@@GypsyBong সাউথ ইন্ডিয়ানদের থেকে অনেক কিছু শেখার আছে আমাদের।আমি ব্যাঙ্গালোরে থাকাকালীন অভিনেতা সাই কুমারের সাথে ওনার শ্যুটিং ভ্যানে মিট হয়,উনি নিজে ডেকে জড়িয়ে ধরে ফটো তুলেছিলেন।এতোটুকু অহঙ্কার নেই এনাদের মধ্যে।হাজার বছর বেচে থাকুক এমন মানুষরা❤️🇧🇩
জাস্ট অসাধারণ! আমি কিন্তু পরপর দু' বার দেখে ফেলেছি!😄 আশীষ স্যার যেমন অসামান্য অভিনেতা,তেমন ডাউন টু আর্থ মানুষ।। আপনাকে বড় দাদার মতন আগলে নিয়ে ঘুরে বেড়ালেন,খেলেন,গল্প করলেন! জিপসি বঙ পরিবারের কাছে আজ এটা বিরাট পাওনা।
৩ টে পয়েন্ট ১. আপনার আন্তরিকতা, pandemic এর দিন গুলো র daily vlog এও ২. আপনার সততা, কোনো ভারামো নেই, বাজে বকা নেই, ঝর ঝর এ বাংলা, বার বার guys বলা নেই ৩. চ্যানেল বড়ো হওয়ার পরেও প্রতিটা কমেন্ট পড়া, লাইক করা বা মিনিমাম উত্তর দেওয়া। আপনার ভালো হোক। আরো সমৃদ্ধ আপনি হন, আমরাও হৈ।
অনেক ধন্যবাদ সাথে থাকবেন চ্যানেলটির। আসলে সব কমেন্ট পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করি কারন মনে হয় মানুষ কোনভাবে engaged feel করেছেন তাই তো কমেন্ট করেছেন, তার রিপ্লাই না দিলে অন্যায় হয়ে যাবে
Ashish Vidyarthi's simplicity is just unparalleled. Once upon a time he has dominated Bombay film industry, now he is in shorts enjoying local street food in Kolkata. How many such people exist in real life?
eto famous ekta personality eto humble eto down to earth r life er simple yet choto choto sadharon khawar eto mon pran diye tripti kore khete paren hoyto onake na dekhle biswas kora kothin hobe. kolkata theke belong na koreo bangla word bojhar sense incredible bhalo. brilliant work Mr Bong.
আমি বাগবাজারের বাসিন্দা। পটলার দোকানের সামনে। খুব ভালো লাগলো। একজন প্রকৃত গুণী মানুষ আশীষবাবু, এটা দেখেই বোঝা যায়। ওনাকে এবং চ্যানেলটিকে অসংখ্য ধন্যবাদ জানাই। 🙏🙏🙏
অসাধারণ এবং অবিস্মরণীয় এই ব্লগটি সম্পর্কে যে বিশেষনে ব্যবহার করা হোক না কেন সেটি যেন মনে হয় যে কম পড়ছে। আশীষ বিদ্যার্থী স্যার এর উপস্থিতি এবং আপনার অনবদ্য উপস্থাপনা এই পর্বের সম্পদ তা বলার অপেক্ষায রাখেনা নতুন করে, আমি এবং আমার পরিবার খুব উপভোগ করেছি এই পর্বটি
Just popped up in recommendation list and liking it. Your pronunciation of hindi, english and obviously Bengali superior than some other TH-camrs & devoid of any g/z or s/sh flaws. Simple honest presentation without any hinges. Subscribed. 👍 from AU.
আমি অবশেষে আজ দেখলাম, যখন ভিডিও দিয়েছিলে তখন আমি মহারাষ্ট্রে, দেখতে পারিনি। কি সুন্দর ভিডিও হয়েছে শুভ্র, তোমার ভিডিও সবসময় ভালো লাগে, আজকেও অন্যথা হয় নি। খুব খুব ভালো একটা ফুড vlog দেখলাম আমার দু জন প্রিয় মানুষের।
অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আপনি শিবাজীদা না থাকলে আমি তো এই সুযোগটাই পেতাম না, কি বলবো আপনাকে তার ভাষা নেই। আর ভিডিওটা যে এনজয় করেছেন সেই আমার কাছে অনেক।
অনেক ধন্যবাদ এই ভিডিওটা এনজয় করার জন্য আশীষ স্যার সত্যিই একজন খুবই ডাউন টু আর্থ মানুষ এবং প্রচন্ড পজিটিভ ভাইব আছে ওঁর মধ্যে এবং অনেক অনেক কিছু শেখার আছে স্যারের থেকে।
আশীষ স্যার কে প্রথম শিবাজী বাবুর ব্লগে দেখি,এত বড় মাপের অভিনেতা কিন্তু ভীষণ অমায়িক। আজ আবার আপনার ব্লগে ওনাকে দেখে অভিভূত হয়ে গেলাম, দারুণ এনজয় ও করলাম ।আশীষ স্যারের সাথে আরও ব্লগ দেখার ইচ্ছা রইল(যদি সম্ভব হয়)।
আপাতত উনি শান্তিনিকেতন, ওঁর পরের প্ল্যান আমি জানি না। যদি কখনো সুযোগ হয় নিশ্চয়ই আশীষ স্যারের সাথে আবার কাজের সুযোগ হবে। আমি সত্যিই বলছি ওঁর মত এত মাটির কাছাকাছি মানুষ আমি দেখি নি। আর একজন শিবাজীদা, বাংলা TH-cam এ যদি কোনো মানুষকে মন থেকে শ্রদ্ধা করি নিজের দাদা মানি তাহলে তিনি শিবাজীদা
শুভ্র আর আশীষ স্যার দুজনেই মাটির মানুষ ।ভর্দ্রতা দেখবার মত। আশীষ স্যার যে ভাবে মানুষের সাথে মিশতে পারে , এটা একটা শিক্ষণীয়, সবার দেখা উচিত। আর তোমার কম কথা, অযথা বক বক বেশি না করা আমদের খুব ভালো লাগে। এগিয়ে যাও, ভাই । কোনো remarks এ কাউকে মনো কষ্ট দেবে না । Vlog ভালোভাবে চালিয়ে যাও । আশীর্বাদ রইলো । আজকের ব্লগ এর জন্য শিবাজি বাবুকে ধন্যবাদ দিও । 👍
This is one of the most elegant, decent, soothing food vlogging episode with celebrity like Ashish Bidyarthi by GypsyBong!!....Wonderful interaction, conversations maintaining all the decency with precautions!! Undoubtedly a pick day for GypsyBong!!.......wishing all the very best for GypsyBong in upcoming journeys!!💞🌹💞🌹(শুভ্র দা আপনার কন্ঠ শুনে বোঝা গেছে ঠান্ডা লাগাটা পুরোপুরি ভালো হয়নি এখনো)👍🌷⚘🤝💞🌹
Yes this was the best day of my vlogging career, আমি কখনো ভাবি নি আশীষ স্যারের মত মানুষ আমার চ্যানেলে আসবেন। সেদিন যখন ভিডিও শুট চলছিল তখন আমার শরীর বেশ খারপ ছিল। এখন ভালো আছি
The best thing about Ashish Vidyarthi is that despite being a celebrity and a star, he is so grounded , so down to earth , so positive in his approach to life and so simple & straightforward. That makes him a great human being apart from being a super actor and a top social media personality. 🙏🙏🙏Thank you for the very engaging episode 👍👍👍Hope your health is fine.
