James Bond Island Tour in Phuket | জেমস বন্ড আইল্যান্ড ফুকেট

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 902

  • @TravelWithKoushik
    @TravelWithKoushik  ปีที่แล้ว +91

    বাড়ি ফেরার পর্ব শুক্রবার ঠিক 2.00 P. M..

    • @Animals_Ytmsk
      @Animals_Ytmsk ปีที่แล้ว

      ইনশাআল্লাহ দাদা লাইভ প্রিমিয়ার দেখার চেষ্টা করব দাদা ❤বাংলাদেশ থেকে

    • @Riya.026
      @Riya.026 ปีที่แล้ว

      Waiting ❤

    • @dipikasarkar410
      @dipikasarkar410 ปีที่แล้ว

      তোমার সব ভিডিওর জন্য ই আমি আর আমার পরিবার wait করে থাকি🤗🥺

    • @anupghosal5047
      @anupghosal5047 ปีที่แล้ว

      Next tour kothay egypt ,Africa agulu alber try karo

    • @nirupamasadhukhan3365
      @nirupamasadhukhan3365 ปีที่แล้ว

      পরবর্তী সময়ে জাপান এর ব্লগ করলে ভালো হয়।।

  • @soumileemondal9321
    @soumileemondal9321 ปีที่แล้ว +207

    বাস্তবে তো কোনো দিনও ঘোরা হবে না.....কিন্তু কৌশিক দা র সঙ্গে সব জায়গা ঘুরে নিচ্ছি.... এভাবেই আমাদের কে সঙ্গে নিয়ে তোমার অভিযান চালিয়ে যাও❤❤❤❤❤

  • @sayakPanja
    @sayakPanja ปีที่แล้ว +34

    দাদা এত সুন্দর.....জায়গা সঙ্গে এই বাংলা গানের মিশ্রন যেন আজ এক মূহুর্তে-র জন্য হলেও আমাকে এনে দাঁড় করিয়েছে ওই প্রকৃতির মাঝে।।❤❤

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 ปีที่แล้ว +8

    নীল আকাশ নীল সমুদ্র আর মাঝে মাঝে পাহাড় আর ব্যাকগ্ৰাউন্ডে আমায় ভাসাইলি রে গান ফাটাফাটি লাগছে। ❤️🙏

  • @barnalisaha3576
    @barnalisaha3576 ปีที่แล้ว +2

    দুই চোখ জুড়িয়ে গেল। অপূর্ব সুন্দর দৃশ্য শুধু দেখলাম। সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু দেখেই যেতে হবে। ধন্যবাদ ভাই।

  • @aparnachatterjee9366
    @aparnachatterjee9366 ปีที่แล้ว +41

    এত ঝুঁকি নিয়ে সব কিছু দেখাতে হবে না তুমি সুস্থ হয়ে ঘুরে বেড়াও এটাই চাই ভাই ভাল থেকো সুস্থ থাকো আরও সুন্দর সুন্দর ভিডিওর অপেক্ষায় থাকলাম

  • @khaomorewithpunam1454
    @khaomorewithpunam1454 ปีที่แล้ว +29

    Kaho naa pyaar hai দেখার পর থেকে জায়গাটার ওপর একটা আলাদাই ভালোবাসা ছিল .. আজ এতো কাছে থেকে দেখে যাওয়ার ইচ্ছেটা আরো বাড়িয়ে দিলো ... ❤

  • @sanghamitrachowdhury1749
    @sanghamitrachowdhury1749 ปีที่แล้ว +1

    অপূর্ব ! অসাধারণ প্রকৃতির এই সৌন্দর্য্য ... দু' চোখ ভরে শুধুই দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি ৷ এত সুন্দর উজ্জ্বল নীল আকাশ , নীল সমুদ্র আর সবুজ পাহাড়ের মেলবন্ধন ... অপার বিস্ময়ে দেখে যাচ্ছি ৷

  • @palas6
    @palas6 ปีที่แล้ว +4

    থাইল্যান্ডের এই জায়গাটা আমার কাছে অনেক বশি সুন্দর লেগেছে। এক কথায় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। 👍👍👍👍👍👍

  • @firehunter3989
    @firehunter3989 ปีที่แล้ว

    আপনার থেকে আমাদের সব কিছু পাওয়ার মুলে কিন্তু আপনার ম্যাডামের আত্ম ত্যাগ এবং সহযোগিতা, সুতরাং এই নিভৃতচারিনীকে অনেক শ্রদ্ধা জানাই।

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  ปีที่แล้ว +1

      একটা কথা বলে রাখি.. পুরুষ কে কেউ ভালোবাসেনি... ভালোবেসেছে তার সাফল্য কে..

