880
      @amitavasaha7880 ปีที่แล้ว

      "রবীন্দ্রনাথ কিছু সময় নিজের ক্ষমতা দেখিয়েছেন" বলতে আপনি কি বলতে চাইছেন?

    • @ORS11526
      @ORS11526 ปีที่แล้ว

      @@amitavasaha7880 আমি বলছি - আমাদের সাহিত্যের একালের কাব্য যখন একদিন ক্লাস হচ্ছিল তখন বলছিলেন রবীন্দ্র সমসাময়িক কবিরা রবীন্দ্রনাথের মতো করে লিখতে শুরু করলেন কিন্তু তাঁরা অনুকরণ বিদ্যার জন্য নিজস্ব সত্ত্বা ডুবে গেছে ৷ ও তাদের কাব্য কবিতা রচনা গুলো জনসমক্ষে সমাদৃত হল না ৷
      আকাশে রবি যখন উদয় হয় তখন চাঁদ, নক্ষত্র সবই তাঁর তেজ এর কাছে খালি চোখে দেখা যায় না ৷ ঠিক একই ভাবে রবীন্দ্রনাথ এর বিস্তার এতটাই ছিল যে তাঁর রচনা গুলির কাছে অন্যান্য নতুন কবিদের লেখা হারিয়ে গেছে ৷ তাঁরা অনেকেই হাল ছেড়ে দিয়েছিল, তাই অনেক কবি তখন দাঁড়াতে পারেনি ৷
      🙂 এ রকম সুন্দর সুন্দর অনেক গল্পই আছে ৷

  • @mallikadas2857
    @mallikadas2857 ปีที่แล้ว

    প্রিয় ভাই, আপনার পক্ষপাতিত্বহীন সমালোচনা আমার খুব ভালো লাগে।
    আমি প্রচুর দেখি। একবার আপনার নাম জানতে চেয়েছিলাম, এড়িয়ে গেছেন। ঠিক আছে , আমার অপরিসীম স্নেহকে এড়িয়ে যাবেন না। ---- মল্লিকাদি ।( সিঙ্গাপুর)

  • @sattwikbiswas471
    @sattwikbiswas471 11 หลายเดือนก่อน

  • @shafiurrahman3699
    @shafiurrahman3699 ปีที่แล้ว +1

    From his books it is revealed that Sharatchandra was very much critical to Brahmmo samaj and Tagore was its supporter. So, there must be some conflicts between them. Can't you highlight this area?

  • @ncchakraborty6633
    @ncchakraborty6633 ปีที่แล้ว +1

    রবীন্দ্রনাথের সঙ্গে দ্বিজেন্দ্রলালের লড়াইয়ের
    সঠিক তথ্য আলোচনা করলে ভালো হয় ।

  • @biswakarmainfoworld
    @biswakarmainfoworld 2 ปีที่แล้ว

    good

  • @dulalbose1612
    @dulalbose1612 ปีที่แล้ว

    বক্তার কাছে আমার আন্তরিক অনুরোধ🙏🙏...:একুশের ভাষা আন্দোলনের বিভিন্ন ঘটনা বলির উপর বেশ কিছু আলোচনা ওআভাস পেলে ভিষণ উপকৃত হব। ধন্যবাদ🙏

  • @WDiamhere
    @WDiamhere ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার । স্যার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওই চিঠি কি ভাবে কোথা থেকে পড়তে পারি ?

  • @syedsalim9024
    @syedsalim9024 2 ปีที่แล้ว

    আপনার উপস্থাপনায় শুনলাম কিন্তু বিস্তৃতভাবে দুই মনীষীর বিস্তারিত আলোচনা করলে, আরো ভালো লাগতো ,আপনাকে ধন্যবাদ

  • @prasenjitmahata1993
    @prasenjitmahata1993 2 ปีที่แล้ว

    🏵️🌹🌼🙏🙏🙏

  • @ramaprasadchakraborty764
    @ramaprasadchakraborty764 2 ปีที่แล้ว +1

    খুব ভালো আলোচনা । শুনেছি , একবার শরৎচন্দ্রের সামনেই একজন সমালোচক বলছিলেন --- আপনি এত সুন্দর লেখেন --- আমরা সহজেই তা বুঝতে পারি । আর রবি বাবু যেসব লেখেন তার মাথামুন্ডু বুঝতেই পারিনা ।
    শুনে শরৎচন্দ্র বললেন , ঠিকই তো ! আমি লিখি আপনার মতো মানুষের জন‍্য । আর রবিবাবু লেখেন আমাদের জন‍্য !