@@saibalbhowmick9805 man can you tell me who mentioned Tulsi babu's name here and who told you to compare Tulsi babu with Ashish sir. People like you hate on everything. Change your mindset.
একদম নস্টালজিয়া!! আমি জন্ম থেকেই বাগবাজার এর বাসিন্দা, ঠিক পটলার দোকানের পাশের হরি সাহা ফ্ল্যাট এর।। প্রতিটা জায়গা যেন মুক্ত ছড়ানো। ২২ বছর পরে চলে এলেও প্রতিটা বিজয়া দশমী ওখানেই কাটে।। অসংখ্য ধন্যবাদ মুহূর্ত গুলো তাজা করে দেবার জন্য 😊😊😊😊♥️♥️
@@GypsyBong আরও এরকম content নিয়ে ফিরে আসুন।। বাগবাজার গঙ্গার ঘাট, কুমারটুলী, শোভাবাজার রাজবাড়ী, আর বাগবাজার এর গলির আনাচ কানাচ।। আরও মনিমুক্ত পাবেন হলফ করে বলছি 😊
ওনার ভিডিও দেখে একটাই কথা বলবো - ভদ্রলোক প্রচন্ড মাটির কাছে থাকা মানুষ, কোনো অহংকার নেই,কোনো স্টার স্ট্যাটাস শো করেন না,শুধু জীবন উপভোগ করেন। তোমার চ্যানেল এ ওনাকে আসতেই হতো,হয় আজ না হয় কাল,কারণ তুমিও মাটির কাছে থাকা মানুষ জন দের নিয়েই কাজ করো। ভালো থেকো,শুভেচ্ছা নিও ।
একদম ঠিক বলেছেন, প্রচণ্ড মাটির কাছের মানুষ কোনো স্টারডম নেই। আমি ভাবি নি যে উনি আমাকে নিজে থেকে ফোন করবেন। অনেক কথা হয়েছে আমাদের অফ ক্যামেরা, অনেক শিখেছি
Subhro.Frankly bolchi Bhai ami sudhu footprints channel er bhison bhokto chilam but tumi mon e darun jaiga kore niyecho just tomar simple and honest approach in your vlogging.Asha korbo Tumi churanto sofol hou.God bless.
Ashish vidhyarthi Hindi ke alawa Bangla language bahut hi achchi bolte hai... Yeh aapki is video ko dekhne par malum hua... good job....Congratulations..
আপনার ভাষার জ্ঞান এবং আহারের অনুস্থাপনা সত্যিই আমাকে খুব মুগ্ধ করে, আমি প্রতিনিয়তই আপনার চ্যানেলটি দেখি। আশীষ স্যার অনেক বড়ো মনের একজন মানুষ, খুব উপভোগ করলাম এই সুন্দর ভিডিওটা, আশা রাখবো আগামীদিনে আপনি এরকম আরও সুন্দর আহারের ভিডিও আমাদের পরিবেশন করবেন।🙂👍🏼
আবার ও অসাধারণ ভিডিও, ভালোলাগার দুই জন মানুষ কে একসাথে একই ফ্রেম এ দেখে খুবই ভালো লাগলো। আমার একটা ইচ্ছে কোনোদিন তোমাদের দুই জনের সাথে যদি ফ্রেম শেয়ার করতে পারি। তোমার শরীর তাড়াতাড়ি সুস্থ্য হয়ে যাক সেটাই কামনা করি। 💕💕❤️
Ashish sir is a very down to earth human being... lots of love to him.. This must be a huge milestone in the journey of ur life Subhra da.. awesome video... 👍❤
Darun hoyche dada as always.food vlogging ta bengali community te apnar channel ei hoy.sudhu matro reach er jonno comment korlam.onk boro hok channel ta.
Khub khub khub sundar hoyeche, r ami to apnar hindi sune obak hoye gechi, Kolkatay thekeo ato bhalo Hindi pronunciation apnar just fatia dilen , thanks to Ashish sir ji and our Shibaji da❤❤❤👌👌👌
কমেন্টটা পড়তে দেরি হল তাই উত্তর দিতেই দেরি হয়ে গেল, দুঃখিত! অসংখ্য ধন্যবাদ ভিডিও এনজয় করার জন্য। এভাবেই সাথে থাকবেন চ্যানেলটির। আসলে আমি প্রায় 20 বছর অবাঙ্গালী কোম্পানিতে চাকরী করেছি তাই আমার হিন্দি একটু ঠিকঠাক
Could not watch yesterday...What a collab...as usual a worth watching content...loved the video....loved the organic presentation...loved the earthiness....waiting for more such interesting video from you....keep going...