  • @sandipmahata739
    @sandipmahata739 ปีที่แล้ว +12

    এক কথায় বলছি, কোনো তুলনা নেই সত্যিই অসাধারণ ❤। এই নীল আকাশ নীল সমুদ্র আর এরই মাঝে ছোটো ছোটো সবুজ পাহাড়, আর তার সাথে "আমায় ভাসাইলি রে" গান। Best Combinatio💙💚

  • @v3creations63
    @v3creations63 ปีที่แล้ว

    Bhishon sundor jaiga . Du chokh bhore dekhlam . Mon bhore gelo . Prakriti ki sundor kore nijeke sajai . Dekhchilam ar bhabchilam eto sundor jaigai hoi . James bond Island darun laglo . Sob jaigai bhalo legeche . Ar caver bitor gele torch jele besh ekta thrilling chilo . China pathorer cave . Jol chole ele puro bondi . Ei jaigata besh bhoi lagchilo . Fossil ache . Erpor samudre ga bhaiye dile . Oshadharon travel blog dekhlam bhai . Puro complete package . Mon bhore gelo .

  • @Soumyajit_Yt_24
    @Soumyajit_Yt_24 ปีที่แล้ว +4

    এই জায়গাটা এমনি যে যেকোনো মানুষ একবার গেলে সে নিজের দুঃখ কষ্ট সব ভুলে যাবে। just darun। Love from Naihati 🥰🥰

  • @kalyanbiswas7398
    @kalyanbiswas7398 ปีที่แล้ว

    বয়স এবং অর্থ এই দুইটির জন্য হয়তো বিদেশের এই রকম প্রাকৃতিক সৌন্দর্য গিয়ে দেখা হবে না। তাই বিদেশের এরকম দৃশ্য ভবিষ্যতে আরো দেখার আশায় রইলাম। অনেক documentary/ flim এর চেয়ে ও বেশি উপভোগ করলাম। আশীর্বাদ এবং ধন্যবাদ দুইটাই জানালাম।

  • @rishavmaity4264
    @rishavmaity4264 ปีที่แล้ว +7

    দাদার থাইল্যান্ড এর ভিডিও দেখার পর সত্যিই বিদেশ ঘোরার ইচ্ছাটা অনেকগুণ বেড়ে গেলো ❤️❤️❤️

  • @piabasu2454
    @piabasu2454 ปีที่แล้ว +1

    " বিপদতারীনির চুমু" 😂😂তুমি পারো সত্যি, বাংলা গানের সাথে এইরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে গেলো, অতুলনীয় ! 💞💕

  • @nipapaul6027
    @nipapaul6027 ปีที่แล้ว +15

    বিপদতারিনী চুমু 😂😂😂😂😂😂
    ফোনের conversation টা সেরা ছিলো 😂😂
    ওভারঅল video গুলো দারুন হয়।।
    যেতে তো পারবো না
    এভাবেই চোখ শান্তি হোক

  • @pritibiswas1832
    @pritibiswas1832 ปีที่แล้ว

    গুহার ভেতরে কি রোমাঞ্চ বাবারে!তবে ভাই অত রিস্ক নেওয়ার দরকার নেই।মনে হল আমি ই ঘুরলাম। অসাধারণ , অবর্ণনীয়, অতুলনীয় ভাই। খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমার জন্য ই এভাবে একটু একটু করে সারা পৃথিবী দেখতে পাভ।এটাই যথেষ্ট।কারণ যাওয়া তো কোনদিন ই সম্ভব নয়। ঈশ্বর তোমার মঙ্গল করুন।

  • @amritapandit5720
    @amritapandit5720 ปีที่แล้ว +4

    একটা টাইম এ বুকটা কেঁপে উঠলো গুহার ভেতরটা দেখে 😢 সত্যিই কোনো ভাষা নেই, এতটা সুন্দর ❤

