Phi Phi island Tour from Phuket in Bengali | ফি ফি আইল্যান্ড ভ্রমণ | Phi Phi island

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 957

  • @TravelWithKoushik
    @TravelWithKoushik  ปีที่แล้ว +911

    ঈশ্বর কে কোনোদিন দেখিনি, তবে বিশ্বাস করি আমার দর্শক রা আমার ঈশ্বর.. চলার পথে যাইহোক আমার কোন আফসোস নেই.. কারণ জীবদ্দশায় আপনাদের সঙ্গ পেয়েছি.. এই জন্ম স্বার্থক আপনাদের জন্য... 🙏

    • @Shibendu_laha
      @Shibendu_laha ปีที่แล้ว +12

      আমরা যতদিন তোমার পাশে আছি তোমার কিচ্ছু হতেই পারে না ❤

    • @kumaresh290
      @kumaresh290 ปีที่แล้ว +4

      আমাদের ভগবান তো তুমি কৌশিক দা ❤❤

    • @Sayantan_Sahu
      @Sayantan_Sahu ปีที่แล้ว +4

      Apnar pase achi ebong thakbo sob somoy 👍

    • @arpanpal6166
      @arpanpal6166 ปีที่แล้ว +3

      Best of luck 👍 👍

    • @tusharnag1773
      @tusharnag1773 ปีที่แล้ว +2

      Dada tumi sabdhane fire aso

  • @purnimadas7257
    @purnimadas7257 ปีที่แล้ว +2

    আমি এই ট্যুর করেছি 2022 সালের নভেম্বর।আপনি যে ঝড়ে পড়েছিলেন আমরাও পড়েছিলাম।তবে গাইড ছেলেরা বলেছে এটা স্বাভাবিক।ওরা এতো হাসিয়েছে বলার না।ভয় একটু লাগছিলো।হয় তো আগে শুনলে যেতেও চাইতাম না।দেখে খুব ভালো লাগলো।আমার যা স্টিল ছবি,আপনার তাই ভিডিও।পৃথিবীর অন্য তম সেরা জায়গা।মায়া বে মনে হয় বাস্তব নয় ,স্বপ্ন।

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  ปีที่แล้ว +1

      আমাদের গাইড এর একটু সিরিয়াস ছিল.. পরে বলেছিলো দাপট কিছু বেশি ছিল.. বাকি যাত্রীরা ভয় পাবে তাই বিশেষ কিছু বলেনি..

  • @BajrangiSurya-hj2yu
    @BajrangiSurya-hj2yu ปีที่แล้ว +97

    ঈশ্বর হচ্ছে অক্সিজেনের মতো, যাকে দেখা সহজে যায়না, আবার তাকে ছাড়া একমুহূর্তও বাঁচা যায়না
    😌🙏

    • @riajahamed5003
      @riajahamed5003 10 หลายเดือนก่อน

      Ai kotha sobcheye mulloban

  • @subhadipghosh1409
    @subhadipghosh1409 ปีที่แล้ว +23

    একদম perfect time,,just দুপুরের খাওয়া সেরে, তোমার পুরোনো video দেখছিলাম, আর ঠিক সময়,, নতুন video আসলো, ভালোবাসা টা আরও বেড়ে গেলো। ❤

  • @arifmondal8498
    @arifmondal8498 ปีที่แล้ว +37

    যে যাই বলুক না কেন ভ্রমণ করার মজাটাই আলাদা। ❤

    • @Sukantachakraborty1253
      @Sukantachakraborty1253 ปีที่แล้ว +1

      Akdom vai

    • @babaidas5142
      @babaidas5142 ปีที่แล้ว +2

      কে আবার কি বলবে 🙄 সবাই জানে ভ্রমণ করার মজা আলাদা তবে পকেট যদি ভর্তি থাকে তাহলে আরও মজাটা আলাদা

    • @ratnamukherjee1679
      @ratnamukherjee1679 ปีที่แล้ว

      kousokda ato risk naos uchit hoi ni

  • @aninditapaul2415
    @aninditapaul2415 ปีที่แล้ว +1

    Ei episode dekhar jonyo sotti khub opekhay chilam...