First time viewing Gypsy Bong. Absolutely engaging and intelligent presentation. And this is not only due to the presence of Ashish Vidyarthi. Quite different from the superficial mashup we normally get to see. Well done. Look forward to more such videos.
Apnar channel prothombar dekhchi..khub bhalo laglo,bagbazar amar para,ashish sir priyo abhineta,shibajida priyo vlogger, attogulo connection apnar channel er proti bhalo laga aro bariye dilo👍
It's all about Journey and what you share ur view with renowned actor Ashish Vidyarthi and he exactly said that in the end ...so it's a great day for u and all of us to have watched this episode that u are doing a great job in ur field...so I wish you still maintain ur simplicity...and we all stand beside you...so stay Safe and healthy...(what is ur health condition today)....
Uff durdanto vlogging, akdom puro raw mone hoche protita dorshok nijeke relate korche ai vlogging ter sathe,akdom fatafati hoyeche dada ,with lots of love and affection
Shibaji da and gypsy bong both are gem of bengali TH-cam community..Matured presentation..No bullshit content like other so many young youtuber (So Called Food blogger)...keep growing..Dada..
Shuvro Da this is the best journey of your food vlog I think. Ashish Ji r last kotha ta khub sundor, food vlog mane sudhu Khaoa noe includes story. R Dada apnar ei natural presentation er jonno akdin top e jaben.
Yes, this was the best day of my food vlogging আশীষ স্যারের সাথে কাটানো ওই 5 ঘণ্টা কোনদিন ভুলব না। অনেক কথা হয়েছে, অনেক পরামর্শ দিয়েছেন খুব খুব ভালো একজন মানুষ
Onek din bade Shuvro babu comment korla, ei collab tar jonno particularly. Ashish sir keo ami follow kori, and dis collab just awesome...khuub valo laglo, eivabe egie jan...
Akdom e tai... 👍🏻👍🏻👍🏻tobu dekhun ele bele orbachin food blogger, gramer tiktoker bodhu- eder ak du lakh subscriber!! Quality content er kadordar bodhoe kome jacche din ke din 😔
@Amitava Sen - shohomot, ekdom! Kichhu mone korben na, Kol theke ek 'star' vlogger juti onek din dhore e vlog korchen kintu jake bole "spontaneous" byaparta missing!! Dekhle bojha jae contrived! Bhalo laage na. Shei context e amader Gypsy Bong bhai, Subhro, aar Explorer Shibaji khub natural o authentic laage!! Oder ei content shotti viral howa uchit! Best wishes and God bless!! 🙏🎉...Delhi theke...edike ashle janaben @GypsyBong...if I can be of any help
Thank you buddy for all your support, আমাদের কোনোদিন দেখা হয় নি, আমরা কেউ কাউকে চিনি না তবে এটা বলব একদম শুরুর দিকে যে অল্প দুয়েকজন মানুষ আমার আগুনটা জ্বালিয়ে রাখতে হেল্প করেছে তারমধ্যে আপনি একজন। As always like my true friend ❤️🙏❤️
Ashish sir is a great person. Onek knowledge,onek oviggota sompurno akjon manush. Tumi jemon pase theke onek kichu sikhle temni ami camerar apar theke onek kichu sikhlm. Thank U Dada
Shubro aka....Gypsy Bong, it's the best organic blog till now.....You got someone who understands your thoughts and you too reciprocate the same way. Kudos 👍
@@GypsyBong Apnar naa tomar...I'm younger to you but of the same age group which we can relate ✌️. Ektu besto chilam aar mone hoye thakbo, it's your presentation which makes your vblog's unique.
Bangalir ghora berano r khawadawa...er dui er pothikrit akhon sibaji Paul r apni....apnara bortoman somoy bangalir gorbo... very nice vlog with Ashish sir...congratulation..
Loved the vlog. Both you and Ashish Sir were so energetic through out the video. Hats of to you that you went out for vlog even after you were not feeling well. Best part I liked maajhe maajhe your hindi punch line; it was too good. You hindi seems to be pretty good. Take care and wish you all the best!