  • @koyessk_6295
    @koyessk_6295 ปีที่แล้ว

    Kousik da, এই ভিডিও টা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কেনো না সমস্ত দ্বীপে চুনাপাথরের গুহা আছে যেটা আমাদের geography subject এ অত্যন্ত জরুরি।
    Good luck kousik da
    এই ভাবেই চালিয়ে যাও আমরা তোমার পাশে আছি।

  • @subhadipsutradhar6571
    @subhadipsutradhar6571 ปีที่แล้ว +3

    দাদা তোমার ভিডিও যত দেখি , তত অবাক হয়ে যাই। আমি গর্ব করি যে তোমার মত vlogger আমাদের বাংলায় আছে। তুমি মুর্শিদাবাদের হিরো❤❤

  • @sumitachoudhury4196
    @sumitachoudhury4196 ปีที่แล้ว

    কোনদিন যেতে পারব না জানি, কিন্তু কৌশিক ভাই, তুমি যেভাবে সব দেশগুলো দেখাচছ, এতেই মনের ইচ্ছা পূরণ হয়ে যাচ্ছে। পুরো থাইল্যান্ড সিরিজ টা দারুণ উপভোগ করছি। কি সাহস তোমার, একা একা যখন বিভিন্ন ভয়ঙ্কর জায়গায় ঘুরছিলে, আমার ই ভয় লাগছিল। এত রিস্ক নেওয়ার কি দরকার ভাই। আর তোমার মজার মজার কথা ও উপভোগ করলাম কি অপূর্ব দেশ, অসাধারণ প্রকৃতি। আর সমুদ্র আমার ভীষণ ই প্রিয়, তাই আরও এনজয় করলাম। ভাল থেকো ভাই, সাবধানে থেকো।

  • @mazumdarkasturi
    @mazumdarkasturi ปีที่แล้ว +8

    Thailand series er best episode.. darun darun. Khub adventurous r ei type er activities r adventure like kori bolei hoyto eta amar favourite episode. Video ta dekhar por darun ekta feeling hocche.. mind puro refreshed hoye gelo.. Uff, superb❤❤👌👌

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  ปีที่แล้ว +4

      একদম তাই

    • @lipicachatterjee7852
      @lipicachatterjee7852 ปีที่แล้ว

      খুব ভালো লাগলো থাইল্যান্ডের সব থেকে বেস্ট এপিসোড মনে হয় এটা দারুন লাগলো দারুন অ্যাডভেঞ্চার।ছোট বোট টা করে পাহাড়ের ভিতর দিয়ে যাওয়া বা হেঁটে হেঁটে গুহার ভিতরে জলের উপর দিয়ে যাওয়া দেখে সত্যি ভয়ই লাগছিল এত রিক্স নিয়ে ফটো তুলতে যেওনা তুমি ঘোরও বেড়াও সুস্থ শরীরে ফিরে এসো এটাই চাই ।

  • @bidhanchandrasamanta3303
    @bidhanchandrasamanta3303 ปีที่แล้ว

    খুব সুন্দর .....দাদা তোমার ভিডিও দেখতে দেখতে হারিয়ে ফেলছি নিজেকে....খুব ভালো লাগে তোমার সমস্ত ভিডিও গুলি.....অসাধারণ লাগে কথা বলার দক্ষতা.....দারুন

  • @santanughosh5336
    @santanughosh5336 ปีที่แล้ว +4

    দুর্দান্ত পর্ব, মন খুশিতে ভরে গেলো

  • @iam.ratnodeep
    @iam.ratnodeep ปีที่แล้ว +1

    অপূর্ব ভিউ সাথে ব্যাকগ্রাউন্ডের অসামান্য গান মন জুড়িয়ে গেলো।।🧡🤍💚

  • @rupapathak8196
    @rupapathak8196 ปีที่แล้ว +7

    অসাধারণ লাগল ভাই, কিন্তু সত্যি বলছি ,তোমায় ওই পরিবেশে একা একা দেখতে একটুও ভালো লাগছিল না ।😊 ব্যংকক মানে যে এত সুন্দর সামুদ্রিক সৌন্দর্য্য, সেটা তুমিই তুলে ধরলে ।👏👏👌👌👍👍