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 ปีที่แล้ว +43

    কৌশিকদার থাইল্যান্ড ভ্রমনের সেরা পর্ব ❤️🙏

    • @swapnabasu7447
      @swapnabasu7447 ปีที่แล้ว +1

      All the episodes were beautiful

  • @chandanasingha5906
    @chandanasingha5906 ปีที่แล้ว

    Eto jol ar dheu... Konodin jabo na... Taai dui chokh bhore dekhe nilam... Darun... Khub sundor Iland.

  • @sharmisthasengupta2555
    @sharmisthasengupta2555 ปีที่แล้ว +3

    খুঁত ধরার মতো এক টুকরো জমিও ছাড়োনা।। দুর্দান্ত লাগল।। তবে ওই বৃষ্টির সময়টা দেখে খুব ভয় লাগছিল।‌।

  • @riyaash2814
    @riyaash2814 ปีที่แล้ว

    Darun 👌 sob kota episode just fatafati..

  • @babaidas5142
    @babaidas5142 ปีที่แล้ว +30

    কৌশিক দার ভিডিও দেখে আমরাও ঘরে বসে বিদেশ ভ্রমণ অনুভব করতে পারি 😊❤

  • @sofiasultana299
    @sofiasultana299 ปีที่แล้ว

    Darun dada..eto darun jaiga allah baniachen ..apner chok diye amather ghora hoa galo.just awesome.

  • @kakalibanerjee9322
    @kakalibanerjee9322 ปีที่แล้ว +10

    খুব ভালো লাগলো আজকের পর্ব!!🎉😊❤ খুব ভালো থেকো কৌশিক 💕💕 এই প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে ও আমাদের জন্য এত সুন্দর একটি 'পর্ব' উপহার দিলে তা তুলনারহিত 😊❤ সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে🙏🙏 সাবধানে থেকো, ভালো থেকো ❤💕

  • @bhaswatibhattacharya7285
    @bhaswatibhattacharya7285 ปีที่แล้ว

    Darun laglo Phi phi, natural beauty otuloniyo, ki thrilling experience....jhorer moddhe somudrer uttal rup,sotti voyanok.

  • @khaomorewithpunam1454
    @khaomorewithpunam1454 ปีที่แล้ว +57

    এই পর্বটা দেখার অপেক্ষায় ছিলাম ❤
    একটাই রিকোয়েস্ট করবো জীবনের ঝুঁকি নিয়ে এরম স্টেপ নিও না আর কখনো ...

  • @jollysengupta8159
    @jollysengupta8159 ปีที่แล้ว

    দারুণ লাগল ভিডিওটি , এককথায় দারুণ আপনার অভিজ্ঞতার প্রান্জল বর্ননা !

  • @Animals_Ytmsk
    @Animals_Ytmsk ปีที่แล้ว +2

    9:26 _প্রকৃতির অসাধারণ দৃশ্য মনমুগ্ধকর দাদা খুব সুন্দর লাগলো জায়গাটা_ দাদা ❤বাংলাদেশ থেকে

  • @mdnurulislam7196
    @mdnurulislam7196 ปีที่แล้ว +2

    আংকেল, ফিফি দ্বিপের দু:হসাহসিক বোর্ট ভ্রমণ
    ও সুন্দর্য্য ভিডিও চিত্রের
    মাধ্যমে দেখালেন,যাহা অকর্মন্য
    বয়সে ঘরে বসে উপভোগ করছি।
    সত্যিই প্রশংসার দাবীদার। অশেষ
    ধন্যবাদ আপনাকে ও সাথীদের।

  • @chiranjibmukherjee5348
    @chiranjibmukherjee5348 ปีที่แล้ว +3

    তুমি যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এত সুন্দর দৃশ্য দেখার সুযোগ করে দিলে তার জন্য কোন প্রশংসা ই যথেষ্ট নয়। ❤

    • @akhilpal
      @akhilpal ปีที่แล้ว

      এই ভিডিওগুলো কি শুধু আমাদেরই দেখানোর জন্য এটা কি কোন একটা ব্যবসা নয় ভাই । খালি ব্যবসা ভাই। এসব জীবনের তো কোন ঝুঁকি না এর থেকে অনেক লোকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে ভাই। তাই বলে আমি কৌশিক এর কাজ নিয়ে কোন প্রশ্ন করছি না যথেষ্ট ভালো কাজ তুমি বললে না আমাদের জন্য আসলে কি আমাদের জন্য সে জানে যত ভালো ভিডিও বানাবো তত ভিউজ পাবো তত বেশি পয়সা হবে