অত বড় একজন মানুষ যাকে সারা ভারত চেনেন।কি সুন্দর মুখে তুলে খাইয়ে দিলেন।what a cute gesture ❤️❤️❤️❤️
আশীষ স্যার একদম মাটির কাছাকাছি থাকা একজন মানুষ প্রচন্ড হাম্বল খুবই ভালো মানুষ। আমি কখনো এক্সপেক্ট করিনি যে ওর সাথে কাজ করতে পারব।
@@GypsyBong সাউথ ইন্ডিয়ানদের থেকে অনেক কিছু শেখার আছে আমাদের।আমি ব্যাঙ্গালোরে থাকাকালীন অভিনেতা সাই কুমারের সাথে ওনার শ্যুটিং ভ্যানে মিট হয়,উনি নিজে ডেকে জড়িয়ে ধরে ফটো তুলেছিলেন।এতোটুকু অহঙ্কার নেই এনাদের মধ্যে।হাজার বছর বেচে থাকুক এমন মানুষরা❤️🇧🇩
Ashish sir is a gem of person .sotti joto movie villian gulo hoi...tara e valo manush real life e...intellectual person...😊😊
খুবই ভালো মানুষ
Nyc episode
খুব প্রিয় দুই মুখ যখন একসাথে তখন সব জমে ক্ষীর।আশিষ স্যার কতটা প্রিয় বলে বোঝাবার মত না।আর আপনি তো প্রিয়ই❤️🇧🇩
Episode টা আগেই দেখেছি তবে আজ মন্তব্য। বিখ্যাত অভিনেতা আশীষ দা খুবই মিশুক, বন্ধুবৎসল, আন্তরিক ও উঁচু মাপের এবং বড় মনের মানুষ। খুব ভালো লাগলো। আশা করি বাঙলার জামাইবাবু অমিতাভ বচ্চন একদিন তোমায় তাদের বাসায় দাওয়াত দেবেন। সালেক ভাই। ঢাকা। বাংলাদেশ।
Kolkata is King of Indian Cities when it comes to Food and Street Food
Absolutely
এই ব্লগটি অনেক দিন মনে থাকবে। অসাধারণ 👌👌👌
আশিষ বাবু সম্পর্কে কোন কিছু বলার উনি নিজেই উদাহরণ সকলের জন্য 🙏
অনেক ধন্যবাদ, এত ভালো মাটির কাছে থাকা মানুষ আমি দেখিনি
জাস্ট অসাধারণ! আমি কিন্তু পরপর দু' বার দেখে ফেলেছি!😄 আশীষ স্যার যেমন অসামান্য অভিনেতা,তেমন ডাউন টু আর্থ মানুষ।। আপনাকে বড় দাদার মতন আগলে নিয়ে ঘুরে বেড়ালেন,খেলেন,গল্প করলেন! জিপসি বঙ পরিবারের কাছে আজ এটা বিরাট পাওনা।
সত্যিই বিরাট পাওনা, কোনদিন ভাবি নি আমার সাথে আশীষ স্যারের দেখা হবে। ভিডিও এনজয় করার জন্য অনেক ধন্যবাদ
Tutsi Chakraborty der somoy jodi ei u tube r vlogging er subidha ta thakto to onader bina chikitshay pran jeto na. Tai na ?
Ami , Tulsa Chakraborty kei priority dichhi - bujjho na ?
@@GypsyBong❤❤
৩ টে পয়েন্ট
১. আপনার আন্তরিকতা, pandemic এর দিন গুলো র daily vlog এও
২. আপনার সততা, কোনো ভারামো নেই, বাজে বকা নেই, ঝর ঝর এ বাংলা, বার বার guys বলা নেই
৩. চ্যানেল বড়ো হওয়ার পরেও প্রতিটা কমেন্ট পড়া, লাইক করা বা মিনিমাম উত্তর দেওয়া।
আপনার ভালো হোক। আরো সমৃদ্ধ আপনি হন, আমরাও হৈ।
অনেক ধন্যবাদ সাথে থাকবেন চ্যানেলটির। আসলে সব কমেন্ট পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করি কারন মনে হয় মানুষ কোনভাবে engaged feel করেছেন তাই তো কমেন্ট করেছেন, তার রিপ্লাই না দিলে অন্যায় হয়ে যাবে
@@GypsyBong আপনার মনন চিন্তন র প্রতি শ্রদ্ধা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
দেশ এর বাইরে থেকেও যে কটি চ্যানেল দেখি, তার মধ্যে আপনি অন্যতম সেরা।
Ashis Sir is so down to earth .... awesome human being.
Absolutely
Ashish Vidyarthi's simplicity is just unparalleled. Once upon a time he has dominated Bombay film industry, now he is in shorts enjoying local street food in Kolkata. How many such people exist in real life?
Absolutely agree with you
youtube.com/@mapple3015?si=qyw0Zdff2hUr8ICJ
I am big fan of Ashish sir...He is son of law of kolkata.Great artist...and down to earth ....salute sir.
Yes absolutely
অসাধারণ এক ব্যতিক্রমী ভিডিও। খুব উপভোগ করলাম। অনেক ভালবাসা ও শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ
eto famous ekta personality eto humble eto down to earth r life er simple yet choto choto sadharon khawar eto mon pran diye tripti kore khete paren hoyto onake na dekhle biswas kora kothin hobe.
kolkata theke belong na koreo bangla word bojhar sense incredible bhalo.
brilliant work Mr Bong.
Thank you so much for watching
আশিষ বিদ্যার্থী'র মতো একজন মহান ব্যক্তিত্বের সাথে আপনাকে দেখে খুব ভালো লাগলো। সুস্থ থাকুন, ভালো থাকুম দুজনেই।
আমি বাগবাজারের বাসিন্দা। পটলার দোকানের সামনে। খুব ভালো লাগলো। একজন প্রকৃত গুণী মানুষ আশীষবাবু, এটা দেখেই বোঝা যায়। ওনাকে এবং চ্যানেলটিকে অসংখ্য ধন্যবাদ জানাই। 🙏🙏🙏
Darun darun ...Ashish sir ato down to earth manus vaba jaina...chena rasta gulo dokan gulo dekhchi bes valo lagche ..
অসাধারণ এবং অবিস্মরণীয় এই ব্লগটি সম্পর্কে যে বিশেষনে ব্যবহার করা হোক না কেন সেটি যেন মনে হয় যে কম পড়ছে। আশীষ বিদ্যার্থী স্যার এর উপস্থিতি এবং আপনার অনবদ্য উপস্থাপনা এই পর্বের সম্পদ তা বলার অপেক্ষায রাখেনা নতুন করে, আমি এবং আমার পরিবার খুব উপভোগ করেছি এই পর্বটি
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম, আমি আশীষ স্যারকে কিভাবে ধন্যবাদ জানাবো আমি।জানিনা
ভাই শুভ্র কিছু বলার নেই যা করলেন একথায় অসাধারণ। দুজন দুর্দান্ত ভালো মনের মানুষ একজায়গায়।🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
অনেক অনেক ধন্যবাদ স্যার
Dada tomar aii simplicity ta tomai aii vabe agiye niya ja6a go.. Sotti khub khub vlo lage.... ❤❤❤❤❤
Apnader dujoner chemistry ta osadharon chilo. Mone rakhar moton ekta vlog upohar dilen. Apnar channel erokom aro recognition deserve kore. Aro egiye dekhte chai amader ei channel ke!