  • @anjanadhar8399
    @anjanadhar8399 ปีที่แล้ว

    জেমস্ বণ্ডে সমুদ্রের গভীরের দৃশ্য দেখে মনে হচ্ছে যেনো প্রকৃতির একুরিয়াম দেখতে পাচ্ছি। দারুণ দারুণ সুন্দর দৃশ্য ।👌👌

  • @sreejoyeemimicreations4900
    @sreejoyeemimicreations4900 ปีที่แล้ว +3

    আজকের এপিসোড খুব ভালো লাগলো 😊😊

  • @subhadipghosh1409
    @subhadipghosh1409 ปีที่แล้ว

    পুরো থাইল্যান্ড ট্রিপের মধ্যে এটা বেস্ট হয়েছে, যেমন তুমি প্রথমে বলেছিলে। আর তার থেকেও ভাল লাগে তোমার উপস্থাপনা করা information.
    , এর মধ্যে এক interesting word *বিপতারনি চমু* বেশ ভালো লাগলো। ❤

  • @Surjosujanvlogs
    @Surjosujanvlogs ปีที่แล้ว +6

    দারুন লাগলো কৌশিক দা ❤ এরপর একদিন পুরো কলকাতার tourist place গুলোর ভিডিও করো❤❤

  • @JayantaGuchait-cn4zp
    @JayantaGuchait-cn4zp ปีที่แล้ว

    কী সুন্দর অসাধারণ দৃশ্য দেখে মনটা ভরে গেল। দাদার সঙ্গে আমরাও ঘুরে ফেললাম।

  • @bilusrokomarivlog7981
    @bilusrokomarivlog7981 ปีที่แล้ว +3

    সুন্দর রোমহর্ষক এক episode ❤️👌

  • @ramanroy2208
    @ramanroy2208 4 หลายเดือนก่อน

    দারুণ লাগলো আইল্যান্ড গুলো,বিশেষকরে জেমস্ বন্ড আইল্যান্ড, দুর্দান্ত, অশেষ ধন্যবাদ জানাই আপনাকে এইগুলাকে দেখানো জন্যে!

  • @HrithikShorts701
    @HrithikShorts701 ปีที่แล้ว +4

    এমন একটা পর্ব যেটা এক সেকেন্ডের জন্য SKIP করার কথা মনে হয়েনি, বাঙালির গর্ব কৌশিক দা

  • @atanumaity2959
    @atanumaity2959 ปีที่แล้ว

    দাদা আমি আপনার রেগুলার দর্শক, জেমস্ বন্ড দ্বীপের ভিডিও টা অসাধারণ লাগলো। আর এটা জেনেও খুব ভালো লাগলো অনুপম দার বাড়ি বাগনান। আমাদের এলাকার একজন আপনার সঙ্গে থাইল্যান্ড ঘুরতে গেছে, খুব আনন্দিত হলাম শুনে।
    Love you dada ❤️

  • @shubhajitmondal8345
    @shubhajitmondal8345 ปีที่แล้ว +7

    দাদা আপনি যে গানটা ব্যবহার করেছেন সেইটার সন্ধান দেওয়া যাবে। আমি খুঁজেছি কিন্তু এই ভার্সনটা পাইনি।‌ আপনার কাছে রিকুয়েস্ট রইলো।❤❤❤❤

  • @swarnadipdey4316
    @swarnadipdey4316 ปีที่แล้ว

    এই ভিডিও গুলো দেখে ভবিষ্যতেও মনের মধ্যে রোমাঞ্চকর অনুভূতি হবে । পরবর্তী প্রজন্ম জানবে ট্রাভেল উইথ কৌশিক কে ।।

  • @mr_bikash_roy
    @mr_bikash_roy ปีที่แล้ว +3

    খুব সুন্দর লাগছে দাদা তোমার ভিডিও গুলো 😊

  • @gouriukil5342
    @gouriukil5342 ปีที่แล้ว

    অপুর্ব কৌশিক কি দেখালে তুমি । আমিও তোমার সাথে ঘুরে এলাম মনে হচ্ছে ।

  • @storesobhan
    @storesobhan ปีที่แล้ว +3

    Koushik, sob gulo hoye gele ekta summary kore video dio pls.. plan and cost. budget ta bujhte na parle plan korte parbo na