  • @rinamukherjee9805
    @rinamukherjee9805 ปีที่แล้ว +1

    অসাধারণ ভিডিও দেখলাম কিন্তু খুব ভয় ও করছিল দেখে আমার বিশ্বাস ঠাকুর মায়ের আশীর্বাদ সবসময় সাথে আছে কোন ও চিন্তা নেই এগিয়ে চলো অনেক আশীর্বাদ সবসময়ের জন্য

  • @sayandiphalder7842
    @sayandiphalder7842 ปีที่แล้ว +6

    বাঙালির গর্ব কৌশিক পাল ❤

  • @ratankumarnath5727
    @ratankumarnath5727 ปีที่แล้ว +2

    অপূর্ব। এই মনমুগ্ধকর দৃশ্য বহুদিন স্মৃতির সারণীতে ধরা থাকবে। ভিডিওটির জন্য ধন্যবাদ আপনাকে।

  • @avishekadhikary002
    @avishekadhikary002 ปีที่แล้ว +4

    কৌশিক দা জিন্দাবাদ ❤️

  • @bipalbdas8729
    @bipalbdas8729 ปีที่แล้ว

    থাইল্যান্ড ভ্রমণ এর সবচেয়ে ভালো একটি পার্ট ❤ ভালোবাসা ওহ প্রণাম নেবেন। কল্যানী থেকে আপনার এক দর্শক

  • @DuttaKartick1
    @DuttaKartick1 ปีที่แล้ว +3

    Just Beautiful....আমাদের Berhampore শহরের গর্ব তুমি দাদা ❤️

    • @amreetbose9906
      @amreetbose9906 ปีที่แล้ว

      Ja baba life jacket pore swiming😂😂😮

  • @rubinaha377
    @rubinaha377 ปีที่แล้ว

    অপূর্ব সুন্দর খুব ভালো লাগলো মুগ্ধ হয়ে শুনছিলাম আর দেখছিলাম

  • @dipanjansarkar8231
    @dipanjansarkar8231 ปีที่แล้ว +2

    এখনো অবধি থাইল্যান্ডের বেস্ট পর্ব 😊😊
    খুবই সুন্দর প্রকৃতি ❤❤❤
    আর সন্ধেবেলা কাজ আছে ঠিক আছে but ঘুরতে গেছো সেটাও উপভোগ করো , বাড়ি এসে ভিডিও দিলেও হবে দাদা❤❤

  • @sandipdas5815
    @sandipdas5815 ปีที่แล้ว

    দারুণ লাগল। দারুণ রোমাঞ্চকর। খুব ভাল থাকুন। পরের ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম।

  • @sangita941
    @sangita941 ปีที่แล้ว +10

    এই পর্বের অপেক্ষাতেই ছিলাম, ভগবান সব সময় তোমার পাশে আছে 😊❤ কিন্তু দাদা তুমি জীবনের এরকম রিস্ক আর নিও না 😢

  • @subrotodasroy8739
    @subrotodasroy8739 ปีที่แล้ว

    Darun, Darun upobhog korchi, go ahead but safely. All wishes with you.

  • @shayanpaul990
    @shayanpaul990 ปีที่แล้ว +6

    কৌশিকদা তোমার পাশের সবসময় ভগবান আছে' ও আমরা.....🙏

  • @anjanadhar8399
    @anjanadhar8399 ปีที่แล้ว +1

    ফি ফি যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত এতো সুন্দর এবং নিপুন ভাবে তুলে ধরলেন তাতে ভীষণই আনন্দ লাগলো👌 সাথে ঝড়ের উত্তাল সমুদ্র দেখে ভয় ওলাগলো । আপনাকে আনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই ।