ধন্যবাদ ম্যাডাম, আমি ভাবি নি কোনদিন যে এইরকম দিন আসবে জীবনে
খুব ভালো লাগলো, আশীষ বিদ্যার্থী স্যার এর সঙ্গে অসাধারণ।
অনেক অনেক ধন্যবাদ
Just popped up in recommendation list and liking it. Your pronunciation of hindi, english and obviously Bengali superior than some other TH-camrs & devoid of any g/z or s/sh flaws. Simple honest presentation without any hinges. Subscribed. 👍 from AU.
Thank you so much, I value your subscription
আমি অবশেষে আজ দেখলাম, যখন ভিডিও দিয়েছিলে তখন আমি মহারাষ্ট্রে, দেখতে পারিনি।
কি সুন্দর ভিডিও হয়েছে শুভ্র, তোমার ভিডিও সবসময় ভালো লাগে, আজকেও অন্যথা হয় নি।
খুব খুব ভালো একটা ফুড vlog দেখলাম আমার দু জন প্রিয় মানুষের।
অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আপনি শিবাজীদা না থাকলে আমি তো এই সুযোগটাই পেতাম না, কি বলবো আপনাকে তার ভাষা নেই। আর ভিডিওটা যে এনজয় করেছেন সেই আমার কাছে অনেক।
@@GypsyBong আমি যে ঠিক লোকের সাথে ঠিক লোককে মিলিয়ে দিয়েছি এতে আমার কোনও সন্দেহ নেই, বাকিটা তোমাদের কারিশমা। You Rock GypsyBong!! All the best❤️❤️
Eto boro superstar... Othocho kono ohonkar nei.... Bhalo laglo...ebong... Shubhro Tomakeo bhalo laglo.
অনেক ধন্যবাদ এই ভিডিওটা এনজয় করার জন্য আশীষ স্যার সত্যিই একজন খুবই ডাউন টু আর্থ মানুষ এবং প্রচন্ড পজিটিভ ভাইব আছে ওঁর মধ্যে এবং অনেক অনেক কিছু শেখার আছে স্যারের থেকে।
আশীষ স্যার কে প্রথম শিবাজী বাবুর ব্লগে দেখি,এত বড় মাপের অভিনেতা কিন্তু ভীষণ অমায়িক। আজ আবার আপনার ব্লগে ওনাকে দেখে অভিভূত হয়ে গেলাম, দারুণ এনজয় ও করলাম ।আশীষ স্যারের সাথে আরও ব্লগ দেখার ইচ্ছা রইল(যদি সম্ভব হয়)।
আপাতত উনি শান্তিনিকেতন, ওঁর পরের প্ল্যান আমি জানি না। যদি কখনো সুযোগ হয় নিশ্চয়ই আশীষ স্যারের সাথে আবার কাজের সুযোগ হবে। আমি সত্যিই বলছি ওঁর মত এত মাটির কাছাকাছি মানুষ আমি দেখি নি। আর একজন শিবাজীদা, বাংলা TH-cam এ যদি কোনো মানুষকে মন থেকে শ্রদ্ধা করি নিজের দাদা মানি তাহলে তিনি শিবাজীদা
আড্ডার মেজাজে এতো সুন্দর ভিডিও অনেক দিন পরে দেখলাম, খুব ভালো লাগলো দুজনকে। তোমার সাবলীল উপস্থাপনার জন্য ভিডিও গুলো অন্য মাত্রা পায়।❤️
অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য
Ashish sir is very down to earth... humble person... Atto boro ekjon actor tobuo Dekho kono ohongkar nei...
সত্যি দাদা আপনার চ্যানেল এ এত কম subscriber কোনো বুঝি না। এত ভালো একটা মানুষ I support u ।।
হুঁ এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। ভিডিও এনজয় করার জন্য অনেক ধন্যবাদ
One of the greatest actors of India..no ego....villain in movies and a real simplicity is visible in him...liked his all movies..
Absolutely
Dui valo manush ek sathe.....dekhei mon valo hoye gelo ❤❤❤❤
শুভ্র আর আশীষ স্যার দুজনেই মাটির মানুষ ।ভর্দ্রতা দেখবার মত। আশীষ স্যার যে ভাবে মানুষের সাথে মিশতে পারে , এটা একটা শিক্ষণীয়, সবার দেখা উচিত। আর তোমার কম কথা, অযথা বক বক বেশি না করা আমদের খুব ভালো লাগে। এগিয়ে যাও, ভাই । কোনো remarks এ কাউকে মনো কষ্ট দেবে না । Vlog ভালোভাবে চালিয়ে যাও । আশীর্বাদ রইলো । আজকের ব্লগ এর জন্য শিবাজি বাবুকে ধন্যবাদ দিও । 👍
This is one of the most elegant, decent, soothing food vlogging episode with celebrity like Ashish Bidyarthi by GypsyBong!!....Wonderful interaction, conversations maintaining all the decency with precautions!! Undoubtedly a pick day for GypsyBong!!.......wishing all the very best for GypsyBong in upcoming journeys!!💞🌹💞🌹(শুভ্র দা আপনার কন্ঠ শুনে বোঝা গেছে ঠান্ডা লাগাটা পুরোপুরি ভালো হয়নি এখনো)👍🌷⚘🤝💞🌹
Yes this was the best day of my vlogging career, আমি কখনো ভাবি নি আশীষ স্যারের মত মানুষ আমার চ্যানেলে আসবেন। সেদিন যখন ভিডিও শুট চলছিল তখন আমার শরীর বেশ খারপ ছিল। এখন ভালো আছি
The best thing about Ashish Vidyarthi is that despite being a celebrity and a star, he is so grounded , so down to earth , so positive in his approach to life and so simple & straightforward. That makes him a great human being apart from being a super actor and a top social media personality. 🙏🙏🙏Thank you for the very engaging episode 👍👍👍Hope your health is fine.