    • @zz-ly4qd
      @zz-ly4qd ปีที่แล้ว

      কিছু ভুল বলেছিলেন , রবীন্দ্রনাথের মাটির অভিজ্ঞতা কম ও ভীতু মানুষ ,তাই তার বই পড়ে অন্যদের দেশপ্রেম জাগলেও রবীন্দ্রনাথ নিজে সক্রিয় ব্রিটিশ বিরোধিতা করতে অসমর্থ হয়েছিলেন । সংকটের কল্পনায় হয়েছেন মৃয়মান। 😁 গদ্য গুলো ও খুব একটা পদের নয় , ঐ পনির ,আলুপোস্ত পর্যন্ত, কোপ্তা কালিয়া রাঁধা সম্ভব হয় নি ।

  • @prandas5763
    @prandas5763 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @mohammedfarook9386
    @mohammedfarook9386 ปีที่แล้ว +1

    শরত বাবু সাধারন মানুষের লেখক। আর রবি ঠাকুর জমিদার, ইংরেজদের প্রতিনিধি। রবি ঠাকুরের কাছে দেশপ্রেম থেকে ইংরেজদের স্বার্থ রক্ষাটি বেশী গুরুত্ব বহন করে।

  • @mollysinha
    @mollysinha 2 ปีที่แล้ว

    👍👌🙏🇮🇳

  • @asimbanerjee2102
    @asimbanerjee2102 ปีที่แล้ว +1

    আমি পথের দাবি নিয়ে দু জনের পত্র পড়েছি। আমার ক্ষুদ্র বুদ্ধিতে রবিবাবু পত্র টি আক্রম মোনা ত্মাক মনে হয়েছে।

  • @chandanhom4090
    @chandanhom4090 2 ปีที่แล้ว +1

    দাদা,
    আমার সশ্রদ্ধ প্রনাম নিবেন।ভগবান শ্রীকৃষ্ণের ১৮ জন সখাদের নামগুলো দয়া করে জানালে বাধিত থাকব।
    বড় কালীবাড়ি রোড, টাংগাইল, বাংলাদেশ।

    • @nadlahsshaldan4468
      @nadlahsshaldan4468 2 ปีที่แล้ว

      বা আজ ইউটিউবের মাধ্যমে বাংলাদেশ ও
      কত কাছে মনে হচ্ছে।
      Joy shree raM

  • @anjanabanerjee1452
    @anjanabanerjee1452 ปีที่แล้ว +1

    Purano. Kencho. Khurle. Bojha. Jabe. Banglar. Khnuty. Ke. Ke. Ba. Karakara. Bastuvitay. Kenchho. O. sap. Janmo. Diyechhe. Ta. Spasta. Ho6echhe. Haeto. Satya. Katha. Balar. Janyei. Takeo. Anahare. Marte. Hoyechhe. Jay. Saratchandra. Jay. Saratchandrer. Nirvik. Beerata. O. Lekhani,,,pranam. Sahitya. Samrat. Pranam. Akmatra. KathaSahityik. Sujogya. Bangalibiir

  • @hassanmahmud4029
    @hassanmahmud4029 ปีที่แล้ว +1

    রবীন্দ্রনাথ ঠাকুর কেন বৃটিশ বিরোধী আন্দোলন বা বৃটিশদের বিরুদ্ধে কথা বলেননি কেন?? স্বার্থপর ছিলো না কি?

  • @DGSN54
    @DGSN54 ปีที่แล้ว

    দুজনেই 20 :20 অতুলনীয় দুই বাঙালি কে আমার শতশ্রদ্ধ সষ্টাঙ্গিক প্রণাম

  • @mousumimukherjee1527
    @mousumimukherjee1527 ปีที่แล้ว

    Na think noi

  • @indrajeetchakraborty5161
    @indrajeetchakraborty5161 2 ปีที่แล้ว

    আপনার চ্যানেলটা আমার খুব প্রিয়। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আপনি যদি ইন্টারভিউ দিতেন তবে খুব ভালো লাগতো।

    • @thegalposalpo
      @thegalposalpo  2 ปีที่แล้ว

      Thanks for thinking for an interview.