  • @helpstudy123
    @helpstudy123 ปีที่แล้ว +3

    ‌অপূর্ব ,চোখ সার্থক হলো । অনেক ধন্যবাদ তোমাকে ❤️❤️

  • @babyjana1982
    @babyjana1982 ปีที่แล้ว +1

    ঘরে বসে সব দেখতে পাচ্ছি খুব ভালো লাগলো।

  • @rishavmaity4264
    @rishavmaity4264 ปีที่แล้ว +3

    থাইল্যান্ড ভ্রমনের শেষ পর্বগুলো পর পর আরো রোমাঞ্চকর হয়ে উঠছে ❤️❤️

  • @sujatananda3718
    @sujatananda3718 11 หลายเดือนก่อน

    আমার নেক্সট গন্তব্য ফি ফি আইল্যান্ড, অসাধারণ ভিডিও আপনার

  • @shilpabiswas987
    @shilpabiswas987 ปีที่แล้ว +3

    সাবধানে থেকো সুস্থ থেকো।আমাদের কে আনন্দ দেওয়ার পাশাপাশি নিজের ও খেয়াল রেখো। 💕

  • @sutapaparial4304
    @sutapaparial4304 ปีที่แล้ว +2

    কোন মন্তব্য করার ভাষা নেই,এক কথায়
    অসাধারন ,ভগবান তোমায় ভালো রাখুন ভাই,ঘরে বসে কত্তো কিছু দেখলাম অপূর্ব অপূর্ব অপূর্ব,এগিয়ে যাও ভাই, ভালো থেকো ❤

  • @SomnathHazra-
    @SomnathHazra- ปีที่แล้ว +3

    দুপুর ২টো, বেস্ট টাইম তোমার ভিডিও আসার..❤
    😂 এই টুনির মা voice ta হেব্বি ছিল, comment করতে করতেও হাসছিলাম 😂
    Love you koushik da 🫶❤

  • @mouroy3534
    @mouroy3534 ปีที่แล้ว

    কি অপূর্ব সুন্দর দৃশ্য দেখলাম ভাই মন চোখ ভরে গেল এতো সুন্দর শব্দ দিয়ে কবিতা বানিয়ে ফেল ভিডিও আর ও প্রাণবন্ত হয়ে যায় যাইহোক সুস্থ্য থাক ভাল থাক ভগবানের কাছে এটাই কাম্য

  • @arabindamandal4171
    @arabindamandal4171 ปีที่แล้ว +1

    আজ কোনো কথা হবে না। লোমহর্ষক দৃশ্য দেখলাম। মন ভরে গেল। 🌹💚🌹

  • @Radio_Lovers_World_Wide
    @Radio_Lovers_World_Wide ปีที่แล้ว +1

    কৌশিক দার ভ্রমণ মানেই দারুণ

  • @Nilotpalmisra
    @Nilotpalmisra ปีที่แล้ว +1

    Prothom dike mone hocchilo avatar 2 dekchi❤

  • @Arup7586
    @Arup7586 ปีที่แล้ว +1

    Kaushik da tomar kono Tulane hoy namaste satti asadharan.ami konodin Jate parbo ki na Jani na tabe video dakhe Asha Puran hoye galo

  • @kousikdey1348
    @kousikdey1348 ปีที่แล้ว

    Ami tomar sob episode dekhechi aj porjonto , akta o Miss hoy ni , Tobe ai episode ta amar dekha sera , sotti asadharon , unbelievable, khub bhalo theko,,,

  • @OfficialSohanKhan
    @OfficialSohanKhan ปีที่แล้ว

    ভাই ভিডিও টা দেখে অনেক ভালো লাগলো।

  • @arghadipdas1521
    @arghadipdas1521 ปีที่แล้ว

    Bhai onek tour video ache you tube a... but Tmr moto eivabe j kono jayga r sombondhe demonstrate kore amader moto bhramanpipashu Audience der j curiosity ei samosto jayga k ghire seta k satisfy korte ekmatro tumi e paro boss... Keep it up...😎🙏✌️✌️

  • @sanjibray6278
    @sanjibray6278 ปีที่แล้ว +1

    সবচেয়ে সেরা সমুদ্রের উত্তাল ঝড়
    এই দৃশ্য সত্যি কখনো ভোলার না কৌশিক দা ❤️
    তোমার দাড়াই সম্ভব

  • @santubasu9806
    @santubasu9806 ปีที่แล้ว

    Darun darun best Thailand video dada❤❤

  • @vaswatimazumdar429
    @vaswatimazumdar429 ปีที่แล้ว

    খুব ই ভাল লাগল নতুন কিছু দেখলাম ,👍👍

  • @protimadeysarkar6802
    @protimadeysarkar6802 ปีที่แล้ว

    অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু ভীষণ ভয় এর

  • @dipsankardas1904
    @dipsankardas1904 ปีที่แล้ว

    Sotti onek cinemay ei rokom adventure dekhe6i but oi gulo to sajano kintu ajke real a ei somuder moddhe real durjog dekhe voy to pay6i but sudhumatro dorshokbondhuder jonno tomar ei aattotyag ato ta risk neowa dekhe tao ekjon bangali hoya tao onno desh a gia sotti amra je tomar moto manush er subscriber hote pere6i ata jeno onek boro prapti ontoto amr jonno.tumi bangalir defination tai palte dia6o hatsoff.ei bhabei egia jao.