Yes you are absolutely right, being such a stallwort he is so down-to-earth and humble learnt a lot from him, thank you so much for watching 😊
@@GypsyBong I agree he is among the best - but he is obscured - Tulsi Babu was not - hope you are not getting into any comparison!
@@saibalbhowmick9805 man can you tell me who mentioned Tulsi babu's name here and who told you to compare Tulsi babu with Ashish sir. People like you hate on everything. Change your mindset.
Superb presentation. Khub bhalo laglo.
একদম নস্টালজিয়া!! আমি জন্ম থেকেই বাগবাজার এর বাসিন্দা, ঠিক পটলার দোকানের পাশের হরি সাহা ফ্ল্যাট এর।। প্রতিটা জায়গা যেন মুক্ত ছড়ানো। ২২ বছর পরে চলে এলেও প্রতিটা বিজয়া দশমী ওখানেই কাটে।। অসংখ্য ধন্যবাদ মুহূর্ত গুলো তাজা করে দেবার জন্য 😊😊😊😊♥️♥️
অনেক ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটা এনজয় করার জন্য, খুব ভালো লাগলো জেনে যে আপনি রিলেট করতে পেরেছেন নিজের সাথে।
@@GypsyBong আরও এরকম content নিয়ে ফিরে আসুন।। বাগবাজার গঙ্গার ঘাট, কুমারটুলী, শোভাবাজার রাজবাড়ী, আর বাগবাজার এর গলির আনাচ কানাচ।। আরও মনিমুক্ত পাবেন হলফ করে বলছি 😊
আশীষ বাবু কে বলে ছিলাম বাংলা তে একটা ব্লগ বানাতে ওনাকে অনেক ধন্যবাদ। আর আপনাকে ও love from bankura
ওনার ভিডিও দেখে একটাই কথা বলবো - ভদ্রলোক প্রচন্ড মাটির কাছে থাকা মানুষ, কোনো অহংকার নেই,কোনো স্টার স্ট্যাটাস শো করেন না,শুধু জীবন উপভোগ করেন।
তোমার চ্যানেল এ ওনাকে আসতেই হতো,হয় আজ না হয় কাল,কারণ তুমিও মাটির কাছে থাকা মানুষ জন দের নিয়েই কাজ করো।
ভালো থেকো,শুভেচ্ছা নিও ।
একদম ঠিক বলেছেন, প্রচণ্ড মাটির কাছের মানুষ কোনো স্টারডম নেই। আমি ভাবি নি যে উনি আমাকে নিজে থেকে ফোন করবেন। অনেক কথা হয়েছে আমাদের অফ ক্যামেরা, অনেক শিখেছি
Reel life villain but real life e khub humble calm honest man ashish vidyarthi sir
Subhro.Frankly bolchi Bhai ami sudhu footprints channel er bhison bhokto chilam but tumi mon e darun jaiga kore niyecho just tomar simple and honest approach in your vlogging.Asha korbo Tumi churanto sofol hou.God bless.
অনেক অনেক ধন্যবাদ, আমি নিজেও ফুটপ্রিন্ট এর খুব ভক্ত ছিলাম
Ashish vidhyarthi Hindi ke alawa Bangla language bahut hi achchi bolte hai...
Yeh aapki is video ko dekhne par malum hua... good job....Congratulations..
খুব সুন্দর লাগলো ।আপনি যে কত সুন্দর মনের মানুষ সেটা আপনার কথায় বার বার প্রকাশ পাই। 💛
অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার ভালো থাকবেন।❤️
অনেক ধন্যবাদ আপনিও ভালো থাকবেন
Hebby hoye6e vedeo ta khub enjoy kore6i
Khub bhalo laglo video ta.... ashish sir osadharan manush..... sotti onek positive vibes dilen aapni.... onek dhanyobad aapna ke😃😃😃.....
আপনার ভাষার জ্ঞান এবং আহারের অনুস্থাপনা সত্যিই আমাকে খুব মুগ্ধ করে, আমি প্রতিনিয়তই আপনার চ্যানেলটি দেখি। আশীষ স্যার অনেক বড়ো মনের একজন মানুষ, খুব উপভোগ করলাম এই সুন্দর ভিডিওটা, আশা রাখবো আগামীদিনে আপনি এরকম আরও সুন্দর আহারের ভিডিও আমাদের পরিবেশন করবেন।🙂👍🏼
অনেক ধন্যবাদ আপনাকে আমার ভিডিও দেখার জন্য, আশীষ স্যার খুবই হাম্বল একজন মানুষ, ওঁর মত এত পজিটিভ এনার্জী খুব কমই দেখেছি
আবার ও অসাধারণ ভিডিও, ভালোলাগার দুই জন মানুষ কে একসাথে একই ফ্রেম এ দেখে খুবই ভালো লাগলো।
আমার একটা ইচ্ছে কোনোদিন তোমাদের দুই জনের সাথে যদি ফ্রেম শেয়ার করতে পারি।
তোমার শরীর তাড়াতাড়ি সুস্থ্য হয়ে যাক সেটাই কামনা করি। 💕💕❤️
অনেক ধন্যবাদ ভিডিও এনজয় করার জন্য, আমি ভালো আছি এখন
This is going to be viral. Awesome personality and so humble.
Keeping my fingers crossed 🤞🤞🥰
Ajke TH-cam sotti ekta sera channel er recommendation dilo.. 🙌🙌
Ashish sir is a very down to earth human being... lots of love to him.. This must be a huge milestone in the journey of ur life Subhra da.. awesome video... 👍❤
Yes absolutely, thanks for watching
Khuuuub valo vlog hoyeche!!!⚘️ Please take good care of your health. Swasthoiii Sompod🙏
This is jem of a blog. Asole guni jon raa bodhoy erom e simple r down to earth hon. Enjoyed every moment of it.