  • @nilkamalsaha2356
    @nilkamalsaha2356 ปีที่แล้ว

    নিজে তো আর এ জীবনে যেতে পারবোনা। আপনার সিরিজের মাধ্যমেই ভ্রমণের স্বাদ পেলাম। না যেতে পারার খেদ রৈলনা।অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

  • @anneshachatterjee3796
    @anneshachatterjee3796 ปีที่แล้ว

    অসাধারণ লাগলো আজকে পর্ব...তুমি এত ঝুঁকি নিয়ে আমাদের দেখা তে যেওনা ...তুমি ঐভাবে যাচ্ছো একা একা কেভ এ আমি ভয় পাচ্ছি...মনে হচ্ছিল আমিও ঐখানে আছি আর জল এসে আমকেও ডুবিয়ে দেবে...যায় হোক তুমি ভালো থেকো সুস্থ থেকো❤❤❤

  • @Vlogersalim936
    @Vlogersalim936 ปีที่แล้ว +26

    কৌশিক দার এর ভিডিও দেখে জানো আমিও জার্নি করছি এরকম মনে হয় তারা লাইক করো❤❤❤

    • @madhumitaroy7127
      @madhumitaroy7127 ปีที่แล้ว

      Thik bolechen amaro aki rokom feel hoi mone hoi video o modhye ami dhuke gechi live.

  • @prabirpal6461
    @prabirpal6461 ปีที่แล้ว

    Thailand সিরিজ এর এই পর্বটা the best. সমুদ্রের সৌন্দর্য যা দেখলাম তাতে মন ভরে গেলো। beautiful videography. 👍
    ভালো থাকুন আর এই ভাবে আমাদের ভালো বেড়ানোর ভিডিও উপহার দিন। শেষে একটা কথা বলি সব সময় নিজের খেয়াল রাখবেন আগে শরীর তারপর সব কিছু। কিছু কিছু জায়গায় দেখলাম বেশ কঠিন আছে ঘোরা সেই সব জায়গায় আমাদের দেখানোর জন্য নিজের জীবনে বিপর্যয় ডেকে আনবেন না। Stay bless. 👍

  • @AnupamMaity
    @AnupamMaity ปีที่แล้ว +7

    I have no money to go home.😂🤣🤣 তবে দিনগুলো খুব মিস করছি একসাথে দারুন কেটেছিল Thailand এর ওই দিনগুলো, সারা জীবন মনে থাকবে | ❤️❤️

    • @rogofficial6831
      @rogofficial6831 ปีที่แล้ว +3

      Dada tumi ja bargaining korte tar jonno ekta 🙏

  • @balmikiray2268
    @balmikiray2268 ปีที่แล้ว +1

    আহা, কী দেখিলাম কী হেরিলাম, কী নয়নাভিরাম। সম্মোহিত আমি। ❤😮

  • @suvo548
    @suvo548 ปีที่แล้ว +35

    কে কে ভাবছো থাইল্যান্ড যাবে যারা যারা ভাবছো তারা লাইক দিও😊❤
    👇🏻

  • @gharoaranna4553
    @gharoaranna4553 ปีที่แล้ว

    অসাধারণ,অপূর্ব, অনবদ্য এই পর্ব টি। দারুণ উপভোগ করলাম। ভাল থাকবেন আর এভাবেই সকলকে ভাল রাখবেন।

  • @kakalibanerjee9322
    @kakalibanerjee9322 ปีที่แล้ว +4

    শুভ সন্ধ্যা কৌশিক 💕🎉

  • @uttamkumardey7622
    @uttamkumardey7622 ปีที่แล้ว +1

    আমি Guwahati Assam থেকে আপনার ব্লগ দেখি, খুব ভালো লাগে আপনার কথা বার্তা, খুব জমিয়ে কথা বলেন আপনি, তাই ভিডিও দেখার সঙ্গে আপনার কথাও এনজয় করি, এরপর কোথায় যাবেন, একটু hints দিন, চালিয়ে যান, আপনার দীর্ঘায়ু কামনা করি, ধন্যবাদ।