    • @indrajeetchakraborty5161
      @indrajeetchakraborty5161 2 ปีที่แล้ว

      @@thegalposalpo আপনার মতামতটা জানাবেন। আর যদি সম্মতি থাকে তবে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো সেটা জানালে ভালো হতো।

  • @NanigopalChatterjee
    @NanigopalChatterjee 8 หลายเดือนก่อน

    At that period,I think there was some soft corner in mind of Rabindranath Tagore(Thakur?) for Royal English for any reason,but Sarat Chandra chattopadhyay(not written Chatterjee) didn't posses such soft mind which was the main factor.

    • @NanigopalChatterjee
      @NanigopalChatterjee 8 หลายเดือนก่อน

      But Both of them had mutual respect with each other in the field of literature.

    • @Enlightenedpersona
      @Enlightenedpersona 6 หลายเดือนก่อน

      Robindronaths religion was brammo religion which was ekessor badi...same was jibonanondos religion, that's why they were supportive of British... jibonanondo and nojrul was of same age but nozrul wrote many anti British poem but jobonando did not write single anti British poem..

  • @G_a_n_d_u
    @G_a_n_d_u 11 หลายเดือนก่อน +1

    আমি শরত স্যারের পক্ষে

  • @mdsaifali9652
    @mdsaifali9652 2 ปีที่แล้ว

    Achraya pa
    Prafulla chandra rai releted video anun

  • @siddharthashankarroy8937
    @siddharthashankarroy8937 ปีที่แล้ว

    রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা,গান বা এসব বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে খুব বেশি নয়, কোনো রকম স্পর্ধা দেখানোর চেষ্টা না করাই ভালো !!
    নাইট উপাধি গ্রহণ ও প্রত্যাখানের মধ্যে সময় কালের তফাৎ দেখলে, তা থেকেই সবটা পরিষ্কার হয়ে যায় !!
    যখন উনি নাইট উপাধি গ্রহণ করেন, তখন সারা দেশে কোন সূচলবস্থা ছিলো, বা মানুষ উনার ওই পশ্চিমী প্রভুদের দ্বারা নিপীড়িত,শোষণ, অত্যাচারিত হচ্ছিলো না !!
    যখন দেখলেন দেশের সবাই-ই তো কিছু না কিছু করছেন-ই তখন উনি উপাধি ত্যাগের মধ্যে দিয়ে বড়ো বিপ্লবী কবি আখ্যার লোভে পড়লেন !!
    উনি ব্যক্তি হিসাবে মোটেই সুবিধার নন !
    কারোর কাছে সেরকম কোনো তথ্য থাকলে, আলোচনায় আসতে পারেন আমি প্রস্তুত !!

  • @MSheik-wt7mx
    @MSheik-wt7mx ปีที่แล้ว

    Nazrul and Sorot babu were patriot.

  • @achintyabiswas5388
    @achintyabiswas5388 11 หลายเดือนก่อน

    Rabindranath thought himself to be superior to Sarat Chandra but i do not think so .He was jealous of him.

  • @rayswarna
    @rayswarna 2 ปีที่แล้ว +1

    Sarat Chandra r srikantar kache Rabindranath er kono lekha e teke na

  • @DawahDarpan
    @DawahDarpan 10 หลายเดือนก่อน

    জেনে রাখা ভালো হবে রবীন্দ্র নাথ ছিলেন ইংরেজ চাটুকার,
    আর এটাও জেনে রাখুন আমরা যাকে জাতীয় সংগীত বলে মেনে নিয়েছি তাও ছিল ইংরেজ চাটুকারিতা। এই কবিতায় ইংরেজদের ভারতের ভাগ্য বিধাতা বলা হয়েছে। এবং তাদের গুনগান করা হয়েছে জয়ও হে জয়ও হে বলে

  • @Enlightenedpersona
    @Enlightenedpersona 2 ปีที่แล้ว

    Sikkhar milon by robindronath o sikkhar birodh by sorot sobar pora uchit...

  • @bimanmondal4627
    @bimanmondal4627 2 ปีที่แล้ว +1

    I know all this matters Rabindranath VS Sarat Chandra

  • @somnathbanerjee2534
    @somnathbanerjee2534 2 ปีที่แล้ว

    বিনম্র শ্রদ্ধা অঞ্জলি

  • @anirbanchowdhury8141
    @anirbanchowdhury8141 ปีที่แล้ว

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের থেকে বড় কথাশিল্পী না হয়েছে না হবে।