অনেক অনেক ধন্যবাদ সত্যিই কথা আশীষ স্যার একজন অসম্ভব হাম্বল আর মাটির কাছাকাছি মানুষ
Nodi r somudro mishe puro mohona toiri hoye geche❤❤..asish sir r apni puro onboddo vlogging..jeno mone holo chele babar vlogging dekhlam...darun darun❤❤
অনেক অনেক অনেক ধন্যবাদ, আর কি বলব আপনার এই কমেন্টকে 🙏
Beshi Kichu bolchi na.sudhu bolchi just fatafati video. Apner sob video khub bhalo.
বাগবাজার আমার পাড়া। আমার পাড়ায় এসে তোমরা মনখুলে ঘুরলে দেখে খুব ভালো লাগলো। তোমরা সবাই ভালো থেকো। 🙏
Ashish sir simply nailed it... Its an honour and privilege Kolkata witnessed such people
Darun hoyche dada as always.food vlogging ta bengali community te apnar channel ei hoy.sudhu matro reach er jonno comment korlam.onk boro hok channel ta.
ধন্যবাদ
So happy for you and your success. U deserve a lot more views and subscribers. Ur content is very good.
Khub khub khub sundar hoyeche, r ami to apnar hindi sune obak hoye gechi, Kolkatay thekeo ato bhalo Hindi pronunciation apnar just fatia dilen , thanks to Ashish sir ji and our Shibaji da❤❤❤👌👌👌
কমেন্টটা পড়তে দেরি হল তাই উত্তর দিতেই দেরি হয়ে গেল, দুঃখিত! অসংখ্য ধন্যবাদ ভিডিও এনজয় করার জন্য। এভাবেই সাথে থাকবেন চ্যানেলটির। আসলে আমি প্রায় 20 বছর অবাঙ্গালী কোম্পানিতে চাকরী করেছি তাই আমার হিন্দি একটু ঠিকঠাক
Hebbbbbby hebby hebby laglo.. natural content sobsmy bhalo.. Anek jayga janlam. Bishon bhlo legeche
Could not watch yesterday...What a collab...as usual a worth watching content...loved the video....loved the organic presentation...loved the earthiness....waiting for more such interesting video from you....keep going...
Thank you so much for watching I am glad that you enjoyed
First time viewing Gypsy Bong. Absolutely engaging and intelligent presentation. And this is not only due to the presence of Ashish Vidyarthi. Quite different from the superficial mashup we normally get to see. Well done. Look forward to more such videos.
Thank you so much for watching I am glad that you enjoyed, and I hope you will enjoy my other videos too 😊👍
Apnar channel prothombar dekhchi..khub bhalo laglo,bagbazar amar para,ashish sir priyo abhineta,shibajida priyo vlogger, attogulo connection apnar channel er proti bhalo laga aro bariye dilo👍
অনেক ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলে আসার জন্য। সময় পেলে কখনো আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন প্লিজ
North Calcutta r Shingara….kochuri…..cholar dal….mishti…..simply amazing….👍🏻
Asadharan Dada.Ashis Vidyarthy Sir Khubi Valo Laglo.
অনেক ধন্যবাদ
It's all about Journey and what you share ur view with renowned actor Ashish Vidyarthi and he exactly said that in the end ...so it's a great day for u and all of us to have watched this episode that u are doing a great job in ur field...so I wish you still maintain ur simplicity...and we all stand beside you...so stay Safe and healthy...(what is ur health condition today)....
Yes, a great day indeed আমি কখনো ভাবি নি যে আমার চ্যানেলে উনি আসবেন। Thank you so much for watching my content আমি ভালো আছি এখন
@@GypsyBong apni bhalo kaj korchen ...hope many more episodes u have like this in upcoming Journey with others celebrities...
Uff durdanto vlogging, akdom puro raw mone hoche protita dorshok nijeke relate korche ai vlogging ter sathe,akdom fatafati hoyeche dada ,with lots of love and affection
অসংখ্য ধন্যবাদ, এভাবেই সাথে থাকবেন চ্যানেলের
Shibaji da and gypsy bong both are gem of bengali TH-cam community..Matured presentation..No bullshit content like other so many young youtuber (So Called Food blogger)...keep growing..Dada..
Thank you so much
what a fantastic man and actor he is, i didnt know he spoke bangla. lovely
Two of my favorite people together - absolute treat !!
Darun video. Sudhu khabare stick naa hoye aro notun kicchu jante parlam. Gypsy bong is seriously amazing and probably our bengal's Harish Bali
Shuvro Da this is the best journey of your food vlog I think. Ashish Ji r last kotha ta khub sundor, food vlog mane sudhu Khaoa noe includes story. R Dada apnar ei natural presentation er jonno akdin top e jaben.
Yes, this was the best day of my food vlogging আশীষ স্যারের সাথে কাটানো ওই 5 ঘণ্টা কোনদিন ভুলব না। অনেক কথা হয়েছে, অনেক পরামর্শ দিয়েছেন খুব খুব ভালো একজন মানুষ
Exactly Ashish Sir jeta bollen, "Khub bhalobashar sathey Food Vlogging ta koro tumi". Wish more and more success for #GypsyBong
Thank you ভাই, সেদিন 5 ঘণ্টা একসাথে ছিলাম আমার জীবনের এখনো পর্যন্ত সেরা 5 ঘণ্টা বলতে পারি। এমন মাটির কাছের মানুষ আমি আগে দেখিনি
Wonderfullllll er video ta niea kono kotha hobe na darun awesome amazing👌👌👌👌👌👌💕💕💕
Thank you 😊😊😊👍
Onek din bade Shuvro babu comment korla, ei collab tar jonno particularly. Ashish sir keo ami follow kori, and dis collab just awesome...khuub valo laglo, eivabe egie jan...