  • @simachakraborti8985
    @simachakraborti8985 ปีที่แล้ว

    খুব সুন্দর ভিডিও, দারুণ লাগল 👌👌👌

  • @chandrimaroy6804
    @chandrimaroy6804 ปีที่แล้ว

    দারুন উপভোগ করলাম ভিডিও টা 👌👌👌

  • @JhumaAcherjee
    @JhumaAcherjee ปีที่แล้ว

    ভীষন সুন্দর উপস্থাপনা করেছেন। সর্বদা ভালো থাকুন ও সুস্থ থাকুন

  • @gharoaranna4553
    @gharoaranna4553 ปีที่แล้ว

    দুর্ধর্ষ একটা এপিসোড দেখলাম। মন ভরে গেল। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

  • @pureblissvlog
    @pureblissvlog ปีที่แล้ว

    Darun darun vlog!!Apurbo.. Sustho vabe ghure jao r amader sundor sundor vlog dekhiyo jao..

  • @samratghosh9094
    @samratghosh9094 ปีที่แล้ว

    খুব সুন্দর লাগলো আর ও এই রকম দেখাবেন

  • @gourangasarkar5672
    @gourangasarkar5672 ปีที่แล้ว

    2019 pujor samay giyechiam satti abar apnar video dekhee man ta bhare galoo

  • @bidyutsanal5889
    @bidyutsanal5889 ปีที่แล้ว +1

    Maran pan adventure. Be care and safe to enjoy this adventure.

  • @gokulsaha5934
    @gokulsaha5934 ปีที่แล้ว

    Love you, Dada. Eto sundor sundor jaiga dekhanor jonno. I love to travel very much but viti kaj kore.

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP ปีที่แล้ว

    এক কথায় অসাধারণ একটি ভিডিও দেখলাম 👌❤

  • @samirray4826
    @samirray4826 ปีที่แล้ว +1

    Aaj Sunday. Ei dupure video dekhte paye darun laagche❤
    Opekkhai chilam.

  • @mohiuddinahmad1792
    @mohiuddinahmad1792 ปีที่แล้ว

    দাদা তোমার ভিডিও না দেখলেই নয়।দারুণ মন ভরে গেল।ঢাকা থেকে।

  • @samirray4826
    @samirray4826 ปีที่แล้ว

    Phi Phi Island 🏝 ta darun. Kaho na pyaar hai chobir drisyer katha mone pore galo. Aapni aaj ekai samudrer uttal dheu er 🌊 sange juddho korechen byapokbhabe r safol o hoechen ja ei video te dekhlam.
    Darun prakritik drisya.
    Porer porber opekkhai thaklam.

  • @nilanjanachoudhury8520
    @nilanjanachoudhury8520 ปีที่แล้ว

    Opurbo jaiga, kintu voy o lagchilo vai ❤❤❤

  • @simadas6490
    @simadas6490 ปีที่แล้ว

    সত্যিই ভাই দারুণ video উপহার দিলেন I

  • @simadhara819
    @simadhara819 ปีที่แล้ว

    দারুণ দারুণ

  • @piabasu2454
    @piabasu2454 ปีที่แล้ว +1

    নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে ভাবে ভিডিও করেছ, সত্যি গর্ব অনুভব করছি তোমাকে নিয়ে, অপূর্ব লাগল। 💗

  • @Shyamali1611
    @Shyamali1611 ปีที่แล้ว +1

    Best of luck 🤞 tumi sabdhane thako dada God bless you

  • @kalyanbiswas7398
    @kalyanbiswas7398 ปีที่แล้ว +2

    অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। এই দৃশ্যে ছবি আর একটু বেশি হলে ভালো হতো। অনেক অনেক ধন্যবাদ। বিপদ মুক্ত থাকুন।

  • @rsdeb2006
    @rsdeb2006 ปีที่แล้ว

    bes enjoy kareho bujhte parchi trip ta.. Good etai jiban..