  • @gamingtushar5621
    @gamingtushar5621 ปีที่แล้ว +6

    চারিদিকে বিদেশী ললনা তার মাঝে খাবো চিকেন সালোনা। এই পর্বের সুপার একটা লাইন।😂😂

  • @rudraprasadbala89
    @rudraprasadbala89 ปีที่แล้ว

    দারুণ Adventure, অসাধারণ সুন্দর সব দৃশ্য গুলো। 💐

  • @Vlogersalim936
    @Vlogersalim936 ปีที่แล้ว +3

    কৌশিক দা কলকাতা নিউ টাউন ইকো পার্ক ভ্লগ করুন প্লিজ😢😢

  • @saikat5032
    @saikat5032 ปีที่แล้ว

    Video ar James bond island duto e fatafati laglo. Ei vlog ta Ekta alada level a pouche geche

  • @tushitachatterjee1201
    @tushitachatterjee1201 ปีที่แล้ว

    Asadharon lagche kaushik. Anek dhonnobad ato sundor jayga dekhte parchi sudhu tomar jonno

  • @rchowdhury1151
    @rchowdhury1151 ปีที่แล้ว

    ফেরার জার্নি টা অবশ্যই দেখতে চাই।এমন সব জায়গা বাড়ির লোকের চিন্তা হওয়া স্বাভাবিক।ভাল আবার গুহাগুলোতে বেশ ভয় ও আছে।দারুন লাগল।

  • @hridoyranjan2024
    @hridoyranjan2024 ปีที่แล้ว +1

    দাদা, আপনার ভিডিও তে সেই আগেকার অনুভূতি আর পারছি না। কোথাও যেনো নিজেকে আর আপনার এই ভিডিও গুলোর সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে।
    আপনার অনেক ভিডিও গ্রামের খেটে খাওয়া দিন আনা দিন মানুষের মুখ তুলে ধরতে সক্ষম হতো। কিন্তু আজ কোথাও সেই দূরত্ব তৈরি হচ্ছে।
    অনেক শুভেচ্ছা রইল 🎉

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  ปีที่แล้ว +7

      এর জন্যই হয়তো আপনারাই দায়ী.. বিদেশ ভ্রমণ এর জন্য আপনারাই আমাকে প্রেরণা দিয়েছেন

  • @abhijitmahanta91
    @abhijitmahanta91 ปีที่แล้ว

    দাদা আপনার চোখে দুনিয়া দেকছী দারুণ অনুভূতি ভালো থাকবেন ধন্যবাদ ...........

  • @koushikghosh5539
    @koushikghosh5539 ปีที่แล้ว

    Darun lglo koushik da r asadharon gan ta satti mon ta vore glo.Hatts of to you koushik da.tmr jnnoi eto sundor jaiga dhkte pchi❤.ei vbe egia jao

  • @mahatastageprogram7372
    @mahatastageprogram7372 ปีที่แล้ว +1

    পরবর্তী ভিডিও জন্য অপেক্ষায় রইলাম কৌশিক দা

  • @arundatta2423
    @arundatta2423 ปีที่แล้ว

    দূর্দান্ত, অপূর্ব অপূর্ব সুন্দর লাগল, প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য যেন এখানে অকৃপন ভাবে উজার করে দিয়েছে।তোমরা চাক্ষুষ করলে আর আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে উপভোগ করলাম, এটাই বা কম কি!
    যাইহোক অনেক অনেক ধন্যবাদ জানাই।

  • @paramitadutta5156
    @paramitadutta5156 ปีที่แล้ว +1

    খুব সুন্দর ❤
    October a kashmir এর আপেল বাগান দেখতে চাই

  • @soumyajitbhattacharjee3324
    @soumyajitbhattacharjee3324 ปีที่แล้ว +1

    দারুন লাগলো আজকের এই পর্ব। পুরো অ্যাডভেঞ্চারাস। তার সাথে আমার‌ও থাইল্যান্ড ঘোরা সম্পূর্ন হলো। ❤

  • @ashokbanerjee1491
    @ashokbanerjee1491 ปีที่แล้ว

    গুহার ভেতর টা বেশ ভয়ংকর ছিল । খুব ভালো লাগলো ভিডিও টা 👍👍

  • @jayeetasengupta1101
    @jayeetasengupta1101 ปีที่แล้ว

    Guha ta khub voi lageche.....apnar song selection just wow 👌👌👌👌

  • @mashukade3894
    @mashukade3894 ปีที่แล้ว

    Joto dekhchi mugdho hchchi r vebe valo lagche gorbo hchche j ekjon bangali atto sundor vbe vlog places every moments k present korche just amader jonno.....hats off