অনেক অনেক ধন্যবাদ
কি করে যে ১৩ মিনিট কেটে গেল বুঝতেই পারলাম না। এক কথায় অসাধারণ
অসংখ্য ধন্যবাদ
Khub valo laglo... Asish sir a true Jentleman....
Absolutely
Sotti Special episode eta Tobe ami apnar channel e prothom 🙏khub valo laglo 🙏
আশা করব আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো আর আগামী ভিডিওগুলো আপনি দেখবেন, অনেক ধন্যবাদ
Asish ji the man with the golden heart ❤️ so humbled and he is the legend
Absolutely
একজন অভিনেতা হিসেবে উনার মন-মানসিকতা অসাধারণ।
NIce Episode..Khub Valo Laglo
Both of u r complete gentleman with modest presentation
Thank you so very much
Gypsy Bong and Shibaji Explorer are the two best vloggers from West Bengal. No wonder Ashish Vidyarthi is so fond of them
Shibajida is a gem of a person, and Ashish sir is so down-to-earth I can't explain, thank you so much for watching
Akdom e tai... 👍🏻👍🏻👍🏻tobu dekhun ele bele orbachin food blogger, gramer tiktoker bodhu- eder ak du lakh subscriber!! Quality content er kadordar bodhoe kome jacche din ke din 😔
Darun laglo ❤️❤️❤️
@Amitava Sen - shohomot, ekdom! Kichhu mone korben na, Kol theke ek 'star' vlogger juti onek din dhore e vlog korchen kintu jake bole "spontaneous" byaparta missing!! Dekhle bojha jae contrived! Bhalo laage na. Shei context e amader Gypsy Bong bhai, Subhro, aar Explorer Shibaji khub natural o authentic laage!! Oder ei content shotti viral howa uchit! Best wishes and God bless!! 🙏🎉...Delhi theke...edike ashle janaben @GypsyBong...if I can be of any help
E ja dekhchi, GypsyBong er ekta fan page khub tara tari holo bole, Jara will help to promote such natural and quality content …
Very nice blog. You are too modest. I have watched your blogs all are praiseworthy
Thnak you so much
Ashish Sir Just Awesome ......kono kotha hobe na
You really deserve this kind of recognition & surely U will earn soon...
Well done Harry...❤️❤️
Thank you buddy for all your support, আমাদের কোনোদিন দেখা হয় নি, আমরা কেউ কাউকে চিনি না তবে এটা বলব একদম শুরুর দিকে যে অল্প দুয়েকজন মানুষ আমার আগুনটা জ্বালিয়ে রাখতে হেল্প করেছে তারমধ্যে আপনি একজন। As always like my true friend ❤️🙏❤️
হিংসে হল আর ভালোবাসা দিলাম শুভ্র কে। আমি নিশ্চিত এই শুটিং এর পর শুভ্রর শরীর একদম ফিট হয়ে গেছে।
হ্যাঁ ভালো আছি এখন ভিডিও এনজয় করার জন্য অনেক ধন্যবাদ
@@GypsyBong ❤️
Ashish ji. Was great.he is also a Jamai of Bengal.
Wonderful show. Please keep up the good work. It's lovely learning lot of things, knowing a lot of new places. All the best.
Thank you so much
Ashish sir is a great person. Onek knowledge,onek oviggota sompurno akjon manush. Tumi jemon pase theke onek kichu sikhle temni ami camerar apar theke onek kichu sikhlm. Thank U Dada
ভিডিও এনজয় করার জন্য অনেক ধন্যবাদ
Wow my collage Scottish church❤️🙏thanks for sharing..love Ashish sir
Such a lovely person. Its amazing the way he speaks almost flawless bengali. V nice.
Thank u to u too...for this nice presentation.
Thank you so much for watching
As usual quality stuff from you buddy. Miles ahead from others. You will make it big...stay strong and have patience
Thank you so much, yes I am keeping my patience
Shubro aka....Gypsy Bong, it's the best organic blog till now.....You got someone who understands your thoughts and you too reciprocate the same way. Kudos 👍
Yes regarding food vlog we share same thought, it's all about human and it's all about story. অনেকদিন পরে আপনার কমেন্ট পেলাম ভালো লাগল
@@GypsyBong It's good to experience today with your blog. More power to you!
@@GypsyBong Apnar naa tomar...I'm younger to you but of the same age group which we can relate ✌️. Ektu besto chilam aar mone hoye thakbo, it's your presentation which makes your vblog's unique.
Bangalir ghora berano r khawadawa...er dui er pothikrit akhon sibaji Paul r apni....apnara bortoman somoy bangalir gorbo... very nice vlog with Ashish sir...congratulation..
শিবাজীদাকে আমি খুব খুব সম্মান করি, বড় দাদার মত। আর আশীষ স্যার তো আলাদাই একজন মানুষ। খুব ভালো লাগলো জেনে যে আপনি আমার কাজ পছন্দ করেছেন
Wonderful Shubhro. Now it is time for you to take the next level. Explore food beyond Kolkata in different parts of state .
Definitely I will do that
Khub enjoy korlam. Ashish sir er vilen er makeup dekhe voi patto 😊khub mojar manush..👌👍💟
খুব খুব হাম্বল আর ডাউন টু আর্থ মানুষ দাদা
Darun laglo.onekdin dhorei apner video dekhchi .aj prothom comment korlam
Excellent dujonei....
Darun laglo
ধন্যবাদ
This was much awaited. So good to see your channel getting recognition! Lots of love and support💪
Thank you so much for all your support
Loved the vlog. Both you and Ashish Sir were so energetic through out the video. Hats of to you that you went out for vlog even after you were not feeling well. Best part I liked maajhe maajhe your hindi punch line; it was too good. You hindi seems to be pretty good. Take care and wish you all the best!
Thank you so much for watching I am glad that you enjoyed 😊👍
Darun ekta vlog gift korlen Subhra Da and Ashish Vidyarthi Sir. Bhalo thakben.
ধন্যবাদ
@@GypsyBong dada you are most welcome