  • @Rajuavvlog
    @Rajuavvlog ปีที่แล้ว

    খুব সুন্দর হয়েছে ভিডিওটা খুব ভালো লাগলো ❤❤

  • @dibyendubhattacharjee5743
    @dibyendubhattacharjee5743 ปีที่แล้ว

    Chokh juriye gelo..darun jaiga

  • @mabsurakhatun9650
    @mabsurakhatun9650 ปีที่แล้ว

    Koushik da tomar bolar vongi khub valo,tomar video dakhar jnno utshuk thaki...tumi sobsomoi ghuro r amra dekhe jai...valo theko....👍....ami berhampore theke

  • @JayantaGuchait-cn4zp
    @JayantaGuchait-cn4zp ปีที่แล้ว

    দাদা তোমার কোন জবাব নেই তুমি একেবারে অসাধারণ।

  • @amarvideo8549
    @amarvideo8549 11 หลายเดือนก่อน

    সত্যি খুব ভালো লাগলো ভিডিও টা

  • @NabanitaBhowmik-fh2io
    @NabanitaBhowmik-fh2io ปีที่แล้ว

    Phi phi island Darun lege66e Dada bhai 🥰

  • @manabibanerjeeranubanerjee8432
    @manabibanerjeeranubanerjee8432 ปีที่แล้ว

    Video ta darun ❤️

  • @kalyanisarkar7739
    @kalyanisarkar7739 ปีที่แล้ว

    খুবই ভালো লাগলো। thanks .

  • @sumitanandy3077
    @sumitanandy3077 ปีที่แล้ว

    Nirapade firechhen eta apnar darshak darsak hisabe amader o paowna,Mahadev er Kripa apnar opor royechhe, agei bolechhi, valo thakun, shuvechha roilo🙏

  • @goutamdas8614
    @goutamdas8614 ปีที่แล้ว

    Phi Phi Iland Travel Vlog Khub Enjoy Kor lam, God Bless You, Thanks To Travel With Koushik.

  • @lifelongwithananya
    @lifelongwithananya ปีที่แล้ว

    Ae video dekhe amader sai din gulo mone pore glo... last e phiphi te jekhane kheyecho sekhanei amrao kheyechi❤❤❤😊😊😊😊😊 purono din gulo sotti

  • @blogs447
    @blogs447 ปีที่แล้ว

    ব্লক মানে আমার কাছে শেষ কথা কৌশিকদার ব্লক... অসাধারণ দাদা তোমার ভিডিও যেন মনে হচ্ছে আপনার সাথে আমরা ঘুরে আসছি... এই ভাবেই আমাদেরকে আরো ভালো ভালো ভিডিও উপহার দাও সুস্থ থেকো ভালো থেকো দাদা....

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 ปีที่แล้ว +1

    বিউটিফুল থাইল্যান্ড ♥️ওরা পারে। আমরা পারিনা 😢 লজ্জা।

  • @joydipchakraborty5286
    @joydipchakraborty5286 ปีที่แล้ว

    দূর্দান্ত হয়েছে ভিডিওটি ❤

  • @soutirnachatterjee8195
    @soutirnachatterjee8195 ปีที่แล้ว

    Tomar ei video ta darun darun . Kono kotha hobe na. Ur best travel blogger 🎉

  • @anamikadhank9895
    @anamikadhank9895 ปีที่แล้ว

    Onek din bade apnar video dekhlam...Asole bivinno problem er jonney dekha hoye othe ni...Tobe apnar video gulo ato ta energetic....Ja nutun kore bolar opekha rakhe na....Onek onek thanks for this video....