  • @satarupamondal3554
    @satarupamondal3554 ปีที่แล้ว

    এইরকম ভিডিও তার সঙ্গে অপূর্ব গান দুটোই দারুন দারুন ❤❤just awesome

  • @kakalibanerjee9322
    @kakalibanerjee9322 ปีที่แล้ว +1

    অসাধারণ সুন্দর সব মুহূর্তের উপলব্ধি করলাম, তোমার উপস্থাপনা র মধ্যে দিয়ে কৌশিক 💕💖

  • @cocsonu6225
    @cocsonu6225 ปีที่แล้ว

    অপূর্ব সুন্দর ভিডিও ধন্যবাদ এরকম ভিডিও আমাদের উপহার দেবার জন্য। এরপর গোয়া হক। Love From Chinsurah Hooghly

  • @M.majumdar836
    @M.majumdar836 ปีที่แล้ว

    জায়গাটা তো অপূর্ব কোন কথা হবে না ।কিন্ত আপনার উপস্থাপনা এটিকে আরও অসাধারণ করে তুলেছে👌👌👌

  • @smitadas5496
    @smitadas5496 ปีที่แล้ว

    কি অপুর্ব দৃশ্য,,দারুণ এডভেঞ্চার,,ভাই তোমার জন্য দেখলাম মুগ্ধ নয়নে,,অনেক শুভেচ্ছা শুভকামনা জানাই তোমায় ♥️♥️সবসময় সুস্থ থেকো ভালো থেকো ❤️❤️

  • @devyanisardar8188
    @devyanisardar8188 ปีที่แล้ว +1

    আজকের এপিসোড টা কিন্তু সত্যি অনবদ্য আর তার সাথে as usual oshadharon presentation. ❤

  • @rochalisen
    @rochalisen ปีที่แล้ว

    Thank you tomake..tomar ai video guli dekhle mone hoy jano sei jaygagulote e achhi..amader aivabe bivinno jayga ghoranor jonye anek dhonyobad..agia jao ai vabei

  • @laltudas2845
    @laltudas2845 ปีที่แล้ว

    Song tao mon chuye gelo...sob miliye osadharon😮

  • @sohammandal7780
    @sohammandal7780 ปีที่แล้ว +2

    the way u make upload the video in front of people it is not only amazing and mind blowing but also involves lot of emotion,feelings and excitement

  • @sebantichakraborty
    @sebantichakraborty ปีที่แล้ว

    Sob thekae bhalo laglo Bangkok r patobhumi tae bangla gaan aekhanei koushik da alada
    Darun anubhuti holo

  • @MamonChakraborty-yt9wp
    @MamonChakraborty-yt9wp ปีที่แล้ว

    Apurbo nature buty deklem kothoy kothin paher kothyo norom somudro r tar maje apner eae romanchokor jarney puro progremta exclient kore tuleche God bless u😊😊😊

  • @sonalideb3132
    @sonalideb3132 ปีที่แล้ว

    Ai episode ta best chilo. Nature ke darun enjoy korechen. R ter sathe amrao. Thailand koto sundor ta apnar chok diye dekhlam. Wait kore thaki kokhon new episode asbe. Life partner er kache ongikarbodhho ta darun chilo. Agiye jan.

  • @kumkumsaha6341
    @kumkumsaha6341 ปีที่แล้ว

    Bindas ট্রিপ. দারুণ দেখলাম.

  • @adventurelife2.00
    @adventurelife2.00 ปีที่แล้ว +1

    কৌশিকদা আরো একবার তোমার চ্যানেলের লাক্ষা দ্বীপের সিরিজ দেখতে চাই ❤❤❤

  • @sarmisthabhattacharya3829
    @sarmisthabhattacharya3829 ปีที่แล้ว

    Gaan ta akdom sothik ekhane.r khub valo o lagchhilo.durdanto laglo vdo ta.mane opurbo.prokriti nij hate sajano.chok jurano jayga dekhale.khub lobh hochhe.amader bhromoner nayok r bornona dile.