  • @nimaidas7044
    @nimaidas7044 ปีที่แล้ว

    ভালো থাকবেন। আরও এগিয়ে চলুন।

  • @alpanabhadra5481
    @alpanabhadra5481 ปีที่แล้ว +1

    Just awesome❤
    तुम जियो हजारों साल🤗

  • @JOYITASDANCECREATION99
    @JOYITASDANCECREATION99 ปีที่แล้ว +1

    দাদা আমি আপনার A to Z সব ভিডিও দেখি। আপনি কতো কঠোর পরিশ্রম করেন এটা দেখে আমি অবাক হয়ে যায়। You're my inspiration ❤ আমি তো একবার কোথাও ঘুরতে গেলে একবছর আর যেতে চাইনা। সত্যিই এটা কঠোর পরিশ্রমের কাজ। কাজের প্রতি কতোটা ভালোবাসা, নিষ্ঠা, ভক্তি, একাগ্রতা থাকলে মানুষ এতোটা পরিশ্রম করতে পারে আপনি তার উদাহরণ। ❤️ ঈশ্বর আপনার অনেক মঙ্গল করুন 🙏 আপনাকে খুব সুস্থ রাখুন, ভালো রাখুন 🙏 God Bless You দাদা ❤ এগিয়ে চলুন ❤️

  • @shilpidhar6400
    @shilpidhar6400 ปีที่แล้ว +1

    দাদা আপনার চোখ দিয়ে যেন পুরো থাইল্যান্ড শহরটাকে দেখলাম। ধন্যবাদ দাদা❤️যুগ যুগ জিও

  • @v3creations63
    @v3creations63 ปีที่แล้ว

    কী সুন্দর ভিউ । আমি বড়ো টিভিতে দেখলাম । চারিদিকের ভিউ খুব খুব ভালো লাগলো । ফি ফি ডাকটা দারুন ছিল 😂 । হেসে মরে গেলাম । টুনির মা বলাটাও ভীষন ভালো লাগলো । আমার তো ভাই তোমার সাথেই সব ঘোরা হয়ে যাচ্ছে । এটা আন্দামান সাগর । গুহাটা দূর থেকেই বুঝলাম । এতো মানুষের যাতায়াত জলকে ঘোলা করে দিচ্ছে । খুব সুন্দর জায়গা । খুব ভয় পেয়েছিলাম ভাই ঝড়ের প্রকোপ আর উত্তাল সমুদ্র দেখে । বাইরে কেন ছিল ভাই । খুব টেনশন হচ্ছিল । জানি ভগবান আছেন কিচ্ছু হবে না । আমার রোজকারের প্রার্থনায় তুমি থাকো ভাই । আমার মাতা রাণী সবসময় তোমাকে রক্ষা করবেন । সুস্থ নীরোগ দীর্ঘায়ু হোক তোমার । এই ছবি হওয়া কথা প্লিজ আর কোনদিন বলবে না ভাই , এটা এই দিদির অনুরোধ 🙏 । এতো মানুষ তোমাকে ভালবাসে । টাকার গরম , বড়ো ইউটিউবার হওয়ার গরম আর যার থাক আমার ভাইয়ের নেই । আমার সহজ সরল ভাইয়ের নামে কেউ বললেও আমি মানবো না , কাউকে মানতে ও দেব না । খুব ভালো থেকো ভাই ।

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  ปีที่แล้ว +1

      নেক্সট EP টা আরো ভাল লাগবে

  • @astrorimpachatterjee7023
    @astrorimpachatterjee7023 ปีที่แล้ว +1

    Kaushik excellent presentation.
    Divine blessings 🙏

  • @rikibanerjee4957
    @rikibanerjee4957 ปีที่แล้ว

    ভীষণ ভয়ংকর সেই সুন্দর দৃশ্য ❤❤

  • @ankitasarkar9142
    @ankitasarkar9142 ปีที่แล้ว

    Stay safe. Darun video ❤

  • @DisasCreativeWorld
    @DisasCreativeWorld ปีที่แล้ว

    সত্যিই খুব খুব ভালো😻😻

  • @Animals_Ytmsk
    @Animals_Ytmsk ปีที่แล้ว

    0:44 _দাদা আপনার থাইল্যান্ড যাওয়ার আগের ব্লগ গুলো দেখেছিলাম মাঝখানে প্রায় মাস দেড়েক ভিডিও দেখতে পারেনি আর সময়ের অভাবে।আর এখন যখন ভিডিও দেখা শুরু করলাম কমপ্লিট সব ভিডিও দেখে আজকের আপনার চ্যানেল এই পর্যন্ত শেষ ভিডিওটি দেখে ফেলছি_ দাদা ❤বাংলাদেশ থেকে

  • @sibsankarmondal5334
    @sibsankarmondal5334 ปีที่แล้ว

    khub sundor laglo dada….

  • @atreyeechattergi3606
    @atreyeechattergi3606 ปีที่แล้ว

    God bless you koushik bhai.