  • @goutampaul995
    @goutampaul995 ปีที่แล้ว

    I am to Oobak; sotti khub beautiful 1ta place, just fatafati Phuket to J.B Island. khub vhalo legeche, osadharan

  • @laltudas2845
    @laltudas2845 ปีที่แล้ว

    Aj dupur tekhei wait korchilam...onk bar check korchilam....opekha kore kore shese elo video...r darun laglo😊😊

  • @rickdas5765
    @rickdas5765 ปีที่แล้ว

    এতো সুন্দর জায়গা❤ খুব তাড়াতড়ি প্ল্যান করতে হবে...

  • @Pathak_shorts12
    @Pathak_shorts12 ปีที่แล้ว

    নিল আকাশ ☁ আর নিল জল কৌশিক দা। সেরা বল্গার All West Bengal 😍😍

  • @kakalimajumder8958
    @kakalimajumder8958 ปีที่แล้ว

    Superb laglo vai blog ta👌👌❤. Kanodin jete parbo na to, tomar janna mon r chok sarthak korlam❤

  • @ramanroy2208
    @ramanroy2208 4 หลายเดือนก่อน

    দারুণ একটা এপিসোড উপভোগ করলাম, দারুণ রোমাঞ্চিত!!

  • @dibyadhara9301
    @dibyadhara9301 ปีที่แล้ว

    হয়তো কখনো থাইল্যান্ড যেতে পারবো না ,,কিন্তু কৌশিক দা আমার সেই আফসোস আর নেই কারণ তোমার চোখে দেখে নিলাম থাইল্যান্ড।অনেক অনেক ভালো বাসা দাদা,,,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sabitrimurmu2944
    @sabitrimurmu2944 ปีที่แล้ว

    Bes bhalo laglo....❤❤❤❤❤ danur darun laglo💙❤💚🧡💗💖💓💝💛❣🌷⚘

  • @subratamondal4763
    @subratamondal4763 ปีที่แล้ว

    আমি অনেক ট্রাভেল ভিডিও দেখেছি। কৌশিক দা তোমার ভিডিও বেটার। এখন শুধু তোমার ভিডিও দেখি।❤

  • @indranidas9964
    @indranidas9964 ปีที่แล้ว +1

    মন ছুঁয়ে যাও বার বার
    তুমি যে প্রিয় কৌশিক সবার
    👍🫶👌

  • @somamukherjee8651
    @somamukherjee8651 ปีที่แล้ว

    Darun jaiga...ami 2019 e giyechilam...apnar video gulo dekhe abr sab mone pore jacche❤

  • @ChandanaSarkar-f3z
    @ChandanaSarkar-f3z ปีที่แล้ว

    খুব ভালো এত সুন্দর কৌশিক।

  • @bithikabiswas264
    @bithikabiswas264 ปีที่แล้ว

    Just opurbo.... Phuket sotti osadharon.... R kousik er photography, seta nea r notun kore li bolbo

  • @sumonapolley4295
    @sumonapolley4295 ปีที่แล้ว +2

    অনেক তো দূর বহুদূর ঘুরলে,কৌশিক দা যদি আজ কৌশিকী অমাবস্যায় তারাপীঠ ঘুরে আসতে খুব ভালো লাগতো,তোমার দারা তারা মায়ের দর্শন হত,Joy tara

  • @debarghyabanerjee8489
    @debarghyabanerjee8489 ปีที่แล้ว +2

    The best travel guy i have ever watched. Support Kaushik Da.

  • @KeyaDas-bd6qb
    @KeyaDas-bd6qb ปีที่แล้ว

    বিদেশের মাটিতে গিয়েও দেশের গান সত্যি অভাবনীয় আর সাথে কৌশিক দার vlog উফফ দারুন ❤

  • @sumanabhaduri3975
    @sumanabhaduri3975 ปีที่แล้ว

    James Bond Island r ei episode darun Scenic Beauty asadharon laglo 👌 Phi Phi Island 🏝️ sob bloger Rai cover kore, but ei Island r beauty 😍 excellent 😮

  • @sudeshnaroy6512
    @sudeshnaroy6512 ปีที่แล้ว

    Ses bhalo jar sab bhalo tar.....eai kathata ajker eai vlog er jonno akkebare perfct match......eai puro series ta just superb hoyeche ...